এটাই আমাদের বাংলাদেশ। প্রশান্তময় সবুজ গাছগাছালির ছায়া আরো প্রশান্ত করে মসজিদ প্রাঙ্গণ থেকে ভেসে আসা মহান আল্লাহর নামের আজান। আমার জীবন কোরবান হোক আমার মাতৃভূমি, আমার জাতি এবং ন্যায়-ইনাসাফ সমৃদ্ধ সেই মহান জীবন ব্যবস্থার জন্য।
এটাই আমাদের বাংলাদেশ। প্রশান্তময় সবুজ গাছগাছালির ছায়া আরো প্রশান্ত করে মসজিদ প্রাঙ্গণ থেকে ভেসে আসা মহান আল্লাহর নামের আজান। আমার জীবন কোরবান হোক আমার মাতৃভূমি, আমার জাতি এবং ন্যায়-ইনাসাফ সমৃদ্ধ সেই মহান জীবন ব্যবস্থার জন্য।
মনোমুগ্ধকর একটি নির ভেজাল গ্রাম গ্রামের মানুষ গুলু খুব অহমায়িক, তবে সব থেকে শু মধুর ছিলো আল্লাহর কালাম আজান মাশা আল্লাহ!আল্লাহ যেনো সবাই কে হেফাজত করেন আমীন।
জানিনা কবে আসবো নিজের জন্মভূমিতে..😢😢 সবুজ সোনালি দৃশ্য কবে দেখতে পাব .. এমন দেশটি পাবে না গো কোথাও খুঁজে তুমি..সকল দেশের সেরা আমার জন্মভূমি... সে যে আমার জন্মভূমি.. ❤❤বাংলাদেশ
বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ এই দশ পরিবারকে সরকারী খাস জমিতে তাদের বসোবাস করার সুযোগ করে দিয়ে-শিক্ষা,খাদ্য,বিদুৎ সব ধরনের নাগরিক সুবিধা প্রধান করা হউক।
গ্রাম এখন আগের গ্রাম নেই।তারপরে ও এ-ই গ্রামটি অন্যান্য গ্রাম থেকে আলাদা থাকার কারণে অনেক শান্তিতে আছে। এ-ই গ্রামে একটি প্রাইমারী স্কুল ও একটি মাদ্রাসা একান্ত প্রয়োজন।
এই গ্রামটিকে বাচিয়ে রাখতে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কামনা করছি। পাশাপাশি গ্রামের শেষ মাটি টুকু যাতে পানিতে ভেসে না যায় সেই পদক্ষেপও যাতে জেলা প্রশাসন নেয় তা আহবান করছি। কারন এই গ্রাম আমাদের দেশের সম্পদ ও কিছু মানুষের জীবন।
এতো সুন্দর একটা প্রতিবেদন। আমার মন ছুঁয়ে গেছে। এত কষ্টের মাঝেও তারা সুখে শান্তিতে বাস করছে। আল্লাহ অল্পতেই তাদের সুখে রেখেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সাথে আমাদের সমাজে যারা তাদের সাহায্য করতে পারেন তাদেরও। দেখুন আমার তেমন কিছু নেই যে তাদের সাহায্য করার। কেউ যদি পারে তাদের জন্য সৌর বিদ্যুৎ এর ব্যাবস্থা করে দেন।
প্রতিবেদন টি দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে মনে হচ্ছে শহরের এই কোলাহল ছেড়ে ওই গ্রামে গিয়ে বসবাস করি।দিন শেষে স্নিগ্ধ বাতাস এবং পানির মনোমুগ্ধকর কলকল সেই আওয়াজে অন্তত শান্তির ঘুম হবে।যেই ঘুমে থাকবেনা কোনো দুঃস্বপ্ন।
সরকারের উচিত এমন কষ্টে থাকা গ্রাম গুলি তালিকাভুক্ত কোরে এদের আর্থিক সহায়তা ও শিক্ষার ব্যবস্থা কোরে দেয়া এবং এদের জিবনের জুকি থেকে বাচানো। এরাও আমাদের দেশের নাগরিক এদের ও ভালো ভাবে বাচার অধিকার আছে।
আমাদের কাছে সুন্দর লাগলেও ওনারা বুঝছেন জীবনের মানে কী। তারা অল্পতেই আবার অনেক খুশি। এটাই জীবণ এত অল্পতেই খুশি থাকতে পারে। এত ছোট্ট গ্রামে এত সুন্দর মসজিদ টা বেশ ভালো লাগলো। আযানের সুরটা বড়ই সুমধুর। চ্যানেল 24 কে ধন্যবাদ এত সুন্দর প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
*আপনারা এগুলা আবিষ্কার করেন আর এই দেশের সব দায়িত্বহীন,অসচেতন মানুষ রা দলে দলে গিয়ে চিপস এর প্যাকেট,প্লাস্টিক এর বোতল,ময়লা আবর্জনা ফেলে পরিবেশ কে আরো অনেক সুন্দর করে তুলুক।কে কে একমত লাইক দিয়ে সাড়া দাও।*
Govt/NGO programme must cover this village for 1. one central solar energy system, 2. one tube -well, 3. sanitary latrine for each family and 4. soft microcredit. Kind attention of the concd. Authority is drawn.
ইটনা থানা, কিশোরগঞ্জ জেলা আমি ও এই জেলার মানুষ ধন্যবাদ ভাই আপনাকে। আমরা ও তিন প্রবাসী বন্দু যাদের ভিটেমাটি নেই,অসহায়, গরিব রিকশাচালক ভাইদের জন্য হসপিটাল বানাবো ইনশাল্লাহ তখন তাদের কে চিকিৎসার আওতাধীন নিয়ে আসবো এখনো আমাদের হসপিটাল এর কাজ শুরু করতে পারিনি করোনার কারনে তবে আল্লাহ যদি চাই দু,চার মাসের ভিতরে শুরু করতে পারবো আমরা আপনার মতো মানুষদের পরামর্শ ও সহযোগিতা চাই। লোকেশ :-চারিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ।
যে গ্রাম থেকে ছেড়ে গেছে ( উদিয়ারপাড়) সে গ্রামের মানুষ আমি। এরা সবাই আমাদের আত্মীয় সজন। এদের একটা সমস্যা হলো আর্সেনিক মুক্ত টিউবওয়েল, আরেকটা সমস্যা মসজিদ এর উন্নয়ন। শুক্রবারে এরা আমাদের গ্রামে এসে নামাজ পড়ে। যাইহোক আপনি যদি কিছু সাহায্য করতে চান করতে পারেন। ঠিকানা: গ্রামঃ ইসলামপুর উদিয়ারপাড় উপজেলা : ইটনা জেলা: কিশোরগঞ্জ
একজন রিপোর্টার যখন এই রকম খবর আমাদের মাঝে তুলে ধরে এটা অনেক আনন্দের, ধন্যবাদ ভাই আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোর কে,
tx
ভাই অাপনি তো অানোনদ পায়লেন কিনতু তারা তো কস্টে অাছে
th-cam.com/video/JigAoqNbXaU/w-d-xo.html&feature=share ভিডিওটা দেখুন ভালো লাগবে funny video
@@SalimKhan-fg5vi Vai onarai bolce Tara Santi te ace..sobai to apnar Moto modern na..ashol sukh to normal people e pai
ছেলে-ছেলে ঝগড়া লাগলে
বের হয় রক্ত,,,,
আর মেয়ে-মেয়ে ঝগড়া লাগলে
বের হয় গোপন তথ্য !!💕💕
আজান শুনে চোখে পানি চলে আসলো, মাশাল্লাহ সুখে থাকুক সবাই
এ আজান আমাদের হুজুরের আজান
ইসলাম পুরে আমার বাড়ি
সব থেকে খুসির খবর এই কয়টা পরিবারের মাঝেও সেখানে একটা মসজিদ আছে। আমার আল্লাহর ঘর।। মাসা আল্লাহ। অনেক খুসি হলাম।।
এ আজান আমাদের হুজুরের আজান
ইসলাম পুরে আমার বাড়ি
আহ্,আযানের চেয়ে সুমধুর আওয়াজ আর কি হতে পারে ,অসাধারণ যাইগা
And some Feraun try stop Adhan in Bangladesh.
এটাই আমাদের বাংলাদেশ। প্রশান্তময় সবুজ গাছগাছালির ছায়া আরো প্রশান্ত করে মসজিদ প্রাঙ্গণ থেকে ভেসে আসা মহান আল্লাহর নামের আজান। আমার জীবন কোরবান হোক আমার মাতৃভূমি, আমার জাতি এবং ন্যায়-ইনাসাফ সমৃদ্ধ সেই মহান জীবন ব্যবস্থার জন্য।
@@khalilurkhan1699 my dear brother, Adhan will never stop in our motherland, insha Allah.
আমার মনটা ভরে গেছে সেই গ্রামের বাড়িতে আজানের শব্দ শুনে।
আমারও ভাই 💖
Right vai
Amr o
@@aminmd314 oo uppo
L
আমি এই গ্রামের মসজিদে যাবো নামাজ পড়তে । ইনশাল্লাহ--
তাদের দেখে মনটা খুশিতে ভরে গেল, তারা আসলেই শান্তি তে আছেন
প্রশ্নোত্তর পর্ব= ৩ ==================th-cam.com/video/e8j21hFtQ6g/w-d-xo.html
ভাবতে আনন্দ লাগছে ,এই খানেও একটি জান্নাত স্বরূপ মসজিদ আছে।❤️
সামান্য কিছু নিয়ে খুশী থাকা মানুষগুলো চিরসুখী।
Right
tx
Hi
প্রশ্নোত্তর পর্ব= ৩ ==================th-cam.com/video/e8j21hFtQ6g/w-d-xo.html
hm
আলহামদুলিল্লাহ্ আযান শুনে প্রাঁণ জুড়ায় গেল
আজানে শব্দটা যেন অমৃতের মতো মনে হলো। 😍😍😍😍😍
অনেক সুন্দর গ্রাম, অথচ মহিলার কোন শুকরিয়া নাই।
পড়ালেখা কইরা কি হইবো? পড়ালেখার কষ্টে বাঁচেনা।
এই এলাকায় ঘুরতে যেতে চাই।
Amaro Azanta shune onk valo laglo
🥰🥰🥰🥰
এটাই আমাদের বাংলাদেশ। প্রশান্তময় সবুজ গাছগাছালির ছায়া আরো প্রশান্ত করে মসজিদ প্রাঙ্গণ থেকে ভেসে আসা মহান আল্লাহর নামের আজান। আমার জীবন কোরবান হোক আমার মাতৃভূমি, আমার জাতি এবং ন্যায়-ইনাসাফ সমৃদ্ধ সেই মহান জীবন ব্যবস্থার জন্য।
আলহামদুলিল্লাহ
আযান টা শুনে খুব ভালো লাগল।
ছোট্ট গ্রামের ছোট্ট মসজিদ দেখে আমার খোভ ভাল লেগেছে।
আমার ও ভাইয়া
শস্যের চেয়ে টুপি বেশি; ধর্মের আগাছা বেশি!
tx
@@Kamrul_Mu tupi agacha noi. Agacha holo shushil somajer porichoy nia thaka nastik. Jara muslim der shukh dekhte pare na.
রাইট
"মারামারি নাই কাটাকাটি নাই"
কত সুন্দর কথা মুগ্ধ হয়ে গেলাম♥
ভালোবাসা ইসলামপুর গ্রামবাসি।
োোাং
পানির মাঝের এই গ্রামটি এখন বাংলাদেশের ইতিহাস
এইরকম গ্রাম সুনামগঞ্জ টাংগুয়ার হাওরের মাঝেও আছে
প্রশ্নোত্তর পর্ব= ৩ ==================th-cam.com/video/e8j21hFtQ6g/w-d-xo.html
@@nazmulhassan9898
Q
ইতিহাস গুলো যদি বলতেন! "
কিসের ইতিহাস খালিয়াজুড়িতে এই রকম অনেক আছে
মনোমুগ্ধকর একটি নির ভেজাল গ্রাম গ্রামের মানুষ গুলু খুব অহমায়িক, তবে সব থেকে শু মধুর ছিলো আল্লাহর কালাম আজান মাশা আল্লাহ!আল্লাহ যেনো সবাই কে হেফাজত করেন আমীন।
এদের মাঝেই অনন্য রকম এক শান্তি,নাই কোন রাজনৈতিক কোলাহল নাই কোন বিবেদ এরা খাটি ১০০% গ্রামের মানুষ খোব সাধারণ মানুষ🤔
সব কিছু ঐ অাছে ভাই ঐ টা অামার গ্রাম
হে আল্লাহ এই মানুষগুলোকে তুমি সবসময় ভালো রেখো আমিন
জানিনা কবে আসবো নিজের জন্মভূমিতে..😢😢 সবুজ সোনালি দৃশ্য কবে দেখতে পাব .. এমন দেশটি পাবে না গো কোথাও খুঁজে তুমি..সকল দেশের সেরা আমার জন্মভূমি... সে যে আমার জন্মভূমি.. ❤❤বাংলাদেশ
Hor
আমি ও ভাই
th-cam.com/video/DRiNgeDMiKo/w-d-xo.html
কোথায় থাকেন আপনি
@@reshmitakhatun796TH-cam Sarah bdsebu
সব-থেকে ভালো লাগলো সু মধুর আযানের সুর টুকু
আল্লাহ তাদের আজীবন সুখে শান্তিতে রাখুন। আমীন
আমিন
আমিন
আমিন আমিন আমিন
hi
আমিন
আযানের সুরটা যেন মন ছুয়ে গেল।
আহা!
আজানের ধ্বনি ♥🤗
এটা আমার গ্রাম, এখানে আমি বড় হয়েছি, যখন আমি লিখছি তখন আমি এ গ্রামে বসে আছি।
Good
Nice your village bro...😍😍😍
You're true fighter bro
ভাই যদি তোমরা নিজ ধর্মের উপর অটল থাক তা হলে তোমরা জান্নাতি মানুষ হয়ে যাবে কারন যামানার ফিতনা থেকে তোমরা আনেক দূরে আছ।
গ্রামে পড়াশুনার কি অবস্থা? মনে হচ্ছে শিশুদের সংখ্যা অনেক বেশী। এদের নিয়ে কি কেউ কাজ করতেছে?
আমাদের কিশোরগঞ্জে যে এতো সুন্দর একটা গ্রাম আছে জানতামই না.! এবার গ্রামে গেলে যাবো ওখানে ইনশাআল্লাহ
আল্লাহু আকবার।
আযান টা শুনে প্রাণ টা জুড়ায়ে গেলো...
আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মহান
ধর্ম টেনে আনতেই হবে।
এটা আমাদের এলাকা, অনেক ভালোবাসি নিজের গ্রামকে। নাই কোন হিংসা নাই কোন রাজনীতি।
Can you give me your imo number
আমি ও এই জেলার লোক কিটিয়াদি থানার আমি আপনাদের জন্য কি করতে পারি ভাই বলবেন।
এখানে যেতে চাইলে
কিভাবে যাওয়া যাবে ?
আমি জাবো ভাই
Vai apnader alakay jabo ki vabe jabo janaben pls Dhaka theke
আমার কাছে আযানের শুরটা
অনেক ভালো লাগছে দন্যবাদ
সবাই কে সবাই ভালো থাকবেন
দোয়া করি ও আশা করি কুয়েত থেকে আমি,
প্রথম আমার সালাম নিবেন
কামাল ভাই ভাল আছেন
ভাই আমার ইমু নাম্বার এটা 01862174576
আলাইকুম সালাম
ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ
আপনার বাড়ি কোথায়
অামি গর্বিত "কিশোরগঞ্জ সদর
আপনি গর্বে গর্ববতী না হয়ে ওদের শিক্ষার চাহিদা পুরণ করুন।
@Unknown knowledge Facts 01310255813
এখানে যেতে চাইলে
কিভাবে যেতে হবে ?
Sem
তাদের কথা শুনলে মনে হয়, পৃথিবীতে তাদের মতো সুখী আর কেউ নেই...
একদম
মারসাললা খুব সুন্দর লাগছে আল্লা তুমি সবাইকে হেফাজত করো আমিন
Ameen
""""যেখানে আজানে দ্বনী আছে সেখানে সুখের ছায়া আছে""দোয়া করি আপনাদের জন্য"
অনেক ভাল আছেন আপনারা।
এই সভ্য নামের অসভ্য সমাজ থেকে দুরে থেকে।
আমাদের কিশোরগঞ্জ,
ভালোবাসার জন্মভূমি 😍
সেলুট এমন মেহনতী মানুষদের
পৃথিবীর একমাত্র সুমধুর শব্দ আজান
আহা প্রাণ জুড়িয়ে যায়
অসংখ্য অজস্র ধন্যবাদ চ্যানেল 24 এর প্রতিবেদককে এমন একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য।
এই প্রতিবেদনটি ইতিহাস হয়ে থাকবে।
কতো সুন্দর আমাদের এই দেশটা কতো বৈচিত্র সুবহানাল্লাহ। 🥰😍
এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবার ব্যাপার আছে একটু ভেবে দেখলেই বুঝা যায় আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুখে রেখেছে।
ঠিক বলেছেন ভাই
ঠিক ভাই Alhumdulliah for everything
অসাধারণ একটা প্রতিবেদন। যা দেখে গ্রামের প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ।
আমাদের কিশোরগঞ্জ ❤❤❤✌✌
বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ এই দশ পরিবারকে সরকারী খাস জমিতে তাদের বসোবাস করার সুযোগ করে দিয়ে-শিক্ষা,খাদ্য,বিদুৎ সব ধরনের নাগরিক সুবিধা প্রধান করা হউক।
গ্রাম এখন আগের গ্রাম নেই।তারপরে ও এ-ই গ্রামটি অন্যান্য গ্রাম থেকে আলাদা থাকার কারণে অনেক শান্তিতে আছে। এ-ই গ্রামে একটি প্রাইমারী স্কুল ও একটি মাদ্রাসা একান্ত প্রয়োজন।
আমাদের গ্রামের পাশেই,,,,এই,, ইসলামপুর
প্রকৃত সুখের ছোয়া মূলত এখানেই_
অনেক ভালো লাগলো_রিপোর্ট টা_
এবং সেই সাথে এ গ্রামের প্রত্যেককের জীবনের নিরাপত্তার জন্য উপরমহলের দৃষ্টি আকর্ষন করছি___।
আমার জেলার মানুষগুলোর সহজ সরলতা দেখে মুগ্ধ হয়ে গেলাম ।
মাশাল্লাহ চতুর্দিকে পানি মাজখানে একটি গ্রামের মধ্যে আযানের ধ্বনি শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল।❤❤
ভালোবাসা অবিরাম প্রিয় বাংলাদেশ ❤🇧🇩
প্রতিবেদন যেমন-তেমন আজানের শব্দ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
মানুষ গুলো অল্প কিছুতেই অনেক খুশি,, আলহামদুলিল্লাহ,,, দেখে খুব ভালো লাগলো,,
মনটা ভইরা গেছে রে ভাই অসাধারণ অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রতিবেদন দেওয়ার জন্য।
এই গ্রামটিকে বাচিয়ে রাখতে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কামনা করছি। পাশাপাশি গ্রামের শেষ মাটি টুকু যাতে পানিতে ভেসে না যায় সেই পদক্ষেপও যাতে জেলা প্রশাসন নেয় তা আহবান করছি। কারন এই গ্রাম আমাদের দেশের সম্পদ ও কিছু মানুষের জীবন।
Brother Ambulance speed boat nee d this Village...jeta present pore asha...
নিউজ 24 অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু প্রতিবেদন প্রকাশ করার জন্য
আশা করবো বাংলাদেশ সরকার ওদের পানি থেকে রক্ষা জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন
দুর মিয়া কি কন এগুলো যতটা গরিব ভাবেন ততটা গরিব না অামার গ্রামের মানুষ
অনেক সুন্দর অনেক সুন্দর একটি প্রতিবেদন ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফর
সমস্ত প্রসংশা সে আল্লাহুর
আলহামদুলিল্লাহ
মনটা ভরে গেল।।।। প্রতিবেদনটা দেখে। অনেক সুন্দর উপস্থাপনা।
এটাই আমাদের কিশোরগঞ্জ
হয়তো সবার কাছে লাখ লাখ টাকা নাই
তবে আমরা সামান্য কিছু নিয়েই আমরা অনেক ভালো আছি,
আপনার বাড়ি কি এই গ্রামে , হতে পারে আপনার জেলা কিশোরগঞ্জ কিন্তু আপনি কে গ্রামের ,
@@matir_manush কুলিয়ারচর,
কিন্তু আমার এলাকা তেকে তারা অনিকে ভালো মনের মানুষ
আযানের শব্দ খুব ভালো লাগলো, আর এই গ্রামে কোন ঝগরা,, মারামারি নাই,,, এটাই ভালো লাগলো
Watching from Assam India 🇮🇳
অনেক সূন্দর করে প্রতিবেদনটা সাজানো হয়েছে, মনে হচ্চে প্রানের সাথে আমাদের সম্পর্ক। ধন্যবাদ রিপোর্টার ভাইকে
কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে করে নিজেকে অনেক গর্বিত মনে হয় ।👍👍
ভাই আপনার বাড়ি কিশোরগঞ্জের কোথায়
@@anamulhaque2220 বাজিতপুরে
এতো সুন্দর একটা প্রতিবেদন। আমার মন ছুঁয়ে গেছে। এত কষ্টের মাঝেও তারা সুখে শান্তিতে বাস করছে। আল্লাহ অল্পতেই তাদের সুখে রেখেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সাথে আমাদের সমাজে যারা তাদের সাহায্য করতে পারেন তাদেরও। দেখুন আমার তেমন কিছু নেই যে তাদের সাহায্য করার। কেউ যদি পারে তাদের জন্য সৌর বিদ্যুৎ এর ব্যাবস্থা করে দেন।
সত্যিকার অর্থে তারা খুব বিপদের মধ্যে আছে,, একেবারে সিনেমার গল্গের মতই তাদের জীবন, হে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন ।
খুবই ভালো লাগছে। ধন্যবাদ চ্যানেল 24 কে।
আমাদের কিশোরগঞ্জ ❤❤❤এ রকম আরো অনেক গ্রাম আছে আমাদের কিশোরগঞ্জ এ।
Hmmm amio🥰🥰🥰
আসেন আমরা তাদের নিয়ে কাজ করি আমি ও কটিয়াদির সন্তান।
একবার আসতে চাই
আমারে লইয়া জাইয়েন ভাই
আযানের শব্দ শুনতে পেলাম কলিজাটা ঠান্ডা হয়ে গেল
আমি এই জায়গায় গিয়েছি অনেক ভালো লেগেছে এই জায়গার মানুষ গুলো খুব ভালো।
প্রতিবেদন টি দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে মনে হচ্ছে শহরের এই কোলাহল ছেড়ে ওই গ্রামে গিয়ে বসবাস করি।দিন শেষে স্নিগ্ধ বাতাস এবং পানির মনোমুগ্ধকর কলকল সেই আওয়াজে অন্তত শান্তির ঘুম হবে।যেই ঘুমে থাকবেনা কোনো দুঃস্বপ্ন।
সরকারের উচিত এমন কষ্টে থাকা গ্রাম গুলি তালিকাভুক্ত কোরে এদের আর্থিক সহায়তা ও শিক্ষার ব্যবস্থা কোরে দেয়া এবং এদের জিবনের জুকি থেকে বাচানো। এরাও আমাদের দেশের নাগরিক এদের ও ভালো ভাবে বাচার অধিকার আছে।
সব চেয়ে বেশি খুশি হয়েছি আযান শুনে,,,😍
এ আজান আমাদের হুজুরের আজান
ইসলাম পুরে আমার বাড়ি
এই রকম একটা গ্রামে তুমাকে নিয়ে হারিয়ে যেতে চাই প্রিয় বা ন্দ বি 😍😍
আমারও তো ইচ্ছে করছে।।
মনে চাচ্ছে তাকে নিয়ে চলে যাই। ওদের মত খেটে খাব আর শিক্ষার দায়িত্ব নিবো ওদের সন্তানদের। 😀
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে; আমার জন্মভূমি❤
খুব সুন্দর আযান শুনে ভালো লাগলো। আর সব পরিবেশ অপূর্ব
এক মজিদ ১০ পরিবারে, মাসআল্লাহ
খুব সুন্দর প্রতিবেদন. সংবাদ এমনই হওয়া উচিৎ .
1:50 আজানের ধ্বনি কত মধুর। আহ।
আমার মনটা ভরে উঠলো ৷ এই বাড়িটাতে আজানের আওয়াজের কারণে ৷
আজানটা শুনে খুব ভালো লাগলো ৷ ধন্যবাদ
Beautiful village
Poors are deprived from skin price please write about
মাশাল্লাহ মাশাল্লাহ আযান শুনতে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আল্লাহ সবাই কে হেফাজত করুন আমিন জাজাকাল্লাহ খাইরান
পিয়র গ্রাম নির্ভেজাল
মাশা-আল্লাহ অসাধারণ দৃশ্য ঘেরা গ্রাম।
I Love ALLAH❤❤❤❤❤❤❤❤❤❤
Alhamdulillah❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ একটি পতি বেদন, দেখে অনেক ভালো লাগলো
বন্যায় কি অবস্থা হয় তাদের? 😑যাই হোক তারপর ও অনেক খুশিতে আছে।
সবকিছু মিলিয়ে অসাধারণ আর সুমধুর আজানের ধ্বনি
Feelings Awesome...
আমাদের কাছে সুন্দর লাগলেও ওনারা বুঝছেন জীবনের মানে কী। তারা অল্পতেই আবার অনেক খুশি। এটাই জীবণ এত অল্পতেই খুশি থাকতে পারে। এত ছোট্ট গ্রামে এত সুন্দর মসজিদ টা বেশ ভালো লাগলো। আযানের সুরটা বড়ই সুমধুর। চ্যানেল 24 কে ধন্যবাদ এত সুন্দর প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
এই রখম দ্বীপ গ্রাম কিশোরগঞ্জ হাওড়ে 20/30 টা গ্রাম হবে
আসলেই?
@@mdomarpatwary5548 কোনও সন্দেহ নাই
কি মধুর কণ্ঠে আযান শুনে মুগ্ধ হয়ে গেলাম তবে তাড়া টাটকা মাছ খেতে পারে আল্লাহ তাদের সহায়তা করুক
*আপনারা এগুলা আবিষ্কার করেন আর এই দেশের সব দায়িত্বহীন,অসচেতন মানুষ রা দলে দলে গিয়ে চিপস এর প্যাকেট,প্লাস্টিক এর বোতল,ময়লা আবর্জনা ফেলে পরিবেশ কে আরো অনেক সুন্দর করে তুলুক।কে কে একমত লাইক দিয়ে সাড়া দাও।*
Kisu bolbona just report 😆😆😆
এমন একটি জিনিস তুলে ধরার জন্য ধন্যবাদ Channel 24 কে
সাংবাদিক খুজে সুন্দর আর ওরা বলে কস্টের কথা।
সব দৃষ্টিভংগির বেপার।😥
প্রতিবেদন টা অনেক সুন্দর হয়েছে আমার দেখা সবচাইতে ভালো প্রতিবেদন এটা
Govt/NGO programme must cover this village for
1. one central solar energy system,
2. one tube -well,
3. sanitary latrine for each family and
4. soft microcredit.
Kind attention of the concd. Authority is drawn.
ধনীদের কেও একাই করে দিতে পারেন,আমার কাছে এক কোটি টাকা থাকলে আমি আল্লাহর রহমতে তাঁদের সুবিধা ও আরামের ব্যাবস্থা করে দিতাম ।
সুবহানাল্লাহ, এরাই হচ্ছে প্রকৃতি মানুষ যারা অল্পতেই অনেক বেশি খুশি☺
আর আযানের ধ্বনি শুনে কলিজা টা ঠান্ডা হয়েছে,,
এই গ্রামটার লোকেশন কেউ আমাকে বলতে পারেন?
ওদের জন্য কিছু উপহার নিতে চাচ্ছি।
ইটনা থানা, কিশোরগঞ্জ জেলা আমি ও এই জেলার মানুষ ধন্যবাদ ভাই আপনাকে। আমরা ও তিন প্রবাসী বন্দু যাদের ভিটেমাটি নেই,অসহায়, গরিব রিকশাচালক ভাইদের জন্য হসপিটাল বানাবো ইনশাল্লাহ তখন তাদের কে চিকিৎসার আওতাধীন নিয়ে আসবো এখনো আমাদের হসপিটাল এর কাজ শুরু করতে পারিনি করোনার কারনে তবে আল্লাহ যদি চাই দু,চার মাসের ভিতরে শুরু করতে পারবো আমরা আপনার মতো মানুষদের পরামর্শ ও সহযোগিতা চাই। লোকেশ :-চারিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ।
যে গ্রাম থেকে ছেড়ে গেছে ( উদিয়ারপাড়) সে গ্রামের মানুষ আমি। এরা সবাই আমাদের আত্মীয় সজন। এদের একটা সমস্যা হলো আর্সেনিক মুক্ত টিউবওয়েল, আরেকটা সমস্যা মসজিদ এর উন্নয়ন। শুক্রবারে এরা আমাদের গ্রামে এসে নামাজ পড়ে। যাইহোক আপনি যদি কিছু সাহায্য করতে চান করতে পারেন।
ঠিকানা: গ্রামঃ ইসলামপুর উদিয়ারপাড়
উপজেলা : ইটনা
জেলা: কিশোরগঞ্জ
আপনার এই অনুভূতিটাকে সেলুট জানাই
আমি জানি কি ভাবে যেতে হয়..
@@mrsnusrat7128 আপনি গিয়েছেন?
অসাধারণ লাগছে শুভ কামনা রইলো সকলের জন্য
if i can earn good money
i will definitely help them in the future
অসাধারণ দৃশ্য। সুখময় দিন কাটে।