এই সিরিজ টি সত্যি খুব ভালো লাগছে... পুরোনো শিবাজী দা, পৃথ্বী দা কে খুঁজে পেলাম... আমি খেয়াল করেছি যতবার আপনারা বাবলুদার সাথে কল্যাব করেছেন সিরিজ সুপার ডুপার হিট... পরের পার্ট গুলোর অপেক্ষারত
ভোরের সূর্যোদয় , টি টেস্টিং ,ভোজন পর্ব ,অপূর্ব প্রকৃতি বিশেষ করে মাই পোখরী দেখে মন ভরে গেলো আর খারাপ রাস্তা হলেও বেশ রোমাঞ্চকর লাগলো ❤❤❤ সুপার ডুপার হিট এপিসোড ❤❤❤❤❤❤
এই ব্লগ দেখে একটাই উপলব্ধি আনন্দ আনন্দ আনন্দ নতুন ভাবে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ,স্লিপিং বুদ্ধা দর্শন, নতুন ধরনের চা ও সোমরস আস্বাদন সত্যি আমরণ স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে। ❤❤🙏☘️🍀☘️
অসাধারণ ভ্রমণ শিবাজি দা! নেপালের সাধু টার থেকে এভারেস্টের অপূর্ব দৃশ্য এবং স্লিপিং বুদ্ধের মুগ্ধতা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। ফলের বাজার এবং মায় পোখরির পরিপূর্ণতা আপনার ভিডিওকে আরও মনোমুগ্ধকর করেছে। এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ!
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যেন কোনো দক্ষ শিল্পী নিপুণ ভাবে ক্যানভাসে এঁকেছেন। সত্যি দাদা , জীবনের অনেক অনেক অনেক দিন পর্যন্তও এই ভাবে আমাদের আনন্দ দিয়ে যেতে হবে,একবার কোনো একটি ভিডিও তে বলেছিলেন "যখন ভালোলাগবে না তখন আর ট্যুর ভিডিও করব না" pls এরকম আর বলবেন না, শুনলেই মন খারাপ হয়ে যায়। ভালো থাকবেন , আপনার সুস্থতা কামনা করি ❤❤❤❤
এ কোন নিপুণ শিল্পী যে মনের সকল রং মিলিয়ে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। জলাধার এর চারপাশের রঙ এতোটাই মনোমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করতে পারছি না।কেবল তাকিয়ে তাকিয়ে দেখেছি বারবার।অসাধারণ কথাটা বড়ই ছোটো বলে মনে হচ্ছে।
অসাধারণ । স্লিপিং বুদ্ধা দেখে অভিভূত, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। সবচেয়ে ভালো লাগলো চা ফ্যাক্টরি র মালিকের ব্যবহার, সরলতা। একটি কথা, এইসব পজিটিভ মানুষরা আছেন বলে, পৃথিবী 🌎 অস্তিত্ব আছে। মনের মধ্যে থাকলো। ❤❤❤
সত্যি আমরণ মনের মণিকোঠায় গেঁথে থাকবে।❤ আর আপনারা সবার কাছেই আজীবন আশীর্বাদ পেয়ে যাবেন ❤কারণ আপনার ভিডিও দেখে মনটা ভরে যায় সবার ❤ভালো হোক আপনার জীবন যাত্রা ।😊😊
সকালের রবি তাহার সঙ্গী আকাশ ও তার বন্ধু এভারেষ্ট বোন Kanchonজঙ্ঘা কে এমন সুন্দর সাঁজিয়েছে মনে হয় আপনাদের আগমনের জন্যই। অপূর্ব ! এই পর্বে প্রথম হতে ৩৪ঃ৫৮ অব্দী আমি আপনাদের যতো ব্লগ দেখেছি তারমধ্যে সর্বেসর্বা।
Asadharon lagche ai series ta.Sadhutae theke Sleeping Buddha r Mt Everest dekhe mon bhore galo.Sotti dekhe ki bolbo khuje pachhi na.Asadharon landscape.Bhalo thakben
খুব ভালো লাগলো । শুধু বিভিন্ন সুন্দর জায়গাই দেখি না , দেখি সেখানকার কুইজিন , মানুষের ব্যবহার , তাদের যেন জীবনের গল্প তুলে ধরেন । এ ও এক পাওয়া। ভালো থাকবেন
আমি একবার দেখি বারবার দেখি ওই পাহাড়ের রূপ আর সেই দেখা যখন হয় আপনাদের মাধ্যমে তখন তো অপলক দৃষ্টি আকর্ষণ হবে, আমরাও sandakphu থেকে দেখেছিলাম Sleeping Buddha কে যা কোনো দিন ভোলার নয়, অসাধারণ দৃশ্য 👌👌👌👌
শিবাজীদা, একটা পুরোনো গান শুনেছিলাম "আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সমুদ্র তেরো নদীর পারে " ...। আপনাদের মাধ্যমে মনের চিলেকোঠায় জমে থাকা প্রকৃতির এই অসাধারণ দৃশ্য Mount এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার এই অনবদ্য রূপ উপরোক্ত গানের লাইনগুলো কেই মনে হয় বাস্তব করছে।
অসাধারণ, আপনার ব্লগ নিয়ে যতই ভালো বলি সেই টি কম ই বলা যায়। তবে কাঞ্চনজঙ্ঘা উপর আলোর খেলা" মন ও ভুলায় রে " । সত্যি ই অসাধারণ একটি ছবির মত ব্লগ দেখলাম। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
যদিও বিশেষনে বিভূষিত না করে এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপ বর্ণনা অসম্ভব তবে প্রকৃতি এখানে নিজেই সালংকারা সালংকারা প্রকৃতির এই রূপটি তুলে ধরার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
অপূর্ব জায়গা, তেমনই সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আপনারা। এই series টাও দারুন উপভোগ করছি, আপনাদের অন্য অনেক series এর মতনই। তবে মাঝে মাঝে কিছু clips over saturated লাগছে, বিশেষতঃ Drone এর footage গুলো। আপনাদের মধ্যে অসম্ভব Positive vibes আছে, আশা করি এইটুকু সমালোচনাও positive ভাবেই নেবেন। সুস্থ থাকুন, এগিয়ে চলুন।
Extraordinary vlog, hats off!!🎉 Technology, narration, unique uncovering of Napalese Tea varieties... thoroughly enjoyed... You are marching ahead by leaps and bounds 👌👌 thank you both.. ♥️🌹
It's true, people of nepal are so simple, hardworking, welcoming, polite, full of love and life. One of my colleague is married to a nepali resident, she is so sweet and welcoming, in such less span of time she has become kind of my own elder sister.❤
My heart is getting energized with the views of your eyes as well as your travel / exploring passion 👌👌Super experience... Chaliye jao bhaya darun ❤ love you both... Thanks Kaushik Banerjee From Greater Noida Delhi NCR
এই সিরিজ টি সত্যি খুব ভালো লাগছে... পুরোনো শিবাজী দা, পৃথ্বী দা কে খুঁজে পেলাম... আমি খেয়াল করেছি যতবার আপনারা বাবলুদার সাথে কল্যাব করেছেন সিরিজ সুপার ডুপার হিট... পরের পার্ট গুলোর অপেক্ষারত
মনমুগ্ধকর দৃশ্যাবলী। অপেক্ষায় ছিলাম। আবার বলতে ইচ্ছে করলো ...... সব তীর্থ একবার, explorer shibaji বারবার। হৃদয়ের করিডোরে। ভালো থেকো। ❤❤❤❤❤❤❤❤
Aha osadharon...apnar video thekeo jeno ekta positive vibe pai ami..je kono mood er jnno refreshing.
অসাধারণ ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম ।শিবাজিদা ও পৃথিজিত দা কে অসাধারণ লাগছে।❤
দাদা , আপনাদের ভিডিও দেখে মুগ্ধ হলাম, সবার তো ক্ষমতা হয়না,, কিন্তু মনের সুপ্ত বাসনা গুলো তৃপ্ত হলো।
Ki daaroon. Everest and Sleeping Budhdha ❤❤❤❤
মন ভালো করার জন্য তোমাদের ভিডিও যথেষ্ট।❤
ঘরে বসে আপনাদের সঙ্গে এত সুন্দর জায়গা ঘুরে দেখে মানসিক একাকীত্ব দূর করতে পারছি এত বড় পাওয়া আপনাদের এই ভিডিও দ্বারা।অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
ভোরের সূর্যোদয় , টি টেস্টিং ,ভোজন পর্ব ,অপূর্ব প্রকৃতি বিশেষ করে মাই পোখরী দেখে মন ভরে গেলো আর খারাপ রাস্তা হলেও বেশ রোমাঞ্চকর লাগলো ❤❤❤ সুপার ডুপার হিট এপিসোড ❤❤❤❤❤❤
একটা রূপকথার মতো লাগলো, অসাধারণ
Osadharon Sleeping Buddha.. mon jurie gelo..
অপূর্ব দৃশ্য আর আপনাদের দুজনের মিষ্টি খুনশটি অনবদ্য অসাধারণ।
Ki sundar video mon bhare gelo❤❤
এই ব্লগ দেখে একটাই উপলব্ধি আনন্দ আনন্দ আনন্দ নতুন ভাবে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ,স্লিপিং বুদ্ধা দর্শন, নতুন ধরনের চা ও সোমরস আস্বাদন সত্যি আমরণ স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে। ❤❤🙏☘️🍀☘️
অসাধারণ!! খুব ভালো লাগলো 😊❤ বাবলু দা কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏❤ খুব ভালো থাকবেন সবাই ❤❤
দাদা অসাধারণ | ভগবান যেনো প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন | না দেখা জিনিসগুলোর দারুণ অভিজ্ঞতা হচ্ছে |
এভারেস্ট আর স্লিপিং বুদ্ধা দেখে মন ভরে গেল। যেমন আশা করেছিলাম, তার থেকে ও হাজার গুণ বেশি আনন্দ পেলাম। অনেক অনেক ধন্যবাদ, শিবাজী দা।
অসাধারণ ভ্রমণ শিবাজি দা! নেপালের সাধু টার থেকে এভারেস্টের অপূর্ব দৃশ্য এবং স্লিপিং বুদ্ধের মুগ্ধতা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। ফলের বাজার এবং মায় পোখরির পরিপূর্ণতা আপনার ভিডিওকে আরও মনোমুগ্ধকর করেছে। এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ!
Khub bhalo thakun Shibaji Da o Prithwijit Dadara.anek bhalo laglo episode ta, khub sundor porikolpona.bhalo thakun, pronaam neben,anek subhokamona o bhalobasha,🙏❤️🙏
Osadharon.. chokh jurie gelo ❤
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যেন কোনো দক্ষ শিল্পী নিপুণ ভাবে ক্যানভাসে এঁকেছেন। সত্যি দাদা , জীবনের অনেক অনেক অনেক দিন পর্যন্তও এই ভাবে আমাদের আনন্দ দিয়ে যেতে হবে,একবার কোনো একটি ভিডিও তে বলেছিলেন "যখন ভালোলাগবে না তখন আর ট্যুর ভিডিও করব না" pls এরকম আর বলবেন না, শুনলেই মন খারাপ হয়ে যায়। ভালো থাকবেন , আপনার সুস্থতা কামনা করি ❤❤❤❤
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখালেন , সেই সঙ্গে স্থানীয় মানুষের অফুরন্ত ভালোবাসা , শেষে ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা , দারুন সুন্দর ভিডিও , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
এ কোন নিপুণ শিল্পী যে মনের সকল রং মিলিয়ে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। জলাধার এর চারপাশের রঙ এতোটাই মনোমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করতে পারছি না।কেবল তাকিয়ে তাকিয়ে দেখেছি বারবার।অসাধারণ কথাটা বড়ই ছোটো বলে মনে হচ্ছে।
অসাধারণ । স্লিপিং বুদ্ধা দেখে অভিভূত, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। সবচেয়ে ভালো লাগলো চা ফ্যাক্টরি র মালিকের ব্যবহার, সরলতা। একটি কথা, এইসব পজিটিভ মানুষরা আছেন বলে, পৃথিবী 🌎 অস্তিত্ব আছে। মনের মধ্যে থাকলো। ❤❤❤
Ki Sundhor Akase Batase, Viseography Assadharon. Thanks To Explorer Shibaji DaDa O Prithijit DaDa Bhai. 👌🌹🌹😍
প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর লাগল দুজনেই খুব ভালো থাকবেন।
সত্যি আমরণ মনের মণিকোঠায় গেঁথে থাকবে।❤ আর আপনারা সবার কাছেই আজীবন আশীর্বাদ পেয়ে যাবেন ❤কারণ আপনার ভিডিও দেখে মনটা ভরে যায় সবার ❤ভালো হোক আপনার জীবন যাত্রা ।😊😊
দুর্দান্ত দর্শন হলো একই সাথে স্লিপিং বুদ্ধা ও মাউন্ট এভারেস্টের। 👌👌
আর সুব্বা জী র জন্য অনেক শুভেচ্ছা।
আর সবশেষে আপনাদের দুজনের সুস্থতা কামনা করি।
দারুন ভিডিও জায়গা গুলো দারুন। নেপালি দাদা দারুন ❤️❤️❤️
সকালের রবি তাহার সঙ্গী আকাশ ও তার বন্ধু এভারেষ্ট বোন Kanchonজঙ্ঘা কে এমন সুন্দর সাঁজিয়েছে মনে হয় আপনাদের আগমনের জন্যই।
অপূর্ব ! এই পর্বে প্রথম হতে ৩৪ঃ৫৮ অব্দী আমি আপনাদের যতো ব্লগ দেখেছি তারমধ্যে সর্বেসর্বা।
Asadharon lagche ai series ta.Sadhutae theke Sleeping Buddha r Mt Everest dekhe mon bhore galo.Sotti dekhe ki bolbo khuje pachhi na.Asadharon landscape.Bhalo thakben
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা,,, আর ভিডিও টা অপূর্ব সুন্দর ❤❤❤,, ভালো থাকবেন দাদা।।।
Khu bhalo laglo.
দারুন একটা ভিডিও দেখলাম, খুব আনন্দ পেলাম,আর এক জন সোনার মানুষ দেখলাম সুব্বাজী, চমৎকার
Superb! The sleeping Buddha is incredible! And the rising Sun washing his feet with the first rays before blessing the world…. Just divine!
👌💐💐💐 সত্যিই অপূর্ব । আমি সান্দাকফু থেকে সানরাইজ দেখেছি । সানসেটও দেখেছি কিন্ত সাধুতার অসাধারণ
নেপালের সাধু টারের যে দৃশ্য দেখলাম সত্যি কিছুতেই মোবাইল থেকে চোখ সরাতেই পারিনি পাকৃতিক সৌন্দর্য্যে আমি মুগ্ধ অভিভূত ।ধন্যবাদ ।
আপনারা এতো সুন্দর ভাবে সব জায়গায় ঘোরাচ্ছেন আর আমরা ঘুরছি অসম্ভব ভালো লাগছে।
অপূর্ব হিমালয়-দর্শন , এক ফ্রেমে এভারেষ্ট ও কাঞ্চনজঙ্ঘা! আপনাদের অনেক অভিনন্দন জানাই। সুবীর ঘোষ।
খুব ভালো লাগলো । শুধু বিভিন্ন সুন্দর জায়গাই দেখি না , দেখি সেখানকার কুইজিন , মানুষের ব্যবহার , তাদের যেন জীবনের গল্প তুলে ধরেন । এ ও এক পাওয়া। ভালো থাকবেন
অসাধারণ এবং অসাধারণ ভিডিও! কাঞ্চনজঙ্ঘা এখানে অপরূপা! মুগ্ধ করল এই অচেনা পথ!
অসাধারণ দেখলাম আপনাদের ভিডিও । চোখ জুড়িয়ে গেল ভাই দ্বয় ।
Osadharon laglo. 1990 s er Sikkim, tourist invasion hoyoar aage eirom chilo!
Apurbo ❤ Khub enjoy korlam ei video dekhe.❤❤❤
আহা, অপুর্ব দৃশ্য, সত্যিই অতুলনীয় ❤
Just saw a small heaven on this earth. Thank you, Dada .
অপূর্ব, মোহিত হয়ে দেখলাম, কি সুন্দর, অনেক ধন্যবাদ ShibajiDa
আমি একবার দেখি বারবার দেখি ওই পাহাড়ের রূপ আর সেই দেখা যখন হয় আপনাদের মাধ্যমে তখন তো অপলক দৃষ্টি আকর্ষণ হবে, আমরাও sandakphu থেকে দেখেছিলাম Sleeping Buddha কে যা কোনো দিন ভোলার নয়, অসাধারণ দৃশ্য 👌👌👌👌
ভিডিওটি খুব সুন্দর লাগলো। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসাধারণ সঙ্গে উপরি পাওনা এভারেস্ট।
দুর্দান্ত সিরিজ চলছে অসাধারণ অপেক্ষা করে আছি Kazakhstan সিরিজ এর জন্যে ❤❤❤🎉🎉
একটা অসাধারণ ভিডিও দেখলাম ❤️❤️
অসাধারণ সুন্দর লাগলো। বিশেষ করে স্লিপিং বুদ্ধ। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
সত্যি খুব কপালের বরাতে এই দৃশ্য চাক্ষুষ করা যায়। সত্যি এক মায়াবী রূপকথার পাহাড় দেখলাম। আপনাদের মঙ্গল হোক।
শিবাজীদা, একটা পুরোনো গান শুনেছিলাম "আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সমুদ্র তেরো নদীর পারে " ...। আপনাদের মাধ্যমে মনের চিলেকোঠায় জমে থাকা প্রকৃতির এই অসাধারণ দৃশ্য Mount এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার এই অনবদ্য রূপ উপরোক্ত গানের লাইনগুলো কেই মনে হয় বাস্তব করছে।
Onoboddyo❤❤osadharon...ohh lovely ❤
অসাধারন দৃশ্যপট, মুগ্ধ হয়ে গেলাম ❤❤❤❤
Osadharon laglo Sunrise view ta! Everest & Kanchenjunga ek sathe chokh juriye jaowa drishyo 😌💙🏔
Tea tasting & local wine tasting also Local fruits market eguloi asol exploring... 🤟🏻
, অপুর্ব সত্যিই অসাধারণ লাগলো আমিও ভাষায় প্রকাশ করা র ক্ষমতা রাখি না ।তবে আমরা যারা এই হিমালয় পাগল মানুষ। অশেষধন্যবাদ জানাই
🙏🙏🙏🙏🙏
26:52 kichu kichu manusher jnyo mon ta kede othe.. like dilam oi part er jnyo..r vdo ta khb vlo lglo..😊🎉
সাধুটার থেকে সূর্যোদয় আর সেখানকার অসাধারণ নৈসর্গিক দৃশ্য অনবদ্য। চায়ের সম্পর্কেও অনেক কিছু জানা গেল। সব মিলিয়ে খুব ভাল একটা পর্ব দেখলাম।
অসাধারণ sunrise দেখালে।অনবদ্য ভিডিও। এতো ভালো লাগল! অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
সত্যিই যা দেখালেন আপনারা দুজনে - জন্ম-জন্মান্তরেও ভুলিবো না, আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ।
দাদা
অসাধারণ আরো একটি ভিডিও দেখলাম। খুব ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।
এই সিরিজটা দারুণ লাগলো ....
খুব সুন্দর দৃশৃ,ভালো লাগলো দেখতে।
অসাধারণ ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ব্লক দেখা শেষ করলাম।
Darun jaiga.Mon vore galo.
Darun, Cha er different types jante jante Mon ta CHA CHA kore uthlo😊
পাহাড় পাহাড় পাহাড়। স্বপ্নে জাগরণে উঠতে বসতে সর্বদাই যেন হিমালয় আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে।রাস্তা যেমনই হোক, যতই প্রতিবন্ধকতা থাকুক তবুও যেন পাহাড়ের সৌন্দর্য্য সদা সর্বদাই উপভোগ্য। এতো সুন্দর সূর্য্যদয় সাদাকফুর পরে প্রথম চোখে পড়ল,চা বাগান আর প্রাকৃতিক দৃশ্যপটে যেন একটুকরো স্বর্গ ধরা পড়েছে আপনাদের ক্যামেরায়। দারুণ লাগলো আজকের ভিডিও। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসাধারণ, আপনার ব্লগ নিয়ে যতই ভালো বলি সেই টি কম ই বলা যায়। তবে কাঞ্চনজঙ্ঘা উপর আলোর খেলা" মন ও ভুলায় রে " । সত্যি ই অসাধারণ একটি ছবির মত ব্লগ দেখলাম। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
যদিও বিশেষনে বিভূষিত না করে এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপ বর্ণনা অসম্ভব তবে প্রকৃতি এখানে নিজেই সালংকারা
সালংকারা প্রকৃতির এই রূপটি তুলে ধরার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আমি পাহাড় প্রেমী//এই ভিডিও দারুন, দারুনভাবে উপভোগ করলাম। অনেক ধন্যবাদ দুই দাদা কেই।🙏🙏
দুর্দান্ত জায়গা দারুন লাগলো । মন ভোরে গেলো
কি অসাধারণ প্রকৃতি পরিবেশ আমাদের এই দেশে আছে তা আপনাদের মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছি তাই আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
Just অসাধারণ ।কোন কথা হবে না ।নমস্কার নেবেন। ভাল থাকবেন আপনারা ।
অপূর্ব জায়গা, তেমনই সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আপনারা। এই series টাও দারুন উপভোগ করছি, আপনাদের অন্য অনেক series এর মতনই। তবে মাঝে মাঝে কিছু clips over saturated লাগছে, বিশেষতঃ Drone এর footage গুলো। আপনাদের মধ্যে অসম্ভব Positive vibes আছে, আশা করি এইটুকু সমালোচনাও positive ভাবেই নেবেন। সুস্থ থাকুন, এগিয়ে চলুন।
Ki Asadharon Sunrise dekhalen bhai,darun video 👌👌👌
প্রকৃতির সাথে মানুষের উদ্যোগ আপনাদের সুন্দর উপস্থাপনায় অনবদ্য।
Ohhh lovely and beautiful memorable video Dada 👍💐💖🤗
অপূর্ব সুন্দর জায়গা। খুব ভাল লাগল।
Apurbo sir sleeping buddhya
খুব খুব ভালো লাগলো ভিডিও টি, অসাধারণ অনুভূতি
Ei videota khub sundor দারুণ noyonaviram dresya tar sathe অসাধারন drone shot excellent photography ❤😊
আপনাদের সব উপস্থনা দেখি, কিন্তু এবার একদম অনবদ্য। ওই এলাকায় যাওয়ার আগ্রহ বেড়ে গেলো শুধু আপনাদের জন্য। বাবলুদার পান্ডিত্য সত্যিই অসাধারণ।
Extraordinary vlog, hats off!!🎉
Technology, narration, unique uncovering of Napalese Tea varieties... thoroughly enjoyed... You are marching ahead by leaps and bounds 👌👌 thank you both.. ♥️🌹
❤️❤️❤️
It's true, people of nepal are so simple, hardworking, welcoming, polite, full of love and life. One of my colleague is married to a nepali resident, she is so sweet and welcoming, in such less span of time she has become kind of my own elder sister.❤
Asadharon laglo Sir. Atyonto dhanyabaad Sir ei asadharon chobir moto sundar ebong soshyo shyamola vloger jonno.
My heart is getting energized with the views of your eyes as well as your travel / exploring passion 👌👌Super experience...
Chaliye jao bhaya darun ❤ love you both...
Thanks
Kaushik Banerjee
From Greater Noida
Delhi NCR
You two are very lucky to see and experience wonders of nature.
অসাধারণ অবর্ণনীয় খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
দারুন লেগেছে ভিডিও শিবজি স্যার খুব ভালো লাগছে ❤কাজেরর চাপে ভিডিও দেখা হয় নি কিছু দিন,খুব সুন্দর ভিডিও
Erom dekhechilam Sandakphu theke apnader sathe apnader jonne.... Abar o khub bhalo laglo ei video dekhe.... Jibon sofol mone hochhe❤️
You have done a great job.
EVEREST AT ITS PEAK....
অসাধারণ ব্লগ দেখলাম ❤️❤️
Khub Sundar jayega dekhlam.khub khub bhalo legeche.
এভারেস্ট দেখা স্বপ্ন। ধন্যবাদ আপনাদের। ❤❤❤❤❤❤❤
অসাধারণ লাগলো দাদা ♥️
Dada Mon Bhore Gelo ❤️....Just Awesome 😎💯
Dada samsung er circle to search option ta use koro....photo tolo diye circle to search 😂......khuv darun blog.....darun laglo....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Aha mon pran bhore ghurlam. Ki ashadharon jaega
আপনারা শুধু ভ্রমণকারী না, আপনারা সত্যিকারের অনুসন্ধানকারী !! আপনাদের জানাই অকৃত্রিম অভিনন্দন।
অজান্তে আপনাদের ভেতর কখন মিশে গেছি নিজেই জানিনা। আপনাদের এই সবুজ মন ধরে রাখুন ও সুস্থ থাকুন আপনাদের মনের জোরে।