অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে আপনারা দীর্ঘদিন এই মহামূল্যবান বাণী সমৃদ্ধ ভিডিওটি দেখে যাচ্ছেনI বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন যার অধিকাংশই শুকরিয়া জ্ঞাপনকারি। কোন কোন সতর্ক শ্রবণকারী জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাবার বিষয়টি নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। এটি একটি প্রাচীন এবং প্রাগৈতিহাসিক dispute. আপনারা নিজেরাই জানেন এ বিষয়ে ইসলামী স্কলারগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কোনটি কতটুকু সত্য। কিন্তু আমাদের প্রচেষ্টায় কোন অসৎ ইচ্ছা নেই। আপনারা পুরো বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আশা করি সবাই আমরা লাভবান হব। যিনি এটিকে বাদ দিতে চান তিনি বাদ দিবেন, যিনি বিষয়টিকে সহজ ভাবে গ্রহণ করতে চান তিনি গ্রহণ করবেন। তবে আমাদের পক্ষ থেকে আমরা এ সংক্রান্ত কিছু ব্যাখ্যা দিচ্ছি। আশা করি এ বিষয়ে আর কেউ কোন প্রশ্ন তুলবেন না। 1. হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ, হযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, ইলিম অর্জনের জন্য সদূর চীন দেশ হলেও যাও, কেননা ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।” [দলীলঃ আল জামিউছ ছগীর লিস সূয়ুুতি ১ম খন্ড ১৬৮ পৃষ্ঠা-হাদীস শরীফ নং ১১১০, শুয়াবুল ঈমান লি বায়হাকী ২য় খন্ড ২৫৪ পৃষ্ঠা, হাদীস শরীফ নং ১৬৬৩,তারিখে বাগদাদ ৭/৩৬৪ ,কানযুল উম্মাল ১০/১৩৮, ২৮৬৯৭] উক্ত পবিত্র হাদীস শরীফ সর্ম্পকে আল্লামা হযরত মানাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, “উক্ত হাদীস শরীফ উনার সনদ সহীহ নয়।” [ফয়যুল কাদির ১ম খন্ড ৫৪৩ পৃষ্ঠা] জানার বিষয় হচ্ছে, হাদীস শরীফ উনার বিষয়ে কোন ইমামগন যখন বলেন, “উহা সহীহ নয় তারমানে কিন্তু উক্ত হাদীস শরীফ মুওদ্বু অথবা বানোয়াট বুঝায় না, বরং উক্ত হাদীস শরীফ হাসান শ্রেনীর হওয়ার বিষয়টিই নির্দেশ করে।” [দলীলঃ আসসারুল মরফুয়া ১/৩৪৯ পৃষ্ঠা, তাযকিরাতুল মাওদ্বুয়াত ৭৫, কাশফুল খফা ১/২৫৬-হাদীস ৯০৮, মাকাসিদুল হাসানা ১২১ পৃষ্ঠা] কারন সহীহ স্তরের পর হাসান স্তর তারপর দ্বয়ীফ স্তর। সূতরাং সহীহ না হলে পরবর্তী স্তর হাসানই হবে। সূতরাং উছূল অনুযায়ী উক্ত হাদীস শরীফ সর্ম্পকে ইমাম মানাবী রহমতুল্লাহি আলাইহি বক্তব্য দ্বারা বোঝা যায় হাদীস শরীফ খানার সনদ হাসান সহীহ, যা পবিত্র শরীয়ত এর অকাট্য দলীল হিসাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ। 2. মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.) মানুষকে জ্ঞান অর্জনের জন্য অনেক তাগিদ দিয়েছেন। কুরআন, হাদীস, ও সীরাত গ্রন্থগুলোতে তার বহু প্রমাণ রয়েছে। এগুলোর উপস্থাপন এ উত্তরের বিষয়বস্তু বহির্ভূত। হাদীস গ্রহনের ক্ষেত্রে এর বিশুদ্ধতা নিরুপন খুব জরুরী। উল্লেখিত হাদীসটি বিশুদ্ধতার মানদন্ডে উত্তির্ণ নয়। যারা হাদীস নিয়ে কিছুটা পড়াশুনা করেন তারা গত শতাব্দীর শ্রেষ্ঠ হাদীস বিশারদ আল্লামা নাসিরুদ্দীন আল-আলবানীর কথা জানেন। অন্যান্য হাদীস বিশারদদের মতো তিঁনিও এ হাদীসটিকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ এটি রাসূল সা. এর উক্তি বলে প্রমাণিত নয়। রাসূল সা. এর যে কথাটি জ্ঞান অর্জনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে তা হলো, "জ্ঞান অর্জন প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরজ" (ইবনে মাজাহ)। ইসলামি শরিয়াতে ফরজ মানে হলো- বাধ্যতামূলক। সম্ভবত এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিছু বলা সম্ভব নয়। এ হাদীসটি সহিহ। 3. আরবীতে বাক্যটি ব্যাপকভাবে হাদীস হিসাবে বলা হয়ে থাকে। প্রকৃত পক্ষে এটি পরবর্তী কারো বাণী। তবে সন্দেহ নেই যে, বক্তব্যটি সঠিক ও বাস্তবসম্মত। ইলমে দ্বীন হাসিলের জন্য যত দূরের সফরই হোক, তাওফীক হলে করা উচিত। ইলম অন্বেষণে কখনো মেহনত-মুজাহাদকে ভয় পাওয়া উচিত নয়। তদ্রূপ পার্থিব জীবনে প্রয়োজনীয় শিল্প ও বিদ্যা শিক্ষার জন্যও দূর দূরান্তে সফর করা জায়েয; বরং তা একটি পর্যায় পর্যন্ত কাম্যও বটে। এই সকল কিছু স্বস্থানে বিদ্যমান আছে এবং শরীয়তের বিভিন্ন দলীল দ্বারা তা প্রমাণিত। কিন্তু আমাদের আলোচ্য বাক্যটি হাদীস নয়। যদিও তা হাদীস হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সনদে আবু ‘আতিবা তরীফ ইবনে সুলায়মান নামক একজন রাবী আছে যে হাদীস শাস্ত্রের ইমামগণের দৃষ্টিতে মতারূক (পরিত্যক্ত)। তাকে হাদীস জাল করার অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। রিজাল ও রেওয়ায়েত-শাস্ত্রের বিখ্যাত ইমাম আবু জা’ফর উকাইলী লেখেন- (আরবী) -আয-যুআফাউল কাবীর, উকাইলী ২/২৩০; কিতাবুল মাজরূহীন, ইবনে হিব্বান ১/৩৮২; মিযানুল ইতিদাল ২/২৫৮; আলমুনতাখাব মিনাল ইলাল লিল-খাল্লাল ইবনে কুদামাহ পৃ. ১২৯-১৩০; আলমাকাসিদুল হাসানাহ, সাখাভী পৃ. ১২১I
মাসা-আল্লাহ এই ঐতিহাসিক বিদায় হজ্জ এর ভাষন শুনলে আমার কান্না চলে আসে.আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাই আমার মহান রবের কাছে, আমি মুসলিম এবং শেষ নবীর উম্মাহ হতে পেরে আর আমি নামাজ পড়ে আল্লাহ এর চাই ঈমানের সাথে আমাকে যেন আল্লাহ মৃত্যু দান করেন আমিন আমিন আমিন আল্লাহুম্মা সুম্মা আমিন 😪😪😪
আরও একটি কথা যোগ করতে হবে সেটা হলো আমি তোমাদের মাঝে দুইটি ভারী বস্তু রেখে গেলাম এই দুটি বস্তু আকরে ধরলে কখনো পথবসতু হবে না একটি হলো কুরান ও সুননা আর একটি হলো আমার আহলে বাইয়ত,
Alhamdulillah.ami o asha Kari mittur ag pajonto Nabi s.a.w.s . Sunnat ke akre dhare thakbo inshaallah. Allah amader sabai ke Nabi s.a .w s .bidai hajer nirdesh motabek jibon japon karar tohfik Dan Karo amin
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখ আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩। ভন্ডামি বাদ দিন।
কতৈই না ভাগ্যবান ঐ ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাঃ এর কাছ থেকে সরাসরি বিদায় হজের মূল্যবান ভাষণ শুনতে পেয়েছে । আল্লাহ আমি ছাড়া এই পৃথিবীতে তোমার বান্দার কোনো অভাব নেই কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো রব নাই তোমার বন্ধুর অচূলায় তোমার বন্ধু এতিম গোনাগার সকল উম্মত কে সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করে ইসলামীক হেদায়েত দান করিও
আল্লাহ ভরসা, আল্লাহ আপনি আমাকে,আমার বাবা,মা কে ও তামাম দুনিয়ার মানুষকে যারা জীবিত আছে তাদের কে হায়াতে তৈয়বা দান কর,আর যারা মৃত তাদের কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন আমিন।
হজরত মুহাম্মদ(সা:) বিদায় হজের ভাষন একটি পরিপূর্ণ ইসলামী জীবনের দিক নির্দেশনা প্রদান। যে ভাষন সর্বকালের সেরা ভাষন হিসেবে পরিগণিত হয়েছে। আমার রসুল মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাম ও দরুদ পেশ করছি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি।হে আল্লাহ আমি যেন মৃত্যুর সময় এই কালিমাটা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা গর্বিত এই জন্য যে,,,,আমরা ঐ নবীর উম্মত,,,, যিনি এই মানব কুলের ও নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল।।। হে আল্লাহ তুমি আমাদের ও আমাদের বাবা মায়ের সকল গুনাহ মাফ করে দিও।আমিন।।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হে আল্লাহ যারা তোমাকে সন্তষ্টির উদ্দেশ্য হজ্জে গিয়েছে তাদের হজ্জ কবুল করুন, আমরা যারা যাইতে পারি না জীবনে একবার হলেও আমাদেরকে হজ্জ করার তাওফিক দান করুন আমিন?? আল্লাহ আমাদের সকল কে ইসলামের পথে চলার তাওফিক দান করুন আমিন!!
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এভাবেই ইসলামের ধর্মীয় কোরআন, হাদিস এর অনুষ্ঠান গুলো দেখা ও শুনার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদেরকে ইহকাল পরকালের কল্যাণ দান করুন। আমিন, আমিন, ছুম্মা আমিন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩। ভন্ডামি বাদ দিন।
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমীন। বিদায় হজ্বের ভাষণ শুনে জীবন ধন্য হয়ে গেছে। মনে হয় এই ভাষণ লক্ষ কোটি বার শুনি।এই ভাষণ সমগ্র বিশ্বের সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণ আমার প্রাণ প্রিয় নবীজির ভাষণ মাশাআল্লাহ! ইয়া আল্লাহ পাক আপনার পবিত্র কুরআন মাজিদ এবং আপনার প্রিয় হাবীবের রেখে যাওয়া সুন্নার তরিকা অনুযায়ী আমরা যেন আগামী দিনের পথ চলতে পারি।হে আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে কবুল করে নিন। আমীন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩। ভন্ডামি বাদ দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, সত্যি সত্যি সত্যি এই পর্যন্ত যত ভাষণ শুনেছি পড়েছি তার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী আমার প্রাণের নবী হযরত মোহাম্মদ সাঃ এর বিদায় হজ্জের ভাষণ সবচেয়ে বেশি ভাল লাগে বেশি ভাল লাগে বেশি ভাল লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
বিদায়ী ভাষণ শুনে আমি খুবই শান্তি পেলাম,আর মনে হয় যেন এই ভাষণ টা।মৃত্যুর আগে প্রজনত শুনি।হে আল্লাহ পাক আমরা আপনার পাপি বান্দা ,আপনার নামের অসীলা করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন।আমিন।আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।কে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কোটি কোটি সালাম।
আলহামদুলিল্লাহ্ সমস্ত নর নারী মুসলিমদের কে নিজে ও তার ওরস সন্তানদের কে শুনাতে হবে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহ এর প্রতি সবাইকে কবুল করতে হবে আমল করত হবে ইনশাআল্লাহ
বিদায় হজ্জের ভাষণের অনুপ্রাণিত হয়ে আমরা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারবো এবং সুন্দর ইসলামিক জীবন গড়তে পারবো। আল্লাহ তা'আলা বিদায় হজ্জের ভাষণের মর্ম সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখ আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩। ভন্ডামি বাদ দিন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। আমার মনের সার্বক্ষণিক জাগে সকল মুসলমান এই ভাষণটি শুনুন আল্লাহ সকলকে হেদায়েত দান করুক আমিন।
হে রাসুল সঃ আপনার উম্মত হতে পেরে আমি ধন্য আমি গর্বিত যে আমি হযরত মুহাম্মদ সঃ এর উম্মাত হতে পেরেছি আপনাকে রিদয়ের অন্তস্থল থেকে জানাই লক্ষ কোঠি শুকরিয়া ও অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা জানাই হে প্রীয় নবী সঃ আপনি মায়ার নবী দয়াল নবী রহমতের কান্ডারি সাঈয়্যেদুল মুরছালিন রহমাতুল্লিল আলামিন ইয়া হাবিবুল্লা আপনাকে লক্ষ কোঠি সালাম আমি অধম পাপি উম্মাত হে আল্লাহ্ তোমার হাবিবের উসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহ্........ইয়া রহমানুর রাহিম..........ইয়া রব আমি তোমার পাপি বান্দা দয়া করে আমারে মাফ করে দাও হে সারা জাহানের দয়াময় মালীক আল্লাহ্ আমীন ছুম্মা আমিন
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩। ভন্ডামি বাদ দিন।
আমাদের নবী মোহাম্মদ সাঃ জাবালে রহমত নামক পাহাড়ে দাড়িয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্য ভাষণ দেন।,, অনেক আগে পড়েছিলাম এই কথা গুলো পঞ্চম শ্রেণীতে থাকা কালে।
প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ ছিল অনবদ্য ❤ মূলত এটাই মানবেতিহাসের ম্যাগনাকার্টা ⭐⭐⭐ নবীজির জীবন সায়াহ্নের এই ভাষণ মানব ইতিহাসে অতুলনীয় অবিস্মরনীয় এবং জীবন চলার পথের সুস্পষ্ট এক আলোর দিশা 🌄🌄 মহান আল্লাহ পাক আমাদেরকে বিদায় হজ্বের ভাষণ এর অনুসরণে জীবন চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন 🤲🤲
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজ বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত। তাই আসুন আমরা নবী হযরত মোহাম্মদ (সাঃ) নামে বেশী বেশী করে দুরুদ পাঠ করি। এবং নবী করিম (সাঃ) এর সুন্নাত সমুহ দৈনন্দিন জীবনে পালন করা চেষ্টা করি।
পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে হাজার, লক্ষ, কোটি ধন্যবাদ আমাকে মুসলমান সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সর্ব কালের সর্ব সেরা নবী হযরত মোহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে জন্ম হয়েছে।
আমার প্রাণপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা,
অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে আপনারা দীর্ঘদিন এই মহামূল্যবান বাণী সমৃদ্ধ ভিডিওটি দেখে যাচ্ছেনI বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন যার অধিকাংশই শুকরিয়া জ্ঞাপনকারি। কোন কোন সতর্ক শ্রবণকারী জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাবার বিষয়টি নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। এটি একটি প্রাচীন এবং প্রাগৈতিহাসিক dispute. আপনারা নিজেরাই জানেন এ বিষয়ে ইসলামী স্কলারগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কোনটি কতটুকু সত্য। কিন্তু আমাদের প্রচেষ্টায় কোন অসৎ ইচ্ছা নেই। আপনারা পুরো বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আশা করি সবাই আমরা লাভবান হব। যিনি এটিকে বাদ দিতে চান তিনি বাদ দিবেন, যিনি বিষয়টিকে সহজ ভাবে গ্রহণ করতে চান তিনি গ্রহণ করবেন। তবে আমাদের পক্ষ থেকে আমরা এ সংক্রান্ত কিছু ব্যাখ্যা দিচ্ছি। আশা করি এ বিষয়ে আর কেউ কোন প্রশ্ন তুলবেন না।
1. হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ, হযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, ইলিম অর্জনের জন্য সদূর চীন দেশ হলেও যাও, কেননা ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।” [দলীলঃ আল জামিউছ ছগীর লিস সূয়ুুতি ১ম খন্ড ১৬৮ পৃষ্ঠা-হাদীস শরীফ নং ১১১০, শুয়াবুল ঈমান লি বায়হাকী ২য় খন্ড ২৫৪ পৃষ্ঠা, হাদীস শরীফ নং ১৬৬৩,তারিখে বাগদাদ ৭/৩৬৪ ,কানযুল উম্মাল ১০/১৩৮, ২৮৬৯৭]
উক্ত পবিত্র হাদীস শরীফ সর্ম্পকে আল্লামা হযরত মানাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, “উক্ত হাদীস শরীফ উনার সনদ সহীহ নয়।” [ফয়যুল কাদির ১ম খন্ড ৫৪৩ পৃষ্ঠা]
জানার বিষয় হচ্ছে, হাদীস শরীফ উনার বিষয়ে কোন ইমামগন যখন বলেন, “উহা সহীহ নয় তারমানে কিন্তু উক্ত হাদীস শরীফ মুওদ্বু অথবা বানোয়াট বুঝায় না, বরং উক্ত হাদীস শরীফ হাসান শ্রেনীর হওয়ার বিষয়টিই নির্দেশ করে।” [দলীলঃ আসসারুল মরফুয়া ১/৩৪৯ পৃষ্ঠা, তাযকিরাতুল মাওদ্বুয়াত ৭৫, কাশফুল খফা ১/২৫৬-হাদীস ৯০৮, মাকাসিদুল হাসানা ১২১ পৃষ্ঠা]
কারন সহীহ স্তরের পর হাসান স্তর তারপর দ্বয়ীফ স্তর। সূতরাং সহীহ না হলে পরবর্তী স্তর হাসানই হবে। সূতরাং উছূল অনুযায়ী উক্ত হাদীস শরীফ সর্ম্পকে ইমাম মানাবী রহমতুল্লাহি আলাইহি বক্তব্য দ্বারা বোঝা যায় হাদীস শরীফ খানার সনদ হাসান সহীহ, যা পবিত্র শরীয়ত এর অকাট্য দলীল হিসাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ।
2. মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.) মানুষকে জ্ঞান অর্জনের জন্য অনেক তাগিদ দিয়েছেন। কুরআন, হাদীস, ও সীরাত গ্রন্থগুলোতে তার বহু প্রমাণ রয়েছে। এগুলোর উপস্থাপন এ উত্তরের বিষয়বস্তু বহির্ভূত।
হাদীস গ্রহনের ক্ষেত্রে এর বিশুদ্ধতা নিরুপন খুব জরুরী। উল্লেখিত হাদীসটি বিশুদ্ধতার মানদন্ডে উত্তির্ণ নয়। যারা হাদীস নিয়ে কিছুটা পড়াশুনা করেন তারা গত শতাব্দীর শ্রেষ্ঠ হাদীস বিশারদ আল্লামা নাসিরুদ্দীন আল-আলবানীর কথা জানেন। অন্যান্য হাদীস বিশারদদের মতো তিঁনিও এ হাদীসটিকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ এটি রাসূল সা. এর উক্তি বলে প্রমাণিত নয়।
রাসূল সা. এর যে কথাটি জ্ঞান অর্জনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে তা হলো, "জ্ঞান অর্জন প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরজ" (ইবনে মাজাহ)। ইসলামি শরিয়াতে ফরজ মানে হলো- বাধ্যতামূলক। সম্ভবত এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিছু বলা সম্ভব নয়। এ হাদীসটি সহিহ।
3. আরবীতে বাক্যটি ব্যাপকভাবে হাদীস হিসাবে বলা হয়ে থাকে। প্রকৃত পক্ষে এটি পরবর্তী কারো বাণী। তবে সন্দেহ নেই যে, বক্তব্যটি সঠিক ও বাস্তবসম্মত। ইলমে দ্বীন হাসিলের জন্য যত দূরের সফরই হোক, তাওফীক হলে করা উচিত। ইলম অন্বেষণে কখনো মেহনত-মুজাহাদকে ভয় পাওয়া উচিত নয়। তদ্রূপ পার্থিব জীবনে প্রয়োজনীয় শিল্প ও বিদ্যা শিক্ষার জন্যও দূর দূরান্তে সফর করা জায়েয; বরং তা একটি পর্যায় পর্যন্ত কাম্যও বটে। এই সকল কিছু স্বস্থানে বিদ্যমান আছে এবং শরীয়তের বিভিন্ন দলীল দ্বারা তা প্রমাণিত। কিন্তু আমাদের আলোচ্য বাক্যটি হাদীস নয়। যদিও তা হাদীস হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সনদে আবু ‘আতিবা তরীফ ইবনে সুলায়মান নামক একজন রাবী আছে যে হাদীস শাস্ত্রের ইমামগণের দৃষ্টিতে মতারূক (পরিত্যক্ত)। তাকে হাদীস জাল করার অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। রিজাল ও রেওয়ায়েত-শাস্ত্রের বিখ্যাত ইমাম আবু জা’ফর উকাইলী লেখেন- (আরবী) -আয-যুআফাউল কাবীর, উকাইলী ২/২৩০; কিতাবুল মাজরূহীন, ইবনে হিব্বান ১/৩৮২; মিযানুল ইতিদাল ২/২৫৮; আলমুনতাখাব মিনাল ইলাল লিল-খাল্লাল ইবনে কুদামাহ পৃ. ১২৯-১৩০; আলমাকাসিদুল হাসানাহ, সাখাভী পৃ. ১২১I
ইবলিশের রাসুলদের কথা হাদিস। আর ইবলিশের অনুসারীরা কোরান বাদ দিয়ে হাদিসকে আঁকড়ে ধরে আছে।
Tfghh&43rhhhh*
ষষ্ট
Nice 🙂🙂🙂
Ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttþttttttþttttttttþtttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttþttttþttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttþtþttttþttþtþþþttþtþþttttþtþþttttþþþþþþþtþtttþtttttttttþtþ⁹ttttttþttþþtttttttttttrtttftrffftttfftfftftttttttttttttttttttttttttttttttttttttt000t0t00t0tttt0t000tt0000t0t000t00000t000tttþþþtþtþþþtttttt0t0tt0t000000000g000t0gggģ0000000g0000000000000000000g000g00g00gg0t000g000000000gg00þg000g00ttþþþþtt00000000000000000000000000000000000000000gvģgtþttffffffftfffffffffttttttþttttttttttþtttþþþþþþtþtþ0f
Allahr koti koti shukria. Uni Amakey bidai Hajj er vashon shunar taufiq Dan korechen.
বিদায় হজেরআনুষ্ঠানিকতা শুনে আমি হতবাক
শেষ নবীর উম্মত হতে পেরে আল্লা তালা কে লক্ষ কোটি সুকরিয়া
শুকরিয়া 😍
Amin
আলহামদুলিল্লাহ।
Amin
hhghhfffhhffhhhffffffhffffhhfhhhfhhhfhffhhfhfhfhfffffhfhhhhhffffffdhffhhghffhhfhfffhfhhhhhfhgfhhhhhfhfhffghhhhhfhhfhhhhhhhfffhffhhffhhhhfhhhfhhhhhhfhhhhhhfhfhhhhhhhhhhhhghhhhhfhhhhhhhhfhhfhhhhhhhh
hhfffffhhhh
কতই না ভাগ্যবান ওই সকল লোক, যারা সরাসরি হুজুর পাক হযরত মুহাম্মদ (সাঃ) এর মুখ থেকে সেই ভাষন শ্রবণ করেছিল ❤🤲
আমরাও ভাগ্যবান আল্লাহ আমাদের দয়া ও অনুগ্রহে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন এটা নিঃসন্দেহে আল্লাহর দয়া,আল্লাহ আমাদের সুপথে পরিচালিত করুন, আমীন।
@@shimulkhandoker4058 একদমই ঠিক!
আমি পূর্ণ সহমত প্রকাশ করি!
আমরা পরবর্তীকালে জন্মেছি, সেই বাণী জানার সুযোগ পেয়েছি, বর্তমান-আমলকারী হিসাবে আমাদের গুরুত্বও অনেক! আলহামদুলিল্লাহ!
পরবর্তী কালের উম্মত হিসাবে আমরা যদি ঠিক-ঠাক আমল করি তবে আমরাও প্রচুর ভাগ্যবান!কারণ সে যুগেও মোনাফেক ও কাফেরগণ ছিলো যারা ইসলামের বিরুদ্ধেই কাজ করেছে!
nary vai jara suncy sobai baggo ban noy beshir vag e silo munafek gafel
আল্লাহ পাক আমাকে এই মহান পবিত্র বাণীর দিক নির্দেশনা মানার তৌফীক দান করুন। আমিন
তারা কতই না ভাগ্যমান ছিলো, যারা সরাসরি শুনেছিল নবিজী র এই মধুর বাণী ❤️
তারা কতইনা ভাগ্যমান ছিল,হযরত মোহাম্মদ সাঃ এর সরাসরি মধুর কন্ঠে ভাষন শুনেছিল❤আরাফাত ময়দানের
বাংলাদেশের মানুষ তো শেখ মুজিবুর রহমানের ভাষণের জন্য পাগল। আর ভাগ্যবান মনে করে নাউযুবিল্লাহ
মাসা-আল্লাহ
এই ঐতিহাসিক বিদায় হজ্জ এর ভাষন শুনলে আমার কান্না চলে আসে.আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাই আমার মহান রবের কাছে, আমি মুসলিম এবং শেষ নবীর উম্মাহ হতে পেরে
আর আমি নামাজ পড়ে আল্লাহ এর চাই ঈমানের সাথে আমাকে যেন আল্লাহ মৃত্যু দান করেন
আমিন আমিন আমিন
আল্লাহুম্মা সুম্মা আমিন 😪😪😪
হযরত মুহাম্মদ (সাঃ) এর বিদায় হজ্জের ভাষণ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভাষণ।
Amin
আরও একটি কথা যোগ করতে হবে সেটা হলো আমি তোমাদের মাঝে দুইটি ভারী বস্তু রেখে গেলাম এই দুটি বস্তু আকরে ধরলে কখনো পথবসতু হবে না একটি হলো কুরান ও সুননা আর একটি হলো আমার আহলে বাইয়ত,
আলহামদুলিল্লাহ , অবশ্যই যোগ করতে হবে। আরেক ভাই কমেন্টে লিখেছেন কি নাই রাসুল (সাঃ)এর বিদায় ভাষণে। এই ভাইয়ের কথাটা ১০০% সত্য।
Amin
হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্জের ভাষন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভাষন
মাবুদ এই প্রিয় ব্যক্তির রওজা শরীফ জিয়ারত করার তাওফিক দাও ❤❤❤❤❤❤
Allah talar oshesh meherbani j Allah amader k ekti muslim poribare pathea chen.Amin.amin..summa-amin
আলহামদুলিল্লাহ❤️কোটি কোটি সালাম ও ভালোবাসা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসুল (সা:)❤️❤️❤️
Nice 😘😘😘
Biggest lies
@@Badamicoconut why???🤔
SALLALLAHU ALIHI WA SALLAM 💕❣️🫀❣️💕
Amin🤲
আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া
যতই শুনি আমার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষন ততই মন ভরে যায় 🥺😥🥺 ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি
SALLALLAHU ALIHI WA SALLAM 💕❣️🫀❣️💕
Alhamdulillah.ami o asha Kari mittur ag pajonto Nabi s.a.w.s . Sunnat ke akre dhare thakbo inshaallah. Allah amader sabai ke Nabi s.a .w s .bidai hajer nirdesh motabek jibon japon karar tohfik Dan Karo amin
আলহামদুলিল্লাহ,।। হে আমার রব, হে আমার আল্লাহ,, । সকলকে আমাদের নেতার আদর্শে চলার তৌফিক দাও।
তিন ঘন্টা পরীক্ষার ১ঘন্টা ২০ মিনিট চলে গিয়ে ছিলো বিদায় হজ্জের ভাষণ লিখতে লিখতে ১৯৮৭ সনে।মোঃ বরকতউল্লার লেখা বিদায় হজ্জ তখন আমার মুখস্ত ছিলো, আদ্ধস্হ ছিলো।হে আল্লাহ আপনি সমগ্র মানব জাতিকে বিদায় হজ্জের মর্মবানী বোঝার তৌফিক দান করুন।
আমিন
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখ আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩।
ভন্ডামি বাদ দিন।
Amin
Amin
বিদায় হজ্জ্বের ভাষনে রসুল সঃ একটি কিতাব কোরআন রেখে যাওয়ার কথা বলেছিলেন। এখানে দুটি জিনিস রেখে যাওয়ার কথা বলছেন।
বিদায় হজ্জের ভাষণ এই প্রথম শুনছি খুব ভালো লাগছে,
এই বিদায় হজ্জের ভাষণই Best.
কতৈই না ভাগ্যবান ঐ ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাঃ এর কাছ থেকে সরাসরি বিদায় হজের মূল্যবান ভাষণ শুনতে পেয়েছে ।
আল্লাহ আমি ছাড়া এই পৃথিবীতে তোমার বান্দার কোনো অভাব নেই
কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো রব নাই তোমার বন্ধুর অচূলায়
তোমার বন্ধু এতিম গোনাগার সকল উম্মত কে সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করে ইসলামীক হেদায়েত দান করিও
আমিন
Amin
ইনশাআল্লাহ আমিন আসসালামু আলাইকুম দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল হলো আমাদের কমা করে দাও সঠিক সময়ে চলার তোপিক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 😭😭😭😭😭😭😭😭😭😭
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাসণটা যতই শুনি ততই হৃদয় জুড়িয়ে যায়..
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিদায় হজ্বের ভাষন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভাষন.!!❤️🤲
বিদায় হজ্বের ভাষন দুনিয়ার অন্য কোন ভাষনের সাথে তুলনা করা যাবে না। এ ভাষন সমস্ত মানব মন্ডলীর জন্য এক বিষ্ময় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমিন
Amin
Allahu amin
অনেক অনেক ধন্যবাদ হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
তারা কতই না ভাগ্যবান ছিলো
যারা সরাসরি শুনেছিল নবীজীর এই মধুর বানী।❤️
সুবহানাল্লাহ। ইউটিউবে থাকার সার্থকতা পেলাম, ভাষণটি শুনে।লাভ ইউ মুহাম্মাদ। ❣️❣️❣️❣️❣️
আল্লাহ ভরসা, আল্লাহ আপনি আমাকে,আমার বাবা,মা কে ও তামাম দুনিয়ার মানুষকে যারা জীবিত আছে তাদের কে হায়াতে তৈয়বা দান কর,আর যারা মৃত তাদের কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন আমিন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিদায় হজের ভাষণ আমার জীবনে এই প্রথম পুরোপুরি শুনলাম আল্লাহতালা সবাইকে এই ভাষণ মেনে চলার তৌফিক দান করুন আমীন।
হজরত মুহাম্মদ(সা:) বিদায় হজের ভাষন একটি পরিপূর্ণ ইসলামী জীবনের দিক নির্দেশনা প্রদান। যে ভাষন সর্বকালের সেরা ভাষন হিসেবে পরিগণিত হয়েছে। আমার রসুল মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাম ও দরুদ পেশ করছি।
Allah apni onek doyaban....Allah amar furo family ke apnar ghunagar banda gulo ke ei arafater moidane ebong hajj korar toufik dan koren Allah 🤲🤲🤲
আলহামদুলিল্লাহ আজ এই ভাষণ শোনলাম। আল্লাহর হাজার শুকরিয়া।
শেষ নবীর উমমত হতে পেরে আললাহর কাছে লক্ষ কোটি শোকরিয়া
Alhamdulillah 🤲
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
th-cam.com/video/AExoyBMDpf4/w-d-xo.html ভিডিও টি না দেখলে আপনার জীবন বৃথা 😭😭😭😭😭😭😭😭😭😭
SALLALLAHU ALIHI WA SALLAM 💕❣️🫀❣️💕
আল্লাহ আমাদের বিদায় হজ্জের ভাষন অনুযায়ী চলার তৌফিক দান করুক
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি।হে আল্লাহ আমি যেন মৃত্যুর সময় এই কালিমাটা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলহামদুলিল্লাহ এই ভাসন শুনতে পেড়েছি বলে,,আললাহুর কাছে লাখো কোটি শুকরিয়া
৬৩ বছরের মধ্যে যিনি একটা মিথ্যা কথাও বলেন নি তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 😍🥰😘🙂😊😇☺️🤍🖤🤎💜💙💙💚💚💝💖💗💞💕🕋🕌
Valobasi
আলহামদুলিল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন শুনে মনটা জুড়িয়ে গেল
আল্লাহ যেনো দয়াল নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করেন।
Ameen summa Ameen
আমরা গর্বিত এই জন্য যে,,,,আমরা ঐ নবীর উম্মত,,,, যিনি এই মানব কুলের ও নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল।।। হে আল্লাহ তুমি আমাদের ও আমাদের বাবা মায়ের সকল গুনাহ মাফ করে দিও।আমিন।।
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ,,,
বিদায় হজের ভাষণ শুনে অনেক ভালো লাগলো ভিডিওটা মাশাআল্লাহ খুব দারুণ ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হে আল্লাহ যারা তোমাকে সন্তষ্টির উদ্দেশ্য হজ্জে গিয়েছে তাদের হজ্জ কবুল করুন, আমরা যারা যাইতে পারি না জীবনে একবার হলেও আমাদেরকে হজ্জ করার তাওফিক দান করুন আমিন?? আল্লাহ আমাদের সকল কে ইসলামের পথে চলার তাওফিক দান করুন আমিন!!
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক জরুরী বার্তা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
হে আল্লাহ আপনি বিশ্ব নবী এই ভাষনের কথা মত সবাইকে সঠিক পথে চলার তাও পিক দান করুন এবং আমাকে আর আমার ছেলেদেরকে ও কবুল করুন আমিন আমিন আমিন
মাশআললা হে আললা সরাসরি এই হজের ভাষন শোনার তইফিক দিয়েন আমিন❤
সুবহানাল্লাহ 🧡🧡🧡 কি নেই এই ভাষণে?? ,
কথা অল্প, কিন্তু অর্থ ব্যাপক।
প্রিয় নবীর উম্মত হয়ে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ
@/
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এভাবেই ইসলামের ধর্মীয় কোরআন, হাদিস এর অনুষ্ঠান গুলো দেখা ও শুনার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদেরকে ইহকাল পরকালের কল্যাণ দান করুন। আমিন, আমিন, ছুম্মা আমিন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩।
ভন্ডামি বাদ দিন।
Hay@w
Misha hgh anshan Asia a-shares
@@nurnobi7008p
amin
Amin amin amin
আলহামদুলিল্লাহ৷ তারা কতোই৷ ভাগ্য বান ছিলো যারা নিজেদের কানে৷ হরয়ত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানি নিজ কানে সুনে ছেন
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমীন।
বিদায় হজ্বের ভাষণ শুনে জীবন ধন্য হয়ে গেছে। মনে হয় এই ভাষণ লক্ষ কোটি বার শুনি।এই ভাষণ সমগ্র বিশ্বের সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণ আমার প্রাণ প্রিয় নবীজির ভাষণ মাশাআল্লাহ!
ইয়া আল্লাহ পাক আপনার পবিত্র কুরআন মাজিদ এবং আপনার প্রিয় হাবীবের রেখে যাওয়া সুন্নার তরিকা অনুযায়ী আমরা যেন আগামী দিনের পথ চলতে পারি।হে আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে কবুল করে নিন। আমীন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩।
ভন্ডামি বাদ দিন।
Amin
আমীন
কলিজায় লাগার মতো ভাষন,বারবার শুধু শুনতে মন চায়,
হে আল্লাহ মহানবী (সঃ) এর ভাষনের সকল কথাগোলু মেনে চলা তৌফিক দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, সত্যি সত্যি সত্যি এই পর্যন্ত যত ভাষণ শুনেছি পড়েছি তার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী আমার প্রাণের নবী হযরত মোহাম্মদ সাঃ এর বিদায় হজ্জের ভাষণ সবচেয়ে বেশি ভাল লাগে বেশি ভাল লাগে বেশি ভাল লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
বিদায়ী ভাষণ শুনে আমি খুবই শান্তি পেলাম,আর মনে হয় যেন এই ভাষণ টা।মৃত্যুর আগে প্রজনত শুনি।হে আল্লাহ পাক আমরা আপনার পাপি বান্দা ,আপনার নামের অসীলা করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন।আমিন।আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।কে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কোটি কোটি সালাম।
Amin
হে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলতে সাহায্য করুন, আমিন
আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবউল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবউল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া শাফিয়াল মুজরিমিন
আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লিল আলামীন।
সত্যিই এটা এ পৃথিবীর ইতিহাসে কালজয়ী ভাষণ, যা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আসতে সাহায্য করবে ।
আলহামদুলিল্লাহ।
হে রাসুলুল্লাহ সাঃ আপনার বিদায় ভাশন এর কথা অনুসরণ করার সামর্থ্য, তাওফিক দান করুক। আমিন
মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো নবী করিম (সা:) এর বিদায় হজ্জের ভাষন শুনে ❤❤❤❤❤
হে আল্লাহ আমাদের মুসলমান ভাইদের সবাইকেই ঐ পবিত্র যাগায় যাওয়ার নছিব করুন। আমিন আমিন আমিন ❤️❤️❤️
আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামকে ভালোবাসে আল্লাহু আকবার জন্মসূত্রে থেকেই ইসলাম আমরা ইসলাম ধর্ম পালন করি
ওও
امين
Ameen
আমিন
অনেক দিনের আসাছিলো বিদায় হজের ভাসন শোনার আজ শুনলাম অনেক ভালো লাগলো আমিন
আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আমিন ধন্যবাদ 😭😭😭😭😭😭😭😭😭
মোঃ শহিদুল ইসলাম ইয়া রাসুল (সঃ) আপনাকে শতকোটি ছালাম
ইসলাম আমরা মুসলিম
আমরা সকলেই সৌভাগ্যবান
দরুদ ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি
মহান আল্লাহর সৃষ্টিজগতের শ্রেষ্ঠজন,ভাষণটিও তাই সর্বশ্রেষ্ঠ ভাষণ❤
হে আল্লাহ আমি যেন তুমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তুমার নির্দেশ মোতাবেক চলতে পারি আমিন
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আজ আমি, ❤️❤️প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:) আলাইহি ওয়াসাল্লাম এর, সুমধুর সেই বিদায় হজ্বের ভাষণ শোনার সৌভাগ্য হয়েছে।
আলহামদুলিল্লাহ 🌺🌺
দ্দ্বামক্সক্সফফ1😂&একটা জম/😄🥲
(এই কমেট খানা আমি করি নাই,আমাগো মনা করছে, মনা ছোট, তাই মনাকে ক্ষ্যামা করে দেন)
আলহামদুলিল্লাহ্
সমস্ত নর নারী মুসলিমদের কে
নিজে ও তার ওরস সন্তানদের কে শুনাতে হবে
আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহ এর প্রতি
সবাইকে কবুল করতে হবে
আমল করত হবে
ইনশাআল্লাহ
বিদায় হজ্জের ভাষণের অনুপ্রাণিত হয়ে আমরা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারবো এবং সুন্দর ইসলামিক জীবন গড়তে পারবো। আল্লাহ তা'আলা বিদায় হজ্জের ভাষণের মর্ম সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অমিয় বাণী মোবারক বিদায় হজ্জ্বের ভাষণ।
hmm
☔🫀আমিন❤🔥👅🥀🌈☂
আমরা কতই না ভাগ্যবান আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাতি আলহামদুলিল্লাহ ❤❤❤❤🤗🤗🤗
আমার রাসুলের কথা রেখে যাওয়া কতটা যে মুল্যবান।না যানি রাসুল কে দেখতে পারলে নিজেকে খুব সুভাগ্য মনে করতাম।আমিন
বিদায় হজের ভাষন পৃথিবী সৃৃৃষ্টির সর্বযুগের শ্রেস্ঠ ভাষন হে আল্লাহ এই ভাষেনের মর্মবানী আমাদের হৃদয়ে ধারন করার তৌফিক দিন। আমিন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 🌿💚🙏
❤️💖
নবীজীর ভাসন অত্যন্ত বাস্তব ।পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও সেরা ও শিক্ষা গ্রহণ করতে হবে ।আলহামদূলিলহ ।
Very nice and educative.
Seraj,
Educative.
He Allah apni amaderk duniya abong akhirate rasuler ummot hisabe kobul korun. Hashorer mathe Rasuler shafayat nosib korun.
আলহামদুলিল্লাহ ৷ অনেক ভাল লাগল ৷ আমার বয়স ৫০ বছর ৷ আজই প্রথম আল্লাহ আমাকে এই ভাষনটা শুনার সুভাগ্য করে দিল ৷
হে আল্লাহ আমার যদি ওই সময় জন্ম হতো কতৌই না ভালো হতো আমিন।
বিদায় হজের ভাষণ শুনতে পেলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
দ্বীন প্রচারে অসাধারণ একটা চ্যানেল। এই চ্যানেল ইসলাম প্রচারে অসাধারণ ভূমিকা পালন করবে মুসলিম হিসাবে এটা আমার বিশ্বাস। আমিন।
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখ আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩।
ভন্ডামি বাদ দিন।
Amin
আমিন আমিন আমিন
Allsh ba Eshwar er katha shardhya o bhakti sahakare shunle mon..pran gyaner aloke bhare jay. It is truth and GOD .
তারা কতই যে ভাগ্যবান ছিলো যারা সরাসরি শুনেছিলো💚, সবচেয়ে ভাগ্যবান তারাই যারা রাসূলের মুখের মধুর শব্দ গুলো শুনেছিলো। ইস্ জন্ম আমার তখন হতো😪
He sotti amra jodi bagghoban horam tahole amrao sontam
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। আমার মনের সার্বক্ষণিক জাগে সকল মুসলমান এই ভাষণটি শুনুন আল্লাহ সকলকে হেদায়েত দান করুক আমিন।
শেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাঃ এর কত চমৎকার এবং অর্থবহ বক্তৃতা। আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি।
আহ,কি সুন্দর ও সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন, কথা গুলো শুনে চোখ দিয়ে পানি চলে এলো,,আল্লাহ তুমি তোমার পথে আমাদের কে অবিচল রেখ,আমিন
amin
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগলো ধন্যবাদ ।
হে রাসুল সঃ আপনার উম্মত হতে পেরে আমি ধন্য আমি গর্বিত যে আমি হযরত মুহাম্মদ সঃ এর উম্মাত হতে পেরেছি আপনাকে রিদয়ের অন্তস্থল থেকে জানাই লক্ষ কোঠি শুকরিয়া ও অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা জানাই হে প্রীয় নবী সঃ আপনি মায়ার নবী দয়াল নবী রহমতের কান্ডারি সাঈয়্যেদুল মুরছালিন রহমাতুল্লিল আলামিন ইয়া হাবিবুল্লা আপনাকে লক্ষ কোঠি সালাম আমি অধম পাপি উম্মাত হে আল্লাহ্ তোমার হাবিবের উসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহ্........ইয়া রহমানুর রাহিম..........ইয়া রব আমি তোমার পাপি বান্দা দয়া করে আমারে মাফ করে দাও হে সারা জাহানের দয়াময় মালীক আল্লাহ্ আমীন ছুম্মা আমিন
ঐ মিয়া কোথায় পেয়েছো এই মিথ্যা ভাষন। ছিয়া সিত্তা দেখুন কি লেখা আছে। মুসলিম শরিফ ও আবু দাঊদ লিখেছে " একটি জিনিষ রেখে গেলাম যা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবেনা, আর ত হচ্ছে আল্লাহর কিতাব"। বাঙ্গাদেশ ইসলামিক ফাউন্ডেষন কতৃক প্রকাশিত হাদিস দখুন। মুসলিম শরিফ হাদিস নং ২৮২১ এবং আবু দাউদ হাদিস নং ১,৯০৩।
ভন্ডামি বাদ দিন।
আমিন
Amin
Amin
আমিন
কলিজা শিতল হয়ে গেল । আলহামদুলিল্লাহ । আমি প্রতিদিন সকালে শূনি
মানব জাতির জন্য কী যে চমৎকার উপহার!
আমাদের নবী মোহাম্মদ সাঃ জাবালে রহমত নামক পাহাড়ে দাড়িয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্য ভাষণ দেন।,, অনেক আগে পড়েছিলাম এই কথা গুলো পঞ্চম শ্রেণীতে থাকা কালে।
Alhamdu lillah.
আমি ইসলাম কে ভালোবাসি আল্লাহকে এবং নবীকে ও ভালোবাসি
আল্লাহ,,,,,,,,,, আপনার কিতাব ও রাসুলের সুন্নাহ
অনুযায়ী মুসলমানদের চলবার তৌফিক দান করুণ
বিদাই হজের ভাসন সর্বশ্রেষ্ঠ ভাষণ
হে আল্লাহ আপনি বিশ্ব নবী রএই ভাষনের কথা মতো সবাই কে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আমাকে ও আমার পরিবারকে কবুল করুন আমিন আমিন আমিন
আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় হাবীবের দেখানো পথে চলার তোফিক দান করো 🙌🙌🙌
আমিন
প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ ছিল অনবদ্য ❤
মূলত এটাই মানবেতিহাসের ম্যাগনাকার্টা ⭐⭐⭐ নবীজির জীবন সায়াহ্নের এই ভাষণ মানব ইতিহাসে অতুলনীয় অবিস্মরনীয় এবং জীবন চলার পথের সুস্পষ্ট এক আলোর দিশা 🌄🌄 মহান আল্লাহ পাক আমাদেরকে বিদায় হজ্বের ভাষণ এর অনুসরণে জীবন চলার তৌফিক দান করুন,
আল্লাহুম্মা আমিন 🤲🤲
মানুষের কাছে সবচেয়ে প্রিয় পৃথিবীর সবচেয়ে মোহাম্মদের লোক মোহাম্মদ নবী
হৃদয়ে শান্তি পেলাম
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। লাখো কোটি শুকরিয়া শেষ নবীর উম্মত হতে পেরে। নবীজির কথাগুলো সবাইকে বুঝার তৌফিক দান করুক। ও আমল করার তৌফিক দান করুক। আমিন
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজ বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত। তাই আসুন আমরা নবী হযরত মোহাম্মদ (সাঃ) নামে বেশী বেশী করে দুরুদ পাঠ করি। এবং নবী করিম (সাঃ) এর সুন্নাত সমুহ দৈনন্দিন জীবনে পালন করা চেষ্টা করি।
পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে হাজার, লক্ষ, কোটি ধন্যবাদ আমাকে মুসলমান সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সর্ব কালের সর্ব সেরা নবী হযরত মোহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে জন্ম হয়েছে।
আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহতা'লার কাছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উম্মত হতে পেরে
আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে। যে আমি হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হতে পেরেছি।
প্রিয় নবি সঃ❤❤❤❤
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ পড়তে পড়তে যেন আমার মৃত্যু হয় তোমার নিকটে ফরিয়াদ রহিল