সবচেয়ে বড় পাইকারী খেজুরের বাজার বাদামতলী,সদরঘাট |ধোঁকাবাজ ব্যবসায়ীর ধোঁকা থেকে সাবধান |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ঢাকা বাদামতলী ঘাট ফলের আড়ৎ
    ধোঁকাবাজ ব্যবসায়ীর ধোঁকা থেকে সাবধান✋
    ঢাকার পাইকারী ফলের আড়ৎ পুরান ঢাকার
    বাদামতলী ঘাটে অবস্থিত। দেশের নানা এলাকা ছাড়াও
    দেশের বাইরে থেকে ফল আসে এখানে।
    বুড়িগঙ্গা নদী তীরবর্তী এই বাদামতলী ঘাট
    থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকা এবং দেশের
    বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করা হয়।
    অবস্থান
    ঐতিহ্যবাহী সুপরিচিত আহসান মঞ্জিলের ২০ গজ
    পশ্চিমে বাদামতলী ঘাট ফলের আড়ৎ অবস্থিত।
    ঠিকানা
    আহসান উল্লাহ রোড, বাদামতলী, ঢাকা- ১১০০
    সময়সূচী
    প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
    খোলা থাকে।
    এই বাজারের সাপ্তাহিক বন্ধ নাই।
    এই আড়তে সাধারণত সকাল ৬ টা থেকে দুপুর ১
    টা পর্যন্ত বেশী ভীড় হয়ে থাকে।
    কয়েকটি দোকান
    মেসার্স আবির এন্টারপ্রাইজ
    মোবাইল- ০১৭১২-৩৮০১০২
    সাইফুল মাদবর এন্টারপ্রাইজ
    মোবাইল- ০১৬১৪-৯০১৬৭০
    এম/এস সবুজ এন্টারপ্রাইজ
    মোবাইল- ০১৭১১-৮৮০৪৮৩
    মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ
    মোবাইল- ০১৯২০-৩০৩৪৪২
    রিমা এন্টারপ্রাইজ
    মোবাইল- ০১৭১৩-৬২৮৮৭৪
    মেসার্স হুমায়ূন ফ্রুটস এজেন্সী
    মোবাইল- ০১৭৬১-১০০৮৩৯
    মেসার্স রতন ফুড গার্ডেন
    মোবাইল- ০১৭১৬-৫২৫৬৯২
    মেসার্স রাসেল এন্টারপ্রাইজ
    ১৯/৫ বাদামতলীঘাট
    মেসার্স রমজান মিয়া ফ্রুটস
    ১৪/১, বাদামতলী মসজিদ ঘাট, ঢাকা- ১১০০
    নাসের এন্টারপ্রাইজ
    ১৯/৪, শাহজাহান মিয়া লেন
    মোবাইল- ০১৭৩৬-৭৬৬৬৪৮
    বায়োজীদ ফ্রুটস এজেন্সী
    ১৫/৩ আহসান উল্লাহ রোড
    মেসার্স আরিফ এন্টারপ্রাইজ
    ১৩/৪, শাহজাহান মিয়া লেন, বাদামতলী, ঢাকা- ১১০০
    আকিব এন্টারপ্রাইজ,শাহ আলম। হাজী নুরু
    মিয়া মার্কেট,01716055283
    রাকিব এন্টারপ্রাইজ,মিজান01715428349
    যেসব ফল পাওয়া যায়
    কমলা, তরমুজ, বড়ই, খেজুর, মাল্টা, আঙ্গুর,
    আপেল,আনার,নারিকেল, পেয়ারা, আমড়া, লিচু, কলা,
    আনারস, আম, কাঁঠাল, কিচমিচ, জাম ও নাসপাতি বিক্রয়
    করা হয়।
    যেসব এলাকার ফল পাওয়া যায়
    বিদেশী ফলগুলো আসে ভারত, চীন, ভূটান,
    সৌদি আরব, দুবাই, পাকিস্তান, থাইল্যান্ড, মিশর, ফিলিপাইন,
    কুয়েত, ইরান, উজবেক,তুরকী,চিলি, মালয়েশিয়া,
    শ্রীংলকা, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ
    আফ্রিকা ও সুদান থেকে।
    দেশী ফলগুলো আসে রাজশাহী (আম), দিনাজপুর
    (লিচু), যশোর, মধুপুর,খাগরাছড়ি (আনারস), বরিশাল
    (পেয়ারা), গাজীপুর থেকে কাঁঠাল ।
    সুবিধা
    এই আড়তে খুচরা বিক্রয়ের ন্যূনতম পরিমাণ ১ কার্টুন।
    এই আড়তে পাইকারী ছাড়াও খোলা বিক্রি হয়
    দেশী ও বিদেশী ফলগুলো।
    এই আড়ত হতে ক্রেতার কাছে মাসিক ও সাপ্তাহিক
    ভিত্তিক ফল পৌঁছানো হয়।
    এই আড়ত হতে বিভিন্ন ফলের দোকান
    বুকিং দেওয়া কোন অনুষ্ঠানের এবং বিভিন্ন জুস
    কোম্পানীতে ফল পৌঁছানো হয়।
    বিল পরিশোধের নিয়ম ৪০% অগ্রীম দিতে হয়। আর
    বাকী ৬০% ফল সরবরাহের পর পরিশোধ
    করতে হয়।
    সাধারণত যারা নিয়মিত ফল নিয়ে থাকে তাদের মাসের
    শেষের সপ্তাহে বিল পরিশোধ করতে হয়।
    ফলের আড়তদারের লেবারের খরচ
    ক্রেতাকে দিতে হয় না। দোকান মালিক লেবার
    সরবহার করে।
    এই আড়তে খেজুর বিক্রয় করা হয়। এবং খেজুর
    বছরের ১২ মাস পাওয়া যায়।
    রমজান মাসে খেজুর ক্রয়ের
    ক্ষেত্রে কমপক্ষে ১ বস্তা কিনলে বিশেষ ছাড়
    দেওয়া হয়।
    ন্যূনতম ৫ কেজি পরিমাণ খেজুর
    কিনলে পাইকারী দাম রাখা হয়।
    এই আড়ত দোকানগুলো থেকে যেকোন
    অনুষ্ঠানে ফল সরবরাহ করে থাকে। যদি অগ্রীম
    বুকিং ৬০% দেয়া থাকে।
    বিক্রয় ক্ষেত্রে লেনদেন ব্যবস্থা চেক বা নগদ
    ক্যাশ দিয়েও দেওয়া যায়।
    ফল পরিবহন
    এখান থেকে খুচরা ক্রেতার তাদের ফলগুলো নিজ
    দায়িত্বে পরিবহন করে নিয়ে যায়।
    পাইকারী ক্রেতার ফলগুলো পরিবহনের
    ব্যবস্থা করে দিয়ে থাকে বিক্রেতা। তবে খরচ
    ক্রেতাকেই বহন করতে হয়।
    পরিবহনকালে কোন ক্ষতি হলে ক্ষতিপূরণ
    ক্রেতা এবং বিক্রেতাকেই বহন করতে হয়।
    ঢাকার ভেতরে পরিবহন করার জন্য পিকআপ, ভ্যান,
    কার্গো, ঠেলাগাড়ী, মিশুক ও ট্যাক্সি ব্যবহার করা হয়।
    প্রতি কিলোমিটার অনুযায়ী ভাড়া দিতে হয় ১০০ টাকা।
    এছাড়া উত্তরাতে যেতে পিকআপে ২,০০০
    টাকা এবং ঠেলাগাড়ীতে ১,৫০০
    টাকা এবং ভ্যানে ফার্মগেট পর্যন্ত খরচ হয় ৪০০ টাকা।
    বিবিধ
    এই আড়তে ক্রেতা এবং জনসাধারণের
    পুরো মার্কেটে ৫০ টির অধিক টয়লেট রয়েছে।
    আড়তের সামনের রাস্তায় গাড়ী পার্কিং করা যায়। এর
    জন্য ট্রাক প্রতি ২৫০ টাকা হারে চার্জ প্রদান
    করতে হয়।

ความคิดเห็น • 99

  • @imamfurnituremart8042
    @imamfurnituremart8042 7 หลายเดือนก่อน +15

    বাদামতলী থেকে ১০ কেজির ১ কার্টুন অনলাইনে অর্ডার করছিলাম। ভিডিওতে ভালোই দেখাইছিলো But আমার হাতে আসার পর পুরাই উল্টো চিত্র। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া ছাড়া কিছুই করার ছিলো না।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      একটু কষ্ট হলেও যাচাই করে কেনা উচিত,, আল্লাহ তাআলা সকলকেই হেদায়াত নসিব করুক।

    • @abdulowadud3749
      @abdulowadud3749 7 หลายเดือนก่อน

      বাদাম তলী মানি আরেক বাটপারি র জায়গা

  • @tanvirkhan9038
    @tanvirkhan9038 7 หลายเดือนก่อน +2

    আমি একজন আইনজীবি, বিনামূল্যে সেবা দিব, রমজান উপলক্ষে বাটপারি নিপাত যাক। যোগাযোগের অনুরোধ রহিল।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +2

      জাঝাকুমুল্লাহ খাইরান 😊

  • @kaziemrul3618
    @kaziemrul3618 7 หลายเดือนก่อน +9

    ভাই ভোক্তা অধিকার কে জানান ।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      আপনি ঠিক কথা বলছেন,,এটাই করা উচিত

  • @sumayatelecom1236
    @sumayatelecom1236 7 หลายเดือนก่อน +7

    মাশাআল্লাহ, খুব সন্দুর একটি সচেতন মূলক ভিডিও, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমিন, যারা আপনার সাথে প্রতারণা করেছে আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দান করুক আমিন। সবাই এই ভাইয়ের পাশে থাকুন

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      আপনাকে জাঝাকুমুল্লাহ খাইরান কিন্তু শাস্তির দুয়া নয় আল্লাহ তাআলা তাদের সহিহ বুঝ দান করুক।

  • @ItelMobile-c2z3e
    @ItelMobile-c2z3e 7 หลายเดือนก่อน +1

    আমিও ভিডিও দেখে বাদামতলী থেকে খেজুরের অর্ডার দিয়েছিলাম আমাকে দেখাইছে ভালো মানের খেজুর আনার পরে দেখি ভিতরে সব বস্তার বাজে খেজুর আমার সাথে প্রতারিত করেছে

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      আহহা🥲 মানুষ কে ধোকা দিয়ে কি লাভ পায় তারা!??

  • @timemullo9458
    @timemullo9458 6 หลายเดือนก่อน +1

    ভাই আইনি ব্যবস্থা নেন

  • @jisanjisan4714
    @jisanjisan4714 7 หลายเดือนก่อน +2

    Benaa foods এটা আরেক বাটপারি পেইজ। এ পেইজ থেকে কেউ পন্য কিনবেননা।

  • @shameembhuiyan9256
    @shameembhuiyan9256 7 หลายเดือนก่อน +6

    সত্য প্রকাশের জন্য ধন্যবাদ

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      প্রত্যেকের উচিত সত্যটা বলা যাতে ওদের এই সিন্ডিকেট ও ধোকাবাজী ব্যবসা বন্ধ হয়।

  • @abunaeem8848
    @abunaeem8848 7 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ ভাই❤❤। আমিও চাইছিলাম রমজান উপলক্ষে বাদামতলী থেকে অনলাইনের মাধ্যমে কিছু খেজুর কিনে ব্যবসা করবো কিন্তু আপনার প্রতারিত হওয়া দেখে খুবই খারাপ লাগছে

  • @mdnurhossain8305
    @mdnurhossain8305 7 หลายเดือนก่อน +3

    আমি ৫ কেজির কলমী মরিয়ম কিনেছিলাম উপরে ভালোই দেখেছি, বাসায় এনে দেখি সবগুলো খেজুরের ভিতর অনেক পোকা।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জী,,,পরবর্তীতে খেজুর খেয়ে দেখে নিবেন।

  • @aminulIslam-mn7er
    @aminulIslam-mn7er 7 หลายเดือนก่อน +2

    সময়োপযোগী অতিবগুরুত্বপূর্ন
    সচেতনতা মূলক পোস্ট। হালাল হারাম বলতে মুখে ফেনা বের করছি, অথচ রমজান মাসে ব্যবসায়িদের প্রতিযোগিতা চলে কত লাভ করতে পারি। ধর্মীয় মুল্যবোধের
    অভাব আছে।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন,, এখন সকলের জন্য হেদায়েতের দুয়া ছাড়া আর কি করার আছে?

  • @jisanjisan4714
    @jisanjisan4714 7 หลายเดือนก่อน +2

    Benaa foods এটা আরেক বাটপারি পেইজ। কেউ এ পেইজ থেকে পন্য কিনবেবনা।

  • @My_Daddy_
    @My_Daddy_ 6 หลายเดือนก่อน +1

    Vokta odhikare ovijog janan vai, tahole onno ra oder protaronar haat theke basbe.

  • @asandwip5180
    @asandwip5180 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ নিশ্চিত প্রতারিত হতাম আপনার ভিডিও না দেখলে। যাজাকুল্লাহ। ব্যবসার জন্য নিতে চেয়েছিলাম।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      জাঝাকুমুল্লাহ খাইরান 😊 বাহিরের ইন্টেক্ট ও ভালো খেজুর কিভাবে চিনবেন সেই সম্পর্কে বিস্তারিত কাল আরেকটি ভিডিও দিব ইংশা~আল্লাহ,

  • @khaledrezaaam5683
    @khaledrezaaam5683 5 หลายเดือนก่อน +1

    thanks

  • @Shoayeb360
    @Shoayeb360 7 หลายเดือนก่อน +1

    ভাই, আমি 5 কেজি এর এক বক্স কিনেছিলাম। খেজুর এর উপরের খোসা টা শুকিয়ে গেছে। পানি দিয়ে ভাল করে ধুলে ভাল খেজুর পাওয়া যায়। আমার খেজুর টা কি ভাল?

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      খেজুরে পানি দিলে খেজুর বেশিক্ষণ ভালো থাকেনা

    • @Shoayeb360
      @Shoayeb360 7 หลายเดือนก่อน

      @@AAMSTaqwaStudio খেজুর শুকনা এই আছে। কিন্তু খেজুর শুকিয়ে উপরে একটা খোসা এর মত হয়েছে। গত বছর বাদামতলি থেকে কিনেছিলাম। রমজান এ খাওয়ার জন্য। কিন্তু এই বার এর গুলো গতবার এর মত ভাল পাই নি। দাম অ বেশি এই বার

  • @smmisbahofficial7626
    @smmisbahofficial7626 7 หลายเดือนก่อน +1

    মিশরের মেদজুলের প্রডাকশন ডেট থেকে এক্সপেয়ার ডেট থাকবে এক বছর, কোম্পানি কখনো খেজুরের এক্সপায়ার ডেট দুই বছর লাগায়না।এসব সব বাংলাদেশে নিয়ে নিজেরা এসব করে।আর এগুলা সব পুরানো খেজুর,নতুন খেজুর চেনার উপায় আছে।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      জাঝাকুমুল্লাহ খাইরান আপনার সুন্দর তথ্যের জন্য। আর কি উপায়ে ভালো খেজুর চেনা যায়?

    • @Shoayeb360
      @Shoayeb360 7 หลายเดือนก่อน +1

      ভাই নতুন খেজুর চেনার উপায়টা যদি একটু বলতেন

  • @akmnazrulislam7481
    @akmnazrulislam7481 7 หลายเดือนก่อน +3

    এই প্যাকেট গুলি বাংলাদেশে তৈরি ভিতর বেশীরভাগ খেজুর নষ্ট প্যাকেট খেজুর না কিনাই ভাল।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      বাংলাদেশে তৈরি অথচ নাম দেয় বাহিরের,,আর যে কত ধোকাবাজি করবে🤔

  • @SearchEnglishEveryday
    @SearchEnglishEveryday 7 หลายเดือนก่อน +1

    এই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিলে এই ধরনের প্রতারনা কমিয়ে আনা সম্ভব। উপযুক্ত আইনি ব্যবস্তা নেয়া হয়না বলেই এরা সুযোগ পচ্ছে।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জি,,,,এটা ৪-৫ জনের একটা সিন্ডিকেট দল,,

  • @mdreaz4474
    @mdreaz4474 7 หลายเดือนก่อน +1

    আমার কাছে সরাসরি কোল্ড স্টোর থেকে নিতে পাড়বেন ডাব্বাস, নাগগাল, ডেটল্যান্ড খেজুর আছে শুধু মাত্র পাইকারি বিক্রি করা হয়!

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জাঝাকুমুল্লাহ খাইরান,, আপনার শপ_এর ঠিকানা আর নাম্বার টা দিন

    • @RomzanAli-h5m
      @RomzanAli-h5m 6 หลายเดือนก่อน

      সপ এর ঠিকানা ও নাম্বার টা দেন

    • @NajmulHosain-x8g
      @NajmulHosain-x8g 6 วันที่ผ่านมา

      নাম্বার দেন আমি পাইকারি নিবো

  • @alhamdulillahvideos1327
    @alhamdulillahvideos1327 7 หลายเดือนก่อน +4

    আল্লাহ আপনার ব্যাবসায় অন্যভাবে বরকত দান করবেন ইনশাআল্লাহ।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জাঝাকুমুল্লাহ খাইরান 😊

  • @probirdey126
    @probirdey126 7 หลายเดือนก่อน +1

    বাদামতলীতে নিজেরাই পেকেট করে খেজুরের।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      প্যাকেট করুক তাতে তো সমস্যা নেই,সমস্যা হলো ধোকাবাজী কেন করে!??

  • @rumiaden496
    @rumiaden496 7 หลายเดือนก่อน +1

    কোথায় থেকে কিনলে ভালো হবে। দয়া করে জানাবেন।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      আজকের ভিডিও টি দেখুন,বিস্তারিত বলা আছে

  • @golamrobbany2386
    @golamrobbany2386 7 หลายเดือนก่อน +1

    আপনি যে ঠিকানা নাম্বার গুলো দিছেন, সেখান থেকে নিতে বলছেন? নাকি বারন করছেন? ক্লিয়ার করেন

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      ভিডিও তে যেই ঠিকানা দেওয়া আছে সেই দোকান থেকে না নেওয়াই উত্তম।

  • @md.bengirahmed4103
    @md.bengirahmed4103 7 หลายเดือนก่อน +1

    আমি নিজে বাদামতলি থেকে ৩ বার খেজুর নিয়েছি যার মধ্যে ২ বার ই পোকা পেয়েছি। এর ভিতর ১ টা ৫ কেজি বক্স সম্পূর্ন ফেলে দিতে হয়েছে পোকার জন্য।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      তাই!?🥲এ কেমন ব্যবসা তাদের? 🙄🥲

  • @quranshikkhabangla8582
    @quranshikkhabangla8582 7 หลายเดือนก่อน +2

    আমিও কিনে প্রতারিত হয়েছি,উপরে ভাল নিচে সব খারাপ খেজুর,

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      ধোঁকা দিলে কি ব্যবসা হালাল হবে??!!হালাল ভাবে ব্যবসা করা অনেক কঠিন

  • @RASELRANA-wv4gw
    @RASELRANA-wv4gw 7 หลายเดือนก่อน +1

    বড় বড় খেজুরগুলো দাত ব্রাশ করা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে দেখছি। তারপর উপর দিয়ে সাজিয়ে রাখে বড় ভালো গুলো

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      তাই!! 🙄তবে পরিস্কার করা ভালো কিন্তু এই জালিয়াতি করা কি ঠিক হয়েছে?

  • @kmiqbalhossain7605
    @kmiqbalhossain7605 7 หลายเดือนก่อน +1

    Ami mashrukh ancilam moushumi enterprise theke bhitore bali pray dates a

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      মাশরুক/মবরুম ভালো টা ৬হাজার এর নিচে পাবেন না এবার

  • @JahangirHossalm
    @JahangirHossalm 7 หลายเดือนก่อน +1

    অনলাইনে আমি ও কম্বল নিলাম কিন্তু একটার দাম পাঁচ শত টাকা বেশি নিল

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      অনলাইনে না কিনে কষ্ট করে সরাসরি গিয়ে কিনে আনাই উত্তম তবুও খুব সতর্কতার সাথে

  • @AtaurRahman-z8c
    @AtaurRahman-z8c 7 หลายเดือนก่อน +2

    বিশ্বাস নষ্ট

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน +1

      তবুও বিশ্বাস তো মানুষকেই করতে হয়😊

  • @b.entertainment1577
    @b.entertainment1577 7 หลายเดือนก่อน +1

    Medjul and moriom ar price koto 5kg ar gula.plz janaben

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      মেডজুল ৫ কেজি ৪৩০০-৬৭০০,মরিয়ম ৩৯০০-৪৩০০

  • @shahidulislam278
    @shahidulislam278 7 หลายเดือนก่อน +1

    ভাই ভুক্তা অধিকারে ফোন করে তাদের শাস্তির ব্যবস্থা করেন।

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জী,,ভোক্তা অধিকারেই জানানো দরকার

  • @taneenterprise3414
    @taneenterprise3414 7 หลายเดือนก่อน +1

    ভোক্ত অধিকারে জানান

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      ভোক্তা অধিকারেই জানানো উচিৎ

  • @techworldreview4125
    @techworldreview4125 6 หลายเดือนก่อน +1

    #boycottindianproduct

  • @tipusultanhira4553
    @tipusultanhira4553 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ ভাই

  • @noyanarfin846
    @noyanarfin846 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ ভাই

  • @nrp661
    @nrp661 7 หลายเดือนก่อน +1

    ALLAH oi Osoth bebsaider hedaet dan koron, amin

  • @munnasorkarmunnasorkar3128
    @munnasorkarmunnasorkar3128 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ

  • @teamespahani330
    @teamespahani330 7 หลายเดือนก่อน +1

    ভোক্তা অধিকার এ অভিযোগ করেন ভাই

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জী,,ভোক্তা অধিকারে অভিযোগ ছাড়া আর কোনো উপায়ই নেই

  • @mohiuddinahmed4014
    @mohiuddinahmed4014 6 หลายเดือนก่อน +1

    আপনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ কেনো দেননি এদের আইনের আওতায় আনা উচিৎ

  • @AtaurRahman-z8c
    @AtaurRahman-z8c 7 หลายเดือนก่อน +1

    মেয়াদ উওীন

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      সব expired ছিল না।

  • @shahalamrj6461
    @shahalamrj6461 7 หลายเดือนก่อน +1

    ভোক্তা অফিসে কল দেন।।মেমো সহ

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      মেমো সহ তারা দুইনম্বরি করে🥲

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      মেমো সহ তারা দুইনম্বরি করে🥲

  • @shahidulislam278
    @shahidulislam278 7 หลายเดือนก่อน +1

    ভাই রে ভাই আমিও ধরা খাইছি,

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      আহারে 🥲 মানুষ যে কেন এমন করে আল্লাহ ভালো জানে

  • @anhaislam4688
    @anhaislam4688 7 หลายเดือนก่อน +1

    ফি আমানিল্লাহ শুভকামনা

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জাঝাকুমুল্লাহ খাইরান 😊

  • @nazneensultana5410
    @nazneensultana5410 7 หลายเดือนก่อน +1

    Sotti

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      এরকম ধোকা থেকে সাবধান😊

  • @mdjunaidhossen2464
    @mdjunaidhossen2464 7 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ ভাই সত্য তোলে ধরার জন্য

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জাঝাকুমুল্লাহ খাইরান

  • @dinislam5439
    @dinislam5439 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ ভাই।

  • @refadakand7419
    @refadakand7419 7 หลายเดือนก่อน +1

    All date expired

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      সব expired ছিল না।

  • @mizanurrahman4261
    @mizanurrahman4261 7 หลายเดือนก่อน +1

    অনলাইন মাল কি-না বন্ধ করুন

    • @AAMSTaqwaStudio
      @AAMSTaqwaStudio  7 หลายเดือนก่อน

      জী,,অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা হয়

    • @mizanurrahman4261
      @mizanurrahman4261 7 หลายเดือนก่อน +1

      @@AAMSTaqwaStudio এটা সবজায়গা চিটারি