SHEI THEKE SHURU 10th EPISODE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nasrinsultana3936
    @nasrinsultana3936 3 ปีที่แล้ว

    Some awesome songs with one of my favorite people Your songs really make a lot of awesome blessings for you

  • @mdshahjahan9384
    @mdshahjahan9384 3 ปีที่แล้ว +1

    সাথেই আছি আপা

  • @suchitanahidsalam
    @suchitanahidsalam 3 ปีที่แล้ว

    একজন 'সামিনা চৌধুরী'র ১০০ টি গান যদি থাকে, তবে সেই ১০০ টি গানই গাইবার মতো, চিরকাল মনে রাখার মতো। ❤️

  • @farahbrishti989
    @farahbrishti989 3 ปีที่แล้ว

    আছি আপুনি সব সময় সাথে। এমন ভাবে ভাবতে পারে কজন! আপুনি পুতুলের বিয়ে গানটি একদিন শুনতে চাই ❤️❤️❤️❤️❤️❤️

  • @srsshikrity
    @srsshikrity 3 ปีที่แล้ว

    Apu, I love and respect you a lot. There is no one like you. You're one of a kind.

  • @merinaara5773
    @merinaara5773 3 ปีที่แล้ว

    আপু আমি মনে করি আপনার ১০০ গান অন্যদের হাজার হাজার গানের থেকেও বেশী। ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহতালার কাছে এই দোআ করি।

  • @rongon9180
    @rongon9180 3 ปีที่แล้ว

    একটা হেডিং -এ দেখছিলাম, নকল গান গাইবো না- সামিনা চৌধুরী।
    পড়ে মনে মনে খুব ভালো লাগছিলো। আর তখন ফিল্মে হিন্দি গানের সুরে বাংলা গানে ছেয়ে গেছে। সেই সময় লিজেন্ড শিল্পীরাও সেইসব গান একের পর এক গেয়ে যাচ্ছিলো। মানে একটা গানও কেউ ছাড়ছিলো না। সেটা ৯০ দশকের কথা বলছি।
    যাইহোক, আজকের এই কথাগুলোই টিভি ইন্টারভিউতে আরও আগে বলছিলেন। এরপর তো আবারও "চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই" গানটা দিয়ে ফিরে আসলেন।
    আপনি দেখেন আপা, সুই পরিমাণ ছিদ্র পেলে সেখান থেকে আলো ঠিকরে বের হবেই।
    যেমন এই গানটাও হিট হলো। তবে এই দীর্ঘ সময়টা কাজ ছাড়া বেকার অবস্থায় যে পার করছে, সেই জানে কতো কস্টের সময় গেছে তার জীবনে! সে যে ক্ষেত্রেই কাজ করুক।
    আর একটা জিনিস দেখেন আপা, এই যে আপনাকে আপনার হক থেকে যারা সরায় রাখছিলো বা দাবায় রাখছিলো, সেই দশ বছরে তাদের কোনো গান কি সেই রকম স্মরণীয় হয়ে আছে এখনো? হয়তো হিট হইছে। শ্রোতাদের কিন্তু মনে নাই।
    আর একটা জিনিস বুঝি না, মিডিয়ায় কিভাবে চলতে বলতে হবে, সেটাও কি শ্রদ্ধেয় স্যার আপনার মরহুম আব্বা আপনাকে সতর্ক করে দেয় নাই? ক্যানো দেয় নাই?
    আপনার চেহারায় যেমন হাসি, মিস্টি কথা মানায়। তেমনি অহংকারটাও আপনার চলনে-বলনে বেশ যায়। আর আপনার ব্যাক্তিত্ত্বের জন্যও লোকে আপনাকে পছন্দ করে।
    আপনাকে কিন্তু আমি, "চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই" গানটা শুনাইছিলাম রেকর্ডিংএ।
    এইবার বলেন তো আপা, আমি কে? 😜

    • @saminachowdhuryofficial
      @saminachowdhuryofficial  3 ปีที่แล้ว +1

      Ato shundor likhlen ami emotional hoye gelam... aager kichhu din gulo mone porrchhe...akhono mone korte parlamnato bhai!...

    • @rongon9180
      @rongon9180 3 ปีที่แล้ว

      @@saminachowdhuryofficial আপনারা তিন বোনই খুব সহজেই আবেগ প্রবন হয়ে যান আপা। এজন্য আপনাদের এসব আবেগ, চোখের পানি এখন আর গায়ে, মনে লাগে না। তাই সমব্যথীও হতে পারি না।
      এখন বলেন, Who am I ? Catch me, if u can? 😜

  • @tuhinakhond930
    @tuhinakhond930 3 ปีที่แล้ว

    অনেক অজানা কথা জানতে পারলাম।
    অবাক হলাম কিছু মানুষের নোংরামির কারণে।
    আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন এবং এখনো সেই সম্মান অটুট রেখেছেন। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে।
    আপনার পথচলা শুধু ভক্তদের জন্য।
    আমরা আছি আপনার ছায়া হয়ে।