কাম দরিয়ার অথৈ জলে শিল্পী সম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 8 วันที่ผ่านมา +1

    পোস্ট তাং ২৫/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬৪
    প্রেম প্রেয়সীর তরে গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    স্বামীর ঘরে সুখেই আছো,,,, ওগো আমার প্রেয়সী।।
    মিছেমিছি কেনো আমায়, করলে গো তুমি দোষী।।
    সুখ পিয়াসী মনটা তোমার, পাইছে যে সুখের নাগাল।
    আমি শুধুই মিছে হলাম, তোমার প্রেমে যে মাতাল।।
    খাইলাম কতো মন্দ যে গাল।। তুমি তো হইলা খুশি।
    এখন স্বামীর বুকে মাথা রেখে, খুঁজে পাও যে স্বর্গ সুখ।
    দুঃখের পাহাড় ভরেছে যে, আমারও এই পোড়া বুক।।
    কেমনে দেখাই আমার এই মুখ।। মন্দ বলে পাড়া পড়শী।
    যা করেছো ভালোই করেছো, তবু তুমি থাকো সুখে।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মরবো আমি ধুঁকে ধুঁকে।।
    অতীত স্মৃতি বুকে এঁকে।। যাবো তোমায় ভালবাসি।
    পোস্ট তাং ২৪/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬৩
    এবাদত হকিকতের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে ও, লোভী মনা,,,,,
    নামাজ পড়লেই জান্নাত পাইবা না।।
    ওরে কায়েম করতে কইছে সালাত, আদায় করতে কইছে জাকাত।।
    আগে হইতে কইছে বায়াত।। আঁপে সাই রাব্বানা।
    ওরে ছাইড়া দিয়া নাফরমানী, কইছে প্রিয়বস্তু দিতে কোরবানি।।
    বনের পশু দিলা কোরবানি।। মনের পশু কোরবানি দিলানা।
    ওরে নফছ রিপু মন কইরা দমন, করতে কইছে সীয়াম সাধন।।
    করতে কইছে আত্মদর্শন।। জ্ঞান চেতন তো হইলোনা।
    ওরে যে কাবাতে আল্লার আসন, করলা না মন তার নিরুপণ।।
    দেশ বিদেশে করলা ভ্রমণ।। হজ্জ করা তো হইলো না।
    ওরে আলে মুহাম্মদ আওলাদে রাসুল, চিনতে যে মন করলারে ভুল।।
    আহলে বায়াত মকসুদে মকবুল।। পাকপাঞ্জতন চিনলা না।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, একজন কামেল পীর ধরি।।
    স্বভাব চরিত্র লও ঠিক করি।। পরকালে আর ঠেকবা না।
    পোস্ট তাং ২৩/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬২
    স্বজন হারা বেদনার গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমি মা হারাইছি বাপ হারাইছি, হারাইছি জোরের ভাই।।
    দিবা-নিশি ভাবছি বসি, আমি যে কখন হারাই।।
    ক্ষণিকালয় ছেড়ে আমি, যাবো ঐ অনন্ত আলয়ে।
    পাবো কি গো তাদের দেখা, আমি হেথায় গিয়ে।।
    এসব কথা ভাবতে গিয়ে।। কাইন্দা বুক ভাসাই।
    বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, খেলার সাথী যারা।।
    যারাই গেলো আমায় ছেড়ে, আর আইলোনা তারা।
    জন্ম মৃত্যুর এই যে ধারা।। চলছে যে সদাই।
    দাদা দাদী নানা নানী, চাচা জেঠা খালা ফুপু গেলো।
    এই জগতে কেউ কোনোদিন, আর না ফিরা আইলো।।
    জান্নাত কি জাহান্নামে গেলো।। কিছুই জানা নাই।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি সবার জন্যই দোয়া করি।
    জান্নাত নসীব হউক সবারই, আমি এই কামনাই করি।।
    দয়াল প্রভু পারের কান্ডারী।। নিবেন যে তড়াই।