প্রশ্ন- বৌদ্ধধর্মে কোন সৃষ্টিকর্তা আছে কি? অর্থাৎ আল্লা বা গড আছে কি?প্রশ্নকর্তা -সিদ্দিকী হোসেইন।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 180

  • @969shaonbarua
    @969shaonbarua 2 ปีที่แล้ว +6

    Namo Most Venerable Buddha, Dhamma, Sangha. Namo Venerable Dipankar Bhante. Hearfelt Bondona and gratitude for preaching Supreme truths discovered by The Most Venerable Buddha and for your great timely advices for the greater welfare of the mankind. May you live a healthy, safe and long life. May all sentient beings of the whole universe be free from all the sufferings by walking the Buddha way thus obtaining the Supreme bliss Nibbana. Sadhu sadhu sadhu. ❤️❤️❤️🙏🙏🙏☸️☸️☸️

  • @sushilsikdar2990
    @sushilsikdar2990 4 หลายเดือนก่อน +8

    পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম বৌদ্ধ আমি হিন্দু হয়ে বলছি

    • @khokonUllah
      @khokonUllah 4 หลายเดือนก่อน

      ভাই তোর কোন ধর্ম নাই তুই আর্য অর্থ বিদেশি 😊

    • @AmitabBachchan-fl9xm
      @AmitabBachchan-fl9xm 2 หลายเดือนก่อน

      আমিও বলছি

  • @Owali_hasan_arafat
    @Owali_hasan_arafat 4 หลายเดือนก่อน +3

    'তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর।নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে, ‘আমরা আল্লাহরই আর আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী’। Quran 2:155-156
    May Allah guide you

  • @ChittaranjonBarua
    @ChittaranjonBarua ปีที่แล้ว +6

    ভান্তের পুরো ভাষন শুনে মন্তব্য করুন।
    কে সৃষ্টি করেছে তা নয়। কেন সৃষ্টি হয় তা যেনে চালিত হওয়াই বুদ্ধের পথ।

  • @Ismailhossain-w6n2t
    @Ismailhossain-w6n2t 2 หลายเดือนก่อน +1

    আপনি বললেন আপনি যত সম্পদ লাভ করেছেন তার কারন আপনি জন্ম জন্মান্তরে যত ভাল কাজ করেছেন এগুলি তার ফল, এখন প্রশ্ন হলো আপনি যে কাজ গুলোকে ভাল বলছেন আমার দৃষ্টিতে সেটা ভাল নাও হতে পারে আবার আমার কাছে যে কাজটা ভাল মনে হয় সেটা আপনার কাছে ভাল নাও হতে পারে। তাহলে কোনটা ভাল কোনটা খারাপ সেটা কে ঠিক করবে? উদাহরন স্বরুপ ধরুন, সমকামিতা, কিছু রাষ্ট্রের মানুষ সমকামিতাকে বৈধ ঘোষনা করতে বলছে, তাদের কাছে এর ভাল দিক হলো তারা সহজেই নিজের যৌন চাহিদা পুরন করতে পারবে সুতরাং তাদের দৃষ্টিতে এটা খারাপ না না কাজ না, কিন্তু আমার দৃষ্টিতে এটা খারাপ কাজ। তাহলে এখানে ভাল খারাপ এর মানদন্ড কে ঠিক করবে উভয়ই মানুষ আর উভয়ের পক্ষেই যুক্তি আছে। দ্বিতিয় কথা হলো, আপনি ভাল কাজ করলে ফল ভাল পাবেন, এটা কে ঠিক করলো। আর সেই ফল কে দেবে আপনাকে?

  • @RajKhan-ck2ir
    @RajKhan-ck2ir ปีที่แล้ว +4

    তোমার কল্পনার সৃষ্টিকর্তা কে
    যে সৃষ্টি করেছে ! সে আমার সৃষ্টি কর্তা
    এবং সব কিছুর সৃষ্টিকর্তা তেনি হলেন আল্লাহ ❤

    • @smamjadhossain6206
      @smamjadhossain6206 8 หลายเดือนก่อน

    • @NeruBarua
      @NeruBarua 6 หลายเดือนก่อน

      আল্লারে দেখা যায় না কেন সে কি খায় কোথায় থাকে তার অস্তিত্ব কি

    • @khokonUllah
      @khokonUllah 4 หลายเดือนก่อน

      আল্লাহ তো গৌতম বুদ্ধের মতো
      নয় যে তাঁকে দেখা যাবে।🤣🤣

  • @paihlapru-fr8th
    @paihlapru-fr8th ปีที่แล้ว +6

    সাধু সাধু সাধু ❤❤

    • @asfimtopu900
      @asfimtopu900 ปีที่แล้ว

      আমি মসলিন কিন্তু বৌদ্ধ ধর্ম ভালো লাগে 😊

  • @josemuddinbpbarguna6871
    @josemuddinbpbarguna6871 ปีที่แล้ว +7

    গৌতম বুদ্ধ এবং তার মাতা পিতা বা তার আগের যুগের মানুষ কি নিজে নিজে সৃষ্টি হয়েছে,তার কর্মটা কে দিলো তার হাত পা নেই এটা কে করলো,বৌদ্ধ যে জন্মে জন্মে ভাল কাজ করেছে তার কর্মফল ভোগ করছে এই ভাল কাজের কর্ম ফলটা কে দিলো, বা নির্ধারণ করলো, আশাকরি উত্তর দিবেন।

    • @kongmarma999
      @kongmarma999 ปีที่แล้ว +11

      দেখুন! বৌদ্ধ ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যা সাধারণ মানুষের দ্বারা বোঝা সম্ভব নয়। আপনাকে কি বা দোষ দেবো। আমরা নিজেরাই তো বৌদ্ধ হয়ে বুদ্ধের ধর্ম বুঝতে হিমশিম খেতে হয়। যদি কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে ভালো কাজ করে তাহলে ক্ষতি কোথায়? আর যদি কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস না করলেও ভালো কাজ করে তাহলে ক্ষতি কোথায়? আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করুক কিংবা না করুক সেটা আপনার জীবনে ততটা প্রভাব ফেলবে না। আসল কাজ হচ্ছে আমাদের নিজেদের কর্ম । তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়। তাহলে এই সব কিছু সৃষ্টি হলো কিভাবে? কে সৃষ্টি করলো এই সবকিছু। সেটা আমরা কেউ নিশ্চিতভাবে জানিনা। শুধু শোনা কথায় আমরা বিশ্বাস করে ফেলি। বুদ্ধ বলেছেন আগে নিজেকে জানো তুমি কে? তোমার জীবনের উদ্দেশ্য কি? তাহলেই তুমি নিজেই সৃষ্টিকর্তা আছে নাকি নেই সেটা জানতে পারবে। কারণ সৃষ্টিকর্তা হচ্ছে এমন একটা যা শুধু নিজে উপলব্ধি করা যায়। স্থান, কাল, পাত্র, সময়, প্রমাণ, যুক্তি ইত্যাদি দিয়ে অন্যকে বোঝানো যায় না। মেনে নিলাম আল্লাহ এই সব কিছু সৃষ্টি করেছে । কিন্তু সেটা কে বা দেখেছে ?

    • @bangladeshkaratetournament9582
      @bangladeshkaratetournament9582 ปีที่แล้ว

      গৌতমবুদ্ধের কথা কেন মানবো? আমি কোনো একটা কাজ পারি না, তাই বলে দুনিয়ার আর কেউ সে কাজটা করতে পারবে না তা তো ভুল ধারণা।
      আর এই ভান্তের কথা শুনে যা বুজলাম, তা হলো, বোদ্ধ ধর্ম কোন ধর্ম না। শুধু একজন ব্যক্তির মতবাদ। আর তিনি হলেন গৌতম বোদ্ধ।আর উনি মারা যাওয়ার পর উনার ভক্তরা উনার মতবাদ কে ধর্ম বানিয়ে ফেলেছে।
      আবার গৌতম বোদ্ধের কথা মতে ভালো কর্মের জন্য, পুণর্জন্ম হলে, ভালো কিছু পাবে বা হবে।তো আমার প্রশ্ন উনি তো অনেক ভালো কিছু করেছেন। তো আবার পুণর্জন্ম হইয়ে আসছেন না কেন? যদি এসে থাকেন তো উনার বানানো ধর্মটাকে আরো বেশি প্রচার প্রসার করছেন না কেনো? কেনো আরো এগিয়ে নিচ্ছেন না? কেনো সবাই কে উনার মতো তৈরি করেন না।এই ভান্তের কথা গুলো স্পষ্ট না,পরিষ্কার না।আর যারা সামনে বসে কথা গুলো শুনছে, তারাও মনে হয় মাথা খাটাচ্ছে না।কি বলছে চিন্তা করে দেখছে না।
      সব শেষে একটা কথায় বলবো। আমার দেখা এবং আমার ধীর বিশ্বাস , একমাত্র আল-কুরআন ছাড়া পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ সবার জন্য উন্মুক্ত না।কুরআন প্রায় সব ভাষায় অনুবাদ পাওয়া যায়। আর কুরআনি একমাত্র ধর্মগ্রন্থ যার ভিতরে আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত (যত দিন দুনিয়া আছে) পরিবর্তন হবে না।কেউ করতেও পারবে না।আর এ কিতাবের অনুসারীরাই হচ্ছে মুসলিম। আল্লাহ পাক সবাই কে, হক কে হক ভাবে চেনার, জানার,বোঝার, ও মানার তাওফিক দিন। আমিন

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +2

      l am appreciate to U its a nice anser this questions.

    • @ChittaranjonBarua
      @ChittaranjonBarua ปีที่แล้ว

      বুদ্ধের ব্যাখ্যায় প্রতিত্য সমুৎপাদ তত্ত্ব বা দ্বাদশ নিদান হচ্ছে সৃষ্টির কারন।
      আর এগুলো লেখায় বুঝানে সম্ভব নয়।
      শুনে আত্বউপলব্দি করে ধ্যান করতে হবে।

    • @Najiathossain
      @Najiathossain 9 หลายเดือนก่อน

      ​@@kongmarma999pakhi o akase ure abar plen o akase ure ,plen to manus banaice tahole oi pakhi gula ke sristi korce

  • @jakiaaktar3222
    @jakiaaktar3222 ปีที่แล้ว +2

    পৃথিবী আললাহ সৃষ্টি করেচে

    • @ChittaranjonBarua
      @ChittaranjonBarua ปีที่แล้ว

      আল্লাহ কে? কে সৃষ্টি করেছে।

    • @hossenabrar5618
      @hossenabrar5618 4 หลายเดือนก่อน

      ​@@ChittaranjonBarua
      যিনি স্রষ্টা থাকে কেউ যদি সৃষ্টি করে তাহলে উনিকি আর স্রষ্টা থাকবে??
      আপনি ভুল ইশ্বরকে ছিনেছেন।
      পবিত্র কোরানের অধ্যায় ১২ ১-৪ আয়াত।
      ইশ্বর কাকে বলে যেনে নিয়েন

  • @shariyar3957
    @shariyar3957 ปีที่แล้ว +15

    আল্লাহ পাক মহান আমি মুসলিম আলহামদুলিল্লাহ

    • @sorboghajanta8172
      @sorboghajanta8172 ปีที่แล้ว +2

      সভ্য মানবিক যুক্তিক মানু্ষ হওয়া জরুরী?

    • @crazygamerboysifath6858
      @crazygamerboysifath6858 ปีที่แล้ว +1

      Alhamdulliah

    • @ZN1GHTPLAYZ4143
      @ZN1GHTPLAYZ4143 ปีที่แล้ว

      bhai amio muslim🕋🕋🕋🇧🇩🇧🇩🇧🇩:-) 😇😇

  • @abuhurayra6805
    @abuhurayra6805 ปีที่แล้ว +8

    মানলাম সৃষ্টিকর্তা নাই তাহলে এই যে পুনর্জন্ম বা কর্মফল দেয় কে?? এটা অটোমেশন কেমনে গত জীবনের কর্মের হিসাব ই বা কে রাখে যার ভিত্তিতে পুনর্জন্ম হয়??

    • @sorboghajanta8172
      @sorboghajanta8172 ปีที่แล้ว

      সময় আদম হাওয়া কেয়ামতের মধ্যে বন্দি নয়।
      সৃ্ষ্টি ধ্বংস চক্রাহারে ঘুর্ণয়মান চলমান প্রক্রিয়া।
      প্রানী তথা মানব সৃ্ষ্টি জগত? জর্ম্ম জর্ম্মান্তরে জর্ম্ম নিয়ে যেমন কর্ম। তেমন ফল বা সুখ দুঃখ ভোগ করছে। সেই জন্যেই সৃ্ষ্টি জগতে এতো বৈসম্য।
      সঠিক সত্য উপলব্দির জন্য চর্মচক্ষু নয়।
      বু্দ্ধ পথে মেডিটেশন করে দিব্যচক্ষু দিয়ে দেখতে হবে।

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +1

      আমাদের পূর্ব জন্মের কথা কি মনে থাক বে দুদিন আগে ঘটে যাওয়া কত ঘটনাই তো মনে থা কে না, মনে থাকা র জন্য তো ধ্যানের দরকার একাগ্র মনে ধ্যান করুন সব মনে পড়ে যাবে।

  • @arjochakma1948
    @arjochakma1948 ปีที่แล้ว +3

    Sadu sadu sadu

  • @ManzurMorshed-wh4cp
    @ManzurMorshed-wh4cp 11 วันที่ผ่านมา +1

    Islam shantir dharmo. Amra shonkhai besi tai ora hinsa kore.

  • @mdrukonuddin6837
    @mdrukonuddin6837 หลายเดือนก่อน

    যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত প্রমান করা যায় না।

  • @সাহিত্য-গ্রাম
    @সাহিত্য-গ্রাম 2 หลายเดือนก่อน

    আপনাদের গুরু দালাই লামা মুহাম্মদ (সঃ) এর প্রশংশা করেন। মুহাম্মদ (সঃ) আল্লাহর বাণী পৌঁছিয়ে দিতেন।

  • @mamunrashid2425
    @mamunrashid2425 ปีที่แล้ว +8

    সৃষ্টিকর্তার না থাকলে একজন পাপী কে কিভাবে শাস্তি দেওয়া হবে. সে গোপনে কাউকে হত্যা করে আর কোনোদিন প্রকাশে না করে তাহলে তার শাস্তি কে দেবেন/ পাপ কাজ করতে সকলেরই প্রায় ভালো লাগে

    • @chandabarua4274
      @chandabarua4274 ปีที่แล้ว

      কোডে জজ বিচার করে চেলারি পাওয়ার জন্য। সৃষ্টিকর্তা কি পাবার জন্য বিচার করে?
      এই দুনিয়ায় বিবেকের আদালত সবচেয়ে বড়ো আদালত।

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +2

      সেই পাপীকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার দরকার নেই,কারন তার মন/চিত্ত সেই পাপকে চিনে রেখেছে এবং তার পেছনে গরুর শকটের বোঝাইর মত তাকে অনুসরন করবে,যখন পাপের খরা পূর্ণ হবে তখন ফল দিতে শুরু করবে। এভাবেই পাপের ফল ভোগ করতে হয় পাপীদের।

    • @Najiathossain
      @Najiathossain 9 หลายเดือนก่อน

      ​@@joyosreebarua5642ekta lokh nodir oi pare jabe, onekhon darai roice kono noka dekhte pacce na, hotath ekta gac benge porlo r gac theke kat ber holo ,and nowka o toiri hoye gelo ,er pore lokhta nodi par hoice

    • @mdsojn855
      @mdsojn855 4 หลายเดือนก่อน +1

      দেশের আইনশৃঙ্খলা দেশের আইন বিচার করবে

  • @MdRajibFokir-q6e
    @MdRajibFokir-q6e ปีที่แล้ว +3

    সৃষ্টি কর্তাকে কেউ সৃষ্টি করেনী,তাকে সৃষ্টির প্রয়োজন হয় না, তিনি আছেন থাকবেন তিনি চিরস্থায়ী, তিনি হলেন আল্লাহ তায়ালা, গুরু আপনি বৈদ্য ধর্মে মোহাম্মদ (সঃ) নাম কীভাবে আসল সেইটা তুলে ধরুন মানুষ সত্যিটা জানতে দিন।

    • @Rupesh-yj1ye
      @Rupesh-yj1ye 5 หลายเดือนก่อน

      এইসব আজগুবি কথা বলা মানে মূর্খের পরিচয় দেওয়া। জ্ঞান দিয়ে চিন্তা করুন আর জ্ঞান দিয়ে কথা বলুন। আল্লাহ এক কল্পনা।

    • @MansuraJaniya
      @MansuraJaniya 5 หลายเดือนก่อน

      ​@@Rupesh-yj1yeকি বলতে চান আপনি

  • @mishkathossain629
    @mishkathossain629 ปีที่แล้ว +3

    এসব যুক্তি কি কোন বিবেকবান মানুষ গ্রহন করতে পারে। যুক্তি শুনে আমি তো অবাক কি বলে এই সব মনগড়া কথা। একজন ধর্মগুরুর যুক্তি শুনে তৃপ্তি পেলাম না।

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +1

      বৌদ্ধ ধর্মে কোন মনগড়া কথা নেই যা আছে তা সত্য জ্ঞানে জেনে বলা কারণ এ ধর্মের ভীত এটাই ।

  • @afjalhossain4743
    @afjalhossain4743 ปีที่แล้ว +4

    যাদের জ্ঞান সীমিত তারা কখনই বুঝবে না সৃষ্টিকর্তা আছে কিনা? যাহারা বিশ্বজগত নিয়ে চিন্তাভাবনা করে তাহারাই বুঝিবে অবশ্যই সৃষ্টিকর্তা আছে

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      আপনি ভাই আগে নিজের জীবনের সামনের দিনগুলোর কথা চিন্তা করেন দিন ভালো যাবে কিনা খারাপ তারপর বিশ্বজগতের আদি অন্ত নিয়ে ভাববেন।

    • @central603
      @central603 ปีที่แล้ว

      @@joyosreebarua5642 আপনি দেখি পিএসডি করে আসছেন,সব জায়গায় দালালি করেন

  • @nasertravelvlog
    @nasertravelvlog ปีที่แล้ว +3

    মনুষ্য ধর্ম আর সৃষ্টিকর্তার ধর্ম এক নয়। দিন আর রাত যে হচ্ছে কে পরিচালিত করছে? এটা কি সৃষ্টিকর্তার নিদর্শন নয়??

  • @shahariahossainimran150
    @shahariahossainimran150 ปีที่แล้ว +36

    আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া মহান আল্লাহ তায়ালা আমাকে এই অসুস্থ পাগল টার মতো করে দুনিয়ায় পাঠাইনি,,,শ্রেষ্ট ধর্ম পেয়েছি শ্রেষ্ট কিতাব পেয়েছি শ্রেষ্ট নবী পেয়েছি আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

    • @tazminaakter8180
      @tazminaakter8180 ปีที่แล้ว +1

      Alhamdulillah❤❤❤

    • @kanchanbarua4579
      @kanchanbarua4579 ปีที่แล้ว

      তুই কি বাল বুজুস

    • @ShawnVai-sq3iq
      @ShawnVai-sq3iq ปีที่แล้ว

      সালা ইমরান তুই ত পুরাই পাগল। তোদের ধর্মে কি এই শিক্ষা দে?

    • @chandabarua4274
      @chandabarua4274 ปีที่แล้ว +18

      পাগলে সবাইকে পাগল বলে গালিদেয় নিজের মুখটা আইনাতে দেখেন কে পাগল।
      চোখ খুলে দেখুন অন্ধত্ব কেটে যাবে ধর্মের অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন।

    • @BejonBarua-it5iz
      @BejonBarua-it5iz ปีที่แล้ว +11

      যারা নিজের ধর্ম কে বুঝতে পারে না তারা অন্য ধর্ম কে কি ভাবে বুঝতে পারবে ভগবান তুমি অপরাধ কমা করো

  • @mafujmiha-mt2rc
    @mafujmiha-mt2rc 10 หลายเดือนก่อน +2

    Allah

  • @MdImonHossen-e3j
    @MdImonHossen-e3j ปีที่แล้ว +2

    মানুষ সৃষ্টি সেরা জীব কিন্তু নিজেরদের সঠিক চলার পথ খুঁজে পায়না। যারা সঠিক ধর্ম পায়না তারাতো জীব-জন্তুর মতনই বোকা। আমি যদি ভুল বলি থাকি, আমাকে মাপ করে দিবেন। 🙏🙏 9:43

  • @sujitkumardas911
    @sujitkumardas911 3 หลายเดือนก่อน

    কর্মফল অনুসারে জীবন চলে একথা ভারতীয় অধ্যাত্মবাদে স্পষ্ট করা হয়েছে। কিন্তু, এই তত্ত্বের সঙ্গে ঈশ্বর নেই এই তত্ত্বের সম্পর্ক কোথায়?

  • @mamunrashid2425
    @mamunrashid2425 ปีที่แล้ว +5

    সৃষ্টিকর্তার না থাকলেএকজন মানুষ মারা গেলে তার আবার পুনর্জন্ম হয় কি করে / অন্য প্রাণীদের ওকি পুনর্জন্ম হয়...

    • @Nantu-Chakma.
      @Nantu-Chakma. ปีที่แล้ว

      একজন মানুষ মারা গেলে তার পুনঃ জন্মের মূল কারন তৃস্না

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +1

      সৃষ্টি কর্তা তাহলে একজনকে জন্মান্ধ,বিকলাঙ্গ, বোবা বিশ্রী বধির গরীব অন্যকে স্বাভাবিক সুস্হ সুন্দর ধনী বানালো কেন সৃষ্টিকর্তা একজনকে বেশি অন্যজনকে কম ভালোবাসে তাই।

  • @EsmailHossain-kb8cq
    @EsmailHossain-kb8cq ปีที่แล้ว +4

    "তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? [ সুরা তুর: ৩৫ ]"

    • @ChittaranjonBarua
      @ChittaranjonBarua ปีที่แล้ว +1

      এই প্রশ্ন কে কাকে করছে

    • @EsmailHossain-kb8cq
      @EsmailHossain-kb8cq ปีที่แล้ว

      @@ChittaranjonBarua আল কোরানের সুরা তুর এর ৩৫ নং আয়াতে আল্লাহ তায়ালা তাঁকে (সৃষ্টিকর্তা) অস্বীকারকারী মানুষদেরকে জিজ্ঞেস করেছেন। যে, মানুষ কি নিজেই নিজেকে সৃষ্টি করেছে নাকি তারা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। নাকি তারা নভোমণ্ডল এবং ভুমন্ডলের কোন কিছু সৃষ্টি করেছে?

    • @Xun42
      @Xun42 4 หลายเดือนก่อน

      ​@@ChittaranjonBaruaএই প্রশ্ন আল্লাহ মানুষকে করেছেন বলেছেন(কুরআনে এমন প্রশ্ন আর আছে। আপনি কুরআনের বাংলা অনুবাদ পড়বেন)

    • @Jayeta-e6q
      @Jayeta-e6q 2 หลายเดือนก่อน

      সৃষ্টি হতে স্রষ্টার প্রয়োজন নেই এমনকি মৃত্যু হতেও কোনো স্রষ্টার প্রয়োজন নেই যা প্রয়োজন তা হলো কর্ম..কর্ম দ্বারাই সৃষ্টি কর্ম দ্বারাই মৃত্যু.. যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে এই জগৎ পাপ মুক্ত থাকতো..যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি অনেক সুন্দর পৃথিবী তৈরি করতেন..তিনি তো সব দেখেন ও জানেন তাহলে কেন পাপ মুক্ত পৃথিবী আমরা দেখছি না...আপনি আপনার সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়ে থাকেন আমরাও আমাদের বিশ্বাস নিয়ে থাকি..দয়া করে নিজের মতামত অন্যদের উপর চাপাতে আসবেন না..অতি জ্ঞানী পরিচয় দিতে গিয়ে নিজেকে মূর্খ প্রমাণ করবেন না..

  • @suzaychakmasuzay6018
    @suzaychakmasuzay6018 2 ปีที่แล้ว +2

    সাধু সাধু সাধু

  • @mamunrashid2425
    @mamunrashid2425 ปีที่แล้ว

    আপনাকে সম্মান করি বলে আপনার অনুষ্ঠানটি দেখেছি // আপনি একজন বিজ্ঞ বৌদ্ধ পন্ডিত অনুগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেন//

  • @mahimtv9411
    @mahimtv9411 5 หลายเดือนก่อน +2

    সুরা ইখলাস পড়ে আসুন

  • @msRahman-f6k
    @msRahman-f6k ปีที่แล้ว +2

    বিসমিললাহির রহমানির রাহিম।
    কোন সৃষ্টি করতা যদি না থাকে, তবে তো গৌতমবুদ্ধ কার, বা, কিসের, সাধনা,করে সিদ্ধি লাভ করলো?এটা আমার প্রশন।ধন্যবাদ

    • @ChittaranjonBarua
      @ChittaranjonBarua ปีที่แล้ว +1

      স্রস্টার গুণ সৃষ্টির মধ্যে বিদ্যমান। সৃষ্টি কে সঠিক পথে শিক্ষা ও বিচার দ্বারাই নিয়ন্ত্রিত মধ্যম মার্গে চালিত করাই মহাকারুনিক বুদ্ধের পথ।
      কারন সবকিছুর ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।

    • @মোঃআব্দুল্লাহমাহমুদ-প১হ
      @মোঃআব্দুল্লাহমাহমুদ-প১হ 11 วันที่ผ่านมา

      মানুষের ভালো অবস্থানে বা খারাপ অবস্থানে থাকা যদি কর্মের উপর নির্ভর করে তাহলে আমার প্রশ্ন হল যে সর্বপ্রথম জন্ম নিয়েছে বিকলাঙ্গ হয়ে সে বিকলঙ্গ হলো কেন তার তো আগের কোন পাপ কাজ বা ভালো কাজ কোন কাজই ছিল না, আশা করি উত্তর দিবেন, আর যারা সৃষ্টিকর্তা মানে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের সৃষ্টিকর্তা তাহলে তোমাদের সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে তার প্রশ্নের উত্তরে বলব আমরা সব জিনিসেরই শুরু ও শেষ আছে যেমন আমরা বলি বাবার উপর বাবা আছে ক্ষমতার ওপর ক্ষমতা আছে এক পর্যায়ে গিয়ে এই ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সর্বশেষ মহা ক্ষমতার অধিকারী যে সেই হলেন মহান আল্লাহতালা এজন্যই তো আল্লাহ তায়ালার এক নাম হল কধীর-জিনি মহা ক্ষমতাবান,আমাদের সৃষ্টিকর্তা এক জন, সংখ্যায় একের পূর্বে যেমন কোন সংখ্যা নেই তেমনি আমাদের সৃষ্টিকর্তার উপর কোন সৃষ্টিকর্তা নেই

    • @মোঃআব্দুল্লাহমাহমুদ-প১হ
      @মোঃআব্দুল্লাহমাহমুদ-প১হ 11 วันที่ผ่านมา

      9:43

  • @muntahagamers
    @muntahagamers 5 หลายเดือนก่อน +3

    এর কথা শুনে নিজেকে কিছুটা জ্ঞানী মনে হচ্ছে 😂😂

  • @ilaranibarua2332
    @ilaranibarua2332 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ahwh6508
    @ahwh6508 3 หลายเดือนก่อน +2

    আমাদের মানুষরা শুধু একটা নির্দিষ্ট ধর্ম অথবা একটা জাতিকে নিয়ে চিন্তা করি .কেন আমার মহাবিশ্ব সকল ধর্ম সকল জীব নিয়ে চিন্তা করতে পারিনা

  • @MorshedAlam-o6t
    @MorshedAlam-o6t ปีที่แล้ว +1

    সৃষ্টি শব্দটি শুধু মাখলুকের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু স্রষ্টার ক্ষেত্রে নয় দাদা।"স্রষ্টা ছিলেন আছেন থাকবেন"।আর মানুষ ছিলনা এখন আছে ভবিষ্যতে থাকবে না এবং মানুষ কে আবার সৃষ্টি করা হবে পরবর্তী জীবনের জন্য।

  • @Pranayghosh-pw8lo
    @Pranayghosh-pw8lo 5 หลายเดือนก่อน

    Namaskar namaskar
    fastly we want to know
    who is born and who died
    please explain
    Buddhism said Karma and karmafal are the causes of our janmantar
    so we want to know
    who I am
    who is the father and mother
    the Karmo and karmafal is the causes of our punarjanm so
    what the mechanism Karmo is the causes of our punarjanm
    what the relation between Buddha and Karma explain
    Karma is the causes of our punarjanm so Buddha is not relevant
    Karmo is the relevant
    definition of Dharma and what the result of Dharma
    secondly what the definition of Karma
    and what the result of Karma
    third what the difference between Karma and Dharma
    and what the similarities between Dharma and Karma
    lastly we want to know
    what the mechanism karmafal enter our body
    and when and what circumstances karmafal paap and Pune came in action in our future life please explain
    We want to know after death where karmafal paap and Pune Store
    l we want to know who is born and who die
    Buddhism Karmo is the causes of our future life that means Karmo born and die please explain

  • @roycarautoelectric
    @roycarautoelectric ปีที่แล้ว +3

    নাস্তিক ধর্ম।

  • @mamunrashid2425
    @mamunrashid2425 ปีที่แล้ว +2

    আমার জানতে ইচ্ছা করে তাহলে গৌতম বুদ্ধের পূজা করেন কেন///

    • @nazmulhawlader5047
      @nazmulhawlader5047 ปีที่แล้ว +1

      Same

    • @kongmarma999
      @kongmarma999 ปีที่แล้ว

      পূজনীয় ব্যক্তির পুজা করায় মঙ্গল

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      আমরা বুদ্ধের পৃজা করি নিজেদের চিত্তের লোভ দ্বেষ মোহের মত অন্ধকার যত দিক আছে তা হতে মনকে পৃর্ণ পবিত্র পথে আনার জন্য।

  • @MdRabby0177
    @MdRabby0177 3 หลายเดือนก่อน

    হিরো আলম এর ছোট ভাই ওবায়দুল কাদের 😅😅
    মিঃ জাহেগং খেগং ফম বাংলাদেশ😂😂

  • @xxxxxxxxxxxxxxxxxxz418
    @xxxxxxxxxxxxxxxxxxz418 11 หลายเดือนก่อน

    আল্লাহ পরম দয়ালু

  • @shafiqislam2751
    @shafiqislam2751 ปีที่แล้ว

    Dear Brothers
    Allah (swt) // Lord/// God was not borne & God does no give birth. He is one & eternal & unparalal . There has Resurrection in Hereafter . Life is a Test. Faith & Practice is important

  • @Diptimandewan
    @Diptimandewan ปีที่แล้ว

    দেশনাগুলো ডাউনলোড করতে পারব? শুনার জন্য শুধু

  • @susantadutta5976
    @susantadutta5976 3 หลายเดือนก่อน

    গৌতম বুদ্ধুর সৃষ্ট কোন ধর্ময় নেই।

  • @debuldeb2377
    @debuldeb2377 ปีที่แล้ว +1

    আরে ভাই,, কর্ম ফল , পূর্বের কর্মের উপর ভিত্তি করে তার ফল স্বরূপ পুনর্জন্ম তো সনাতন ও ধর্মে আছে.... 🙄

  • @SharifulIslam-ld5zr
    @SharifulIslam-ld5zr ปีที่แล้ว +2

    স্রস্টা আছে

  • @mdfirozhoshen1161
    @mdfirozhoshen1161 ปีที่แล้ว +1

    এটা পরকালের জন্য পরীক্ষা। আপনার হাত পা নেই, অন্যের হাত, পা আছে, এটা কর্মফল না ; বরং পরকালের জন্য পরীক্ষা।

    • @ambikabarua
      @ambikabarua ปีที่แล้ว

      Oni to vi sarvo janta tahole porikha koror dorkar ki.oni to sabr moner kotha janen.apnar jokti gula hasokor

  • @shafiqislam2751
    @shafiqislam2751 ปีที่แล้ว +1

    ////// Bhai why do you tell lies to peoples ???? >>>> Buddha was a Muslim . He teaches Islam only. The Monks miss interprete Buddha . Preachings was in Prac Ariyan Ind Language. They have miss translated Buddha"s katha // Fourth Great Truth that implies God// Afterlife. What is Heaven & Hell in Buddhism??? Answer ???? Don"t understand Tri loka// Mara concept// Sankara(Resurrection)
    Reply
    Reply

  • @khokonUllah
    @khokonUllah 4 หลายเดือนก่อน

    নাড়া মাথায়।
    স্রষ্টা আর সৃষ্টি আলাদা মনে হয় না।
    সব কিছুই এক মনে হয়।🤣🤣🤣🤣

  • @abukalam5044
    @abukalam5044 ปีที่แล้ว +3

    আললাহ্ এক আললাহ্ ছারা দিতীয় কোন মাবুদ নেই ) বৈদধ ধর্ম নাসতিক

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      বৌদ্ধ ধর্মের মানুষদের আপনারা নাস্তিক বলেন কারন তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়, আর আপনারা বিশ্বাসী হয়ে কি করছেন সমাজে দেশে পরিবারে এত খুনোখুনি,মারামারি ধর্ষণ অপমৃত্যু প্রতারনা এসব অপরাধ কারা করছে সৃষ্টিকর্তায় বিশ্বাসী যারা তারাই তো। এটা স্বীকার করবেন তো।

  • @MizanNaik
    @MizanNaik 3 หลายเดือนก่อน

    বৌদ্ধ মায়িত্রি হলেন নবি মোহাম্মদ সা.

  • @mdhelaluddin741
    @mdhelaluddin741 3 หลายเดือนก่อน

    বৌদ্ধ কি ধর্ম না দর্শন।

  • @abczzzdef9806
    @abczzzdef9806 22 วันที่ผ่านมา

    না

  • @Sohidulpayada
    @Sohidulpayada ปีที่แล้ว

    মুসলিমরা মসজিদে গিয়ে সেজদা কোথায় দেয়

  • @shafiqislam2751
    @shafiqislam2751 ปีที่แล้ว

    Removal of Desires means Submission to Allah STW for Islam . Concept is Same

  • @Ismail-Abdullah-1
    @Ismail-Abdullah-1 4 หลายเดือนก่อน

    আপনি কি নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছে? আপনাকেও একজন সৃষ্টি করেছেন তিনিই হলেন স্রষ্ট। স্রষ্টা ব্যতিত পৃথিবী বা মহাবিশ্ব পরিচালিত হতে পারে না।
    আপনার নিঃশ্বাস কি আপনি নিয়ন্ত্রণ করতে পারছে,ভাই? স্রষ্টা আছেন স্রষ্টা ব্যতিত আমরা কেও সৃষ্টি হয় নাই। আর স্রষ্টা এক অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন।
    তিনি কাও থেকে জন্মনেননি, তিনি কাওকে জন্মদেন নি।
    তিনি বলে হও তা হয়ে যায়।
    তিনি মহাশক্তিশালী।

    • @Jayeta-e6q
      @Jayeta-e6q 2 หลายเดือนก่อน

      স্রষ্টা যদি সবই দেখেন তাহলে তিনি এতো অন্যায় অবিচার থামাচ্ছেন না কেন? কেন তিনি তার ক্ষমতাবলে সুন্দর পৃথিবী সুশীল মানুষ করছেন না সবাইকে তাহলে তো কোনো পাপই হতো না আমরা সবাই সুন্দর পৃথিবী তে থাকতাম..সৃষ্টি হতে স্রষ্টার প্রয়োজন নেই...আপনি আপনার সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়ে থাকেন আমরাও আমাদের বিশ্বাস নিয়ে থাকি..দয়া করে নিজের মতামত অন্যদের উপর চাপাতে আসবেন না..অতি জ্ঞানী পরিচয় দিতে গিয়ে নিজেকে মূর্খ প্রমাণ করবেন না..

  • @rokibulhaque4766
    @rokibulhaque4766 4 หลายเดือนก่อน

    With due respect... Gautam Buddha shomporko apnar dharona khub e kom

  • @evamoni5834
    @evamoni5834 7 หลายเดือนก่อน

    Ata abr kmn kotha..sristy korta ase bissase noi kormofole bissase..tahule ai j manuse mnuse k hotta kore..onnai kore..er bicer k korve??😒😒

  • @nishanjonanisho8324
    @nishanjonanisho8324 2 ปีที่แล้ว

    Sadhu sadhu sadhu

  • @sheikhmamaun
    @sheikhmamaun 7 หลายเดือนก่อน

    এই কর্ম ফল নিয়ন্ত্রন করে কে 😂

  • @mohammadabubakarsiddique4471
    @mohammadabubakarsiddique4471 ปีที่แล้ว +3

    আপনার কথা গুলোর কোন আগা মাথা কিছুই খুজে পেলাম না
    কেউ যদি সৃষ্টিই না করে থাকে, তাহলে কর্মফল আসল কোথা থেকে ।

    • @sorboghajanta8172
      @sorboghajanta8172 ปีที่แล้ว +1

      কেন সৃ্ষ্টি হয় তা যেনে? চালিত হওয়াই বুদ্ধের পথ।
      কেউ সৃ্ষ্টি করলে? তারও সৃ্ষ্টি কর্তা থাকবে।
      যুক্তিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না

    • @nazmulhawlader5047
      @nazmulhawlader5047 ปีที่แล้ว +1

      ​@@sorboghajanta8172 মূর্খের বাচ্চা

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      আপনারা ভাই নিজেদের সৃষ্টি কর্তার শ্রেষ্ট জীব হিসেবে ভাবতে খুব গর্ববোধ করেন আবার আপনাদের জীবনে কোন ভুলত্রুটি হলে সৃষ্টিকর্তার উপর দোষ চাপাতে পিছপা হন না।আমাদের ধর্মে নিজেদের কর্মফল নিজেদেরি ভোগ করতে হবে অন্য কেউ এর জন্য দায়ী নয়।আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের পার্থক্য কোথায় দেখেছেন ভাই।

    • @Najiathossain
      @Najiathossain 9 หลายเดือนก่อน

      ​@@sorboghajanta8172prithibite ja kicu amra dekhi egula to manuser hater sristi ,manus na toiri kolre ki egula nije theke hoito? tahole sristikorta na thakle manus ,fosu pakhi ,cad,surjo,groho ,nokkhotro ,nodi sagor aro onek kicu ei sob nije nije kemne hoice?sristikorta ekjon ,r apni jodi tar srosta ke kujte jan ,doren khuje pelen pore bolben er srosta ke ?evabe khujte khujte apnar jibon ses hoye jabe khuja ses hobe na ,

    • @Rupesh-yj1ye
      @Rupesh-yj1ye 5 หลายเดือนก่อน

      ওনিতো সৃষ্টিকর্তা নাই এইটা বলে নাই, ওনি বুঝাতে চেয়েছেন, কোন আল্লাহ কিংবা ইশ্বর সৃষ্টিকর্তা নয়। যার যার কর্মফল তার তার সৃষ্টিকর্তা, পাপ-পূন্য মিলে বার বার জম্ম দিয়ে দেহ সৃষ্টি করছে। এইসব বুঝতে হলে জ্ঞান লাগবে। মনের উগ্রতা দূর করতে হবে।

  • @সুখেরস্মৃতি
    @সুখেরস্মৃতি 2 หลายเดือนก่อน

    মূর্তি কেনো পুজা কর কেন।

  • @bobychwdory7253
    @bobychwdory7253 3 หลายเดือนก่อน

    এ কি বলে হাহাহাহাহাহাহা😂😂😂

  • @harmoniumteach
    @harmoniumteach ปีที่แล้ว

    আমি ভাগ্যবান যে আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি।

    • @xxxxxxxxxxxxxxxxxxz418
      @xxxxxxxxxxxxxxxxxxz418 11 หลายเดือนก่อน +1

      আল্লাহ প্রতি ইমান আনো তারপর তুমি ভগ্যবান হবে

    • @harmoniumteach
      @harmoniumteach 9 หลายเดือนก่อน

      আল্লাহ নামের কল্পিত বস্ত্তুকে সনাতনীরা বিশ্বাস করে না

  • @md.hasiburrahman848
    @md.hasiburrahman848 ปีที่แล้ว

    সৃষ্টি কর্তা না থাকলে পূর্নজন্ম কে করান ? পূর্নজন্মের পর কে নির্বাণ দিবেন ?

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      বুদ্ধ মতে মানুষ সহ প্রত্যেকটি প্রানীর জন্ম হয় তৃষ্ঞার কারনে, যত দিন এই তৃষ্ঞার মৃত্যু হবে না ততদিন প্রানীগণকে জন্ম নিতে হবে।শুধুমাত্র তৃষ্ঞার মৃত্যুতেই নির্বান গ্রাগ্তি ঘটে,যা দেরকে আমরা অরহ্ত নামে জানি।

  • @SHEIKHFAYSAL-e3o
    @SHEIKHFAYSAL-e3o 3 หลายเดือนก่อน

    পাগল

  • @MonaiChak
    @MonaiChak ปีที่แล้ว

    Bhuddho dhormer kirokom kapor pora baron

  • @dipendey5633
    @dipendey5633 ปีที่แล้ว

    সনাতন ধর্মেও তো কর্মফলের কথা বলে। আপনি কথাটা স্বীকার করলেন না কেন???

    • @ashrugupta1575
      @ashrugupta1575 ปีที่แล้ว

      দাদা মিলে যাবে তাই করে নাই

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว

      অমরা বৌদ্ধরা কর্মফলকে বিশ্বাস করি বলেই আমাদের জীবনের প্রতিটি ভালো বা খারাপ কর্মের দায়িত্ব আমরা নিজেরাই স্বীকার করি ভগবানের উপর দোষ দিই না কারন তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন যদি তা গ্রহণ করি ভালো ফল পাবো না হলে খারাপ ফল।

    • @NahianRadi-du5ts
      @NahianRadi-du5ts 5 หลายเดือนก่อน +1

      প্রতিটি ধর্মেই কর্মফল অনূযায়ী শাস্তি ভোগ করার কথা রয়েছে।

  • @bappask3827
    @bappask3827 ปีที่แล้ว

    Issor ache

  • @sujanchowdhury349
    @sujanchowdhury349 ปีที่แล้ว +1

    আপনি এগুলো বাদ দেন, সৃষ্টি কর্তা আছেন, আপনার সীমিত জ্ঞান নিয়ে এসব প্রশ্নত্তোর পর্ব বাদ দেন, বিতর্ক জরায়েন না, ধ্যান সাধনা করেন।

    • @joyosreebarua5642
      @joyosreebarua5642 ปีที่แล้ว +1

      পূজনীয় ভান্তে কে আপনাদের জাতি ভাই যে প্রশ্ন করেছেন ভান্তে শুধু সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন, এতে তো বিরক্ত হওয়ার কিছু নেই।

    • @Rupesh-yj1ye
      @Rupesh-yj1ye 5 หลายเดือนก่อน

      উগ্র-মূর্খ মানুষের কাছে এইসব ব্যবহার আশা করা যায়। মূর্খ লোক সব সময় হেরে যাওয়ার ভয়ে উগ্র আচরন সৃষ্টি করে

  • @MdShohel-qs8ge
    @MdShohel-qs8ge ปีที่แล้ว

    pagol aki bala

  • @mdsishirislam2959
    @mdsishirislam2959 ปีที่แล้ว

    🐸

  • @mafujmiha-mt2rc
    @mafujmiha-mt2rc 10 หลายเดือนก่อน

    Allah