জেলা প্রশাসকের কার্যালয়ে দরখাস্ত দেওয়া হয়েছে ছয় মাস কিন্তু এখন পর্যন্ত কোন কিছুই করছেন না কতে দিন গুরবো। সচিবালয় বসিয়া আদেশ দেন কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে না এখানে টাকার খেলা শেষ হয় নাই।সব কাগজপত্র থাকার পর ও দখল করতে পারছি না। আইন আদালত বলতে কিছুই নেই।
স্যার আমি গত 11 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করেছিলাম। তবে সেখান থেকে আমাকে জানানো হয় যে উক্ত বিষয়ের কার্যক্রম এখনও শুরু করা হয়নি। এবং সেখান থেকে বলা হয় ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। সেমতো আমার করণীয় কি? আমাকে দয়া করে জানাবেন।
আপনি তো বেশিরভাগই বললেন সরকারি জমির সম্পর্কে। কিন্তু ব্যক্তিগত বা মালিকানা ভূমির কথা তো বললেন না। এই ব্যাপারে আমরা এসিল্যান্ড তারপর তারপর ইউ ও নো স্যার বরাবরে আবেদন দিয়েও আমাদের কাজ হয়নি। সঠিক দলিল বৈধ পর্চা খারিজ খাজনা দেখানোর পরেও বলেন যে আপনার জমি যদি অবৈধভাবে কেউ দখল করে থাকে তাহলে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করা আমাদের কাজ নয়। এটি কোর্টের কাজ। আপনি কি লেকচার নিয়ে আসছেন যে জেলা উপজেলার ডিসি এ কাজ করে দিবে। এটি সম্পূর্ণ ভুয়া কথা। যদিও বিধি প্রণয়নের কথা বললেও তারা বলে যে এখনও কার্যক্রম শুরু হয়নি। তাহলে এ আলোচনা শুনে আমাদের লাভ কি?
বেশি করে টাকা দিলে, এক জনের জমি দলিল অন্যকে লেখে দেয়
জেলা প্রশাসকের কার্যালয়ে দরখাস্ত দেওয়া হয়েছে ছয় মাস কিন্তু এখন পর্যন্ত কোন কিছুই করছেন না কতে দিন গুরবো। সচিবালয় বসিয়া আদেশ দেন কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে না এখানে টাকার খেলা শেষ হয় নাই।সব কাগজপত্র থাকার পর ও দখল করতে পারছি না। আইন আদালত বলতে কিছুই নেই।
আসসালামু আলাইকুম স্যার ঠিক কথা বলছেন
স্যার আমি গত 11 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করেছিলাম। তবে সেখান থেকে আমাকে জানানো হয় যে উক্ত বিষয়ের কার্যক্রম এখনও শুরু করা হয়নি। এবং সেখান থেকে বলা হয় ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। সেমতো আমার করণীয় কি? আমাকে দয়া করে জানাবেন।
Right
আমিন
বড় ভাই আমার জমিতে দখল করে নিয়েছে কিন্তু কাগজ পাতি ওদের নাই তারপর জোর করে দখল নিয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুর এসিলেণ্ড মুশফিকুর রহমান ভুমি দশুদের সাথে যোগসাজশে মামলা করিয়া জনগণের খতি করছে / সাবজ্জ থেকে সুপ্রিম কোর্টের আদেশ অবমুক্ত হয়েছে বিভাগীয় কমিশনার এ-র আদেশ পুনরায় সাবজ্জ কোটের খারিজের আদেশ অমান্য করে এসিলেণ্ড জেলা জর্জ আদালতে রিভিউ করে হেরে যায় তবুও খারিজ দিচ্ছে না সিরাজগঞ্জের শাহজাদপুর এসিলেণ্ড মুশফিকুর রহমান এই বাটপার
দখল নাই তাই এসিলেন্ড নামজারি কেটে দিয়েছে। তাহলে রেকর্ড এর কোন দাম নাই...?
আপনি তো বেশিরভাগই বললেন সরকারি জমির সম্পর্কে। কিন্তু ব্যক্তিগত বা মালিকানা ভূমির কথা তো বললেন না। এই ব্যাপারে আমরা এসিল্যান্ড তারপর তারপর ইউ ও নো স্যার বরাবরে আবেদন দিয়েও আমাদের কাজ হয়নি। সঠিক দলিল বৈধ পর্চা খারিজ খাজনা দেখানোর পরেও বলেন যে আপনার জমি যদি অবৈধভাবে কেউ দখল করে থাকে তাহলে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করা আমাদের কাজ নয়। এটি কোর্টের কাজ। আপনি কি লেকচার নিয়ে আসছেন যে জেলা উপজেলার ডিসি এ কাজ করে দিবে। এটি সম্পূর্ণ ভুয়া কথা। যদিও বিধি প্রণয়নের কথা বললেও তারা বলে যে এখনও কার্যক্রম শুরু হয়নি। তাহলে এ আলোচনা শুনে আমাদের লাভ কি?
যে কোন আইনই হোক না কেন সেটা শুধু সরকারের সুবিধার জন্য হয় না মানুষের জন্যই করে।
ভূমি অফিসে আমি বললে কয় কি পাতা সেরা
জনগণের জন্য কি করবে জনগন কি বাদ
স্থানীয় প্রশাসন বলতে কাকে বোজাচ্ছেন ?
আইনজীবী স্যার আপনারা যে ইউ টিউবে বক্তব্য দেন ভূমি অফিসে কার্য কর করে না
আমাদের জমি জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করে আছে, মানলা চলমান এবং দুইটা ডিক্রী ও পাইছি তবু দখল নিতে পারছি না, কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয়।
আমারও সমস্যা এরকম
ভাই আমার ছেলে নাই শুধু এক মেয়ে আমার দূই ভাই জমি বাটোয়ারা করতেছেনা আমি কি করবো
স্যার, DC এবং UNO সাহেবের কাছে অভিযোগ দাখিল করেছি কিন্তু এখনো কার্যকর করছে না এখন কি করবো
খোজ নেন
একই রেকর্ড আর কতো বাজাবেন,এসব ভূয়া খবর প্রচার করা বন্ধ করেন,আপনাদের কথা আর বাস্তবতার মধ্যে কোন মিল নেই,তাই দয়া করে এসব ভিডিও করা বাদ দেন,