গান টা যেদিন প্রথম শুনি, সেদিন আমি চিটাগং এ, নিউমার্কেটের একটা শোরুমে গান টা বাজছিলো, সাথে সাথেই সিডিটি কিনে নেই, একটানা ১৫ দিন গান টা রিপিট করে শুনেছিলাম। এখন ২০২০, আজো গান টা সেরকমই ভালো লাগে, যেমনটি আগে ভালো লাগতো
@@sadiasultana8854 তাই?? খুবিই পছন্দের শহর আমার এই চিটাগং। এইতো গত পরশুই ঘুরে এলাম। সবচেয়ে দারুণ অনুভূতি টা হলো, সাগর পারে একা একা দাঁড়িয়ে এই গান টা শোনা। মনে হয় সময় টা এখানেই থেমে যাক।
আহা অদ্ভুত সুন্দর ছেলেবেলা!! স্কুলে থাকতে কত যে শুনেছি। স্কুলের টিফিনের টাকা জমিয়ে সিডি ক্যাসেট কিনে গান শুনতাম, এরপর খালি সিডি ক্যাসেট কিনে কম্পিউটারের দোকানে নিয়ে যেতাম হাবিবের সব গান একসাথে লোড করে নিয়ে আসতাম বাসায়, উফফ ❤️❤️❤️❤️ এক যুগ হয়ে গেলো, বয়স বেড়ে যাচ্ছে কিন্তু স্মৃতি কত অমলিন! শৈশবের প্রথম প্রথম প্রেমে পড়ার দিনগুলা কত সুন্দর ছিলো
কি যাদু আছে এই গানে জানিনা অনেক বছর ধরেই শুনছি তবু্ও যত বার শুনি ততই নতুনভাবে মনে দাগ কেটে যায় তাহলে কি এই গানের কথায় লুকিয়ে আছে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের সৃতি 😥
গান টা এত প্রিয়, সেই ২০১০ সাল থেকে শুনে আসছি। দু বছর আগে কমেন্ট রেখে দিছিলাম এখানে। আজ আবার গান টা শুনতে এসে কমেন্ট টা চোখে পরলো। গানটার প্রতি ভালো লাগা এতটুকুও কমেনি। ❤️❤️
Ai ganta shone e ami protom preme pori....amar mone hoyns r habib vi er moto amon world-class singer & composer bangladesh a jonmo nebe.... Apnader sobar motamot chai?
প্রেম ভালোবাসা প্রতিটি মানুষের জীবনেই আসে, কারোটা সফলতার, কারোটা ব্যর্থতার,,, আমিও কারো প্রমে পড়েছিলাম, প্রেমের সাথে এই গানটার গভির সমর্পক,, কি দারুন অনুভূতি এই গানের ভিতরে, অবসর পেলেই গানটা সুনতাম,,,বর্তমানে আমি মালয়েসিয়ায় আছি
আমার রিলেশনশিপ এই শেষ দিনে মনটা খুবই খারাপ ছিল সেদিন হাবিব ভাইয়ের গান সার্চ করতেছিলাম তখন হঠাৎ এই গানটা চলে আসলো এই গানটা শোনার পর খুবই ভালো অনুভব করলাম সেদিনের শুনেছি আজো শুনি 2020, হয়তো 2040 এসে শুনবো
২০১৮ সালে যখন তাঁর প্রেমে পড়েছিলাম তখন গান টা খুব শুনতাম। তাকে হারানোর আজ ২ বছর। আজ তার কথা খুব মনে পড়ছিলো তাই গানটি আবার শুনতে আসলাম। ভালো থেকো অভিমানী💔🌸
আমি জীবনে যখন প্রথম প্রেমে পড়ি, তখন আমার বয়স ১৭ বছর, মেয়েটিকে আমি আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম, সে ও আমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসতো। তখন আমি হাবিবের গানগুলো শুনতাম আর কল্পনার সাগরে ডুবে যেতাম। পরে যখন তার পরিবার জেনে যায়, তখনই নেমে আসে আমার জীবনে অনেক বড় ঝড়! এরপর সে আর কোনোদিন আমাকে ভালোবাসেনি, শুধুই ঘৃণা করেছে, আর আমি কষ্ট পেতে পেতে মরতে বসেছিলাম, ২০১৯ সালের আগষ্ট মাসের ৫ তারিখে তার বিয়ে হয়ে যায়, কিন্তু আমি তাকে আজও ভুলতে পারিনি, এখনো আমি তাকে ভালোবেসে যাই নিরবে।
কালো দুটি চোখে যাদু আছে আমাকে সে পাগল করেছে,,🥰💖 যতো বার শুনি মনে হয় ততোবার নতুন করে প্রেমে পড়ি,,, সেজে রুপে অপরুপা অনন্যা আহা হাহা পৃথিবীতে নেই তার কোনো তুলনা,,
মনের যত অনূভুতি আছে তা গানের মাধ্যমে প্রকাশ করেছে! আমি তোমাকে দেখার পর এর চাইতে আরো বেশি পাগল ছিলাম, প্রথম তোমায় দেখার পর মনে হয়েছে তুমি আমার কত চেনা কত আপন, এক নিমিষেই মনে হয়েছে তুমি আমার সব। আজ আমাদের প্রেমের ৪ বছর চলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একে অপরকে সারাজীবনের জন্য আপন করে পাই। তোমায় অনেক ভালোবাসি ❤️ প্রিয়ঃ- নূহা ইতি তোমার শামীম🥰
Gaanta sune prothom jar preme pora sei manus ta akon amar sobai dua korben jeno taki niye sarata jibon katate pari ..... habib bai ke osonkho dhonnobad eto sundor akta gaan amader upohar deyer jonno.
2009 সালে, ঠাকুর গাওয়ে শুনছিলাম, পল্লিবিদ্যুত এর অফিসের সামনে। সিরাজগঞ্জের ফ্রেন্ডের মোবাইলে, সেই থেকে ভালোবাসা খুজি। এই গানের মতো করে। একটু একটু পেলাম, এইতো দুই মাস আগে, কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা বেশি। ভালোথাকো,গোপন ভালোবাসা
সেই 2009 থেকে হাবিব এর all song শুনি বাবার ডিবিডি সিলো ঐটায় cased লাগিয়ে বাবা shunto বাবার লগে আমিও শুনতাম তখন থেকে হাবিব এর গান শুনি হাবিব এর গান কণ্ঠ তে একটা বেপারি আসে 😌
ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোচিং এ ভর্তি হয় চকবাজার ,, হয় ছেলের সাথে,, ফোন আলাপ সংক্ষেপে হতো,,তারপর থেকে আর কখনোই কথা হবে না,, আজও গানটা শোনি, মনে পড়ে যায় সেই ছেলেটার কথা,, কিন্তু কোন প্রেমালাপ হয়না আমাদের মাঝে,, আমি আজও মিস করি ছেলে টা কে,,চট্টগ্রাম বহদ্দারহাট আসলেই মনে পড়ে সেই ছেলেটার কথা,, হইতে পারে সেই টা শেষ কথা,,,
গানটা যখন প্রথম শুনি সেই তখন নতুন প্রেমে পড়তে বাধ্য হইছিলাম..প্রেমে পড়েছি আমি,,এই গানটা শুনে কেনো জানি তখন প্রেমে পড়তে খুব মন চাইছিলো..তারপর কিছুদিন পর প্রেমেও পড়ছিলাম তারপর অনেক বছর আমাদের প্রেম সুন্দর ভাবে কাটছিলো...তারপর হঠাং কেনো জানি সব এলোমেলো হয়ে গেলো..দুজন দুজন আজ আমরা নিজের মতো..কেউ কারো খোজ খবর নেওয়া হয়না..সব এলোমেলো..কিন্তু এই গানটা শুনলে সেই আগের দিনগুলো খুব মনে করায়..আর এক বার বলতে চাই তোরে খুব ভালোবাসি রে...
গান টা যেদিন প্রথম শুনি, সেদিন আমি চিটাগং এ, নিউমার্কেটের একটা শোরুমে গান টা বাজছিলো, সাথে সাথেই সিডিটি কিনে নেই, একটানা ১৫ দিন গান টা রিপিট করে শুনেছিলাম। এখন ২০২০, আজো গান টা সেরকমই ভালো লাগে, যেমনটি আগে ভালো লাগতো
অবাক লাগলো মেরি ভাইয়া
আ হা রে কি দারুন অনুভূতি ছিলো, আর কখনো কি আসবে সেই দিন ফিরে
Wow
Vai amio,,, amr onek vlo lage ganta,,,,, ami Chittagong dek bolci
@@sadiasultana8854 তাই?? খুবিই পছন্দের শহর আমার এই চিটাগং। এইতো গত পরশুই ঘুরে এলাম। সবচেয়ে দারুণ অনুভূতি টা হলো, সাগর পারে একা একা দাঁড়িয়ে এই গান টা শোনা। মনে হয় সময় টা এখানেই থেমে যাক।
জীবনে প্রথম যারা প্রেমে পড়েছে তাদের জন্য এইটা জাতীয় সংঙ্গিত
ha ha ha
Thik
😜😜😜😜😜
Right
রাইট
হাবীব বস এর মতো আর কোনো শিল্পী আমার মনের মধ্যে জায়গা করে নিতে পারবে না,যত টা জায়গা জুড়ে হাবীব বস রয়েছে❤️❤️
Right
Hridoy Khan and balam ache to
সেইম❤️
আমারও❤❤
ভাই আপনার মতো মতো আমার ও সেইম অবস্হা।😊😊😊😊😊
ফাগুন মাস।তখন রাত। ধান কাটা শেষ।দখিনা বাতাস একা বসে শুনতাম। কি যে ভালো লাগতো।আর পিরে আসবে না দিন গুলো।। অনেক মিস করতেছি।।
আহা অদ্ভুত সুন্দর ছেলেবেলা!! স্কুলে থাকতে কত যে শুনেছি। স্কুলের টিফিনের টাকা জমিয়ে সিডি ক্যাসেট কিনে গান শুনতাম, এরপর খালি সিডি ক্যাসেট কিনে কম্পিউটারের দোকানে নিয়ে যেতাম হাবিবের সব গান একসাথে লোড করে নিয়ে আসতাম বাসায়, উফফ ❤️❤️❤️❤️ এক যুগ হয়ে গেলো, বয়স বেড়ে যাচ্ছে কিন্তু স্মৃতি কত অমলিন! শৈশবের প্রথম প্রথম প্রেমে পড়ার দিনগুলা কত সুন্দর ছিলো
❤❤
বাংলাদেশ যদি অডিও মিউজিক গানের জগতের রাজা ,এক মাত্র হাবিব ওয়াহিদ ভাই।।❤❤❤
রাইট বলছো
right
আধুনিক গানের বস হাবিব ওয়াহিদ
Right ❤
2024 সালে এসে কে কে আমার মত গানটি শুনতেছো ❤
১০ বছর আগের আবেগ 😢😪
যত শুনি তত ভালো লাগে।
প্রথমবার শোনার পরই আমি গানটার প্রেমে পড়ে গেলাম;;So Romantic Song!!💖😌😇
১০ বছর ধরে শুনছি। যতবার শুনি নতুন লাগে। বার বার প্রেমে পড়ে যাই।
HI
Osam song
Ami o tumar preme pore galam
যখনি মন খারাপ থাকে তখনি গান গোলো শুনে মনটাকে একটু সান্তি দেই
২০১০ সালে যখন টিভিতে ১ম শুনে ছিলাম,, তখন গানটা আবার শুনার জন্য যে কত জায়গাই যে খোজা খুজি করেছি বলার বাহিরে,,,,
ফিলিংস টা দারুন ছিলো তাই না
হে,,,,,,,
২০১০ সালে প্রথম যখন একটা মেয়ের প্রেমে পড়েছিলাম গান টা সারাদিন ই শুনতাম। খুব সুন্দর একটা গান।
স্পেলিং ঠিক করেন
@@legendboyz4602 জি ম্যাম ঠিক করলাম। টাইপিং সমস্যা ছিল
2010👌👌👌
Jar pram a pora silan....taka ki biya korasan...naki?
bro same to you
তখন আমার জীবনে সত্যিই প্রেম এসেছিল তার পর বিয়ে পর্যন্ত আর এখন আলহামদুলিল্লাহ এক রাজকন্যার বাবা🥳🥳🥳🥳
মাশাআল্লাহ সফলতার কথা শুনে ভালোলাগলো
@@mdaminulislam5136 ধন্যবাদ ভাইজান
জেমনে গানের কথা তেমনেই তার সুর,তার সাথে মুগ্ধ কর মিউজিক। আহ সব মিলিয়ে,দারুন অনুভুতি,মন টা জুড়িয়ে যায়
একটা মানুষ কতটা রুমান্টিক হলে এরকম একটা গান লিখতে পারে 🥀❤
অনেক রাত হয়ে গেছে ঘুম আসেনা তাই হাবিবের অনেক গুলো গান শুনতেছি
কি যাদু আছে এই গানে জানিনা অনেক বছর ধরেই শুনছি তবু্ও যত বার শুনি ততই নতুনভাবে মনে দাগ কেটে যায়
তাহলে কি এই গানের কথায় লুকিয়ে আছে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের সৃতি 😥
ফিরে যেতে চাই সেই হারানো দিন গুলোর কাছে 😭😭
Me golapganj too😊
impossible bro😥
Me to
Aso ami niye jabo tumai
সত্যি গানটা এতো মধুর,,, আমি অনেক বার শুনছি, প্রেমে পরার মতো এতো আনন্দ পৃথিবীতে আর নেই,,, Habiba vai👍👍👍 love you
আমার মত হাবিব পাগলা কে কে আছেন?
Hmm bole felooo
Hmmmm. Asi
আমি আছি ভাই
❤️❤️❤️❤️
💌💌💌
প্রেমে পরার কি যে আনন্দ এই অনুভূতি ভাল লাগা মিশে যায় সবকিছুতেই💖💖💖💖💖💖💖
Humm vai
@Sabbir Babu haa,, onk but akon neii,,
হুম ভাই, যেদিন আমার প্রেমিকা হ্যা বলেছিল সেদিন রাতে মনটা কি যে ফুরফুরে ছিল সেই আবেগ বুঝাতে পারবো না। তবে আমার প্রেমটা শেষ। ব্রেকআপ হয়ে গেছে আমাদের।
Akdom seidin gula mone hoy akek ta eid ar silo aha ki ja hasi khusi te katto
এই গান শুনে পাঁথর ও প্রেমে পড়বে। হাবিব আমাদের রত্ন!
আমি আসলেই প্রেমে পরেছি,, সেই চোট বেলা থেকে,,, কোনো জানি এতো ভালো লাগে হাবিবের গান শুনতে,,,
যখন কলেজে ফাস্ট একটি মেয়ের প্রেমে পরেছি তখন গানটা অনেক শুনছি তখন কিছুয় ভালো লাগদনা সুদু প্রিয় মানুষ টির কথা মনে পরত আজ আবার শুনলাম ৯-৬-২০২০
তাকে কি পেয়েছেন
বাংলাদেশের একজন শিল্পীর গান শুনে কিছু অনুভুতি অনুভব করি,,
সেটা হাবিব স্যার..❤️🔥❤️🔥
কমেন্ট রেখে গেলাম জানি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবো পরিচিত কেউ এই মাষ্টার পিস টা শুনতে আসলে দেখবে তাদের মত আমারও পছন্দ ছিলো।
প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি
প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি
Ah how awesome are those days😍😍
ক্লাস 7 পড়ার সময় প্রথম প্রেমে পড়া,সেই সময় থেকে গানটা শোনা শুরু,সেই ভালোবাসাটা না থাকলেও এখনো এই গানটা শোনা হয়,আর আবেগে ভাসা চলছে, চলবে।
Amio class 7 a thakbe😅😁
Habib wahid vai amader Generation er icon.....next generation er legend hoa thakbe
আমার মনে হয় আমি এই এক মাত্র ছেলে যে হাবিব ওয়াহিদ ভাই কে মন প্রাণ দিয়ে ভালোবাসি
নতুন যারা প্রেমে পরেছে এবং ভবিষ্যতে যারা পরবে
তাদের কাছে এটি জাতীয় সংগীত😍😍😍😍😍
এক সময় আমারও জাতীয় সংগীত ছিলো এই অসাধারণ গানটি🥰🥰🥰🥰🥰
গান টা এত প্রিয়, সেই ২০১০ সাল থেকে শুনে আসছি। দু বছর আগে কমেন্ট রেখে দিছিলাম এখানে। আজ আবার গান টা শুনতে এসে কমেন্ট টা চোখে পরলো। গানটার প্রতি ভালো লাগা এতটুকুও কমেনি। ❤️❤️
Ai ganta shone e ami protom preme pori....amar mone hoyns r habib vi er moto amon world-class singer & composer bangladesh a jonmo nebe.... Apnader sobar motamot chai?
প্রেমে মানুষ একবার না বহুবার পড়ে🥰এই গানটার ফিলিংস বলে বুঝানো যাবে না❤️সত্তিই কালো চোখের মাঝে আমি কেমন যেনো যাদু খুঁজে পেয়েছি🖤
এই গানটা শুনলে একজনের কথা অনেক মনে পড়ে আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক এই কামনা করি
অসাধারণ এই গানটি কার কার ভালোলাগেছে তার তার লাইক করো
Nice
Fast time a song ami r amer gf ak satha shoni
Ata amar sob che fvrt song
nice song
ভালো লেগেছে মানে গানটার উপর পুরো প্রেমে পড়ে গেছি!!😇😇💞💞😍😍
প্রেম ভালোবাসা প্রতিটি মানুষের জীবনেই আসে, কারোটা সফলতার, কারোটা ব্যর্থতার,,, আমিও কারো প্রমে পড়েছিলাম, প্রেমের সাথে এই গানটার গভির সমর্পক,, কি দারুন অনুভূতি এই গানের ভিতরে, অবসর পেলেই গানটা সুনতাম,,,বর্তমানে আমি মালয়েসিয়ায় আছি
Thanks
❤❤.habiber vokto na hoyar por o ami ay ganer fan
“কালো দুটি চোখে যাদু আছে
আমাকে সে পাগল করেছে ...”
অসম্ভব প্রিয় ... তবে এত সুন্দর গানটির লিরিক্সে এত ভুল কেন? “পরেছি” না পড়েছি হবে ।
hmm
তুমি বেশি পন্ডিত মনে হয় তাই ভুল ধরে ফেলেছো😉😉😉😉😉
প্রিয় শিল্পী ভালোবাসা অবিরাম আপনার জন্য🥰🥀
২০০৯ যখন প্রেমে পড়ি তখন থেকে আজ ও প্রিয় গানটি! প্রেম নেই কিন্তু গানটি প্রিয়তেই আছে!ভালো থাকুক সকল প্রিয় মানুষজন!
১০ বছর পর তোমার গান শুনলেই মনে আবার দোলা,দিল।
এলবামটার নাম কি ভাইয়া,,,
আমার রিলেশনশিপ এই শেষ দিনে মনটা খুবই খারাপ ছিল সেদিন হাবিব ভাইয়ের গান সার্চ করতেছিলাম তখন হঠাৎ এই গানটা চলে আসলো এই গানটা শোনার পর খুবই ভালো অনুভব করলাম
সেদিনের শুনেছি আজো শুনি 2020, হয়তো 2040 এসে শুনবো
এমন একটা দিন ছিলো দিনে দশ-বিশ বার শুনেছি,,, কোথায় হারিয়ে গেলো সোনালী সেই দিন গুলো
২০১৮ সালে যখন তাঁর প্রেমে পড়েছিলাম তখন গান টা খুব শুনতাম। তাকে হারানোর আজ ২ বছর। আজ তার কথা খুব মনে পড়ছিলো তাই গানটি আবার শুনতে আসলাম।
ভালো থেকো অভিমানী💔🌸
এই গান গুলোর আগে মানে বুঝতামনা, এখন বুঝি কি সুন্দর মিষ্টি কন্ঠে গাওয়া একটা গান, সত্যিই অসাধারণ।❤️🥀
2010 আহ কি সেই সময়.......
২ জি নেটওয়ার্ক আর ওয়েব পেইজের যুগ আর হাবিবের গান ।
2012 তে আমিও প্রেমে পড়েছিলাম, আর দিন রাত এক করে শুনতাম এই গান টা, আজকে আবার মনে পরে গেল ওই দিনগুলার কথা।
তাকে পেয়েছেন
Onk bacor porsonal sotti onk valo lagce ki felince ble bujano jabena
সেজে রুপে অপরুপা
পৃথিবীতে নেই তার কোন তুলনা 🥰
হাবিবের ভালোলাগার মতো একটি গান খুব ভালো লাগলো আমার একদম মন ছুয়ে দিয়েছে
১৩-৬-২০২০
বেশি কিছু বলার নাই,
শুধু ভালোবাসি অবিরাম,,
অনেক গুলা বছর পর শুনলাম,
অনেক কিছু মনে করিয়ে দিলো
জিবনে প্রতম যখন প্রেম করি তখন গানটা খুব শুনতাম এখনও শুনি, আর আমি জাকে ভালোবাসি তাকে বিয়ে করব কিছুদিন পর, ভালবাসি হাবিবের গান
আপনি অনেক ভাগ্যবান মানুষ ভাই
শুভকামনা রইল আপনার প্রতি এবং আপনার প্রিয় মানুষের প্রতি
ভাই বিয়ে কি করেছেন
ভাই দাওয়াত তো পাইলাম না!
বিয়ে কি করেছেন
আমি জীবনে যখন প্রথম প্রেমে পড়ি, তখন আমার বয়স ১৭ বছর, মেয়েটিকে আমি আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম, সে ও আমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসতো। তখন আমি হাবিবের গানগুলো শুনতাম আর কল্পনার সাগরে ডুবে যেতাম। পরে যখন তার পরিবার জেনে যায়, তখনই নেমে আসে আমার জীবনে অনেক বড় ঝড়!
এরপর সে আর কোনোদিন আমাকে ভালোবাসেনি, শুধুই ঘৃণা করেছে, আর আমি কষ্ট পেতে পেতে মরতে বসেছিলাম, ২০১৯ সালের আগষ্ট মাসের ৫ তারিখে তার বিয়ে হয়ে যায়, কিন্তু আমি তাকে আজও ভুলতে পারিনি,
এখনো আমি তাকে ভালোবেসে যাই নিরবে।
Preme na poreo esb gan shunle kmn jani onno rokom feelings kaj kore 😂❤
গানের সিডি টা ঐদিন কিনতে পারিনাই🙂
টাকার জন্য
আজ টাকা আছে, কিন্তু সেই গানগুলো শুনে আবারও আগের জীবনে যেতে মন চাচ্ছে🙂
কালো দুটি চোখে
যাদু আছে
আমাকে সে পাগল করেছে,,🥰💖
যতো বার শুনি মনে হয় ততোবার নতুন করে প্রেমে পড়ি,,,
সেজে রুপে অপরুপা
অনন্যা আহা হাহা
পৃথিবীতে নেই তার কোনো তুলনা,,
👍👍 এমন ভার্সন বাংলা দেশ ফাস্ট আমাদের মাঝে হাবিব হাবিব হাবিব উপহার দেয় 🤍🤍
তখনকার প্রেমের অনুভূতি দারুন ছিল।কারো কারো প্রেমের সাথে লিরিক্স গুলো মিল আছে। যা এখন আর পাওয়া যায় না...... সেই মানুষটি ও হারিয়েছে।
প্রথমবার শোনে মুখস্ত করা গান আমার, এখানে সেই অনুভূতি, হায়রে সেই দিনগুলো আর আসবে না,
এই গানের মধ্যেই আমার প্রেমের যাত্রা শুরু হয়েছিলো। আহা ! অনুভুতি গুলো এখনই আগের মতোই আছে
মনের যত অনূভুতি আছে তা গানের মাধ্যমে প্রকাশ করেছে! আমি তোমাকে দেখার পর এর চাইতে আরো বেশি পাগল ছিলাম, প্রথম তোমায় দেখার পর মনে হয়েছে তুমি আমার কত চেনা কত আপন, এক নিমিষেই মনে হয়েছে তুমি আমার সব। আজ আমাদের প্রেমের ৪ বছর চলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একে অপরকে সারাজীবনের জন্য আপন করে পাই।
তোমায় অনেক ভালোবাসি ❤️
প্রিয়ঃ- নূহা ইতি তোমার শামীম🥰
অসম্ভব একটা গান মিয়া মিয়া সাদিক,,
আসলে সত্যি আমিও প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি আমি- খুব চমৎকার একটা গান ধন্যবাদ রইল
যখন প্রথম প্রেমে পড়েছিলাম..কতবার বহুবার শুনেছি জানিনা। আজ সে আমার না! কিন্তু গানটা শুনার অভ্যাস এখনো ছাড়তে পারিনাই।
বাংলাদেশ হাবিব ভাইয়ের মতো আর একজন ও জন্ম নিবে বলে হয় না❤❤ লাভ ইউ বস❤❤❤❤
Lovely Song..
Frm india.
Assam.....
. আমার অনেক ভালো লাগে এই গানটা❤❤❤❤
অসাধারণ একটা গান,,,,
প্রিয় হয়ে থাকবে যুগ যুগ
গানটা যখন বের হয়েছে তখন আমার রানিং প্রেম,বার বার গানটি শুনতাম আর তাকে নিয়ে কল্পনার আকাশে ভাসতাম। এখনো শুনি আর অতীতের স্মৃতিগুলো মনে করি
অবিরাম ভালোবাসা হাবিব ভাই 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
প্রথম যখন তার প্রেমে পরেছি,তখন হাবিব এর এই গানটা অনেক শুনছিলাম,,সেই দিনের কথা আজও মনে পরে,,ভালো থেকো আমার প্রিও মানুষটি,,দূর থেকে আজও তোমাকে ভালোবাসি🥺
জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। প্রতম একজনের। প্রেমে পরে আজ ও তাকে ভুলতে পারতেছিনা।
অদ্ভুত অনুভূতি এই গানটায়, যারা প্রকৃত ভালোবাসায় আবদ্ধ শুধু তারাই এই অনুভূতিটা ফিল করতে পারে।❤️
সত্যি বলতে হাবিব ওয়াহিদ কে মিউজিক ইন্ডাস্ট্রি তে পাত্তা দেক বা না দিক ,, দিনশেষে সবাই হেডফোন কানে হাবিব ওয়াহিদ এর সফট গান গুলোই শোনে 👀
Gaanta sune prothom jar preme pora sei manus ta akon amar sobai dua korben jeno taki niye sarata jibon katate pari ..... habib bai ke osonkho dhonnobad eto sundor akta gaan amader upohar deyer jonno.
এই গানটা আমার এত প্রিয় ছিলো যে মোবাইলের রিংটোনে ব্যাবহার করতাম।আপনাদের কার কার প্রিয় এই গান আওয়াজ দেন।
আমি আছি ❤️
আমারও
আমিও করেছিলাম
2009 সালে, ঠাকুর গাওয়ে শুনছিলাম, পল্লিবিদ্যুত এর অফিসের সামনে। সিরাজগঞ্জের ফ্রেন্ডের মোবাইলে, সেই থেকে ভালোবাসা খুজি। এই গানের মতো করে। একটু একটু পেলাম, এইতো দুই মাস আগে, কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা বেশি। ভালোথাকো,গোপন ভালোবাসা
আহা সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল
সেই 2009 থেকে হাবিব এর all song শুনি বাবার ডিবিডি সিলো ঐটায় cased লাগিয়ে বাবা shunto বাবার লগে আমিও শুনতাম তখন থেকে হাবিব এর গান শুনি হাবিব এর গান কণ্ঠ তে একটা বেপারি আসে 😌
কি লেখবো ভাষা হারিয়ে ছি 🎵🎵🎵🎵👌👌👌👌👌🇧🇩❎🇧🇭যতো বার শুনি শুনতেই মন চায়
😭😭😭😭😭
😭😭😭😭😭😭
সত্যিই গানটা শুনলে অন্যরকম একটা অনুভূতি তৈরী হয় একজন বিশেষ মানুষের 😪কথা মনে পড়ে যায়
যারা নতুন বিয়ে করেছে তাদের কাছে গানটা অসম্ভব ভালো লাগবে। আসলেই গানের কথা গুলো খুবই সুন্দর এবং মনকরা।
কালো দুটি চোখে যাদু আছে
আমাকে সে পাগল করেছে
অসাধারণ একটা গান আমার কাছে অনেক ভালো লাগল ধন্যবাদ প্রিয় হাবিব স্যার এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ❤
হাবিব ওয়াহিদ হলো বাংলাদেশের গৌরব।
অসাধারণ একটা গান হাবিব আমসর খুব প্রিয় শিল্পী আমি যখন দুনিয়াতেই থাকবো না নেট দুনিয়াতে আমার কমেন্ট থেকে যাবে ভালো থাকবেন সবাই
২০১০ থেকে শুনে আসছি
গানের কথা পুরাই বাস্তব
জীবনের সাথে পুরাই মিল
আাহা 🥰আবার ও প্রেমে পরে গেলাম,এই গানের অনুভুতি শুধু ৯০ দশকের মানুষরাই বুঝবে😍
হাবিব মানেই যাদু🥰
২০২৪ সে এসে কে কে আমার মতো গানটি শুনেছেন???❤❤
গানটা সুনলে মনের বিথরে আগের দিনের কথা বেযে উটে😔😔😔😔
কী সুন্দর ভাষা কী সুন্দর অনুভূতি। স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম। প্রেম না করে ও শুনতে সেই অনুভূতি 📎❤️
কমেন্ট রেখে গেলাম ১০০ বছর পর কেও এসে পড়বে। Love From Coxbazar. এই জিবনে যার সাথে প্রেম করেছি।থাকেও পাইনি।ভাল থাকুক পৃথিবির সব ভালবাসা.
এক সময় হাবিব ভাইয়ার গানের জন্য অনেক পাগল ছিলাম স্কুল লাইফ গানগুলো অনেক শুনতাম এ দিনগুলো আর কখনো ফিরে আসবে না অনেক মিস করি 😢😢
ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোচিং এ ভর্তি হয় চকবাজার ,, হয় ছেলের সাথে,, ফোন আলাপ সংক্ষেপে হতো,,তারপর থেকে আর কখনোই কথা হবে না,, আজও গানটা শোনি, মনে পড়ে যায় সেই ছেলেটার কথা,, কিন্তু কোন প্রেমালাপ হয়না আমাদের মাঝে,, আমি আজও মিস করি ছেলে টা কে,,চট্টগ্রাম বহদ্দারহাট আসলেই মনে পড়ে সেই ছেলেটার কথা,, হইতে পারে সেই টা শেষ কথা,,,
আমারও সেম কাহিনি আছে জিবনে চট্রগ্রামে গেলে মনে পরে ,অনেক কষ্ট হয় ।তার সাথে কোন দিন দেখা হয়নি আমার ।
কি সন্দর গান, যতবার শুনি মন চায় আরো শুনি-অল ক্রেডিট গোজ টু হাবিব ভাই
জীবনে প্রথম যারা প্রেমে পড়েছে তাদের জন্য সুন্দর গান ❤️❤️❤️ 2024😎
আহা পুরনো দিন, সে ছিলো পাশে, তারপর আমায় ছেড়ে চলে গেলো,,, ভালোবাসা সুন্দর 🙂
Habib wahid vai many valobasah
love you bosss
Akhono sob smy apnr song suni😍😍😍😍😍😍💖💖💖💖💖
2020 k k ai song ta suntesen like din
me 18-8-2020
গানটা যখন প্রথম শুনি সেই তখন নতুন প্রেমে পড়তে বাধ্য হইছিলাম..প্রেমে পড়েছি আমি,,এই গানটা শুনে কেনো জানি তখন প্রেমে পড়তে খুব মন চাইছিলো..তারপর কিছুদিন পর প্রেমেও পড়ছিলাম তারপর অনেক বছর আমাদের প্রেম সুন্দর ভাবে কাটছিলো...তারপর হঠাং কেনো জানি সব এলোমেলো হয়ে গেলো..দুজন দুজন আজ আমরা নিজের মতো..কেউ কারো খোজ খবর নেওয়া হয়না..সব এলোমেলো..কিন্তু এই গানটা শুনলে সেই আগের দিনগুলো খুব মনে করায়..আর এক বার বলতে চাই তোরে খুব ভালোবাসি রে...
কখনো ভাবি নাই এই গানটা একদিন এত প্রিয় হয়ে যাবে!! 😌
আসলেই;;আলাদা একটা প্রশান্তি মিলে এই গানটা শুনলে!!💞😇💖
অদ্ভুত মানুষের জীবন!!! সবাই তার অতীত কে ফিরে পেতে চায়। আমি ওও।
চুলে তার ঢেউ খেলে উতাল হাওয়ায়,
আকাশে,
আঁকে যেনো মেঘের আল্পনা.....
গানটি শুনে, আমার ফাষ্ট ভালোবাসার কথা মনে পরে গেছে 💔 গানটির সাথে সাথে, প্রিয় মামুষটিকেও মিস করছি😭😢