সিংগাপুরে ইমিগ্রেশন অফিসার প্রত্যেকজন প্রেসেনজারকে স্যার বলে সম্ভোধন করে হুক সে বাংলাদেশী বা অন্য যেকোন দেশের মানুষ। আর আমাদের দেশের অফিসারদের ব্যবহার দেখলে বমি আসে। সব পরিবেশ পরিবর্তনের আগে অফিসারদের মানসিকতার পরিবর্তন করলে আমরা খুবই খুশি হতাম জনাব।
@@tanzidahossain998 আসলে আমি জানি না ইতালি প্রবাসীর সাথে কি হয়েছিল। তবে বিশেষ করে একজন যাত্রী যদি স্মার্ট না হয় বা শিক্ষিত না হয় তাদের সাথে খুবই খারাপ আচরণ করে।এমন কি সময়তে জানা শোনা লোকের সাথেও দুর্ব্যবহার করে।অতএব তাদের আরো নমনীয় হওয়া উচিত কারণ তাদের কাজই হচ্ছে যাত্রীকে সেবা দেওয়া
কিসের পরিবেশ বদলেছে? বলা হয় ব্যাবহারই বংশের পরিচয়, তাই পরিবেশ কতটুকু ভালো তা ব্যাবহারেই বোঝা যাবে। মানুষের সাথে কুকুর বেড়ালের মত ব্যাবহার করে পরিবেশ ভালোর দাবি করা হাস্যকর।
একটা ট্রলি আনতে ২য় তলা থেকে বাইরে দিয়ে নীচ তলায় আসতে হয়, তারপর সেটাকে নিয়ে আবার হেটে উপরে আসতে হয়, রোজা রাইখা এমন কষ্ট করতে হয়। এই হলো এয়ারপোর্ট ব্যবস্থা। গত কালকে ও আম্মা আব্বা রে দিয়ে আসলাম। আল্লাহ এদের হেদায়েত দিক।
আব্দুল্লাহ তুহিন ভাইকে সালাম ও সেলুট তার মধ্যে শতভাগ আদর্শ ও মানবতা খুঁজে পাই ভাই আমরা প্রবাসীরা এতো সুন্দর বিলাসিতা ও চাই না প্রয়োজনে দাঁড়িয়ে থাকবো দয়য়া করে বিমান বন্দর স্টাব্দের বলবেন তাদের ব্যবহার টা যেন সুন্দর হয় মসা মাছির মতো তারা ও যাত্রীদের কামরায় ভাই
@@rabbihasan6241 এয়ারপোর্টের বাথরুমে টয়লেট করে এসে যদি পরিষ্কার করে না আসি তবে যতই সুন্দর এয়ারপোর্ট হোক না কেন, বেশিদিন সুন্দর থাকবে না। আমার নিজের অভিজ্ঞতা, সোনারগাঁও হোটেলে বিয়ের দাওয়াত খেতে গিয়ে আর বাথরুমে যেতেই পারলাম না ভাই ।
দেউলিয়া কলম্ব,শ্রীলঙ্কা তেও ২০২০ তে এরকম দেখেছি আমি, ধন্যবাদ সরকারকে ২০২২ এসে এরকম কিছু করেছে। তবে যারা ৬+ ঘন্টার ট্রাঞ্জিট থাকে তাদের জন্য থিয়েটার, শপিংমল, এরকম আরও অনেক কিছু বিমানবন্দরে ব্যাবস্থা করা যেতে পারে।
প্রিয় সাংবাদিক ভাই আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে দেশ বিদেশের মানুষদের কে জানানোর জন্য 🤲 সাংবাদিকদের কাছে অনুরোধ করছি এয়ারপোর্টের স্টাফদের যাত্রীদের জন্য এই সুবিধাটা রয়েছে সেটা যেন যাত্রীদের জানানো হয় এবং দেখিয়ে দেওয়া হয় এ ব্যাপারটা খেয়াল রেখে একটা নিউজ প্রচার করবেন
৩০ বছরের পুরোনো ছাদকে ঘষামাজা করে যাত্রী সাউনি করা হয়েছে। দোয়া করি এটা যেন ধসে না পরে। কারণ আমাদের দেশে সব যায়গাতে দুর্নীতি হয়। আমরা এমন অনেক ঝকঝকে ছাদ দেখেছি যেতা ধসে পড়ে সাধারণ হতাহত হয়েছে।
চুরি, প্রবাসী হয়রানি এগুলো বন্ধ হবে না। যতই উন্নত আর আন্তর্জাতিক হউক। কারণ চরিত্র হিসেবে আমরা বাংলাদেশি। বিষেশ করে সরকারি চাকরিজিবিদের ব্যবহার ও চরিত্র উন্নত নয়।
এয়াপোটের কর্মরত স্টাফদের ব্যবহার ও ইমিগ্রেশন আর বিমানের ফ্লাইট এটেনডেন্ট সবার আচার আচরণ কথা এবং যাত্রীদের সম্মান দেওয়া শিখতে হবে খুবই আনপ্রফেশনাল ⁉️ অনেক আছেন খুব ভালো পারসোনালিটি স্টাফ দক্ষ ✈️
বাংলাদেশ শুরু করতে পারে, খুব আওয়াজ দিয়ে; অত্যন্ত দুঃখের বিষয় - সেটা সঠিক তদারকি এবং রক্ষণাবেক্ষণ এর জন্য যেই বাজেট থাকে, তাও রাজনৈতিক নেতা, সংশ্লিষ্ট কর্মকর্তারা খেয়ে ফেলে; ফলশ্রুতিতে, সেই সুন্দর কাজটি শুধুমাত্র জবাবদিহিতার অভাবে জনগণ সুফল পেতে ব্যর্থ হয়। বাংলাদেশের যতগুলো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ৫-১০গুন বেশী বাজেটে আওয়ামিলীগ জনগণের টাকায় করছে; সবগুলো প্রজেক্ট শুধুমাত্র তদারকির অভাবে ব্যয় বাড়বে, এবং জনগণ কাংখিত সুযোগ-সুবিধা পেতে ব্যর্থ হবে। আমরা উন্নত বিশ্ব দেখি, প্রকল্প দেখি, কিন্তু তদারকির বেলায় তাদেরকে অনুসরণ করি না;😭 "সবাই পেয়েছে সোনার খনি, আমি পেলাম চোরের খনি।" -শেখ মুজিবুর রহমান 💯
শুধু ডেকোরেশন সুন্দর করলে চলবেনা, ইমিগ্রেশন অফিসারদের ও অন্যন্ন কর্মকর্তাদের মন মানষিকতা সুন্দর করতে হবে।প্রবাসীদের সাথে ভালো আচরন করতে হবে।অবশেষে বলবো এয়ারপোর্ট হতে হবে দুর্নিতীমুক্ত।
Congratulations for airline Bangladesh best service and best opportunity to our next generation and proud to be our grateful employees and to be I want to be a great service for every staff and to be a good service and good inspiration to other country be proud
ভাইরে, ভাই বাংলাদেশের এয়ারপোর্টে পুলিশের চরিত্র দেখলে খুব মুগ্ধ হয়ে যাই,আর তো ইমিগ্রেশন অফিসারদের কথা না বললে নয়।তাদের চরিত্র দেখে বোঝা যায়,সিঙ্গাপুরের পুলিশ ও অফিসারদের মধ্যে যে,সুশিক্ষা রয়েছে। আমাদের দেশের পুলিশ ও অফিসারদের মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে।কারণ তারা যাত্রীদের স্যার বলে সম্মোধন করে সম্মান প্রদর্শন করে,সে হোক বাংলাদেশি বা বিদেশি।
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।
বাজারে অনেক সাধের মিষ্টি পাওয়া দেখলে জিবে পানি চলে আসে, কিন্তু তার চেয়ে মিষ্টি কি জানেন, তার চেয়ে মিষ্টি হলো মানুষের মুখের কথা, দয়া করে আপনাদের ব্যাবহারটাও বিশ্বমানের করুন এমিগ্রিশনে প্রবাশিদের সাথে যে ব্যাবহার করে এমন ব্যাবহার কোন রাখাল তার গরু ছাগলের সাথে করে না, প্রথমে নিজেদের কে বদলান, ধন্যবাদ এমন সুন্দর পরিবেশ তৈরি করার জন্য
উন্নত বিশ্বের সাথে এখানেই আমাদের চিন্তাদারার ব্যবদান,,,আমি যাত্রী আমি সেখানে বসতে পারবো,,কারন লাউন্জটা ইমিগ্রেশনের পরে,,কিন্ত যারা দর্শনার্থী তাদের তো কষ্টের শেষ নাই,,আমাদের দেশে যেটা নিয়ে এক্কেবারে হাই লাইট্স উন্নত দেশে সেটা সাধারন দর্শনার্থীদের জন্য বসার জায়গা,,,,,
সিংগাপুরে ইমিগ্রেশন অফিসার প্রত্যেকজন প্রেসেনজারকে স্যার বলে সম্ভোধন করে হুক সে বাংলাদেশী বা অন্য যেকোন দেশের মানুষ। আর আমাদের দেশের অফিসারদের ব্যবহার দেখলে বমি আসে। সব পরিবেশ পরিবর্তনের আগে অফিসারদের মানসিকতার পরিবর্তন করলে আমরা খুবই খুশি হতাম জনাব।
সবাই এমন করেনা। তবপ ইদানীং খারাপ ও ধন্দাবাজ অফিসারের সংখ্যা বেড়েছে।
এক কথায় অসাধারণ বলেছেন আপনি এদের কাগজে কলমে শিক্ষিত কিন্তু বাস্তবে শিক্ষার কোন গুনাগুণ নেই 💯
Right ওরা আসলে বাংলাদেশের শিক্ষিত গরু
Right
ঘুস দিয়া চাকরি পাইছে তো তাই
যদি মেধা দিয়া পাইতো তাহলে মানবিকতা বাঁইচা থাকতো!!
সবেই ঠিক আছে এর সাথে যদি মানুষের চরিত্র পরিবর্তন তো তাহলে কত ই না ভাল লাগতো! প্রবাসিরা চায় শুধু একটু ভাল ব্যবহার ।
আর বলি না, আমাদের চরিত্র জীবনে ঠিক হবে না, আবার আমরা নাকি মুসলমান, উত্তম চরিত্রের অধিকারি
বুকে আয় ভাই !!!!
ভাই সঠিক বলছেন
রাইট ভাই
প্রবাসীরা শিক্ষিত হতে হবে। লুতুপুতু হলে তো সমস্যা।
তবে কর্মকর্তাদের কথাবার্তা এবং তাদের বৈরী আচরণ বিশ্বমানের করা উচিত।বিশেষ করে ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যবহার খুবই নিম্নমানের যা কখনোই কাম্য নয়
আমাদের প্রবাসী ভাইদের আচরনও সেই "ইতালী" প্রবাসী প্রথম শ্রেনীর নাগরিক ভাইটির মতো একেবারে খাঁটি দেশপ্রেমিক সৈনিকের মতো হতে হবে!!
@@tanzidahossain998 আসলে আমি জানি না ইতালি প্রবাসীর সাথে কি হয়েছিল। তবে বিশেষ করে একজন যাত্রী যদি স্মার্ট না হয় বা শিক্ষিত না হয় তাদের সাথে খুবই খারাপ আচরণ করে।এমন কি সময়তে জানা শোনা লোকের সাথেও দুর্ব্যবহার করে।অতএব তাদের আরো নমনীয় হওয়া উচিত কারণ তাদের কাজই হচ্ছে যাত্রীকে সেবা দেওয়া
💯🤳🤳 বাস্তবতা হলো এরা কাগজে কলমে শিক্ষিত কিন্তু বাস্তবে শিক্ষার কোন গুনাগুণ নেই
🤳🤳 বাস্তবতা হলো এরা কাগজে কলমে শিক্ষিত কিন্তু বাস্তবে শিক্ষার কোন গুনাগুণ নেই
এরা শিক্ষিত হয়েও এরকম খারাপ আচরণ করে কেনো
কিসের পরিবেশ বদলেছে? বলা হয় ব্যাবহারই বংশের পরিচয়, তাই পরিবেশ কতটুকু ভালো তা ব্যাবহারেই বোঝা যাবে। মানুষের সাথে কুকুর বেড়ালের মত ব্যাবহার করে পরিবেশ ভালোর দাবি করা হাস্যকর।
তার আগে আপনার ব্যবহার ভালো করেন মিয়া । কারও সমস্যা হয় না আপনার এত সমস্যা হয় ক্যান বলতে পারেন মিয়া
Right 👏
ভাই কিসের সাথে কি পান্তাভাতে ঘি।
@@CrazyBiker600 বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারিদের যে আচরণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সাধারণ জনগণের সাথে আমি সে ব্যাপারেই বলছি।
Rights
তৈরি করার পরে এটা রক্ষণাবেক্ষণ করাটাই হল বড় কথা, এই রকম দৃষ্টিনন্দন অনেক কিছুই তৈরি হয়েছে, কিন্তু সেটা শেষ পর্যন্ত থাকেনা রক্ষণাবেক্ষণের অভাবে।
মানুষের শিক্ষায় পরিবর্তন আনতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে,
ঠিক
জনগণ যে রে ভাই😅😅
@@rajulg1036 right
জনগণের ও দুষ আছে আমরা বিদেশে সব মানতে রাজি থাকি কিন্তু দেশে গেলে যা খুশি তাই করি,হওক সে শিক্ষিত বা অশিক্ষিত,আগে মানুষ হওয়া জরুরী।
বিশ্বমানের আর কোন বিমানবন্দরে এত মশার উপদ্রব সেটাও জানা প্রয়োজন৷
একদম 👍👍👍👍
@@mohonamollik4885 🙏
বাংলাদেশের মানুষের চরিত্র সামান্য পরিবর্তন করলে এই বাংলাদেশ বিশ্বের কাছে এক অসাধারণ মানুষের দেশ হয়ে উঠবে।
একটা ট্রলি আনতে ২য় তলা থেকে বাইরে দিয়ে নীচ তলায় আসতে হয়, তারপর সেটাকে নিয়ে আবার হেটে উপরে আসতে হয়, রোজা রাইখা এমন কষ্ট করতে হয়। এই হলো এয়ারপোর্ট ব্যবস্থা। গত কালকে ও আম্মা আব্বা রে দিয়ে আসলাম। আল্লাহ এদের হেদায়েত দিক।
এত সুন্দর ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই প্রবাসীদের পক্ষ থেকে
এখানে কেউ বসলে ওয়েটার এসে বলবে এখানে বসতে হলে আপনাকে উচ্চ মূল্য দিয়ে কিছু খেতেই হবে. নাহয় উঠে যান. 🤣🤣
এছাড়া সরকারের উচিত ইমিগ্রেশনে যারা কর্মরত আছে সবার আচরণের উন্নতির দিকে নজর দিবার,,,তাদের অনেক অসন্তুষ্ট জনক।
আব্দুল্লাহ তুহিন ভাইকে সালাম ও সেলুট তার মধ্যে শতভাগ আদর্শ ও মানবতা খুঁজে পাই ভাই আমরা প্রবাসীরা এতো সুন্দর বিলাসিতা ও চাই না প্রয়োজনে দাঁড়িয়ে থাকবো দয়য়া করে বিমান বন্দর স্টাব্দের বলবেন তাদের ব্যবহার টা যেন সুন্দর হয় মসা মাছির মতো তারা ও যাত্রীদের কামরায় ভাই
পরিবেশের উন্নয়ন দিয়ে উন্নয়ন হয়না ভাই, ঐখানে যারা কাজ করে তাদের চরিত্রের উন্নয়ন ঘটানো যায় কিনা সেটাই বড় প্রশ্ন।
ইনসাআল্লাহ্ বাংলাদেশ কে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব । ✌
You are a amlig?
@@rabbihasan6241 এয়ারপোর্টের বাথরুমে টয়লেট করে এসে যদি পরিষ্কার করে না আসি তবে যতই সুন্দর এয়ারপোর্ট হোক না কেন, বেশিদিন সুন্দর থাকবে না।
আমার নিজের অভিজ্ঞতা, সোনারগাঁও হোটেলে বিয়ের দাওয়াত খেতে গিয়ে আর বাথরুমে যেতেই পারলাম না ভাই ।
দেউলিয়া কলম্ব,শ্রীলঙ্কা তেও ২০২০ তে এরকম দেখেছি আমি,
ধন্যবাদ সরকারকে ২০২২ এসে এরকম কিছু করেছে।
তবে যারা ৬+ ঘন্টার ট্রাঞ্জিট থাকে তাদের জন্য থিয়েটার, শপিংমল, এরকম আরও অনেক কিছু বিমানবন্দরে ব্যাবস্থা করা যেতে পারে।
আমি একজন প্রবাসী বাংলাদেশি...
কেমেরায় বাংলাদেশ অনেক সুন্দর তবে কেমেরায় বাহিরে বড়ই ভয়ংকর এবং কঠিন।।। কেমেরাতে বিমানবন্দর এমন তবে বাহিরে অন্য রকম।।
ঢাকার গুলিস্তান আর,শাহজালাল বিমানবন্দরে এর মধ্যে কোন পার্থক্য নাই।
প্রিয় সাংবাদিক ভাই আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে দেশ বিদেশের মানুষদের কে জানানোর জন্য 🤲 সাংবাদিকদের কাছে অনুরোধ করছি এয়ারপোর্টের স্টাফদের যাত্রীদের জন্য এই সুবিধাটা রয়েছে সেটা যেন যাত্রীদের জানানো হয় এবং দেখিয়ে দেওয়া হয় এ ব্যাপারটা খেয়াল রেখে একটা নিউজ প্রচার করবেন
ঠিক
যতই উন্নতি করা হোকনা কেন,প্রবাসীদের ভোগান্তি কোনদিন শেষ হবেনা।
Alhamdullah khob e bhalo hoica amadar Bangladesh 🇧🇩 ♥ aro agia jak insallah
চরিত্র বদলাতে হবে সবার আগে
😅
ভালো লেগেছে ধন্যবাদ বিমানবন্দর কতৃপক্ষকে।
ভারতের রেল স্টেশন গুলো এর থেকে বেশি সুন্দর 💪💪
কিন্তু সমস্যা হলো ভারতের মানুষ রাস্তায় বাথরুম করে😂🤣
ভালো উদ্যোগ।আগামী মাসে গেলেই সব বুঝতে পারবো ইন শাহ আল্লাহ।
৩০ বছরের পুরোনো ছাদকে ঘষামাজা করে যাত্রী সাউনি করা হয়েছে।
দোয়া করি এটা যেন ধসে না পরে।
কারণ আমাদের দেশে সব যায়গাতে
দুর্নীতি হয়।
আমরা এমন অনেক ঝকঝকে
ছাদ দেখেছি যেতা ধসে পড়ে সাধারণ হতাহত হয়েছে।
আমি কোনদিন বিমানবন্দর যায়নি তাই এর মান কেমন জানিনা! 😍😍😍
এয়ারপোর্টে মশা থেকে বাচবার চেষ্টা আছি আমরা সেই বিষয় টা আগে কিছু করতে পারেন। ❤️🇧🇩❤️👍👍
আলহামদুলিল্লাহ জয় বাংলা
এটা বাংলাদেশে কখনো পরিবর্তন হবে না😷😳
ধন্যবাদ যমুনা টিভি ❤❤❤❤❤❤
ভাই এই টার্মিনালে ভি আই পি দের জন্য করেন। আমরা সাধারন মানুষ কখনও কি প্রবেশ করতে কি পারব?
Na ☹
মাশা-আল্লাহ
আলহামদুলিল্লাহ
এইগুলো শব ভিআইপিদের জন্য করা হয়েছে
এবার যাত্রীদের প্রতি যেন ন্যায় এবং সদয় হয় তার জন্য প্রার্থনা করি।
হায়’রে ভাই সাংবাদিক টাকা লাগে কেমন তা’ত বল্লেন না
Sudu lounge bollo cost bollona
সত্যিই সুন্দর। আল্লাহর কাছ শুকরিয়া।তবে আর ও একটা বিষয় হচ্ছে সেবার মান খুবই খারাপ! সুতরাং এই জায়গার ও পরিবর্তন করুন।
প্রবাসী ভাইয়েরা এই গরিবের চ্যানেলের পাশে থাকেন আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আসেন সবাই নামাজ পড়ি রোজা রাখি সত্য কথা বলি বাবা মার খেদমত করি
ডায়াপার পরিবর্তন করার স্থান করাতে বেশি ধন্যবাদ জানাই।
বিশ্বের সব দেশের ইমিগ্রেশন অফিসার রা যাত্রীদের স্যার বলে সম্মোধন করে- আর বাংলাদেশের এরা খুবই বাজে ব্যাবহার করে😭
এভাবে ভালো কাজগুলো করেন তাতে দোয়া ও পাবেন আর দেশটাও আরো সুন্দর হবে।ধন্যবাদ কতৃপক্ষকে।
ভালো শুনলে ভালো লাগে, আমাদের আইন শৃঙ্খলা খুব দূর্বল, তাই মানুষ অপরাধ করতে ভয় পায় না, যা আমাকে খুব মর্মাহত করে।
সবাই কে প্রবিএ মাহে রমজানের শুভেচ্ছা...🕋🕋🕋🕋 ইসলামের ইতিহাস অাপনাদের মাঝে তুলে দরার জন্য.দেশের মুসলীম ভাইদের সার্পোট খুব প্রয়োজন 🕋🕋🕋🕋..???
মানুষের চরিত্র টা পাল্টালে আরো ভালো হতো চুরি দুর্নীতি আগে পাল্টানোর চেষ্টা করেন
খুবই ভালো!
চুরি, প্রবাসী হয়রানি এগুলো বন্ধ হবে না।
যতই উন্নত আর আন্তর্জাতিক হউক।
কারণ চরিত্র হিসেবে আমরা বাংলাদেশি।
বিষেশ করে সরকারি চাকরিজিবিদের ব্যবহার ও চরিত্র উন্নত নয়।
এয়াপোটের কর্মরত স্টাফদের ব্যবহার ও ইমিগ্রেশন আর বিমানের ফ্লাইট এটেনডেন্ট সবার আচার আচরণ কথা এবং যাত্রীদের সম্মান দেওয়া শিখতে হবে খুবই আনপ্রফেশনাল ⁉️ অনেক আছেন খুব ভালো পারসোনালিটি স্টাফ দক্ষ ✈️
বিমান বন্দরের কর্মকর্তাদের চরিত্র আগে বদলানো দরকার
Alhamdulillah valo laglo onek sigre asbo deshe
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের Domestic airport থেকে ১০০ গুণ পিছিয়ে।
বাংলাদেশের সবই বিশ্বমানের! শুধু মিডিয়ায় এসব কথা সুন্দর লাগে।
সব ঠিক আছে, আমার প্রশ্ন এটা কি সকল জনসাধারণের জন্য উন্মুক্ত নাকি...?
হুম
@@natok7848 নাহহহহ
ইমিগ্রেশন অফিসার দের ব্যাবহার টাও বিশ্বমানের করুন যাতে প্রেসেনজার দের সাথে ভালো আচরণ করে
সব ঠিক আছে। তবে চোর আর দূনীতি বিহীন পরিবেশ করতে হবে সবার আগে। আর তা কোনো দিন সম্ভব না। 😥😥😥😥
খবর টা শুনে অনেক ভালো লাগছে
বাংলাদেশ শুরু করতে পারে, খুব আওয়াজ দিয়ে;
অত্যন্ত দুঃখের বিষয় -
সেটা সঠিক তদারকি এবং রক্ষণাবেক্ষণ এর জন্য যেই বাজেট থাকে, তাও রাজনৈতিক নেতা, সংশ্লিষ্ট কর্মকর্তারা খেয়ে ফেলে;
ফলশ্রুতিতে,
সেই সুন্দর কাজটি শুধুমাত্র জবাবদিহিতার অভাবে জনগণ সুফল পেতে ব্যর্থ হয়।
বাংলাদেশের যতগুলো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ৫-১০গুন বেশী বাজেটে আওয়ামিলীগ জনগণের টাকায় করছে; সবগুলো প্রজেক্ট শুধুমাত্র
তদারকির অভাবে ব্যয় বাড়বে, এবং জনগণ কাংখিত সুযোগ-সুবিধা পেতে ব্যর্থ হবে।
আমরা উন্নত বিশ্ব দেখি, প্রকল্প দেখি, কিন্তু তদারকির বেলায় তাদেরকে অনুসরণ করি না;😭
"সবাই পেয়েছে সোনার খনি,
আমি পেলাম চোরের খনি।"
-শেখ মুজিবুর রহমান 💯
দেশের সব বিমানবন্দর গুলো এমন করা হোক
বদলে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরে পরিবেশ কিন্তু অমানুষ গুলার চরিত্রে কোনো পরিবর্তন আছে কি?
খাবারের মূল্যটার প্রতি যেন একটু সজাগ থাকে এই অনুরোধ রইল।
পরিবেশের দিকে লক্ষ না দিয়ে দেশের মানুষের দিকে দেন,,, এভাবে চললে কিছু দিন পারে মানুষ না খেয়ে মারা যাবে
মাশা-আল্লাহ বেশ ভালো লাগলো 🌺
এটা বাংলাদেশ কিছু দিন পর আগের জায়গা.........
আলহামদুলিল্লাহ 🥰
আমাদের মত সাধারণ যাত্রীদের কি আসলেই কোনো উপকার হবে এতে....
নাকি সকল উপকার ভোগ করবে কানাডা আর আমেরিকার যাত্রীরা।
হ্যা এই এয়ারপোর্ট দুনিয়ার সেরা এয়ারপোর্ট এটা পৃথিবীর সব চেয়ে বড় এয়ারপোর্ট
সবার আগে আমাদের দেশের ইমিগ্রেশন কর্মকর্তা অরূপে মাদারবোর্ড গুলোকে প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করতে শেখান তারপরে না হয় এয়ারপোর্ট এর ভিতর বদলান।😡😡
বিমানবন্দরের ভিতরে দৃষ্টিনন্দন একটি মসজিদ বানানোর অনুরোধ রইল।
খালি মসজিদ ? নাকি মন্দির, প্যাগোডা এগুলাও ?
বিমানবন্দর আর রেলবন্দর এর মধ্যে কোন পার্থক্য নেই।
শুধু ডেকোরেশন সুন্দর করলে চলবেনা, ইমিগ্রেশন অফিসারদের ও অন্যন্ন কর্মকর্তাদের মন মানষিকতা সুন্দর করতে হবে।প্রবাসীদের সাথে ভালো আচরন করতে হবে।অবশেষে বলবো এয়ারপোর্ট হতে হবে দুর্নিতীমুক্ত।
পরিবেশ বিশ্বমানের হয়ে কি হবে,কর্মকর্তা-কর্মচারীগুলাকে বন্য পশুর চেয়েও খারাপ ব্যবহার করে।মনে হয় যেন চিড়িয়াখানা থেকে পশুগুলাকে ধরে এনে দায়িত্ব দিয়ে দিয়েছে।
খুব ভালো ধন্যবাদ সবাইকে ভালো কাজ করার জন্য
Congratulations for airline Bangladesh best service and best opportunity to our next generation and proud to be our grateful employees and to be I want to be a great service for every staff and to be a good service and good inspiration to other country be proud
অসাধারন।
খুব ভালো উদ্যোগ! আলহামদুলিল্লাহ
Alhamdulillah... very good news.
খুশি হলাম সব ইন্টারন্যাশনাল
এয়ারপোর্টে গুলোতে এই রকম
লাউজ তৈরী করা উচিৎ বলে
আমি মনে করি।
ভাইরে, ভাই বাংলাদেশের এয়ারপোর্টে পুলিশের চরিত্র দেখলে খুব মুগ্ধ হয়ে যাই,আর তো ইমিগ্রেশন অফিসারদের কথা না বললে নয়।তাদের চরিত্র দেখে বোঝা যায়,সিঙ্গাপুরের পুলিশ ও অফিসারদের মধ্যে যে,সুশিক্ষা রয়েছে। আমাদের দেশের পুলিশ ও অফিসারদের মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে।কারণ তারা যাত্রীদের স্যার বলে সম্মোধন করে সম্মান প্রদর্শন করে,সে হোক বাংলাদেশি বা বিদেশি।
শুভ হোক "নবযাত্রা-১৪২৯"
সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য
"সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী"প্রতিষ্ঠিত হোক.....
Go Ahead Bangladesh
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"
আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।
অসাধারণ
মানুষের ব্যবহারের পরিবর্তন হতে হবে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে মানুষ কে সম্মান করতে হবে
বাজারে অনেক সাধের মিষ্টি পাওয়া দেখলে জিবে পানি চলে আসে, কিন্তু তার চেয়ে মিষ্টি কি জানেন, তার চেয়ে মিষ্টি হলো মানুষের মুখের কথা, দয়া করে আপনাদের ব্যাবহারটাও বিশ্বমানের করুন
এমিগ্রিশনে প্রবাশিদের সাথে যে ব্যাবহার করে এমন ব্যাবহার কোন রাখাল তার গরু ছাগলের সাথে করে না, প্রথমে নিজেদের কে বদলান, ধন্যবাদ এমন সুন্দর পরিবেশ তৈরি করার জন্য
গত একমাস আগে কুয়েত আসলাম কিন্তু এরক কিছু দেখিনি
Thanks to the Sahjalal international airport authority.
ব্যাগ কাটা কি বন্ধ হয়েছে?
সুপার হট জোক্স
ভালো খবর
Airport staff বাইরে থেকে hire না করা পর্যন্ত উন্নতি সম্ভব আমার তা মনে হয়না।
আলহামদুলিল্লাহ্
বিমানবন্দর পরিবর্তন এর সাথে সাথে... কিছু বেয়াদব আছে এগুলো কে ছাঁটাই করা হোক...তাদের যেই ব্যবহার..আল্লাহ হেদায়েত দেক
আর বাহিরের অবস্থা ! যেন সদর ঘাটের অবস্থা ..
নামাজের ব্যবস্থা যখন হলো তার সঙ্গে অন্যদের প্রার্থনার জন্য একটা করে চার্চ আর মন্দিরও করা উচিত।
বাহিরের দেশের এয়ারপোর্টে
শুয়ে থাকা যায় আর আমাদের বাংলাদেশর। এয়ারপোর্টে বসতেও কস্ট হয়
দেখা যাবে কয়েক দিন পরেই বিজ্ঞাপন ভরে যাবে চারিদিক......সুন্দর পরিবেশ টা হয়ে যাবে অসুন্দর....
আলহামদুলিল্লাহ
Sob kisu dhaka tey korley e hovey na .....try to do some improvements for other districts also
ধন্যবাদ
উন্নত বিশ্বের সাথে এখানেই আমাদের চিন্তাদারার ব্যবদান,,,আমি যাত্রী আমি সেখানে বসতে পারবো,,কারন লাউন্জটা ইমিগ্রেশনের পরে,,কিন্ত যারা দর্শনার্থী তাদের তো কষ্টের শেষ নাই,,আমাদের দেশে যেটা নিয়ে এক্কেবারে হাই লাইট্স উন্নত দেশে সেটা সাধারন দর্শনার্থীদের জন্য বসার জায়গা,,,,,
অনেকদিন পরে একটি ভালো নিউজ পেলাম
ভালোই লাগলো।এভাবেই এগিয়ে যাক আমাদের দেশ।তবে এগুলো তদারকি না করলে আবার আগের মতো হয়ে যাবে।