0:00 Intro 0:42 ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য 1:27 যেসব স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব 2:09 ফ্রিল্যান্সার হিসেবে আসলে যেমন কাজ করতে হবে, আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা 7:25 ফ্রিল্যান্সিং শুরু করতে যা লাগে এবং যা লাগে না 8:55 স্কিল ডেভেলপ করার পন্থা, আমি যেভাবে পাইথন শিখলাম 13:59 Outro
আপনার পুরা ভিডিও খুব মনযোগ দিয়ে শুনেছি অসাধারণ❤ আমার কিছু প্রশ্ন আছে আশা করি উত্তর পাবো। 1. কোন স্কেল ইউটিউব থেকে কিভাবে সম্পূর্ণ শেষ করবো 2. আর স্কিল শিখবো ঠিক আছে কিন্ত কাজ করতে গিয়ে কি কি জামেলা ফেইজ করতে হবে 3. আর এইটা সবার সমস্যা সময় নষ্ট না করে কিভাবে একটা স্কিল ভালো ভাবে শেষ করবো এই নিয়ে নেক্সট ভিডিও চাই ভাই...আর আপনার new subscribers আমার কথাটা রাইখেন ভাই। আমি চাই অনলাইনে স্কিল শিখে অর্থ অপার্জন করতে ভাই কিন্ত পেরে উটতে পারছি না....
একটি স্কিলের একটি কোর্স বা প্লেলিস্ট সিলেক্ট করে সেটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত লেগে থাকলে ভালোভাবে স্কিলটি শেখা সম্ভব। আপনার প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ।
@@siyam.88খুব খুশি হয়েছি আপনার উত্তর পেয়ে❤ নেক্সট ভিডিও আশায় থাকলাম,,,অবশ্যই এই গুলো অ্যাড কইরেন। 1.একটা স্কিল কিভাবে ইউটিউব থেকে সম্পূর্ণ শেষ করবো 2. শেষ করলেই হবে না ওই স্কিল কিভাবে কাজে লাগাবো যেটা কোনো ইউটিউবের বলে না। আশা করি আপনি বলবেন। 3. কাজ করার ক্ষেত্রে আরো কিনি নলেজ থাকা লাগবে যেটা আপনি প্রথম ভিডিও বলেছেন। 4.আর কিভাবে বর্তমান ডিমান্ডিং স্কিল কম্পিটিশন কম এই স্কিল গুঁজে পাবো কিভাবে.. দয়া করে সব গুলো ভিডিও রাখবেন ভাই আর একটা বড় সমস্যা হইতেছে আমি অনেক দিন দরে জানি স্কিল অর্জন করলে ভালো এটা সেল করা যায় কিন্ত হীনম্মন্যতা কারণে কিছুই করা হয় না। এইটা নিয়েও বইলেন ভাই ❤❤❤❤
Vaiya Python Programming Apni Jodi akhn Starting theke start korten tahole apnar roadmap ta kivabe hobe ? Ami Python Sikhtesi But Ekta Proper Roadmap Lagto tai apnake ask kora ! And Your 35th Subscriber !
1. freecodecamp.org and their youtube channel 2. Corey Schafer for Python 3. Traversey Media for web dev 4. Jhanker Mahbub for useful guidelines and motivations
@@siyam.88 bhaiya ami website banate pari html, css, js diye vabtasi aro chikbo, kinto ami commerce er student, ami jodi full stack web development shikhi tahole ki freelancing korte parbo, ami Commerce er student
Is learning Facebook marketing valid in this days. think it will not be a good idea to learn marketing in this days because of AI... What do you think about this??..... Answer Please...
@@rifatjahan7582 AI will make Facebook marketing will get easier because of AI. However, everyone will not be able to use AI and do marketing. Therefore, I think learning the basics of marketing will help you in the long run.
ভিডিও এডিটিং টা আরো বেটার করা যেতে পারে, সাউন্ড মিক্সিং নাই, সাউন্ড এফ এক্স নাই, যার কারনে ভিডীওতে এনগেজ থাকাটা এক্টূ টাফ অডীয়েন্স দের জন্য। একজন প্রফেশনাল ভিডীও এডিটর এডিটর হিসবে বলতে চাই। সব ঠিক আছে জাস্ট ভিডিও এডিটিং টা ভাল ভাবে করতে পারলে চ্যানেল একদম বুম হয়ে যাবে
Bhaia apni to onk age thike account create korechen Ekhn amra kibhabe freelancing korbo almost shob jaygay account open korte or gig publish, or to display korte pay kora lage What's your opinion on this? Make a video about this topic please
খুবই সুন্দর উপস্থাপনা এবং যুগোপযোগী তথ্য। তবে আমার একটা ব্যাপার জানার কৌতুহল হলো যে, আপনি শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেই কিভাবে ৭ হাজার ভিউজ বা ৩৬৩ সাব্সক্রাইবার হতে ৩৬৫ লাইক অর্জন করলেন। প্রসেসসটা জানতে চাই ভাইয়া. ধন্যবাদ এবং শুভকামনা
অনেক ধন্যবাদ, ভাই। ভিউ এবং সাবস্ক্রাইবারের বিষয়টা আমাকেও অবাক করেছে। আল্লাহর বিশেষ রহমতে ইউটিউব এলগরিদমে আমার ভিডিওটি ভালো স্থান পেয়েছে বলে এমনটা হয়েছে মনে হয়।
0:00 Intro
0:42 ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য
1:27 যেসব স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব
2:09 ফ্রিল্যান্সার হিসেবে আসলে যেমন কাজ করতে হবে, আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা
7:25 ফ্রিল্যান্সিং শুরু করতে যা লাগে এবং যা লাগে না
8:55 স্কিল ডেভেলপ করার পন্থা, আমি যেভাবে পাইথন শিখলাম
13:59 Outro
প্রথম ভিডিও অনেক সুন্দর হয়েছে। এগিয়ে যাও। আমার ও সপ্ন ইউটিউবার হওয়ার
অনেক ধন্যবাদ।
আপনার সাথে কথা বলতে চায😊
পরিশ্রম করলে কেউ হারে না। অসাধারণ ভিডিও 😊
One of the realistic video about freelancing in BD
Thank you.
অনেক ভালোভাবে বুঝাইছেন ভাইয়া 🔥🔥
অনেক অনুপ্রেরণা পেয়েছি ভাই,, শুরু থেকে সাথে আছি সাথে থাকবো ইনশাআল্লাহ, আপনার এরমক গাইডলাইন দরকার❤❤
অনেক ধন্যবাদ, ভাই।
অবর্ণনীয় সুন্দর তোমার জন্য দোয়া রইল ভিডিও টি আমার ছেলে কে share করলাম ❤❤❤
অনেক ধন্যবাদ, আন্টি। দোয়া করবেন।
এরকম সেক্রেট বিষয় এতো সুন্দর করে কেউ তুলে ধরে না। আপনি-ই তুলে ধরেছেন।
Onk Sundor Hyce apnr Video ta.. Regular Video Chay..
অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে।
মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা! আপনার জন্য দুয়া রইলো, আরও ভালো করবেন, ইনশা আল্লাহ!
অনেক ধন্যবাদ। আপনার জন্যও দোয়া রইলো।
ভাই, সবাই শুধু নিজেদের সফলতার গল্প শুনিয়ে যায়, অন্যকে সহযোগীতা করে না।
আসলে পর্যাপ্ত সময়ের অভাবে সবাইকে ইন পার্সন গাইড করা সম্ভব হয় না হয়তো। অনলাইনে পর্যাপ্ত রিসোর্স থাকায় চাইলে নিজেই সমস্যার সমাধান গুলো খুঁজে নেয়া যায়।
ইনশাআল্লাহ আমিও এক দিন পরিপূর্ণভাবে শিখতে পারবো
ইনশাআল্লাহ।
অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন ব্রাদার
Carry on brother
Thanks you, brother.
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য
first video owww very nice. go ahead brother ❤
Thank you so much 😀
Besh valo hoiche choto vaia.informative vedio chilo....
Thank you
Akta proper idea pelam. Thank you!
You're welcome.
best of luck for your youtube journey.....
Thanks a lot.
khub valo vai jan 😍❤️🩹
I watched the full video, enjoyed the presentation and learned something. Keep it up...
11:51
একদম সত্যি কথা বলেছেন ভাইয়া, প্রজেক্ট টা কি সেটাই বোঝা যায়না 😅
আপনার পুরা ভিডিও খুব মনযোগ দিয়ে শুনেছি অসাধারণ❤ আমার কিছু প্রশ্ন আছে আশা করি উত্তর পাবো।
1. কোন স্কেল ইউটিউব থেকে কিভাবে সম্পূর্ণ শেষ করবো
2. আর স্কিল শিখবো ঠিক আছে কিন্ত কাজ করতে গিয়ে কি কি জামেলা ফেইজ করতে হবে
3. আর এইটা সবার সমস্যা সময় নষ্ট না করে কিভাবে একটা স্কিল ভালো ভাবে শেষ করবো এই নিয়ে নেক্সট ভিডিও চাই ভাই...আর আপনার new subscribers আমার কথাটা রাইখেন ভাই। আমি চাই অনলাইনে স্কিল শিখে অর্থ অপার্জন করতে ভাই কিন্ত পেরে উটতে পারছি না....
একটি স্কিলের একটি কোর্স বা প্লেলিস্ট সিলেক্ট করে সেটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত লেগে থাকলে ভালোভাবে স্কিলটি শেখা সম্ভব। আপনার প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ।
@@siyam.88খুব খুশি হয়েছি আপনার উত্তর পেয়ে❤ নেক্সট ভিডিও আশায় থাকলাম,,,অবশ্যই এই গুলো অ্যাড কইরেন। 1.একটা স্কিল কিভাবে ইউটিউব থেকে সম্পূর্ণ শেষ করবো
2. শেষ করলেই হবে না ওই স্কিল কিভাবে কাজে লাগাবো যেটা কোনো ইউটিউবের বলে না। আশা করি আপনি বলবেন।
3. কাজ করার ক্ষেত্রে আরো কিনি নলেজ থাকা লাগবে যেটা আপনি প্রথম ভিডিও বলেছেন।
4.আর কিভাবে বর্তমান ডিমান্ডিং স্কিল কম্পিটিশন কম এই স্কিল গুঁজে পাবো কিভাবে..
দয়া করে সব গুলো ভিডিও রাখবেন ভাই
আর একটা বড় সমস্যা হইতেছে আমি অনেক দিন দরে জানি স্কিল অর্জন করলে ভালো এটা সেল করা যায় কিন্ত হীনম্মন্যতা কারণে কিছুই করা হয় না। এইটা নিয়েও বইলেন ভাই ❤❤❤❤
Journey of nice beginnng with a decent presentation.Congratulations man.
Hope to see you soon with more informative videos.
Thanks a lot, brother.
Great Job man❤
Inspiring story. I Wish you were a Digital marketer.
Thanks a lot. I think you will find a good number of digital marketers on TH-cam. In fact, Khalid Farhan bhai is a digital marketer.
in shaa allah vaiya apnar next upload all videos viwer hobo 🥰🥰🥰🥰
great & Helpful video thanks vaiya asha kori vaiya 7 days er vitor 1k subscribe done hobe Go up
Very nice presentation, best of luck. Will be waiting for your next videos 🔥🔥🔥🔥🔥
থ্যাঙ্ক ইউ।
Vaiya Python Programming Apni Jodi akhn Starting theke start korten tahole apnar roadmap ta kivabe hobe ?
Ami Python Sikhtesi But Ekta Proper Roadmap Lagto tai apnake ask kora !
And Your 35th Subscriber !
ইন শা আল্লাহ শীঘ্রই রোডম্যাপ নিইয়ে ভিডিও আসবে।
Quite good as a first video and enough informations were there....i was looking for "how to manage a client and deal with them for the first time"!
Thanks a lot. I will try to make a short video on this topic as well.
Thanks thanks thanks, thank you for sharing your journey , may Allah bless you more
Thank you 💗
আপনাকে দেখে খুব ভলো লাগলো আপনি ভালো কিছু সাইট দিবেন
চালিয়ে যাউ ব্রো
ধন্যবাদ, ব্রো।
joss ai rokom vabe kew guchiye kotha bole ni
সেরা ভাইয়া❤🎉
Darun coto vai
Great dude......
Keep it up....
I will try my best. Keep me in your prayers.
Very nice and helpful video. Keep it up brother
Thanks a lot, brother.
All-rounder 🎉😮
বাচনভঙ্গি খুব ভালো, পুরো ভিডিও দেখলাম।
@@Sufian_65 ধন্যবাদ, ভাই। দোয়া কইরো।
Bhai shera hoiche, amader emn real life experience share korar maddhome programming field er information gula diye help koiren sob somoy.
অনেক ধন্যবাদ, ভাই। ইনশাআল্লাহ ।
Good wishes for you keep it up 💖.
Thank you.
ভাই তোমার কথাগুলো অনেক ভালো লাগছে
Wonderful 🎉❤
the best 🖒🖒🖒🖒👍👍👍
Thank you
Good quality your video keep going 👍👍
I will try my best
need more video on python
btw nice content
take love brother
Thanks, will do!
ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো
আগের চাইতে অনেক আগ্রহটা বেড়ে গেল
আমি একটা পরামর্শ চাচ্ছিলাম
সেটা হচ্ছে
আমি কি চাকরির পাশাপাশি এটা করতে পারব?
অনেক ধন্যবাদ। আপনি প্রতিদিন ২ ঘণ্টা সময় বের করতে পারলে ইনশাআল্লাহ চাকরির পাশাপাশিও করতে পারবেন।
@@siyam.88 thanks ❤️🥰
Good job bro keep going ❤
Thanks 🔥
love your video vi onak valo hoi se video ta ❤❤
Thanks a lot, bhai.
ভিডিও অনেক সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
ফ্রি প্রোগ্রামিং শিখার জন্য 2,3 টা ইউটিউব চ্যানেল আর কয়েক টা ওয়েব সাইটের নাম বলেন।
1. freecodecamp.org and their youtube channel
2. Corey Schafer for Python
3. Traversey Media for web dev
4. Jhanker Mahbub for useful guidelines and motivations
R8 now ami apna College teke siktesi
@@Failure_edu24 Ekdom jader programming shomporke ekto o darona Nai. Tara ki Apna college teke shikte parbe?
Big Fan bhai
Us bhai
nice video ❤
1st video hisebe onek valo hoyeche 👍👍 , your 43th subscriber
অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
@@siyam.88 bhaiya ami website banate pari html, css, js diye vabtasi aro chikbo, kinto ami commerce er student, ami jodi full stack web development shikhi tahole ki freelancing korte parbo, ami Commerce er student
@@siyam.88 bhaiya, ami commerce er student , ami jodi web development shikhi , tahole ki ami freelancing work pabo without CS student
Inspiring
Vaia apni ki python sikar agee html, css agulo sikechen?
Python এর প্রথম টিউটোরিয়াল দেখার পর HTML, CSS এর কিছু ভিডিও দেখে বেসিক শিখেছিলাম যার ফলে web scraping শিখতে সুবিধা হয়েছে।
অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তথ্যবহুল
অনেক ধন্যবাদ।
90 th subscribers 💚❤️
Awesome
Clap clap clap 👏🏽
Apnr vedio ta onk vlo lagse
অনেক ধন্যবাদ, ভাই ।
Nice presentation
Glad you liked it
@@siyam.88 I am trying to learn web development
Please pray for me
onek valo laglo apnar video
শুনে ভালো লাগলো। দোয়া করবেন।
congratulation
Thank you.
nice video 🎉🎉🎉❤❤
433rd Subscriber your first video is really well made. hope you will go a long way
Thanks a lot. Kindly pray for me.
Helpful
Glad you think so!
❤
bhaiya kibhabe shuru korechen ekti video banan
নিউ ফ্রিল্যান্সিং স্টার্ট করতে কি কি শিখে স্টার্ট করা উচিত? আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি 😊
আপনার পার্সোনালিটির সাথে যায় এমন একটি স্কিল সিলেক্ট করে ৩-৬ মাস সময় দিন।
Cute.....
I subscribed❤
thanks for good advice ❤
You're welcome 😊
ভিডিও দেখে অনেক ভালো লাগলো ভাই
অনেক ধন্যবাদ, ভাই ।
Which laptop you own? Vibobook.....(model?)
15
Very nice
অনেক ধন্যবাদ।
Nice all
TH-camr Siyam speaking!!
CAMERA name ?
Next video kindly upload korien bhaiya
শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।
Vaiya Ami class 9 a pori
Porasonar pasapasi Amar ki sekha usit
আপনি পাইথন প্রোগ্রামিং অথবা UI/UX design explore করতে পারেন।
Deserbe 1M subcribe
আমার ল্যাপটপ আছে হাতে প্রচুর সময় আছে আমি কিভাবে শিখতে পারি
যদি একটু পরামর্শ দিতেন?
ইউটিউবে গিয়ে পাইথন ফুল কোর্স অথবা ওয়েব ডেভেলাপমেন্ট ফুল কোর্স সার্চ দিয়ে যেকোনো ভিডিও বা প্লে লিস্ট দেখে শুরু করতে পারেন।
Vaiya ami Grafix dizain shikta chai but atar value katotuku
Vai jkno Akta Skil Develop Koren Future a Vat Ar ovab hobenh
ভালোভাবে শিখতে পারলে ভ্যালু অনেক, ভাইয়া।
Vai, akhon Kon freelancing course ta korle balo hobe?
আপাতত কোর্সগুলো সম্পর্কে আমার ভালা আইডিয়া নেই। জানতে পারলে জানাবো ইনশাআল্লাহ।
Is learning Facebook marketing valid in this days. think it will not be a good idea to learn marketing in this days because of AI... What do you think about this??..... Answer Please...
@@rifatjahan7582 AI will make Facebook marketing will get easier because of AI. However, everyone will not be able to use AI and do marketing. Therefore, I think learning the basics of marketing will help you in the long run.
It is nice and organized video for python.
Glad you think so!
❤️❤️❤️❤️❤️
ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই। youtuba কোন চ্যানেলের video দেখে আমি সঠিকভাবে শিখতে পারবো ? যদি বলতেন খুব উপকার হতো
যেকোনো একটি চ্যানেলের কয়েকটি ভিডিও দেখে শুরু করতে পারেন। অধিকাংশ চ্যানেলেই ভালোভাবে শেখানো হয়।
ভিডিও এডিটিং টা আরো বেটার করা যেতে পারে, সাউন্ড মিক্সিং নাই, সাউন্ড এফ এক্স নাই, যার কারনে ভিডীওতে এনগেজ থাকাটা এক্টূ টাফ অডীয়েন্স দের জন্য। একজন প্রফেশনাল ভিডীও এডিটর এডিটর হিসবে বলতে চাই। সব ঠিক আছে জাস্ট ভিডিও এডিটিং টা ভাল ভাবে করতে পারলে চ্যানেল একদম বুম হয়ে যাবে
অনেক ধন্যবাদ, ভাইয়া। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এপ্লাই করার চেষ্টা করব।
Nice.
Thanks!
Bhaia apni to onk age thike account create korechen
Ekhn amra kibhabe freelancing korbo almost shob jaygay account open korte or gig publish, or to display korte pay kora lage
What's your opinion on this? Make a video about this topic please
হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করেছি। এক্ষেত্রে প্রথমে একটু ইনভেস্ট করতে পারলে অনেক তাড়াতাড়ি প্রোজেক্ট পাওয়া যেতে পারে।
🎉🎉
make more videos on python freelancing
খুবই সুন্দর উপস্থাপনা এবং যুগোপযোগী তথ্য। তবে আমার একটা ব্যাপার জানার কৌতুহল হলো যে, আপনি শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেই কিভাবে ৭ হাজার ভিউজ বা ৩৬৩ সাব্সক্রাইবার হতে ৩৬৫ লাইক অর্জন করলেন। প্রসেসসটা জানতে চাই ভাইয়া. ধন্যবাদ এবং শুভকামনা
অনেক ধন্যবাদ, ভাই। ভিউ এবং সাবস্ক্রাইবারের বিষয়টা আমাকেও অবাক করেছে। আল্লাহর বিশেষ রহমতে ইউটিউব এলগরিদমে আমার ভিডিওটি ভালো স্থান পেয়েছে বলে এমনটা হয়েছে মনে হয়।
Marketing please niya video chai
এ বিষয়ে আমার খুব বেশি জ্ঞান নেই তবে জ্ঞানীদের থেকে জেনে ভিডিও বানানো সম্ভব হলে বানাবো ইনশাআল্লাহ।
kon institute theke shikhechhen freelancing?
পুরোপুরি ইউটিউব আর গুগুল থেকে শিখেছি, ভাইয়া।
Programing er jonno upni Kon model er laptop use koren?
আমি Asus Vivobook 15 use করছি তবে প্রোগ্রামিং এর জন্য নরমাল একটা ল্যাপটপ হলেই হয়। হাই কনফিগারেশন লাগে না।
🔥🔥