রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে অবস্থায় আছো শুকরিয়া । না হলে সন্তুষ্ট আসবেনা মনে শান্তি আসবে না সুখও আসবে না এজন্য আমরা যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ
প্রতিটি মানুষ যদি আমরা নিজে নিজের কাছে প্রশ্ন করি, তাহলে হয়তো দেখা যাবে - যে আমরা এই চক্রেই ঘুরপাক খাচ্ছি।জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমরা এই চক্রের শেষটা খুঁজে পাবো না। (আসলেই কথাগুলো খুবই জীবন্ত। thank you sir, Yahia Amin)
আলহামদুলিল্লাহ ভালো কিছু জানতে পারলাম। হে আমার রব তুমি আমাকে লোভী করো না। তুমি যা আমাকে দিয়েছো তার ওপরে সন্তুষ্ট থাকতে পারি যেন সারা জীবন আমিন। হে আল্লাহ স্যারকে তুমি ভালো রেখ।
আলহামদুলিল্লাহ আজকের পোস্টটি দারুন ছিল স্যার ধন্যবাদ আপনাকে, জীবনকে নতুন করে জানলাম, আমাদের এই হায়াতের উদ্দেশ্য কি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন
এই প্রথম কোন লেকচার শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধতা নিয়ে শুনলাম, জানতাম অনেক কিছুই কিন্তু মেনে চলতাম না। সেই অনুভূতি এখন সবকিছু গভীরভাবে উপলব্ধি করে মেনে চলতে উৎসাহ দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি অনবরত আপনার পডকাস্ট শুনে যাচ্ছি আর নিজেকে নিয়ে ভাবছি। জীবনকে আরো গভীরভাবে ভাবতে শুরু করেছি। মহান আল্লাহ আপনাকে দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক, এবং পরকালে মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।
আসলে আমাদের আল্লাহ সুবহানাহু হুয়া তায়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিত । কারণ , আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন যদিও আমরা বুঝতে পারি না । স্যার আপনি বেশি বেশি আখেরাত ভিত্তিক আলোচনা করবেন। আল্লাহ আপনাকে পবিত্র জীবন দান করুন আমীন
কিছু বিষয় নিয়ে আমি এখন হতাশায় ডুবে আছি সারাদিন কোরআন তেলওয়াত আর আপনার কথা শুনেই কাটছে সময় গুলো। আমি ধৈর্য্য ধারন করে আছি নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের পক্ষে আছেন এটা আমি বিশ্বাস করি,কারন আমি অন্যায় করি নি।
আমরা দারিদ্র্যতার মাঝে সচ্ছলতাকে দেখতে পাই না। আর সচ্ছলতার মাঝে দারিদ্র্যতাকে দেখি না। অসাধারণ। মন থেকে দোয়া করছি ভাই আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সুস্থ রাখুক সবসময়। আপনার কাছ থেকে আরো অনেক মিনিংফুল ভিডিও পাবার আশা রাখছি ভাই।
সালামুআলাইকুম স্যার, মনমুগ্ধ হয়ে শুনলাম, প্রত্যেকটা কথা নিয়ে ভাবলাম আর বাস্তবতাটাকে মিলালাম একদম কাটায় কাটায় মিলে গেল। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। আপনার জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিক। কেমন জানি বস্তুবাদী আর ভোগবাদী হয়ে গেছি সবাই আমরা ।
অসাধারণ আলোচনা। সূরা তাকসুর এবং এর আলোকে বাস্তব জীবনে আমাদের করনীয়। আজকের সকালটা শুরু হলো আপনার এতো সুন্দর একটা ভিডিও দেখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া আপনার জন্য।
Thanks Yahia Amin Bhai. From my elementary to tartiary journey i could remember very few teachers who helped me in learning and chainging my perceptions, you were that one who is only from online, as we never meet. May Allah bless you. I ask to Allah that he must increase YOUR knowledge and wisdom that can get out multi dimensional thoughts that creat sense to people. Jazak Allah
শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন, না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!" রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। It's boys life, নিজের কষ্ট-যন্ত্রনা একান্তই নিজের, আসলে দিন শেষে আমরা সবাই একা!💔😅
রিজিকের মালিক অবশ্যই অাল্লাহ,,,, এবং,,,,, তিনিই বলেছেন কষ্টের পরেই কেবলমাত্র সুখের সন্ধান পাওয়া যায়,,,,, পরিশ্রম করতে হবে এবং নিজের খাবার নিজেকে যোগার করতে হবে তবে অবশ্যই অাল্লাহর উপর ভরসা রেখে
MashaAllah ❤️ Excellent speech. I hope it's make to change our life.we will realize what our exact aim..we should reduce our unnecessary demand & always be happy with present situation... Thank you so much sir for your most valuable words ❣️
আপনি যা করতেছেন এর জন্য আল্লাহ আপনাকে অনেক অনেক উত্তম প্রতিদান দিক আপনি আমার কাছে"Jordan Peterson" থেকেও সুন্দর আল্লাহ আপনাকে পৃথিবীর অনেক আগে নিয়ে যাক জেন আপনি আল্লাহ এর পথে সকল কে ডাকতে পারেন আপনার দারা সকলে উপকৃত হক।
Sir, excellent explanation of the first two verses of Surah At-Takasur.May ALLAH bless you with more in-depth knowledge & help you to serve people with that resource.
Try to learn, what Quran want to teach us not what we want to learn & be very aware of philosophers those who use Quran as supporting role of their own teachings .
আপনার নিয়মিত ভিউয়ার ,,, আপনার থেকে অনেক কিছু জেনেছি! আমি ছোট বেলা থেকেই একটু উৎসাহী প্রকৃতির। তো মনে এত এত প্রশ্ন আর প্রশ্নগুলো প্রচলিত ধারার বাহিরে হওয়ায় আলোর মুখ দেখেনি কখনো। আপনার মাধ্যমে আল্লাহ আমার চিন্তাশীলতা আরো বাড়িয়ে দিয়েছেন। নিজের ভাবনায় দৃড়তা আনতে পেরছি। সিন্ধান্ত মন খুলে নিতে পারতেছি। আমিও চাই আমার ভালো চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে💖 ইনশাআল্লাহ 💖
এত সুন্দর করে কোরআন থেকে রেফারেন্স দিয়ে বুঝিয়েছেন এক কথায় অসাধারণ। আল্লাহ আপনার জ্ঞান কে আরো বাড়িয়ে দিক।
Amin
❤️
আমিন
@a
🤲
কথাগুলো বাস্তব ও গুরুত্বপূর্ণ। নিরন্তর শুভকামনা থাকলো।
আল্লাহ যেই ভাবে রাখে, সব সময় শুকরিয়া আদায় করা উত্তম।
Right
আমিন সুম্মা আমিন
স্যার, আপনার কথা মনকে টানে। দীর্ঘায়ু হোক আপনার। 💝
বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে শুনলাম।এবং একরকম তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করে দিক।
আমীন ছুম্মা আমীন
Taka ar taka
Ameen
কথা ঠিক আছে।টাকা বিভিন্ন প্রয়োজনে লাগে । অভাবে.....
Ameen ....
একটা মানুষ এতটা সুন্দর করে বুঝতে পারে ধর্য্যের সাথে পুরো ভিডিওটা না দেখলে বুঝতাম না
এক কথায় অসাধারণ ❤️
আল্লাহ্ আপনার মেধা চিন্তাশক্তি আরো বৃদ্ধি করে দেক & মানুষ কে এর মাধ্যমে আরো দাওয়াহ & ভালো কাজের দিকে আহবান করতে পারেন।
আমীন।
চোখ দিয়ে পানি চলে আসলো।
আল্লাহ আমাদের শোকরকারীদের অন্তর্ভুক্ত করুন।
allahumma aameen
এইযুগের সাথে খুব বেশীই মিনিংফুল ভিডিও,দুয়া করি যেন মানুষের এই দৃষ্টিকোণ পরিবর্তন হয়, আল্লাহ যেন সবাইকে সঠিক জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেন।
Allah apnar somman bariye dik
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে অবস্থায় আছো শুকরিয়া । না হলে সন্তুষ্ট আসবেনা মনে শান্তি আসবে না সুখও আসবে না এজন্য আমরা যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ
Allhamdulillah
এত সুন্দর আলোচনা মাসাআল্লাহ
এক কথায় অসাধারণ। আল্লাহ তায়ালা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তাওফীক দান করুন। আমীন
ইসলাম শান্তির ধর্ম। সুখ ক্ষণিকের, শান্তি সবসময় থাকে। আমাদের শান্তির সন্ধান করতে হবে।
অল্পতে সন্তুষ্টি থাকতে পারলে 'আলহামদুলিল্লাহ' যথেষ্ট।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বক্তব্য।আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।
প্রতিটি মানুষ যদি আমরা নিজে নিজের কাছে প্রশ্ন করি, তাহলে হয়তো দেখা যাবে - যে আমরা এই চক্রেই ঘুরপাক খাচ্ছি।জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমরা এই চক্রের শেষটা খুঁজে পাবো না। (আসলেই কথাগুলো খুবই জীবন্ত। thank you sir, Yahia Amin)
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক. কথা গুলা শুনলে মনে অনেক প্রশান্তি আসে।
মা'শা আল্লাহ🤍🤍🤍
আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু দান করুন।
আমীন🤲
মুগ্ধ হয়ে গেলাম। মহান আল্লাহতালা আপনাকে নেক হায়াত দান করুন
আলহামদুলিল্লাহ
ভালো কিছু জানতে পারলাম। হে আমার রব তুমি আমাকে লোভী করো না। তুমি যা আমাকে দিয়েছো তার ওপরে সন্তুষ্ট থাকতে পারি যেন সারা জীবন আমিন।
হে আল্লাহ স্যারকে তুমি ভালো রেখ।
Al hamdu lillah, khub bhalo speech and learned many in life...may Allah bless you to teach us more....
আসসালামু আলাইকুম স্যার আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং অনেক কিছু উপলব্ধি করি!
(ভিডিওতে রিংটোন না ব্যাবহার করাই ভালো) জাযাকাল্লাহ ।
Thanks for Your Advice
নদীর পথ ধরে চললে সাগরের সন্ধান পাওয়া যায় আর পবিত্র কুরআন এর পথে চললে আল্লাহ`কে পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ আজকের পোস্টটি দারুন ছিল স্যার ধন্যবাদ আপনাকে, জীবনকে নতুন করে জানলাম, আমাদের এই হায়াতের উদ্দেশ্য কি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন
এই প্রথম কোন লেকচার শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধতা নিয়ে শুনলাম, জানতাম অনেক কিছুই কিন্তু মেনে চলতাম না। সেই অনুভূতি এখন সবকিছু গভীরভাবে উপলব্ধি করে মেনে চলতে উৎসাহ দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ।
মাশা-আল্লাহ
আলহামদুলিল্লাহ
খুব চমৎকার অন্তর নরম হয়ে গেলো।
বাস্তবতার সাথে কুরআন রিলেট করা। অসাধারণ ভাইয়া 💚
আপনার প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি অনবরত আপনার পডকাস্ট শুনে যাচ্ছি আর নিজেকে নিয়ে ভাবছি। জীবনকে আরো গভীরভাবে ভাবতে শুরু করেছি। মহান আল্লাহ আপনাকে দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক, এবং পরকালে মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।
Thanks for the inspiration
আপনার কথা গুলো খুব ভালো লাগে
মাশা আল্লাহ। চমৎকার একটা আলোচনা।
আসলে আমাদের আল্লাহ সুবহানাহু হুয়া তায়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিত । কারণ , আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন যদিও আমরা বুঝতে পারি না । স্যার আপনি বেশি বেশি আখেরাত ভিত্তিক আলোচনা করবেন। আল্লাহ আপনাকে পবিত্র জীবন দান করুন আমীন
কিছু বিষয় নিয়ে আমি এখন হতাশায় ডুবে আছি সারাদিন কোরআন তেলওয়াত আর আপনার কথা শুনেই কাটছে সময় গুলো।
আমি ধৈর্য্য ধারন করে আছি নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের পক্ষে আছেন এটা আমি বিশ্বাস করি,কারন আমি অন্যায় করি নি।
অবশ্য ই , আল্লাহ আপনার ভালো করবেন ।
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভাই।
আমরা দারিদ্র্যতার মাঝে সচ্ছলতাকে দেখতে পাই না। আর সচ্ছলতার মাঝে দারিদ্র্যতাকে দেখি না। অসাধারণ। মন থেকে দোয়া করছি ভাই আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সুস্থ রাখুক সবসময়। আপনার কাছ থেকে আরো অনেক মিনিংফুল ভিডিও পাবার আশা রাখছি ভাই।
আসসালামু আলাইকুম আমিন ভাই। খুব প্রচলিত একটি গল্প শুধু আপনার বলার ধরনের কারনে অসাধারণ হয়ে গেলো। আল্লাহ আপনার সহায় হোন। আমিন।
background music ta just great cilo🎉🎉
মাশাল্লাহ যতই আপনার আলোচনা শুনি ততই মুগ্ধ হই
সালামুআলাইকুম স্যার, মনমুগ্ধ হয়ে শুনলাম, প্রত্যেকটা কথা নিয়ে ভাবলাম আর বাস্তবতাটাকে মিলালাম একদম কাটায় কাটায় মিলে গেল। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। আপনার জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিক। কেমন জানি বস্তুবাদী আর ভোগবাদী হয়ে গেছি সবাই আমরা ।
আল্লাহ আপনার জ্ঞান কে আরো বাড়িয়ে দিক। Sir
চমৎকার আলোচনা স্যার আমরা ভাববাদ এ যেদিন বিশ্বাস করবো এবং spiritual knowledge অর্জন করতে পারলেই ইনশাআল্লাহ জীবন টা সুন্দর হবে।
MASHA ALLAH ❤❤
আল্লাহ আপনাকে দ্বিনের জন্য জ্ঞান আরও বাড়িয়ে দিক।
জীবনে একটু প্রশান্তি এইটাই চাওয়া থাকে।স্বার্থের ছাড়াও কিছু সম্পর্ক থাকা খুব প্রয়োজন জীবনকে সুন্দর করতে চাইলে।
অসাধারণ আলোচনা।
সূরা তাকসুর এবং এর আলোকে বাস্তব জীবনে আমাদের করনীয়।
আজকের সকালটা শুরু হলো আপনার এতো সুন্দর একটা ভিডিও দেখে।
আলহামদুলিল্লাহ,
অনেক অনেক দোয়া আপনার জন্য।
ALLAH- apnar ei nek kajer jonno Jannatul Furdaous dan korun. Ameen
I saw your lecture 1st time today. It's life changing advice. Everyone should listen your lecture at least once.
Glad you liked it
একটা মুগ্ধতা কাজ করে আপনার ভিডিও গুলো দেখে।
Moral : Understand your resources & capacity 🙌🏼
Great piece of advice 👌🏼
Thanks Doctor ❤️
এত সহজ সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ স্যার।
মানুষ বুঝেও বোঝেনা।জানার পরেও বুঝতে চায়না।নিশ্চই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে🙁
Ma sha Allah. এই প্রথম কোনো Influencer এর প্রতি interest কাজ করলো।
রবীন্দ্রনাথের সোনার তরীর কথা মনে পড়লো, 😇
জাজাকাল্লাহ খাইর এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
আমরা সফল হতে চায় সুখি হওয়ার জন্য, সফল হতে যেয়ে সুখি হওয়া ভূলে যায়।
আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ আপনাকে উত্তম জাজা ধান করুন
Alhumdulilah! a clip from purify course ❤️ A tremendous course. All are invited to enroll the course....
অত্যান্ত সুন্দর করে উপস্থাপন করে বুজিয়েছেন ধন্যবাদ,
Thanks for watching
,সুন্দর ও সঠিক জীবনদর্শন।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন। জাযাকাল্লাহ খাইরান ভাইজান।
হে অভিজ্ঞতার আধার - কতো বাস্তবতা আটিয়েছো তোমার মগজ আধারে ঠেসে ঠেসে,
তাইতো বিলাচ্ছো মানুষের মাঝে - যাতে শূন্য আধার পূর্ণ হয় তব দেয়া অমূল্য রত্ন সুরাবেসে।
সকলের জীবন-যন্ত্রণা দুর করে
সুখে জীবন উঠুক ভরে, শীতল মনের
ছায়া তলে,
স্বজন -সুজন সবে মিলে
ভালোবাসায় সমান হলে
তারেই বলে সুখী জীবন।
জাজাকাল্লাহ
Copeid ❤
🥺🥀জায়গা গুলো অনেক সুন্দর তার সাথে আপনার মুল্যেবান কথা জিবনে চলার পথে ইন শা আল্লাহ মনে রাখবো সব সময়🖤😊
অনেক ধন্যবাদ স্যার, অনেক ভলো লাগে মূল্যবান কথাগুলো। ভালোবাসা রইল আপনার জন্য ❤❤💖 ।
Many Thanks
আসসালামু আলাইকুম স্যার! মিউজিক ছাড়া কি কিছুই হয়না? আপনার কথাগুলোর ঔজ্জ্বল্য হারিয়ে যায়! চমৎকার এই কথাগুলো যেন ম্লান!
Thanks Yahia Amin Bhai.
From my elementary to tartiary journey i could remember very few teachers who helped me in learning and chainging my perceptions, you were that one who is only from online, as we never meet.
May Allah bless you.
I ask to Allah that he must increase YOUR knowledge and wisdom that can get out multi dimensional thoughts that creat sense to people.
Jazak Allah
খুব সুন্দর লাগলো আপনার podcast টি।
ভালোবাসা রইলো এপার বাংলা থেকে।
So nice of you
May Allah guide you to correct path...
We should ask for Barakah in the resources we have rather than asking for more wealth.
May Allah SWT guide us all
অনেক সুন্দর কথা বলেছেন যা শুনে নিজের লোভ টাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। Manny manny thanks for you.....❤❤❤
জীবনে সবসময় সন্তুষ্ট থাকা উচিৎ।
Alhamdulillah very knowledgeable speaking May Allah reward you brother
ইউটিউব প্রয়োজন এই ধরনের ভিডিও দেখার জন্য।
আলহামদুলিল্লাহ,,
আলহামদুলিল্লাহ,,
আলহামদুলিল্লাহ,,,,
শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন, না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!"
রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।
It's boys life,
নিজের কষ্ট-যন্ত্রনা একান্তই নিজের, আসলে দিন শেষে আমরা সবাই একা!💔😅
Right
রিজিকের মালিক অবশ্যই অাল্লাহ,,,, এবং,,,,, তিনিই বলেছেন কষ্টের পরেই কেবলমাত্র সুখের সন্ধান পাওয়া যায়,,,,, পরিশ্রম করতে হবে এবং নিজের খাবার নিজেকে যোগার করতে হবে তবে অবশ্যই অাল্লাহর উপর ভরসা রেখে
Nicely said!
Sir Apni khubi usefull kotha bolen
এতো ভালো লাগতেছিলো কথাগুলো । ভিডিওটা শেষ হলো কেন?🥺
Assalamualaikum, sir.. apni sotti e akjon valo manus.
Olaikum Assalam
Well advice,Really helpful for society 💘👍
Glad you liked it
Masah Allah
Allah apnk uttom protidan dan korun dunia o akhirate
মিউজিক এর সাউন্ড কম রাখলে ভাল হয়।
Please stop music
আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে শুনলাম আর নিজের ভুলগুলো বুঝতে পারলাম ধন্যবাদ প্রিয় Doctors
ভাই, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভলিউম আর আপনার ভয়েসের এর রেশিও একটু কম-বেশি হয়ে গেছে।
তবে বরাবরেই মতই শিক্ষণীয় ভিডিও।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
MashaAllah ❤️ Excellent speech. I hope it's make to change our life.we will realize what our exact aim..we should reduce our unnecessary demand & always be happy with present situation... Thank you so much sir for your most valuable words ❣️
My pleasure
সত্যি অসাধারণ বক্তব্য। নিজেকে সামলানো যায়
Priceless advice sir❤️
Always follow your podcast & other videos🥰
So nice of you
আপনি যা করতেছেন এর জন্য আল্লাহ আপনাকে অনেক অনেক উত্তম প্রতিদান দিক আপনি আমার কাছে"Jordan Peterson" থেকেও সুন্দর আল্লাহ আপনাকে পৃথিবীর অনেক আগে নিয়ে যাক জেন আপনি আল্লাহ এর পথে সকল কে ডাকতে পারেন আপনার দারা সকলে উপকৃত হক।
Learnings: We get distracted and forgotten our purposes by diving to inhance our resources...
Resources may be wealth, trustworthiness, fame etc...
Ma-shaa-allah onek shundor kotha 🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹
Sir, excellent explanation of the first two verses of Surah At-Takasur.May ALLAH bless you with more in-depth knowledge & help you to serve people with that resource.
Thanks for watching
Try to learn, what Quran want to teach us not what we want to learn & be very aware of philosophers those who use Quran as supporting role of their own teachings .
সত্যিই আপনি জিনিয়াস আরপার কথা গুলো আল্লাহ অনেক দামি করছে মানুষ কে আকর্ষণ করে
আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন।
জাযাক আল্লাহু খায়রান।
আপনার সুন্দর কথাগুলো থেকে,অনেক কিছু অনুধাবন করলাম
Perfect sound design!
but it should be bit less vol.
not that much but lil bit :)
btw perfect vid as always ❤️✨
শুকরিয়া,,,, আলহামদুলিল্লাহ,, অনেক
সুন্দর,,,ওগুরুত্ব,,, পূর্ণ,,,বাণী,,,
Balance your mind & soul.
আল্লাহ মহান আমরা সবাই আল্লাহর আদেশ নিশেদ মেনে ঢলব ইন্শাআল্লাহ ।আল্লাহর আদেশ নিশেদ মেনে চলতে হলে আল্লাহর বানী আলকোরআন ও হাদিস পড়তে হবে আমরা পড়ব ইন্শাআল্লাহ ।
গৌতম বুদ্ধ এইজন্যই বলেছেন তৃষ্ণা ক্ষয় করতে,তৃষ্ণা ক্ষয় করতে পারলেই মানব জীবনের পরিপূর্ণ স্বাদ লাভ করা যায়।
আপনার নিয়মিত ভিউয়ার ,,, আপনার থেকে অনেক কিছু জেনেছি! আমি ছোট বেলা থেকেই একটু উৎসাহী প্রকৃতির। তো মনে এত এত প্রশ্ন আর প্রশ্নগুলো প্রচলিত ধারার বাহিরে হওয়ায় আলোর মুখ দেখেনি কখনো। আপনার মাধ্যমে আল্লাহ আমার চিন্তাশীলতা আরো বাড়িয়ে দিয়েছেন। নিজের ভাবনায় দৃড়তা আনতে পেরছি। সিন্ধান্ত মন খুলে নিতে পারতেছি।
আমিও চাই আমার ভালো চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে💖 ইনশাআল্লাহ 💖
Many Thanks
আল্লাহ্ তুমি আমাদের ক্ষমা করো ।আমিন ইয়া রব্বীল আলামিন
মাশা আল্লাহ ❤ খুব চমৎকার
In my opinion, Back ground music na rakhle better hoy, kichu kichu somoy sound quality karap hoy
may be,bgm er volume kome dile better hoy
BG music are extremely important.
but it should be -12db (anyone find this option on editing software)
এই ভিডিওর Background মিউজিক টা বেশি লাউড হয়ে গেছে। অসাধারণ একটা নিউজ ছিলো আপনার কথায়।