এসাইলাম ইন্টারভিউতে কিভাবে নিজের আবেগ উপস্থাপন করা যায়? ইমোশনাল হওয়ার ভালো-খারাপ দিক!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2023
  • How could I demonstrate my emotions in an Asylum interview?
    এসাইলাম ইন্টারভিউতে আপনার ইমোশনকে কিভাবে পরিচালিত করতে পারেন? সফল কিছু মানুষের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের উদ্দেশ্যে।
    ফেইসবুক পেইজ লিংক:
    / real.sarowarhossain
    আপনার কোন মন্তব্য থাকলে কিংবা যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন। অন্যদের জানাতে শেয়ার করুন। আর পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি Subscribe করুন। দয়াকরে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ৷ প্রয়োজন পড়লে বার বার দেখুন ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা ৷
    Disclaimer: আমি আপনার আইন উপদেষ্টা না ৷ এই চ্যানেলের সবকিছুই বিনোদন, তথ্য এবং শিক্ষাগত উদ্দেশ্যে ৷ তবে যদি কারও আইনজীবির প্রয়োজন পরে সেক্ষেত্রে আমার পরিচিত আইনজীবির মাধ্যমে আমি আপনাকে সহায়তা করতে পারি ৷ ধন্যবাদ।
    #সারোয়ারহোসাইন
    #SarowarHossain

ความคิดเห็น • 138

  • @Noy587
    @Noy587  +13

    এক সপ্তাহ হলো কেইস পাইছি কমিশন থেকে। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি ভাই। প্র‍্যাক্টিস করানো বা হেল্প করার মতো আপন মানুষ পাইনি ভাই কাউকে এই শহরে। আপনার ভিডিওতে আয়নার সামনে নিজে নিজে প্র‍্যাক্টিস করার যে ট্যাকনিকটা শিখিয়েছিলেন সেটা অনেক কাজে দিয়েছে। আপনার জন্য অনেক আশীর্বাদ ও শুভকামনা 🥰

  • @eiahiakhaled
    @eiahiakhaled 14 วันที่ผ่านมา +2

    ১০ দিন আগে কমিশন থেকে কেস পেয়েছি, সম্পুর্ন জার্নিতে আমি আপনার প্রত্যেকটা ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখেছি, নোট করেছি ক্যাপশন সহ, বারবার পড়েছি। আয়নায় প্রস্তুতি সেরেছি, যাত্রাপথে উত্তর আউড়েছি।

  • @shakil.2702

    6 মাস হলো ফ্রাঞ্চে আসছি।এখনও ডাবলিন চলতেছে।সবাই দোয়া করবেন।🥲

  • @OnnoManushFoysal

    দুইদিন আগে অফরা ফেইস করেছি, দেশে থাকতেও আপনার ভিডিও দেখতাম। কান্নার ব্যাপার দেখে কমেন্ট করতে ইচ্ছা হলো; যখন উনারা মা-বাবার কথা বলছিলেন, এমনিতেই কান্না চলে এসেছিলো। কান্না না থামা পর্যন্ত উনারা কথাও বলেন নি। আমি রেজাল্ট পাবো না জানি, তবে একটা মানুষের কান্না যে উনারা ফিল করতে পারেন, এটা আমি নিজে দেখেছি। মানে কান্নার সময়, আমার শান্ত হওয়ার সময়টুকু উনারা একটা শব্দও বলেন নি।

  • @tipuchandrodab6889

    আসসালামু আলাইকুম ভাই আমি একজন হিন্দু মানুষ আমার দোকান ছিল বিকাশের দোকান আমার দোকানে চুরি হয়েছে আমি জিডি করার জন্য গিয়েছিলাম হুমকির কারণে আমি জিডি করি নাই আবার নতুন করে আক্রমণ করছে আমার শরীরে আঘাত আছে চাকু দিয়া গায় দিছে পরে আমাকে অনেক ভয় ভীতি দেখাইছে পরে আমি আর জিডি করি নাই ভয়ে আমি বর্তমানে ইতালিতে আছি আমি কি করতে পারি

  • @DreamsToReal

    বরাবরের মতো ভাইয়ের বাচনভঙ্গি সবার থেকেই সেরা।শুভ কামনা ভাই।❤

  • @swapondas3501

    বাংলাদেশে সন্ত্রাসীদের আঘাতে অনেক ভাই-বোন আছেন প্রতিবন্ধী হয়ে ফ্রান্সে। তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনের গুরুপূর্ন্য কি কি হতে পারে তার একটি ভিডিও বার্তা করলে ভালো হবে । ❤

  • @user-qd6pm5kr3s

    ভাইয়া প্লিজ ইউরোপের কোন একটা দে-শে আমাকে আনার ব্যাবস্থা করুন প্লিজ। আমি অনেক কষ্টে আছি ইউরোপের কোন একটা দে-শে যেতে চাই ভাই খুব সিরিয়াসলি নেন ভাই উপক্রিত করতে পারবেন

  • @user-qv7ib1qr8e

    ভাই কেউ যদি ফ্রান্সের সিটিজেনকে বিয়ে করে তাহলে সে কত বছরে ফ্রান্সের সিটিজেন হবে 🤔 ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন প্লিজ 🙂

  • @user-hv7qr6fl6n

    17 তারিখ আমি ফেইস করেছি অপেরা। দোয়া করবেন আমার জন্য।

  • @sttushar5844

    এমন ভিডিও আর কেউ বানায় না সব সত্যি কথা তুলে ধরেন একমাত্র আপনি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤।

  • @NituBarua-bf4ey

    আরে ভাই আপনার কথায় এত যুক্তি, এত মধু আমি নিজেও হাসতেছি আবার মনও অনেক খারাপ হয়ে গেছে কি আর বলব?

  • @sopondeb

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nazzia9581

    আমরা আপনার সব গুলা ভিডিও দেকি খুব উপকারী ভিডিও

  • @stylezonegarmentsandbaghou8956

    ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম।

  • @aradhyabarua6169
    @aradhyabarua6169 21 วันที่ผ่านมา +1

    ধন্যবাদ ভাই ❤️❤️❤️

  • @KamrulIslam-so8mv

    ভাই আপনার জন্য দোয়া করি। আল্লাহ জেন আপনাকে সবসময় ভালো রাখে 😊😊

  • @zamilhossain5323

    অসাধারণ উপস্থাপন। জাজাকাল্লাহ খাইরান

  • @biplobbiswas8289

    ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ , এরকম প্রয়োজনীয় তথ্য ভিডিওর মাধ্যমে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য।

  • @mdshupto3491

    You are very helpful may allh bless you❤❤