আমার বয়স ২২ বছর , আমার অনেক এলিট বন্ধু রবীন্দ্র সঙ্গীত কে সেকেলে, বয়স্কদের গান ভাবে,.. আমার মনে হয় বুকের মাঝে যখন সত্যিকারের না বলা ব্যাথা অনুভব করবে, সেদিন তারা নিজেরাই ফিরে আসবে রবি ঠাকুরের পাঠশালায় কোন এক গভীর রাতে অন্তরের সমস্ত ব্যথা বেদনা কে নোনা জলে ভাসিয়ে দিতে। ................অপেক্ষা রইল সেই রাতের।
Maturity r obhb..Jdin ora tomar moto boro hoye jbe and ei prithibike bujbe r njk bujbe sedin bodhoi tumi obak hobe oder rabindrasangeet collection dekhe🙂.Rabi thakur omor hoye gachen❤️
জীবনে এমন কেউ নেই যাকে এই গানের কথা গুলো উৎসর্গ করবো। কিন্তু কেন যানি এক আজানা ব্যাথা অনুভব হয় রবী ঠাকুরের গানে। আমার বয়স ১৮, যখন আমার বয়স ৪ বা ৫ বছর তখন থেকে রবী ঠাকুরের গানের সাথে আমার পরিচয় আমার মার হাত ধরে। আগে তেমন ভালো লাগতো না তার গান । কিন্তু যত দিন যাচ্ছে তত যেন রবীন্দ্রসঙ্গীতের নেশার তৈরি হচ্ছে।এই প্রেমের ঘোর যেন সারা জিবন থাকে এই প্রার্থনা করি।❤❤
তুমি রবি ঠাকুরের গান ভালোবাসো, আর সেই ভালবাসা এসেছে মায়ের হাত ধরে, তাহলে তোমার বাংলা বানান এত খারাপ হওয়া তো উচিত ছিল না। মায়ের কাছে বাংলা পড়ো একটু। রবি ঠাকুরের গানগুলোও পড়ো। তাহলে বানান ঠিক হয়ে যাবে। দেখো তোমার ভালো লাগবে।
অসাধারণ বললেন। একই উপলব্ধি আমারও। ওনার প্রেমপর্যায়ের গানগুলো মনেহয় বেদান্ত ভাবনার স্বরূপ। সবই সেই সর্বশক্তিমানের উদ্দেশ্যে রচিত। বেদান্তের মূল ভাব ওনার সব গানেই পাই। ভুল ঠিক জানিনা।
you all probably dont give a shit but does anybody know of a way to log back into an instagram account?? I was dumb lost my login password. I love any help you can give me!
ধন্যবাদ সকল গায়ক গায়িকাদের যাঁরা রবীন্দ্রসংগীত রবীন্দ্রনাথের সুরেই গেয়ে চলেছে।। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলা শ্রেয়। কিন্তু কিছু সৃষ্টি কে তাকে তার আসল রূপেই রাখা সঠিক বলেই আমি মনে করি। রবীন্দ্রনাথের সুরেই রবীন্দ্রসংগীত শ্রেয়। যারা সেই সুর কে কাটা ছেড়া করে আধুনিকতার ছোঁয়া দেবার চেষ্টা করছে তারা সত্যিই অমূল্য সৃষ্টি গুলিকে বিকৃত ছাড়া আর কিছুই করছে না।
একটা সময় মনে হতো 100 বছর এ আগের গান কি করে কারো ভালো লাগে ?আজ মনে হয় ১০০ বছর আগে যে গান উনি গেয়েছেন তা এখনো কি করে আমাদের জীবনের সাথে হুবহু মিলে যায় ☺️☺️
এই অ্যালবামটি একটি স্বর্গ, একে আবিষ্কারের পর থেকে আর বেরুতে পারিনি .... এত মায়া, এত ভালবাসা, এত প্রেম ........ জানি না ভুবনে আছে কিনা আর কোথাও! শিল্পীদের কূর্নিশ, রবীন্দ্রনাথে না জন্মেও কি অপূর্ব ধারণ করেছেন তাকে!
মনের কষ্ট গুলো জমে যখন পাহাড় সৃষ্টি হয় তখন এই রবীন্দ্র সঙ্গীত শুনে অদ্ভুত একটা শান্তি পায় ।।। আমারা যত বড়ো হতে থাকি গান গুলোর প্রতিটা লাইন এর মানে গুলো আমাদের কাছে ততোটা স্পষ্ট হতে থাকে।। অন্তর থেকে অনুভব করি।।হৃদয় ছুয়ে যায়।।।😌🍁❤
পুব আকাশ যখন রক্তিম আভায় ঢেকে যায় , তখন নিজেকে একটু আপন করে পেতে গুরুদেবের গান আমার একমাত্র অবলম্বন যা আমাকে এই সুন্দর পৃথিবীতে বাঁচার রসদ যোগায় । তোমরা আমার প্রেরণা , তোমরা আমার প্রাণের পরশ । তোমরা ঈশ্বর প্রেরিত দূত , তোমরা মানুষের সাথে ঈশ্বরের যোগসূত্রের কাজটাই করো সংগীতের মাধ্যমে ।
আমার 20 বছর বয়স..গান শিখেছি অনেক...তার মধ্যে রবীন্দ্রনাথ কে যেন রক্তের সাথে মিশিয়ে ফেলেছি...রবীন্দ্রনাথ সত্যিই যা রেখে গেছে তাই যথেষ্ট খারাপ ভালো সব অনুভব করতে
রবির আলো মনের হাজার অন্ধ অলিগলি বেয়ে অন্তরের গভীরে পৌঁছাতে থাকে। আমরা তার কথাগুলোর মধ্যে নিজেরে মিলিয়ে নিই । দিন দিন একটু একটু করে আরো দূরত্ব কমে অনুভুতির মাইলফলক থেকে । অশান্ত এই সময়ে শান্তি খুঁজতে ভাবনা লুকাই, হৃদয় উজাড় করে দিই - রবির গানের মাদকে।
রবি ঠাকুর কি অপরূপ তোমার সৃষ্টি। মানুষের এমন কোনও অনুভূতি নেই যা তোমার লেখায় প্রকাশ পায় নি। ভাবতে অবাক লাগে যে একজন মানুষের ভাবনার কত গভীরতা থাকলে তার হাত দিয়ে এ রকম লেখা বাহির হয়।
living in Bengal it has been a great pleasure for every Bengali and non-Bengali people to listen and understand the world-class music and art @ culture as a whole subject. love you svf music providing such beautiful content and keep growing, best wishes.
আমার বয়স 42 বছর , আমার অনেক এলিট বন্ধু রবীন্দ্র সঙ্গীত কে সেকেলে, বয়স্কদের গান ভাবে,.. আমার মনে হয় বুকের মাঝে যখন সত্যিকারের না বলা ব্যাথা অনুভব করবে, সেদিন তারা নিজেরাই ফিরে আসবে রবি ঠাকুরের পাঠশালায় কোন এক গভীর রাতে অন্তরের সমস্ত ব্যথা বেদনা কে নোনা জলে ভাসিয়ে দিতে। ................অপেক্ষা রইল সেই রাতের।
ছোটবেলায় গুরুদেবের হয় শুনে ভাবতাম কি একঘেঁয়ে প্যানপ্যানানি গান রে বাবা! আজ বুঝি কত ভুল ছিলাম। যত বয়স বাড়ছে, যত জীবনে নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছি তত বুঝছি রবি ঠাকুরের গানের প্রত্যেকটা শব্দের গভীরতা! বেঁচে থাকুক রবীন্দ্রনাথ, আমাদের রক্তে বয়ে চলুক রবীন্দ্রসঙ্গীতের সুর।
Being a student of Banichakra Kolkata I strongly believe in the traditional style of Rabindra Sangeet bt the unique music arrangement out of the box has really kept me speechless. Amazing presentation! 👌👌👌
রাত দুটোর সময় যখন চোখে ঘুম আসে না, ঠিক সেই সময় এই রবীন্দ্রসঙ্গীতের বিকল্প কোনোদিন কিছু হতে পারবে না। রবীন্দ্রসঙ্গীতকে যদি উপলব্ধি করতে হয়, তবে বিনিদ্র রজনীর এই শান্ত পরিবেশটাই দরকার। । বাংলা ভাষা উপলব্ধি করতে পারাটাও ভগবানের এক অনন্য উপহার। । 18/03/2024....2.14 am
আজ❤️ ০৪/১০/২০২১ পশ্চিমবঙ্গের বারাসাত এ থাকি_!! রাত ১.০০ ত বাজে ! বাইরে বৃষ্টি আর মেঘের ডাক সমেত ঝোড়ো হাওয়া... কারেন্ট নেই❤️❤️❤️❤️❤️ জীবন টা যেনো এই ছোট্ট ঘরের চার দেওয়ালে আবদ্ধ হয়ে গেলো❤️
নিভু নিভু আলো,কানে হেডফোন,একের পর এক রবি ঠাকুরের গান মন্ত্রমুগ্ধের মতো ছুঁয়ে যায়, আরেক আশ্রয়,'একলা চলো রে'-তে এগিয়ে যাওয়া, উন্মুক্ত আকাশ, উজার করা শব্দ বয়ে যাচ্ছে.... সব কিছু ম্লান হয়ে বর্ষিত হয় এক শান্তির বাণী।।
Ranbibdra Sangeet is not just a plethora of unparalleled delicacy, it's an inseparable thread that connects our soul and Awaken us to a heavenly glory ❤
রবীন্দ্র সংগীত জিনিস টাই আলাদা, বুঝতে না পারলে ভালো নাও লাগতে পারে। কিন্তু জীবন যখন তোমার মত চলবে না, সব কিছু তোমার ভাবনার বিপরীত এ যাবে। যখন বাস্তব টা তোমার কাছে আসতে আসতে স্পষ্ট হবে। তখন আর অন্য কিছু ভালো লাগবে না। তখন মনে হবে এই গান গুলো শুনি। রবি ঠাকুর কত দিন আগে বলেছেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে" । এই গান টা ২৮ বা ৩০ বছর বয়সে শুনে দেখো , তখন তো আর জীবনে এত বেশি বন্ধু থাকেনা। হয়তো যাদের কে সব থেকে বেশি কাছের ভাবতাম তারাও তত দিনে ছেরে গেছে । তখন বোঝা যায় এই গানের মানে
রাত ২ টা, ঝুম বৃষ্টি। পোড়া মোনে বারংবার আঘাতের পর ও আবার ফিরে ফিরে চাওয়া । কে জানে হায়! হবে কি সেই মহাক্ষন। ভালোবাসা ভালো থেকো। আমি একাই ভালো আছি। বেশ একলা চলছি।
রবীন্দ্র সংগীত শুনতে শুনতে কমেন্ট বক্স টা একবার খোলা চাইই❤❤❤ সমব্যথী খুঁজতে নাকি?😊 আমি তো এখনও নিজেকে কৃতজ্ঞ বোধ করি। একজন জওয়ান হয়ে প্রতিটি লাইন আমাকে অনুপ্রাণিত করে❤❤❤পরিবার, আমার দেশ❤❤❤
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গানের গভীরতা কে অনেক বেশি অনুভব করতে পারি যা আজীবন এই ভাবেই থেকে যাবে সব সময়েই জন্য এই গানটা শুনেই তো মনকে শক্ত করতে পারি # যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে 🖤🖤⏳
ঈশানের কন্ঠে "নয়ন তোমারে "সম্পূর্ণ গান টা শুনলে আরো ভালো লাগতো।আর বাকি প্রতি শিল্পী কে শ্রদ্ধা ছাড়া আর কিচ্ছু বলার নেই। রনজয় এর গান শুনলে মনে হয় হৃদয়ের শুদ্ধিকরন হল।
আমার বয়স ২২ বছর , আমার অনেক এলিট বন্ধু রবীন্দ্র সঙ্গীত কে সেকেলে, বয়স্কদের গান ভাবে,.. আমার মনে হয় বুকের মাঝে যখন সত্যিকারের না বলা ব্যাথা অনুভব করবে, সেদিন তারা নিজেরাই ফিরে আসবে রবি ঠাকুরের পাঠশালায় কোন এক গভীর রাতে অন্তরের সমস্ত ব্যথা বেদনা কে নোনা জলে ভাসিয়ে দিতে। ................অপেক্ষা রইল সেই রাতের।
রবি ঠাকুরের গান কখনো পুরোনো হয় না...
Thik kotha.
Maturity r obhb..Jdin ora tomar moto boro hoye jbe and ei prithibike bujbe r njk bujbe sedin bodhoi tumi obak hobe oder rabindrasangeet collection dekhe🙂.Rabi thakur omor hoye gachen❤️
Satti
রবীন্দ্র সঙ্গীত বুঝতে গেলে ম্যাচুরিটি সাথে শিক্ষা ও অনুভবের প্রয়োজন।
জীবনে এমন কেউ নেই যাকে এই গানের কথা গুলো উৎসর্গ করবো। কিন্তু কেন যানি এক আজানা ব্যাথা অনুভব হয় রবী ঠাকুরের গানে। আমার বয়স ১৮, যখন আমার বয়স ৪ বা ৫ বছর তখন থেকে রবী ঠাকুরের গানের সাথে আমার পরিচয় আমার মার হাত ধরে। আগে তেমন ভালো লাগতো না তার গান । কিন্তু যত দিন যাচ্ছে তত যেন রবীন্দ্রসঙ্গীতের নেশার তৈরি হচ্ছে।এই প্রেমের ঘোর যেন সারা জিবন থাকে এই প্রার্থনা করি।❤❤
ঠিক আমারও তাই একই অবস্থা
তুমি রবি ঠাকুরের গান ভালোবাসো, আর সেই ভালবাসা এসেছে মায়ের হাত ধরে, তাহলে তোমার বাংলা বানান এত খারাপ হওয়া তো উচিত ছিল না। মায়ের কাছে বাংলা পড়ো একটু। রবি ঠাকুরের গানগুলোও পড়ো। তাহলে বানান ঠিক হয়ে যাবে। দেখো তোমার ভালো লাগবে।
একটা মানুষ এক জীবনে এমন কিছু রচনা করেছেন যে, যতদিন বাংলা ভাষা ও বাঙালি থাকবে ততদিন সেগুলো থাকবে।।
🍁বয়স যত বাড়ে, রবীন্দ্রসঙ্গীত এর গভীর মানে তত স্পষ্ট হয়।আজ ঠাকুর বেচে থাকলে তাকে বুকে জড়িয়ে ধরতাম।🍁
ekdom shotti dada❤️
অসাধারণ কথা বল্লে ভাই
Sotti kotha bolechen
অসাধারণ বললেন। একই উপলব্ধি আমারও। ওনার প্রেমপর্যায়ের গানগুলো মনেহয় বেদান্ত ভাবনার স্বরূপ। সবই সেই সর্বশক্তিমানের উদ্দেশ্যে রচিত। বেদান্তের মূল ভাব ওনার সব গানেই পাই। ভুল ঠিক জানিনা।
you all probably dont give a shit but does anybody know of a way to log back into an instagram account??
I was dumb lost my login password. I love any help you can give me!
যতই আমরা বেস্ট বেস্ট হিন্দি , ইংলিশ গান শুনি না কেনো । আমাদের এই বাংলা গানের মধ্যে আলাদাই একটা feelings সঞ্চিত আছে ।
ওরে না 😌🤞🔥💫💞
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeee😜yss৫sdsssssyyttddddudddrdddd😜y😜ydididdddddtuduu৫ytdttdtddttd5ytdttdddddddddtdyddtddddddddudddtydddddddtdddyddydddrrrkrrddddddddyddduf7uuff77ud৫yuddfytfutfuufudfuuuuyufyduttfuiruffutduuuf76uuyuuftffuuuufffffffddtuuydddtdtudddydydududddddddufdddddddudddudddddf7😍uuuuttut৬৬6udddddud66t6yyyuuuud6tyuudd6d6uddddtdddddddddddy৫ddudddddd৫tdddddttddddddydujd৫dddddddddddddddddddduttdddddddddddfukfdfjuffffffffffddffkddudxxduidddykkmkxzxdiixxxxxxxxxxxxxyxxxxz6xxxyxxxxyxyxx6xyxumnxyxxxyyxxxxyxynux
@@ipsitapaul1616mathay British bhut chepe6e naki?
@@ipsitapaul1616
আমরা যতো mature হই ,,, রবীন্দ্র সঙ্গীত এর প্রত্যেক টি line যেন মনে গেঁথে যায়
মাঝ রাতে কানে earphone আর রবি ঠাকুরের গান...পুরো স্বর্গ
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
Yes
Ekdom!👍
Rabindranath ke Rabindranath er moto na bujhle,, Rabindranath ke Cena jabena
আজ ২৫শে বৈশাখ।বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। দারুন অনুভূতি।❤️❤️❤️
Really good
Same to you.
ধন্যবাদ সকল গায়ক গায়িকাদের যাঁরা রবীন্দ্রসংগীত রবীন্দ্রনাথের সুরেই গেয়ে চলেছে।।
আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলা শ্রেয়। কিন্তু কিছু সৃষ্টি কে তাকে তার আসল রূপেই রাখা সঠিক বলেই আমি মনে করি।
রবীন্দ্রনাথের সুরেই রবীন্দ্রসংগীত শ্রেয়।
যারা সেই সুর কে কাটা ছেড়া করে আধুনিকতার ছোঁয়া দেবার চেষ্টা করছে তারা সত্যিই অমূল্য সৃষ্টি গুলিকে বিকৃত ছাড়া আর কিছুই করছে না।
মাঝরাত্রি, হেডফোন, রবি ঠাকুরের গান,ঝড়ো হাওয়া বা বৃষ্টি । ❤❤❤
সত্যি!!!!
সত্যি অসাধারণ ❤️❤️
Abey oe brishti kothy ho66e...
Edike ektu pathiye de bhai r para ja66e na...
@@draw_with_arghadeep haha bhai toder oidike gele ektu bole dis to edik hoye jete
@@meowpiku8673 az#z2
একটা সময় মনে হতো 100 বছর এ আগের গান কি করে কারো ভালো লাগে ?আজ মনে হয় ১০০ বছর আগে যে গান উনি গেয়েছেন তা এখনো কি করে আমাদের জীবনের সাথে হুবহু মিলে যায় ☺️☺️
❤️❤️
You're write
Right
Mmmmllml
Sbitai Reallyity... Niya gan.. Robi thakurer lekha..
এই অ্যালবামটি একটি স্বর্গ, একে আবিষ্কারের পর থেকে আর বেরুতে পারিনি .... এত মায়া, এত ভালবাসা, এত প্রেম ........ জানি না ভুবনে আছে কিনা আর কোথাও! শিল্পীদের কূর্নিশ, রবীন্দ্রনাথে না জন্মেও কি অপূর্ব ধারণ করেছেন তাকে!
অন্ধকার ঘর🕯️ হালকা ঝড়ো হাওয়া... 😌🍂🍃 হেডফোন 🎧 আর রবি -র গান... 🌼🌼🍁কি দারুণ অনুভূতি.. ❤️🌼🌼🌼🍀
অসাধারণ অনুভূতি,,বলে বোঝানো যাবে না
নস্টালজিয়া × ভালোবাসা = রবীন্দ্র সংগীত ❤
যতই বয়স বাড়ছে, রবীন্দ্র সংগীতের প্রতি টানটাও বাড়ছে, এইসমস্ত গানগুলো শ্বাশ্বত 🤍
বুকের ভেতর সুপ্ত আগ্নেয়গিরি র মত থাকা কষ্ট গুলো হঠাৎ জীবন্ত হয়ে **চোখের জল হয়ে গড়িয়ে পড়ছে 😢
প্রণাম কবিগুরু
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম তাই এত কিছু ভালো গান শুনতে পেলাম।
Im 27 now so day by day I'm getting addicted to rabindra Sangeet. Its like wine more aging The more it gets beautiful
Rabindra Sangeet শোনার জন্য অনুভূতি থাকাটা প্রয়োজন।।🥀🎧 তবেই সে রবীন্দ্রসঙ্গীত এর মর্ম বুঝবে।। ❤️🌻
রবিবার সকাল, লাল চা, balcony তে পাখিদের প্রভাত বার্তা, হালকা মৃদু রোদ হাওয়া আর রবি ঠাকুর এর গান, একটা cinematic feel। 😌 Life is peaceful।
রবিবার এর সকাল ,পাখিদের কথোপকথন ,ব্লুটুথ স্পিকার এ রবি ঠাকুর এর গান ,😇😊😌🤗😍হোস্টেল জীবন টা আজ যেনো বেশি মধুর মনে হচ্ছে...
Kintu aaj kal sei anubhuti anubhab korte hole north Bengal e jete hobe, kolkatay sei anubhuti asomvob
মধ্যরাত্রি, মেঘলা আকাশ, বাইরে মিষ্টি ঝোড়ো হাওয়া, নিশ্চুপ প্রকৃতি, কানে হেডফোন সাথে রবি ঠাকুরের এইসব মন প্রাণ জুড়ানো গান ❤️ উফফ্ স্বর্গানুভূতি । 🤩🥰
ar songe samanno neshar ghor.... :)
Sotti tei
ভোরের আকাশ,ভেজা ভেজা হাওয়ায় সোঁদা মাটির গন্ধ,তরতাজা সকালে রবীঠাকুর সাথে কফির ছোঁয়া।।😍😘
❤
Coffee na cha ☕☕
@@pinkidattanandi4377 ,amar toh dutoi fav,sathe Tagore vive thakley holo..actually ekdum 1st morning arround 4am,coffee tai jome othe..pore obossoi cha..🥰
মনের কষ্ট গুলো জমে যখন পাহাড় সৃষ্টি হয় তখন এই রবীন্দ্র সঙ্গীত শুনে অদ্ভুত একটা শান্তি পায় ।।। আমারা যত বড়ো হতে থাকি গান গুলোর প্রতিটা লাইন এর মানে গুলো আমাদের কাছে ততোটা স্পষ্ট হতে থাকে।। অন্তর থেকে অনুভব করি।।হৃদয় ছুয়ে যায়।।।😌🍁❤
একদম ঠিক বলেছেন!!
কখনো পাওয়া হবে না..!!😅
তারপর ও তার প্রতি এতো কেনো মায়া..!!❤️🩹
Rabindranath Tagore was way ahead of his time. His lyrics are evergreen and his songs are more modern than today's song.
True✨:)
Yes ✨:)
He is beyond of time-bound, he is etarnal
পুব আকাশ যখন রক্তিম আভায় ঢেকে যায় , তখন নিজেকে একটু আপন করে পেতে গুরুদেবের গান আমার একমাত্র অবলম্বন যা আমাকে এই সুন্দর পৃথিবীতে বাঁচার রসদ যোগায় । তোমরা আমার প্রেরণা , তোমরা আমার প্রাণের পরশ । তোমরা ঈশ্বর প্রেরিত দূত , তোমরা মানুষের সাথে ঈশ্বরের যোগসূত্রের কাজটাই করো সংগীতের মাধ্যমে ।
আমার 20 বছর বয়স..গান শিখেছি অনেক...তার মধ্যে রবীন্দ্রনাথ কে যেন রক্তের সাথে মিশিয়ে ফেলেছি...রবীন্দ্রনাথ সত্যিই যা রেখে গেছে তাই যথেষ্ট খারাপ ভালো সব অনুভব করতে
এখানে প্রতিটা শব্দ কানের মধ্যে ঢুকে মাথাতে গিয়ে বিস্ফোরণ করে। সেই বিস্ফোরণ এর প্রতিটা কণায় লেখা রবি ঠাকুরের নাম। ❤️
Asadharon likhe6en👍👍👍
@@sankarimondal4694 0
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
Kmmo
@@sankarimondal4694 o
সকল প্রকার ইমোশন( মন খারাপ,ভালো লাগা ইত্যাদি) এর সাথে কেবল রবীন্দ্র সঙ্গীতই যায়,মাঝ রাত্রিরে যা বেশিই অনুভব করা যায়।
ট্রেনের জানলার ধারে সিট পরন্ত বিকালে কানে হেডফোনে রবীন্দ্র সঙ্গিত ❤️
যতবার শুনি অন্যরকম অনুভূতি এটাই রবীন্দ্রসঙ্গীতের মাহাত্ম্য
আমার প্রতিদিন কাটে রবির গানে,কবিতার হাত ধরে।রবি যেনো আমার জীবন আগে থেকে জানতো,আর দুহাত ভরে লিখে গেছে আমার জন্য।
❤❤❤
❤️
besh besh. tabey Rabi bolo, Rabee noy. (hroshwo-e kaar)
@@abhishekb2010 Check Tagore's signature.
@@subhanjansarkar Rabeendra likhle Deergho EE.. karon Rabi + Indra sandhi te Rab"ee"ndra hoy.. kintu shudhu Rabi bolle hraswa i.. karon i/ee + i/ee ==> ee in sanskri/bangla sandhi.. asha kori bojhate parlaam
রবির আলো মনের হাজার অন্ধ অলিগলি বেয়ে অন্তরের গভীরে পৌঁছাতে থাকে। আমরা তার কথাগুলোর মধ্যে নিজেরে মিলিয়ে নিই । দিন দিন একটু একটু করে আরো দূরত্ব কমে অনুভুতির মাইলফলক থেকে । অশান্ত এই সময়ে শান্তি খুঁজতে ভাবনা লুকাই, হৃদয় উজাড় করে দিই - রবির গানের মাদকে।
আমার প্রাণের ঠাকুর। কি করে যে সব অনুভূতি র গান সৃষ্টি করেছেন। মাঝে মাঝে তো কেঁদে ফেলি।
রবি ঠাকুর কি অপরূপ তোমার সৃষ্টি। মানুষের এমন কোনও অনুভূতি নেই যা তোমার লেখায় প্রকাশ পায় নি। ভাবতে অবাক লাগে যে একজন মানুষের ভাবনার কত গভীরতা থাকলে তার হাত দিয়ে এ রকম লেখা বাহির হয়।
ক্লান্ত স্রান্ত শরীর মনের অব্যর্থ মহৌষধ.......... "গুরু ঠাকুরের বাণী"......!!
একলা চলো, একলা চলার মজাই আলাদা। সবাই সবই নিজের, আবার নিজের কিছুই নেই। তাই একলাই চলো❤️❤️❤️❤️
তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন-- আঁধারা ধরণী।
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা--
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী। 🙂❤
living in Bengal it has been a great pleasure for every Bengali and non-Bengali people to listen and understand the world-class music and art @ culture as a whole subject. love you svf music providing such
beautiful content and keep growing, best wishes.
আহঃ রবি কি যে মায়ায় জ্বরিয়েছ তুমি মোরে 😍😍
আমার বয়স 42 বছর , আমার অনেক এলিট বন্ধু রবীন্দ্র সঙ্গীত কে সেকেলে, বয়স্কদের গান ভাবে,.. আমার মনে হয় বুকের মাঝে যখন সত্যিকারের না বলা ব্যাথা অনুভব করবে, সেদিন তারা নিজেরাই ফিরে আসবে রবি ঠাকুরের পাঠশালায় কোন এক গভীর রাতে অন্তরের সমস্ত ব্যথা বেদনা কে নোনা জলে ভাসিয়ে দিতে। ................অপেক্ষা রইল সেই রাতের।
আমার ছোটোবেলা থেকে রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে আমার গাটা রীল্যাকস দেয়
পুরোনো গান গুলোকে এভাবে নতুন প্রজন্মদের কাছে তুলে ধরার জন্য ধন্যবা।
ektu bhul holo bhai. Rabindrasangeet kokhono purono hoyna.
hya boltey paro ei natun uposthapona taa sundar.
ওহে বন্ধু এ গান নয় এ যে মানুষের মনের গোপন সব কথা। সত্য কথা। ভানুদেব মানুষের মনের কথা লিখে দিয়ে গেছে। যত পড়ি যত শুনি ততই অবাক হই। লহ প্রণাম হে ভানুদেব
বৃষ্টি ভেজা রজনীগন্ধার গন্ধ সাথে রবীন্দ্রসঙ্গীত
পৃথিবীর সব সুখ এক দিকে আর
রাত্রিবেলা কানে headphones নিয়ে তাতে রবি ঠাকুরের গান। আহ্ 🖤 অন্ধকার তোমারে তখন আমিও স্পর্শ করতে পারি😌।।
কেন মেঘ আসে হৃদয় আকাশে,,,,,, সত্যি যদি আমাদের হৃদয়ের আকাশে মেঘ না আসতো এত সুন্দর গান গুলো শোনা হতো না ❤️❤️
Arindom..... super👌🏾
Ishan Mitra..... Darun geyechho ❤️
Madhuraa..... beautifully sung 👍🏾
When everyone goes against you
Only then will your heart be touched..
❤রবীন্দ্র সঙ্গীত ❤
Completely spiritual feeling ☺
L
Sotty bolechhen
সত্যি বলেছেন!
বিশ্বকবি তোমায় হৃদয়ে মাঝে রাখব ছেড়ে দেব না......❤❤Thank you SVF for giving the opportunities. Love you. ........
আমি ভাগ্যবান যে রবি ঠাকুরের লেখা গান শুনতে ও বুঝতে পারলাম এই জনমে🙏🥀🤍
ছোটবেলায় গুরুদেবের হয় শুনে ভাবতাম কি একঘেঁয়ে প্যানপ্যানানি গান রে বাবা!
আজ বুঝি কত ভুল ছিলাম।
যত বয়স বাড়ছে, যত জীবনে নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছি তত বুঝছি রবি ঠাকুরের গানের প্রত্যেকটা শব্দের গভীরতা!
বেঁচে থাকুক রবীন্দ্রনাথ, আমাদের রক্তে বয়ে চলুক রবীন্দ্রসঙ্গীতের সুর।
Being a student of Banichakra Kolkata I strongly believe in the traditional style of Rabindra Sangeet bt the unique music arrangement out of the box has really kept me speechless. Amazing presentation! 👌👌👌
রাত দুটোর সময় যখন চোখে ঘুম আসে না, ঠিক সেই সময় এই রবীন্দ্রসঙ্গীতের বিকল্প কোনোদিন কিছু হতে পারবে না। রবীন্দ্রসঙ্গীতকে যদি উপলব্ধি করতে হয়, তবে বিনিদ্র রজনীর এই শান্ত পরিবেশটাই দরকার। । বাংলা ভাষা উপলব্ধি করতে পারাটাও ভগবানের এক অনন্য উপহার। । 18/03/2024....2.14 am
আজ❤️
০৪/১০/২০২১
পশ্চিমবঙ্গের বারাসাত এ থাকি_!! রাত ১.০০ ত বাজে ! বাইরে বৃষ্টি আর মেঘের ডাক সমেত ঝোড়ো হাওয়া... কারেন্ট নেই❤️❤️❤️❤️❤️
জীবন টা যেনো এই ছোট্ট ঘরের চার দেওয়ালে আবদ্ধ হয়ে গেলো❤️
অন্যরকম অনুভূতি ❤️❤️ যা ভাষায় প্রকাশ করা যায় না🍁🍁
এত দেরীতে জানলাম এই এলবাম আছে...মুগ্ধ ৷
নিভু নিভু আলো,কানে হেডফোন,একের পর এক রবি ঠাকুরের গান মন্ত্রমুগ্ধের মতো ছুঁয়ে যায়, আরেক আশ্রয়,'একলা চলো রে'-তে এগিয়ে যাওয়া, উন্মুক্ত আকাশ, উজার করা শব্দ বয়ে যাচ্ছে.... সব কিছু ম্লান হয়ে বর্ষিত হয় এক শান্তির বাণী।।
উনি বলেছিলেন - আমার গানগুলোই সব চেয়ে বেশি কাল জয়ী হবে - সত্যি তো হলো। ❤
Amazing collation of Rabindrageeti. Love listening to each one of these beautiful composition❤🎧🎤🎸🎙️🎹🎶
অসাধারণ একটি collection ♥️♥️
খুব সুন্দর 💙💙💙
যতবার শুনি মন ছুঁয়ে যায়। জানি না কেন চোখের জল ধরে রাখতে পারি না। জীবনের সাথে কেমন করে যেন মিলে যায়।🖤🥀😊
Hmm😭😭
Long drive at 4:30am with this Rabindra sangeet. It's help me to enjoy my Ride with huge love 💕💕💕
বাহিরে ঝড়ো হাওয়া,আকাশ মেঘলা।সব নিশ্চুপ।কানে ইয়ারফোন,এই গানগুলো,
চোখে জল।
স্বর্গানুভুতি😍
'তুমি যেওনা এখনি' আবার নতুন করে হৃদয় স্পর্শ করে গেলো ৷
Sotti khub sundor..bar bar sunte echha kore sunte❤️
Think that you're singing in front of an audience while listening to Rabindra Sangeet - you'll simply get blown out of this world mesmerized!!!
বাঙালির আবেগ মানেই রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্র সংগীত ❤
নতুন প্রজন্মের জন্য দরজা খুলে দিলে, Good temperament. Go Ahead Anupam.
Mesmerising voice of ranajoy bhattachariya.. And his toppa just kono kotha hobena ♥
ছুটির সকাল, এক কাপ কফি, ভিজে বাতাস সাথে রবী ঠাকুর 😌😌
যতই কষ্ট হোক যতই কান্না কাটি করি না কেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলো যেন নতুন আসা তৈরি করে মনের মধ্যে...🌼💝
Ranbibdra Sangeet is not just a plethora of unparalleled delicacy, it's an inseparable thread that connects our soul and Awaken us to a heavenly glory ❤
রবীন্দ্র সংগীত জিনিস টাই আলাদা, বুঝতে না পারলে ভালো নাও লাগতে পারে। কিন্তু জীবন যখন তোমার মত চলবে না, সব কিছু তোমার ভাবনার বিপরীত এ যাবে। যখন বাস্তব টা তোমার কাছে আসতে আসতে স্পষ্ট হবে। তখন আর অন্য কিছু ভালো লাগবে না। তখন মনে হবে এই গান গুলো শুনি।
রবি ঠাকুর কত দিন আগে বলেছেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে" । এই গান টা ২৮ বা ৩০ বছর বয়সে শুনে দেখো , তখন তো আর জীবনে এত বেশি বন্ধু থাকেনা। হয়তো যাদের কে সব থেকে বেশি কাছের ভাবতাম তারাও তত দিনে ছেরে গেছে । তখন বোঝা যায় এই গানের মানে
পাহাড়ি রাস্তা, হালকা বৃষ্টি, লং ড্রাইভ, পাশের সিটে সব থেকে কাছের মানুষটি, আর এই গান গুলো ❤️❤️❤️
Right
রাত ২ টা, ঝুম বৃষ্টি। পোড়া মোনে বারংবার আঘাতের পর ও আবার ফিরে ফিরে চাওয়া । কে জানে হায়! হবে কি সেই মহাক্ষন। ভালোবাসা ভালো থেকো। আমি একাই ভালো আছি। বেশ একলা চলছি।
"নয়ন তোমারে পায়না দেখিতে,রয়েছ.…"
এত ভাল লাগা,শান্তির বর্ষণ আর কিছু তে হয় কি!!
Midnight + headphone + tears felling out + dark room + rabindra sangeet= a proper combination ❤💜👀
Abey tui ki korchis ekhane ??
Ami vai re
@@anupam388 gaan sunchilo :)
@@deepneon ha se to jani
@@deepneon eta coincidence chilo
well said! I can't agree more!
Rain, speakers on mild volume, Rabindra sangeet playing back to back. Aha life feels beautiful! 💗💗
রবীন্দ্র সংগীত শুনতে শুনতে কমেন্ট বক্স টা একবার খোলা চাইই❤❤❤
সমব্যথী খুঁজতে নাকি?😊 আমি তো এখনও নিজেকে কৃতজ্ঞ বোধ করি।
একজন জওয়ান হয়ে প্রতিটি লাইন আমাকে অনুপ্রাণিত করে❤❤❤পরিবার, আমার দেশ❤❤❤
মাঝে মাঝে তবে দেখা পাই,চিরদিনি কেন পাইনি.....আমার দু ফোটা চোখের জল....
🎵🎼🎶 অভূতপূর্ব অ্যবাম।শুনলে গায়ে কাঁটা দেয়।🎼🎵🎶
I am not a highly cultural human being, But yet i like RABINDRA SANGEET.BECAUSE I FEEL GOOD.
মাঝে মাঝে তব দ্যাখা পাই,চিরদিন কেন পাই না ..... আহাঃ❤️
এই গান গুলো কখনো পুরানো বা সেকেলে হবে না। 🤗💙💙💙
Darun ekta album...ogunti bar suni puro album ta. Osadharon.
Keep it up #SVF 👌👍
অপূর্ব সংগ্রহ!নতুন মাত্রায় রবি ঠাকুরের গান পরিবেশন!শিল্পীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই।
Khelaghor badhte legechi ❤️🔥Madhurota’s voice is sweet like Rosgolla..,,mesmerising..
এ অ্যালবামটা আর শিরোনামহীনের রবীন্দ্রনাথ এ্যালবামটার জন্যেই রবি ঠাকুরের গানের প্রতি মায়া জন্মে গিয়েছে!
O jee mane na mana one of best gifted song for me by rabi thakur....... ❤🙏
অনেক্ষণ খুজলাম,ডাইনলোড করার মতো অবশেষে পাইলাম😊
Darun Apurba Asadharon ❤
Heart touching, heart warming, heart breaking, all about heart.
🙏🏼🌺❤️❣️
Ami banglar baire thaki kintu bangla culture ekhane eseo bhuli ni. Bar bar amader oitijjho er kotha mone kore rabindra sangeet suni. ❤
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গানের গভীরতা কে অনেক বেশি অনুভব করতে পারি যা আজীবন এই ভাবেই থেকে যাবে সব সময়েই জন্য এই গানটা শুনেই তো মনকে শক্ত করতে পারি # যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে 🖤🖤⏳
ডাক শুনে, কেউ,,,,, আসবে ,,,, না,
যেখানে ,,,,, পরে আছি,,,অন্তিমো ,,,, আঁধারে,,
ঝিরি ঝিরি বৃষ্টি + গঙ্গার পাড় + রবীন্দ্রসংগীত =😌♥
গানের থেকে বেশি কমেন্ট পড়ি কারন কমেন্ট এ মানুষের আবেগ বিরহ সব কিছু থাকে সেটা পড়তে পড়তে আর তাকে নিয়ে ভাবতে বেশ লাগে ❤❤
Nothing can replace Bengali songs and Bangalir emotions.🤗🤗
ভীষণ প্রত্যাখাত সন্ধেতে রবী ঠাকুর 🌻
Nijhum rat, robi thakurer gan.. Halka bass diya boxea... Just osam...
ঈশানের কন্ঠে "নয়ন তোমারে "সম্পূর্ণ গান টা শুনলে আরো ভালো লাগতো।আর বাকি প্রতি শিল্পী কে শ্রদ্ধা ছাড়া আর কিচ্ছু বলার নেই।
রনজয় এর গান শুনলে মনে হয় হৃদয়ের শুদ্ধিকরন হল।
Sotti Khub sundar akta gaan
একটা অন্য রকম অনুভুতি 😌🎧
প্রত্যেকটা গান - ই ভীষণ প্রিয় 😌
👍
হৃদয়ে গাথা গানগুলো। যতবার শুনি ততবারই হৃদয় ছুয়ে যায়। ❣️❣️❣️