হার্টের চিকিৎসায় দেরি করলে যে ক্ষতি হয় । Heart Treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
  • হার্টের চিকিৎসায় দেরি করলে যে ক্ষতি হয় । Heart Treatment
    by Dr. Golam Morshed FCPS, MRCP UK. Medicine & Heart Specialist
    @DrGolamMorshed
    @cimechealth
    #drgolammorshed
    #cimechealth
    আলোচনা করেছেন:
    ডাঃ গোলাম মোর্শেদ
    এমবিবিএস, এফসিপিএস (কার্ডিওলজী), এমআরসিপি (লন্ডন)
    সহকারী অধ্যাপক, কার্ডিওলজী
    মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
    চেম্বারঃ সিমেক হেলথ
    প্লট: ১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা।
    (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)।
    সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
    রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৯ টা (শুক্রবার বন্ধ)
    Discussed by:
    Dr. Md Golam Morshed, MBBS, FCPS (Cardiology), MRCP UK (Medicine).
    Assistant Professor, Cardiology
    Interventional Cardiologist
    Medicine, Diabetes & Heart specialist
    Dhanmondi, Dhaka, Bangladesh.
    CIMEC Health g.page/r/CZAhVpMXCoOzEBM/review
    ডাঃ গোলাম মোর্শেদ এর সাথে যুক্ত থাকুনঃ
    ওয়েবসাইটঃ drgolammorshed.com
    ফেসবুকঃ / drgolammorshed
    ইউটিউবঃ th-cam.com/channels/4fc.html...
    ইন্সটাগ্রামঃ / drgolammors. .
    টুইটারঃ / drgolammorshed
    লিঙ্কডইনঃ / dr-g. .

ความคิดเห็น • 51

  • @DrGolamMorshed
    @DrGolamMorshed  2 หลายเดือนก่อน +2

    ❤ ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
    location: g.co/kgs/wqAVhE

    • @JakirHossainsaudi
      @JakirHossainsaudi 2 หลายเดือนก่อน

      আমি আপনার পেশেন্ট স্যার।আলহামদুলিল্লাহ ভাল আছি।

    • @mahbubhasan5990
      @mahbubhasan5990 2 หลายเดือนก่อน

      Oxat ২০ tablate সেশ করার ২ সপ্তাহ পরে কোন ভিটামিন খেতে হয়?

    • @FUNNYVIDEO-cw7xv
      @FUNNYVIDEO-cw7xv 2 หลายเดือนก่อน

      সার আমার বুকের ব্যথা হয় আমি ব্লাড টেস্ট করি আমার ট্রপোনিন ১৩.৮০ দম বন্ধ ভাব লাগে শরীর অনেক দুর্বল লাগে। আমি মালাই এশিয়া থাকি এখান কার ডাক্তারদের কথা ভালো করে বুঝতে পারি নাহ। আমাকে একটা গাইট লাইন দেন

    • @dmmasud7737
      @dmmasud7737 2 หลายเดือนก่อน +1

      ২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
      ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
      ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
      ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
      ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
      ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
      ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
      ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
      ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
      ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
      ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
      ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
      ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
      ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
      ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
      ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
      ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
      ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
      ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে।

    • @NeverGiveUp-1
      @NeverGiveUp-1 2 หลายเดือนก่อน

      নাম রাসেল
      বয়স- ৩০
      স্যার আমার গত দুই বছর ধরেই অল্পতেই বুক ধরফর করা কোন ভাবেই সমাধান হচ্ছেনা 😭
      তাছাড়া কিছুক্ষণ পর পর একটি বিট ঠাস করে ওঠে- যেটা যেকোনো অবস্থাতেই বুঝা যায়- যেন কেউ বুকের ভিতরে হাতুড়ি দিয়ে একটি ঠাস করে বাড়ি মারলো এমন অনুভূতি হয় 😭
      তবে সব সময় না মাঝে মাঝে এটি একাধারে দুইবার অথবা তিনবারও হয়েছে- একাধারে দুইটি বা তিনটি বিট ঠাস করে উঠেছে- বা হাতুরি দিয়ে বাড়ি দিলে যেমন অনুভব হবে ঠিক এমন অনুভব হয়েছে😭
      কিন্তু সারাদিনে ২০ থেকে ১০০ এর উপরে ভিট ঠাস করে ওঠে হাতুড়ির বারির মতো 😔
      সব দিন সমান নয় ✔️
      কিন্তু স্যার এটা নিয়ে আমি খুবই চিন্তিত - এটা কেন হয়? - যদি এটা প্র্যাকটিক্যালি বুকে হাত দিয়ে অনুভব করতে যাই- তবে এমন অনুভব হয়- ভিট তার ছন্দে চলছে কিছুক্ষন কিন্তু হঠাৎ একটি বিট মনে হয় মিস করে এবং তার পরের ভিটটি ঠাস করে ঠিক হাতুরি দিয়ে বাড়ি দিলে যেরকম সেরকম অনুভব হয় 😭😭😭
      আর কিছুক্ষণ বসে থাকলে- তারপর উঠে দাঁড়ালে পা প্রচন্ডভাবে ঝিনঝিন করে দুইটাই- বাবাথরুমে গেলে বাথরুম শেষে উঠে দাঁড়ালে দু পা প্রচন্ডভাবে ঝিনঝিন করে 😭
      এমনকি রাতে শোয়ার সময় ও পা অস্বস্তি করে প্রতিদিন 😭
      সকালে ইন্ডেভার ৪০ এবং রাতে ইন্ডেবার ১০ না খেলে- বসা থেকে উঠলেও হার্টবিট বেড়ে যায় বা প্রচন্ড ভাবে বুক ধরফর করে- এমনকি একবেলা ওষুধ না খেলে রাতে ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ হলেও বুক ধরফর শুরু হয় বাহার বৃদ্ধ বেড়ে যায় - একটু জোরে প্রস্রাব চাপ দিলে তখন প্রস্রাব করতে গেলে হার্টবিট বেড়ে যায় বা বুক ধরফর করে 😔
      পাশাপাশি বুকে অস্বস্তি বোধ হয় এবং চাপ ধরে থাকে সব সময়- বিশেষ করে এটা রাতে শোয়ার সময় বেশি হয় - কিছুটা শ্বাসকষ্ট অনুভব হয় 😔
      মাঝে মাঝে পিঠের মাঝখানে ব্যাথা করে,
      বুকে কখনো তেমনভাবে ব্যাথা অনুভব করিনি- কিন্তু পিন ফোটানোর মত মাঝে মাঝে এখানে ওখানে ব্যাথা অনুভব হয়😔
      কিন্তু স্যার আমি ঢাকায় অনেক বড় কার্ডিওলজি ডাক্তার ডঃ তৌফিকুর রহমান স্যারকে দেখিয়েছি ১০০০ টাকা ভিজিট দিয়ে,
      এবং কয়েকবার ইসিজি- একবার ইকু- একবার ২৪ ঘন্টা হোল্টার মনিটরিং- একবার চেস্ট এক্সরে পিএ ভিউ- এবং অনেকগুলা রক্তের পরীক্ষা করিয়েছি ✔️
      কিন্তু কোথাও তেমন কোন প্রবলেম ধরা পড়ে নাই ডাক্তার বলেছেন।
      অনেক দামি দামি ওষুধ দিয়েছিলেন- সেগুলার কোর্স সম্পূর্ণ শেষ করছি ✔️
      কিন্তু আমার শারীরিক সমস্যা গুলো তো দূর হচ্ছে না-
      ইন্ডেবার টেবলেট না খেলে- সকালে 40 / রাতে 10 mg না খাইলে-----
      খুব অল্পতেই বুক ধরফর করা।
      বসা থেকে উঠলে হার্টবিট বেড়ে যাওয়া।
      ঘুমের ঘরে এ পাশ থেকে ওপাশ হলে হার্টবিট বেড়ে যাওয়া।
      কিছুক্ষণ পর পর বুকের ভিতরে (হার্টে) ঠাস করে ওঠা হাতুড়ির বারির মতো।
      এক দুই মিনিট বসে থাকার পর উঠে দাঁড়ালে পা ঝিনঝিন করা প্রচন্ডভাবে।
      সব সময় বুকে অসুস্থ লাগা।
      সবসময় বুকে চাপ ধরে থাকা।
      খুব অল্পতেই ভয় পেয়ে যাওয়া।
      কোন নরমাল সাউন্ড হঠাৎ করে শুনলেও কুব ভয় পেয়ে যাওয়া।
      ইত্যাদি সমস্যা গুলো সমাধান হচ্ছে না 😭
      স্যার দয়া করে আমাকে একটু বলুন আমি এখন কি করতে পারি??
      এইভাবে এখন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে 😭😭😭😭

  • @horse-kitetv3221
    @horse-kitetv3221 2 หลายเดือนก่อน +2

    স্যার,
    আপনি আমাদের জন্য একজন আশির্বাদ। দয়াময় আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সুদীর্ঘ জীবন দান করুন।

  • @dmfootballleague7535
    @dmfootballleague7535 29 วันที่ผ่านมา

    স্যার অত্যন্ত ভালো মনের মানুষ।

  • @JakirHossainsaudi
    @JakirHossainsaudi 2 หลายเดือนก่อน

    আপনি সহ দুনিয়ার সকল হার্ড ডাঃ রা দ্বীনের উপর অটুট থাকেন আল্লাহর কাছে দোয়া করি।ভালোবাসা অবিরাম।

  • @nasiranoor6079
    @nasiranoor6079 2 หลายเดือนก่อน

    Fruitfull discussion bhaiya

  • @gracelily6460
    @gracelily6460 2 หลายเดือนก่อน +1

    নমস্কার স্যার। আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে দেখাতে ঢাকাতে যাব। আমি টেকনাফে থাকি। ভাল থাকবেন।

  • @YousufAli-kf2ts
    @YousufAli-kf2ts 2 หลายเดือนก่อน

    স্যারের মতো ভালো ডাক্তার বাংলাদেশে থাকতে ভারতে যাওয়ার দরকার নাই।

  • @tahsanshahriar4791
    @tahsanshahriar4791 2 หลายเดือนก่อน

    স্যার আপনার প্রতি রইলো হাজার হাজার সালাম আপনাকে মন থেকে অনেক দোয়া করি আপনি যেভাবে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর ভালো পরামর্শ দেন যা হাজার টাকার বিনিময়ে পাওয়া যায় না স্যার আপনাকে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন নেক হায়াত দান করুক আমিন

  • @smtareqsmtareq8059
    @smtareqsmtareq8059 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @rakibulislam-bh5wl
    @rakibulislam-bh5wl หลายเดือนก่อน

    Amar baba por por 2 bar heart attack kora than sate brain attack o kora Ejaction fraction 34% a namey asa..but Alhamdulillah better fivar food and medicin and rest ar madsomay aj hospital a nia abar eco kori Alhamdulillah akhon EF 40%..

  • @YousufAli-kf2ts
    @YousufAli-kf2ts 2 หลายเดือนก่อน

    স্যার আমি আপনার নিয়মিত একজন ফলোয়ার

  • @shreyahalder7028
    @shreyahalder7028 7 ชั่วโมงที่ผ่านมา

    Sir amer ma 1 month pore oparation hoyeche kono osubidha hobe na to? karon sokari hospitale deri korechilo ducter ra?please aktu bole deben ki korle aber ager moto valo thakbe

  • @afsanaislam615
    @afsanaislam615 2 หลายเดือนก่อน +2

    আপনার ভিডিও গুলো সবসময় দেখি। আমার কিছু দিন জাবত অস্থির লাগে সুতে গেলে একটু বেশি লাগে,আবার একটু পরিস্রম করলেও বুকে ধরফর করে,কিছু দিন আগে ইন্ডিভার খেয়েছিলাম তিন মাস।তারপর কমেছিল। আবার বছর খানেক পর আবারও সেই একই খারাপ লাগে।আমার শাস কস্ট আছে ইনহেলার নেই।আমি এখন কি করবো প্লিজ জানাবেন স্যার। আপনার চেম্বার টা কোথায় প্লিজ জানাবেন। আপনাকে দেখাতে চাই।আমার বয়স ৪৩।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
      location: g.co/kgs/wqAVhE

  • @mahbubhasan5990
    @mahbubhasan5990 2 หลายเดือนก่อน

    Oxat ২০ tablate সেশ করার ২ সপ্তাহ পরে কোন ভিটামিন খেতে হয়?

  • @RezaulHaque-yv5to
    @RezaulHaque-yv5to 2 หลายเดือนก่อน

    আপনাকে দেখাবো তবে আট তলায় উঠতে পারিনা। লফটে উঠতে পারিনা। কী করবো জানাবে।

  • @Tumpasarkarvlog
    @Tumpasarkarvlog 2 หลายเดือนก่อน

    Sir mild diffuse narowing d1 eta ki khrap kichu? Plz reply deben sir,.

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      তেমন খারাপ নয়

    • @Tumpasarkarvlog
      @Tumpasarkarvlog 2 หลายเดือนก่อน

      @@DrGolamMorshed er jonno ki buke betha ebong Siri diye uthle hapiye jai?

  • @user-fq1rj9ux5i
    @user-fq1rj9ux5i 2 หลายเดือนก่อน

    স্যার আমি ইপি স্টাডি করছি দুদিন আগে। এখন আর আগের মতন হার্টবিট বাড়ে না। পরবর্তী আমার কি আর এই রোগটা দেখা দিবে s v t বলবেন প্লিজ স্যার

    • @monirulislam2386
      @monirulislam2386 28 วันที่ผ่านมา

      ভাই ইপি স্টাডি করতে আপনার কতটাকা খরচ হয়েছে জদি একটো বলতেন উপকিত হতাম

  • @user-nq2lp4vi1z
    @user-nq2lp4vi1z 2 หลายเดือนก่อน

    Sir amr sob somoi heart beat 100 upore thke.aita ki heart er Kono pblm.

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      হার্টের কি ইকো করেছেন?

  • @selimuddin62
    @selimuddin62 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার। আমি হার্ট আট্যাকের দুই ঘন্টার মধ্যে নিকটস্থ ক্লিনিকে যায়। সেখানে কিছু টেবলেট ও নিডোকার্ড স্প্রে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।প্রথম থেকে হিসাব করলে ৬ ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা পাই। এবং মোট ৪২ ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেলে হার্টে ১টি রিং লাগাই। রিং লাগানোর ১ ঘণ্টা আগের ইকোর রিপোর্ট EF 70℅। আর রিং লাগানোর ১৫ দিন পর ইকোর রিপোর্ট EF 60℅।আমি আমার চিকিৎসার কোথাও কী ভুল করেছি। উল্লেখ্য আট্যাকের পর Troponin-i ছিল ৩.১১। আর হার্টে ব্লক ছিল ৯৫%।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      আপনার চিকিৎসায় কোন ভুল নেই। সব কিছু সঠিকভাবে হয়েছে। সেজন্য আপনার ইএফ ৬০% আছে যা একদম নরমাল।

  • @nasiranoor6079
    @nasiranoor6079 2 หลายเดือนก่อน

    মাসল ঠিক আছে কিনা কিভাবে বোঝা যাবে? একটু বলবেন প্লিজ।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน +1

      echocardiogram করে

  • @dilipkumarchowdhury1825
    @dilipkumarchowdhury1825 2 หลายเดือนก่อน

    আমি ও CABG রোগী আপনার কাছে চিকিৎসা সেবা নিতে চাই। এই পথটি জানতে চাই। আপনি অতি ভদ্র ও নম্র বলে মনে হয় EF অন্ত কম, আপনার ভিডিও সবসময় দেখে থাকি ,আপনি বলেন EF পুনরায় বিদ্ধ করা সম্ভব ,এই কথাটা আমাকে অনেক ভরসা দেয় ।

  • @Abdulalim-uf7sy
    @Abdulalim-uf7sy 2 หลายเดือนก่อน

    ডক্টর সাহেব আমি পিটি এমসি করানোর পর পায়ের রক্ত নালিতে টান দরে হাঠতে গেলে কি করব

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      কুচকির যে স্থানে ক্যাথটার প্রবেশ করিয়েছেন সেখানে কি ফুলে গিয়েছে?

    • @Abdulalim-uf7sy
      @Abdulalim-uf7sy 2 หลายเดือนก่อน

      @@DrGolamMorshed জী না সেখানে কোনো সমস্যা নাই শুধু হাটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যাথা আর রগে ঠান মারে

  • @royalboy1365
    @royalboy1365 2 หลายเดือนก่อน

    স্যার আমার চাচার হার্টের জন্ম গত বাল্ব সমস্যা ঢাকাতে দেখাইছি ডাক্তার বলল বেলুন করে দিবে তারপর অপারেশন করতে নিয়ে ইকু রিপোর্ট দেখে বলে হার্টে ক্ষত হয়ে রক্ত জমেছে তাই অপারেশন করতে পারে নি ১৫ দিন এর ঔষধ দিছে রক্তের জমাট খুলার জন্য এখন কি করতে পারি স্যার ওনাকে কি ইন্ডিয়া নিয়ে যাব? ভাবছিলাম আপনায় দেখাব আমাদের বাসা তো কুমিল্লা ওনাকে আজকে হসপিটাল থেকে ছেড়ে দিবে আপনি তো আজকে বসোন না আবার রাতে বসেন এত দূর থেকে আসা ও সম্ভব নয় আমাকে যদি একটু পরামর্শ দিতেন৷ ওনার বাকি সব টেস্ট নরমাল

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 หลายเดือนก่อน

      রোগী না দেখে কি এতো বড় সিদ্ধান্ত দেয়া যায়?

    • @royalboy1365
      @royalboy1365 2 หลายเดือนก่อน

      @@DrGolamMorshed আমি আপনাকে যদি রিপোর্ট গুলা পাঠাতে পারতাম স্যার তাহলে একটা পরামর্শ পেতাম। আমি আপনার messenger এ পাঠিয়েছি।

  • @HumayunKabir-lk3gf
    @HumayunKabir-lk3gf 2 หลายเดือนก่อน

    ভারত কি ভাল চিকিৎসার করে। আমার জানা মতে কখনও ভাল চিকিৎসার করে না শুধু। টাকা কম লাগে বাংলাদেশে বেশি টাকা নেয়

  • @NeverGiveUp-1
    @NeverGiveUp-1 2 หลายเดือนก่อน +1

    স্যার আমার গত দুই বছর ধরেই অল্পতেই বুক ধরফর করা কোন ভাবেই সমাধান হচ্ছেনা 😭
    তাছাড়া কিছুক্ষণ পর পর একটি বিট ঠাস করে ওঠে- যেটা যেকোনো অবস্থাতেই বুঝা যায়- যেন কেউ বুকের ভিতরে হাতুড়ি দিয়ে একটি ঠাস করে বাড়ি মারলো এমন অনুভূতি হয় 😭
    তবে সব সময় না মাঝে মাঝে এটি একাধারে দুইবার অথবা তিনবারও হয়েছে- একাধারে দুইটি বা তিনটি বিট ঠাস করে উঠেছে- বা হাতুরি দিয়ে বাড়ি দিলে যেমন অনুভব হবে ঠিক এমন অনুভব হয়েছে😭
    কিন্তু সারাদিনে ২০ থেকে ১০০ এর উপরে ভিট ঠাস করে ওঠে হাতুড়ির বারির মতো 😔
    সব দিন সমান নয় ✔️
    কিন্তু স্যার এটা নিয়ে আমি খুবই চিন্তিত - এটা কেন হয়? - যদি এটা প্র্যাকটিক্যালি বুকে হাত দিয়ে অনুভব করতে যাই- তবে এমন অনুভব হয়- ভিট তার ছন্দে চলছে কিছুক্ষন কিন্তু হঠাৎ একটি বিট মনে হয় মিস করে এবং তার পরের ভিটটি ঠাস করে ঠিক হাতুরি দিয়ে বাড়ি দিলে যেরকম সেরকম অনুভব হয় 😭😭😭
    আর কিছুক্ষণ বসে থাকলে- তারপর উঠে দাঁড়ালে পা প্রচন্ডভাবে ঝিনঝিন করে দুইটাই- বাবাথরুমে গেলে বাথরুম শেষে উঠে দাঁড়ালে দু পা প্রচন্ডভাবে ঝিনঝিন করে 😭
    এমনকি রাতে শোয়ার সময় ও পা অস্বস্তি করে প্রতিদিন 😭
    সকালে ইন্ডেভার ৪০ এবং রাতে ইন্ডেবার ১০ না খেলে- বসা থেকে উঠলেও হার্টবিট বেড়ে যায় বা প্রচন্ড ভাবে বুক ধরফর করে- এমনকি একবেলা ওষুধ না খেলে রাতে ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ হলেও বুক ধরফর শুরু হয় বাহার বৃদ্ধ বেড়ে যায় - একটু জোরে প্রস্রাব চাপ দিলে তখন প্রস্রাব করতে গেলে হার্টবিট বেড়ে যায় বা বুক ধরফর করে 😔
    পাশাপাশি বুকে অস্বস্তি বোধ হয় এবং চাপ ধরে থাকে সব সময়- বিশেষ করে এটা রাতে শোয়ার সময় বেশি হয় - কিছুটা শ্বাসকষ্ট অনুভব হয় 😔
    মাঝে মাঝে পিঠের মাঝখানে ব্যাথা করে,
    বুকে কখনো তেমনভাবে ব্যাথা অনুভব করিনি- কিন্তু পিন ফোটানোর মত মাঝে মাঝে এখানে ওখানে ব্যাথা অনুভব হয়😔
    কিন্তু স্যার আমি ঢাকায় অনেক বড় কার্ডিওলজি ডাক্তার ডঃ তৌফিকুর রহমান স্যারকে দেখিয়েছি ১০০০ টাকা ভিজিট দিয়ে,
    এবং কয়েকবার ইসিজি- একবার ইকু- একবার ২৪ ঘন্টা হোল্টার মনিটরিং- একবার চেস্ট এক্সরে পিএ ভিউ- এবং অনেকগুলা রক্তের পরীক্ষা করিয়েছি ✔️
    কিন্তু কোথাও তেমন কোন প্রবলেম ধরা পড়ে নাই ডাক্তার বলেছেন।
    অনেক দামি দামি ওষুধ দিয়েছিলেন- সেগুলার কোর্স সম্পূর্ণ শেষ করছি ✔️
    কিন্তু আমার শারীরিক সমস্যা গুলো তো দূর হচ্ছে না-
    ইন্ডেবার টেবলেট না খেলে- সকালে 40 / রাতে 10 mg না খাইলে-----
    খুব অল্পতেই বুক ধরফর করা।
    বসা থেকে উঠলে হার্টবিট বেড়ে যাওয়া।
    ঘুমের ঘরে এ পাশ থেকে ওপাশ হলে হার্টবিট বেড়ে যাওয়া।
    কিছুক্ষণ পর পর বুকের ভিতরে (হার্টে) ঠাস করে ওঠা হাতুড়ির বারির মতো।
    এক দুই মিনিট বসে থাকার পর উঠে দাঁড়ালে পা ঝিনঝিন করা প্রচন্ডভাবে।
    সব সময় বুকে অসুস্থ লাগা।
    সবসময় বুকে চাপ ধরে থাকা।
    খুব অল্পতেই ভয় পেয়ে যাওয়া।
    কোন নরমাল সাউন্ড হঠাৎ করে শুনলেও কুব ভয় পেয়ে যাওয়া।
    ইত্যাদি সমস্যা গুলো সমাধান হচ্ছে না 😭
    স্যার দয়া করে আমাকে একটু বলুন আমি এখন কি করতে পারি??
    এইভাবে এখন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে 😭😭😭😭

    • @heartofpalestine
      @heartofpalestine หลายเดือนก่อน

      কমছে আপনার অসুখ

    • @NeverGiveUp-1
      @NeverGiveUp-1 หลายเดือนก่อน

      @@heartofpalestine জি না 😔🥺

    • @heartofpalestine
      @heartofpalestine หลายเดือนก่อน

      @@NeverGiveUp-1 ভাই আপনার ফোন নাম্বার টা দেন

  • @user-fs3vv5ff9v
    @user-fs3vv5ff9v 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার