খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে যা করা যেতে পারে- ১. চেইন থাকবে কেবল চার জনের মধ্যে। যথা- উৎপাদনকারী >পাইকারী বিক্রেতা>খুচরা বিক্রেতা >ভোক্তা। ২. এই প্রক্রিয়া বাস্তবায়ন কেবল জেলা শহরগুলোতে করলেই হবে। অন্য স্থানে এমনিতেই নিয়ন্ত্রিত হবে। ৩. প্রতি জেলাতে দশ জন করে মোট ৭০০ জন (ঢাকা জেলার জন্য বেশি ধরা হলো) নিয়ে মনিটরিং কমিটি গঠন করতে হবে। এর সদস্য হবে যারা পণ্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত তারাই। তাদেরকে সরকার থেকে মাসিক বেতন দিতে হবে। এবং এই ৭০০ জনকে মনিটরিং করার দায়িত্ব থাকবে সরকারি কর্মকর্তাদের। ৪. উৎপাদনকারী মুনাফা করবে ৫% , পাইকারী বিক্রেতা ১%, খুচরা বিক্রেতা ২%(আলোচনা সাপেক্ষ কম বেশি হতে পারে)। ৬. যারা এর ব্যতিক্রম করবে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে। ৭. উৎপাদনকারী >পাইকারী বিক্রেতা>খুচরা বিক্রেতা >ভোক্তা এই চেইন যেন না ভাংগে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। যারা এর ব্যতিক্রম করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বাস্তবায়ন কঠিন, তবে সম্ভব। অন্তত চেষ্টা তো করা যায়।
প্রতিটি উপজেলায় কৃষি কর্মকর্তার অধীনে একটি সবজির খামার করতে হবে সরকারি খরচে ছোট আকারে তিন চার বিঘার বিভিন্ন সবজির এই থেকে উতপাদন খরচ জানা যাবে এবং কৃষক কে একটি দাম বেধে দেওয়া যাবে।অথবা দাম কত হওয়া উচিত তা জানা যাবে।আপনার পরামর্শ চমৎকার।
Paikari level e je 1% bollen. Government to aykor e ney .6% turnover/sell er upor. Tar upor vat to achei. So eshob kalponik hishab diye labh nei business er khetre. Tar upor pocha,nosto mal o to consider korte hobe. Income tax,vat n duty baad diye dite hobe nittoponner upor.
@@aungonkhan8174 selling price - all types of cost prices = profit. 1 % ami fixed boli nai, eta just ekta idea. ar akhane tho explain korar Motho sujug nei. Approximately, 1 hour need to discussion in details about it. government er oboshoi vat, tax lagbe, tobe ata samoic stop rakha jete pare. Thanks for your valuable consultation.
এই রিপোর্টারই সিন্ডিকেটের মাসোহারা প্রাপ্ত ব্যক্তি। ভোক্তা অধিকারের ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে কিভাবে মেসেজ দিয়ে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে। ৯ টাকায় ডিম কিনে ১৪ টাকায় পিস বিক্রি করছে।ভালো ভাবে রিসার্চ না করেই বকবক করতে চলে আসছেন
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে আপনাদের এই আলোচনা অত্যন্ত ভালো🎉 লেগেছে। আলোচনার মাধ্যমে অনেক গুলো কারণ বেরিয়ে এসেছে। মূল বক্তা এবং সঞ্চালকে ধন্যবাদ। তবে পুরো আলোচনার মধ্যে "আসলে আসলে আসলে " এই শব্দটার অতিরিক্ত ব্যবহার বিষয়টাকে কিছুটা নিরানন্দ করে তুলেছে। ডেইলি স্টার কে ধন্যবাদ।এই ধরনের বিষয়ে আরো ভিডিও পোস্ট দেখতে চাই। মোঃ আশিক প্রাক্তন শিক্ষক, অর্থনীতি স্কলাস্টিকা
এই লোকটার যোগ্যতাই নাই, সরকারের ব্যর্থতা আছে সেটা অন্য বিষয় কিন্তু একজন রিপোর্টারের কাছে এই সময়ের এই দ্রব্যমূল্য হঠাৎ বৃদ্ধির কারণটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হওয়া উচিত উনি যদি উনার পেশাগত যোগ্যতা ছাপ রাখতে পারতেন তাহলে খুব সুন্দর একটা প্রতিবেদন তুলে আনা সম্ভব হতো যেটা দেশের মানুষ মনে রাখার মত একটা কাজ হতে পারে।
সবজির দাম নিয়ে হইচই ------------------------------------------- সবজির সিজন নয় এটা। বন্যা ও বর্ষার মৌসুমে শাক সবজি উৎপাদনের সময় না। এই সময়ে অর্থাৎ শ্রাবণ থেকে আশ্বিন এই সময়ে সবজি উৎপাদনের ব্যাপক ব্যবস্থা থাকে না। বর্ষার পানি সরে যাওয়ার পর শাক সবজি উৎপাদনের কাজে লাগে সবাই। দেশের প্রতিটা বাড়িতে শাক সবজি উৎপাদনের জন্য যথেষ্ট ব্যবস্থা মেয়েরাই নিতো। কিন্তু এখন মেয়েরা বাজার কেন্দ্রিক এবং অনেকেই বাড়ি ছোট হয়ে গেছে। মুরগি বাজার থেকে কিনে আনা ছিল খুবই সামান্য আর এখন এটা ঝামেলা মনে করে। বাজার নির্ভর মহিলাদের অবস্থা। আবার একইভাবে বাড়িতে মুরগি পালনের সুব্যবস্থাও অনেকেই নেই। বাড়ি ছোট।
বন্যার জন্য দাম কোন্সে না, বন্যায় বহু ডিস্ট্রিক্ট এ সব কিছু নষ্ট হইসে, ইন্ডিয়া আমাদের বন্যা উপহার ডিসে, হাসিনার কথা মতো, সরকারের কিছু করার নাই, স্টুডেন্টদের বাজার মনিটারিং এর করতে সাথে নিলে উপকার আসবে
সরাসরি কৃষকের কাছ থেকে মাল কিনতে হবে নিজস্ব ব্যবস্থাপনায় সে মাল বাজারে বিক্রি করতে হবে তারপর ক্যালকুলেশন করে দেখতে হবে কত টাকা খরচ হলে এবং কতটা লাভ করা ওইভাবে মাল বিক্রি করার জন্য নির্দেশনা প্রয়োগ করতে হবে আর প্রতিটা বাজারে ১০-১৫ জন সদস্য দিয়া একটা কমেডি করে দিতে হবে সেই কমিটি বাজার তদরপি করবে আর যারা সবজি বিক্রি করে মুরগি ডিম এরা মুনাফা একটু বেশি করে অন্যান্য পূর্ণ চেয়ে
ভারত থেকে মাল না গেলে জিনিস এর দাম কমবে না। শেখ হাসিনা থাকার সময় রুপি - টাকায় এক্সপোর্ট হোতো। কিন্তু ইউনিশ বাবু আসার পরে সেটা ডলার এ চলে গেছে। আর ডলার বাংলাদেশের কাছে বেশী নেই। তাই এক্সপোর্ট সম্ভব নয়। তাই আপনাদের ভুগতে হবে
শোষণ করে অতি মুনাফা অর্জন ই দাম না কমার কারণ। অনেকগুলো কারণ নেই। মুনাফা ও লুন্ঠন ই আসল কথা। উতপাদন কম হলে আগের দামে " আগে আসলে আগে পাবেন"" ভিত্তি তে বিক্রি করবেন। তাতে দাম বৃদ্ধি পাবে কেন?অসত অযুহাত।
বাংলাদেশে রেল পরিবহন ব্যবস্থা উন্নত না হলে দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীদের কে জোর জবরদস্তী করা যাবে না। মূক্তবাজার অর্থনীতিতে পন্যের সরবরাহ বৃদ্ধি করতে হবে।
😢you have to increase production 😢who does not have job , get loan and start to make farm in the bongo bondoo cheereakhana 😢 need some basic training s😢😮😮
আপনার কথা সঠিক নয়।মিথ্যা কথা। দুই বছর নয়।বিগত সরকারের আমলে দাম বাড়েনি। বিশ্বের বাজারের সাথে সংগতিপূর্ন ছিল। এখন তো পুরো সিন্ডিকেটেড।দেশ পরিচালনা এত সহজ নয়।
😢I wish I am President or prime Minister; I will make half price for eggs ,meat, fish, vegetables,etc 😢it is my promise 😢sohee alhadees political party of Mohammad s is the best for all general people 😢😮😮😊
দ্রব্যমূল্য কমবে কিভাবে উপদেষ্টা নিজেদের আখের গোছাচ্ছে পরিবার দালালের মাধ্যমে পয়সা তুলছে তোমার উপদেশ থাকায় হচ্ছে দালাল রাখের গতির চেয়ে পরে দেশের পরিবর্তন হলে পরে পালিয়ে যেতে পারবে
Controling essential commodity price, gvt must take adequate steps for severe punishment to the dishonest traders. No steps are taken without regorous physical punishment instead of financial compensation. MA Rahman.
If we need to control pricing we can take following steps. Farmer will collect seeds from krichi odidoptor, and get lone from krichi bank only if they sell the item to government. Government will transfer by government enlisted transport at fixed rate. From government retail sellers will distribute it to the customer
Price rise of commodities is guided by certain economic facts.Important one is 'demand supply' factor.Another one is 'money supply'.What is observed in underdeveloped countries is huge imbalace in the above two areas.People were under famine during the rule of one Sayesta Kha in Bengal when 300 kgs.of rice were available in one taka.So distribution of wealth is key factor alongwith steady rise in GDP. British India with a population of 30 crore was a poor country but present India with a population of 140 crore is a large economy. Credit goes to our founder fathers whose relentless efforts delivered a new India.Unfortumately founder fathers of Pakistan and Bagladesh had neither vision nor mission. They were more concerned about their own welfare.
Look at the state of the economy of Maldives after its India Out campaign. Its President was in India last week, pleading for India Back. Bangladesh will go down the drain in same manner with its anti India mindset
খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে যা করা যেতে পারে-
১. চেইন থাকবে কেবল চার জনের মধ্যে। যথা- উৎপাদনকারী >পাইকারী বিক্রেতা>খুচরা বিক্রেতা >ভোক্তা।
২. এই প্রক্রিয়া বাস্তবায়ন কেবল জেলা শহরগুলোতে করলেই হবে। অন্য স্থানে এমনিতেই নিয়ন্ত্রিত হবে।
৩. প্রতি জেলাতে দশ জন করে মোট ৭০০ জন (ঢাকা জেলার জন্য বেশি ধরা হলো) নিয়ে মনিটরিং কমিটি গঠন করতে হবে। এর সদস্য হবে যারা পণ্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত তারাই। তাদেরকে সরকার থেকে মাসিক বেতন দিতে হবে। এবং এই ৭০০ জনকে মনিটরিং করার দায়িত্ব থাকবে সরকারি কর্মকর্তাদের।
৪. উৎপাদনকারী মুনাফা করবে ৫% , পাইকারী বিক্রেতা ১%, খুচরা বিক্রেতা ২%(আলোচনা সাপেক্ষ কম বেশি হতে পারে)।
৬. যারা এর ব্যতিক্রম করবে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে।
৭. উৎপাদনকারী >পাইকারী বিক্রেতা>খুচরা বিক্রেতা >ভোক্তা এই চেইন যেন না ভাংগে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। যারা এর ব্যতিক্রম করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বাস্তবায়ন কঠিন, তবে সম্ভব। অন্তত চেষ্টা তো করা যায়।
প্রতিটি উপজেলায় কৃষি কর্মকর্তার অধীনে একটি সবজির খামার করতে হবে সরকারি খরচে ছোট আকারে তিন চার বিঘার বিভিন্ন সবজির এই থেকে উতপাদন খরচ জানা যাবে এবং কৃষক কে একটি দাম বেধে দেওয়া যাবে।অথবা দাম কত হওয়া উচিত তা জানা যাবে।আপনার পরামর্শ চমৎকার।
যথার্ত বলেছেন তবে আমি একটি জিনিস যোগ করব তা হলো ডিজিটাল টেক্স মেশিন প্রত্যেক পাইকারী কে রাখতেই হবে।
Paikari level e je 1% bollen. Government to aykor e ney .6% turnover/sell er upor. Tar upor vat to achei. So eshob kalponik hishab diye labh nei business er khetre. Tar upor pocha,nosto mal o to consider korte hobe. Income tax,vat n duty baad diye dite hobe nittoponner upor.
@@aungonkhan8174
selling price - all types of cost prices = profit.
1 % ami fixed boli nai, eta just ekta idea. ar akhane tho explain korar Motho sujug nei. Approximately, 1 hour need to discussion in details about it.
government er oboshoi vat, tax lagbe, tobe ata samoic stop rakha jete pare.
Thanks for your valuable consultation.
এটা পারমানেন্টলি সল্ভ করলে সরকার যেমন দাম নিয়ন্ত্রন করতে পারবে তেমনি পারচেজ এবং সেলস ট্যাক্স আদায় করে দেশের ইনকাম বারাতে পারবে।
এই রিপোর্টারই সিন্ডিকেটের মাসোহারা প্রাপ্ত ব্যক্তি। ভোক্তা অধিকারের ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে কিভাবে মেসেজ দিয়ে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে। ৯ টাকায় ডিম কিনে ১৪ টাকায় পিস বিক্রি করছে।ভালো ভাবে রিসার্চ না করেই বকবক করতে চলে আসছেন
সঠিক বলেছেন ।
@@rahimtalukder5858 apni research korchen?oi lok thiki research korche.
সহমত
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে আপনাদের এই আলোচনা অত্যন্ত ভালো🎉 লেগেছে। আলোচনার মাধ্যমে অনেক গুলো কারণ বেরিয়ে এসেছে। মূল বক্তা এবং সঞ্চালকে ধন্যবাদ।
তবে পুরো আলোচনার মধ্যে "আসলে আসলে আসলে " এই শব্দটার অতিরিক্ত ব্যবহার বিষয়টাকে কিছুটা নিরানন্দ করে তুলেছে। ডেইলি স্টার কে ধন্যবাদ।এই ধরনের বিষয়ে আরো ভিডিও পোস্ট দেখতে চাই।
মোঃ আশিক
প্রাক্তন শিক্ষক, অর্থনীতি
স্কলাস্টিকা
একজন অর্থনীতিবিদকে নিয়ে একই অনুষ্ঠান করুন,,,...
দেশজুড়ে একাধিক বন্যা ও আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট মূল কারণ
এই লোকটার যোগ্যতাই নাই, সরকারের ব্যর্থতা আছে সেটা অন্য বিষয় কিন্তু একজন রিপোর্টারের কাছে এই সময়ের এই দ্রব্যমূল্য হঠাৎ বৃদ্ধির কারণটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হওয়া উচিত উনি যদি উনার পেশাগত যোগ্যতা ছাপ রাখতে পারতেন তাহলে খুব সুন্দর একটা প্রতিবেদন তুলে আনা সম্ভব হতো যেটা দেশের মানুষ মনে রাখার মত একটা কাজ হতে পারে।
সবজির দাম নিয়ে হইচই
-------------------------------------------
সবজির সিজন নয় এটা। বন্যা ও বর্ষার মৌসুমে শাক সবজি উৎপাদনের সময় না। এই সময়ে অর্থাৎ শ্রাবণ থেকে আশ্বিন এই সময়ে সবজি উৎপাদনের ব্যাপক ব্যবস্থা থাকে না। বর্ষার পানি সরে যাওয়ার পর শাক সবজি উৎপাদনের কাজে লাগে সবাই। দেশের প্রতিটা বাড়িতে শাক সবজি উৎপাদনের জন্য যথেষ্ট ব্যবস্থা মেয়েরাই নিতো। কিন্তু এখন মেয়েরা বাজার কেন্দ্রিক এবং অনেকেই বাড়ি ছোট হয়ে গেছে। মুরগি বাজার থেকে কিনে আনা ছিল খুবই সামান্য আর এখন এটা ঝামেলা মনে করে। বাজার নির্ভর মহিলাদের অবস্থা। আবার একইভাবে বাড়িতে মুরগি পালনের সুব্যবস্থাও অনেকেই নেই। বাড়ি ছোট।
প্রশ্ন করা হল: ডিম এবং মুরগির দাম বাড়ছে কেন? উত্তর দিলেন: সয়াবিন তেল ও চিনির আমদানি কমে গিয়েছে। কি অদ্ভুত উত্তর।
ঘুষ দিতে হয় বলতে বাধা কোথায় রিপোর্টার সাহেব এর ?
স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে ও ভয় কাকে ?
আসোলে, বাজারে আসোলে এর আসলে কোনো আসোলে পরিবর্তন আসোলে হচ্ছে না আসোলে😅😂
আমি একজন ব্যবসায়ী ছিলাম
আমি জানি যেকোনো পণ্য আমদানি বেশি হলে দাম কমে যায়
বর্তমান যুগে এটা উল্টা
None should be allowed to participate in businesses without Dokan and trade licence. 1:04 1:07
বন্যার জন্য দাম কোন্সে না, বন্যায় বহু ডিস্ট্রিক্ট এ সব কিছু নষ্ট হইসে, ইন্ডিয়া আমাদের বন্যা উপহার ডিসে, হাসিনার কথা মতো, সরকারের কিছু করার নাই, স্টুডেন্টদের বাজার মনিটারিং এর করতে সাথে নিলে উপকার আসবে
কৃষকদের বেশী বেশী উৎপাদন বাড়াতে হবে।
দেশের চারদিকে বন্যা এইটাকে পুঁজি করে সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে
এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন দ্রব্যমূল্য দাম নেই সেজন্য অনেক ধন্যবাদ জানাই সবকিছু বিস্তারিত বলার জন্য
দুই বছর দুই বছর করে মনের কষ্ট লাঘবের চেষ্টা কিন্তু দালালীর পর্যায়ে পড়ে, সেটা মনে রাখতে হবে।
কৃষকদেরকে বিনামূল্যে সবকিছু দিতে হবে না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না
পর্যাপ্ত আমদানি নিশ্চিত করতে না পারলে দাম কমানো সম্ভব নয়। সরকারকে বিপদে ফেলতে ষরযন্ত্র হইতেছে মনে হয়।
সরাসরি কৃষকের কাছ থেকে মাল কিনতে হবে নিজস্ব ব্যবস্থাপনায় সে মাল বাজারে বিক্রি করতে হবে তারপর ক্যালকুলেশন করে দেখতে হবে কত টাকা খরচ হলে এবং কতটা লাভ করা ওইভাবে মাল বিক্রি করার জন্য নির্দেশনা প্রয়োগ করতে হবে আর প্রতিটা বাজারে ১০-১৫ জন সদস্য দিয়া একটা কমেডি করে দিতে হবে সেই কমিটি বাজার তদরপি করবে আর যারা সবজি বিক্রি করে মুরগি ডিম এরা মুনাফা একটু বেশি করে অন্যান্য পূর্ণ চেয়ে
মূল কারণ সিন্ডিকেট,
সেন্ডিকেট দের ক্রসফায়ার দেওয়া উচিত
ইনি অনেক বাস্তব এবং প্র্যাক্টিক্যাল কথা বলছেন। ওনাকে কাজা লাগানো উচিত।
একটা প্রোগ্রামে কত বার "আসলে" শোনা যায়? ধর্য হারিয়ে ফেললাম।
তোমাদের কারণেই এই অবস্থা।
ভারত থেকে মাল না গেলে জিনিস এর দাম কমবে না। শেখ হাসিনা থাকার সময় রুপি - টাকায় এক্সপোর্ট হোতো। কিন্তু ইউনিশ বাবু আসার পরে সেটা ডলার এ চলে গেছে। আর ডলার বাংলাদেশের কাছে বেশী নেই। তাই এক্সপোর্ট সম্ভব নয়। তাই আপনাদের ভুগতে হবে
উৎপাদন কারীর পূর্বে উৎপাদন মানে, বাচ্চা-খাবার-দাদন উত্যাদির বিষয়ে চোখ দেয়া দরকার।
প্রতিটা পণ্যের সরকারী মূল্য থাকতে হবে। যে সেই মূল্যে বিক্রি করবে না তাকে জেলসহ জরিমানা করতে হবে। তবেই ঠিক হয়ে যাবে।
উৎপাদন বাড়াতে হবে আরো
Shibirer hate komota din sob dik hoye jabe inshallah
আমাদের উপর আল্লাহর গজব তাই দোওয়া ইউনুস পড়তে থাকুন
Identify the corrupt syndicate.
পোল্ট্রি ঔষধ দাম বেড়েছে অনেক বেশি, তদন্ত হোক দাম কমানো সম্ভব,
বাস্তব অভিজ্ঞতা নেই ওনার ভেতর
ট্যাক্সি চালক ইউনুসের পক্ষে দেশ চালানো সম্ভব নয়।
এভাবে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না সরকার নিজের লোক দিয়া পর্ন ক্রয় করে প্রত্যেকটা বাজার বিক্রি করতে হবে
দ্রব্যমূল্য দাম কমানোর জন্য, আমার কাছে থিউরি আছে, আমাকে যদি সরকার আমন্ত্রণ জানায়, আমি এটা নিয়ে কাজ করতে চাই, ১০০% কার্যকরী হবে।
সরকার কোন পদ্যক্ষেপ এখনো গ্রহণ করে নাই।
Somonoyok bal gulo koi. 😂
ধন্যবাদ ভাই আপনারা গ্রামের একজন সাধারন কৃষকের কাছে যান তারপর বুঝতে পারবেন কিভাবে মূল্য নিয়ন্ত্রণের কথা বলেন
দ্রব্য মূল্য ঊর্ধ গতি যতটা বৃদ্ধি পাবে, আমরা আর-ও বেশি আনন্দ পাবো, আমরা চাই! যাহা নেবে, হাজার টাকা কিলো!
বন্যার প্রভাবেএ রকম হতে পারে। অবাক লাগছে এই সময়ে সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়ানো নিয়ে।এরা কি মানুষ?
পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন আর অর্থনীতি বাদ দিন।
আর কাউকে পেলেননা ? ঐ দালাল কে কেন ?
দ্রব্য বললো নিয়ন্ত্রণের জন্য সবচাইতে বড় যে পদক্ষেপ সেটা নিয়ে কেউ কথা বলছে না
শোষণ করে অতি মুনাফা অর্জন ই দাম না কমার কারণ। অনেকগুলো কারণ নেই। মুনাফা ও লুন্ঠন ই আসল কথা। উতপাদন কম হলে আগের দামে " আগে আসলে আগে পাবেন"" ভিত্তি তে বিক্রি করবেন। তাতে দাম বৃদ্ধি পাবে কেন?অসত অযুহাত।
মধ্যসত্ত্বভোগী কমানো নয় বরং ভ্যানিশ করা সম্ভব। এ জন্য পণ্য বিপণনে কৃষককে দায়িত্ব দিতে হবে।
দ্রব্য কি কোথাও পচে যাচ্ছে ? ক্রেতার অভাবে ?
টাকার মান কমে যাছেছ আমদানি বায়বেরে যাছেছ বন্যার কারণ অমূলক? টাকার মান নেপালের কাছাকাছি? ভয়াবহ দুর্ভিক্ষের আলামত
"আসলে" শব্দটির ব্যবহার কমালে দ্রব্য মূল্যের দাম কমবে।
আমি,মনেকরি,কীটনাশক, করে, দাম,কমালে,আর,বিজের,দাম,কমালে,দাম,কবেই
বাংলাদেশে রেল পরিবহন ব্যবস্থা উন্নত না হলে দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীদের কে জোর জবরদস্তী করা যাবে না। মূক্তবাজার অর্থনীতিতে পন্যের সরবরাহ বৃদ্ধি করতে হবে।
উত্তর হচ্ছে শেখ হাসিনা কে লাগবে আমাদের বাংলার মানুষের জন্য
কোথায় গেলে সাধারণ জনগণ বাঁচবে
অহেতুক আলাপচারিতা পূর্বে কি হাত বদল ছাড়া এসেছিল ডিম
আগে ভালো ছিলাম
একজন সাংবাদিক কিভাবে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি নিয়ে রিসার্চ করবেন, উনি জানবেন কিন্ত এত ভালো রিসার্চ ওনার থাকবে না।
হাত বদল কি আগে হয় নাই?
প্রতিটা মালের পাকা চালান হতে হবে। তহলেই সেন্টিকেট ভাংগা যাবে
ট্রাকে করে পাইকারি বাজারে মালামাল আসার পর ফড়িয়ারাই তিন/ চার বার হাতবদল করে জিনিসপত্রের দাম ২/৩ গুন বাড়িয়ে দেয়।বাজারে দেখবেন জিনিসপত্রের কোনো কমতি নেই।
দেশে এক পুতুল নাচ সার্কাস চলছে।
আজ বাজারে দেখলাম,৫০০টাকা কেজি কাঁচা মরিচ।
বন্যা এ ক্ষেত্রে একটা কারন হতে পারে
Mafia Hasina's goons, thugs, beneficiaries have seriously distorted the maket. Please start Farmers's market...
😢you have to increase production 😢who does not have job , get loan and start to make farm in the bongo bondoo cheereakhana 😢 need some basic training s😢😮😮
উৎপাদনকারী > টিসিবি > পাইকারী বিক্রেতা অথবা খুচরা বিক্রেতা > ভোক্তা
আপনার কথা সঠিক নয়।মিথ্যা কথা। দুই বছর নয়।বিগত সরকারের আমলে দাম বাড়েনি। বিশ্বের বাজারের সাথে সংগতিপূর্ন ছিল। এখন তো পুরো সিন্ডিকেটেড।দেশ পরিচালনা এত সহজ নয়।
আসলে, আসলে, আসলে কি বুঝতে পারছি না..। আসলে উনি কোত্থেকে এসেছে ন
Discussion is not necesssry for controlling price hike. Discussion is strictly prohibited. We do not like to hear discussion for price hike.
সকালে সমন্নয়ক খাবেন, দুপুরে নোবেল খাবেন আর রাতে স্বাধীনতা খেয়ে রিসেট বাটনে চাপ দিয়ে ঘুমিয়ে পড়বেন।
Afsos league
Afsos league . 1000 tk মরিচ er dam mona cilo. Valo kotha hasinar amola la tow free pawa jeto jinish pati vule gecilam😂😂😂
😢I wish I am President or prime Minister; I will make half price for eggs ,meat, fish, vegetables,etc 😢it is my promise 😢sohee alhadees political party of Mohammad s is the best for all general people 😢😮😮😊
We must educate our ethics. if we cannot rebuild our ethics, no troubleshoot will works. best way is Military training.
সামনে আরো বেতালা অবস্থা হবে,, একটু অপেক্ষা করুন।
দাম কমাতে হবে
রঙ্গে ভরা বঙ্গ 😅😂😆
দ্রব্যমূল্য কমবে কিভাবে উপদেষ্টা নিজেদের আখের গোছাচ্ছে পরিবার দালালের মাধ্যমে পয়সা তুলছে তোমার উপদেশ থাকায় হচ্ছে দালাল রাখের গতির চেয়ে পরে দেশের পরিবর্তন হলে পরে পালিয়ে যেতে পারবে
Controling essential commodity price, gvt must take adequate steps for severe punishment to the dishonest traders. No steps are taken without regorous physical punishment instead of financial compensation. MA Rahman.
dese utpadon barate hbe import kore kono love hoyna r sindicate jei koruk kothor houa uchit
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Potrikar dam o baria den..onek din 10 taka pore ache..
এখন তো কমপক্ষে এইটা বুঝা গেলো যে?পুলিশ বাজারের দ্রব্যমূল্য বাড়ানোর সাথে জড়িত না।আগে তাহলে পুলিশের উপর মিথ্যা গজব ছড়ানো হতো।
পোল্ট্রি, মুরগীর বাচ্চা,দাম 50/65/টাকা, একটা বাচ্চা,, বাচ্ছা দাম বেড়েছে,
ওন্য,বছর এসময় দাম থাকে 20/থেকে,35/টাকা,, সেখানে,50/থেকে,65//টাকা,
ছাগল দিয়ে হালচাস হযনা
কি করছে সরকার l
If we need to control pricing we can take following steps. Farmer will collect seeds from krichi odidoptor, and get lone from krichi bank only if they sell the item to government. Government will transfer by government enlisted transport at fixed rate. From government retail sellers will distribute it to the customer
Price rise of commodities is guided by certain economic facts.Important one is 'demand supply' factor.Another one is 'money supply'.What is observed in underdeveloped countries is huge imbalace in the above two areas.People were under famine during the rule of one Sayesta Kha in Bengal when 300 kgs.of rice were available in one taka.So distribution of wealth is key factor alongwith steady rise in GDP. British India with a population of 30 crore was a poor country but present India with a population of 140 crore is a large economy. Credit goes to our founder fathers whose relentless efforts delivered a new India.Unfortumately founder fathers of Pakistan and Bagladesh had neither vision nor mission. They were more concerned about their own welfare.
Delhi Star trying to stay relevant 😂
এখনতো সিন্ডিকেট নাই, তবে দাম বাড়ছে কেনো
Engineer ke diye ki r doctorer kaaj deoa jay!😂
. এত বার আসলে আসলে বলেন কেনো 😶
দেখ কেমন লাগে
Dua to flood
Cadabaj vaia
Lmao. Politicians and Bureaucrats are the Syndicate...
Upostapok mitta totto dan 2 bocorar jaijai 2 mas hobay mittukar dol sob.
আসলে আসলে আসলে আসলে,,,
bazzar bebosthapona thik nai
মুল বক্তা এতো আসলে বললে কেমনে কি 😂
👞👟🩴👢
Look at the state of the economy of Maldives after its India Out campaign. Its President was in India last week, pleading for India Back. Bangladesh will go down the drain in same manner with its anti India mindset
Bangladesh is neither Maldives, nor is it willing to be. And India is not a savior but a destroyer of democracy. Check your cards before you play.