ভাইয়া আপনার কথা খুবই ভালো লাগলো,, আমরা বলি না বুঝে পর মানুষ বেশী বুলিং করে বাট আপন মানুষ জেনে শুনে বেশী বুলিং করে আর তারা মজা পায় আপন মানুষকে কষ্ট দিতে,,,,আপন মানুষ যেখানে বুঝে না সেখানে অন্য মানুষ বলবে এটাই স্বাভাবিক।
যে মানুষগুলো অন্যের জন্য উপকারী সেই মানুষরা বিপদে পড়লেই মনে হয় মানুষ বেশী খুশি হয়।এরা মনে হয় অপেক্ষায় থাকে কখন সে বিপদে পড়বে।এত নিচু মানুষিকতার জাতী কখনোই উন্নত জাতী হতেই পারবে না।
আরজে কিবরিয়া ভাই একজন স্পষ্ট বাদী ভালো মানুষ যারা নিন্দাকারী তারা নিন্দা করবে যারা হিংসুক তারা হিংসা করবে তাতে ওনার কিছুই হবে না উনাকে আল্লাহ হেফাজতে রাখুক এই দোয়া করি
কিছু কিছু নিচু সভাবের মানুষই থাকে, যারা ভালো মানুষের ভালো কাজগুলো দেখতে পার না, দোয়া রইলো কিবরিয়া ভাইয়ের জন্য, আল্লাহ যেন কিবরিয়া ভাইয়ের সম্মান রক্ষা করে, আমিন।
ভাই, হাড়ের ডাক্তারের হাড় ভাংলে সত্যি মানুষ হাসাহাসি করবে। আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সেই জ্ঞানের কোনো ডেপথ নাই। কোথায় যেনো আমাদের গভীর সমস্যা রয়ে গেছে।
আমাদের দেশের সকল সমস্যার মূলে রাজনৈতিক অস্থিরতা। আপনার আশপাশে যখন সারাক্ষণ, মারামারি, খুন, ধর্ষণ, এক দল আরেক দলকে দমন পিড়ণ, মিথ্যাচার, মিথ্যা মামলা, নির্যাতন এগুলা যখন চলতেই থাকে তখন দেশের নাগরিকরা যখন এসব দেখতে দেখতে বড় হয় তখন তার ভেতরেও এগুলোর দারুণ প্রভাব পড়ে। তাছাড়া আমাদের দেশের সরকারগুলো শুধু নিজেদের উদর পুর্তি আর বিরোধী দল দমনেই বিজি থাকে। দেশের মানুষের প্রকৃত উন্নয়ন, আদর্শিক উন্নয়ন নিয়ে ভাবেনা। ফলে যা হবার তাই হচ্ছে।
আমরা অনেক ইসলাম ইসলাম করি আসলে আমরা ইসলামের ধরে কাছেও নেই। ইসলামের মৌলিক শিক্ষা মানুষকে মহৎ হতে শিখায় আর আমাদের সমাজে ইসলামের ঠিকাদারি যারা নিয়েছে তারা মানুষকে নিচতা শিখায় সামনে এগিয়ে যেতে নয় বরং পিছনে টেনে ধরে।
জ্বি ভাই একদম সত্য...... আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি তাই বলে কি আমার মোবাইল নষ্ট হতে পারে না!!! আসলে যারা এমন বিষয় নিয়ে সমালোচনা করে,আমি মনে করি তাদের অসুস্থ মনমানসিকতা।
Assalaamualaikum. I have no idea about what has happened with the RJ Kibria. but I completely agree with whatever you said. unfortunately our society has a lot of educated personalities now, however, we still live in a toxic environment where in most of the cases people are free to give their negative as well as judgemental opinions without having a proper knowledge of a particular incident.
ভাই, আপনার বক্তব্য চমৎকার লেগেছে। তবে, আমি যদিও ফেসবুকে অ্যাকটিভ নই, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিবরিয়া ভাইকে উদ্দেশ্য করে কোন বিরূপ মন্তব্য আমার চোখে পড়েনি। বরঞ্চ সকলের সমবেদনাই আমার নজরে পড়েছে।
আস্সালামুআলাইকুম। বিষয় টা সুন্দর ও সহজ ভাবে বুঝানোর জন্য, আপনাকে সালাম। "আমার মনে হয় " মারকা জীব গুলী মানুষের মত লাগে দেখতে, আসলে এরা বানরের চেয়ে সামান্য উপরে আর মানুষের সামান্য নিচে, এক ধরনের জীব।
ভাই আমি অনেক ভালো জানি কিবরিয়া ভাই কে, এটা যে কতটা ভয়াবহ রকমের খারাপ কথা বলতে পারে আমি আমার জীবন থেকে সেই কথার মুল্য দিয়ে ছি, খুবই সুন্দর আর ধ্রুব সত্য কথা বলে উন্মোচন করেছেন আসল কথা তুলে ধরেছেন, না জেনে না বুঝে কথা বলতে ছাড়ে না, মানুষের যখন খারাপ সময় আসে,এটা খুব সত্যি কথা সবার জীবন এ যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময় পার করে কিন্তু তার জন্য কস্ট দিয়ে বা খারাপ কথা বলে কাউকেই হেয় প্রতিপন্ন করা উচিৎ না এটা কারর জীবন এ ঘটে যেতে পারে কিন্তু সেই কথা মনে রাখা জরুরী সেটা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এমন আচরণ প্রকাশ করে না,যাদের বিন্দুমাত্র জ্ঞানের লেশমাত্র নেই সে যে কোন কিছু ভালো কে খারাপ করে উপস্থাপন করতে পিছপা হবে না এটা তার স্বভাব। আমি আমার কথা বলতে চাই আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, আমার বাবা খুবই স্বনামধন্য চিকিৎসক ছিলেন তিনি বেচে নেই কিন্তু তার সুনাম আজও বেচে আছে, আমার মা খুবই ভালো ভাবে বিয়ে দিয়েছিলেন যিনি স্নেহময়ি মা ছিলেন বলে আমার মনের মূল্যায়ন করেছিলেন সব আত্মীয় স্বজনরা বাধার সৃষ্টি করেছে সবাই কে ছাপিয়ে আমার মা সেদিন এই বিয়ে দিয়েছিলেন, আমার শ্বশুর খুবই ভালো মনে আমাকে গ্রহণ করেছিলেন কারণ তিনি আমার বাবা কে চিনতেন বলে দ্বিমত পোষণ করেন না। কিন্তু আমার শাশুড়ী মা আমার প্রতি যতরকমভাবে বাধা দিয়ে ছেলে কে বলে এমন আচরণ করেছেন সেটা অল্প কথা বলে লিখে প্রকাশ করা যায় না। এরপর তিনি তার ছেলে কে আমার জীবন থেকে দুরে সরিয়ে নিয়ে যায়, আমার দুটো ছেলে ছোট ছিল, উনি আমাকে ডিভোর্স করে দিতে হবে বলেন,তখন আমার বাবা কে চিনতেন বলে সবাই গল্পের বিষয় হয়ে যায় আমার ঘটনা নিয়ে কথা বলে আমার মনের ভেতর কষ্ট জমা হয়ে যায় মানুষের কথা শুনে, কিন্তু আমার মা স্ট্রোক করেন আমার জীবন এ এমন হবে তিনি মেনে নিতে পারে নি, তিনি না ফেরার দেশে চলে যান। কিন্তু আমার পরিবার এর সাহায্য নিয়ে আমি আমার অদম্য মনোবলে মহান আল্লাহর উপর ভরসা করে দুই ছেলে কে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করি, মহান আল্লাহর ইচ্ছে তে এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়ে। সেই ডিভোর্স হয়ে যায়নি কারণ মহান আল্লাহ চান নি তাই হয়নি। যারা এতো কথা বলে ছে আজকে তারা সবাই চুপ হয়ে গেছে আমাদের উচিত বিপদ এ ধৈরজ শিল হয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাবার নাম জীবন, যেটা আমি করতে পেরেছি আল্লাহর উপর বিশ্বাস করে। জীবন এ চড়াই উৎরাই পেরিয়ে এসে ছি, আজকে আমার দুই ছেলের সম্মান তারা আমার পাশে ছায়া সংগি হয়ে আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি লাখ কোটি বার।বিপদ এ সব সময় ধৈরজ ধারণ করা উচিৎ।
কেন যানি আমার বিশ্বাস হয় না, কিবরিয়া ভাই-এর পারিবারিক অশান্তি, ভালো একজন মানুষের যদি একটু ভুল হয় তবে অন্যরা হাসাহাসি করে, আল্লাহর কাছে ভালো মানুষের এটা একটা পরিক্ষা, অসুবিধা কোথায়? তাই বলে কি হাসাহাসি করতে হবে? আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আমিন.
ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে,আরজে কিবরিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ ও পরম বিনয়ী,।আসলে যাই বলি না কেন ওনার জন্য কম হবে।আর মহান আল্লাহ তায়ালা তার পছন্দের বান্দাদের বেশি পরিক্ষা যে নেন।এটাই মূল কথা। ইনশাআল্লাহ কিবরিয়া ভাই এই পরিক্ষায় উত্তীর্ণ হবেনই
Allhamdulillah shundor bolechen. Kibriya baiyyar proti duea roilo, Allah unar moner khobor janen. Allah jahake valo bashen, tahake porikka nirikka kore, tar uttom protidaan den. Allah kibriya baiyyar shohai hon. Ameen
Ami onk din dr.yeahia amin saheber sathe kotha bolar jonno try kor chi... Bt ona k paccgina......onnk onnk bar life spring a cll diechi...bt onar time nai........ami ki korbo bujte parchina
বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে ১৬ আনা ছেলেদের ক্ষেত্রে ১ আনা। দোষ যে উভয়ের থাকতে পারে এই সমাজের অনেকেই সেটা না যাচাই করে নিজেকে পারফেক্ট বলে তার অবস্থান থেকে মতামত প্রকাশ করে। ধন্যবাদ বাস্তব সত্য তুলে ধরার জন্য। ভূলের উদ্ধে কেউ নয়।।।
"তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ-ত্রুটি বর্ণনা করো না।" (সূরা হুজুরাত : ১২)
তুমি ব্রাদার ফেমিনিস্ট 😂
Feminism is CANCER
Young Generation কে motivated করার জন্য RJ Kebria sir এর মত মানুষ দরকার 💝 অসাধারন একজন মানুষ আল্লাহ উনার সমাধান করুন আমীন
Thanks for watching
এরকম একটা আলোচনার সত্যিই খুব দরকার ছিলো!
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,❤️
কথাগুলো খুবই বাস্তব। জাযাকাল্লাহ খাইরান ভাই
Thanks
আল্লাহ তাকে সবসময় ধৈর্য্য ধরার তৌফিক দান করুক🤲
Ameen
Ameen
পছন্দের কিবরিয়া ভাইয়ের জন্যে সবসময়ই দোয়া ও ভালোবাসা।
কিবরিয়া ভাইয়ের কথাটাই সত্যি জীবন নাটকের চেয়ে ও নাটকীয়,, আল্লাহ তার সহায় হোক,,
Hello 8920 er sei bikkhato dialogue
Thanks for watching
জীবনের নাটকের চেয়ে ও অনেক বেশি নাটকীয়। একদম
মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। একটি কথা কি জানেন? বাজে লোকের অভ্যাস, বাজে কমেন্ট করা। সুতরাং বাজে লোকেরা, বাজে কথা বলবে,এটা স্বাভাবিক। আল্লাহ তায়ালা সবাইকে বোঝার তাওফীক দান করুক। আমিন।
আমাদের সমাজে বিবেকবান মানুষের বড্ড অভাব..... আমি আমার নিজের ফেমিলি থেকেই বুঝতে পারছি বর্তমানে বেশিরভাগ শিক্ষিত মানুষরাই বিবেকহীন হয়ে যাচ্ছে...😞😞😞
জি ভাই আপনার কথা গুলো বাস্তব। আমরা মানুষের ভালো ব্যাপার নিয়ে লিখতে সময় পাইনা। বাজে ব্যাপার নিয়ে লিখতে আগ্রহ প্রচুর।আল্লাহ সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুক। আমিন।
ধন্যবাদ ইয়াহিয়া স্যার ভিডিওটা তৈরি করার জন্য, কিবরিয়া ভাই চমৎকার একজন মানুষ।
Thanks for watching
thanks for this lecture....khub e dorkar cilo...
@@yahiaamin Welcome Sir
আল্লাহ তায়ালা কিবরিয়া ভাই এর মান সম্মান কে রক্ষা করুক।
ভাইয়া আপনার কথা খুবই ভালো লাগলো,,
আমরা বলি না বুঝে পর মানুষ বেশী বুলিং করে বাট আপন মানুষ জেনে শুনে বেশী বুলিং করে আর তারা মজা পায় আপন মানুষকে কষ্ট দিতে,,,,আপন মানুষ যেখানে বুঝে না সেখানে অন্য মানুষ বলবে এটাই স্বাভাবিক।
খুবই ভাল পয়েন্টগুলো ধরেছেন।এই সমাজে ভাল কথা বোঝার মনমানসিকতা খুই কম।
কিবরিয়া ভাইয়ের নিউজ টা শুনে অনেক কষ্ট পাইছি,
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।
মাশাআল্লাহ
স্যার, সুন্দর আলোচনা
আল্লাহ কিবরিয়া ভাইকে সকল বাঁধা বিপত্তি থেকে রেহাই দেন (আমিন)
যে মানুষগুলো অন্যের জন্য উপকারী সেই মানুষরা বিপদে পড়লেই মনে হয় মানুষ বেশী খুশি হয়।এরা মনে হয় অপেক্ষায় থাকে কখন সে বিপদে পড়বে।এত নিচু মানুষিকতার জাতী কখনোই উন্নত জাতী হতেই পারবে না।
আরজে কিবরিয়া ভাই একজন স্পষ্ট বাদী ভালো মানুষ যারা নিন্দাকারী তারা নিন্দা করবে যারা হিংসুক তারা হিংসা করবে তাতে ওনার কিছুই হবে না উনাকে আল্লাহ হেফাজতে রাখুক এই দোয়া করি
এর থেকে সুন্দর আলোচনা আর হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তরস্থল থেকে। ঠিক এই কথাগুলো আমি মনে মনে ভাবতে ছিলাম মানুষের কমেন্ট পড়ে।
স্যার আপনার কাছ থেকে ঠিক এমনেই একটা রিয়েকশন আশা করেছিলাম। ধন্যবাদ
Welcome
ভাইয়া সুনে খুব ভালো লাগলো ভাইয়া
ভাই আশা করতে মানা করেছে, যদি এই ভিডিও না পেতেন তাহলে আশাহত হতেন।
ধন্যবাদ ভাই সঠিক কথা বলাতে, আল্লাহ তায়ালা সবাই কে হেফাজত করুন আমিন।
Thanks for watching
আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা শুনলে শুনতেই মনে চায়, খুব ভাল লাগলো,
Glad you liked it
কিছু কিছু নিচু সভাবের মানুষই থাকে, যারা ভালো মানুষের ভালো কাজগুলো দেখতে পার না, দোয়া রইলো কিবরিয়া ভাইয়ের জন্য, আল্লাহ যেন কিবরিয়া ভাইয়ের সম্মান রক্ষা করে, আমিন।
ভাই, হাড়ের ডাক্তারের হাড় ভাংলে সত্যি মানুষ হাসাহাসি করবে। আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সেই জ্ঞানের কোনো ডেপথ নাই। কোথায় যেনো আমাদের গভীর সমস্যা রয়ে গেছে।
আমাদের দেশের সকল সমস্যার মূলে রাজনৈতিক অস্থিরতা।
আপনার আশপাশে যখন সারাক্ষণ, মারামারি, খুন, ধর্ষণ, এক দল আরেক দলকে দমন পিড়ণ, মিথ্যাচার, মিথ্যা মামলা, নির্যাতন এগুলা যখন চলতেই থাকে তখন দেশের নাগরিকরা যখন এসব দেখতে দেখতে বড় হয় তখন তার ভেতরেও এগুলোর দারুণ প্রভাব পড়ে। তাছাড়া আমাদের দেশের সরকারগুলো শুধু নিজেদের উদর পুর্তি আর বিরোধী দল দমনেই বিজি থাকে। দেশের মানুষের প্রকৃত উন্নয়ন, আদর্শিক উন্নয়ন নিয়ে ভাবেনা। ফলে যা হবার তাই হচ্ছে।
একদম খাঁটি কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ।
Thanks for watching
আমরা অনেক ইসলাম ইসলাম করি আসলে আমরা ইসলামের ধরে কাছেও নেই। ইসলামের মৌলিক শিক্ষা মানুষকে মহৎ হতে শিখায় আর আমাদের সমাজে ইসলামের ঠিকাদারি যারা নিয়েছে তারা মানুষকে নিচতা শিখায় সামনে এগিয়ে যেতে নয় বরং পিছনে টেনে ধরে।
একটা ঠিকাদারের নাম বলেনতো দেখি
কথাগুলো খুবই ভালো লাগলো। এই ঘটনা নিয়ে সবাই যা শুরু করসে ভালো মন্দ নিয়ে। উনিও তো একটা মানুষ।
আল্লাহ প্রতিটি বিপদগ্রস্ত মানুষ কে রক্ষা করুন।
So nice of you
আমীন
সত্যি সত্যি আমরা আসলেই এখনো বিবেকবান মানুষ হতে পারলাম না।
Agree
Right,but females are less than us.
আমার মনের কথা বলেছেন। শুকরিয়া 🌹
সহমত,, মানুষের লাইফে সমস্যা হতেই পারে। স্বাভাবিক বিষয়,, তবে আমার দেখা RJ Kibria ভাই একজন ভালো মনের মানুষ।
আল্লাহ্ কিবরিয়া ভাইকে ভাল রাখুন। সমস্যার সমাধান করে দিন। আর যারা বাজে কথা বলছে তাদের হেদায়েত দিন। আমাদের সকলের উপর রহমত দান করুন।
জ্বি ভাই একদম সত্য......
আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি তাই বলে কি আমার মোবাইল নষ্ট হতে পারে না!!!
আসলে যারা এমন বিষয় নিয়ে সমালোচনা করে,আমি মনে করি তাদের অসুস্থ মনমানসিকতা।
দারুণ বলেছেন ভাই। আপনার প্রতি কৃতজ্ঞতা।
Assalaamualaikum. I have no idea about what has happened with the RJ Kibria. but I completely agree with whatever you said. unfortunately our society has a lot of educated personalities now, however, we still live in a toxic environment where in most of the cases people are free to give their negative as well as judgemental opinions without having a proper knowledge of a particular incident.
Right
Very nicely explained
Without having any commom sense
ভাই, আপনার বক্তব্য চমৎকার লেগেছে। তবে, আমি যদিও ফেসবুকে অ্যাকটিভ নই, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিবরিয়া ভাইকে উদ্দেশ্য করে কোন বিরূপ মন্তব্য আমার চোখে পড়েনি। বরঞ্চ সকলের সমবেদনাই আমার নজরে পড়েছে।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ভাই।। ধন্যবাদ
আল্লাহপাক কিবরিয়া ভাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আর সকল প্রকার দুনিয়া ও আখিরাতের ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুন।। আমিন
যে অন্যের দোষ গোপন করবে,আল্লাহ তার দোষ গোপন রাখবেন।
Thanks for watching
আপনার কথায় একমত ভাই, উনি আমার দেখা ভাল এবং ভালোবাসার মানুষ।
আস্সালামুআলাইকুম।
বিষয় টা সুন্দর ও সহজ ভাবে বুঝানোর জন্য, আপনাকে সালাম।
"আমার মনে হয় " মারকা জীব গুলী মানুষের মত লাগে দেখতে, আসলে এরা বানরের চেয়ে সামান্য উপরে আর মানুষের সামান্য নিচে, এক ধরনের জীব।
মাশাল্লাহ!!!
অসাধারণ বলেছেন স্যার।
apnar kotha gulu diristi bodlay.Jajakallah
অব্শ্যই নারী পুরুষ দুজনের জন্য আইন সমান হওয়া প্রয়োজন📣📣📣
Nice thought
জাঝাক আল্লাহ স্যার। আপনার কাছ থেকে সবসময়ই ভালো কিছু শিখে থাকি।আল্লাহ তুমি আমাদের positive চিন্তা ভাবনাগুলোকে উন্নত করে দাও।
কিবরিয়া স্যার এর জন্য দোয়া রইলো,,
ভাই আমি অনেক ভালো জানি কিবরিয়া ভাই কে, এটা যে কতটা ভয়াবহ রকমের খারাপ কথা বলতে পারে আমি আমার জীবন থেকে সেই কথার মুল্য দিয়ে ছি, খুবই সুন্দর আর ধ্রুব সত্য কথা বলে উন্মোচন করেছেন আসল কথা তুলে ধরেছেন, না জেনে না বুঝে কথা বলতে ছাড়ে না, মানুষের যখন খারাপ সময় আসে,এটা খুব সত্যি কথা সবার জীবন এ যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময় পার করে কিন্তু তার জন্য কস্ট দিয়ে বা খারাপ কথা বলে কাউকেই হেয় প্রতিপন্ন করা উচিৎ না এটা কারর জীবন এ ঘটে যেতে পারে কিন্তু সেই কথা মনে রাখা জরুরী সেটা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এমন আচরণ প্রকাশ করে না,যাদের বিন্দুমাত্র জ্ঞানের লেশমাত্র নেই সে যে কোন কিছু ভালো কে খারাপ করে উপস্থাপন করতে পিছপা হবে না এটা তার স্বভাব। আমি আমার কথা বলতে চাই আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, আমার বাবা খুবই স্বনামধন্য চিকিৎসক ছিলেন তিনি বেচে নেই কিন্তু তার সুনাম আজও বেচে আছে, আমার মা খুবই ভালো ভাবে বিয়ে দিয়েছিলেন যিনি স্নেহময়ি মা ছিলেন বলে আমার মনের মূল্যায়ন করেছিলেন সব আত্মীয় স্বজনরা বাধার সৃষ্টি করেছে সবাই কে ছাপিয়ে আমার মা সেদিন এই বিয়ে দিয়েছিলেন, আমার শ্বশুর খুবই ভালো মনে আমাকে গ্রহণ করেছিলেন কারণ তিনি আমার বাবা কে চিনতেন বলে দ্বিমত পোষণ করেন না। কিন্তু আমার শাশুড়ী মা আমার প্রতি যতরকমভাবে বাধা দিয়ে ছেলে কে বলে এমন আচরণ করেছেন সেটা অল্প কথা বলে লিখে প্রকাশ করা যায় না। এরপর তিনি তার ছেলে কে আমার জীবন থেকে দুরে সরিয়ে নিয়ে যায়, আমার দুটো ছেলে ছোট ছিল, উনি আমাকে ডিভোর্স করে দিতে হবে বলেন,তখন আমার বাবা কে চিনতেন বলে সবাই গল্পের বিষয় হয়ে যায় আমার ঘটনা নিয়ে কথা বলে আমার মনের ভেতর কষ্ট জমা হয়ে যায় মানুষের কথা শুনে, কিন্তু আমার মা স্ট্রোক করেন আমার জীবন এ এমন হবে তিনি মেনে নিতে পারে নি, তিনি না ফেরার দেশে চলে যান। কিন্তু আমার পরিবার এর সাহায্য নিয়ে আমি আমার অদম্য মনোবলে মহান আল্লাহর উপর ভরসা করে দুই ছেলে কে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করি, মহান আল্লাহর ইচ্ছে তে এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়ে। সেই ডিভোর্স হয়ে যায়নি কারণ মহান আল্লাহ চান নি তাই হয়নি। যারা এতো কথা বলে ছে আজকে তারা সবাই চুপ হয়ে গেছে আমাদের উচিত বিপদ এ ধৈরজ শিল হয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাবার নাম জীবন, যেটা আমি করতে পেরেছি আল্লাহর উপর বিশ্বাস করে। জীবন এ চড়াই উৎরাই পেরিয়ে এসে ছি, আজকে আমার দুই ছেলের সম্মান তারা আমার পাশে ছায়া সংগি হয়ে আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি লাখ কোটি বার।বিপদ এ সব সময় ধৈরজ ধারণ করা উচিৎ।
Right onak sundor Live apnake onak onak Dhonnobad
আল্লাহ কিবরিয়া ভাইকে শান্তি দিন।
অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার চিন্তা ও চেতনা আমার খুব ভালো লাগে।
কেন যানি আমার বিশ্বাস হয় না, কিবরিয়া ভাই-এর পারিবারিক অশান্তি, ভালো একজন মানুষের যদি একটু ভুল হয় তবে অন্যরা হাসাহাসি করে, আল্লাহর কাছে ভালো মানুষের এটা একটা পরিক্ষা, অসুবিধা কোথায়? তাই বলে কি হাসাহাসি করতে হবে? আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আমিন.
সত্যি আমার কাছে অনেক সম্মানি ও সংগ্রামী মনুষ কিবরিয়া স্যার
ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে,আরজে কিবরিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ ও পরম বিনয়ী,।আসলে যাই বলি না কেন ওনার জন্য কম হবে।আর মহান আল্লাহ তায়ালা তার পছন্দের বান্দাদের বেশি পরিক্ষা যে নেন।এটাই মূল কথা। ইনশাআল্লাহ কিবরিয়া ভাই এই পরিক্ষায় উত্তীর্ণ হবেনই
Kebria vair news ta sunar por sobar age Apnar kotha saron korci...
Onar dur dine apnak pase kojcilam..
Aj peyeci...
Ektu santi lagtece..🧡🧡🧡
আপনার কথাগুলো লজিক্যাল, অসাধারণ সত্য কথা
Thanks for watching
সবি মানলাম দাদু কিন্তু সে নিজের ঘরের খবর সারাদেশ ব্যাপি না জানালেই পারতেন,মানুষের দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ তাকে ধৈয্য ধরার তাওফিক দান করুন।
May ALLAH Blesses brother kibrya reliefs....improve his condition.
Thanks for the comment
খুবই যুক্তিযুক্ত কথা দারুন বিশ্লেষণ ধন্যবাদ ভাইয়া জাযাকাল্লাহ
সব মানুষের সুখ .দুঃখ বিপদ ,আপত্তি আছে কাউরে বেশি কাউরে কম আমার মানুষ গুলো বুঝতে পারি না আল্লাহ্ হেদায়েত দাও.
Nice thought
আপনার কথা শুনলে খুব ভালো লাগে ❤️❤️
Thanks for watching
Thanks for this video. I was thinking the same
Glad it was helpful!
Allhamdulillah shundor bolechen.
Kibriya baiyyar proti duea roilo, Allah unar moner khobor janen.
Allah jahake valo bashen, tahake porikka nirikka kore, tar uttom protidaan den. Allah kibriya baiyyar shohai hon. Ameen
ভিডিওটা খুব জরুরী ছিলো। আশা করি, আমরা সবাই অন্যের বিষয়ে মন্তব্য করার বিষয়ে সতর্ক-সচেতন-সংবেদনশীল থাকবো ইন শা আল্লাহ!
So nice of you
MasAllah onek sundor alocona.
আমরা কত নিচু মানসিকতার তা কিবরিয়া ভাইয়ের ঘটনা থেকে বুঝতে পারলাম।
ধন্যবাদ।
Thanks for watching
আপনার কথা গুলোই ঠিক
আল্লাহ আপনি আমাদের সবাইকে হিফাজত করুন আমিন
কিবরিয়া ভাই ভালো এবং একজন ক্রিয়েটিভ মানুষ
Ami Monay kore, kibriya Vai is good person.👍
Onek dhonnobad avabe bolar jonno.
আপনি নিজে যখন নিজেকে বলবেন আমি সাধারন তখন যেমন সমস্যা নিজেকে অসাধারন বললেও সমস্যা । তাই একজন উপদেষ্টাকে এমন হতে হবে যেনো সে হয় খুব ব্যলেন্সিং📣📣📣📣📣
Thanks for watching
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সত্যি আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
এক দম ঠিক কথা বলেছেন।
আপনি একেবারে সঠিক কথা বলেছেন ধন্যবাদ
সমাজের কিছু নীচু মনমানসিকতা সম্পন্ন মানুষ অন্যের ভুল ধরতে পারলে সুখ পায় কারন এরা খুব অসুখী।
ওরাও মানুষ।
আল্লাহ হেফাজত করতেন
Thanks for watching
Thank you sir
Eitai apnar theke amra expect korsilam
Welcome
ধন্যবাদ সঠিকটা তুলে ধরার জন্য
Thanks for watching
স্যার যথার্থ বলেছেন।
Thanks
Absolutely right sir.May Allah bless her
কথা শুনে আমার খুব ভালো লাগলো
you are right...
আপনাকে ধন্যবাদ।সময় উপযোগী ভিডিও করার জন্য।
Thanks for watching
Ekdom thik bolchen bhai🙂
You are great sir,,,
আপনার মেন্টালিটি আমাকে অবাক করে
Glad
ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন।
Thanks for watching
ভাইয়া আপনি যেভাবে চিন্তা করছেন বা করেন সবাই এভাবে করবে না। সবাই সামনের বিষয়টাকেই প্রাধান্য দিবে। আর এটাই সাভাবিক📣📣যদিও এটা কাম্য নয়।
Nice thought
খুবই বাস্তব কথা বলেছেন।
R j kebria is a good person .he did lots of good to the society .
Mashallah very good advice thanks 👍
Thank you for speaking about this. I agree with you 100% This Faltu mentality needs to change.
Yes
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন
Thanks for watching
Ami onk din dr.yeahia amin saheber sathe kotha bolar jonno try kor chi... Bt ona k paccgina......onnk onnk bar life spring a cll diechi...bt onar time nai........ami ki korbo bujte parchina
বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে ১৬ আনা ছেলেদের ক্ষেত্রে ১ আনা। দোষ যে উভয়ের থাকতে পারে এই সমাজের অনেকেই সেটা না যাচাই করে নিজেকে পারফেক্ট বলে তার অবস্থান থেকে মতামত প্রকাশ করে। ধন্যবাদ বাস্তব সত্য তুলে ধরার জন্য। ভূলের উদ্ধে কেউ নয়।।।
Valo alochona , Valo alochona
ভাই আপনি ঠিক বলেছেন
Thanks for watching
আপনি সত্যি কথা বলেছেন সমালোচনা করা অন্যায়
Thanks for watching
Allah s.w.t. amader hedayat dan korun 🤲 jazakallah hu khairan vaiya🥰
একমত ভাই। ভাল বলেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।