এই গানটা যে এভাবে গাওয়া যায়, না শুনলে বিশ্বাস করতে পারতাম না। একজন দক্ষ শিল্পী র পক্ষেই এত অনায়াসে সব ধরণের গান এত সহজে গাওয়া সম্ভব। অনেক অভিনন্দন রইল।
অপূর্ব অপূর্ব।অসাধারণ।সত্যিই অবর্ণনীয়। কোনো উপমা দিয়ে তোমাকে comment করার ধৃষ্টতা আমার নেই।শুধু এটুকু বলতে পারি তোমার সুমধুর সুরমাধুরীতে হৃদয় নিংড়ানো যে আবেগ ও অনুভূতি মিশিয়ে পরিবেশন করে অন্যের হৃদয় জয় করলে তাকে আমার শত সহস্র শ্রদ্ধাঞ্জলি জানালাম।🙏❤
For last couple of days I am listening to this song continuously. It is transcending me to a different world. Darun gaychhe ❤❤ Apurbo swara Padma Palash maharaj ❤❤ Koti koti pronam janai 🙏🙏🙏
অত্যন্ত গুনী শিল্পী, আমি যতদূর শুনেছি ক্লাসিক্যাল গান শেখেন অনল চট্টোপাধ্যায় এর কাছে, এত সুন্দর ব্যাখ্যা করে গানটা বোঝাচ্ছে যে গানটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনার আগামী দিনের জন্য সাফল্য কামনা করি❤️❤️🙏🙏🙏
উৎকণ্ঠা !!!!! কিছুটা হতে পারে কেননা প্রেম বৈচিত্র্য পর্যায়ের গানটি কীর্ত নাঙ্গে গাওয়ার জন্য নয়। যেমন আছে, মাঝে মাঝে তব দেখা পাই ( ঋতু গুহের কণ্ঠে) এই গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে অনবদ্য
কীর্তন কে আমরা বর্তমানে হিন্দি গানের সুর নকল করে সেই সুরে হরে কৃষ্ণ গান গাওয়া হয় এটি শুনে শুনে কাকে কেমন লাগে জানি না আমাকে তো বিরক্ত লাগে আপনার গলায় রবীন্দ্র সংগীত এই গানটি সবার সবার শোনা উচিত এই গান এই যে কত ভক্তি আছে সেটা সত্যি জানা দরকার
আহা, এত অপূর্ব নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের! তোমার, (তুমিই বললাম, আমি ষাটোর্ধ এক মানুষ) প্রায় সব পরিবেশন শুনেছি। একাধিক বার। রবীন্দ্র সংগীতের মাধুর্য্য, তার ভাব তুমি এমন সুন্দর করে নিবেদন করো তে আমরা শ্রোতারাও এক আনন্দে মগ্ন হয়ে যাই। মন ভাল না লাগলে আমি তোমার গান শুনি। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। আমি আমার শুভ কামনা জানালাম তোমায়। সদা আনন্দে থেকো।
কতশত বিখ্যাত শিল্পীর কন্ঠে গানটি শুনলাম। কিন্তু কিছুতেই হৃদয় মন ভরছে না! না, ভরছে না মানে-আকুলি বিকুলি করছে না! প্রথম আপনাকেই শুনেছি আর এই গানের শেষও আপনিই। কত কতবার শুনছি আর আকাঙ্খিত আকুলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।আহা! কী অপার্থিব সুন্দর! অনাবিল আনন্দ! খোল ও হারমোনিয়াম সহযোগে সুর স্বর যেনো খেলে বেড়াচ্ছে এক নৈস্বর্গিক পরিবেশে বাস্তবিকই! সুরে স্বরে বর্ননে প্রকাশে-কী মায়া, কী মূর্ছনা! কত লিখি? যা অবর্ণনীয়, তা কি আর লিখে শেষ করা যায়! আপনাকে বিচার করার ধৃষ্টতা আমার নেই। শুধু হৃদয়ের গভীর আকুতির তাড়নায় এত কিছু লিখে ফেলেছি। আপনি ভালো থাকুন। মঙ্গলময় আপনার সদাসর্বদা মঙ্গল করুন। মঙ্গলময়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করে, গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, আপনাকেও আমার প্রণাম জানাই। 🙏🙏🙏
সুচিত্রা মিত্রের কণ্ঠে গানটি শুনলেই আপনার হৃদয় ভরে যাবে। গানটি কীর্তন অঙ্গের নয় তাই এই ভাবে গাইলে গানটির ভাব স্পষ্ট হবেই না, গানটির অসম্মান হবে। মাঝে মাঝে তব দেখা পাই, ভানু সিংহের পদাবলী এগুলি কীর্তন অঙ্গের গান।
আপনার আবেগ ও মতামত সরাসরি শিল্পীকে জানাতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html Please like, share and subscribe... এখানে শিল্পীর ফোন নম্বরও দেওয়া আছে।
রবীন্দ্রনাথের কথার অন্তর্নিহিত অর্থ পদ্মপলাশ অনুধাবন করতে পেরেছে বলেই তার সুকণ্ঠে গানটি অসাধারণ ভাবে পরিবেশিত হয়েছে। উপস্থাপনা চমৎকার। কয়েকবার শুনলাম। শুনতে শুনতে বুকের মধ্যে একটা হাহাকার উঠলো। অসাধারণ।
কেন গায়ক এর কন্ঠে এই গানটি এত মধুর লেগেছে তার আপনি অপূর্ব ব্যাখ্যা করেছেন। কীর্তন এর আসরে যে এই গানটি গাওয়া যেতে পারে সেই ভাবের ভাবি যে সে প্রমাণ করেছে। এখানে গায়ক কত নিখুঁতভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে পেরেছে তা গৌণ হয়ে গেছে।
এই গান ছয় দশকের বেশি সময়াধী দিকপাল রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের কন্ঠে শুনে আসছি। তা সত্বেও কিশোর পদ্মপলাশের কন্ঠে গানটি শুনে আরও একবার মন ভরে গেল। আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও শেয়ার করলাম। সকলেই অকুন্ঠ প্রশংসা করেছে।
আহাঃ কি অপূর্ব লাগলো আমি বলে বোঝাতে পারবোনা। অামি সত্যিই অভিভূত। গানটি শুনতে শুনতে অজান্তেই চোখদুটি ভিজে গেল। শিল্পী পদ্মপলাশ কে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানালাম। এত অপূর্ব কন্ঠস্বর আর গায়কী। মুগ্ধ হয়ে গেলাম।❤️❤️❤️❤️
আপনার অনুরোধ সরাসরি শিল্পীর কাছে পৌঁছে দিতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html Please like, share and subscribe... এখানে শিল্পীর ফোন নম্বরও দেওয়া আছে।
রবীন্দ্রনাথের গানের এই অনন্য সুন্দর উপস্থাপনায় আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি । ভাই এত সাবলিল ভাবে তুমি অসাধারণ এই গান টি গেয়েছো । তোমার আরও উন্নতি কামনা করছি।
কি সুন্দর অপূর্ব। আপনার শিল্পত্ব নিয়ে কিছু বলার ধৃষ্টতা নেই আমার। গানের পাশাপাশি আপনার humbleness দেখে মুগ্ধ হলাম। শিল্পীকে সম্মান প্রদর্শন করাটাও শেখার মতো আপনার থেকে। আর গানের ব্যাপারে কি বলবো যেন স্বয়ং ঈশ্বরের পদধ্বনি শুনতে পেলাম।
অপূর্ব সংগীত ।মন ভরে গেল ।আমি একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী ।আপনার গান শুনে আমার অন্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি অনুভব করি।প্রত্যেক কথাগুলো কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।ঈশ্বর আপনার মংগল করুণ ।
গানটি শুনতে শুনতে মনে হলো আপনার কাছে রবি ঠাকুরের এই গানটি একটি কনডেন্স মিল্কের মতন যা দিয়ে আপনি আপনার গুনে চমৎকার কালাকাঁদ তৈরি করলেন। তাই বড় মুগ্ধ হলাম। জয় ঠাকুর।
আপনার আবেগ ও অনুভূতির কথা সরাসরি শিল্পীকে জানাতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html Please like, share and subscribe...
এই গানটি আমি অদিতি মহসিনের গলায় সব সময় শুনি। খুব খুব ভালো লাগে আমার। পদ্ম পলাশ মহাশয় তো কাঁদিয়ে দিলেন আমাকে। কতবার যে শুনলাম আজ আমি। এমনিতেই আমি রবীন্দ্র সঙ্গীতের পরম ভক্ত। ♥️👌♥️
##আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আজি ,একি কানাকানি কিসের বারতা ওরা পেয়েছে না জানি বনে বনে আজি একি কানাকানি কিসের বারতা ওরা পেয়েছে না জানি ##
আহা মুগ্ধ হলাম গান টা শুনে।।
উদ্বেগ এর এক অদ্ভুত প্রকাশ ।।
গানটি শুনে যে অপূর্ব আনন্দ লাভ করেছি তা ভাষায় প্রকাশ করতে পারি না ❤❤
ভালো থেকো শিল্পী আর এভাবেই আমাদের আনন্দ দিও 🙏🙏
জয় নিতাই । ধন্যবাদ
অপূর্ব। মর্মে রবিঠাকুর প্রবেশ না করলে এত সুন্দর ভাব প্রকাশ সম্ভব নয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
Apurbo.asadharon.jemon naam temoni gola.Ratnogorbha sontan.Ama r 67years boyese atomodhur kritton Ami Sunni..Radha madhob sustho Rakhun.bhalo rakhun ae prathhona kori.Jay Tasha madhober Jay.
.Jay RADHA MADHOBER JAY.
Apurbo. Asadharan uposthapana. Mon bhore jaye. Palasher aaro nam hok. Anek Subhechchha roilo.
অসাধারণ সুন্দর লাগল। মুগ্ধ হলাম।
এই গানটা যে এভাবে গাওয়া যায়, না শুনলে বিশ্বাস করতে পারতাম না। একজন দক্ষ শিল্পী র পক্ষেই এত অনায়াসে সব ধরণের গান এত সহজে গাওয়া সম্ভব। অনেক অভিনন্দন রইল।
.
অপূর্ব, মন ভরে গেল ।
সত্যিই
অপূর্ব অপূর্ব।অসাধারণ।সত্যিই অবর্ণনীয়। কোনো উপমা দিয়ে তোমাকে comment করার ধৃষ্টতা আমার নেই।শুধু এটুকু বলতে পারি তোমার সুমধুর সুরমাধুরীতে হৃদয় নিংড়ানো যে আবেগ ও অনুভূতি মিশিয়ে পরিবেশন করে অন্যের হৃদয় জয় করলে তাকে আমার শত সহস্র শ্রদ্ধাঞ্জলি জানালাম।🙏❤
For last couple of days I am listening to this song continuously. It is transcending me to a different world. Darun gaychhe ❤❤ Apurbo swara Padma Palash maharaj ❤❤ Koti koti pronam janai 🙏🙏🙏
যেমন অসাধারণ গানের ভাষা,
তেমন ই অসাধারণ গায়কী।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
পদ্ম পলাশ দাদার এই গানের নতুন করে গাওয়া গানটি এই চ্যানেলে দেওয়া আছে। খুব সুন্দর গেয়েছেন । জয় নিতাই ।
গানটি ইনি খুব ভালো গাইলেন। ইশ্বরের কৃপা না থাকলে এই রত্ন পাওয়া যায় না। গানটি শুনে মন প্রান ধন্য হল।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
Khub khub khub sundor ❤️🙏🏼 hriday juriye gelo🙏🏼🙏🏼🙏🏼
আমি গৌহাটি থেকে বলছি তোমার গান শুনে আমার আমার খুব ভালো লাগে আমি তোমার গান সব সময় শুনি
রবীন্দ্রনাথ সঙ্গীত দিয়ে কি সুন্দর কীর্তন গাইলেন সত্যি তুলনা হয়না।
অপূর্ব অসাধারণ সংগীত
অনবদ্য উপস্থাপনা।গানটি আমি প্রায় ১৮/১৯ বার শুনলাম।খুব খুব ভালো লাগলো।
এত দরদ দিয়ে রবীন্দ্রসঙ্গীত খুব কম জায়গায় শুনেছি
ধন্যবাদ। হরে কৃষ্ণ
অত্যন্ত গুনী শিল্পী, আমি যতদূর শুনেছি ক্লাসিক্যাল গান শেখেন অনল চট্টোপাধ্যায় এর কাছে, এত সুন্দর ব্যাখ্যা করে গানটা বোঝাচ্ছে যে গানটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনার আগামী দিনের জন্য সাফল্য কামনা করি❤️❤️🙏🙏🙏
ও আচ্ছা, ধন্যবাদ দিদি।
Ajay Chakraborty র কাছে শেখেন
Ha.
উৎকন্ঠায় সমস্ত পর্যায়ের অপেক্ষা করছে ।
এই গানটা এইভাবে শুনে মনে হল আমিও যেন 'নুপুর-ধ্বনি' শুনতে পাচ্ছি।
মর্মস্পর্শী সুরের ঝংকার, প্রিয় গান 🙏🙏🙏🙏
Thank You.
বাবা, তোমার গলা ও সংগীতবোধ ঈশ্বরের দয়ার দান। সুমনবাবুর ছায়া সুস্পষ্ট।শুধু বলি তোমার শরীরী ভাষা আরও মর্য্যাদাপূর্ণ হওয়া দরকার, এদিকে নজর দিলে তোমার তুলনা থাকবে না।
অসম্ভব ভালো লাগলো।
এত নিষ্ঠার সাথে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন। একরাশ মুগ্ধতায় আবিষ্ট হলাম।
Darun bislesan.manuser Mone gethe dile.satty karer sadhak bhay.joy thakur.
এত অপূর্ব করে এভাবেও গানটি গাওয়া যায়? কত শিল্পীর গলায় তো শুনলাম। এত আনন্দ তো পাইনি আর কোনদিন।
আহা, কি অপূর্ব, এই গানটির এত সুন্দর পরিবেশন এর আগে কোথাও শুনিনি, হৃদয় নিংড়ানো পরিবেশন
মুগ্ধ হয়ে গেলাম এতো সুন্দর পরিবেশনা। অত্যন্ত সুন্দর গায়কী। গলার স্বর ও খুব ভালো।
যত শুনছি উৎকন্ঠা বেড়েই চলছে। বিশ্লেষণের কোন ভাষা নেই।
উৎকণ্ঠা !!!!! কিছুটা হতে পারে কেননা প্রেম বৈচিত্র্য পর্যায়ের গানটি কীর্ত নাঙ্গে গাওয়ার জন্য নয়। যেমন আছে, মাঝে মাঝে তব দেখা পাই ( ঋতু গুহের কণ্ঠে) এই গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে অনবদ্য
অনেক বার শুনলাম। অসাধারণ অসাধারণ। আরও অনেক গান শুনতে চাই।ভগবান আপনাকে ভালো রাখুন।
একদম ঠিক বলেছেন রবী ঠাকুরের গান এ ভাবে গাওয়া যায় ধারনার অতীত গানটা শুনে মন ভরে গেল
কীর্তন কে আমরা বর্তমানে হিন্দি গানের সুর নকল করে সেই সুরে হরে কৃষ্ণ গান গাওয়া হয় এটি শুনে শুনে কাকে কেমন লাগে জানি না আমাকে তো বিরক্ত লাগে আপনার গলায় রবীন্দ্র সংগীত এই গানটি সবার সবার শোনা উচিত এই গান এই যে কত ভক্তি আছে সেটা সত্যি জানা দরকার
আহা, এত অপূর্ব নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের! তোমার, (তুমিই বললাম, আমি ষাটোর্ধ এক মানুষ) প্রায় সব পরিবেশন শুনেছি। একাধিক বার। রবীন্দ্র সংগীতের মাধুর্য্য, তার ভাব তুমি এমন সুন্দর করে নিবেদন করো তে আমরা শ্রোতারাও এক আনন্দে মগ্ন হয়ে যাই। মন ভাল না লাগলে আমি তোমার গান শুনি। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। আমি আমার শুভ কামনা জানালাম তোমায়। সদা আনন্দে থেকো।
তুমি অনন্য।
তোমার গানের বিশ্লেষণ করতে যাওয়া
আমার ধৃষ্টতা।
অসাধারণ গায়কি,। সুললিত কন্ঠ।
Ek kothay apurba, pran jurea gelo
খুব সুন্দর নিবেদন। মনটা ভরে গেল।
কতশত বিখ্যাত শিল্পীর কন্ঠে গানটি শুনলাম। কিন্তু কিছুতেই হৃদয় মন ভরছে না! না, ভরছে না মানে-আকুলি বিকুলি করছে না! প্রথম আপনাকেই শুনেছি আর এই গানের শেষও আপনিই। কত কতবার শুনছি আর আকাঙ্খিত আকুলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।আহা! কী অপার্থিব সুন্দর! অনাবিল আনন্দ! খোল ও হারমোনিয়াম সহযোগে সুর স্বর যেনো খেলে বেড়াচ্ছে এক নৈস্বর্গিক পরিবেশে বাস্তবিকই! সুরে স্বরে বর্ননে প্রকাশে-কী মায়া, কী মূর্ছনা! কত লিখি? যা অবর্ণনীয়, তা কি আর লিখে শেষ করা যায়! আপনাকে বিচার করার ধৃষ্টতা আমার নেই। শুধু হৃদয়ের গভীর আকুতির তাড়নায় এত কিছু লিখে ফেলেছি। আপনি ভালো থাকুন। মঙ্গলময় আপনার সদাসর্বদা মঙ্গল করুন। মঙ্গলময়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করে, গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, আপনাকেও আমার প্রণাম জানাই। 🙏🙏🙏
সুচিত্রা মিত্রের কণ্ঠে গানটি শুনলেই আপনার হৃদয় ভরে যাবে। গানটি কীর্তন অঙ্গের নয় তাই এই ভাবে গাইলে গানটির ভাব স্পষ্ট হবেই না, গানটির অসম্মান হবে। মাঝে মাঝে তব দেখা পাই, ভানু সিংহের পদাবলী এগুলি কীর্তন অঙ্গের গান।
আপনার আবেগ ও মতামত সরাসরি শিল্পীকে জানাতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...
এখানে শিল্পীর ফোন নম্বরও দেওয়া আছে।
Aaha ki apurbo gaile bhai
mon vore gelo
সঙ্গীত ভালোবাসি। নানা ধরনের বাংলা গান শুনি।
আপনার মতো এক গুনী শিল্পীর গান এতদিনে শুনলাম ভেবে লজ্জিত লাগছে।
আরো বড় হোন। কন্ঠে ও হৃদয়ে।
আহা কোথায় ভেষে গেলাম,কতো কতো বার যে শুনলাম তবু ভরে না হৃদয়। 💓💓💓💓💓🙏🙏🙏
*৭৬ বছর বয়সেও গুরুদেবের আকুলতা। প্রেম পর্যায় পূজায় একাকার হয়ে যায়। আপনাকে অজস্র ধন্যবাদ*
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।
রবীন্দ্রনাথের কথার অন্তর্নিহিত অর্থ পদ্মপলাশ অনুধাবন করতে পেরেছে বলেই তার সুকণ্ঠে গানটি অসাধারণ ভাবে পরিবেশিত হয়েছে। উপস্থাপনা চমৎকার। কয়েকবার শুনলাম। শুনতে শুনতে বুকের মধ্যে একটা হাহাকার উঠলো। অসাধারণ।
কেন গায়ক এর কন্ঠে এই গানটি এত মধুর লেগেছে তার আপনি অপূর্ব ব্যাখ্যা করেছেন। কীর্তন এর আসরে যে এই গানটি গাওয়া যেতে পারে সেই ভাবের ভাবি যে সে প্রমাণ করেছে। এখানে গায়ক কত নিখুঁতভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে পেরেছে তা গৌণ হয়ে গেছে।
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।
আহা!কি মিষ্টি গলা!কি অপূর্ব গায়কী!আপনার গলায় আরও রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
এই গান টাও একটানা গাওয়া হোক।
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe....
কি অপূর্ব অসাধারণ আপনার গায়কী !! কি দরাজ মিষ্টি গলা , আপনি যতার্থ একজন রবীন্দ্র সংগীত শিল্পী ।। আরোও অনেক অনেক গান আপনার কাছে শুনতে চাই ।।।
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।
আহা.. কী যে ভালো লাগলো। অপূর্ব নিবেদন।
বাহ্ !!! অসাধারণ গায়কী, মন ভরে গেল, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে। ভগবানের চরণে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
অপূর্ব। আরো শুনতে চাই।
অসাধারণ পরিবেশনা
Vai Padma palash ki sundar gayoki khub valo laglo
Ki bolbo- bhasa hariye phelechhi ei gan ti sune.
Onek onek dhonyobad.
Osadharon.ami apnar bhokto hoye gelam ei gaan ta apnar konthe sune...
গানটা কীর্তন ঢং এ অসাধারণ অনন্য এক নিবেদন সহ প্রকাশ পেল
Apurba, mon bhore gelo.
কোন তুলনা হবে না!
এই গান ছয় দশকের বেশি সময়াধী
দিকপাল রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের কন্ঠে শুনে আসছি। তা সত্বেও কিশোর পদ্মপলাশের কন্ঠে গানটি শুনে আরও একবার মন ভরে গেল। আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও শেয়ার করলাম। সকলেই অকুন্ঠ প্রশংসা করেছে।
খুব আনন্দ পেলাম।
ধন্যবাদ 🙏
অনেক রবীন্দ্র সংগীত শুনতে চাই।
কি অপূর্ব গাইলেন। শ্রী রাধিকার শ্রী শ্যামের জন্য অপেক্ষা যেন গানটির মধ্যে ফুঁটে উঠলো।
ও রে..... ঈশ্বরের আশীর্বাদ তোর কণ্ঠে.... তুই যা গাইবি মধু ঝরবে তোর কণ্ঠ হতে...❤❤❤❤❤❤❤❤
আহ্ কি অপূর্ব।
আহাঃ কি অপূর্ব লাগলো আমি বলে বোঝাতে পারবোনা। অামি সত্যিই অভিভূত। গানটি শুনতে শুনতে অজান্তেই চোখদুটি ভিজে গেল। শিল্পী পদ্মপলাশ কে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানালাম। এত অপূর্ব কন্ঠস্বর আর গায়কী। মুগ্ধ হয়ে গেলাম।❤️❤️❤️❤️
এতো সুন্দর গেয়েছেন যে বার বার শুনে যাচ্ছি গানটা , অনুরোধ করতে বাধ্য হলাম যে আপনার গলায় যেন আরো রবীন্দ্র সংগীত শুনতে পাই
আপনার অনুরোধ সরাসরি শিল্পীর কাছে পৌঁছে দিতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...
এখানে শিল্পীর ফোন নম্বরও দেওয়া আছে।
অভিনন্দন আপনাকে,সত্যিই সুন্দর গাইলেন।গুরুদেবের সকল সৃষ্টিই অনবদ্য🙏🙏
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।
কি অসাধারণ।আহা।।।।কীর্তনের তালে।আহা
তোমার তুলনা শুধু তুমি। সুরনন্দিনী মা সরস্বতী তোমার কণ্ঠে। তুমি সুন্দর! তুমি প্রকৃত অর্থেই পদ্মে পলাশ। ধন্য তোমার সাধনা !
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।
রবীন্দ্রনাথের গানের এই অনন্য সুন্দর উপস্থাপনায় আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি । ভাই এত সাবলিল ভাবে তুমি অসাধারণ এই গান টি গেয়েছো । তোমার আরও উন্নতি কামনা করছি।
Jotobarsuni totobar sunte eche kore ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
কণ্ঠ ও মেধার এক সুন্দর মেলবন্ধন ও তৈরি করতে পারেন প্রত্যেক গানেই, তাই ওঁর সব গানই মনকে স্পর্শ করতে পারে অনায়াসে। ওঁর সাফল্য কামনা করি ---
Khub sundar
কি সুন্দর অপূর্ব। আপনার শিল্পত্ব নিয়ে কিছু বলার ধৃষ্টতা নেই আমার। গানের পাশাপাশি আপনার humbleness দেখে মুগ্ধ হলাম। শিল্পীকে সম্মান প্রদর্শন করাটাও শেখার মতো আপনার থেকে। আর গানের ব্যাপারে কি বলবো যেন স্বয়ং ঈশ্বরের পদধ্বনি শুনতে পেলাম।
অসাধারণ লাগলো, অন্তর ছুঁয়ে গেল।
দারুন,গলা কি সুন্দর,চোখে জল এসে যায়
Apurbo song , Dada🙏🙏🙏🙏
সুরেলা কন্ঠের সংগে যোগ হয়েছে অসাধারন গায়কী, অপূর্ব! 🙏
আপনার অনুভূতি সরাসরি শিল্পীকে জানাতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...
আপামর সাধারণ মানুষের মধ্যে রবীন্দ্র সঙ্গীত জনপ্রিয় করার জন্য আপনার ভূমিকা উজ্জ্বল হয়ে থাকবে।
অপূর্ব সংগীত ।মন ভরে গেল ।আমি একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী ।আপনার গান শুনে আমার অন্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি অনুভব করি।প্রত্যেক কথাগুলো কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।ঈশ্বর আপনার মংগল করুণ ।
Apurba.mon voriye dey.
Vagaban tomake satayu karun.
Tumito sab sangite paradarshi.
বিপুলানন্দ।
কীর্তনাঙ্গের গানটি আত্মস্থ হয়ে বেশ সুন্দর গাইলেন।
সত্যিই এই গান টা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম।
Oshadhason.. Ei gan ta apnar golai shune Mon vhore galo
গান টা হৃদয়ে লেগে গেছে
এত সুন্দর গলা আপনার ❤️❤️❤️🙏
অপূর্ব। মন ভরে গেল। এই গানের এত সুন্দর rendition আগে শুনেছি বলে মনে পড়ে না। আপনি আরো রবীন্দ্রসংগীত গান।
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...।।
গানটি শুনতে শুনতে মনে হলো আপনার কাছে রবি ঠাকুরের এই গানটি একটি কনডেন্স মিল্কের মতন যা দিয়ে আপনি আপনার গুনে চমৎকার কালাকাঁদ তৈরি করলেন। তাই বড় মুগ্ধ হলাম। জয় ঠাকুর।
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe.....
দাদার গলা খুব সুন্দর , আমার ভীষণ ভালো লাগে ওনার গলায় সব গানেই । 🙏🙏
আহা কি আনন্দ উপভোগ করছি গান টি শুনে
দারুণ । তোমার দারূই সম্ভব এই ধরনের গান করা। ভালো থাকবে। গান শুনিয়ে যাবে। আশীর্বাদ রইলো।
রবীন্দ্র সঙ্গীতের সার্থক রূপায়ণ
Apurbo, kono tulona hobe na.ki sunder konthho.
অপূর্ব!খুব ভাল লাগল
এই গানটি ভেঙে ভেঙে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন মন ভরে গেল। ধন্যবাদ
Ami bar bar suni
Khub sundor l🙏🙏
বাহ্ , মন ভরে যায়
আহা!! কি কন্ঠ আর গায়কী!! আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। প্রণাম সকলের চরণে 👏🙏🌹🥀
শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe.....
কেনো জানি না আপনার কণ্ঠে এই গানটি শুনে শুধু কেঁদে গেছি ❤️❤️.... ভালো থাকবেন।
আপনার আবেগ ও অনুভূতির কথা সরাসরি শিল্পীকে জানাতে চান? শিল্পী পদ্মপলাশের নিজস্ব youtube channel: th-cam.com/channels/2j3HJaspNFzIvHzN8zfjAQ.html
Please like, share and subscribe...
ন্যাকা.....
এই গানটি আমি অদিতি মহসিনের গলায় সব সময় শুনি।
খুব খুব ভালো লাগে আমার।
পদ্ম পলাশ মহাশয় তো কাঁদিয়ে দিলেন আমাকে।
কতবার যে শুনলাম আজ আমি।
এমনিতেই আমি রবীন্দ্র সঙ্গীতের পরম ভক্ত।
♥️👌♥️
ঠিক বলেছেন। যেন
"কানের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মনপ্রাণ"🙏🏽
অপূর্ব
অপূর্ব অপূর্ব🙏🙏🙏❤️❤️❤️❤️
অসাধারণ ❤
##আজি গোধূলি লগনে, এই বাদল গগনে
তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি
সে আসিবে আমার মন বলে
সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে
আজি গোধূলি লগনে
অধীর পবনে তাঁর উত্তরীয়
দুরের পরশ দিল কি ও
অধীর পবনে তাঁর উত্তরীয়
দুরের পরশ লাগিল কি ও
রজনীগন্ধার পরিমলে
সে আসিবে আমার মন বলে
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
বনে বনে আজি ,একি কানাকানি
কিসের বারতা
ওরা পেয়েছে না জানি
বনে বনে আজি একি কানাকানি
কিসের বারতা
ওরা পেয়েছে না জানি ##
“আঁখি ভাসে জলে”। “দুরের পরশন”
Asadharan
Khub Valo laglo.. especially erom ekjon shilpir kach theke
বিগত তিন মাস ধরে প্রতিদিন এই গানটি শুনি আর মুগ্ধ হই।
অসাধারণ 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷আরো অনেক শোনার আশা রইল 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপুর্ব
অসাধারণ, বারে বারে শুনতে ইচ্ছে করে