পথের পাঁচালী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Pather Panchali | Bibhutibhushan Bandyopadhyay | jigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2019
  • #boier_feriwala #বইয়ের_ফেরিওয়ালা
    #বইএর_ফেরিয়ালা #Boyer_feriwala
    Subscribe Our Channel : bit.ly/boierferiwala
    পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    Pather Panchali Bibhutibhushan Bandyopadhyay
    বইয়ের নাম : পথের পাঁচালী
    শেষ লাইন থেকে শুরু করব....
    " সে পথের বিচিত্র আনন্দ রঙের অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি, চল এগিয়ে যাই।"
    উপন্যাসটা বিভূতিভূষণের আত্মজৈবনিক। বইটার ছাপা হলে এক বন্ধুকে যখন বিভূতিভূষণ বইটা উপহার দেন তখন " অপু" নামে সাক্ষর করেন।
    এ উপন্যাসে সবচেয়ে বাস্তবগন্ধী চরিত্র সর্বজয়া। বিভূতিভূজনের মায়ের সাথে তার অনেক মিল। অপুর বাবা হরিহরের পেশা আর প্রকৃতির সাথেও বিভূতির বাবার পেশার মিল ছিল।
    বইয়ের তিনটা অংশ। নামেও বিশেষত্ব আছে। বল্লালী বালাই, আম আঁটির ভেপু এবং অক্রুর সংবাদ।
    রাজা বল্লাল বিভিন্ন গ্রামে গিয়ে বহু বিবাহের এক প্রচলন করেন। অনেকেই এভাবে বিভিন্ন গায়ে বিয়ে করত। আর সারা বছর এ শ্বশুরবাড়ি হতে সে শ্বশুরবাড়িতে গিয়ে অর্থকড়ি নিত। অপুর পিসি ইন্দির ঠাকুরুন এরূপ এক হতাভাগিনী নারী ছিলেন। বাবার বাড়িতে তার গঞ্জনা সইতে হতো। প্রাচীন ভারতের অনেক কিছু ছিল ইন্দির ঠাকুরুনের বর্ণনার সময়।
    আমের আঁটি মাটিতে ফেলে রাখলে চারা হয়। এই চারাটা ছিড়ে দুটো বীজপত্র নিয়ে মাঝখানে আমের কচি পাতা রেখে মুখে পুরে ফু দিলে বাশি বা ভেপু বাজে। গ্রামের ছেলেরা এভাবে বাজায়। তাই নাম আম আঁটির ভেপু। এই পর্বটাই পথের পাচালীর প্রাণ। অপুর বেড়ে ওঠা, দিদির সাথে জঙ্গলে মাঠে ঘুরে বেড়ানো, দিদি যখন চুরি করে মার খায় তখন তার জন্য মায়া লাগে। রেলগাড়ি দেখতে যাওয়া। মায়ের রান্না মিষ্টান্ন কে অমৃত মনে করা। মন খরাপ হলে বাকা কঞ্চি নিয়ে অপুর ঘুরে বেড়ানো,। এভাবে অপু আর তার দিদি দূর্গার অনেক সুন্দর বর্ণনা আছে।
    দূর্গার চরিত্রটা পথের পাচালীতে প্রথমে ছিল না। লেখা শেষ করে দূর্গার চরিত্রটা আবার নির্মানে করতে ১ বছর বাড়তি সময় লেগেছিল।
    দূর্গার যখন পূজা দিত, তখন বলত-
    " পুণ্যিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা,
    আমি সতী লীলাবতী, ভায়ের বোন ভাগ্যবতী।"
    পর্ব - ২
    অপুর জীবনে প্রথম বাড়ির বাইরে যাওয়াটাও উল্লেখযোগ্য। পিতা হরিহরের সাথে হরিহরের এক ভক্তের বাড়িতে গিয়েছিল। সেখানে একজন অমলাদি ছিল। অমলাদি কে অপুর ভাল লেগেছিল। ঘুমের ভেতর অমলাদিকে নিয়ে অপু স্বপ্নও দেখেছিল। এই বই পড়ার পর থেকেই আমার সিনিয়র আপুদের ভাল লাগত। সে বাড়িতে মজার মিষ্টান্ন তৈরী করে দিলে অপু সেটা যখন খায় তখন তার দিদি দূর্গার কথা মনে হয়। দিদিটা যদি এটা খেতে পেত?
    এর কদিন পরের ঘটনা। গ্রামে পড়াতে আসা এক শিক্ষক দাদার দূর্গাকে ভাল লাগল। আর ওদিকে দূর্গার জ্বর এল। সে মারা গেল।
    দূর্গার মারা যাবার পর অপুরা কাশী চলে গেল। অপু কাশীর স্কুলে ভর্তি হল। সে স্কুলে ম্যাগাজিন ছাপাবে। ম্যাগাজিনে যাদের লেখা ছাপাবে তাদের টাকা দিতে হবে। অপু ভয়ে ভয়ে তার বাবাকে জানাল। তার বাবা হরিহরের সর্বজয়াকে না জানিয়ে টাকা দিল। অপুর লেখা ছাপা হলো। জীবনে প্রথম তার লেখা ছাপানো অক্ষরে, অপুর সেকি আনন্দ। তার নামও আছে শ্রী অপূর্বকুমার রায়।
    শেষপর্ব
    অপুর জীবনে প্রথমে নারী লীলা। তখনো বয়সে ছোট। স্কুলে যেত। লীলার সাথে দেখার হবার আগের সময়টা অপুর চরম দুখের। দেখা হলেও অবশ্য দুঃখ শেষ হয়নি।
    অপুর বাবা হরিহর মারা গেল। তার মা সর্বজয়া এক ধনী বাড়িতে ঝি এর কাজ নিল। সারাদিন অসংখ্য মানুষের রান্নাবান্না। রান্নাঘরেই থাকতে হয়। তবুও ছেলেটাকে একটু আধটু ভাল খাওয়ানোতে সর্বজয়ার অনেক আনন্দ হয়। সে বাড়িতেই লীলার সাথে অপুর দেখা।
    লীলা অপুকে ফাউন্টেনপেন দেয়। একই গ্লাসে দুধ খায়। অপুর রুমে আসে। অপুর তার জীর্ণ অবস্থার কারনে লীলার সামনে লজ্জা পায়। অথচ দুজন ই ছোট।
    অপুকে অপমানিত ও হতে হয় একদিন। সে শখ করে বাকিদের মত করে বার্ডসাই সিগারেট কিনে খেয়েছিল। বাবুদের মত টানতে তার ইচ্ছে হয়েছিল। কিন্তু সেটা বাড়ির কর্তাবাবু দেখে ফেলে এবং বাড়িতে এলে বেত্রাঘাত করে।
    এমন নির্মম বাস্তব জীবনে অপু অসহায়। সর্বজয়া সব জয় করতে হিমসিম খায়।
    আড়াল থেকে দেবতা অপুকে অনুপ্রেরণা দেন-
    " পথের প্রসন্ন দেবতা হাসিয়া কহিলেন মূর্খ বালক, তোমার পথ এখনো শেষ হয়নি, ( নিশ্চিন্তপুর, পথ ঘাট, ঘেটুফুলে ফিরতে অপুর প্রতি আহবান ছিল।)
    অপুরও ঠাকুরের কাছে ইচ্ছে ছিল একটিবারের জন্যে হলেও পিতৃভূমি স্মৃতিময় নিশ্চিন্তপুরে ফিরে যাওয়া।
    অবশেষে-
    পথের প্রসন্ন দেবতাই বললেন -
    " সে পথের বিচিত্র আনন্দ রঙের অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি, চল এগিয়ে যাই। "
    পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করনটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা পৃথিবী-বিখ্যাত হয়।...
    bibhutibhushan bandyopadhyay,bibhutibhushan bandopadhyay,bibhutibhushan bandopadhyay pather panchali,bibhutibhushan,bibhutibhushan bandopadhyay aranyak,bibhutibhushan bandopadhyay aloukik golpo,bibhutibhushan bandopadhyay short stories,bibhutibhusan bandyopadhyay,bibhutibhushan bandopadhyay home,bibhutibhushan bandopadhyay house,bibhutibhushan bandopadhyay books,maya by bibhutibhushan bandopadhyay,bibhutibhushan bandopadhyay (author)
    #সাহিত্য #বাংলা #পিডিএফ #pdf #বয়ের_ফেরিয়ালা
    গ্রুপ: / 2884886. .
    পেজ / boier.feriwala
    Book pdf link : www.mediafire.com/file/h7tneey...

ความคิดเห็น • 35

  • @asefakhatun4632
    @asefakhatun4632 ปีที่แล้ว

    স্যার পথের পাঁচালী উপন্যাসের লোক সংস্কৃতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে খুবই উপকৃত হতাম।🙏

  • @Maruf-sir
    @Maruf-sir 4 ปีที่แล้ว +2

    বাংলা সাহিত্যের রস যেমন হওয়া উচিত...... অসাধারণ

  • @mahmudurrahmankhan7173
    @mahmudurrahmankhan7173 2 ปีที่แล้ว

    সত্যিই অসাধারণ উপস্থাপনা।আমি অভিভূত 💙

  • @antarabofficial
    @antarabofficial 4 ปีที่แล้ว

    Bah...onk dhonnobad

  • @maksudaakter4415
    @maksudaakter4415 4 ปีที่แล้ว +3

    উপস্থাপন ও বাচনভঙ্গি আরও উন্নত করতে হবে।

    • @Boierferiwala
      @Boierferiwala  4 ปีที่แล้ว +2

      মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

    • @tauhidsumon3461
      @tauhidsumon3461 4 ปีที่แล้ว +1

      Right

  • @abushaleh7084
    @abushaleh7084 2 ปีที่แล้ว

    good initiative.😍😍😍.
    But pronunciation should be improved.

    • @Boierferiwala
      @Boierferiwala  2 ปีที่แล้ว

      মতামতের জন্য ধন্যবাদ। আমাদের আরো রিভিউ দেখতে পারেন।

  • @pathok8938
    @pathok8938 5 ปีที่แล้ว +1

    aro vla kora dorkar....

  • @alifhosen9974
    @alifhosen9974 4 ปีที่แล้ว

    Nice

  • @MdAktherAli11504
    @MdAktherAli11504 3 ปีที่แล้ว

    ৬/১০

  • @fanshikhatun9925
    @fanshikhatun9925 3 ปีที่แล้ว

    বিনি কে?? তারা তারি বলুন

  • @onlyentertainment8714
    @onlyentertainment8714 3 ปีที่แล้ว

    I want to know what is the name of apu 's grandfather ?

    • @Boierferiwala
      @Boierferiwala  3 ปีที่แล้ว

      উপন্যাসে নাম নেই।

    • @cmukherjee6692
      @cmukherjee6692 3 ปีที่แล้ว

      রাম চাদ , মহাশয়

  • @jddip7440
    @jddip7440 2 ปีที่แล้ว

    Vai amar bari nichintopur

    • @Boierferiwala
      @Boierferiwala  2 ปีที่แล้ว

      দারুণ

    • @saimaakterCoUbangla
      @saimaakterCoUbangla 2 ปีที่แล้ว

      নিশ্চিন্দপুর কি ভারতে?

    • @jddip7440
      @jddip7440 2 ปีที่แล้ว

      @@saimaakterCoUbangla হা

  • @MdNoman-qd5tl
    @MdNoman-qd5tl 4 ปีที่แล้ว

    আম আঁটির ভেঁপু

  • @arafatalamin2255
    @arafatalamin2255 2 ปีที่แล้ว

    need to fit of your pronunciation, expression style.

    • @Boierferiwala
      @Boierferiwala  2 ปีที่แล้ว

      মতামতের জন্য ধন্যবাদ। অামাদের চ্যানেলে অারো রিভিউ অাছে দেখতে পারেন।

  • @mdmimobaidullah5412
    @mdmimobaidullah5412 3 ปีที่แล้ว

    পরবর্তী ভিডিওতে ইংরেজি শব্দ ব্যবহার করবেন না আশা করি।

    • @Boierferiwala
      @Boierferiwala  3 ปีที่แล้ว

      মতামতের জন্য ধন্যবাদ

  • @samantannowrin
    @samantannowrin 5 ปีที่แล้ว

    উপস্থাপনা বেশ দুর্বল । তাই লাইক দিতে পারলাম না ।

  • @miluhasan349
    @miluhasan349 4 ปีที่แล้ว

    তোতলা

    • @Dhristyadhum
      @Dhristyadhum 2 ปีที่แล้ว

      chesta krechen uni... kauk choto kora uchit noe...