Guliakhali Sea Beach | গুলিয়াখালী সমুদ্র সৈকত | Mohamaya Lake Camping | Part 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Guliakhali Sea Beach-গুলিয়াখালী সমুদ্র সৈকত-Mohamaya Lake Camping-Part 01
    গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত । ঢাকা থেকে গুলিয়াখালি সমুদ্র সৈকত এর দূরত্ব ২২৩ কিলোমিটার । ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাস এ উঠে সীতাকুণ্ড নেমে সিএনজি যোগে যাওয়া যায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে । আমরা গিয়েছিলাম বাইকে । যেহেতু একেক বাইক একেক রকম মাইলেজ দেয় তাই বাইকের খরচ ফিক্সড বলা মুশকিল। তবে ৯০০ টাকার বেশি তেল কারই লাগার কথা না। আমাদের ট্যুর প্ল্যান ছিল প্রথমে গুলিয়াখালি যাব, তারপর মহামায়া লেকে ক্যাম্পিং করে ঢাকায় ফিরব। যারা বাইক অথবা প্রাইভেট কার নিয়ে যাবেন তারা চাইলে গুলিয়াখালি সমুদ্র সৈকতের খাবারের দোকানগুলোর সামনে বাইক অথবা গাড়ি রেখে যেতে পারবেন । আপনারা যদি ওই দোকানে লাঞ্চ করেন তাহলে পারকিং এর জন্য কোন টাকা লাগবে না। ওইখানে খাবারের দাম হোটেল ভেদে মোটামুটি ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এবং আপনারা চাইলে গোসলের পর ওই হোটেলে ফ্রেশ ও হতে পারবেন । #guliakhali_sea_beach #mohamayalake #camping
    Camping at Mohamaya Lake part 2 - • Camping at Mohamaya la...
    To Watch more videos of me, Please SUBSCRIBE.
    Follow me -
    Facebook - / aminur.rahmanarman
    Instagram - / arahmanarman
    My Vlogs -
    Dhaka to Munshiganj Vlog - • Dhaka to Munshiganj sh...

ความคิดเห็น •