আরবি ভাষা কোর্সের শিক্ষার্থীর আরবি প্যাসেজ সলভ করে পড়া
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্স
কোর্স শুরু : ১০ ই অক্টোবর ২০২৩ থেকে।
** যা শিখবেন এই কোর্সে :
১. আরবি ভাষার চারটি দক্ষতার পূর্ণ অনুশীলন। (লিসিনিং, স্পিকিং, রিডিং, রাইটিং)।
২. ইংরেজী ভাষার মত আরবি ভাষাও হরকত ছাড়া পড়ে বুঝতে পারবেন ।
৩. কোরআন-হাদীস নিজে পড়ে নিজেই বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন।
৪. আরবি ভাষায় আপনার মনের ভাব লিখতে পারবেন, অর্থাৎ আরবি ফ্রি-হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে পারবেন।
৫. আরবি ভাষায় কথোপকথনের জন্য রয়েছে পর্যাপ্ত অনুশীলন।
৬. কোর্সের প্রতি ১২ ক্লাস পরপর থাকছে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা। কোর্সের মোট ৭ টি পরীক্ষায় অংশগ্রহণ করে, কৃতকার্য হলে কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে।
৭. সিবাওয়াই ইনিস্টিউটে এখন পর্যন্ত প্রায় ৬৬ টি ব্যাচে ৩ হাজার শিক্ষার্থী আরবি ভাষা শিখেছে। সিবাওয়াই বাংলাদেশের সবচেয়ে বড় আরবি ভাষা শিক্ষার প্লাটফর্ম।
** কোর্স সমন্বয়ক :
১. আবদুর রহমান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২. . নাজমুল হাছান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
* অনলাইন কোর্সের বিস্তারিত :
শুরু হতে যাওয়া ব্যাচসমূহের নাম :
1. OP-38; Morning (7:00-9:00 AM), Saturday, Tuesday, Thursday (Both)
2. OP-39; Evening (9:00-11:00 PM), Saturday, Tuesday, Thursday (Both)
3. OP-40; Evening (9:00-11:00 PM), Friday, Monday, Wednesday (Only for Female)
কোর্সের মেয়াদ - ৬ মাস, ক্লাস - ৭০টি। সপ্তাহে ৩ দিন, প্রতি ক্লাস ২ ঘন্টা।
কোর্স ফি - ৬ হাজার টাকা। (শিক্ষার্থী) এবং ১০ হাজার টাকা (শিক্ষার্থী নয়)
বিদ্র - কোর্স ফি ২ মেয়াদে দিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য প্রথম মেয়াদে ৪০০০ টাকা প্রদান করে ভর্তি হওয়ার সুযোগ আছে। যারা শিক্ষার্থী নয় তারা প্রথম মেয়াদে ৭০০০ টাকা প্রদান করে ভর্তি হওয়ার সুযোগ আছে। এছাড়া কোর্সের শেষ চার মাসে মাসিক ও পরীক্ষা সংক্রান্ত ফি হিসাবে ৪০০ টাকা (শিক্ষার্থী) & ৫০০ (শিক্ষার্থী নয়) টাকা করে মাসিক ফি প্রদান করতে হবে।
কোর্সে রেজিষ্ট্রেশনের শেষ তারিখ - ৩০ সেপ্টেম্বর ২০২৩
** বিনামূল্যে রেজিষ্ট্রেশন করতে এবং আমাদের শিক্ষার্থীদের রিভিউগুলো দেখতে নিচের লিংক ব্যবহার করুন-
sibawayhinst.c...
** বিদ্র : যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে ক্লাস শুরুর ১৪/১৫ দিন পূর্বে কল ও এসএমএস করা হবে, তখন নির্দিষ্ট একটি গ্রুপে জয়েন করে, আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে। এখন শুধু রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন করতে হবে।
** ইউটিউবে আমাদের লাইভ ক্লাসগুলোর কিছু রেকর্ড দেখতে চাইলে, নিচের লিংক ব্যবহার করুন -
/ @sibawayhinstitute625
** যোগাযোগ - +8801856334182, +8801847406134
মাশাআল্লাহ
মানুষ তো কম ¿ আমি তো কোর্সটা করতে চাইছিলাম।