এই দেশে এক শহর ছিল | Ei Deshe Ek Shohor Chilo | নাফিস কামাল | Nafis Kamal | ইত্যাদি অক্টোবর ১৯৯৮

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 842

  • @IsmailIsmail-pf2lq
    @IsmailIsmail-pf2lq ปีที่แล้ว +202

    আমাদের সময় কত সুন্দর গান হতো। আমরা ৯০ দশকের ছেলেমেয়েরা খুবই ভাগ্যবান। বাংলাদেশের প্রায় কালজয়ী গান ৯০ দশকের সৃষ্টি।

    • @mridulapece3645
      @mridulapece3645 8 หลายเดือนก่อน

      তোমরা ৯০ এর জেনারেশন একটা লুচ্চা লাফাংগা আর লোভী জেনারেশন যারা এই দেশটা একটা দূর্নীতির রাজ্য বানিয়েছ আর ফুর্তিবাজি করেছ।

    • @ummeaymon5970
      @ummeaymon5970 8 หลายเดือนก่อน +1

      Yes

    • @AyshaAktherRumana
      @AyshaAktherRumana 7 หลายเดือนก่อน +1

      Yes❤❤kothay gelo se din???😢😢😢

    • @chayontelecom3999
      @chayontelecom3999 6 หลายเดือนก่อน +1

      বাংলাদেশের শ্রেষ্ঠ সময় ৯০ এর দশক,আমরা সত্যিই ভাগ্যবান

    • @rkcomputer-xu6in
      @rkcomputer-xu6in 4 หลายเดือนก่อน

      সত্যি আমরা ভগ্যবান

  • @forhadmajumder8009
    @forhadmajumder8009 ปีที่แล้ว +44

    ২৫টা বছর যে ক্যামনে চলে গেলো জীবন থেকে! গানটা আজও ভালো লাগে। মনে আছে, এই গান প্রচারের পরপর-ই নাফিস কামালের অডিও বের হয়েছিলো "এলোমেলো" নাম দিয়ে। ক্যাসেটটা কিনেছিলাম। প্রতিটা গান-ই খুব চমৎকার ছিলো। বিশেষ একটা গান খুজছিলাম কিন্তু পেলাম না... একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে যে কিনা আর ফিরে আসেনি যদিও ডিসেম্বরে তার সব বন্ধুরা ফিরে এসেছিলো...

    • @poroshmoni9545
      @poroshmoni9545 7 หลายเดือนก่อน

      এলোমেলো এলবাম টা প্রচুর বিক্রি হয়েছিলো।

  • @abdullahalmahmud9334
    @abdullahalmahmud9334 3 ปีที่แล้ว +44

    হানিফ স্যারকে অনেক আগে ঢাকার ফার্মগেটে দেখেছিলাম,সাদা রঙের একটি টয়োটা কারে। আমি আমার বাবার হাত ধরে হাঁটছিলাম।আজ বয়সটা ৪১। ধন্যবাদ এই সুন্দর গানের জন্য।

  • @nafijjoarder3336
    @nafijjoarder3336 3 ปีที่แล้ว +239

    গানটি শোনার পর আবার ফিরে গেলাম সোনালী শৈশবে, আপলোড করার জন্য ফাগুন অডিও ভিশনকে অনেক ধন্যবাদ।

  • @rahatahmed4253
    @rahatahmed4253 3 ปีที่แล้ว +427

    সময় পরিবর্তন হয়েছে।গানটি আজও শুনছি।হয়তো একদিন থাকবো না।আমার পরবর্তী প্রজন্ম গানটা শুনে লাইক দিয়ে যাবে।কমেন্ট রেখে গেলাম।

    • @abominably_antisocial
      @abominably_antisocial 3 ปีที่แล้ว +8

      আজ্ঞে দাদা মরার আগ পর্যন্ত কি লাইক ভিখারী থেকে যাবেন নাকি? কমেন্ট রেখে গেলাম মরার সময় আসলে রিপ্লাই দিয়ে জানিয়ে দিয়েন যে লাইকের হিসাব করছেন না পাপ পুণ্যের হিসাব করছেন।

    • @shahazadanoni1847
      @shahazadanoni1847 3 ปีที่แล้ว +2

      Very nice comment in your.অনেক ভাল লাগলো শুনে।

    • @devonmerrick1111
      @devonmerrick1111 3 ปีที่แล้ว +1

      i realize I'm kinda randomly asking but does anybody know a good website to stream new series online ?

    • @jeromebrendan919
      @jeromebrendan919 3 ปีที่แล้ว

      @Devon Merrick Flixportal :D

    • @devonmerrick1111
      @devonmerrick1111 3 ปีที่แล้ว

      @Jerome Brendan Thank you, signed up and it seems to work :) I appreciate it!

  • @viraldiys24
    @viraldiys24 8 หลายเดือนก่อน +76

    আমার মত কে কে এখনো এই গানটি শুনছেন??? আহারে কি এক অনুভব কাজ করে। সেই ৯০ দশকের দিন আর কখনো ফিরে পাবো না।

  • @TheRabi008
    @TheRabi008 8 หลายเดือนก่อน +79

    আবেগ, অনুভূতি আর ভালোবাসার আরেক নাম ছিলো ৯০' দশক।।

    • @RumiVlog65
      @RumiVlog65 8 หลายเดือนก่อน +1

      Right....❤

    • @zinatjusna3592
      @zinatjusna3592 8 หลายเดือนก่อน +1

      সহমত

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 3 ปีที่แล้ว +253

    শৈশবে সাদা কালো নিপ্পন টেলিভিশনে প্রিয় ইত্যাদিতে দেখা একটি গান ❤️❤️❤️

    • @mdboqutiar3142
      @mdboqutiar3142 3 ปีที่แล้ว +9

      আমাদের নিপ্পন টিভি ছিল

    • @mokhosh6990
      @mokhosh6990 3 ปีที่แล้ว +3

      @@mdboqutiar3142 we go other people home to watch tv, 1994 buy tv

    • @wearetogether4167
      @wearetogether4167 3 ปีที่แล้ว +1

      Me too

    • @sadybinrahimsady3004
      @sadybinrahimsady3004 3 ปีที่แล้ว +2

      Amader nippon tv chilo

    • @munimuddin1279
      @munimuddin1279 3 ปีที่แล้ว

      Ittadi suru thekei amra colour tv te dekhtesi

  • @blessed_with_hidayah
    @blessed_with_hidayah 3 ปีที่แล้ว +86

    এটা একটা জাতীয় অনুষ্ঠান।
    এর গানগুলোই আলাদা। এক একটা গান খুবই unique. কয়েক প্রজন্ম চলে যাবে, কিন্তু এই অনুষ্ঠান ২য় বার বানানোর সাধ্য এবং সেটা জাতীয়ভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়ার ক্ষমতা কারও হবে না

    • @marufahmed2346
      @marufahmed2346 3 ปีที่แล้ว +1

      Watching ittadi for last 30 years

    • @blessed_with_hidayah
      @blessed_with_hidayah 3 ปีที่แล้ว

      @@marufahmed2346 you are senior 👍

    • @marufahmed2346
      @marufahmed2346 3 ปีที่แล้ว +2

      @@blessed_with_hidayah yeap now I'm 40, in my childhood memory ittadi is one of them, watching all together in black and white television, no Internet, no satellite TV, those days are so sweet

    • @blessed_with_hidayah
      @blessed_with_hidayah 3 ปีที่แล้ว +3

      @@marufahmed2346 yes. Technology makes us close virtually but really, it just keeps increasing our distance in relations.

  • @faridhossainrobin9700
    @faridhossainrobin9700 3 ปีที่แล้ว +79

    ৯০ দশকের গানগুলো কখনো পুরোনো হবে না এই গানটা যখন ইত্যাদিতে দেখানো হয় ১৯৯৮ সালে তখন আমার বয়স ছিল ৫ বছর

    • @myousufali7819
      @myousufali7819 11 หลายเดือนก่อน +2

      Ami 6-7 bosorer chilam

    • @Umme-t8l
      @Umme-t8l 8 หลายเดือนก่อน +1

      amr 11

    • @NazrulIslam-mi1he
      @NazrulIslam-mi1he 8 หลายเดือนก่อน +1

      amar 14 silo

    • @ziaulislam3632
      @ziaulislam3632 8 หลายเดือนก่อน +3

      ওরে পাকনা,৫ বছর বয়সেই এতো বুঝতি ❤😂😂😂

    • @faysalkhanfaysal5127
      @faysalkhanfaysal5127 8 หลายเดือนก่อน +1

      Amar 9

  • @rahmanmoti
    @rahmanmoti 3 ปีที่แล้ว +133

    বাড়ির নাম এলোমেলো...♥♪
    নস্টালজিক। এ পর্বটা দেখার স্মৃতি আজও উজ্জ্বল। পরদিন সবার মুখে মুখে ছিল গানটা।

    • @zerogravity1990
      @zerogravity1990 2 ปีที่แล้ว +3

      শতভাগ সহমত প্রকাশ করছি

    • @raihan.islam.
      @raihan.islam. 2 ปีที่แล้ว +1

      কত সালের ইত্যাদি ছিল?

    • @TravelMateAlways
      @TravelMateAlways 2 ปีที่แล้ว +3

      @@raihan.islam. 1998

    • @JuneerAhmed
      @JuneerAhmed ปีที่แล้ว +3

      1998 Saaler Ityadi

    • @myousufali7819
      @myousufali7819 11 หลายเดือนก่อน

      Ha 😢

  • @ajijurchy4683
    @ajijurchy4683 3 ปีที่แล้ว +64

    গানটা কত যে খুজছি, ছোটোবেলায় শোনার পরে মনে গেঁথে ছিলো।

  • @Sonabeej
    @Sonabeej 3 ปีที่แล้ว +26

    অসাধারণ। এইচডি ভার্সনের গানটা ইউটিউবে দেখে আপ্লুত হলাম। হানিফ সংকেত ভাইকে তার এই অসামান্য কীর্তির জন্য ধন্যবাদ। অভিনন্দন নাফিস কামালকে।

  • @rimonshahriar2084
    @rimonshahriar2084 2 ปีที่แล้ว +7

    যদিও আমি ৯০ দশকের ছেলে না,তবে ফিল করতে পারছি সেসময়ের অনুভূতি গুলো। হঠাৎ ই গানটা সামনে আসলো...
    সত্যিই অসাধারণ ও মনমুগ্ধ এক গানের মাঝে ডুবে ছিলাম কিছুক্ষন।
    ধন্য তাঁদের জীবন,নব্বই দশকো যাদের জন্ম।

  • @b-2c3-d4e5-w
    @b-2c3-d4e5-w 8 หลายเดือนก่อน +10

    আহারে আমাদের ৯০দশক! কত সুন্দর,কত আনন্দের ছিলো সব কিছু। সেই সময়ের গানগুলো এখনো শুনি খুঁজে খুঁজে, কিছুক্ষণের জন্যে হলেও ফিরে যাই শৈশবে.....

  • @sam24230
    @sam24230 3 ปีที่แล้ว +60

    সেই বাংলাদেশ সেই সংস্কৃতি আর নেই we missed it forever

  • @MdMoin-wy4gq
    @MdMoin-wy4gq 4 หลายเดือนก่อน +7

    চমৎকার একটা গান ছিল। এই গানটা শেষ কবে শুনেছি মনে নেই । আমরা ৯০ দশকের ছেলেমেয়েরা খুবই ভাগ্যবান।

    • @durontokabbo
      @durontokabbo 4 หลายเดือนก่อน

      একদম

    • @Sumaiya_jannt
      @Sumaiya_jannt 3 หลายเดือนก่อน

      আপনাদের দিন গুলো খুব ভালো ছিলো

  • @mohammednaser9005
    @mohammednaser9005 3 ปีที่แล้ว +30

    কিছু কিছু গান আছে যা স্বর্নালী দিনগুলোর কাছে ফিরে নিয়ে যায়। পিছু ডাকে সেই সব স্মৃতি। এটি তেমনই একটি গান। ইত্যাদীতে শুনা সেই গানটি ২০/২২ বছর পর আবার শুনে নস্টালজিক হয়ে গেলাম। বিশেষ ধন্যবাদ ইত্যাদীকে এবং অজস্র শুভেচ্ছা ফাগুন অডিওকে।

  • @zohurulhaquejafor5504
    @zohurulhaquejafor5504 3 ปีที่แล้ว +18

    শৈশবে এই গানটি যে কতবার শুনেছি তা বলা মুশকিল সুদীর্ঘ কাল পর আবার সেই গানটি শুনে সোনালী শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে গেলো, ধন্যবাদ ফাগুন অডিওকে। ❤️❤️❤️❤️

  • @hurjihanbithinusnusrat4576
    @hurjihanbithinusnusrat4576 3 ปีที่แล้ว +18

    আমি মনে হয় তখন ৬ বছর বয়সী ছিলাম, ভিষন ভালো লেগেছিল। এখনো মিস করি। হঠাৎ গানটা পেয়ে পুরোনো দিন মনে পড়ে গেল, এটা অন্য রকম ভালো লাগা।
    অনেক ধন্যবাদ,,,,

  • @shopniltv2066
    @shopniltv2066 3 ปีที่แล้ว +27

    বাংলাদেশের সেরা অনুষ্ঠান ইত্যাদি এক সময় অপেক্ষায় থাকতাম কখন ইত্যাদি হবে।

  • @mosarofkhan1978
    @mosarofkhan1978 3 ปีที่แล้ว +143

    ৯৮ সালে ফিরে গেলাম। সেই স্মৃতি গুলো ভোলার নয়।

    • @mdsahid6213
      @mdsahid6213 2 ปีที่แล้ว +1

      দেখতে দেখতে বয়স কত হলো

    • @mahabubalam5554
      @mahabubalam5554 ปีที่แล้ว +1

      Amr kob valo lage 🥰🥰🥰

    • @mahabubalam5554
      @mahabubalam5554 ปีที่แล้ว

      Amr age tokon 1 years only tokon

  • @kazisakib8296
    @kazisakib8296 3 ปีที่แล้ว +95

    এই গানটি ইত্যাদিতে কবে, কোন বছরে প্রচারিত হয়েছিল মনে নেই। ঐ সময়ে গানটি অনেক বিখ্যাত ছিল। অনেক দিন পর আবার শুনছি। ধন্যবাদ ইত্যাদি এবং ফাগুন অডিও ভিশন কে।

    • @MdSohag-kn6bf
      @MdSohag-kn6bf 3 ปีที่แล้ว +8

      1998 shaler nippon sada kalo tv te

    • @kalamazad5452
      @kalamazad5452 3 ปีที่แล้ว +3

      1988

    • @rumkisarker2135
      @rumkisarker2135 3 ปีที่แล้ว +6

      ১৯৯৮ সালের জুন মাসে

  • @fatemamony9984
    @fatemamony9984 3 ปีที่แล้ว +124

    শুধু প্রিয় না,
    জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি
    সেরা উপস্থাপক বাংলাদেশ
    হানিফ সংকেত স্যার

  • @MdOmar-ge1ep
    @MdOmar-ge1ep 2 ปีที่แล้ว +50

    সে যে কি সময় 98 !সদ্য এসএসসি পাশ করা আমার ধমণীতেই বইতো এই গানের অনুভুতি !!ভুলবার নয় সেই মুহুর্ত !!

    • @Tamim714
      @Tamim714 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @mybaby9122
      @mybaby9122 8 หลายเดือนก่อน

      বন্ধু আমিও ৯৮ এসএসসি। তুমি কোন স্কুল? আমি আঞ্জুমান স্কুল, নেত্রকোনা।

    • @nahidkhan3354
      @nahidkhan3354 8 หลายเดือนก่อน

      R ame 97 s.s.c failure 😭🙂

    • @tanjinazaman5729
      @tanjinazaman5729 8 หลายเดือนก่อน +1

      ৭ম শ্রেনীতে ছিলাম, প্রথম প্রেম পত্র পেয়েছিলাম এই গানের লাইন....

  • @ronybhuiyan504
    @ronybhuiyan504 3 ปีที่แล้ว +16

    ৩০ বছর ধরে ইত্যাদি দেখছি। তাই যেকোনো ক্লিপ দেখালে সেটার বছর (সাল) উল্লেখ করলে আমাদের বুজতে সুবিধা হতো কবে প্রচার হয়েছিলো।

  • @mdnurnabimiah3452
    @mdnurnabimiah3452 3 ปีที่แล้ว +26

    অসাধারণ একটি গান। আপলোড করার জন্য ফাগুন অডিও ভিশনকে অনেক ধন্যবাদ।

  • @saminarahmanhelen502
    @saminarahmanhelen502 3 ปีที่แล้ว +17

    সত্যিই,গানটি শুনতে শুনতে স্মৃতির পাতায় ঘুরে এলাম। গানটি বরাবরই ভালো লাগতো। আজও সেই আগের মতোই ভালোলাগা নিয়ে শুনেছি পরপর দু'বার...

  • @shahabdullahalbaki4461
    @shahabdullahalbaki4461 8 หลายเดือนก่อน +11

    আমরা কতইনা ভগ্যবান! ৯০ দশকের সেই স্বর্নযুগ আমরা দেখেছি। কত কালজয়ী সৃষ্টি হয়েছিলো আমাদের সেই স্বর্ণালি সময়টাতে! স্মৃতিতে অমলিন হয়ে থাকবে আমৃত্যু।

    • @nahidkhan3354
      @nahidkhan3354 8 หลายเดือนก่อน

      Moner kotha bolechen vai 👍

    • @hosnearalipi7235
      @hosnearalipi7235 7 หลายเดือนก่อน

      Right

    • @mddolal8958
      @mddolal8958 4 หลายเดือนก่อน

      রাইট ভালো

    • @mddolal8958
      @mddolal8958 4 หลายเดือนก่อน

      রাইট ভাই

  • @nazmulahsananamnayan8154
    @nazmulahsananamnayan8154 3 ปีที่แล้ว +7

    ফাগুন অডিও ভিশন এবং হানিফ সংকেত স্যার একটাকে ছাড়া আরেকটা অসম্ভব। একেবারেই অসম্ভব। এনিওয়ে সঙ্গীতার ব্যানারে নির্মিত নাফিস কামাল ভাইয়ার এলোমেলো নামের অডিও ক্যাসেটটা এখনো আমার সংগ্রহে আছে। 😍😍😍

  • @salmakhondokar1708
    @salmakhondokar1708 2 ปีที่แล้ว +6

    একসময় FM 89.6 এ অনেক শুনেছি গানটা বাটন ফোন এ,অনেক চেষ্টার পর অবশেষে খুঁজে পেলাম, উফফ এখন শান্তি ❤️❤️❤️

  • @art-film444
    @art-film444 ปีที่แล้ว +5

    এই পর্বটি প্রচারিত হওয়ার পরের দিন গানটি ছিল সবার মুখে মুখে

  • @rupakkarmakar9530
    @rupakkarmakar9530 หลายเดือนก่อน

    এমন হৃদয় জুড়ানো গান আজ আর শুনতে পাইনা। আমরাই ভাগ্যবান আমরাই ৯০ দশকের।

  • @masudbhuiyan6760
    @masudbhuiyan6760 3 ปีที่แล้ว +30

    সেই মেয়েটি অপরূপা ছিলো...
    আহা কি লিরিক্স... 💜

    • @toha127
      @toha127 2 ปีที่แล้ว +1

      এই গান টি বরতমান সময়ে হলে লিরিক্স হত এমন
      সেই বেবি টি সেই ছিল
      লুল

    • @Sumaiya_jannt
      @Sumaiya_jannt 3 หลายเดือนก่อน

      ♥️♥️♥️

  • @shakhawatimsgroup
    @shakhawatimsgroup 7 หลายเดือนก่อน +14

    আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমি গানটা তখন প্রথম কয়েকটি লাইন মুখস্থ করেছিলাম অডিও ক্যাসেট থেকে ট্যাপরেকর্ডার দিয়ে 😅😅। খুব ভাল লাগতো গানটা। কারণ প্রথম প্রথম প্রেমে পড়ার গান।

    • @durontokabbo
      @durontokabbo 4 หลายเดือนก่อน

      আমিওতো

  • @basudav
    @basudav 2 ปีที่แล้ว +7

    সত্যি সেই সাদাকালো যুগের সৃতি গুলো চোঁখের সামনে ভেঁসে উঠেছে আহা কতই সুন্দর ছিলো সেই দিনগুলো ❤️❤️

  • @mahidulalam9794
    @mahidulalam9794 ปีที่แล้ว +4

    এই বয়সে এসে ও গানটির কথা মনে পড়ল এবং অনেক চেষ্টার পর ২০২৩ এ শুনলাম। পুরনো দিনে ফিরে গেলাম

  • @taniaschroniclepoland8741
    @taniaschroniclepoland8741 3 ปีที่แล้ว +35

    তখন আমার বয়স মাত্র ৪ বছর ছিলো,হালকা হালকা মনে পড়ছে।এই গানটা প্রচার হওয়ার পর সারাদিন এটাই গাইতাম আর অভিনয় করতাম রোমানার মত।ইস,দিনগুলো ফিরে পেতে চাই আবারো🥺🥺🥺

    • @ferdoustaj
      @ferdoustaj 6 หลายเดือนก่อน

      তখন আমি ছিলাম ৭🎉

  • @mahmudtopu2429
    @mahmudtopu2429 3 ปีที่แล้ว +21

    তখন আমি প্রাইমারী স্কুলে পড়াশোনা করতাম
    এই গানটা ইউটিউবে অনেক খুজেছি ধন্যবাদ আপনাদের

  • @oniketsoore7772
    @oniketsoore7772 3 ปีที่แล้ว +1

    গানটি যখন প্রথম শুনলাম, মনে হল এর কথা ও সুর নতুন। গতানুগতিকতার বাইরে যেন খুলে দিল শিল্প আস্বাদনের এক নতুন দরজা। আহা! গান যে কতোরকম হতে পারে! সুরে, কথায়...মাঝে মাঝেই শুনি। গুন গুন করে আমিও গাই ...

  • @tawsifmahmud8792
    @tawsifmahmud8792 3 ปีที่แล้ว +9

    বর্তমান ডিজিটাল থেকে সাদাকালো শৈশবকাল'ই অনেক ভালো ছিলো।

  • @sohag9991
    @sohag9991 2 ปีที่แล้ว +1

    এই গান টা প্রায়ই শুনা হয়। আর যখনই শুনি কেন জানি মনটা '৯৮ এ ফিরে যায়। খুব মিস করি বিটিভি স্বর্নালী যুগ।

  • @mohiuddin9608
    @mohiuddin9608 3 ปีที่แล้ว +7

    অনেক এপিসোড ইউটিউবে পাইনা যতগুলো পেয়েছি লাগাতার ৬ মাস ধরে দেখেছি।অন্য কোন প্রোগ্রাম দেখিনি।ধন্যবাদ হানিফ স্যারকে।

  • @rafiqmd979
    @rafiqmd979 3 ปีที่แล้ว +7

    এই মেঘলা মেঘলা দিনে তোমাই পড়েছে মনে এই গান দেখতে চাই। এক পবাসী শিল্পী গেয়েছিল

  • @nashidcomputerzone7406
    @nashidcomputerzone7406 3 ปีที่แล้ว +2

    আমাদের গ্রামে এক সাদাকালো টিভি ছিল,, সেই দিন কোন এক ছুটির দিন ছিল,, সেই দিনই ইত্যাদি হয়েছিল,, তখন আমার বয়স ১৫/১৬ ছিল,, গান টির প্রতি ভীষণ ভালো লাগা হয়ে ছিল।।

  • @ballalhossain7735
    @ballalhossain7735 3 ปีที่แล้ว +7

    আমি খুব ভাগ্যবান, কারণ আমি 90 সনের দেখেছি

  • @user-kazihannan820
    @user-kazihannan820 ปีที่แล้ว

    আমার স্কুল জীবনের ইত্যাদিতে দেখা একটা ভালোলাগা গান।সম্ভবত ১৯৯৮ সনের আমি এসএসসি দিয়েছিলাম ওই বছর। গানটি মাঝেমধ্যে স্মৃতির রিলে ভেসে ওঠে।
    সত্যিই ফেলে আসা দিনগুলো মনে পড়লে স্মৃতিতে হাতড়ে বেড়াই সেই সময়টাকে।
    নাফিস কামালের এই গানটা এতোটাই ভালো লেগেছে যে আজও মনেমনে গুনগুনিয়ে গাই।
    তবে এই ভার্সেটাইল গায়কের পরবর্তীতে আর কোন এলবাম খুঁজে পেলাম না এবং গানের জগৎ থেকে হারিয়ে গেছে।
    তার কন্ঠটা চমৎকার আর আবেদনময়ী।
    শুভকামনা রইল প্রিয় শিল্পী। যেখানই থাকুক ভালোবাসা আর শুভকামনা রইলো। 🌹

  • @golpo-story3201
    @golpo-story3201 8 หลายเดือนก่อน +3

    কি অসাধারণ ভাবে হানিফ সংকেত গানটিকে প্রেজেন্ট করলো। দিনে না করে রাতের সিন নেয়াই আবেগ টা আরো বেরে যায়। ৯০ এর দশকের ফ্লেভার টাই অন্যরকম। ❤️

  • @sahinuddin2200
    @sahinuddin2200 3 ปีที่แล้ว +8

    তখন আমাদের সাদা কালো টেলিভিশন ছিল,তখন দেখেছি।এখন আবার পেলাম ধন্যবাদ ফাগুন অডিও ভিশন 💞❤️🧡💛

  • @omarfaruque8746
    @omarfaruque8746 3 ปีที่แล้ว +4

    তখন বয়স ছিল ১৩/১৪।তখন গানটা শোনেছিলাম।আবার শুনলাম। আগের দিনের কথা মনে পরে গেল।

  • @raza6766
    @raza6766 3 ปีที่แล้ว +8

    গান তো ভাই আমার লাইফের প্রথম প্রেমিকার স্টারির সাথে পুরা মিলে গেছে।ফিরে গেলাম সেই দিন গুলোতে আবার ১০ বছর পর।ধন্যবাদ।

  • @golposholpo7374
    @golposholpo7374 3 ปีที่แล้ว +7

    মেয়েটি, অপরূপা ছিল। হৃদয় আমার ভেঙে দিয়ে গেল।

  • @julibegum2551
    @julibegum2551 3 ปีที่แล้ว

    অনেক দিন যাবত এই গানটি খুজতেছিলাম, কিন্ত গানের শিরোনাম মনে না থাকাই খুজে পাই নাই। শুধু গানের কাহিনী মনে ছিলো।
    ধন্যবাদ ফাগুন অডিও ভিশনকে গানটি আপলোড করার জন্য।

  • @tanvirfaisal2273
    @tanvirfaisal2273 ปีที่แล้ว

    আমি তখন অনেক ছোটো ছিলাম, বিটিভিতে ইত্যাদিতে এই গানটি শুনেছিলাম। তখন এই গানের আবেগটি ছিলো না বটে, এত বছর পর হঠাৎ সেই দূরন্ত শৈশবে ফিরে মনে পরলো।

  • @rofikshaahid9712
    @rofikshaahid9712 3 ปีที่แล้ว +5

    মনে পড়ে গেলো সেই গানটি যা এতদিন খুঁজছিলাম।
    সেই সময় অসম্ভব ভালো লেগেছিলো।

  • @rabbiahmed8755
    @rabbiahmed8755 8 หลายเดือนก่อน +2

    সেই ছোট বেলায় শুনেছি আজ আবার শুনলাম।সেই সময়ে গানের লিরিক্স মুখস্থ করে ফেলেছিলাম।৯০ দশকে ছেলেমেয়ে গুলা ই বুঝবস সেই রংগিত মুহুর্ত সময় গুলা

  • @thegoalkeeper-90
    @thegoalkeeper-90 2 หลายเดือนก่อน

    আমার বয়স তখন ৯ যখন এই গানটি ইত্যাদিতে প্রচার করা হয়। গানটি আজও আমার মনে গেঁথে আছে।।।

  • @tanvirfaisal2273
    @tanvirfaisal2273 8 หลายเดือนก่อน +2

    দুরন্ত শৈশবে এই গান শুনেছি ইত্যাদিতে। ইত্যাদিকে ধন্যবাদ জানাই যে সেই সকল নষ্টালজিক ফিরে দেখানোর জন্যে।❤❤❤❤

  • @MDjakirHossen-ds5bz
    @MDjakirHossen-ds5bz 3 หลายเดือนก่อน

    আমি রুমোইসলাম অনেক আগে এই গানটি শুনছিলাম আজো অনেক ভালো লাগলো।

  • @SohelRana-xv1gf
    @SohelRana-xv1gf 3 หลายเดือนก่อน

    ছাত্রজীবনে BTV তে ইত্যাদিতে এই গান শুনেছিলাম আর এখন আধুনিক প্রযুক্তির কারণে শোনা হলো।

  • @ronyb.1005
    @ronyb.1005 3 ปีที่แล้ว +11

    আহা! ছোটবেলার প্রিয় গানটি,যখন মুখে মুখে গানটা গেয়ে যেত সকলে...

  • @MdromelFeroz
    @MdromelFeroz 7 หลายเดือนก่อน +1

    তখন ৭ -৮ এ,একবার শুনেছিলাম,মনে ছিল,আজ আরেক বার।ভাবিনি শুনতে পাবো।

  • @mohammedaktaruzzaman3116
    @mohammedaktaruzzaman3116 3 ปีที่แล้ว

    গানটি ইত্যাদি ব্যাতিত অন্য কোথাও কোনদিন শুনিনি।সে ছোটবেলা থেকে অাজ অবধি মাঝে মাঝে অামি গানটি গেঁয়ে থাকি।খুব ভালোলাগে গানটি অার ছোটবেলার নানান রঙের সৃতি স্বরণ হয়।ধন্যবাদ গানটি অাপলোড করার জন্য।

  • @hasanmahmud3705
    @hasanmahmud3705 3 ปีที่แล้ว +9

    সেই প্রিয় গানটা অনেক বৎসর পরে সুনলাম ভালোই লাগলো ধন্যবাদ প্রিয় ইত্যাদিকে।

  • @mihnahid6329
    @mihnahid6329 3 ปีที่แล้ว +11

    শিশুকালে গানটা অনেক শুনেছি, যেন অতীতে ফিরে গেলাম!

  • @hasanjoti1742
    @hasanjoti1742 ปีที่แล้ว

    ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি অসাধারণ গান ছিল! ধন্যবাদ ভাই তোমাকে এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।

  • @sagorkhan1409
    @sagorkhan1409 9 หลายเดือนก่อน +2

    গান টা শুনলে শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে, এখন মাঝে মাঝে শুনি। ভালো থাকুক ভালো লাগা ভালোবাসার মানুষ গুলো।

  • @karemui5172
    @karemui5172 4 หลายเดือนก่อน

    আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম। আজ আমি বুড়া কিন্তু গানটা এখনো নতুন।

  • @tasmiamahi2702
    @tasmiamahi2702 3 ปีที่แล้ว +1

    বাবার অনুরোধে গানটা শুনলাম পরিবারের সবার সঙ্গে। সবাই গানটি পছন্দ করেছে।এমন গান যদি এখন ও হতো!

  • @mahimohammed6425
    @mahimohammed6425 8 หลายเดือนก่อน

    সময়ের বিবর্তন। আমরা অনেকই এখনো বেঁচে আছি। হয়তো থাকবো আরো কিছু কাল। সময়ের গর্ভে হারিয়েছে বহু। তবুও আমরা আছি সৃতিচারণে। হৃদয়ে গহীনে নাড়া দেয়া সে-ই সব স্বরনালী দিনগুলো কথা। হারিয়ে যাই, হারাতে বাধ্য..❤

  • @aliabdullahmdfarhad184
    @aliabdullahmdfarhad184 3 ปีที่แล้ว +2

    ইত্যাদিতে প্রচারিত সব গানের মত এই গানটি ও অসাধারন ছিল।

  • @khokanibrahim9117
    @khokanibrahim9117 7 หลายเดือนก่อน +1

    এই গানটা 1998 সালে,
    বিটিভিতে প্রচারিত হয়েছিল, রাতে এই অনুষ্ঠানটি দেখেছিলাম আমরা

  • @taiburrahman9084
    @taiburrahman9084 10 หลายเดือนก่อน +1

    পেশাদার শিল্পী না হলেও অসাধারণ ছিল গানটি।যখন গানটি ইত্যাদিতে প্রথম শুনছিলাম অসাধারণ লেগেছিল।

  • @hanifbiplob8169
    @hanifbiplob8169 7 หลายเดือนก่อน

    ৯০ দশকটা উপভোগ করার মত একটা সময় ছিল তা বলে শেষ করা যাবে না, স্বপ্নের মত মনে হয়।

  • @rjshimul
    @rjshimul 3 ปีที่แล้ว +11

    আমি আজ ফার্স্ট টাইম গানটা শুনলাম।

    • @RaselRasel-kd6qv
      @RaselRasel-kd6qv 3 ปีที่แล้ว +1

      @Xiaomi Club House EnTeRtaINmenT amio .onek priyo chilo amar .

    • @ballalhossain7735
      @ballalhossain7735 3 ปีที่แล้ว +2

      ভাই তখন তো তোমার জন্ম হয় নাই গান আমাদের ছেলেবেলা ছিল

    • @salimmazumder4
      @salimmazumder4 3 ปีที่แล้ว

      Amio

  • @alamgirbhuiyan1782
    @alamgirbhuiyan1782 3 ปีที่แล้ว +5

    আহারে কি সুন্দর কন্ঠ আর কি সুন্দর গানের কথা মালা গুনতেই মনে চায়

  • @muktimahmudtilock1136
    @muktimahmudtilock1136 8 หลายเดือนก่อน +9

    ২০২৪ কে কে শুনছেন??

  • @mdsahjed325
    @mdsahjed325 3 ปีที่แล้ว

    শৈশবের ভালো লাগা অন্যতম একটি গান, সাদাকালো টিভিতে দেখেছিলাম, পরে অনেক খুঁজে ফিরেছি গানটা, ইউটিউবে পেয়েছিলাম অনেক পরে এসে, এবার ফাগুন অডিও আপলোড করলো নতুন ভাবে। ভালো লাগছে সব মিলিয়ে।

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 2 ปีที่แล้ว +10

    খুব সম্ভবত এই গানটা ৯৮ সালের।
    তার পর আসলো ১৯৯৯, আর চোখে চোখে দেখা হয়ে গেলো মিনু নামের একটি মেয়ের সাথে আমার এক চাচার বিয়েতে।
    তখনকার সময়ে চোখে চোখে দেখার মধ্যেই লুকিয়ে থাকতো প্রেম।
    আমার প্রথম ভালোবাসা ছিলো মিনু নামের এই মেয়েটা। তবে সে হয়তো আজো জানে না আমি তাকে ভীষণ ভীষণ ভালোবাসি।
    আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো আজ-ও তার দুটি ছবি আমার মানিব্যাগে রাখা এতো বছর ধরে।
    তখন ছবিগুলো অনেক অনেক কষ্টের বিনিময়ে তোলা হয়েছিলো যা বর্তমান সময়ে সমস্ত ভাষা প্রকাশ করলেও বোঝানো সম্ভব না।
    শুনেছি সে এখন বিয়ে করে কানাডায় থাকে।
    মিনুদের বাড়ি মৌলভীবাজার, সমসের নগর। বাবার নাম খালেদুর রহমান।
    ২৯/১/২০২২

    • @nahidkhan3354
      @nahidkhan3354 8 หลายเดือนก่อน

      Dhur meya apni ke korlen ? Bedhe raklen na keno ?😡🤜

  • @SharifUddinier
    @SharifUddinier 4 หลายเดือนก่อน

    তখন আমি ক্লাশ সেভেনের শিক্ষর্থী। নিজেদের বাসায় টিভি ছিলনা বলে পাশের বাসার আন্টিদের বাসায় গিয়ে ইত্যাদি দেখতে হতো। মনে আছে এই পর্বের পর গানটা তখন ইয়াংদের মুখে মুখে ছিল।

  • @siyamsaif2809
    @siyamsaif2809 3 ปีที่แล้ว +3

    সেই যুগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে তিনি। বাহ্

    • @shoutouttv76
      @shoutouttv76 2 ปีที่แล้ว

      Super futuristic thinking

  • @shahadatriaz2309
    @shahadatriaz2309 8 หลายเดือนก่อน

    জনাব হানিফ সংকেত আপনাকে ধন্যবাদ জানাই |
    এখন পর্যন্ত আমার দেখা যতগুলো অনুষ্ঠান সবগুলোর মধ্যে আপনার এই অনুষ্ঠানটি (ইত্যাদি) সবচেয়ে জনপ্রিয় |

  • @sanjidatamanna6382
    @sanjidatamanna6382 3 หลายเดือนก่อน

    সেই ৯৯ সালের সম্ভবত গানটি। ৭ম শ্রেণিতে পড়তাম, সত্যি স্মৃতি গুলো হারিয়ে গেল 😭

  • @remalkhan2574
    @remalkhan2574 3 ปีที่แล้ว +11

    ১৯৯৮ সালে এই পর্বটা টিভিতে দেখেছিলাম।
    তখন ক্লাস 2 তে পড়তাম!!😇❤️

    • @hossainsahadat8794
      @hossainsahadat8794 3 ปีที่แล้ว

      Amio

    • @raiff3702
      @raiff3702 3 ปีที่แล้ว

      আমার তখন আসমানে ছিলাম 😂🥴

    • @SuzanaAli-DH
      @SuzanaAli-DH 3 ปีที่แล้ว

      Matro 2 years🤣🤣

    • @litonahmed2224
      @litonahmed2224 3 ปีที่แล้ว +4

      আমি থ্রিতে

    • @ahmedsanjidnawaz9529
      @ahmedsanjidnawaz9529 2 ปีที่แล้ว

      আমি নার্সারিতে তখন

  • @faruq_shaik_55
    @faruq_shaik_55 8 หลายเดือนก่อน +2

    1998 te BTV te dekehchi, aj 09 May -2024 e TH-cam e dekhchi mobile e ❤❤ Somoy kivabe chole geche 😢😢 Amar khub valo lagto song ta❤❤❤❤❤❤❤

  • @audiovideokatha2026
    @audiovideokatha2026 7 หลายเดือนก่อน +1

    গানের কথা আনকমন। ছিল, ছিল, ছিল--- কত কিছুই ছিল তখন। আজ সমাজ থেকে অনেক কিছু হারিয়ে গেছে।

  • @mdsharier4324
    @mdsharier4324 3 ปีที่แล้ว +2

    এই গানটি খোজাখুজি করছিলাম কোন এক সময়ে ধন্যবাদ ইত্যাদি।

  • @Mohammad_Tanvirul_Islam
    @Mohammad_Tanvirul_Islam 3 ปีที่แล้ว +3

    অনেক বছর আগে শুনেছিলাম।এখন আবার শুনে খুব ভাল লাগলো। পুরনো দিনের গান সবগুলোই মন ছুঁয়ে যায়!

  • @mohin3264
    @mohin3264 3 ปีที่แล้ว +2

    এতবার যে গানটি শুনেছি হিসাব করা যাবে না, আমার অনেক প্রিয় গান ছিলো

  • @mathtricks1999
    @mathtricks1999 3 ปีที่แล้ว +15

    আমার প্রিয় অনুস্ঠান ইত্যাদি ❤️
    সেই ছেলে বেলা থেকে দেখি👍

  • @abirkhan6330
    @abirkhan6330 8 หลายเดือนก่อน +1

    ২০২৪ সালে এসে আমি মনে হয় আজ গানটা প্রথম শুনলাম,,,কি বলবো সত্যি অসাধারন একটা গান।

  • @AbrarAhmad-li3wi
    @AbrarAhmad-li3wi 3 ปีที่แล้ว +5

    ভালো লাগার একটা গান। নস্টালজিক হয়ে গেলাম। সেই সাথে এক ধরনের শূন্যতাও অনুভব করছি শৈশবের কথা ভেবে।

  • @reazulhasan8135
    @reazulhasan8135 2 ปีที่แล้ว

    ৯৮ সালে এই গানটি আমি ইত্যাদিতে সরাসরি দেখেছিলাম। সেই সময় এই গানটি সারা বাংলাদেশ তোলপার করে দিয়েছিল।

  • @shakilchowdhury5400
    @shakilchowdhury5400 ปีที่แล้ว

    পুরনো স্মৃতি মনে পড়ে গেলো। সাদাকালো টিভিতে দেখা এই গানটি এই পর্বটি দেখেছিলাম।।

  • @rasedapurbo7048
    @rasedapurbo7048 3 ปีที่แล้ว

    অসাধারণ কথা সুর বিশেষ করে উনার গায়কী গলার আওয়াজ ।
    হয়তবা অথবা দাবী করে রাখলাম ইত্যাদি'র কাছে আবারও হউক উনার কন্ঠেই গান নতুন করে।
    ইত্যাদিই এই চাওয়ার অধিকার আমাকে দিয়েছেন

  • @Lyricistmonir
    @Lyricistmonir 3 ปีที่แล้ว +7

    অসাধারণ কন্ঠস্বর,,, অসাধারণ লিরিক্স।

  • @আলোরমিছিল৮৮
    @আলোরমিছিল৮৮ 3 ปีที่แล้ว +1

    হায়রে আমার শৈশব। সেই সাদা কালো টিভিতে কতোনা স্মৃতি এখনো রয়ে আছে।

  • @ImArifBoss
    @ImArifBoss 3 ปีที่แล้ว +16

    টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলাম তখন। Missing those days ..

  • @SMJOWEL
    @SMJOWEL 3 ปีที่แล้ว +1

    গান্টা শুনে শৈশবের জন্য খুব কষ্ট হচ্ছে।।।।। যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশবে।।।।

  • @FirozAhmed-b2v
    @FirozAhmed-b2v หลายเดือนก่อน

    আবেদন ছিল গানটার, ছিল গায়কেরও। হারিয়ে গেছে। সবকিছু কত দ্রুত হারায়!!! 😢😢😢😢