Je Ankhite Eto Hasi Lukano। যে আঁখিতে এত হাসি লুকানো । Bangla Sad Song । Talat Mahmood । Pialy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 801

  • @subhenduchaudhuri-mp6rf
    @subhenduchaudhuri-mp6rf ปีที่แล้ว +23

    ঈশ্বর যে কন্ঠে ঢেলেছেন এত সুর সে কন্ঠ থামিয়ে রাখার সাধ্য কার .....???সুস্থ হয়ে উঠুন শিগগির ।এখনও অ-নে-ক গান শোনার অনেক খিদে .....।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  ปีที่แล้ว

      ধন্যবাদ অশেষ

    • @NirupamaPattanayak-y1p
      @NirupamaPattanayak-y1p 8 หลายเดือนก่อน

      @@PialyKunduOfficial khub sundar

    • @parasarghoshdastidar3731
      @parasarghoshdastidar3731 4 หลายเดือนก่อน +1

      খুব সুন্দর গেয়েছেন। আমার প্রিয় গান। নোটেশন গুলো ঠিক ঠিক ছুঁয়েছেন। শিখলাম।

    • @madhusudanmondal7694
      @madhusudanmondal7694 หลายเดือนก่อน

      কী হয়েছে পিয়ালী মায়ের?

  • @sanatchakraborty1846
    @sanatchakraborty1846 ปีที่แล้ว +7

    দিদিভাই, গানটা আপনি অসাধারন গেয়েছেন। এককথায় অনবদ্য। যেমন কথা, যেমন সুর, তেমনই তার আন্তরিক উপস্থাপনা। একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আমার চেয়ে বয়সে অনেকটাই ছোটো। ঈশ্বরের কাছে প্রার্থণা করি, সুস্থ শরীরে থেকে, অনেকদিন ধরে এইভাবে আপনার সুরের মূর্ছনায় শ্রোতাদের মন্ত্রমূগ্ধ করে রাখুন। খুব ভালো থাকুন।

  • @SusantaBanerjee-e3z
    @SusantaBanerjee-e3z ปีที่แล้ว +4

    ভীষন ভালো লাগলো।এ ভাবে, এমন করে গাইতে হবে। আছি, চালিয়ে যাও। ভগবান তোমার মঙ্গল করুন।

  • @bikramduttaroy2051
    @bikramduttaroy2051 ปีที่แล้ว +2

    তুমি আমার কন্যাসমা। ইশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় গায়িকা হও।

  • @anupbera6000
    @anupbera6000 ปีที่แล้ว +9

    পাগল করা গান। আমি তো উচ্ছসিত। কি ভালো যে গাইলেন,আপনি নিজেই জানেন না। বারবার শুনতে ইচ্ছা করছে। এবং শুনব।মা সরস্বতী র আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এবং হবে। অসংখ্য ধন্যবাদ ওসাধুবাদ জানাই।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন 🙏

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 2 ปีที่แล้ว +7

    তালাত মামুদের এত কঠিন গান যে ভাবে গেয়ে মন ভরিয়ে দিলে তা বলে ব্যক্ত করা যায় না ।

  • @abunasarbhuiyan8820
    @abunasarbhuiyan8820 2 ปีที่แล้ว +9

    ভারত বহু খ্যাতিমান শিল্পীর সান্নিধ্যে সম্মানিত হয়েছে। এরই প্রবহমানতায় পিয়ালীর ন্যায় শিল্পীগণ তাঁদের সাড়া জাগানো সুর লহরীতে দেশের মান ভরপুর করছে। আমরা শ্রোতারাও সুখাবেশে অবশেষে ঋদ্ধ হচ্ছি। শিল্পীর হৃদয়ছোঁয়া গানের জন্য দোয়া থাকলো।

  • @aparajitasur9367
    @aparajitasur9367 2 ปีที่แล้ว +2

    আবার শুনলাম, আবার ভালো লাগলো।

  • @rohitchandramandal3806
    @rohitchandramandal3806 ปีที่แล้ว +4

    এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিল্পী আপনি /অপূর্ব গেয়েছেন / শুভেচ্ছা

  • @mdfirozalam3323
    @mdfirozalam3323 2 ปีที่แล้ว +24

    অনেক বেস্ততার মাঝেও তোমার গান শুনি।কারন তোমার কন্ঠে জাদু আছে। দোয়া করি তুমি অনেক বড় গায়িকা হও।

    • @ranjanamukherjee9825
      @ranjanamukherjee9825 2 ปีที่แล้ว +1

      Thik bolechhen vaijaan...

    • @MrGautamaditya
      @MrGautamaditya 2 หลายเดือนก่อน

      কোনো দিন হবে না।

  • @alhajtafique9857
    @alhajtafique9857 ปีที่แล้ว +6

    হৃদয় উজাড় করে দেওয়া গান যা বার বার শুনতে ইচ্ছে হয়।

  • @supriyaroy3066
    @supriyaroy3066 ปีที่แล้ว +1

    অসাধারণ কন্ঠ, মুগ্ধ হয়ে গেলাম।

  • @subhendumukherjee9024
    @subhendumukherjee9024 2 ปีที่แล้ว +1

    কোনও কথা হবেনা, কোনও কথা হবেনা।
    অপূর্ব, অপূর্ব।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 ปีที่แล้ว

      ধন্যবাদ, শুভ বিজয়া

  • @gosthapatra9366
    @gosthapatra9366 7 หลายเดือนก่อน +1

    দিদি কি গাইলেন অন্তর ছুঁয়ে গেলো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো 😅ধন্যবাদ

  • @MdAslam-bq6hd
    @MdAslam-bq6hd 11 หลายเดือนก่อน +1

    আহা কি দরদ, কি অভিমানী সুর, আমি গানটা শুনে মুগ্ধ হলাম,কোনো প্রশংসা যথেষ্ট নয়,,

  • @sajalsengupta8864
    @sajalsengupta8864 2 ปีที่แล้ว +1

    অপুর্ব। অত্যন্ত প্রিয় গানগুলির মধ্যে অন্যতম।

  • @lakshmikantagarai2996
    @lakshmikantagarai2996 2 ปีที่แล้ว +1

    অসাধারণ। যাদু আছে গলায়।

  • @indranathbandyopadhyay9993
    @indranathbandyopadhyay9993 ปีที่แล้ว +3

    খুব ভাল লাগলো পিয়ালী তোমার এই অনবদ্য নিবেদন। আলাদা করে আর কিছু বললাম না। কারণ তোমার এরকম গান শুনে আমি অভ‍্যস্ত। অনেক শুভেচ্ছা নিও।👌💐💐

  • @SamirKarmakar-r2c
    @SamirKarmakar-r2c ปีที่แล้ว +4

    পিয়ালী, তোমার গলায় সত্যি সুরের জাদু আছে, অনেক আশীর্বাদ তোমায়।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 ปีที่แล้ว +4

    কী কন্ঠ ! কী গায়কী !! অদ্ভুত সুন্দর...

  • @shambhusarkar9359
    @shambhusarkar9359 ปีที่แล้ว +2

    চমত্কার কন্ঠ । অত্যন্ত ভালো গায়কী ।তালাত মামুদ শুনলে খুব খুশি হতেন ।

  • @mdlutfulmajib8916
    @mdlutfulmajib8916 2 ปีที่แล้ว +6

    কালজয়ী সুর, গান,সাহিত্য, নাটক কবিতা কোনটার অবদানই কম নয়।যা অকারণে মানুষের হৃদয় স্পর্শ করে সেটাকে দেশ কাল ধর্ম বর্ণ কোনটা আটকাতে পারে না বলে আমি মনে করি।

  • @buladhara7282
    @buladhara7282 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ❤

  • @dilipchakraborty2864
    @dilipchakraborty2864 ปีที่แล้ว +2

    তালাত মাহমুদ এর এই গানটি আমার খুবই প্রিয়। পিয়ালী তোমার সুন্দর কণ্ঠে সুনতে পেয়ে খুবই ভালো লাগলো। ভালো থেকো।

  • @polashdas1300
    @polashdas1300 ปีที่แล้ว +3

    সত্যি সত্যিই আপনি অনেক যত্ন করে গান করেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @kalidasmukhopadhyay8007
    @kalidasmukhopadhyay8007 2 ปีที่แล้ว +1

    Asadharon khub sundor laglo gan khani thanks for uploading

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 ปีที่แล้ว +1

    অপূর্ব, অতুলনীয়.. অসম্ভব ভালো একটি পরিবেশনা

  • @akshaysarkar4261
    @akshaysarkar4261 2 ปีที่แล้ว +1

    গলায় যাদু থাকলে বাজনার যে প্রয়োজন নেই তা আপনার কণ্ঠে প্রতিফলিত হচ্ছে । আপনার কণ্ঠের যাদুর অপেক্ষায় রইলাম।
    ভালো থাকবেন ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন 🙏😀

  • @surajitdas8315
    @surajitdas8315 ปีที่แล้ว +2

    পিয়ালী,তোমার প্রায় সব গান আমি বার বার শুনেছি। তোমার কন্ঠের যাদু আমাকে মোহিত করে।তোমার মংগল কামনা করি। নতুন নতুন গান ডাউনলোড করো।

  • @sondiproyarrjo8210
    @sondiproyarrjo8210 ปีที่แล้ว +5

    হটাৎ করে কোন কারন ছাড়াই কান্না আসে। রাত যত গভীর হয় বুকের ভেতরটা চেপে ধরে। আজো ৪ বছর পর এমন মনে হয় আমার। তোমার কি এমন হয়, একটা শব্দ, একটা আওয়াজ, একটা ডাক শুনিনা কত বছর...😢

  • @amitabhattacharya5254
    @amitabhattacharya5254 2 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর গাইলে তুমি ।এত মিষ্টি গলা

  • @santiranjanbhowmik4340
    @santiranjanbhowmik4340 ปีที่แล้ว +1

    পিয়ালী, তোমার এই গানটা আমার ভীষণ প্রিয় ।বারবার শুনতে ইচ্ছে করে।

  • @swarashruti5335
    @swarashruti5335 2 ปีที่แล้ว +11

    তোমার গাওয়া এই আবেগ ভরা গানটা আবার শুনতে শুনতে আমার চোখে জল এলো। এতো সুন্দর গেয়েছো তুমি।

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 ปีที่แล้ว +2

    আহা কি অসাধারণ অপূর্ব মনমুগ্ধকরা হৃদয়স্পর্শী পরিবেশনা । এমন আবেগ ও দরদ দিয়ে গাইলেন,মন প্রাণ ভরে গেল।

  • @chiranjitde7467
    @chiranjitde7467 2 ปีที่แล้ว +4

    এত মধুমাখা কন্ঠ, অসামান্য গায়কী নৈপুণ্য খুব খুব কম শুনতে পাওয়া যায়! সেই সঙ্গে অসাধারণ গানের নির্বাচন আমাকে যারপরনাই আনন্দিত করে! শুভকামনা।

  • @mrityunjoykumardas7566
    @mrityunjoykumardas7566 2 ปีที่แล้ว +1

    Maa ki sunder voice .Apurba
    Presentation .

  • @anandagopalbanerjee8218
    @anandagopalbanerjee8218 ปีที่แล้ว +1

    Perfect Voice Pefect Song. অপূর্ব অপূর্ব ❤❤❤❤❤

  • @nazmulgani3776
    @nazmulgani3776 11 หลายเดือนก่อน +1

    Very very nice ❤❤❤❤❤sweet voice......❤❤❤❤❤

  • @bipradasbhattacharyya7435
    @bipradasbhattacharyya7435 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর গেয়েছো ।। কণ্ঠ অভিব্যক্তি দুইই বেশ ভালো । শুভেচ্ছা রইল অনেক ।

  • @mdmukhlesurrahmanmukhlesur2752
    @mdmukhlesurrahmanmukhlesur2752 ปีที่แล้ว +2

    বিধাতা সব সুর তোমার কন্ঠেদিয়েছেন ।সত্যিই অসাধারণ ।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 ปีที่แล้ว +7

    দুর্দান্ত! অসাধারণ! হৃদয় দিয়ে কিভাবে গাইতে হয় সেটা হয়ত আপনার গান না শুনলে পুরোপুরি বুঝতাম না। শ্রোতাদের কাছে আমার প্রশ্ন... যে শিল্পীর গানে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার?

  • @BOOMBOOM-rv3hd
    @BOOMBOOM-rv3hd ปีที่แล้ว +2

    অসাধারণ, এক মনোমুগ্ধকর পরিবেশনা।
    শুভকামনা রইলো নিরন্তর 💝

  • @pradipghosh7485
    @pradipghosh7485 2 ปีที่แล้ว +3

    কি একরাশ আবেগ ভাব নিয়ে গানটি গেয়েছ, অপূর্ব লাগলো। গেয়ে যাও একদিন প্রতিটি মানুষের অন্তরে স্মৃতি হয়ে থাকবে, অস্ংখ্য ধন্যবাদ।

  • @solezakhanam8817
    @solezakhanam8817 2 ปีที่แล้ว +3

    অসাধারণ পরিবেশনা । গান শুনে মুগ্ধ হলাম । শুভেচ্ছা রইল।

  • @asmatali756
    @asmatali756 2 ปีที่แล้ว +4

    কি সুন্দর পরিবেশনা!শুধু মুগ্ধতা,প্রাণ ভরে উপভোগ ছাড়া কথা হবে না। ডাক্তারের দরকার হবে না, এইরকম গানে বিনা ঔষধেই মনে পুলক জেগে উঠবে।

  • @animeshbhattacharjee583
    @animeshbhattacharjee583 ปีที่แล้ว

    কাকু সত্যি তোমার গলায় সরস্বতী বরদান দিয়েছে। অপুর্ব।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 2 ปีที่แล้ว +4

    এ সুর মুগ্ধতার শুরু আছে শেষ নেই এমন আকুল করা গান মানুষ শুনবেই! এক কথায় অসাধারণ!

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি পরিবেশনা.. বেশ শ্রুতিমধুর ও নিখুঁত

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 ปีที่แล้ว +2

    💝👌💝👌💝👌💝👌
    👉"প্রেম যদি ভরে এত সুধা গো তবু কেন হৃদয়ের ক্ষুধা গো"
    সত্যিই অপূর্ব এক সুরের লহরী...
    ম্যাডাম অপূর্ব গেয়েছেন....

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 ปีที่แล้ว +2

    গানটি তুমি এতখানি ভালো গেয়েছ যে, গানটি শেষ হবার পর ও তার রেশ রয়ে গিয়েছে। চিরদিন হাসির মধ্যে থেকো। আর মানুষকে গান গেয়ে হাসিও।

  • @malabikapramanick4305
    @malabikapramanick4305 2 ปีที่แล้ว +6

    অনেকের মন ছুঁয়ে গেল আশির্বাদ রইল

  • @chandrachaudhurissong6812
    @chandrachaudhurissong6812 ปีที่แล้ว +2

    কি আবেগ ❤❤❤ অসাধারণ হয়েছে ❤❤❤❤

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 ปีที่แล้ว +1

    তালাত মামুদের দরদি কণ্ঠে গাওয়া এই পুরনো গানটি আমার অত‍্যন্ত প্রিয়। তোমার মিষ্টি গলায় গানটা শুনে আমি তৃপ্ত হলাম।

  • @dhrubakundu4091
    @dhrubakundu4091 2 ปีที่แล้ว +5

    তোমার কন্ঠে এই গানটি শুনে আমার খুব ভাল লাগল। তোমার জন্য নিরন্তর শুভকামনা রইল।

  • @ashokchatterjee4156
    @ashokchatterjee4156 7 หลายเดือนก่อน +1

    দিদি ভাই গলায় এইসব গান সুনলে মনছূয়ে যায় ভালো থাকবেন। 🙏

  • @rozyakther6961
    @rozyakther6961 2 ปีที่แล้ว +2

    তোমার গান না শুনলে দিন ভালো যায় না।ভালো থেকো।

  • @জয়শ্রীকৃষ্ণ-ন৯চ
    @জয়শ্রীকৃষ্ণ-ন৯চ ปีที่แล้ว +5

    এতো সুন্দর গলায় সূর ☝️ভাবলে কষ্ট হয়। এই জায়গায় দাঁড়িয়ে কেন? কম কোথায়? শুভেচ্ছা রইল।

  • @drmilon6646
    @drmilon6646 4 หลายเดือนก่อน

    কি দিয়ে পুজিবো তোমায় প্রিয় শিল্পী। এত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে গানটি পরিবেশন করেছ। হৃদয়টা প্রস্ফুটিত হয়ে গেল। সত্যি মুগ্ধতায় ভরা প্রশংসিত। শুভকামনা অবিরাম। 🌺🌺

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 ปีที่แล้ว +1

    আপনার কন্ঠে সব গান আমার খুব ভালো লাগে,এই গানটি খুবই মন ভরিয়ে দিল, খুব ভাল গেয়েছেন, অনেক ধন্যবাদ।

  • @muktadas6497
    @muktadas6497 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @santumondal4320
    @santumondal4320 2 ปีที่แล้ว +2

    কতো কঠিন গান কিন্তু কি সাবলীল ভঙ্গিমা, অসাধারণ

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 2 ปีที่แล้ว +1

    বোন অপূর্ব । অসাধারণ পরিবেশন মন ছুঁয়ে গেলো

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 24 วันที่ผ่านมา

    মনটা ভরিয়ে দিলেন। এত কঠিন গান অপূর্ব সুন্দর গেয়েছেন। 👍

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 ปีที่แล้ว

    গান টি শুনতে আমার খুবই ভালো লাগে বার বার তাই গান টি শুনি। শারদীয়া র সকালে তাই অভিনন্দন জানাই আপনাকে।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 ปีที่แล้ว +8

    যার কন্ঠে এতো সুর লুকানো
    কূলে কূলে তার কেন আঁখি ধার,
    যার গানে আছে এতো মাধুরী
    সে কেন চলেছে বয়ে ব্যথা ভার..

  • @sankarhowlader2240
    @sankarhowlader2240 4 หลายเดือนก่อน

    It is one of my favourite song.amar wife o ganta pachondo kore abog gay.khub valo geychen,,,,

  • @ryanroy7015
    @ryanroy7015 2 ปีที่แล้ว +1

    শোবার সময় ট‍্যাবলেটে গান শুনছি বলেই কমেন্ট করতে দেরী হলো। সেল ফোনে তিন বার শুনেছি ইতিমধ‍্যেই। তালাত মেহমুদ সাহেবের গানটি তাঁরই মতো আবেগ দিয়ে গেয়েছো। খুব খুব সুন্দর হয়েছে। শ্রোতাদের মন জয় করেছো তুমি। এতে কি যে আমার ভাল লাগছে বলে বোঝাতে পারবো না। তোমার এরকম performanceই দেখতে চাই। খুব ভালো থেকো। God bless you always!

  • @narugopalbera1015
    @narugopalbera1015 2 ปีที่แล้ว +5

    খুব সুন্দর গান। সুমধুর কন্ঠে অপূর্ব লেগেছে ধন্যবাদ ম্যাডাম।

  • @supriyaroy3066
    @supriyaroy3066 ปีที่แล้ว +1

    অতুলনীয়, অকল্পনীয় very nice 👍

  • @narayanghosh7334
    @narayanghosh7334 2 ปีที่แล้ว +1

    দিদি তুমি দেখতেও ভীষণ মিষ্টি.... আর তোমার প্রতিটি গান আমার খুব ভালো লাগে.... এগিয়ে চলো

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 ปีที่แล้ว +1

    তালাত মামুদের দরদী কণ্ঠে গাওয়া এই বহু পুরনো গানটি আমার ভীষণ প্রিয়। গানটার কথা ও সুর অতি সুন্দর। তোমার মিষ্টি গলায় গানটা শুনে খুবই ভাল লাগলো।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 ปีที่แล้ว

      Dhanyobaad

    • @kalyanmajumdar4729
      @kalyanmajumdar4729 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো।অনেক সূক্ষ্ম কাজ রয়েছে গানটিতে- সৎ পরিবেশনা।
      অনেক উন্নতি করো। পরিষ্কার সুরে তৈরি গলা-..clarity মুগ্ধ করে।

  • @DilipBiswas198
    @DilipBiswas198 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো গায়কী।

  • @bijoyeshneogi6983
    @bijoyeshneogi6983 4 หลายเดือนก่อน

    অসাধারণ, মন ভরে গেলো আনন্দে ও দুঃখে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।

  • @sankarde1908
    @sankarde1908 2 ปีที่แล้ว +1

    এখনই বসে বসে অনেক গুলো গান শুনে ফেললাম আপনার। খুব সুন্দর কন্ঠস্বর আর স্পষ্ট উচ্চারণ। শুভেচ্ছা রইল।

  • @bidhanbhakta9906
    @bidhanbhakta9906 ปีที่แล้ว

    দিদি আমার খুব প্রিয় গান। খুব ভালো লাগলো। ভালো থাকবেন

  • @gopagupta2387
    @gopagupta2387 ปีที่แล้ว +1

    দারুন গেয়েছ গো ।

  • @saikatsmiling9398
    @saikatsmiling9398 2 ปีที่แล้ว +2

    বহুদিন পর পুনরায় সেই আবেগ ভরা কন্ঠে স্বর্ণযুগের গান শুনে সমৃদ্ধ হলাম, এভাবেই আমাদের মতো শ্রোতাবন্ধুদের গান (আপনার গাওয়া মৌলিক গানও) শুনিয়ে যাবেন এই আশা রাখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন….

  • @SasankDebnath
    @SasankDebnath 2 ปีที่แล้ว +1

    আহা! জাস্ট অসাধারণ!

  • @rakeshdebnath561
    @rakeshdebnath561 2 ปีที่แล้ว +1

    এই গান যতবার যেখানেই শুনি কেমন যেন দুর্গা পূজা দুর্গা পূজা মনে হয়। খুব সুন্দর দিদি

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 2 ปีที่แล้ว +3

    এই দারুন ভালো লাগার প্রিয় গানটি আমি আমার অন্যতম প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য র কন্ঠে প্রায় প্রতিদিনই শুনতাম।
    আজ তোমার কন্ঠে আমার প্রিয়তম গানটি শুনে আমি গভীরভাবে আপ্লুত। একদম সুপার পারফরম্যান্স !

  • @subodhbasu5826
    @subodhbasu5826 2 ปีที่แล้ว +11

    পিয়ালী কুন্ডু মধুর কন্ঠের শিল্পী!! গায়কীতে অসাধারণ নৈপুণ্যে ভরা। মনটা জুড়ায়ে যায়!! 🙋‍♂️🙋‍♂️🙏🙏

  • @MilanMallick-j2v
    @MilanMallick-j2v หลายเดือนก่อน

    কেঁদে কেঁদে হতে পারি নি দুজনার, সে আমায় ছেড়ে গেছে এ জীবনের জন্য, তোমার গান আমাকে মুগ্ধ করেছে, আরো চাই।

  • @pitughosal2088
    @pitughosal2088 2 ปีที่แล้ว +3

    চমৎকার গাইলেন এতো সুন্দর গানটি।নিখুঁত কাজ গুলি আপনার অপূর্ব কণ্ঠস্বরে দারুন শুনতে লাগছে।অনেক অনেক শুভকামনা রইল।

  • @ajoydutta15
    @ajoydutta15 2 ปีที่แล้ว +1

    মনটাই ভাল হয়েগেল। ভাল শুনলাম।

  • @sreeojith2239
    @sreeojith2239 ปีที่แล้ว +1

    কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল এবং তুমি কি করেছো তোমার থেকে এই বিচার কখনও মেনে নিতে পারছি না। আমরা ধর্মের প্রতীক।

  • @aghosh8837
    @aghosh8837 4 หลายเดือนก่อน

    এত অন্তর দিয়ে গান, মন ভরে যায়। এগিয়ে যেতেই হবে।

  • @swarashruti5335
    @swarashruti5335 2 ปีที่แล้ว +2

    খুব খুব সুন্দর হয়েছে। সুন্দর আবেগ দিয়ে গেয়েছো। এসব গানই আমাদের কাছে treasure সম! অনেক ধন‍্যবাদ তোমায়, কত কষ্ট করে আমাদেরকে গান শোনাও।

  • @pampamajumder4334
    @pampamajumder4334 2 ปีที่แล้ว +2

    তোমার গাওয়া গানটি শুনে মুগ্ধ হলাম।

  • @narugopalgoswami9405
    @narugopalgoswami9405 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগল। গানের সঠিক নির্বাচন শিল্পীকে‌ অনেকখানি গ্রহণ যোগ্য করে তোলে। এগিয়ে যান।

  • @nandinibiswas2615
    @nandinibiswas2615 2 ปีที่แล้ว +1

    বাহ্ বাহ্...সুন্দর গেয়েছ।

  • @hossainasma646
    @hossainasma646 2 ปีที่แล้ว +1

    আমি কি খুব বেশি আপনার প্রেমে পড়ে গেলাম! এখন তো প্রতিদিন আপনার গান শুনি সকাল -বিকেল-রাতে।
    অনেক শুভতা আপনার জন্য

  • @mdsirajali5877
    @mdsirajali5877 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর 💞

  • @ramakrishnapal6836
    @ramakrishnapal6836 2 ปีที่แล้ว +2

    সুন্দর হয়েছে

  • @bijonchakraborty4564
    @bijonchakraborty4564 ปีที่แล้ว +1

    অপূর্ব সুন্দর ! মান্না দে'র চেয়েও ভাল । 🌹

  • @paritoshchandradey783
    @paritoshchandradey783 ปีที่แล้ว +1

    Maa, indeed extraordinary in all respects. Stay blessed and wealthy.

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 2 ปีที่แล้ว +5

    হঠাৎ কোন কারণ ছাড়াই কান্না আসে, রাত যত গভীর হয় বুকের ভেতরটা চেপে ধরে??? আজ ৬৯ বছর পরেও এমন হয় আমার। তোমারও কি এরকম হয়???
    একটা শব্দ, একটা আওয়াজ, একটা ডাক,শুনি না! কত বছর হয়? অসাধারণ।

  • @buddhadevdas4428
    @buddhadevdas4428 2 ปีที่แล้ว +2

    খুব ভাল হয় তোমার গান সব সময়।

  • @santomitra8702
    @santomitra8702 11 หลายเดือนก่อน

    Beautifully sung you are a great singer I pray for your gradual progress

  • @manilalchakraborty9997
    @manilalchakraborty9997 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @santiranjanbhowmik4340
    @santiranjanbhowmik4340 ปีที่แล้ว +3

    আমি প্র্রথম থেকে গাওয়া সেই বিখ্যাত গান "যে আঁখি তে , ,' রোজ একবার করে শুনছি , পীয়ালী । দারুন দারুন দারুন দারুন।