দশম শ্রেণিতে এই গল্প টি প্রথম পরেছিলাম, এত ভালো লেগেছিল, সেই সময় এই গল্পটি সাত আটবার পরেছিলাম, এতদিন পর এই গল্পটি শুনতে পেরে সেই ছোট্ট বেলায় ফিরে গেলাম , অসংখ্য ধন্যবাদ আপনাদের
অসাধারণ, সত্যি বলতে ভাষা হারিয়ে গেছে, অনেক দিন এমন গল্পো শুনিনি। শুধু লেখকের কথা বললে অন্যায় করা হবে। উপস্থাপনা তুলনাহীন কী বলে যে radio milan কে ধন্যবাদ দেবো sorry শুধু ধন্যবাদ বা তুলনাহীন বললে ছোট করা hobe❤️❤️❤️❤️❤️❤️
এতদিনে শুনে উঠতে পারলাম গল্পটা। বেশি কিছু বলার নেই। প্রশংসা করার মতন আর কোন বিশেষণ বাকিও নেই। সবই আমার বাকি শ্রোতাবন্ধুরা বলে দিয়েছেন। শুধু একটা কথা বলতে চাই। যবে থেকে রেডিও মিলন শুনছি, মনে করতাম, দীপক স্যারের সঙ্গে কখনো দেখা হলে সাষ্টাঙ্গপ্রণাম করব। এখন সেই দলে দীপঙ্কর বাবুও এসেছেন। এই দুই মহারথীর জন্য আমার সকল শ্রদ্ধা নিবেদিত। বাকি কলাকুশলী, বিশেষত সায়নদা, শ্রোতা দিদি - এঁনাদেরকে তো হাজারো-লাখো সেলাম। 🧡🙏
আহা, কী অপূর্ব উপস্থাপনা! ক্ষিদ দা এককথায় অনবদ্য! প্রত্যেকটি মেয়ে দুর্দান্ত অভিনয় করেছে। আর পুরো কাহিনীর উপস্থাপনায় অসামান্য সায়ন! এরকম দীর্ঘ একটি উপন্যাসকে সুন্দর ভাবে টানটান উত্তেজনা সহ ফুটিয়ে তোলার জন্য টিম রেডিও মিলনকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Etota asha koriniii Radio Milan k jotoi suni totoi obak hote hoy.... Soumitra Chatterjee er obhinoy e mugdho hoyechilm ebar Sayan er srutinatok e mugdho hobar pala...❤❤❤❤❤❤❤
this reminded me of BURO GHORA which was presented by mir a few months ago, I absolutely adore these type of sport themed stories and the cheery on top here being that the main player is female absolutely loved another serve by radio milan
বাহ। নতুন চেহারায় রেডিও মিলন। দারুণ। মতি নন্দীর বিখ্যাত এই গল্পের অডিও রূপান্তর বেশ চ্যালেঞ্জিং এক কাজ। বলতে দ্বিধা করব না, এই প্রেক্ষিতে অসাধারণ লাগল 'কোনি'। সায়নের পাঠ শ্রবণে ছবি আঁকে। সকলের অভিনয় চমৎকার। আবহ নিখুঁত। শুনতে শুনতে চোখে জল এসে পড়ল। ভীষণ অনুপ্রেরণাদায়ক। অভিনন্দন !!
Ekkebare thik bolechhen didi!! Cinema ta bhalo legechhilo.... Ekhon audio format e sune abar natun kore bhalo laglo.... Asombhab sundar!!! Radio Milan team ke dhanyabaad dileo kom hobe🙏🙏🙏
অসাধারণ উপস্থাপনা। আপনাদের অন্যান্য উপস্থাপনা থেকে অনেকগুণ ভালো। মহিলা ভয়েস আর্টিস্টরা তো বেস্ট। পোস্টারটা নিজেই একটা মোটিভেশন। কোচের উজার করে দেয়া বুনো উৎসাহ আর কোনির দুই চোখের লক্ষ্য বিদীর্ণ করা দৃষ্টি! just অসাধারণ!! বাংলাদেশ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
বাংলা audio গল্পের জগৎ অনেক বড়। কিন্তু এদের মধ্যে খুবই সামান্য কিছু উপস্থাপনা আছে যেগুলি মানুষের মনের একদম অন্তর পর্যন্ত দাগ কাটতে সক্ষম হয়েছে, আপনাদের পাঠ করা এই গল্পটি সেগুলোর মধ্যে একটি। আমার ব্যক্তিগত কালজয়ী গল্পের লিস্ট এ যে যৎসামান্য গল্প আছে আপনাদের উপস্থিত করা কোনি আজকে সেখানে শামিল হয়েছে। গল্পের একেবারে শেষ মুহূর্তে খিদ্দার কনি বলে চিৎকার টা শুনে সত্যিই শরীরের সমস্ত রোম খাড়া হয়ে গিয়েছিল।
এই iconic উপন্যাসটি পড়ার জন্যে আন্তরিক অভিনন্দন। আপনাদের পরিবেশনার মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। ক্ষিদ্দার অভিনয় সত্যিই অনবদ্য - মতি নন্দীর লেখা পড়ে এতদিন কেঁদেছি, আজ শুনে কাঁদলাম।
আমার পড়া শ্রেষ্ঠ খেলাবিষয়ক বাংলা গল্প। গল্পের ক্লাইম্যাক্সটা অসাধারণ। লেখককে সশ্রদ্ধ প্রণাম। জীবনে কিছু সময় যখন হতাশা ঘিরে ধরতে চায় তখনই মনে মনে ঐ ছোট্ট কথাটা আওড়াই, ‘ফাইট, কোনি, ফাইট।’…….. পরিবেশনা সুন্দর হয়েছে, তবে শেষের দিকে দু-এক জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশী জোরালো হয়ে গিয়ে কথা শোনায় অসুবিধের সৃষ্টি করেছে।
আমি রেডিও মিলান এর নিয়মিত শ্রোতা। আগে কখনো কমেন্ট করিনি। তবে আজ করতে বাধ্য হলাম। এত ভালো একখানা গল্প কে এত সুন্দর ভাবে পরিবেশন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরো বড় হোক রেডিও মিলান আরো উন্নতি করুক। ভবিষ্যতে আরো এরকম গল্প করার অনুরোধ রইলো।
ছেলেবেলায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে শুনছিলাম-- কোনী ফাইট, আজও ভুলতে পারিনি সেই কন্ঠ। আবার শুনলাম এবং সেই উত্তেজনা আবার অনুভব করলাম। ধন্যবাদ টিম রেডিও মিলনকে
কাজের চাপে বহু প্রতীক্ষিত গল্পটা পুরো গল্পটা ভগ্নাংশে শুনতে একটু দেরি হলেও শেষ অবধি শুনে পরম তৃপ্তি পেলাম, যেন আরেকবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমাটি দেখলাম।
ক্লাস টেন এ যখন বাংলা ম্যাম প্রতিটা লাইন বুঝিয়ে ছিল চোখের সামনে যেন সিন গুলো ভেসে উঠছিল আজ ও ঠিক তাই অনুভূতি হলো। প্রতিটা চরিত্র খুব মানিয়েছে। আপনাদের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। এভাবেই আমাদের কে আরো অনেক ভালো ভালো গল্প গিফট করবেন। ❤❤❤
বহু কাঙ্ক্ষিত একটি উপন্যাস। আপনাদের চ্যানেলের অনেকদিনের শ্রোতা। আজ কমেন্ট না করে পারলাম না। প্লিজ প্লিজ আরও আরও মতি নন্দীর গল্প পোষ্ট করুন এটুকুই অনুরোধ।
আপনদের গল্প অনেদিন ধরেই শুনছি, বেশ ভালো লাগে। তবে আজকের উপস্থাপনা ছিল অসাধারণ। চোখের সামনে প্রতিটি ঘটনা চলচ্চিত্র এর ন্যায় প্রাণবন্ত হয়ে উঠছিল। অনেক ধন্যবাদ আপনাদের পুরো টিমকে এই গল্পটিকে এট সুন্দর ভাবে আমাদের শোনানোর জন্য।
অসাধারণ গল্পটি ❤ class X er rapid book ছিল। আমি ভারতী Aunty নেওয়া ক্লাস রুমে ফিরে গেলাম আবার 😌 সোনালী সেই দিনগুলোর স্মৃতি আবার ফিরে পেলাম। সর্বোপরি Radio Milan কে জানাই অসংখ্য ধন্যবাদ ❤ এত সুন্দর উপহার আমাদের উপস্থাপন করার জন্য।
Atoshi mami r por abar ei dharoner banshir bg music sunlam... Sur ta ato mon ke tane.. Ar galpo ebong uposthapona Osadharon... Kono kotha nei... 🥰 J sob golpo amon jiboner proti biswas ane vorsa ane... aro sunte chai
দশম শ্রেণীতে এই গল্পটি ক্লাসে পড়াই। ছাত্র ছাত্রীদের খুব পছন্দের উপন্যাস। উপস্থাপনা যথারীতি খুব ভালো লাগলো। খিদ্দা এবং বিষ্টু ধর অসাধারণ।
❤
❤❤❤
Class 10 এর জন্য এই movie টি দেখছি 😜
ছাত্র হিসেবে পড়েছি আজ শ্রোতা হিসেবে শুনলাম অসাধারণ ❤️🙏
Sir kon sale chilo eta?
প্রতিবার কাঁদি...আজও কাঁদলাম...জাদুকরের নাম মতি নন্দী...
খুব সুন্দর উপস্থাপনা...
আমারও একই অবস্থা
হয়তো মাস দুয়েক হবে রেডিও মিলন সাবস্ক্রাইব করেছি এবং গল্প শুনছি।
“কোনি” শুনে শেষ করলাম আজ রাত আড়াইটায় । কি অপূর্ব প্রেজেনটেশন ! শেষটায় চোখ দিয়ে জল গড়িয়ে পরল । টান টান উত্তেজনা যেন চোখের সামনে পুরোটা দেখলাম। সব্বাই কি দূর্দান্ত করেছে! প্রতিটা চরিত্র জীবন্ত।
সিনেমাটা দেখিনি। গল্পটাও আগে পড়িনি। এবার দেখেও নেব । পড়েও নেব।
আমি বাংলাদেশের শ্রোতা।
অনেক অনেক ভালবাসা টিম “ কোনি”-কে। ❤
মতি নন্দী মহাশয়ের কাহিনীগুলোর সত্যিই অনবদ্য ...
রূপকথা সত্যি হয় তাতে❤️
দশম শ্রেণিতে এই গল্প টি প্রথম পরেছিলাম, এত ভালো লেগেছিল, সেই সময় এই গল্পটি সাত আটবার পরেছিলাম, এতদিন পর এই গল্পটি শুনতে পেরে সেই ছোট্ট বেলায় ফিরে গেলাম , অসংখ্য ধন্যবাদ আপনাদের
অসাধারণ, সত্যি বলতে ভাষা হারিয়ে গেছে, অনেক দিন এমন গল্পো শুনিনি। শুধু লেখকের কথা বললে অন্যায় করা হবে। উপস্থাপনা তুলনাহীন কী বলে যে radio milan কে ধন্যবাদ দেবো sorry শুধু ধন্যবাদ বা তুলনাহীন বললে ছোট করা hobe❤️❤️❤️❤️❤️❤️
এতদিনে শুনে উঠতে পারলাম গল্পটা। বেশি কিছু বলার নেই। প্রশংসা করার মতন আর কোন বিশেষণ বাকিও নেই। সবই আমার বাকি শ্রোতাবন্ধুরা বলে দিয়েছেন। শুধু একটা কথা বলতে চাই। যবে থেকে রেডিও মিলন শুনছি, মনে করতাম, দীপক স্যারের সঙ্গে কখনো দেখা হলে সাষ্টাঙ্গপ্রণাম করব। এখন সেই দলে দীপঙ্কর বাবুও এসেছেন। এই দুই মহারথীর জন্য আমার সকল শ্রদ্ধা নিবেদিত। বাকি কলাকুশলী, বিশেষত সায়নদা, শ্রোতা দিদি - এঁনাদেরকে তো হাজারো-লাখো সেলাম। 🧡🙏
❤ porer bar o chai moti nondi❤ osadharon ❤
অসাধারণ উপস্থাপনা! অপূর্ব সুন্দর।
দীপঙ্কর বাবুর কন্ঠ.. অনবদ্য..!!
অতীব সুন্দর উপস্থাপনা। একটানা না শুনে উপায় রইলো না। অবিস্মরণীয়।
মতি নন্দী মানেই জীবনের লড়াই এর ধাপ 🙏🏼💓
Ekta kotha, Deepankar babu uni je ki oshadharon ki oshadharon ovinoy korechen bakrudho hoye jete hobe. Salute
আহা, কী অপূর্ব উপস্থাপনা! ক্ষিদ দা এককথায় অনবদ্য! প্রত্যেকটি মেয়ে দুর্দান্ত অভিনয় করেছে। আর পুরো কাহিনীর উপস্থাপনায় অসামান্য সায়ন! এরকম দীর্ঘ একটি উপন্যাসকে সুন্দর ভাবে টানটান উত্তেজনা সহ ফুটিয়ে তোলার জন্য টিম রেডিও মিলনকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমার অন্যতম সেরা গল্প গুলোর মধ্যে একটা "কোনি"। ধন্যবাদ টিম রেডিও মিলন কে
বাংলাদেশ থেকে বলছি।অসম্ভব ভালো লেগেছে।মতি নন্দীর গল্প মানেই এক অদ্ভুত ভালো লাগা।দয়া করে ওনার আরও গল্প আনুন।আপনাদের সাফল্য কামনা করছি
RadioMilan তোমাকে কুর্নিশ। কি অসম্ভব সুন্দর । দুর্দান্ত। ধন্যবাদ তোমাদের এই অসম্ভব সুন্দর উপস্থাপনা উপহার দেবর জন্যে।
Etota asha koriniii
Radio Milan k jotoi suni totoi obak hote hoy.... Soumitra Chatterjee er obhinoy e mugdho hoyechilm ebar Sayan er srutinatok e mugdho hobar pala...❤❤❤❤❤❤❤
this reminded me of BURO GHORA which was presented by mir a few months ago, I absolutely adore these type of sport themed stories and the cheery on top here being that the main player is female absolutely loved another serve by radio milan
শুনছিলাম নাকি দেখছিলাম বুঝতে পারলাম না।।অসাধারন❤❤
অসাধারণ প্রেজেন্ট করেছেন। প্রত্যেক শিল্পী সেরাটা দিয়েছেন।
যেমন গল্প বলা তেমনি অভিনয়।
সত্যি অনবদ্য।
আপনাদের সব গুলি কথকতা সুন্দর।
অভিনন্দন জানাই রেডিও মিলন সবাই কে।❤❤❤
প্রাইজ পাওয়ার মতো লেখা ও উপস্থাপন
চোখে জল চলে আসার মত আনন্দের গল্পটা
"ক্ষিদ্দা- ফাইট কোনি, ফাইট।"
খুব সুন্দর, বাস্তব জীবনের উপাখ্যান এটি। সেই ক্লাস টেনে পড়েছিলাম এবার অডিও গল্পে শুনবো। অপেক্ষা করে রইলাম। ধন্যবাদ টিম রেডিও মিলনকে।
বাহ। নতুন চেহারায় রেডিও মিলন। দারুণ।
মতি নন্দীর বিখ্যাত এই গল্পের অডিও রূপান্তর বেশ চ্যালেঞ্জিং এক কাজ। বলতে দ্বিধা করব না, এই প্রেক্ষিতে অসাধারণ লাগল 'কোনি'। সায়নের পাঠ শ্রবণে ছবি আঁকে। সকলের অভিনয় চমৎকার। আবহ নিখুঁত। শুনতে শুনতে চোখে জল এসে পড়ল। ভীষণ অনুপ্রেরণাদায়ক। অভিনন্দন !!
Ekkebare thik bolechhen didi!! Cinema ta bhalo legechhilo.... Ekhon audio format e sune abar natun kore bhalo laglo.... Asombhab sundar!!! Radio Milan team ke dhanyabaad dileo kom hobe🙏🙏🙏
Anoboddo uposthapona,sihoron o uttejonar chorom onubhutir upolobdhi,somosto tai jeno chokher samne ghotlo, osadharon ❤
So much struggles for a poor but determined swimmer and trainer..The story really moves one heart. Splendid really splendid.
মতি নন্দী সব উপন্যাস সেরা। মতি নন্দী একজন চমৎকার লেখক
Shayan da eto bhalo lage apnar kantho ❤❤❤❤❤love you Dada banglar garbo apni. 100%
অসামান্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আপনাদের অত্যন্ত প্রিয় এই গল্পটি উপস্থাপনা করার জন্য।
অসাধারন উপস্থাপন।
পূজাবার্ষিকীর জন্য অপেক্ষা করতাম, মতি নন্দী'র ক্রীড়া বিষয়ক উপন্যাসের!
বাংলাদেশ থেকে শুনছি,শুভকামনা রইল রেডিও মিলানের প্রতি।
Darun laglo .ato sundor jeno chokher samnei ghotte dekhchi ..khub vlo laglo
Thank you 😊 দারুণ উপন্যাস , দারুন উপস্থাপন ।।
আরো কোনো স্পোর্টস এর ওপর গল্প চাই ।।
আহা!!!!একরাশ মুগ্ধতা। লেখক এবং রেডিও মিলান টিমকে ধন্যবাদ এই মুগ্ধতা উপহার দেবার জন্য❤
আমি তো পুরোই কাঁদলাম
one of the masterpiece
@Radio Milan Audio Story ai puro golpo ti diye class 10 er students der jonno bhalo koreche
আসলে এখানে হিয়া আর তার বাবার চরিত্র সবথেকে সুন্দর। এরকম মানুষ প্রয়োজন।
অসাধারণ উপস্থাপনা। আপনাদের অন্যান্য উপস্থাপনা থেকে অনেকগুণ ভালো। মহিলা ভয়েস আর্টিস্টরা তো বেস্ট। পোস্টারটা নিজেই একটা মোটিভেশন। কোচের উজার করে দেয়া বুনো উৎসাহ আর কোনির দুই চোখের লক্ষ্য বিদীর্ণ করা দৃষ্টি! just অসাধারণ!! বাংলাদেশ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
Akhon baje 3:43 AM ami prokash korte parbo na ato sundhor... ami khitish hoe gechilam . Just wow ❤
বাংলা audio গল্পের জগৎ অনেক বড়। কিন্তু এদের মধ্যে খুবই সামান্য কিছু উপস্থাপনা আছে যেগুলি মানুষের মনের একদম অন্তর পর্যন্ত দাগ কাটতে সক্ষম হয়েছে, আপনাদের পাঠ করা এই গল্পটি সেগুলোর মধ্যে একটি।
আমার ব্যক্তিগত কালজয়ী গল্পের লিস্ট এ যে যৎসামান্য গল্প আছে আপনাদের উপস্থিত করা কোনি আজকে সেখানে শামিল হয়েছে।
গল্পের একেবারে শেষ মুহূর্তে খিদ্দার
কনি বলে চিৎকার টা শুনে সত্যিই শরীরের সমস্ত রোম খাড়া হয়ে গিয়েছিল।
এই iconic উপন্যাসটি পড়ার জন্যে আন্তরিক অভিনন্দন। আপনাদের পরিবেশনার মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। ক্ষিদ্দার অভিনয় সত্যিই অনবদ্য - মতি নন্দীর লেখা পড়ে এতদিন কেঁদেছি, আজ শুনে কাঁদলাম।
Excellent...looking forward for more audio stories like this...
Osadharon bola o kom.......❤❤❤
Ki oshadharon lekha. Manush er iccha aar chesta thakle kothay jete pare taar udaharan holo ei golpo.
ami akhon class 10 e pori tai golpo ta sonlam khub valo laglo, thank you ami jeta bujhte par6ilam na seta golpo ta sune ami bujhe ge6i thanks
Protyeker abhinoy mone rakhar moto... Ekkebare jathajatho.... Mon chhuye gelo.... 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
আমার পড়া শ্রেষ্ঠ খেলাবিষয়ক বাংলা গল্প। গল্পের ক্লাইম্যাক্সটা অসাধারণ। লেখককে সশ্রদ্ধ প্রণাম। জীবনে কিছু সময় যখন হতাশা ঘিরে ধরতে চায় তখনই মনে মনে ঐ ছোট্ট কথাটা আওড়াই, ‘ফাইট, কোনি, ফাইট।’…….. পরিবেশনা সুন্দর হয়েছে, তবে শেষের দিকে দু-এক জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশী জোরালো হয়ে গিয়ে কথা শোনায় অসুবিধের সৃষ্টি করেছে।
আপনাদের পরিবেশনা অনবদ্য,অভূতপূর্ব, অতুলনীয়❤
আমি রেডিও মিলান এর নিয়মিত শ্রোতা। আগে কখনো কমেন্ট করিনি। তবে আজ করতে বাধ্য হলাম। এত ভালো একখানা গল্প কে এত সুন্দর ভাবে পরিবেশন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরো বড় হোক রেডিও মিলান আরো উন্নতি করুক। ভবিষ্যতে আরো এরকম গল্প করার অনুরোধ রইলো।
Osadharon Osadharon!!kanna chepe rakhte parlam na etto sundor etto sundor!!!sobbai ke❤
“ফাইট কোনি, ফাইট!” 🏊🏼♀️
ছেলেবেলায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে শুনছিলাম-- কোনী ফাইট, আজও ভুলতে পারিনি সেই কন্ঠ। আবার শুনলাম এবং সেই উত্তেজনা আবার অনুভব করলাম। ধন্যবাদ টিম রেডিও মিলনকে
Oooorba,osadharon bolle o kom bole hobe,onnay hobe,salute ..
কাজের চাপে বহু প্রতীক্ষিত গল্পটা পুরো গল্পটা ভগ্নাংশে শুনতে একটু দেরি হলেও শেষ অবধি শুনে পরম তৃপ্তি পেলাম, যেন আরেকবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমাটি দেখলাম।
দুর্ধর্ষ একটা গল্প শুনলাম
এইরকমই যদি গল্প উপস্থাপনা হয় তো আরো আনন্দ পাব সত্যি খুব সুন্দর।
এই ধরনের আরো গল্প আনলে খুব ভালো হবে.❤❤
ক্লাস টেন এ যখন বাংলা ম্যাম প্রতিটা লাইন বুঝিয়ে ছিল চোখের সামনে যেন সিন গুলো ভেসে উঠছিল আজ ও ঠিক তাই অনুভূতি হলো। প্রতিটা চরিত্র খুব মানিয়েছে। আপনাদের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। এভাবেই আমাদের কে আরো অনেক ভালো ভালো গল্প গিফট করবেন। ❤❤❤
খুব ভালো লাগলো আরো ভালো গল্পঃ চাই ❤❤❤❤
আমি তো কাঁটায় কাঁটায় সিরিজের জন্য আজকে অপেক্ষা করছিলাম..
বহু কাঙ্ক্ষিত একটি উপন্যাস। আপনাদের চ্যানেলের অনেকদিনের শ্রোতা। আজ কমেন্ট না করে পারলাম না। প্লিজ প্লিজ আরও আরও মতি নন্দীর গল্প পোষ্ট করুন এটুকুই অনুরোধ।
এই 46 বছর বয়সে আবার অনেক কিছু শিখলাম ❤
Darun hoyache
তোমাদের কাজ যত শুনছি তত আপ্লুত হয়ে পড়ছি। এক কথায় অসাধারণ। শুভেচ্ছা রইলো আগামী দিনের জন্যে এগিয়ে যাও।
আমার শোনা বেস্ট গল্প রেডিও মিলন জিন্দাবাদ
ক্ষিতিশ সিংহ জিন্দাবাদ
Ki bolbo bujhte parchina, asole bolar bhasa hariye felechi, drishyo pot kan theke kolponar chokhe vese uthche apurbo hoyeche ❤❤❤❤
এক কথায় অসাধারণ 😌😌😌
এত সুন্দর উপস্থাপনার জন্য অভিনন্দন। চমৎকার, অনবদ্য, অসামান্য!
ধন্যবাদ রেডিও মিলনকে ❤
Jemon osadharon golpo temon uposthapon .....tan tan..... Cinematic....!! Soumitro babur obhinoy Koni chhobite dekhe jemon somosto darshak chokh muchhechhe aaj Dipankarbabu r Srotar obhinoy amader moto onek shrotakei chokher jwale bhasiyechhe.....!! Sobtai nikhut mone holo..... Sayan er narration soho sob tuku.....!! Chokh bondho kore cinemar moto dekhlam......!! Aro onek bar shunbo eita.... shonabo sokolke......!! Thank you team Radio Milon..... ei opoooooooorbo uposthaponatir jonno. Sobai bhalo thakben..... 🙏🙏🙏🙏🙏
Ashadharon lekhoni ebong uposthapona.
আপনদের গল্প অনেদিন ধরেই শুনছি, বেশ ভালো লাগে। তবে আজকের উপস্থাপনা ছিল অসাধারণ। চোখের সামনে প্রতিটি ঘটনা চলচ্চিত্র এর ন্যায় প্রাণবন্ত হয়ে উঠছিল। অনেক ধন্যবাদ আপনাদের পুরো টিমকে এই গল্পটিকে এট সুন্দর ভাবে আমাদের শোনানোর জন্য।
One of the best audio story.... ❤
দীপঙ্কর, আপনি বাকরুদ্ধ করে দিলেন, একই সঙ্গে অশ্রুসিক্ত হয়ে গেল চোখ।🙏👌
Khub khub khub bhalo.
কাঁটায় কাঁটায় সিরিজ ভালো লাগে। কাঁটায় কাঁটায় চাই কেকে একমত
অসাধারণ 👏👏👏
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়টা দেখেছিলাম 👍
কিন্তু আজ মন থেকে চোখ বন্ধ করে গল্পটা শুনলাম
চোখের কোনে যেন মৃদু একটা 😢
থাক সে কথা 🖐🏻
ছুয়ে গেল আর,
Ekkebare sohomot apnar sange dada!!!
যত যাই trend চলে আসুক, কালজয়ী লেখা সবসময়ই জাত চিনিয়ে দেয়৷ দুর্দান্ত লেখা, আর তার সাথে পাল্লা দেওয়া দুর্দান্ত presentation. ❤
Jamon asadharon ekti golpo tamon asadharon apnader performance.Mona hocchilo jano cinema dekchi.
Golpo er seshe chokhe jol ese galo.
দীপঙ্কর বাবুকে আলাদা করে স্যালুট ...
পড়া ছিল,এখন শুনলাম।।ওহ জাস্ট অসাধারণ।।
Ki asadharan uposthapona !!!! Galpo ta suna jano kyak muhurtar jonna oi dorshok stand a jano nijak palm !!!! Thank you ❤
কোনই গল্পটি শুনে আমার স্কুলের 🏊🏊🏊মাস্টার মশাই যেসব পড়াল ছিলন সেইসব ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলো 🏊🏊🏊
Story of the year❤
Mone holo jeno chokher samne sob dekhte pachii, ki pranobonto, ki asadharon golpo path,,,❤❤❤❤
Osadharon golpo!!! Temoni sundor upothhapona 👌👌👌
অসাধারণ গল্পটি ❤ class X er rapid book ছিল। আমি ভারতী Aunty নেওয়া ক্লাস রুমে ফিরে গেলাম আবার 😌 সোনালী সেই দিনগুলোর স্মৃতি আবার ফিরে পেলাম।
সর্বোপরি Radio Milan কে জানাই অসংখ্য ধন্যবাদ ❤ এত সুন্দর উপহার আমাদের উপস্থাপন করার জন্য।
Ato bhalo laglo..chotobelar pora golpo ta Jano jibonto how galo...just oshadharon
এক গুচ্ছ ভালোবাসা radio milan ❤
Eta ami poreche kintu sune aro valo laglo...
Darun hoyeche uposthapona...
I could visualize the struggle.....the scene....Truly inspirational....
Opurbo. Oshadharon. Dipankar Babu k onek onek dhonnobad ei oshadharon performance er jonno.🙏🙏🙏🙏
Atoshi mami r por abar ei dharoner banshir bg music sunlam... Sur ta ato mon ke tane..
Ar galpo ebong uposthapona
Osadharon... Kono kotha nei... 🥰
J sob golpo amon jiboner proti biswas ane vorsa ane... aro sunte chai
I liked
Wonderful✨😍
Asombhob sundor paribeshana sudhu chokhe jol chara aar kichu bolar nei
Wow! Excellent presentation, specially the emotional and exciting moments dialogues ( with full of emotion)
আমার খুব আশ্চর্য লাগে এতো ভালো গল্পপাঠ সায়নের এতো মধুর কণ্ঠ তবুও viewer এতো কম,
Darun hoyeche ❤
Chotobela take abar firiye anar jonyo anek dhonnyobaad... khub bhalo laglo..
গলায় এই আবেগ আছে বলেই শ্রোতাদের মন কে ছুঁতে পারে রেডিও মিলন।❤
Dipankar babu r vasha uccharon eto sundor eto sabolil... sotti osadharon ovinoy korechen