সব মনে রাখা হবে | অগ্নিঝরা বর্ষায় চব্বিশের জনযুদ্ধ | ProgressiveBAF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 18

  • @ProgressiveBAF
    @ProgressiveBAF  หลายเดือนก่อน +2

    সব মনে রাখা হবে
    আমির আজিজ-
    সব মনে রাখা হবে
    সব কিছু মনে রাখা হবে
    তোমার লাঠির কারনে, গুলির কারনে যত খুন হয়েছে আমাদের ভায়েদের বন্ধুদের
    তোমার লাঠির কারনে, গুলির কারনে যত খুন হয়েছে আমাদের ভায়েদের বন্ধুদের
    ওদের স্মরনে সব মনে রাখা হবে।
    সব কিছু মনে রাখা হবে।
    আর তুমি কালো কলমে মিথ্যা লেখবে
    আমরা জানি
    তুমি কালো কলমে মিথ্যা লেখবে
    আমরা জানি সেটা আমাদের রক্ত দিয়ে হলেও
    সত্য অবশ্যই লেখা হবে
    সব মনে রাখা হবে’
    সব কিছু মনে রাখা হবে’
    মোবাইল, টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে
    মোবাইল, টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে
    কালো আধার রাতে পুরো শহরকে নজরবন্দী করে
    অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে মেরে যাবে
    রাস্তায় আমাদের নিথর শরীর পড়ে থাকবে
    তবু তোমাদের ভিড়ে কেউ হাসিমুখে বুক চিতিয়ে দাড়িয়ে যাবে
    সব মনে রাখা হবে
    সব কিছু মনে রাখা হবে
    দিনদুপুরে সবার সামনে মিষ্টি কথায় ভুলিয়ে
    দিনদুপুরে সবার সামনে মিষ্টি কথায় ভুলিয়ে
    সব কিছু ঠিক আছে
    সব কিছু ঠিক আছে আমতা আমতা করে বলা
    রাত হতেই দাবী জানানো জনতার ওপর লাঠি গুলি চালানো
    আমাদের ওপর হামলা করে আমাদেরই হামলাকারী বানানো
    সব মনে রাখা হবে
    সব কিছু মনে রাখা হবে
    এটাও মনে রাখা হবে
    কিভাবে তুমি দেশ পরাধীন করার ষড়যন্ত্র করেছিলে
    এটাও মনে রাখা হবে
    কিভাবে তুমি দেশ পরাধীন করার ষড়যন্ত্র করেছিলে
    এটাও মনে রাখা হবে
    কিভাবে আমরা এদেশকে স্বাধীন রাখার স্বপ্ন দেখেছি
    আর যখনি কোন অনাচারের নাম আসবে তোমার নামই আসবে
    আর যখনি কোন অনাচারের নাম আসবে তোমার নামই আসবে
    আর যখনি কোন জীবনের গান বেজে উঠবে আসবে আমাদের নাম আসবে
    যে কিছু মানুষ ছিল
    যে কিছু মানুষ ছিল
    যারা কখনো দমে যায় নি
    বন্দুকে সামনে
    যে কিছুর মানুষ ছিল
    যারা কখনো বিক্রি হয়ে যায় নি
    তোমাদের কোষাগারের কাছে
    কিছু মানুষ ছিল
    যারা টিকে ছিল
    ঝড় তুফানের মাঝে
    কিছু মানুষ ছিল
    যারা বেচে ছিল
    তাদের মৃত্যু সংবাদ আসার পরেও
    এ চোখ পাতা মেলানো ভুলে যেতে পারে
    এ চোখ পাতা মেলানো ভুলে যেতে পারে
    এ দুনিয়ার ঘোরা বন্ধ হয়ে যেতে পারে
    কিন্তু আমাদের আমাদের মেলা ডানাগুলো
    আমাদের ভাঙ্গা গলার স্লোগানগুলো
    মনে রাখা হবে
    আর তুমি রাত লেখো
    তুমি রাত লেখো
    আমরা চাঁদ লিখব
    তুমি জেল লেখো
    আমরা দেয়ালে লিখব
    তুমি এফ আই আর করো
    আমরা তৈরী আছি লিখব
    তুমি আমাদের মেরে ফেলো
    তুমি আমাদের মেরে ফেলো
    আমরা ভুত হয়ে ফিরে এসে
    আমাদের মৃত্যুর সাক্ষী দেব
    তুমি আদালতে মিথ্যা এজাহার লেখো
    আমরা দেয়ালে ন্যায় লিখব
    বধিরও শুনবে এমন জোরে বলব
    অন্ধও দেখবে এমনভাবে লিখব
    অন্ধও দেখবে এমনভাবে লিখব
    তুমি কালো পল্ম লিখো
    তুমি কালো পল্ম লিখো
    আমরা লাল গোলাপ লিখব
    তুমি দুনিয়ায় অত্যাচার লিখো
    আমরা আকাশে স্বাধীনতা লিখব
    সব মনে রাখা হবে
    সব কিছু মনে রাখা হবে
    যাতে তোমাদের নামের ওপর
    অভিশাপ পাঠানো যেতে পারে
    যাতে তোমাদের নামের ওপর
    অভিশাপ পাঠানো যেতে পারে
    যাতে তোমাদের কবরের কালো এপিটাফের ওপর
    তোমাদের অত্যাচার লেখা যেতে পারে
    সব মনে রাখা হবে
    সব কিছু মনে রাখা হবে

  • @shamimbelkuchi4347
    @shamimbelkuchi4347 หลายเดือนก่อน +2

    অসাধারন কবিতা। একদম সময় উপযোগি

  • @RozinaYasmin2944
    @RozinaYasmin2944 หลายเดือนก่อน +2

    Heart touching ❤️
    "সব মনে রাখা হবে"

  • @akpath2.025
    @akpath2.025 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ সত্য তথ্যের জন্য ।

  • @theredoyan1079
    @theredoyan1079 หลายเดือนก่อน +1

    So emotional😓

  • @miahmohsin883
    @miahmohsin883 หลายเดือนก่อน +1

    সত্য জয় আসবেই

  • @Anime_Manias
    @Anime_Manias หลายเดือนก่อน +1

    সব মনে রাখা হবে

  • @user-kv2fl4tk9m
    @user-kv2fl4tk9m หลายเดือนก่อน +1

    আমরা তোমাদের ভুলবো না

  • @Bangladeshi_lover
    @Bangladeshi_lover หลายเดือนก่อน

    চমৎকার অসাধারণ ছন্দ কবিতা। মিথিলা আপু খুব চমৎকার করে পড়েছেন। মন দিয়ে শুনলাম। কলিজায় দাগ কেটে গেলো অন্তরে কাপন ধরে গেলো চোখের কোন থেকে আপন মনে পানি ঝরে পরলো। ইয়া আল্লাহ আপনি কখন গজব নাজিল করবেন ঐ পিশাচিনির উপর সেটা দেখার প্রহর গুণছি ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ

  • @medianet2788
    @medianet2788 หลายเดือนก่อน

    খুবই ❤❤❤সুন্দর ❤❤❤হয়েছে ❤❤❤বোন❤❤❤ খুবই সুন্দর হয়েছে

  • @redchilli.007
    @redchilli.007 หลายเดือนก่อน

    পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
    রক্ত লাল রক্ত লাল রক্ত লাল
    জোয়ার এসেছে জন-সমুদ্রে
    রক্ত লাল রক্ত লাল রক্ত লাল

  • @albertrashiti8905
    @albertrashiti8905 หลายเดือนก่อน

    sab kuch yad raka jaiga

  • @mujtabamorshed145
    @mujtabamorshed145 หลายเดือนก่อน

    That's an exquisite poem. Inqilab Zindabad.

  • @AwladHossain-gh6mr
    @AwladHossain-gh6mr หลายเดือนก่อน

    Enough is enough. Hasina step down.

  • @Dictator_Hasina
    @Dictator_Hasina หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @spandanbd
    @spandanbd หลายเดือนก่อน

    প্লিজ প্লিজ প্লিজ কেউ আমাকে বলবেন কোথায় আমি খাঁটি গোমূত্র পাব? যেটা খেলে, চোখের সামনে এমন একটা লেন্স লাগবে যেটা দিয়ে শুধু বাতাবি লেবুর বাম্পার ফলন দেখতে পাব, কোনো পিতা মাতা কিংবা ভাই বোন বা আত্মীয়ের কষ্ট দেখতে বা শুনতে পাব না। ইচ্ছে হচ্ছে লিখে দেই সাইনিং অফ, কিন্তু বিবেকের তাড়নায় সেটাও পারতেসিনা। আমিও কুকুর হতে চাই আমি কুকুর হতে চাই যাতে কষ্ট গুলি নিতে না হয়। এই কোটা যুদ্ধে শ্রেষ্ঠ বীর আবু সাঈদ কিংবা কিছু না বুঝে ছাদে উঠে পুলিশের অত্যাচারে নিহত ছোট্ট শিশুর মৃত্যুগুলি আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমিও কুকুর হতে চাই আমি কুকুর হতে চাই যাতে কষ্ট গুলি নিতে না হয়। কিন্তু না!!!! কষ্ট গুলোকে শক্তি বানিয়ে কতজন সঙ্গবদ্ধ টাইগার হয়ে বিদীর্ণ গর্জনে হায়নাগুলোর গুষ্টিকে তাড়িয়ে দিতে হবে। আমার এখানে সূর্যটা শুধু উঁকি দিচ্ছে, আলোটা ফিল করছি ডার্ক স্ক্রিনের ফাক দিয়ে জানালার পর্দা গলিয়ে, আবছা আলোটা আমি দেখতে পাচ্ছি। আকাশটা মেঘলা কিন্তু মেঘের ওপারে সূর্যটা কিন্তু ঝলমল করছে। শুধু একটু কষ্ট করে, হতাশাটা কাটিয়ে, পর্দাটা সরিয়ে দিতে হবে আমাকেই। মেঘ কেটে গেলে উজ্জ্বল সূর্যে ভিটামিন ডি'র স্বাদ নেব।