ঋণ খেলাপিদের আটকাতে ব্যাংক আইনে পরিবর্তন - Bank Defaulters

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • আজকের ভিডিওতে আলোচনা করেছি ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহিতা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন। প্রথমেই জেনে নেওয়া উচিত 'ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহিতা' কাকে বলে?
    সামর্থ্য থাকা সত্ত্বেও যে গ্রাহক ঋণ পরিশোধ করবে না তাদের ইচ্ছাকৃত খেলাপি হিসেবে বিবেচনা করা হবে। মিথ্যা তথ্য দিয়ে ঋণগ্রহণ ও ব্যাংকের কাছে ঘোষিত উদ্দেশ্যে ঋণের টাকা ব্যয় না করলে ওইসব গ্রাহককে বিবেচনা করা হবে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে।
    নতুন আইনের ২০ ধারা অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা করে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। আর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণ, ট্রেড লাইসেন্স ইস্যু, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের কাছে কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক অনুরোধ করলে সরকারের সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
    ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার নাম চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। এরপর প্রত্যেক ব্যাংক-কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে সেই মর্মে অবহিত করবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হওয়ার ফলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক বরাবর আপিল করতে পারবে এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
    এতে আরও বলা হয়েছে, ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই তালিকা থেকে অব্যাহতি পাওয়ার পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। নোটিস পাওয়ার দুই মাসের মধ্যে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এই মামলা অর্থঋণ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করবে না।
    Wilful defaulters are barred from travelling abroad, registering houses, vehicles and companies as well as being in committees of political parties in Bank Company (Amendment) Act 2023.Artha rin mamla asami Artha rin mamla asami bides Artharin adalot case Loan defaulter travel restriction
    অর্থঋণ আদালত মামলার আসামি
    অর্থঋণ আদালত মামলার আসামি বিদেশে যেতে পারবে?
    অর্থঋণ আদালতে মামলা
    আর্থিক প্রতিষ্ঠান আদালতে মামলা
    ঋণ খেলাপি কি বিদেশ ভ্রমণ করতে পারে
    ঋণ খেলাপি ব্যাংকের তালিকা
    ঋণ পরিশোধ না করতে পারলে কি
    ঋন খেলাপিরা বিদেশ ভ্রমন করতে পারবেনা
    ব্যাংক অর্থঋণ আদালতে মামলা
    ব্যাংক লোনের মামলার আসামি কি বিদেশে যেতে পারে?
    #bankloan #artharin #loandefaulter #bangladeshilaw #bangladesh #bank #loan #barristeraiman #law #viral #trending
    #fypシ゚viralシ2023
    www.bb.org.bd/...
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের আটকাতে নতুন আইনে যা আছে
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কি কি সমস্যা হতে পারে
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ঠেকাতে নতুন আইন
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ঠেকাতে সরকার যা আইন করেছে
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে আরও কঠর পদক্ষেপ
    ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা কি ধরনের সমস্যায় পড়তে পারেন
    My social handles:
    Instagram: www.instagram....
    Facebook:
    www.facebook.c...
    LinkedIn:
    www.linkedin.c...
    My office address:
    Rahman Law Associates & Company
    House no.13, Flat- 2-D,
    Rupayan Lotus, Segunbagicha, Dhaka-1000
    (Opposite of BIRDEM-2)
    Website: www.rlacbd.com
    Chamber visiting time: 2pm-6pm (Sunday-Thursday)
    জনস্বার্থে
    ব্যারিস্টার আইমান রহমান খান |
    Barrister Aiman R Khan
    Advocate, Supreme Court of Bangladesh

ความคิดเห็น • 2