৫০ বছর পর প্রথম চাঁদে যাচ্ছে মানুষ, কিন্তু কেন? | Artemis Program NASA | Enayet Chowdhury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 707

  • @EnayetChowdhuryOfficial
    @EnayetChowdhuryOfficial  ปีที่แล้ว +512

    একটু আগেই আর্টেমিস ১ লঞ্চ করা হলো। মানব ইতিহাসের অন্যতম একটা মুহূর্ত। আমরা খুব ভাগ্যবান প্রজন্ম যে এই সময়ে জন্মেছি।

    • @MehediHasan-ry6xr
      @MehediHasan-ry6xr ปีที่แล้ว +3

      Wow😲

    • @hasheebhaque9927
      @hasheebhaque9927 ปีที่แล้ว +22

      আরো ১০০ বছর পড়ে যারা জন্ম নিবে তারা আরো বেশি ভাগ্যবান

    • @tanvirhoque1307
      @tanvirhoque1307 ปีที่แล้ว +5

      Live dekhlam, onnorokom feeling.

    • @noobgamers7618
      @noobgamers7618 ปีที่แล้ว +1

      😀😵

    • @Soniascreation8383
      @Soniascreation8383 ปีที่แล้ว +5

      Dhruv rathee content copy korsen

  • @echoecho8472
    @echoecho8472 ปีที่แล้ว +10

    খুবই তথ্যসমৃদ্ধ ও স্মার্ট উপস্থাপনা। অনেক জঞ্জাল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম ও ব্যতিক্রম।
    সব সময় অপেক্ষায় থাকি আপনার কন্টেন্টের জন্য।শুভকামনা রইলো।

  • @tarunpurkait9643
    @tarunpurkait9643 ปีที่แล้ว +5

    দাদা, আমি Kolkata থেকে আপনার চ্যানেলের একজন অনুসরণকারী।
    যদি 70 বছর আগে মানুষ চাঁদে গিয়ে থাকে, আজ চাঁদে যাওয়া খুব সহজলভ্য হতো।
    আসলে সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে ? ussr or usa যা দাবী করে সেটা কি সত্য?
    আপনার মত কী?

  • @majharulislam9774
    @majharulislam9774 ปีที่แล้ว +17

    আসল উন্নয়ন হচ্ছে আপনাদের মতো পাওয়া কিছু রত্ন। আওয়ামী হাতের থেকে পালাইয়া থাইকেন ভাই, উন্নয়নএর জোয়ারে মেধাবীরা দুনিয়া থেকে ভেসে যাচ্ছে। Love you boss🥰

    • @integratedfarm2080
      @integratedfarm2080 ปีที่แล้ว

      তুই তো একটা অমানুষ। বুয়েটে পড়াশোনা শিখে নিয়ে পড়স তুই আর যেখানে শিক্ষাগত করস। ভিডিওর মাধ্যমে কি ফোটায় তুলতে যুব সমাজে।ভাই বোনের মধ্যে যৌন সম্পর্কে প্রমট করতে ছিস তুই তোর ভিডিওর মধ্যে।ভালো হয়ে যাও এখনো যুব সমাজ ছাড়া ইসলামের বিশ্বাস করেন তাদেরকে এই এনায়েত চৌধুরীকে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।

    • @huzifah9913
      @huzifah9913 ปีที่แล้ว +1

      দেশপ্রেমিক যে!
      ৫০ লাখ মানুষ দরিদ্র মানুষের কথা
      বলার সময় কোথায়?
      বোঝেন না? এটাই
      modern century of world history.
      এর প্রিয় পশ্চিমা বিশ্ব
      ইজরায়েল কে দিয়ে মুসলমানের মারে
      আর মনযোগ ঘুরাতে
      NASA কৃতিত্ব বুঝায়।
      আর এরা পিলখানা ঘটিয়ে NASA এর গল্প শোনায়। পার্থক্য হল:
      মারে মুসলমান, নিজের রাষ্ট্রের টাকা আর শ্রম দিয়ে NASA পরিচালনা করে।
      আর এরা পিলখানায় নিজেদের সেনাবাহিনী মারে
      আর NASA গল্প শোনায়।
      এটাই আওয়ামী সোনার বাংলাদেশ।
      আমার বালের বাংলাদেশ।

    • @ArifurRobin
      @ArifurRobin ปีที่แล้ว

      স্যার,আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মজার মজার ভিডিও পছন্দ করে থাকেন তবে দয়া করে একবার নিচের চ্যানেলটি পরিদর্শন করতে পারেন।
      চ্যানেল নামঃ #পরিবর্তন

  • @joy-debnath
    @joy-debnath ปีที่แล้ว +26

    লাইভ লঞ্চ দেখতে দেখতে আপনার ভিডিও আসবে এই চিন্তা করছিলাম, আর তাই হল! এ যেন টেলিপ্যাথিক কানেকশন ! তাইতো বলি, "শিরায় শিরায় রক্ত, আমরা এনায়েত চৌধুরীর ভক্ত!" 😁

  • @riajul7250
    @riajul7250 ปีที่แล้ว +12

    অনেক দিন ধরে নেইল আর্মস্ট্রং এর Passage পড়তে পড়তে ইংরেজি স্টুডেন্টরা বোরিং তাই নতুন Passage আনতে নাসা চাঁদে যাওয়ার পরিকল্পনারত। 😜

  • @aseshdas9140
    @aseshdas9140 ปีที่แล้ว +3

    এতদিন আপনার ভিডিও ফেইসবুকে দেখতাম। আজ আপনার ইউটিউব চ্যানেল খুঁজে পেলাম, সাবস্ক্রাইব করে রাখলাম। আপনার ভিডিওগুলো অত্যন্ত তথ্যবহুল।

  • @tanvirtanim07
    @tanvirtanim07 ปีที่แล้ว +6

    Glad to be a vertual Guest of NASA's Artemis I Mission.🙂

  • @dhimanroy1671
    @dhimanroy1671 ปีที่แล้ว +74

    Bondhu undoubtedly the whole credit goes to you and your team! Really it fills the heart with joy unspeakable that how your endeavor and hard work for making such masterpieces paves the way to share the knowledge freely with our novice researchers, science enthusiasts. Live long by leaving those marks behind through which the legacy will be continuing! So grateful to you and your works!!

    • @amitwahaiqbal
      @amitwahaiqbal ปีที่แล้ว +1

      বাংলায় লিখলে ভালো বুঝতাম…

    • @_._kroks_._
      @_._kroks_._ ปีที่แล้ว +1

      @@amitwahaiqbal Learn English

    • @RONI10007
      @RONI10007 ปีที่แล้ว

      R😊

  • @tahsinhridoy5992
    @tahsinhridoy5992 ปีที่แล้ว +2

    খুব ভাল ছিল এই পর্বটা। বিবর্তন তত্ব নিয়ে আপনার কাছে একটা ভিডিও বানানোর অনুরোধ করছি। যদিও এটি বেশ সেন্সিটিভ টপিক, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বিবর্তন তত্ব আছে এবং বিশ্বের অধিকাংশ দেশেই এটি পড়ানো হয় সুতরাং সমস্যা হবে না বলেই আমার মনে হয়। ধর্মের বিপরীতে যায় এ জন্য বলছি না বরং বিবর্তন তত্ত্বের সঠিক ব্যাখ্যাটা কি সেটা জানা দরকার। ইয়াসির কাধির মত ইসলামিক স্কলার বিবর্তন তত্বের বেশ খানিকটা মেনে নিয়েছেন। এছাড়াও সুব্বুর আহমাদ সহ আরো অনেকেই বলেছেন এই তত্বের কিছু অংশ মেনে নিতে কোন সমস্যা নেই। তবে পুরোটা অনেকেই মেনে নিতে চাননি। প্রাণের সৃষ্টি নিয়ে এখনো গবেষণা চলছে, সুতরাং বিবর্তন তত্বকে ধর্মের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া একটা ভুল ধারণা বলে আমার মনে হয়। ধন্যবাদ।

  • @AmitDas-oi5qz
    @AmitDas-oi5qz ปีที่แล้ว +2

    আপনার সাথে শুরু থেকেই আছি এবং থাকবো
    অনেক কিছু জানতে পারি আপনার কনটেন্ট এর মাধ্যমে,
    এভাবে আমাদের উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া❣️

  • @iluilu8732
    @iluilu8732 ปีที่แล้ว +28

    আপনি আমাদের বাংলাদেশের গর্ব। আপনি বাঙ্গালী জাতির গর্ব। আপনি বুয়েটের গর্ব। আপনি আমাদের ভবিষ্যৎ জামিলুর রেজা স্যার। আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকি। আপনার ভিডিও এবং উপস্থাপনা বিশ্বসেরা। 💐💐💥💥

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  ปีที่แล้ว +6

      আরেহ অনেক অনেক ধন্যবাদ

    • @iluilu8732
      @iluilu8732 ปีที่แล้ว

      @@EnayetChowdhuryOfficial আপনাকে আরও অনেক বেশি ধন্যবাদ 🙂🙂🙂

    • @akashmahmud476
      @akashmahmud476 ปีที่แล้ว +1

      Pam dis na, 🤔🤔

    • @rashedyaqub6847
      @rashedyaqub6847 ปีที่แล้ว +1

      ঝামিলুর রেজা স্যার এত বুদ্ধিমান ছিলনা যে নিজের সীমানায় আগুন জালাইয়া গেঞ্জি বেচবে। ট্যালেণ্টেড জিনিস কখনোই সস্তায় মিলে না।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      @@rashedyaqub6847 উনিও কিছু স্পেসিফিক মানুষের কাছে ঠিকি এভেইলএবল ছিলেন। সমস্যা হলো আপনাদের কাছে এভেইলএবল হলেই আপনারা পেয়ে বসেন, সস্তা ভাবেন।

  • @forhadahmed4713
    @forhadahmed4713 ปีที่แล้ว +8

    Mistake :- Only 2 people are landed on the moon in Apollo1 mission

  • @sujoyghosh591
    @sujoyghosh591 ปีที่แล้ว +1

    ইউটিউব মাঝে মাঝে ভালো কিছু ভিডিও রেকমেন্ডেশন দেয়। ভিডিওটিতে ভুল করে ক্লিক পড়েছিল। সম্পূর্ণ ভিডিও দেখে মনে হচ্ছে জীবনে কিছু কিছু ভুল করা ভালো।
    ভালোবাসা নেবেন ভারত থেকে 🇮🇳🇮🇳

  • @zzzz088
    @zzzz088 ปีที่แล้ว +4

    এতদিন জানতাম question ছিল কেন মানুষ পাঠানো হচ্ছে নাহ। আপনার vedio দেখে তা পরিবর্তন হয়ে গেল। ।😀
    ধন্যবাদ 🚀

    • @huzifah9913
      @huzifah9913 ปีที่แล้ว +1

      বেটা ভোদাই! নিজের কথা নিজে বোঝো ?
      সহজ সরল ভাবে বলতে পার না?
      ভায়ের বুঝতে কষ্ট হয় না?

  • @arifinyeasinasif
    @arifinyeasinasif ปีที่แล้ว +2

    বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বর্তমান নিয়ে একটা এপিসোড চাই স্যার

  • @zabirhasan4770
    @zabirhasan4770 ปีที่แล้ว

    আমি মহাকাশ সম্বন্ধে বেসিক কিছু আমার বাবার থেকে জেনেছি।যেমন চাঁদে মানুষের অবতরণ আমাদের সৌরজগতের গ্রহ গুলোর আবর্তন কিংবা গ্রহ থেকে ছিটকে আশা গ্রাহানু,এই টাইপ আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে আমার বাবাকে বেশকিছুদিন আগে আপনার এই ভিডিওটা দেখাচ্ছিলাম।উনি ভিডিওটা দেখা শেষ করে বললেন "ইনি কি ইঞ্জিনিয়ার নাকি?"
    আমি অবাক হয়ে বললাম তুমি কিভাবে জানো?
    বাবা বললেন "উনার বোঝানোর পদ্ধতি আর সাবলীল বাচনভঙ্গিতে অনুমান করলাম"
    বিষয় টা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হলো।
    এনায়েত ভাই ইঞ্জিনিয়ার এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ওনার বোঝানোর পদ্ধতি দেখে যদি কেউ ভাবে যে ওনার প্রকৌশলী'র জেশ্চার বিদ্যমান,তাহলে এর থেকে ভালোলাগার আর কিছুই হতে পারেনা।

  • @Tasesha9746
    @Tasesha9746 ปีที่แล้ว +1

    ব্যাকগ্রাউন্ড বেশ Distracting লাগে ভাইয়া, জিনিসপত্র একটু কমান !!!

  • @prabhat_me_1391
    @prabhat_me_1391 ปีที่แล้ว +2

    5:39 খুব জলদি elon musk এর Starship হবে সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী রকেট।

  • @nijhumzaman6722
    @nijhumzaman6722 ปีที่แล้ว +1

    কালো বা বাদমি রঙের মানুষের চাঁদে পা রাখাটা কিভাবে ঐতিহাসিক হতে পারে???চামড়ার রঙে কি বিশেষ ধরণের কোন উপাদান পাওয়া গেছে যার জন্য এটি অধিক গুরুত্বপূর্ণ????

  • @NILOYKARMAKAR
    @NILOYKARMAKAR ปีที่แล้ว +18

    I saw a documentary on the Discovery Channel probably called 50 Years of the Lunar Mission. I was a little young then so I wanted to go to the moon 😂 and did a lot of research on the internet about it. I kept thinking that if I had been born then I might have been able to see that mission in full, it would have been so exciting. Then two years ago NASA uploaded a video to their TH-cam channel announcing the *Artemis Mission.* And it's great to see that it passed the first step too. ❤️

  • @abulbasharmohammadgolamrab8510
    @abulbasharmohammadgolamrab8510 ปีที่แล้ว +4

    সাহস থাকলে Jack Parsons (Father of modern rocketry) এর occult science (গুপ্ত বিজ্ঞান) চর্চা নিয়ে একটা ভিডিও বানান।

  • @mr.anonymous298
    @mr.anonymous298 ปีที่แล้ว +11

    এত বড় ভিডিও দেখার পরেও মনে হচ্ছে ভিডিও আরেকটু বড় হলে বুঝি ভালো হত; খুবই ভালো লেগেছে আজকের কন্টেন্ট টা।
    অনেক অনেক ধন্যবাদ, এনায়েত স্যারকে।

  • @anirbandutta8799
    @anirbandutta8799 ปีที่แล้ว +2

    ভাই...খুবই অসাধারণ আর ইনফরমেটিভ কন্টেন্ট ছিলো...♥

  • @HASNATLABIB
    @HASNATLABIB ปีที่แล้ว +2

    ইনায়েত ভাইকে পাঠাতে হবে কি বলেন আপনারা

  • @parthasamadder86
    @parthasamadder86 ปีที่แล้ว +1

    বর্তমান সময়কার আলোচিত প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এই সম্পর্কে একটা ভিডিও বানালে আমরা বাংলাভাষীরা খুব উপকৃত হব

  • @anonymousggez294
    @anonymousggez294 ปีที่แล้ว +2

    Sir apnar presentation khubi shundor. Space niye aro topic er video dekte chai.❤

  • @user-sd4mh5mo9q
    @user-sd4mh5mo9q ปีที่แล้ว +1

    Bangladesh er ek matro channel ja amake Bangladeshi hishebe proud feel kray❤️❤️🇧🇩🇧🇩

  • @mielmahmudsifat8867
    @mielmahmudsifat8867 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলা দিয়ে অনেক অনেক কিছু জানতে পারি।

  • @HMSoyeb-xf5wh
    @HMSoyeb-xf5wh ปีที่แล้ว

    ধন্যবাদ, প্রচুর তথ্য পেলাম ঘরে বসে বসে। দোয়া করি আপনার দেয়া প্রতিটা মিনিট যেন আপনাকে আরো সফলতার দিকে নিয়ে যায়।

  • @Xoxjkkk
    @Xoxjkkk ปีที่แล้ว +4

    20 min আগে এনায়েত স্যারের ভিডিও লঞ্চ হলো🥵

  • @tanveersarkar3644
    @tanveersarkar3644 ปีที่แล้ว +2

    Do what you do...
    I recommend you to make a playlist named space...
    And also recommend a playlist named physics

  • @mahade_hasan999
    @mahade_hasan999 ปีที่แล้ว +6

    Your videos are always informative

  • @alexmercerturzo4659
    @alexmercerturzo4659 ปีที่แล้ว +4

    Morality has aesthetic standard is gonna be my favorite quote

  • @NazilGO
    @NazilGO ปีที่แล้ว

    ভাই অনেক হট । চাদের শীত আসা শুরু করছে দেশে । অসাধারন ভিডিও।

  • @aounkhan503
    @aounkhan503 ปีที่แล้ว +5

    বাংলাদেশ স্পেস মিশন এ কতদূর বা কি করছে এর সম্পর্কে ভিডিও বানান স্যার ❤️

    • @pandagamer8628
      @pandagamer8628 ปีที่แล้ว

      আল্লাহ না চাইলে মানুষ স্পেস এর কিছু জানতে পারবে না। এই ধারণা যে দেশের মানুষ মনে পোষণ করে তারা স্পেস কেনো সমতলে ও কিছু করতে পারবে না।

    • @tusharbiswasofficial6717
      @tusharbiswasofficial6717 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣 বাংলাদেশ 🤣🤣🤣🤣🤣

    • @Ivan-ed7zq
      @Ivan-ed7zq ปีที่แล้ว

      Bangladesh space origination r kaj hoilo btv te bampar folon deka

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      কিছুদিন আগে একটা রকেট কম্পিটিশন করছে।

    • @tusharbiswasofficial6717
      @tusharbiswasofficial6717 ปีที่แล้ว

      @@anonymoussoul3343 🤣🤣🤣🤣🤣বাংলাদেশ🤣🤣🤣🤣 only one ISRO🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @error404.u
    @error404.u ปีที่แล้ว +2

    what an editing ..
    video editor gets all my credit ..
    this is an awesome video ...

  • @Borno_Khan
    @Borno_Khan ปีที่แล้ว +1

    Emon content upload dewar jonno dhonnobad

  • @catchjyoti
    @catchjyoti ปีที่แล้ว +1

    enayet bhai - eta excellent video hoyeche...puro artemis program tar concept clear hoye geche 👌

  • @sobhonsingha2942
    @sobhonsingha2942 ปีที่แล้ว +2

    দাদা এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিডিও বানান। বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিডিওর খুবই অভাব।😢

  • @ketubirali6058
    @ketubirali6058 ปีที่แล้ว +1

    I knew their names. Eugene Cernan & Harrison H. Schmitt were Apollo-17 astronauts.
    (Er moddhe ke jeno akta more geche, r akjon beche ache maybe)

  • @TanvirAhmed-iz3lu
    @TanvirAhmed-iz3lu ปีที่แล้ว

    ভাইয়া,, পিরামিড কিভাবে তৈরি হলো,,,এটার ওপর একটা ভিডিও দেন, প্লিজ

  • @baappa3984
    @baappa3984 ปีที่แล้ว +1

    আগামী পাঁচ বছর পর অর্থাৎ 2028 এ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত অর্থনীতিতে কোন জায়গায় অবস্থান করতে পারে বলে আপনার ধারণা .... সেই নিয়ে যদি VIDEO করেন

  • @wwumaotw2922
    @wwumaotw2922 ปีที่แล้ว +10

    1st view 🙂
    এনায়েত ভাইয়ের ভয় নায়,ইউটিউব ছাড়ি নাই

  • @freetoplay3393
    @freetoplay3393 ปีที่แล้ว +4

    অনেক বড় ধন্যবাদ ভাইয়া 😊♥️

  • @kawsarhasan360
    @kawsarhasan360 ปีที่แล้ว

    ভাই,একটা প্রশ্ন
    এই যে সাউথ পোল এ যাবে,সেখানে চোখে ত কিছু দেখতে পাবে না আর সোলার পাওয়ারে তো কোন বাতিও জ্বালাতে কিংবা কোন ইলেকট্রনিক ডিভাইস চালাতেও পারবে না কারণ সৌর শক্তি তো সেখানে নাই!আর কোন বড় ব্যাটারিও তো ক্যারি করতে পারবে না কারণ সেটা বেশি হেভি।তাইলে কেমনে কি? @enayet chowdhury

  • @niharchy4365
    @niharchy4365 ปีที่แล้ว +1

    আমার কাছে মনে হয় না - এর সার্ফেসে পানি আছে। কারণ, চাঁদের কোনো ক্লাউড দেখে নাই কেউ। ভিতরে ফর্ম করা কতটুকু সম্ভব! আর পানি মানেই পানিচক্রের খেলা। তাহলে প্রাণের অস্তিত্ব অনেক সহজ হয়ে যেত।

  • @rayhan.kobir.0
    @rayhan.kobir.0 ปีที่แล้ว +6

    অনেক কিছু জানলাম এবং বুঝলাম। ধন্যবাদ স্যার❤️

  • @tanzinatz5231
    @tanzinatz5231 ปีที่แล้ว +8

    Morality has an aesthetic standard 💕

  • @NahianEcho
    @NahianEcho ปีที่แล้ว

    ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে একটা ভিডিও করেন প্লিজ!

  • @rajibnath4311
    @rajibnath4311 ปีที่แล้ว +2

    আমি ভাবছিলাম, আপনি বলবেন,
    তো চাঁদে যাওয়া যাক।

  • @ISLAMIC-SWORD
    @ISLAMIC-SWORD ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাই। আপনার ভিডিও মানেই অসাধারণ। ধন্যবাদ।

  • @jobayerhossenapurbo3674
    @jobayerhossenapurbo3674 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই। এবার যাঁরা তিনজন সায়েন্টিস্ট পদার্থ বিজ্ঞানে নোবেল পাইছেন তাঁদের নিয়ে একটা ভিডিও দিয়েন।

  • @ashekinmostafa
    @ashekinmostafa ปีที่แล้ว +2

    আজকে editing দারুন হইছে

  • @ahmedshahariarudoy8995
    @ahmedshahariarudoy8995 ปีที่แล้ว +2

    স্যার বাংলাদেশে কি freebies implement kora উচিত দিল্লির মতো?এই নিয়ে ভিডিও চাই।

    • @ArifurRobin
      @ArifurRobin ปีที่แล้ว

      স্যার,আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মজার মজার ভিডিও পছন্দ করে থাকেন তবে দয়া করে একবার নিচের চ্যানেলটি পরিদর্শন করতে পারেন।চ্যানেল নামঃ #পরিবর্তন

  • @Subaldutta007
    @Subaldutta007 ปีที่แล้ว +1

    Apnar video gulo khub valo 😊 you are a good human being

  • @tasnimrahmanrodoshi4516
    @tasnimrahmanrodoshi4516 ปีที่แล้ว +1

    Onk interesting chhilo video ta🤗

  • @Telefocus
    @Telefocus ปีที่แล้ว

    এই মিশনে চাঁদে ল্যান্ডিংয়ের প্রসিডিয়রটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

  • @mdabdullahalnoman2813
    @mdabdullahalnoman2813 ปีที่แล้ว

    ঠান্ডায় বাচিনা রংপুর থেকে,ভাবতেছি স্যারের বাসায় সিফ্ট করবো!

  • @bakerboy2143
    @bakerboy2143 ปีที่แล้ว +8

    মহাবিশ্বের সম্প্রসারণ এবং আল কুরআন -
    "আমি নিজ ক্ষমতাবলে আকাশ সৃষ্টি করেছি এবং আমিই এর সম্প্রসারণকারী।" (সূরা- যারিয়াত, আয়াত- ৪৭)

    • @prakashsarkar458
      @prakashsarkar458 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @jahidulislampiyas1806
    @jahidulislampiyas1806 ปีที่แล้ว +1

    Vaia video ghul onk vallage emn video aro banaiyen🖤

  • @labluctg9082
    @labluctg9082 ปีที่แล้ว

    কিছুদিন আগে একটা কোরিয়ান ওয়েব সিরিজ দেখেছিলাম, ওই ওয়েব সিরিজ দেখাই ছিল চান্দে লুনার ওয়াটার পাওয়া গেছে যা খুব ভয়ঙ্কর, এরকম কিছু হবে না তো।

  • @flicksna2489
    @flicksna2489 ปีที่แล้ว +6

    Just watch the launch of Artemis. It was beautiful.

  • @mdriponhasan3420
    @mdriponhasan3420 ปีที่แล้ว

    ভাই আমি আপনার সব নিয়মিত দেখে থাকি।ভিডিও ১০-১২ মিনিট এর মধ্যে করলে ভালো হয়।
    এটা আমার মতামত

  • @naiemalamin2475
    @naiemalamin2475 ปีที่แล้ว

    শিক্ষনীয় চিন্তা-জাগানিয়া বিশ্লেষনী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। মজা নিয়ে দেখেছি। সমৃদ্ধ হলাম।

  • @somuchknowledge
    @somuchknowledge ปีที่แล้ว +1

    অসাধারণ স্যার🤩
    থাম্বনেইলটা অনেক আগে একবার দেখছিলাম এই চ্যানেলে,কিন্তু কোথায় মনে পড়ছে না😀

  • @21nurejannatulhuda
    @21nurejannatulhuda ปีที่แล้ว

    10.37 গরমকালের ভিডিও শীতকালে দেখতেসি। ভিডিও পৃথিবীতে আসতে আসতে শীত পরে গেসে।

  • @mielmahmudsifat8867
    @mielmahmudsifat8867 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম গুরু।
    শিরায় শিরায় রক্ত
    এনায়েত স্যার এর ভক্ত।

  • @momtahenahasnattisha9064
    @momtahenahasnattisha9064 ปีที่แล้ว +1

    Your video help me to sleep well.

  • @KaziSobur
    @KaziSobur ปีที่แล้ว

    ভিডিওর বিশেষণ গুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার, রাজনৈতিক বক্তৃতার মত শোনায়🫣🤐

  • @fahimontu7065
    @fahimontu7065 ปีที่แล้ว

    Update vidr jnno dhonnobad vaiya..video ta bigger tai aro besi better laglo

  • @Maruf943
    @Maruf943 ปีที่แล้ว

    আপনার ভিডিও সত্ত্যিই অনেক ইনফর্মেটিভ। সালাম নেবেন স্যার।

  • @TareqSalahuddin
    @TareqSalahuddin ปีที่แล้ว +1

    এনায়েত, একটা প্রশ্ন ছিলো - আপনি এয়ার কন্ডিশনার (এসি) কেনেন না কেন? তাহলে তো আর এত ঘামতে হয় না।

  • @mdshayon6066
    @mdshayon6066 ปีที่แล้ว

    ভাই চাঁদে আমেরিকা যেতে পারেনি, আমরা এ নিয়ে অনেক কিছুই শুনেছি আর এবার যেতে পারলে প্রথম চন্দ্র বিজয় হবে এই ব্যাপারটা নিয়ে একটি ভিডিও বানাবেন। আর আপনারো কী মনে হয় চন্দ্র বিজয় হয়নি আমরা যে ভিডিও দেখেছি এটি একটা শুটিং সেটে ভিডিও করা এটা নিয়ে একটা ভিডিও পেলে খুব উপকৃত হব

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      উনি বললেই আপনি বিশ্বাস করবেন কেন? উনি যদি নাসারাদের থেকে ঘুষ খেয়ে ভিডীও বানায়? তাহলে নিজে সিউর হবেন কিভাবে?

    • @souravmandal651
      @souravmandal651 ปีที่แล้ว

      dhruv rathee TH-cam channel a apollo 11 ai video tai bestarito bola ache

  • @ikramevan9205
    @ikramevan9205 ปีที่แล้ว +1

    Love this type of tech-related content.

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 ปีที่แล้ว +1

    প্রমিত বাংলায় উপস্থাপন করলে শুনতে অনেক ভালো লাগতো।

  • @sahadatislam7505
    @sahadatislam7505 ปีที่แล้ว +1

    Vai apnake astronaut hisebe dakhte chai...

  • @rinaakter5873
    @rinaakter5873 ปีที่แล้ว +2

    Qatar বিশ্বকাপের জন্য যত টাকা ব্যয় করছে ওই টাকায় নাসা প্রায় ১১৫ টা আর্টেমিস লঞ্চ করতে পারবে🙂

  • @hexagon8657
    @hexagon8657 ปีที่แล้ว +2

    Love these type of videos and would love to see more astronomy and cosmology content!

  • @liyanghosh
    @liyanghosh ปีที่แล้ว +2

    স্যার ভিডিওকা‌ আগের রেকর্ড করা ছিল আপনার 😁😁

  • @prantodas5217
    @prantodas5217 ปีที่แล้ว

    Sir আপনি কি কোনো বড় প্রতিষ্ঠান কাজ করতে চান, যেমন nasa,tesla

  • @naimislam4918
    @naimislam4918 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই । অনেক কিছু জানলাম।

  • @shrifat531
    @shrifat531 ปีที่แล้ว

    Valo laglo eirokom bangla content dekhe

  • @liyanghosh
    @liyanghosh ปีที่แล้ว +2

    স্যার কোহলি ১০০ পাইয়া গেছে 😁😁

  • @nothingtoworry9484
    @nothingtoworry9484 ปีที่แล้ว

    ভাই ভিডিওর মাঝে মদ্ধে যে সাইলেন্ট মিমস মাইরা দেন, তাতে ভিডিও তে আরো মনযোগ বেড়ে যায়। 😅

  • @accused2379
    @accused2379 ปีที่แล้ว

    Chader deshe pa raksen 2 Jon manush not 3 Jon .. 3rd person capsule er moddhe chilen because uni Chara Baki 2 Jon jara pa rakse chade tader back Kore abar earth e Ana possible nah

  • @astha...
    @astha... ปีที่แล้ว +1

    video ta aro detailed hole vhalo hoto keno jani 17 mins amar jonno olpo hoye gese aro bistarito jante chai apnar kache theke

  • @sheikhrazon4722
    @sheikhrazon4722 ปีที่แล้ว

    ভাইয়া,, অর্থনীতি তে বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা = যোগান কিন্তু বাংলাদেশ এ কখনো এমনটা দেখিনা দেখিনা কেন?

  • @soumikbiswas30
    @soumikbiswas30 ปีที่แล้ว

    আজকের ভিডিওতে ঘরোয়া স্বাদ পেলাম 🥰

  • @gobindochbormon8590
    @gobindochbormon8590 ปีที่แล้ว +6

    প্রিয় চ্যানেল। ধন্যবাদ স্যার নতুন নতুন তথ্য জানানোর জন্য🥰

    • @huzifah9913
      @huzifah9913 ปีที่แล้ว +1

      ইংরেজি জানেন না যে।

    • @gobindochbormon8590
      @gobindochbormon8590 ปีที่แล้ว

      @huzifah9913 জ্বী আমি ইংরেজিতে অনেক দুর্বল🥰

  • @mahbubkhan3273
    @mahbubkhan3273 ปีที่แล้ว

    Sorry to end the video at the end, is it informative or funny? From what perception should I judge-Oh man, for lack of patience I cannot continue this to the end

  • @ChandlerBing333
    @ChandlerBing333 ปีที่แล้ว +1

    ভাই ক্রিসপি করা লাগবে না।এই রকম ডিটেইল ভিডিও বানান।ভালোবাসা নিয়েন❤️

  • @abunayeemsarker9622
    @abunayeemsarker9622 ปีที่แล้ว

    আলকেমি নিয়ে একটা ভিডিও বানান ভাই প্লিজ

  • @mrittunjoypaul
    @mrittunjoypaul ปีที่แล้ว

    আচ্ছা!! চাঁদ থেকে যদি প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা হয় এর বিরূপ প্রভাব কি পরবে না?

  • @RiyaRiya-qp6lf
    @RiyaRiya-qp6lf ปีที่แล้ว +1

    Worm hole topic ta niye video chacchi. :3

  • @smsifatislam.9182
    @smsifatislam.9182 ปีที่แล้ว

    Accalamualykum Vaia Burmuda trayngel nia 1ta vidio bananvna plz.🙏🙏

  • @sompod8660
    @sompod8660 ปีที่แล้ว

    চ্যানেল টা আসলে ভালো

  • @tasneemkhan1187
    @tasneemkhan1187 ปีที่แล้ว

    Nasa কীভাবে আয় করে তা নিয়ে একটা ভিডিও করেন।

  • @avishekkhan4029
    @avishekkhan4029 ปีที่แล้ว

    You are one of the best them Nal maker that I have ever seen.👌👌👌

  • @sksohan7610
    @sksohan7610 ปีที่แล้ว

    আরে ভাই বড় হলেই কি দারুণ একটা ভিডিও ধন্যবাদ ভাই ❣️❣️