Kabyo Noy (কাব্য নয়) || NACHIKETA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • এই গানটির কোনও স্টুডিও রেকর্ডেড ভার্শন এ যাবৎ প্রকাশিত না হলেও এই গানটির দ্বিতীয় স্তবকটি ২০০০ সালে 'চেনা মুখের সারি' শীর্ষক টেলি-ধারাবাহিকের শীর্ষসঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা সেই সময়ে আলফা টিভি বাংলা (অধুনা জি বাংলা)-য় সম্প্রচারিত হত।
    ----------------------------
    Song Credits:-
    Song: Kabyo Noy (কাব্য নয়)
    Lyrics, Music & Singer: NACHIKETA
    Performance Details:-
    Venue: Rabindra Sadan
    Date: 19.08.2023
    ----------------------------
    Song Lyrics:-
    ছড়িয়ে রয়েছে জীবন
    ইঁট-কাঠ-পাথরে,
    বাতাসের ছোঁয়াতে আর
    আকাশের চাদরে।
    প্রেমিকার আলিঙ্গনে,
    শ্বাপদের আঁচড়ে,
    সূর্যের উত্তাপে আর
    রাত্রির আদরে;
    কখনও সে কাব্যে ভরা,
    কখনও রক্তময়,
    কাব্য নয়!
    চেনা চেনা মুখের সারি,
    তবুও তো চেনা নয়;
    সবটুকু চিনতে ফুরোয়
    জীবনের সঞ্চয়!
    চেনা মুখ হয় অচেনা
    যুদ্ধের প্রান্তরে,
    বিছানার চেনা মানুষ
    অচেনা সে অন্তরে;
    কখনও সে দৃপ্ত পায়ে,
    কখনও সংশয়ে,
    কাব্য নয়!
    নিয়নের সবুজ আলোয়
    চোখে রঙ আসমানী
    এরই ফাঁকে মরণ এসে
    দিয়ে যায় হাতছানি!
    ঘামে ভেজা কত শরীর
    শরীরের গভীরে,
    স্বপ্নেরা ডানা মেলে
    রূপ নেয় শরীরে!
    কখনও সে চেনা মুখে,
    কখনও চেনা নয়;
    কাব্য নয়!"
    #Nachiketa #Agunpakhi

ความคิดเห็น • 45