Tribal Village Amlasol | Weekend Trip to Jongol Mohol | Dhitang Homestay | অনাহারের সেই আমলাশোল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 108

  • @indranildey8635
    @indranildey8635 2 ปีที่แล้ว +7

    Amazing beauty of nature

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +1

      Yes indeed the nature is so beautiful there. Thanks for watching the video

  • @10-anindyasundarghosal_7_h2
    @10-anindyasundarghosal_7_h2 2 ปีที่แล้ว +1

    Khub sundar ekta jaigar sandhyan delan, Khub valo laglo apnader video.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ 😊🙏

  • @longridebikerskolkata4838
    @longridebikerskolkata4838 ปีที่แล้ว +1

    Ami aaj ekhane giyechilam...its a marvelous place

    • @Travholic
      @Travholic  ปีที่แล้ว

      Yes..it's still unexplored. Thanks for watching

  • @swapankumarbarik2918
    @swapankumarbarik2918 2 ปีที่แล้ว +2

    এইসব জায়গা নিয়ে এর আগে কারোর ভিডিও দেখিনি,বেশ ভালো লাগলো।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ ভিডিওটা দেখার জন‍্য 😊
      সাথে অনুরোধ রইল আমাদের চ‍্যানেলের অন‍্য ভিডিওগুলি দেখার 🙏

  • @subratachatterjee672
    @subratachatterjee672 ปีที่แล้ว +1

    Ghure esheche Dhitang resort e eta kokrajhor Amlashole modhye , khub sundor nature ,ei resort e chilam Dhamsha ,Madol e arrangement khub bhalo wide rooms nice bathroom but without AC , kintu apnara jara thik korechen stay korbar tader ke boli food quality and quantity bhalo noy kono variety toh paben na ,aar bhuleo sal pata chicken khaben na nijeder gari thakle khub bhalo hoy otherwise apnake garir jonno hefty price pay korte hobe minimum to maximum distance jonno ,

  • @manojthetwowheelstraveller8257
    @manojthetwowheelstraveller8257 2 ปีที่แล้ว +1

    Khub khub sundor laglo, jemon sundor jayga, temon sundor presentation.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ।

  • @bedabratasanyal1950
    @bedabratasanyal1950 2 ปีที่แล้ว +2

    Khub valo laglo jungle moholer unnati hok okhankar manush jate shantite thake protidin Jate pet vore khete pai ar jate konodin karur onahare mrittu na hoi apnara khub valo thakun etai kammo hok sokoler ❤️🙏

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thanks for your comment

  • @parthasinha1618
    @parthasinha1618 2 ปีที่แล้ว +2

    বাহ পুরো video টা দেখে মনটা ভরে গেলো।
    দারুণ জায়গা। শীতকালে যাবো।

  • @mallikamallick5477
    @mallikamallick5477 9 หลายเดือนก่อน +1

    Khuub Sundar

    • @Travholic
      @Travholic  9 หลายเดือนก่อน

      Thanks

  • @suklaguha3802
    @suklaguha3802 2 ปีที่แล้ว +1

    I am moved by the history of Amlasol in Jongol mohol Khub bhalo laglo. Ichhe ache ekbar ghurte jabo. Dhonyobad videor jonyo.
    Bhalo thakben. God bless 🙏

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thank you so much

  • @mitalikar3966
    @mitalikar3966 2 ปีที่แล้ว +1

    অপুর্ব। শহুরে যাপন প্রতিক্ষেত্রেই যেন চাপ সৃষ্টি হয়।সেখানে সপ্তাহান্তে এ এক আকাশ ভালোবাসা। মহুয়ার সময় অন্যরকম মাদকতা ছড়িয়ে থাকে চারিদিকে।আমরা বেড়াতে বেরোলে কিন্তু বাড়ীতে বাজারের খরচ টা ভুলে যাই তাই ভীষণ দাম মনে হয় সবেতেই।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ। সঠিক বলেছেন।

  • @kambulislambhuiyan1841
    @kambulislambhuiyan1841 ปีที่แล้ว +1

    খুব সুন্দর অসাধারণ প্রাকৃতিক সবুজ ঘেরা গ্রামাঞ্চল। আমি ঢাকার ছেলে আপনার ভিডিও দেখে যায়গা টা সত্যি খুব পছন্দ হয়ছে ভবিষ্যতে Visit করার ইচ্ছে আছে। ❤

    • @Travholic
      @Travholic  ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ। অবশ‍্যই আসুন ও ঘুরে যান এখানে।

  • @ashimgupta3238
    @ashimgupta3238 4 หลายเดือนก่อน +1

    Excellent

    • @Travholic
      @Travholic  4 หลายเดือนก่อน

      Thanks

  • @kishoresarkar185
    @kishoresarkar185 2 ปีที่แล้ว +8

    মন দিয়ে আপনার ভিডিও দেখলাম, সব ঠিকই আছে শুধু থাকা + খাওয়া = ১৬৫০ জন প্রতি এটি বাস্তবতার সাথে মেলানো গেলো না, আমলাশোল যাবার পথেই কাঁকড়াঝোর সেখানে কিন্তু এখনো জনপ্রতি এর থেকে অনেকটাই কম,
    থাকা + খাওয়া নিয়ম টাই আমার কাছে ঠিক নয়, আমি কি খাবো সেটা হোটেল মালিক ঠিক করে দেবেন কেন? পাহাড়ি অঞ্চলে এটা মানা যেতে পারে হয়তো, কিন্তু সব জায়গায় এটা কেন??
    ওই যা রুমের ছবি দেখলাম তা মেরে কেটে ১০০০ টাকা দিন প্রতি ভাড়া হতে পারে, আর যা খাবার ওনারা দিচ্ছেন তা একজনের মেরে কেটে ৩৫০ - ৪০০ থেকে বেশি নয়, সব মিলিয়ে দু জনের দিন প্রতি ১৮০০ টাকা হতে পারে, ওনারা চাইছেন ৩৩০০ - এটা অসম্ভব বেশি

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +1

      প্রথমত ভিডিওটা দেখার জন‍্য ধন‍্যবাদ জানাই।
      হোম স্টের খরচ একটু বেশি লোকেশনের জন‍্য। 1650 for 2 persons. ৪-৫ জন গেলে সেটাই জনপ্রতি কিছুটা কম হবে।
      তবে আপনি যে খরচের হিসাবটা দিয়েছেন, তার সাথে সহমত হতে পারলাম না। সরি।
      কারণ গত কয়েকমাস বেশ কয়েকটা উইক এন্ড বা শর্ট ট্রিপ করার সুবাদে খরচের একটা বাস্তব ধারণা হয়েছে। কলকাতার কাছাকাছি যে উইক এন্ড স্পটগুলো আছে কিংবা পাহাড়েও থাকার খরচ অত‍্যন্ত বেড়েছে।
      একটা রিমোট জায়গায় ওরকম ambience এ একটা 4 bed কটেজের (with gyser) রেট যদি ১০০০ টাকা বলেন, তাহলে বুঝব সাম্প্রতিক খরচের সম্পর্কে এই মুহুর্তে আপনার ধারণা নেই।
      দীঘায় উইক এন্ডে এইরকম সাইজের ঘর 2000 এর নিচে পাবেন না। পাহাড়ে যে কোনো সাধারণ হোমস্টে চারজনের ঘরে দুজন থাকলে এখন জনপ্রতি ১৫০০-১৬০০ টাকা নেয়। অনেক ছোট ঘর হলেও। কাঁকড়াঝোরের কথা যেটা বলেছেন, এখন সেই হোম স্টে গুলো ১২০০- ১৩০০ টাকা নেয়। সেগুলোর তুলনায় এই হোম স্টে আরো অনেক রিমোট লোকেশনে, ঘর অনেক বড়, ব‍্যবস্থা অনেক ভাল। তাছাড়াও মনে রাখতে হবে একটা প্রত‍্যন্ত গ্রামের প্রান্তিক মানুষদের কিছুটা আর্থিক সাহায‍্য হয় হোম স্টের ঐ খরচ থেকে।

    • @saby7416
      @saby7416 2 ปีที่แล้ว

      Kishore বাবু একদম সঠিক বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে হয়তো logistics এর জন্য খরচ একটু বেশি হয়, কিন্তু অত্যন্ত সাধারণ মানের থাকা (non AC) ও খাওয়ার জন্য যদি দিনপ্রতি 3300টাকা লাগে 2জনের, সেটা গায়ে লাগে। তখন মনে হয় এর থেকে 2/3 * হোটেল e থাকবো আর ইচ্ছে মতন খাবার order করবো। আমি বহু জায়গায় এই per day per head basis এ থেকে দেখেছি ব্যাপার টা মোটেই সুবিধের হয় না, বিশেষ করে খাওয়া - দাওয়ার ক্ষেত্রে। Home stay তে lodging tariff ta আলাদা আর fooding cost টা আলাদা রাখা উচিৎ। জানি প্রত্যন্ত অঞ্চলে অবাস্তব, কিন্তু অপেক্ষাকৃত কম প্রত্যন্ত অঞ্চলে ফলপ্রসূ হতে পারে পর্যটকদের জন্য।

    • @sovanmaity8969
      @sovanmaity8969 2 ปีที่แล้ว

      আপনি একদম ঠিক কথাই বলেছেন, আজকাল সবাই যাহোক করে একটা ব্যাবসা শুরু করে দিতে পারলেই হল তারপর কিভাবে বেশি থেকে আরো বেশি লাভের চাহিদায় ব্যাবসা টা আর থাকে না, বিশেষ করে আমাদের রাজ্যে এই ধরনের লোকের সংখ্যা ভীষণ বেশি, আপনি নর্থে যান বা সাউথ এ এরকম পাবেন না, ওদের মানসিকতা এরকম নয় একদমই।

  • @ab25396
    @ab25396 2 ปีที่แล้ว +1

    Joto beshi ecotourism er sujog barbe toto manusher aaharer shongsthhan barbe.. apnara aro beshi kore jaega gulo publicize korun.. tobei hobe shthhanio manushder unnoti, best of luck! England theke likhchhi..

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thank you so much for such a positive comment. Thanks for watching our video all the way from England.

  • @devosmitaghosh1493
    @devosmitaghosh1493 2 ปีที่แล้ว +1

    Beautiful. Darun laglo puro video ta.

  • @crazyboii5167
    @crazyboii5167 2 ปีที่แล้ว +1

    Darun. Kharoch ta jodio beshi.
    AC chhara kono asubidha holo?
    Drinks allowed? Cold drinks?
    Mosha? Generator ache?
    Asoley, sahorer avyes-er baire ektu kothin hotey parey.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +2

      Thanks forbwatching.
      AC chara with fan temon kono osubidha hoy ni. Asole oirokom environment e AC tai bemanan hoto hoyto. Rater dike emnitei thanda bhab.
      Drinks ghorer bhitore nijer arrangement e cholte pare. Baire allowed noy. Moshar jonye All out and mosquito net both provide kore.
      😊🙏

  • @knowunknown3483
    @knowunknown3483 2 ปีที่แล้ว +1

    Very pleasant n peaceful place to stay 😍 thank you for the video 🙏

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thanks for watching the video 😊🙏

  • @subhajithalder9985
    @subhajithalder9985 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর উপস্থাপনা। তবে একটি বিষয় না বলে পারছি না সেটা হলো। 1650+1650=3300 টাকা ওরকম লোকেশনে শুধু বেশিই নয় রীতিমতো গলাকাটা। ওরকম সাধারণ ঘর-সাধারণ ওয়াশরুম , সাধারণ খাবার এতো বেশি কোনোভাবেই জাস্টিফায়েড নয়। আমি আগের মাসে কার্শিয়াং এর একটা ফেমাস হোমস্টে তে ছিলাম 1600 টাকা পার ডে হিসেবে(একা ছিলাম বলে এই রেট নিয়েছিলো) । এমনি 1200 করে ভাড়া।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +3

      ধন‍্যবাদ। খরচ একটু বেশি এটা ঠিক। তবে ঐ রকম একটা রিমোট জায়গা, যার আশেপাশে বাজারহাট নেই। সেই জন‍্যেই হয়ত একটু বেশি। আবার ১৬৫০ রেট দুজনের জন‍্য। একটা রুমে ৪-৫ জন থাকলে জনপ্রতি রেট অনেকটা কমে যায়। তবে এখন পশ্চিমবঙ্গের সর্বত্র হোটেল, হোমস্টের ভাড়া খুব বেড়ে গেছে। ঐ অঞ্চলের অন‍্যান‍্য একদম বেসিক হোমস্টে গুলো এখন ১২০০ - ১৩০০ করে নেয়, যার তুলনায় ধিতাং অনেক বেটার। চাহিদা বেশি হলে যা হয়। কোভিডের পর আরো বাড়িয়েছে।

    • @DPKAL
      @DPKAL 2 ปีที่แล้ว +1

      ঠিক ই বলেছেন।
      West bengal এ রুম rent বেশ উপরের দিকে।
      আসাম,orrisa, বিহার,ঝাড়খন্ড এর তুলনায় বেশি।
      জানি না কেন।

    • @kousikchowdhury
      @kousikchowdhury 2 ปีที่แล้ว

      Yes

    • @sovanmaity8969
      @sovanmaity8969 2 ปีที่แล้ว

      আপনি একদম ঠিক কথাই বলেছেন, আজকাল সবাই যাহোক করে একটা ব্যাবসা শুরু করে দিতে পারলেই হল তারপর কিভাবে বেশি থেকে আরো বেশি লাভের চাহিদায় ব্যাবসা টা আর থাকে না, বিশেষ করে আমাদের রাজ্যে এই ধরনের লোকের সংখ্যা ভীষণ বেশি, আপনি নর্থে যান বা সাউথ এ এরকম পাবেন না, ওদের মানসিকতা এরকম নয় একদমই।

  • @SanjayDas-mw1bx
    @SanjayDas-mw1bx 2 ปีที่แล้ว +1

    Khub khub valo laglo

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ

  • @rajibdas4102
    @rajibdas4102 2 ปีที่แล้ว +1

    Ekebare onno rokom ... offbeat

  • @nabanitamallik599
    @nabanitamallik599 2 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ

  • @donislife89
    @donislife89 2 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর জায়গা...😍

  • @AVIJITDAS-wz8us
    @AVIJITDAS-wz8us 2 ปีที่แล้ว +2

    ভালো লাগলো...তবে home stay এর থাকা-খাওয়ার খরচ ₹1650 per day per head কিছুটা বেশি । যেখানে পাহাড়ে অধিকাংশ ভালো home stay র খরচ 1200-1350 এর মধ্যে প্রতিদিন প্রতিজন...খাবারের থালিতে এমন কিছু item নেই... যার জন্য ₹1650 প্রতিদিন প্রতিজন নেওয়া যায়...

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ 🙏
      আসলে জায়গাটার অবস্থানের জন‍্য হয়ত খরচটা একটু বেশি নেয়। খাবার সাধারণ। ১৬৫০ টা দুজনের হিসাবে। ৪-৫ জন থাকলে সেটা একটু কম হবে হয়ত।
      তবে ঐ অঞ্চলে কাঁকড়াঝোরের আশেপাশে যেসব হোমস্টে রয়েছে তারাই এখন নেয় ১২০০-১৩০০ টাকা। সেগুলোর চেয়ে এটা বেটার। পাহাড়ে ভাল হোমস্টে কিন্তু এখন ১৫০০-১৬০০ টাকার নিচে পাওয়া যায় না। বিশেষ করে কোভিডের পর থেকে খরচ খুব বেড়ে গেছে।

  • @koushiknandy953
    @koushiknandy953 2 ปีที่แล้ว +1

    Khub sundor...

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @sibabratabhattacharya5441
    @sibabratabhattacharya5441 2 ปีที่แล้ว +1

    Nice presentation. Only thing, the video could be little shorter. Looking forward for more interesting vlogs.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thank you for watching the video. Thanks for your comment and suggestion... be with us.

  • @ForestLoverPinaki
    @ForestLoverPinaki 2 ปีที่แล้ว +1

    Khub sundor 👍👍

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +1

      Thanks 😊🙏

  • @t_saha8663.
    @t_saha8663. 2 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো আমলাশোল

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ

  • @Paul.travels
    @Paul.travels 2 ปีที่แล้ว +1

    Khub sudor laglo

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Thanks a lot

  • @rajatbose7955
    @rajatbose7955 2 ปีที่แล้ว +1

    khub sundar

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 2 ปีที่แล้ว +2

    বেশ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️ যদিও আমার জেলা শাল মহুয়ার বনানীতে ঘেরা... ঝাড়গ্রাম।
    (Pranab Traveller's)

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +2

      Thanks a lot for watching the video

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270 2 ปีที่แล้ว +1

      @@Travholic আমার ট্রাভেল চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইলো 👍

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +1

      @@pranabtravellers7270 আপনার চ‍্যানেলে already subscribed 😊 ঘুরে দেখেছি। বেশ ভাল... অনেক ভিডিও আছে।

  • @samarbasuroy1459
    @samarbasuroy1459 2 ปีที่แล้ว

    Thaka khaya jon proti 1650 dali ? Khub basi. Ara dakat

  • @upalmukhopadhyay7821
    @upalmukhopadhyay7821 2 ปีที่แล้ว +1

    excellent.

  • @TRAVELwithPAL
    @TRAVELwithPAL 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো 👌🏼👌🏼

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      অনেক ধন‍্যবাদ

  • @sagarmajumdar3276
    @sagarmajumdar3276 2 ปีที่แล้ว +1

    ভালো লাগলো

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ

  • @mahasagarchatterjee9345
    @mahasagarchatterjee9345 2 ปีที่แล้ว

    কাশবন দেখার পর ওখানে বালিশের কারখানা ইচ্ছে হচ্ছে সঙ্গে চা চপ ঝালমুড়ির দোকান খুলতে হবে।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      কাশফুল শরতের প্রকৃতির অন‍্যতম অলংকার। কারো ভুলভাল বক্তৃতা কাশফুলের আসল সৌন্দর্য্য যেন আমাদের ভুলিয়ে না দেয় 😊

    • @soumyabratapanja7539
      @soumyabratapanja7539 ปีที่แล้ว

      @@Travholic রস বোধ থাকা দরকার

  • @asokchatterjee4044
    @asokchatterjee4044 2 ปีที่แล้ว +1

    Nice presentation

  • @rumachakraborty9618
    @rumachakraborty9618 2 ปีที่แล้ว +1

    বেশ সুন্দর জায়গা, যাওয়ার ইচ্ছে রইলো তবে, চার্জ বড্ড বেশী।জনপ্রতি ঘর ভাড়া আর খাওয়া এই ভাবে যোগ করে রেট করা উচিত না। শুধু ঘরের ভাড়া টা আলাদা নিয়ে ,খাওয়ার ভাড়া আলাদা নেওয়া উচিৎ।

  • @anirbanjana2914
    @anirbanjana2914 ปีที่แล้ว

    How to go by bike from Kolkata. Can u help me

    • @Travholic
      @Travholic  ปีที่แล้ว +1

      The road from Kolkata is via Kharagpur - Jhargram - Silda - Belpahari - Kankrajhore

    • @anirbanjana2914
      @anirbanjana2914 ปีที่แล้ว

      @@Travholic thank u

  • @dipankarhazra892
    @dipankarhazra892 2 ปีที่แล้ว +1

    👌

  • @pinakibose4392
    @pinakibose4392 2 ปีที่แล้ว

    Our Didi has saved these people from maobadi.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      The statement is partially true...It was joint effort from centre & state

  • @somnathpal2109
    @somnathpal2109 2 ปีที่แล้ว +2

    খুবই ভালো জায়গা, এর তুলনা হয়না তবে রেট এতো বেশী যে সাধারণ লোকেরা যেতে পারবে না। I am requesting the authority to make the tariff affordable by middle class family.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ।
      ৪-৫ জন থাকলে জন প্রতি রেট একটু কম হয়।

  • @foridislam
    @foridislam 2 ปีที่แล้ว

    Asam to

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      Amlasol - Jangal Mahal West Bengal

  • @parimalchakraborty5714
    @parimalchakraborty5714 2 ปีที่แล้ว +1

    পর্যটক যায় কি? থাকা খাওয়া নিয়ে দিনে ১৬৫০ টাকা খরচ করে কেউ ওখানে ভ্রমণের উদ্দ্যেশ্য নিয়ে যাবেনা বলেই মনে হয়, ওই রকম প্রাকৃতিক দৃশ্য উত্তর বঙ্গের গ্রাম বাংলার যেকোনো জায়গায় দেখা যায়, খরচ অনেক কম।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      পর্যটক অবশ‍্যই যায় উইক এন্ডে একটু নিরিবিলি প্রকৃতির মাঝে কাটাতে। না হলে চলছে কি করে? আপনি গেছেন উত্তরবঙ্গে সম্প্রতি? জানেন উত্তরবঙ্গের হোমস্টে গুলোর খরচ? কম করে জনপ্রতি ১৪০০-১৫০০ থেকে ১৮০০ টাকা দুজনের। আর শুনুন দুটো জায়গা দুরকম। কখনো তুলনা হয়? উইক এন্ডে তো আর উত্তরবঙ্গ যাওয়া যায় না, তাই জঙ্গলমহলের এইসব জায়গায় যায় কলকাতার লোক। আপনার ভাল না লাগলে এড়িয়ে চলুন, যারা ভ্রমণ প্রিয় তারা যাবে।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      @@parimalchakraborty5714 ৮০০-১২০০ টাকায়? আপনি হাসালেন মশাই। ৮০০-১২০০ টাকায় ৩-৪ বছর আগে রেট ছিল পাহাড়ে কোনো ভাল হোম স্টের। সিজনে কোনো ভাল হোম স্টেতে চারজনের ঘরে দুজন থাকলে রেট নেয় জনপ্রতি ১৫০০-১৬০০ টাকা...কোথাও ১৭০০ পর্যন্ত। তাও ছোটো ঘর।

    • @parimalchakraborty5714
      @parimalchakraborty5714 2 ปีที่แล้ว

      @@Travholic গত বছরে কতজন গিয়েছিলেন জানালে ভালো হতো, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ৮০০-১২০০ টাকায় অনেক সুন্দর সুন্দর হমস্টে আছে, কয়েকদিন থাকলে ৭০০ টাকাতেও পাবেন, যাতায়াতের ব্যবস্থা ভালোই, পুজোর ছুটিতে একটু বেশি ভাড়া নিয়ে থাকে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ইচ্ছে করলে আশেপাশে অনেক দর্শনীয় স্থানে যাওয়া যায় ওইযায়গায় যেটা সম্ভব নয়। এইসব ভেবে বলেছিলাম।

    • @parimalchakraborty5714
      @parimalchakraborty5714 2 ปีที่แล้ว

      তাকদা, দার্জিলিং এর কাছাকছি, সিটং, কালিম্পং, চালসা, রিষপ, লাভা,বিন্দু, সুলতানখোলা ইত্যাদি জায়গায় দেখুন হোমস্টে ছাড়াও হোটেল আছে খরচ অনেকটাই কম ।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      @@parimalchakraborty5714 আমাদের চ‍্যানেলে উত্তরবঙ্গের পাহাড়ের অনেক জায়গার উপর ভিডিও আছে। পারলে সেগুলো দেখুন।

  • @Oparts223
    @Oparts223 2 ปีที่แล้ว

    ১০০ দিনের কাজের টাকা কতজন পেয়েছে ওখানের? Sorry আপনার আমোদ নষ্টের জন্য। please জানতে চেষ্টা করুন যিনি আপনার জন্য আনন্দের আয়োজন করছেন তারা কতটা আনন্দে।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      প্রথমত বলি এই চ‍্যানেলটা একটা ট্রাভেল চ‍্যানেল‌। একটা ট্রাভেল ভিডিওর উপর না বুঝে রাজনৈতিক উদ্দেশ‍্যে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা কমেন্ট করেছেন। আমরা তো সাংবাদিক নই যে গিয়ে জিজ্ঞেস করব ১০০ দিনের কাজে কজন টাকা পেয়েছে। তার পরেও বলি যে আমাদের ভিডিওটা যদি মন দিয়ে দেখে থাকেন, তাতে কিছু বক্তব‍্য আছে যাতে বলা হয়েছে মানুষগুলো এখনো দারিদ্রের মধ‍্যে আছে। পর্যটনের হাত ধরে তাদের কজনের সামান‍্য কিছু সাহায‍্য হতে পারে। আর যদি পর্যটনের তাৎপর্য ই না বুঝে তাকে আমোদ বলেন, তাহলে এসব ভিডিও এড়িয়ে যান।

  • @shyamalendubiswas1925
    @shyamalendubiswas1925 2 ปีที่แล้ว

    In the name of stay, it is overpriced. The pricec should be reasonable; otherwise it will be difficult to survive.

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว

      যাদের overpriced মনে হবে তারা যাবে না। তবে কলকাতার কাছাকাছি জায়গাগুলোর হোটেল ভাড়া এখন এত বেশি নেয়, সেই তুলনায় ওখানকার লোকেশন, পরিবেশ ও সার্ভিস দেখে আমাদের খুব বেশি overpriced মনে হয় নি।

  • @tapanbiswas8000
    @tapanbiswas8000 2 ปีที่แล้ว

    Rate per head khub beshi.

  • @abhishekhaolader648
    @abhishekhaolader648 2 ปีที่แล้ว

    লাস্ট এপ্রিলে গেছিলাম, খাওয়া খুব খারাপ মানের। পাওয়ার কাট প্রবলেম ছিল। একজন কুক কাম ম্যানেজার তখন ছিল, খুব খারাপ ব্যবহার ও কথাবার্তা। ওনার ম্যাডাম তখন ছিলেন। উনি যথেষ্ট ভদ্র।

    • @Travholic
      @Travholic  2 ปีที่แล้ว +2

      এখনকার অভিজ্ঞতা ভাল। খাবারের মান খারাপ নয়...উন্নতি করেছে। নতুন ম‍্যানেজার রেখেছে। পাওয়ার কাট হয় নি আমাদের থাকাকালীন।