🙏 caব্রিও টপের মধ্যে দু ধরনের ছত্রাক নাশক আছে সিস্টেমিক এবং কন্টাক্ট তাই এখানে এর সাথে এম ৪৫ মেশানোর দরকার নেই। আর এটি ছত্রাকনাশক এর মধ্যে কোন ভিটামিন নেই। তবে হ্যাঁ এর মধ্যে ফাইটোটনিক একশন আছে যে কারণে পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বাড়িয়ে দেয় গাছের পাতা সবুজ হয় এই আমাদের মনে হয় এর মধ্যে ভিটামিন আছে।
🙏 পটলে যখন রোগ দেখা যাবে সেই অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারেন। স্প্রে করবেন সকালে অথবা বিকেলের দিকে এবং এর ডোজ হবে ১৫ লিটারে ৩০ থেকে ৩৫ গ্রাম। গাছে ফুল জালে থাকলে ব্যবহার না করাই ঠিক। তবে একান্ত যদি প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র সন্ধ্যের দিকে স্প্রে করুন।
খুব সুন্দর হয়েছে ভিডিও টি
🙏 অনেক ধন্যবাদ
Thank you dada
🙏
কুল গাছের ফুলের মধ্যে ব্যবহার করা যাবে
এইটা কি ইনডোফিল ৪৫ এর সাথে দেওয়া যাবে এইটা কি ভিটামিন এর কাজও করবে
🙏 caব্রিও টপের মধ্যে দু ধরনের ছত্রাক নাশক আছে সিস্টেমিক এবং কন্টাক্ট তাই এখানে এর সাথে এম ৪৫ মেশানোর দরকার নেই। আর এটি ছত্রাকনাশক এর মধ্যে কোন ভিটামিন নেই। তবে হ্যাঁ এর মধ্যে ফাইটোটনিক একশন আছে যে কারণে পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বাড়িয়ে দেয় গাছের পাতা সবুজ হয় এই আমাদের মনে হয় এর মধ্যে ভিটামিন আছে।
ফুলকপি চারা রোপণের কত দিন পরে এটি ব্যবহার করা যাই
🙏 ২০ থেকে ২৫ দিন পরে ব্যবহার করা যাবে।
বাধা কপিতে ব্যবহার করতে পারবো কিনা
🙏 হ্যাঁ ব্যবহার করা যাবে।
পটলে কখন কি ভাবে, কত মাত্রায় স্প্রে করবো ?
ফুল জলি থাকলে দেওয়া যাবে কি ?
🙏 পটলে যখন রোগ দেখা যাবে সেই অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারেন। স্প্রে করবেন সকালে অথবা বিকেলের দিকে এবং এর ডোজ হবে ১৫ লিটারে ৩০ থেকে ৩৫ গ্রাম। গাছে ফুল জালে থাকলে ব্যবহার না করাই ঠিক। তবে একান্ত যদি প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র সন্ধ্যের দিকে স্প্রে করুন।