কত সুন্দর করে অকপটে নিজের ফেলে আসা দিনের দারিদ্র্যতার কথা বললেন! মাটির মানুষ না হলে এমন সহজ সরল স্বীকারোক্তি কজন দিতে পারে! খুব পছন্দের একজন গুণী শিল্পি উনি। আজ ভালো লাগাটা আরো বেড়ে গেলো! ❤️
Any kind of weakness such example as poverty, broken family etc - Those people can share And suggest to recover if anyone felt to get guide, who go through the deep of those barriers, definitely the person will get success without having Ajaira notun taka walA VAB. But until u fixed a goal - success will never come. So dream big, you'll definitely reach either today or tomorrow but could be failed and destroyed if the intention and faith doesn't sync properly. I'm sure because I achieved
স্যার আপনার এক ভারতীয় শুভাকাঙ্ক্ষী ।আপনার বাড়িটি দেখে বাড়ি মন ভরে গেল । আপনার বয়স টা কোন ভাবে বেধে রাখা যায় না ।আপনার কাজের মধ্যে দিয়ে এভাবে আমার চিরদিন আপনাকে পেতে চাই ।কিছু চরিত্রের অভিনয় আপনার জন্যে সৃষ্টি হয়েছে ।যা আমাদের মনে দাগ কেটে আছে । আপনি ভারতের ও অনেক জনপ্রিয় ।আপনার সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবন কামনা করি ।
সত্যিই সবচেয়ে ভালো লাগলো এই বাসাটি। যদিও অন্যান্য দের মতো ওতো বিলাসবহুল নয়।কিন্তু তার কথা এবং কাজে একটা প্রান আছে এ বাসায়।যা অন্যান্যদের বাসায় নেই।সবার বাসাগুলো কেমন জানি প্রান ছাড়া লাগে।
abul kalam azad madani, ami namaj 5 octto pori. Toba ai video ta onno type r. akhana sodo onar boro monmanosikotha r bisoy ti bolasi ja namaj r sata somporkito noi.namaj to abossok onno bisoy ja ai sammnno kiso video r satha jai na.
আগ্রহ নিয়ে বাড়ীটা দেখতে বসেছিলাম কিন্তু এত্ত বিনয়ী সহজ সরল মানুষটাকে চিনতে পারলাম!! ভাল লাগায় মন ছুঁয়ে গেল!! আর এতসুন্দর শান্তির নীড় আমি মনে করি রাজ-প্রসাদেও সেই সুখ নেই!!! আপনাদের জন্য রইল নিরন্তর শুভকামনা
আমার নাড়ীর টান বাংলাদেশ হলেও আমি ভারতীয়। আমি অবশ্য ভারত - বাংলাদেশকে আলাদা করে ভাবতেই পারিনা। আপনার মত মানসিকতা সম্পন্ন মানুষ যেন দুই বাংলার ঘরে ঘরে জন্মায়। প্রণাম জানাই আপনাকে। প্রকৃত গৃহের সন্ধান আপনি দিলেন। অনবদ্য কন্ঠ আপনার। ভারতীয় চলচ্চিত্র দর্শক আপনার মত প্রতিভাবান অভিনেতাকে স্বাগত জানায়।
এর আগে যতোগুলো তারার বাড়ির দেখেছি,তারভিতর এটাই বেস্ট! মন থেকে আপনার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা, প্রার্থনা করি আপনার মতো আপনার ছেলেটাও ভালো মানুষ হোক!!
যে মানুষ এর ঘর নেই সে মানুষের ঘরের প্রতি কোনো দায়িত্বও নেই.........তাই জিবন যেহেতু একটি দায়িত্ব পুর্ণ প্ররিক্রমা,সেহেতু জিবনের জন্য ঘর প্রয়োজন...(অসাধারণ ছিলো) 👉❤👈
চঞ্চল চৌধুরী, আপনি নিশ্চই জানেন সাধারণ থাকতে পারা কত বড় অসাধারণ একটি গুণ! আপনার মধ্যে এতটুকুও খামতি নেই এর! আপনি শুধু একজন একজন চমৎকার অভিনেতাই নয়, একজন অসাধারণ মানুষ ও! ❤️
এই পর্যন্ত যতগুলো পর্ব দেখলাম আমার কাছে এটাই বেস্ট এপিসোড। সামনেও এর থেকে বেস্ট এপিসোড আসবে না। শুভ কামনা চঞ্চল ভাই, আপনার মত মানুষরাই সুখী হয়ে থাকে জীবনে।
আমি তারার বাড়ি দেখতাম আসলে মানুষের সৌখিনতা দেখার জন্যই,কিন্তু আজকে কেন যেন আপনার কথাতেই থেমে গেলাম! একদম শেষে আপনি যখন বললেন তখনি মনে পড়লো আরে আমি তো বাড়িই দেখলাম না।চমৎকার ব্যাক্তিত্বের মানুষের বাড়তি কোন চাকচিক্যের প্রয়োজন হয় না।
অসাধারণ,,, সবথেকে ভালো লাগলো আপনার ছোট ঠাকুরের আসন।। টেবিলের উপর ছোট তিনটা দেবতার ছবি❤️।। আসলেই এটা একটা শান্তির নীড়❣️ এটা তারকার বাসা নয়,,এটা সাধারণ মানুষের শান্তির নীড়।। তারকারা আবার ঠাকুর ঘর রাখে না।। বাসা টা কে কিভাবে Expensive Home বলা যায় সে চিন্তায় থাকে কিন্তু আপনি সবার থেকে আলাদা।। জীবনের জন্য যতটুকু দরকার ততটুকুই রেখেছেন।। এক কথায় অসাধারণ
চঞ্চল চৌধুরীর কাছে এমন সহজ স্বাভাবিক জীবন আচরণই আশা করেছিলাম।সহজ আলাপন কিন্তু গভীর,ভাল লেগেছে।এত ব্যস্ত অভিনেতা তার সামর্থ্য খুব কম আমার মনে হয়না কিন্তু স্বভাবের মতই আতিশয্য কম,দেখানোপনা নেই।
অন্যরা সবাই যখন home দিয়ে শুরু করল মানি বাড়ির কি সেইটা বুজাতে গিয়ে হোম শব্দ দিয়ে শুরু করল সেইখানে চঞ্চল দাদা বাড়ি বলে শুরু করল এইটাও ভাল লাগার ব্যাপার। আর উনার বাড়িতে হয়ত অনেক বেশি দামি কিছু নেই দামি বলতে আমরা যা বুজি আর কি। তবে যা আছে তা দামি নয় কিন্তু মূল্যবান সুন্দর সাবলীল অনেকটাই জীবন্ত।দাদার কথা গান অনেক বেশি সুন্দর স্বাভাবিক বুজায় যায় না অনেক বড় অভিনেতা অনেক বড় তারা। দাদা ভাল লাগল
এতোদিন ধরে এই মানুষটার শান্তির নীড় দেখার অপেক্ষায় ছিলাম।ভীষণ প্রিয় একজন মানুষ এবং প্রিয় অভিনেতা। সেই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এতো সহজ, সাবলীল ভাবে বলা চঞ্চল চৌধুরীর দ্বারাই সম্ভব। পরিবার কি এবং তার ব্যাপকতা কতটা হতে পারে এটা জানার জন্য একবার হলেও এই মানুষটার কথাগুলো শোনা উচিত। টোটাল বাড়ি টাই সুন্দর কিন্তু তারপর ও বেশি ভালো লাগলো মন্দির টা দেখে ❤️❤️ প্রার্থনা করি বরাবর আপনি এমন মাটির মানুষ হয়ে থাকেন, শিকড়কে আকরে ধরে। আমরা সত্যি ই গর্বিত যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে ❤️❤️❤️❤️
কত অনুভূতি সম্পন্ন মানুষ। এনারাই প্রকৃত শিল্পি।আপনার জন্য অনেক ভালোবাসা। ভবিষ্যতে যারা চলচিত্র জগতে আসবে তাদের ঘরে যেন আপনার ছবি থাকে।বাংলাদেশের চলচিত্র জগতে আপনি হাজার বছর বেচে থাকুন।❣️❣️
চঞ্চল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে ভাবার জন্য। সবচেয়ে ভালো লাগলো আপনি মা, বাবা -সহ সমস্ত পরিজনকে নিয়ে বাঁচতে চেয়েছেন এবং পেরেছেন সেই কারণে। আপনি একজন শিল্পী। আমি পশ্চিম বঙ্গের মানুষ। অধ্যাপনা করি একটি বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন।
উফ কি অসাধারণ একজন মানুষ উনি সাধারণ চলাফেরা কত সুন্দর করে কথা বলে কত ভদ্র একজন মানুষ উনার বাসাটা একদম সাধারন আমার খুব ভালো লেগেছে চঞ্চল চৌধুরী অভিনেতা যেমন ভালো মানুষ হিসেবে তার থেকে ভালো
এতো সুন্দর করে কথা বলেন যে আমি বার বার উনার ভক্ত হয়ে যাই..... বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী স্যার এবং মোশাররফ করিম স্যার.... স্যালুট আপনাদের❤️
ভুল করে কিছু গুণী মানুষ এই হতভাগাদের দেশে জন্ম নেয়। যাই হোক উনি যদি বাংলাদেশে না জন্মিয়ে ইন্ডিয়াই বা হলিউডে আমেরিকাতে জন্মাতো তার অভিনয়ের আগুন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেত❤
O bd ta tai kisu koracha ja india dak vat pabina Tora sob nibi akhan thaka but nam joppi India baper body bd ta taka poysha mon joma rakhis india ta okritoggo
চঞ্চল চৌধুরী, খুব প্রিয় একজন অভিনেতা, মানুষ, শিল্পী আমার কাছে। আজ আরও জানলাম এই মানুষটার ভেতরের সৌন্দর্য্য। চিন্তার গভীরতায়, সৃজনশীলতায়, সরলতায়, কৃতজ্ঞতাবোধ এ পরিপূর্ণ এক অনন্য মানুষ! ভাল থাকুন সবসময়।
I felt his home..as if its my home.. Genuineness and simplicity make a perfect home.. Because this is the only place where you can be all yourself..!!! You dont need to pretend to be someone else!! ভালো থাকতে চাইলে ভালো মানের বাসা না.. ভালোবাসাই যথেষ্ট।
যেমনি সাবলীল চঞ্চল চৌধুরী নিজে তেমনি সাবলীল তার ঘর, তার অভিব্যক্তি। অন্যান্য তারকাদের বাড়ির চাইতে নিসন্দেহে চঞ্চল চৌধুরী ঘরে আছে সত্যিকারের জীবনের ছোঁয়া। অসাধারণ! 💝
কী সাবলীল, কী সহজ ভাবে কথা বলেন। কী মার্জিত চঞ্চল বাবুর কথাবার্তা তেমনি সুন্দর গাইলেন। সুরম্য সুরুচি পূর্ণ একটি বাড়ি, কোথাও অতিরিক্ত কিছু নেই। প্রকৃত একজন গুণী মানুষের অযথা চাকচিক্য লাগে না সেটা ওনার এই বাড়ি দেখলে বোঝা যায়। 🙏🏻❤️💐
খুব সুন্দর হয়েছে। ইদানীং বাংলাদেশের নাটক আর ওয়েব সিরিজ দেখেদেখে অনেককেই চিনে গেছি। চন্ঞ্চল তো বটেই, আরো কত জন কে যে ভালো লাগে! এনারা জাত শিল্পী...কি অসাধারণ গুনী মানুষ এনারা! একদিন বাসে বসে আছি..রবীন্দ্র সদনের সামনে, দেখি মোশারফ করিম রাস্তা পার হয়ে সামনে দিয়ে চলে গেলেন। আমি কত চিৎকার করলাম, দাদা গাড়ির আওয়াজে শুনতেও পেলেন না। পরের বার অটোগ্রাফ নিয়ে, তবে ছাড়ব। অনেক ভালোবাসা, কলকাতা থেকে। 🇮🇳🇧🇩
আমি চমকিত হয়েছি আপনার হাতের কাঠের অসাধারণ শিল্প দেখে আমি চমকিত হয়েছি আপনার অতীতের প্রতি চরম ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ দেখে আমি চমকিত হয়েছি আপনার সাধারনের মধ্যেও এত অসাধারণ থাকতে দেখে । আমার জীবনের অসম্ভব প্রিয় একজন অভিনেতা আপনি। অনেক অনেক অনেক শ্রদ্ধা রইল 👍
কত সুন্দর করে নিজের জীবনকে তুলে ধরেন একজন অভিনে,যতো গুলো তারকাদের বাড়ি দেখেছি সব বাড়ি গুলো হিজিবিজি আর কথা গুলো অন্য রকম, আর ভাইয়ার বাড়িটা অতি সাধারণ দেখতে অসাধারণ
আসলে একজন খাঁটি বাঙালী আপনাকে বলাই যায় কেননা আপনার কথাগুলো খুবই সুন্দর সাবলীল এবং সচ্ছ বাংলা ভাষা ব্যবহার করেছেন।আসলে আপনার প্রশংসা করার ভাষা খুজে পাই না।
মানুষ কত সাবলীল ও সহজ হতে পারেন, বা হওয়া উচিত, চঞ্চল চৌধুরী কে দেখে শেখা উচিত। সত্যি উনি অসাধারণ। খুব ভালো অভিনেতার সঙ্গে সঙ্গে উনি খুব উচু দরের মানুষ।
How grateful he is as a person ✨ probably it's the reason why he came so far away from where he started. He literally collected all those photos of his relatives who helped him at some point to reach here ❤️ you are a gem, Chanchal sir ✨
Mughdho hoye katha gulo sunchhilam...sotti..ajkal keu sikar k mone rakhte chay na..valo moner manus na hole kono dikei unnoti kara jay na..uni tar prokristo udaharon...kolkata theke apanr guno mugdho..❤
কি সুন্দর করে কথা বলে! কত সহজ সরল স্বীকারোক্তি।! আজকালকার চাকচিক্যময় জিনিসপত্র এ ঘরে না থাকলেও এ ঘরে প্রাণ আছে যা সেইঘর গুলোয় নেই।একটু আগে বাকীদের ঘরগুলো দেখে আমার মনে হচ্ছিলো আমার বাসাটাও customize করা উচিৎ,কিন্তু এই ভিডিও দেখে আমার ভুল ভেঙে গেছে।ভালই তো আছি!আমার ঘরের প্রতিটি জিনিসে আমার মার,আমার দাদীর হাতের ছোয়া আছে,একটা সোফায় হাত দিলে,কিংবা স্টিলের আলমারি খুললে আমার ছোটবেলার কথা মনে পড়ে। এ শান্তি আমি কখনো অন্য কিছুতে পাবো না।আমার সেকেলে বাড়ীই ভাল❤️.
কত সুন্দর করে অকপটে নিজের ফেলে আসা দিনের দারিদ্র্যতার কথা বললেন! মাটির মানুষ না হলে এমন সহজ সরল স্বীকারোক্তি কজন দিতে পারে! খুব পছন্দের একজন গুণী শিল্পি উনি। আজ ভালো লাগাটা আরো বেড়ে গেলো! ❤️
আমি কলকাতায় থাকি। আপনার অভিনয় ভীষণ পছন্দ করি । আপনার এই অকপট স্বীকারক্তি আমার দারুণ লেগেছে। ভালো থাকবেন ।
Amr fvrt utuber apu je😍
Ore apu re.
i love u
Any kind of weakness such example as poverty, broken family etc - Those people can share And suggest to recover if anyone felt to get guide, who go through the deep of those barriers, definitely the person will get success without having Ajaira notun taka walA VAB. But until u fixed a goal - success will never come. So dream big, you'll definitely reach either today or tomorrow but could be failed and destroyed if the intention and faith doesn't sync properly. I'm sure because I achieved
টিনের চাল,খরের বেড়ার বাড়ি... কি সুন্দর সহজ স্বীকারোক্তী! 😍😍
বিলাসিতা তেমন না থাকলেও প্রাণ আছে ❤
কথাটা শুনে অনেক ভালো লেগেছে😍😍
@@rozasheikh1079 তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
বাড়িটা দেখে একজন শিক্ষিত রুচি সম্পন্ন মানুষের বাড়ি বলে মনে হয়। আমার তো এরকম একটা বাড়িতে থাকতে খুব ইচ্ছে করছে!
চঞ্চল চৌধুরী একজন জাত শিল্পী! কেমন সহজ, সুন্দর, সাবলীল। কোন কপটতা নেই,, আমাদের দেশে এমন গুণী শিল্পীর বড় বেশি অভাব...
আপনার আত্মীয় স্বজনদের ঘরের দেয়ালে স্থান দেয়াটা একটা অসাধারণ আইডিয়া, কৃতজ্ঞতা স্বীকারের অসামান্য নজির। আপনার জন্য শ্রদ্ধা আরো বহুগুণে বেড়ে গেলো।
তারার বাড়ির বেস্ট এপিসোড এটা... চঞ্চল চৌধুরীর সাবলিল সীকারক্তি আর সরলতার মাঝে সব তারকাদের বিলাসবহুল ঘর আর গ্ল্যামকে হার মানিয়ে দিলো... শুভ কামনা প্রীয় তারকা.. ❤❤
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
স্যার আপনার এক ভারতীয় শুভাকাঙ্ক্ষী ।আপনার বাড়িটি দেখে বাড়ি মন ভরে গেল ।
আপনার বয়স টা কোন ভাবে বেধে রাখা যায় না ।আপনার কাজের মধ্যে দিয়ে এভাবে আমার চিরদিন আপনাকে পেতে চাই ।কিছু চরিত্রের অভিনয় আপনার জন্যে সৃষ্টি হয়েছে ।যা আমাদের মনে দাগ কেটে আছে ।
আপনি ভারতের ও অনেক জনপ্রিয় ।আপনার সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবন কামনা করি ।
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
এতদিন উনাকে ভালো লাগতো শুধু অভিনেতা হিসেবে কিন্তু আজ বুঝলাম উনি মানুষ হিসেবেই অসাধারন
👌👌👌
Ekmot..
সত্যিই সবচেয়ে ভালো লাগলো এই বাসাটি। যদিও অন্যান্য দের মতো ওতো বিলাসবহুল নয়।কিন্তু তার কথা এবং কাজে একটা প্রান আছে এ বাসায়।যা অন্যান্যদের বাসায় নেই।সবার বাসাগুলো কেমন জানি প্রান ছাড়া লাগে।
Akmot
ট্যালেন্টেড মানুষরা সাধারণ জীবন যাপন করেন।
Right.... I Agry With You
মাশাল্লাহ যতটুকুন দেখলাম এবং শুনলাম খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল সাথে সাথে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করবেন যদি মুসলমান হয়ে থাকেন।
abul kalam azad madani, ami namaj 5 octto pori. Toba ai video ta onno type r. akhana sodo onar boro monmanosikotha r bisoy ti bolasi ja namaj r sata somporkito noi.namaj to abossok onno bisoy ja ai sammnno kiso video r satha jai na.
চঞ্চল স্যার শুধু অভিনয় শিল্পী নন,উনি একজন নিখুঁত চারুশিল্পীও বটে।ওনার হোম ট্যুর না দেখলে সেটা বোঝাই যেতনা।স্যারকে আমার প্রণাম জানাই।🙏ভারতীয় ভক্ত।
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
আগ্রহ নিয়ে বাড়ীটা দেখতে বসেছিলাম কিন্তু এত্ত বিনয়ী সহজ সরল মানুষটাকে চিনতে পারলাম!! ভাল লাগায় মন ছুঁয়ে গেল!!
আর এতসুন্দর শান্তির নীড় আমি মনে করি রাজ-প্রসাদেও সেই সুখ নেই!!! আপনাদের জন্য রইল নিরন্তর শুভকামনা
দেখে মনটা ভরে গেল। একজন মানুষ সব দিক থেকে কতটা পরিপূর্ণ তা চঞ্চল চৌধুরী কে দেখলে বুঝা যায়, যে তার শিকড়কে আঁকড়ে ধরে থাকতে জানে।
আমার নাড়ীর টান বাংলাদেশ হলেও আমি ভারতীয়। আমি অবশ্য ভারত - বাংলাদেশকে আলাদা করে ভাবতেই পারিনা। আপনার মত মানসিকতা সম্পন্ন মানুষ যেন দুই বাংলার ঘরে ঘরে জন্মায়। প্রণাম জানাই আপনাকে। প্রকৃত গৃহের সন্ধান আপনি দিলেন। অনবদ্য কন্ঠ আপনার। ভারতীয় চলচ্চিত্র দর্শক আপনার মত প্রতিভাবান অভিনেতাকে স্বাগত জানায়।
বাকী সবার বাসায় হিজি বিজি, অদরকারি অনেক গুলো জিনিস দেখলাম!
একমাত্র উনার বাড়িতেই অন্যরকম! লিজেন্ড! লিজেন্ড এই😍😍
একটু তাহসান খানের বাড়িটা দেখে আসবেন
এসেছিলাম বাড়ি দেখতে... কিন্তু দেখলাম আসলে আসল মানুষটাকে...
একদম
বাড়িটা দেখে একজন শিক্ষিত রুচি সম্পন্ন মানুষের বাড়ি বলে মনে হয়। আমার তো এরকম একটা বাড়িতে থাকতে খুব ইচ্ছে করছে!
"জীবনের জন্য যতটা প্রয়োজন, ততটাই যথেষ্ট"
ভীষণ পছন্দের একটা মানুষ ইনি 💜💜
এর আগে যতোগুলো তারার বাড়ির দেখেছি,তারভিতর এটাই বেস্ট! মন থেকে আপনার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা,
প্রার্থনা করি আপনার মতো আপনার ছেলেটাও ভালো মানুষ হোক!!
No doubt. Asadharon akjon manush
@@SD-chem ঠিক বলেছেন দাদা!
@@rupamajumder9623 Ami India thekeo onar onek natok dekhichi
যে মানুষ এর ঘর নেই সে মানুষের ঘরের প্রতি কোনো দায়িত্বও নেই.........তাই জিবন যেহেতু একটি দায়িত্ব পুর্ণ প্ররিক্রমা,সেহেতু জিবনের জন্য ঘর প্রয়োজন...(অসাধারণ ছিলো) 👉❤👈
Great.
Right
একজন অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক,একজন ভালো মানুষ ❤
চঞ্চল চৌধুরী স্যার এর জন্য অনেক শুভ কামনা রইলো।
চঞ্চল চৌধুরী, আপনি নিশ্চই জানেন সাধারণ থাকতে পারা কত বড় অসাধারণ একটি গুণ! আপনার মধ্যে এতটুকুও খামতি নেই এর!
আপনি শুধু একজন একজন চমৎকার অভিনেতাই নয়, একজন অসাধারণ মানুষ ও! ❤️
এই পর্যন্ত যতগুলো পর্ব দেখলাম আমার কাছে এটাই বেস্ট এপিসোড। সামনেও এর থেকে বেস্ট এপিসোড আসবে না। শুভ কামনা চঞ্চল ভাই, আপনার মত মানুষরাই সুখী হয়ে থাকে জীবনে।
এ বাড়িতে বিলাসিতা নেই কিন্তু কোথাও যেন প্রাণ আছে..সাধারণ কিন্তু কোথাও যেন শিকড়ের ছোঁয়া 😍
কিছুই বলার নাই..
শুধুই মুগ্ধতা..
সাধারনে অসাধারন মুগ্ধতা,..
আমি তারার বাড়ি দেখতাম আসলে মানুষের সৌখিনতা দেখার জন্যই,কিন্তু আজকে কেন যেন আপনার কথাতেই থেমে গেলাম! একদম শেষে আপনি যখন বললেন তখনি মনে পড়লো আরে আমি তো বাড়িই দেখলাম না।চমৎকার ব্যাক্তিত্বের মানুষের বাড়তি কোন চাকচিক্যের প্রয়োজন হয় না।
Absolutely right
সত্যিই বলেছেন
হুম।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর অভিনেতা। কি সহজ সরল জীবন তার🤩
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
অসাধারণ,,, সবথেকে ভালো লাগলো আপনার ছোট ঠাকুরের আসন।। টেবিলের উপর ছোট তিনটা দেবতার ছবি❤️।। আসলেই এটা একটা শান্তির নীড়❣️ এটা তারকার বাসা নয়,,এটা সাধারণ মানুষের শান্তির নীড়।। তারকারা আবার ঠাকুর ঘর রাখে না।। বাসা টা কে কিভাবে Expensive Home বলা যায় সে চিন্তায় থাকে কিন্তু আপনি সবার থেকে আলাদা।। জীবনের জন্য যতটুকু দরকার ততটুকুই রেখেছেন।। এক কথায় অসাধারণ
চঞ্চল চৌধুরীর কাছে এমন সহজ স্বাভাবিক জীবন আচরণই আশা করেছিলাম।সহজ আলাপন কিন্তু গভীর,ভাল লেগেছে।এত ব্যস্ত অভিনেতা তার সামর্থ্য খুব কম আমার মনে হয়না কিন্তু স্বভাবের মতই আতিশয্য কম,দেখানোপনা নেই।
অন্যরা সবাই যখন home দিয়ে শুরু করল মানি বাড়ির কি সেইটা বুজাতে গিয়ে হোম শব্দ দিয়ে শুরু করল সেইখানে চঞ্চল দাদা বাড়ি বলে শুরু করল এইটাও ভাল লাগার ব্যাপার।
আর উনার বাড়িতে হয়ত অনেক বেশি দামি কিছু নেই দামি বলতে আমরা যা বুজি আর কি।
তবে যা আছে তা দামি নয় কিন্তু মূল্যবান সুন্দর সাবলীল অনেকটাই জীবন্ত।দাদার কথা গান অনেক বেশি সুন্দর স্বাভাবিক বুজায় যায় না অনেক বড় অভিনেতা অনেক বড় তারা।
দাদা ভাল লাগল
চঞ্চল চৌধুরী একজন ট্যালেন্টেড অভিনেতা💕
অনেক ভালো একজন মানুষও বটে
Right
অসাধারণ লেগেছে উনার প্রতিটি কথা।নেই কোনো অহংকার, নেই বিলাসিতা চমৎকার লেগেছে চঞ্চল ভাইয়ের অভিপ্রকাশ 💝 উনি একজন সত্যিকারের ভালো মানুষ।
সাদামাটা একটি বাড়ি। নামি দামি অভিজ্যাতের ছোঁয়া নেই। দেখে খুব ভালো লাগলো। আসলেই চঞ্চল চৌধুরী একজন মাটির মানুষ
একরাশ মুগ্ধতা নিয়ে কথাগুলো শুনছিলাম..সহজ সাবলিল জীবনযাপন এমনই হওয়া উচিৎ আমাদের সকলের।
তারার বাড়ির এই এপিসোড টা সবচাইতে বেশি ভালো লাগছে৷ মনে হলো বাড়ির ভেতর প্রাণ আর প্রাচূরযে ভরা।
Chaity Saha Ha thik❤🍃
এমন বাবা তো সব সন্তানের জন্য দরকার 😍😍😍😍.......
এতোদিন ধরে এই মানুষটার শান্তির নীড় দেখার অপেক্ষায় ছিলাম।ভীষণ প্রিয় একজন মানুষ এবং প্রিয় অভিনেতা। সেই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এতো সহজ, সাবলীল ভাবে বলা চঞ্চল চৌধুরীর দ্বারাই সম্ভব। পরিবার কি এবং তার ব্যাপকতা কতটা হতে পারে এটা জানার জন্য একবার হলেও এই মানুষটার কথাগুলো শোনা উচিত। টোটাল বাড়ি টাই সুন্দর কিন্তু তারপর ও বেশি ভালো লাগলো মন্দির টা দেখে ❤️❤️
প্রার্থনা করি বরাবর আপনি এমন মাটির মানুষ হয়ে থাকেন, শিকড়কে আকরে ধরে। আমরা সত্যি ই গর্বিত যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে ❤️❤️❤️❤️
কত অনুভূতি সম্পন্ন মানুষ। এনারাই প্রকৃত শিল্পি।আপনার জন্য অনেক ভালোবাসা। ভবিষ্যতে যারা চলচিত্র জগতে আসবে তাদের ঘরে যেন আপনার ছবি থাকে।বাংলাদেশের চলচিত্র জগতে আপনি হাজার বছর বেচে থাকুন।❣️❣️
তারাবাড়ীতে অনেক অভিনয় শিল্পির বাড়ী দেখছি, তাঁদের সবার থেকে চঞ্চল চৌধূরী অসাধারন..
এজন্যই আপনি চঞ্চল চৌধুরী,সদা হাস্যজ্জল এবং সাদাসিধা ❤❤❤
দাদার বাসাতে সবচেয়ে ভালো লেগেছে উনার তালইমশায়ের ছবি রাখাটা।respect বেরে গেল।তারারা যখন মাটির মানুষদের মনে রাখে তখন খুব ভালো লাগে🙏🏻🙏🏻
আপনি শুধু একজন ভালো অভিনেতা নন,একজন অসাধারণ মানুষও।আপনার প্রতি শ্রদ্ধাটা আরও বেড়ে গেল স্যার।সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।
চঞ্চল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে ভাবার জন্য। সবচেয়ে ভালো লাগলো আপনি মা, বাবা -সহ সমস্ত পরিজনকে নিয়ে বাঁচতে চেয়েছেন এবং পেরেছেন সেই কারণে। আপনি একজন শিল্পী। আমি পশ্চিম বঙ্গের মানুষ। অধ্যাপনা করি একটি বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন।
আমাদের তারার বাড়ি এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ
বেস্ট একটা এপিসোড এইটা!
সহজ, সুন্দর, সাবলীল! কি দারুণ ♥
উফ কি অসাধারণ একজন মানুষ উনি সাধারণ চলাফেরা কত সুন্দর করে কথা বলে কত ভদ্র একজন মানুষ উনার বাসাটা একদম সাধারন আমার খুব ভালো লেগেছে চঞ্চল চৌধুরী অভিনেতা যেমন ভালো মানুষ হিসেবে তার থেকে ভালো
পরিবারের মধ্যে আমরা আজকাল বাবা মাকে ও ধরি না,,,,,,,,কথাটা ভালো লাগলো।
Right 👍👍
অসাধারন কথা, বর্তমান সমাজের বাস্তব চিত্র
এতো সুন্দর করে কথা বলেন যে আমি বার বার উনার ভক্ত হয়ে যাই..... বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী স্যার এবং মোশাররফ করিম স্যার.... স্যালুট আপনাদের❤️
প্রকৃত গুণীদের আলগা চাকচিক্যর প্রয়োজন হয় না। আপনার কথাই আপনার শিক্ষার পরিচয় । খুবই প্রিয় অভিনেতার ঘরের সারল্যটা হৃদয় ছুঁয়ে গেল ।
ভুল করে কিছু গুণী মানুষ এই হতভাগাদের দেশে জন্ম নেয়। যাই হোক উনি যদি বাংলাদেশে না জন্মিয়ে ইন্ডিয়াই বা হলিউডে আমেরিকাতে জন্মাতো তার অভিনয়ের আগুন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেত❤
সহমত
right
Vul kory ae rokom guni manush ra amar apnar hotovaga deshy jonmo niechen se jonnye to Desh proti amader gorbo tao bechy achy😊
O bd ta tai kisu koracha ja india dak vat pabina Tora sob nibi akhan thaka but nam joppi India baper body bd ta taka poysha mon joma rakhis india ta okritoggo
না ভাই, ওনার বাংলাদেশে জন্ম হয়ে খুব ভাল হয়েছে। কারন ভারতে সিনেমার/বিনোদনের নামে যা হয়, বাংলাদেশে জন্মে তার থেকে উনি বিরত থাকতে পেরেছেন।
এই বাসাটাই সিম্পল এবং শান্তিপ্রিয় মনে হচ্ছে। অতিরিক্ত বিলাসবহুল হলে যে, আপসোস হবে সেটা ভূল। তাছাড়া কথায় আছে মনের শান্তিই বড় শান্তি।
সাধারনের মধ্যে অসাধারণ, খুব ভালো লাগলো। নিপাট সহজ স্বীকারোক্তি। ধন্যবাদ।
চঞ্চল চৌধুরী, খুব প্রিয় একজন অভিনেতা, মানুষ, শিল্পী আমার কাছে। আজ আরও জানলাম এই মানুষটার ভেতরের সৌন্দর্য্য। চিন্তার গভীরতায়, সৃজনশীলতায়, সরলতায়, কৃতজ্ঞতাবোধ এ পরিপূর্ণ এক অনন্য মানুষ! ভাল থাকুন সবসময়।
এত গুনীজনরের বাড়ি এত সাধারণ!!!!!
খুবই সাধারন একজন মানুষ আপনি!কোনো চাকচিক্য নাই
আভিজাত্য ব্যাক্তিত্ত্ব😎☺
সবচেয়ে সুন্দর বাসা এটি 😊
বিলাসবহুল না হলেও ভালোবাসাপূর্ন🥰
I felt his home..as if its my home.. Genuineness and simplicity make a perfect home.. Because this is the only place where you can be all yourself..!!! You dont need to pretend to be someone else!! ভালো থাকতে চাইলে ভালো মানের বাসা না.. ভালোবাসাই যথেষ্ট।
গুনি মানুষের গুনি কথা,, এই এপিসোডে সবচেয়ে দামী কথা বললেন,, অবিরাম ভালোবাসা রইলো।তারার বাড়ি পরিপূর্ণ।
ঘরের সংজ্ঞা যে ভাবে তিনি দিলেন তাতে বোঝা যায় তিনি কতটা দায়িত্বপূর্ণ মানুষ। ধন্যবাদ sir, দায়িত্বকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য।
যেমনি সাবলীল চঞ্চল চৌধুরী নিজে তেমনি সাবলীল তার ঘর, তার অভিব্যক্তি। অন্যান্য তারকাদের বাড়ির চাইতে নিসন্দেহে চঞ্চল চৌধুরী ঘরে আছে সত্যিকারের জীবনের ছোঁয়া। অসাধারণ! 💝
খুব ভালো লাগলো বাসার ছবিগুলোর গল্প। কি বিনয়ী, কি স্পষ্টবাদী.....👌👍❤
একদম সাধারণের মাঝে অসাধারণ দৃশ্যমান - কথায় কোন জড়তা নেই, সাদাসিধা একটা মানুষ 😍😍
অসাধারন লাগলো... শ্রদ্ধা ও ভালবাসা রইল আপনার প্রতি.... আপনার বাড়ি সবচাইতে প্রেমময় আর ভালবাসায় সবচাইতে সমৃদ্ধ...
উনার কথাগুলো এত খাঁটি আর আপন লাগলো। আসলেই সবাই শুধু লোক দেখাতেই ঘর সাজায়, জীবনের জন্য যতটুকু প্রয়োজন সেটাই আসল।😊
কিভাবে এতো সাদামাটা জীবন চারণ করেন, কোনো চাকচিক্যহীন, সহজ সরল সুন্দর একটা সাজ। খুব ভালো লাগলো ❤️
আপনার কণ্ঠ এতো অসাধারণ আপনি গান করেন না কেন?খালি গলায় এতো সুন্দর করে গাইতে পারেন গানটা যে কত সুন্দর লাগল।আর কি সরল স্বীকারোক্তি আপনার❤️❤️।
সরলতা, স্বচ্ছতাই আসলে মানুষকে অসাধারণ করে তোলে উনি তার দৃষ্টান্ত
জাস্ট কথাগুলি শুনেন মন দিয়ে বাসার দিকে নজর পরে দেন। এতো সুন্দর মাধুর্যভরা কথা সত্যিই একজন অসাধারণ মানুষ চঞ্চল চৌধুরী।
সাদামাটা জীবন বলতে পারে অনেকে তবে বাস্তব জীবনে সাদামাটা হতে পারাটা সহজ নয়! You are simply awesome and really classic! 😀 বেস্ট এপিসোড! 💙
আসলে ভালো মনের ব্যক্তিত্ব,সহজ সরল জীবন যাপন,সংস্কৃতি বৈচিত্র্যময় একজন মাটির মানুষ
কী সাবলীল, কী সহজ ভাবে কথা বলেন। কী মার্জিত চঞ্চল বাবুর কথাবার্তা তেমনি সুন্দর গাইলেন। সুরম্য সুরুচি পূর্ণ একটি বাড়ি, কোথাও অতিরিক্ত কিছু নেই। প্রকৃত একজন গুণী মানুষের অযথা চাকচিক্য লাগে না সেটা ওনার এই বাড়ি দেখলে বোঝা যায়। 🙏🏻❤️💐
সাধারণ ভাবে বলছে কিন্তু অসাধারণ হইছে।সেরারা সেরাই থাকে।
অসাধারণ। সত্যিকারের তারকা।এর অাগে অধিকাংশ এপিসোডেই তারা ছিলনা। ছিল"তারা বাতি"।
খুব ভালো লাগলো ।।চঞ্চল দা , আপনার সব অভিনয় মোটামুটি দেখেছি কিন্তু জীবন যাত্রা দেখে আর ও ভালো লাগলো ধন্যবাদ। বালুরঘাট দখিন দিনাজপুর , পশ্চিম বঙ্গ।
Amio dekhchi sekhn thekei...
জীবনে বিলাসিতা নয়, যতটুকু প্রয়োজন তাই নিয়ে জীবনে চলা। খুব ভাল লাগলো।
অসাধারণ। চঞ্চল বাবু, আপনি অসাধারণ। আপনাকে অনেক ভালোবাসা জানাই, কলকাতা থেকে। ভালো থাকুন। শুদ্ধ ভালো থাকুক। ❤️❤️
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
একজন মানুষ এতো ট্যালেন্ট বিনয়ী হয়, তা আপনাকে না দেখলে বুঝতামনা।♥♥♥।
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
Best episode of Tarar Bari. Etota shadharon othocho shob cheye shoilpic...Bonus hishebe Chanchal Chowdhuryr gaan... Aha...oshadharon..
কাঠের কাজ গুলো অসাধারণ ছিলো।
বিশেষ করে সিংহের মূখ।
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
প্রিয় চঞ্চল দাদা, আপনার জীবনটা সাদাসিধা কিন্তু মনটা অনেক রঙিন। আর পৃথিবীকে রাঙাতে আপনার মতো রঙিন মনের মাুনষগুলো প্রয়োজন।
খুব সুন্দর হয়েছে। ইদানীং বাংলাদেশের নাটক আর ওয়েব সিরিজ দেখেদেখে অনেককেই চিনে গেছি। চন্ঞ্চল তো বটেই, আরো কত জন কে যে ভালো লাগে! এনারা জাত শিল্পী...কি অসাধারণ গুনী মানুষ এনারা!
একদিন বাসে বসে আছি..রবীন্দ্র সদনের সামনে, দেখি মোশারফ করিম রাস্তা পার হয়ে সামনে দিয়ে চলে গেলেন। আমি কত চিৎকার করলাম, দাদা গাড়ির আওয়াজে শুনতেও পেলেন না। পরের বার অটোগ্রাফ নিয়ে, তবে ছাড়ব।
অনেক ভালোবাসা, কলকাতা থেকে। 🇮🇳🇧🇩
Chanchal Chowdhury ER barita dekhe khub e Valo laglo.ahamori,borai,Lok dekhanor Moto kisu nai. mone holo, Bangladesh ER middle class manusher ghor vora shukher Bari dekhano hoese.dhonnobad onar barita amader shathe share korar Jonno.
মনে হচ্ছিলো গল্প শুনছিলাম। হঠাৎ করেই যেন গল্পটি শেষ হয়ে গেল। খুবই ভালো লাগলো...
বরাবরই আপনি গুণী অভিনেতা 👍🏻 তারপরেও
জাপান ডাক্তার😍😍😍 বস মানতে বাধ্য হলাম সাকিন সারিসুরি নাটকে জাপান ডাক্তারের চরিত্রে আপনাকে দেখে👌👌পুরাই ফিদা😊
Ami
আমিও দেখেছি। জাপান ডাক্তার চরিত্র আমার কাছে মনে হয়েছে যে আমার দেখা কোন বাস্তব চরিত্র। কারন আমিও গ্রামে বর হয়েছি।
চোখ ছলছল করে মা.. অসাধারণ গেয়েছেন ভূপেন হাজারিকার গান। মুগ্ধতায় ভরিয়ে দিলেন আপনি অনন্য প্রতিভার অধিকারী। গ্রামের বাড়ি আসলেই আসল বাড়ি। এখানে ইটপাথরের বাড়ি আর একাকিত্ব হাঁপিয়ে ওঠে মন।অনেক মানুষের ভীড় ভীষন মিস করি।ভালো থাকুন সাবধানে থাকুন আমার অন্তর্দাহের নায়ক অপু।
আমি চমকিত হয়েছি আপনার হাতের কাঠের অসাধারণ শিল্প দেখে আমি চমকিত হয়েছি আপনার অতীতের প্রতি চরম ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ দেখে আমি চমকিত হয়েছি আপনার সাধারনের মধ্যেও এত অসাধারণ থাকতে দেখে । আমার জীবনের অসম্ভব প্রিয় একজন অভিনেতা আপনি। অনেক অনেক অনেক শ্রদ্ধা রইল 👍
Best Episode so far ❤ ❤ He is literally one of the most talented Artists of Bangladesh.
Thanks for watching this episode.
ভালোবাসায় পরিপূর্ণ সাধারনের মাঝে অসাধারণ ঘর টি।।।
চঞ্চল চৌধুরী এর ব্যক্তিত্ব এক কথায় নৈসর্গিক ❤❤❤
অসাধারণ একজন ব্যাক্তিত্ব। লাইক দিয়েও মন ভরলো না। কমেন্ট করে ফেললাম। আপনি বেঁচে থাকুন যুগ যুগ ধরে, এই দোয়া করি।
অসাধারণ গুণী একজন অভিনেতা। কিন্তু তার ব্যক্তিত্ব তার অভিনয় গুণের থেকে অনেক অনেক বেশি। কত সাবলীলভাবে সবকিছু বলে গেলেন! শুভকামনা রইলো প্রিয় অভিনেতা।
কত সুন্দর করে নিজের জীবনকে তুলে ধরেন একজন অভিনে,যতো গুলো তারকাদের বাড়ি দেখেছি সব বাড়ি গুলো হিজিবিজি আর কথা গুলো অন্য রকম, আর ভাইয়ার বাড়িটা অতি সাধারণ দেখতে অসাধারণ
আসলে একজন খাঁটি বাঙালী আপনাকে বলাই যায় কেননা আপনার কথাগুলো খুবই সুন্দর সাবলীল এবং সচ্ছ বাংলা ভাষা ব্যবহার করেছেন।আসলে আপনার প্রশংসা করার ভাষা খুজে পাই না।
বাহ! ওনার উচ্চ মানুষিকতার ভক্ত হয়ে গেলাম!
Most versatile actor of Bangladesh....
Unar ghorta jmn sundor temni unar mon tao....love and respect from India ❤️🙏
মানুষ কত সাবলীল ও সহজ হতে পারেন, বা হওয়া উচিত, চঞ্চল চৌধুরী কে দেখে শেখা উচিত। সত্যি উনি অসাধারণ। খুব ভালো অভিনেতার সঙ্গে সঙ্গে উনি খুব উচু দরের মানুষ।
প্রত্যেকটা কথায় আমি নিজে অনেক কিছু শিখলাম,,মন ছুঁয়ে গেছে প্রতি লাইনে।
অসাধারণ মানুষ, চিন্তাধারা ও অসাধারণ। ❤️
How grateful he is as a person ✨ probably it's the reason why he came so far away from where he started. He literally collected all those photos of his relatives who helped him at some point to reach here ❤️ you are a gem, Chanchal sir ✨
অনেক ভালো লাগলো। অহেতুক লৌকিকতার বাইরে প্রিয় মানুষদের সাথে । ঘর হয় মানুষ এর সাথে কোটি টাকার ইন্টেরিয়র এর সাথে না।
এতো টা ভালো লাগলো কি সুন্দর করে সত্যি কথা গুলো বললো,
Mughdho hoye katha gulo sunchhilam...sotti..ajkal keu sikar k mone rakhte chay na..valo moner manus na hole kono dikei unnoti kara jay na..uni tar prokristo udaharon...kolkata theke apanr guno mugdho..❤
সত্যিই সাদাসিধা, আমার দেখা কোনো তারকার বাসা এতটাই সাদাসিধা। অসাধারণ!!
চঞ্চল ভাইয়া♥
অাপনার কথায় মুগ্ধতা ছড়িয়াছেন ♥
ছোটবেলা থেকেই খুবই প্রিয় অাপনি♥
কি অসাধারণ সিকারুক্তি♥
আপনার মত সবাই যদি স্মৃতিদেরকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে তাহলে সে মহানন্দে থাকবে।
গানটা শুনে কান্না চলে আসলো। আহ! কি মায়া ওই কন্ঠে 😍😍😍
দাদা আপনার মতো হওয়াটা খুবই কঠিন। কারণ হচ্ছে, এরকম হওয়া একজন মহৎ ব্যক্তিত্ব যেটা অসম্ভব অনেক খেতরে। ❤ From 🇮🇳
কি সুন্দর করে কথা বলে! কত সহজ সরল স্বীকারোক্তি।! আজকালকার চাকচিক্যময় জিনিসপত্র এ ঘরে না থাকলেও এ ঘরে প্রাণ আছে যা সেইঘর গুলোয় নেই।একটু আগে বাকীদের ঘরগুলো দেখে আমার মনে হচ্ছিলো আমার বাসাটাও customize করা উচিৎ,কিন্তু এই ভিডিও দেখে আমার ভুল ভেঙে গেছে।ভালই তো আছি!আমার ঘরের প্রতিটি জিনিসে আমার মার,আমার দাদীর হাতের ছোয়া আছে,একটা সোফায় হাত দিলে,কিংবা স্টিলের আলমারি খুললে আমার ছোটবেলার কথা মনে পড়ে। এ শান্তি আমি কখনো অন্য কিছুতে পাবো না।আমার সেকেলে বাড়ীই ভাল❤️.