আবৃত্তি স্বরচিত কবিতার। কবিতা এই হেমন্তে।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
  • #আবৃত্তি
    #কবিতা
    #প্রেমের_কবিতা
    #হেমন্তের-কবিতা
    এই হেমন্তে
    শিখা রায়
    মেঘ বলেছিল তোমার কথা লিখবে বৃষ্টিলেখায়,
    সাগর বললো আমার কাছে সে যে দুহাত বাড়ায়,
    অরণ্যটা সবুজ পাতায় লিখছে বারোমাস
    তোমার মনের খামখেয়ালির সমস্ত উচ্ছাস।
    তাই কি দেখা হোলো হঠাৎ বনবাংলোর পাশে
    বনময়ূরের কলাপ মেলা নৃত্যমুখর দেশে?
    তখন তুমি মৌন, উদাস, দেখছো পাহাড়, বন,
    কয়েক জন্ম পেরিয়ে আসা বিস্মৃতির লগন
    পায়ে পায়ে পেরিয়ে এসে হঠাৎ হোল দেখা,
    তোমার আমার সংলাপ তাই নতুন করে লেখা।
    নদী তখন বইছে আপন স্রোতের টানে ভেসে
    পাখির গানের দু এক কলি স্রোতের শব্দে মেশে।
    পাহাড়, নদী, পূব হাওয়ারা করছে বলাবলি,
    সবুজ থাকুক বন প্রকৃতি,ফুটুক নতুন কলি।
    তোমার জন্য মেঘের আঁচল, বনের বিহঙ্গ,
    তোমার সুরে মাতাল হোলো মনের মৃদঙ্গ।
    না হোক, শ্রাবণ, না হোক আষাঢ়, পেলব বসন্ত,
    তোমার সুরে থাকুক মিশে এ ঘোর হেমন্ত।

ความคิดเห็น • 2

  • @SongitoMitali
    @SongitoMitali 11 วันที่ผ่านมา +1

    Khoob sundor poribesona. 528 hoye pase thaklam. Pase thakar amontron roilo❤❤❤

    • @SikhaRoy-t7u
      @SikhaRoy-t7u  11 วันที่ผ่านมา

      ধন্যবাদ। পাশে থাকব।