ভাই কি আর বলব, আপনার কথার ভিতর বিসমিল্লাহ , আলহামদুলিল্লাহ , শুনে এমনিতেই মনে আনন্দে ভরে গেল । আসলে আমরা মুসলমানরা বুকের ভিতর প্রতিটি ক্ষণ ঈমানী চেতনা নিয়ে এগিয়ে চলা । ভাল থাকবেন দোয়া এগিয়ে যান । কুয়েত প্রবাসী ।
খাওয়ারের শুরুতে বিসমিল্লাহ বলা বেশ ভাল লাগলো। কারণ নব্য আধুনিক বাঙ্গালী মুসলিম যুব সমাজ বিসমিল্লাহ বলাকে তারা এড়িয়ে যায় এবং পারতঃ পক্ষে বাম হাত দিয়ে খাওয়া পছন্দ করে।ধন্যবাদ
আমরা গিয়েছিলাম ৪ জন লাল সবুজ এসি বাসে ১১০০ টাকা টিকেট কুমিল্লার জমজম হোটেলে বুফে ছিলো আমরা খেয়েছি ভাত সোনালী মুরগি রুইমাছ আরও ৮/১০ আইটেম ভেজিটেবল এবং কফি যা অসাধারণ অনুভূতি। ধন্যবাদ জানাই লাল সবুজ বাস মালিককে
অসাধারণ একটা রিভিউ আমাদেরকে উপহার দিলেন স্যার সেজন্য আপনাকে ও ভাবীকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। স্যারের প্রত্যেকটি কথার মধ্যে যথেষ্ট যুক্তি থাকার কারণে যেকোনো কারও পক্ষে সেগুলোকে বিনা-সংকোচে মেনে নেয়ার মতো পর্যাপ্ত কারণ আছে বলে আমি মনেকরি। বিশেষত উনি যখন কিছুটা কুটনৈতিক নিরপেক্ষতার পন্থা অনুসরণ করে বললেন, "যেহেতু এটা সম্পূর্ণ MADE IN BANGLADESH ট্যাগ নিয়ে চলছে সেহেতু এটার ব্যাপারে অনেক কিছুই বলতে যেয়ে আর বললাম না, অনেকটা মায়ের কাছে তার সন্তানের মূল্য যেমন হয়"। (আসলেই উদাহরণটি চমৎকার ছিলো) তাছাড়া থাকনা সামান্য কিছু এদিক/ওদিক তাতে কি আসে যায় তাইনা? কেননা ১৮০০ টাকার মধ্যে উনারা ব্যুফে ডিনার অফার করছেন, সেইসাথে লাক্সারিয়াস স্লিপিং কোচের মধ্যে প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করছেন, সাথে আছেন একজন এক্সপার্ট ড্রাইভার সাহেব। সুতরাং সবকিছু মিলিয়ে আমি মনেকরি এটা একটা কমপ্লিট প্যাকেজ এবং সেইসাথে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই প্যাকেজের মধ্যে কোনো নেতিবাচক কিছু থাকলেও সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করাটা নৈতিকতার জায়গা থেকে আমাদের কখনওই উচিৎ হবেনা কেননা, আমাদের ফাইনান্সিয়াল এবিলিটির কথা ভেবে যেহেতু অথোরিটি উনাদের প্রোফিট লেভেলকে কম্প্রোমাইজ করেছেন তাই আমাদেরও একইভাবে উচিৎ হবে, উনাদের এই ডেডিকেটেড সার্ভিসে সন্তুষ্ট থাকা। যাহোক, চট্রগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি কিংবা কুয়াকাটা, সেন্টমার্টিন, হাতিয়া, সন্দীপ, অথবা জৈন্তা, তামাবিল, বা সুন্দরবন, বাংলাদেশের এধরণের বহু চমৎকার জায়গাতেই এখনও আমার পায়ের ধুলো পড়েনি সঙ্গত কারণেই। সুতরাং এবার আশাকরছি ধীরেধীরে অল্প অল্প করে টাকা-পয়সা জমিয়ে একে একে সমগ্র বাংলাদেশটাই ঘুরে দেখবো, জানিনা এই জনমে সেটা সম্ভব হবে কিনা। অবশেষে স্যারের প্রতি আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো এজন্যই যে, উনার মূল্যবান সময় থেকে সামান্য সময় বের করে তিনি অনেক কষ্ট করে আমাদেরকে এই তথ্যবহুল ও প্রয়োজনীয় রিভিউটি উপহার দিলেন। ইনশাআল্লাহ আশাকরি খুব শীঘ্রই শুধুমাত্র বাসটি চড়ার জন্য হলেও একদিনের আসা-যাওয়ার টিকিট কেটে ছোটো একটা জার্নি করে আসবো, কিন্তু কোথাও থাকবোনা কিংবা রাত্রিযাপন করবোনা, প্রায় দুটো দিনের সারাটি সময় শুধু বাসেই কাটাবো বলে মনস্থির করেছি। ধন্যবাদ।
@@sharminjahan7334 জ্বী আলহামদুলিল্লাহ্। ভিডিওটা দেখে এবং উপস্থাপক স্যারের গঠনমূলক রিভিউ দেখে সেইসাথে সম্পূর্ণ বিনামূল্যে রাতের খাবারের সুবন্দোবস্তের কথা চিন্তা করে, অর্থাৎ অল্পকথায় বিশ্লেষণ করলে আমার কাছে সবকিছু মিলিয়েই মনে হয়েছে এই বাসের ভ্রমণটা সবার জন্যই খুব আনন্দদায়ক ও আরামের হবে। এখন বাদবাকি মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীনের ইচ্ছা। তাছাড়া সত্যি কথা বললে সংগত কারণেই আমার জীবনে কোনোদিন স্লিপার বাসে ভ্রমণ করার সৌভাগ্য কখনও অর্জিত হয়নি, এমনকি এধরণের বাসের ভেতরের সৌন্দর্য আসলে কতটা মনোমুগ্ধকর হতে পারে এ বিষয়েও আমার কোনো অতীত ধারণা বা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই। যে কারণে খুব সম্ভবত এটার ভেতর ও বাহিরের চাকচিক্য দেখে আমি খুব স্বাভাবিকভাবেই পুলকিত হয়েছি এবং আমার সেই ক্ষুদ্র আনন্দের অনুভূতিটুকু সবার কাছে প্রকাশ করতে আমি কোনোরকম কোনো কার্পণ্য করিনি। তথাপি আপনার হয়তোবা এর চাইতে আরও বিলাসবহুল ও আরামদায়ক কোনো বাসে ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা বহুবার থাকতে পারে যে কারণে আমার সাথে আপনার দ্বিমতের জায়গাটুকু কোনো কারণে তৈরি হয়েছে… যাহোক আপনি ভালো থাকবেন। আন্তরিক শুভকামনা রইলো।
@@FaridShakil Ami apnar sathe disagree kori ni tho. Infact ameo khub khusi overall onader service dekhe. Ar apni tho anak guseay kotha bolte paren ar apni aktu besi expressive. Usually celera ato kotha bole na, Meyra bole.😁😁😁 Apni ki Bangla sahetter student?
ভালো লাগছে।। রাস্তার মাঝে দাঁড়িয়ে কথা না বলাই ভালো। অনেক সুন্দর হইছে ভিডিও। আর অশোকের ইন্জিন ব্যাবহার করবে বলেই নাম রাখছে রবি। পরিচালনায় সেইন্ট মার্টিন ।।
ধন্যবাদ ভাইয়া রবি এক্সপ্রেসের ভিডিও করার জন্য। কদিন আগে ফাহিম ভাই হেরিটেজে গিয়েছিলেন তখন আমরা বলেছিলাম ২০০০ টাকা দিয়ে হেরিটেজে যাওয়া লস, যেখানে ওরা যার কাছ থেকে যেমন পারে দাম নিচ্ছে তার চেয়ে এটা অনেক বেটার। আপনার ভিডিওটি সেন্টমার্টিন হুন্দাই অফিশিয়াল গ্রুপে শেয়ার দিলাম ভাইয়া।।
Hi m from kolkata . I am very pleased to see the quality and services being provided in Bangladesh inter city travel... I have been to Bangladesh earlier but never had the opportunity to travel in such a prolific bus... Thanks for the video...
আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হয়েছে। আমি এই ভিডিও টা প্রায়ই দেখি। আমার কাছে ভাল লাগে। ভাই এই ভিডিও টা এক বছর আগের। এখনো কি এই বুফের অফার টি আছে? জানাবেন আশাকরি।
চুমকি নাম সুনলে কলিজায় লাগে। আমার প্রেমের বিচ্ছেদ হওয়ার পরে ওকে দেশে রেখে দূর প্রবাসে চলে আসছি। আজ অনেক দিন, বছর দেখা হয় না।আজও ভালবাসি প্রিয় মানুষটাকে💕🇧🇩
Your review is to good... Bai apni akdin onk boro maner YouTubr hote parben.. Insallha Apner kase asha apni India bromon.. Niya kiso Video upload korbenn. Apner channel subscribe korlam..
দেখে খুব ভাল লেগেছে, যাওয়ার ইচ্ছাও আছে, কিন্তু কতদিন এমন সার্ভিস ধরে রাখতে পারবে আর বুফে কত দিন চালু রাখবে সেটাই দেখার বিষয়, আর দাম ঠিক আছে এর থেকে যেন আবার বেড়ে না যায়। ধন্যবাদ।
অশোক লে ল্যান্ড ১২MFE এর সামনে সাসপেনশন ভালো হলেও পিছের সাসপেনশন পুরোনো লিফ টাইপের। তাই পিছে ঝাকি বেশি হয়। তবে সস্তা বিবেচনায় ভালো। ইউরোপিয়ান প্রডাক্ট হলে ডাবলেরও বেশি খরচ পড়তো।
Onk din por vaiya travel vedio onk valo lagche 2018 a Ami greenline a kore cox's bazar gia selam jawar somoy hotel jamjam a khayese seidin chiken sara tmn kisu selona ta o kosto nai karon amr age thake e chinta selo roshmalai ecche moto khabo kunto odin roshmali ta o messing selo amr sob thake posonder khabar 😭😭😭😭 Jai hok vaiya safty fast valobasah apnar r bhabir proti next vedio jonno wating a roilam😍
খাওয়ার আগে" বিসমিল্লাহ " বলে খাওয়া 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻ভালো লেগেছে, request to bus owner, plz try to avoid indian products, eye catching interior look, lot of advantage in passenger service as 5 star luxury
অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে পেশাগত কারণে এবং ব্যস্ততার জন্য আমার পক্ষে ভিডিও বানানো অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে। তাই চেষ্টা করি সঠিক মান ঠিক রেখে ভিডিও বানাবার। তাই আসলে ভিডিও বানাতে শেষ পর্যন্ত অনেক বেশি দেরি হয়ে যায়। আপনারা আমাদের ভিডিও দেখেন, এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তি আপনার জন্য অনেক শুভকামনা।
ভাই কি আর বলব, আপনার কথার ভিতর বিসমিল্লাহ , আলহামদুলিল্লাহ , শুনে এমনিতেই মনে আনন্দে ভরে গেল । আসলে আমরা মুসলমানরা বুকের ভিতর প্রতিটি ক্ষণ ঈমানী চেতনা নিয়ে এগিয়ে চলা । ভাল থাকবেন দোয়া এগিয়ে যান । কুয়েত প্রবাসী ।
আলহামদুলিল্লাহ,, অনেক ধন্যবাদ
MA sha Allah,
Allah Apnake borkot dan koruk,
Allah Apnar maa Baba K Jannatul ferdous dan koruk@@dr.salmanmahiruhulkowser9812
খাওয়ারের শুরুতে বিসমিল্লাহ বলা বেশ ভাল লাগলো। কারণ নব্য আধুনিক বাঙ্গালী মুসলিম যুব সমাজ বিসমিল্লাহ বলাকে তারা এড়িয়ে যায় এবং পারতঃ পক্ষে বাম হাত দিয়ে খাওয়া পছন্দ করে।ধন্যবাদ
আপনার কমেন্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ
Bhai apni je koi thaken?
Jibone khokhono kau ke bam hath die khete dekhini
খুব সুন্দর আদব মাশাল্লাহ।
মাশাআল্লাহ...... সুন্দর বলেছেন।
@@dr.salmanmahiruhulkowser9812 বাসে পানি খাওয়ারো রুচিতে আসে না আমার🤮
আমরা গিয়েছিলাম ৪ জন লাল সবুজ এসি বাসে ১১০০ টাকা টিকেট কুমিল্লার জমজম হোটেলে বুফে ছিলো আমরা খেয়েছি ভাত সোনালী মুরগি রুইমাছ আরও ৮/১০ আইটেম ভেজিটেবল এবং কফি যা অসাধারণ অনুভূতি। ধন্যবাদ জানাই লাল সবুজ বাস মালিককে
Apnara kon jayga theke gecen?
ওকে আঙ্কেল।
আচ্ছা আঙ্কেল
ধন্যবাদ
লাল সবুজে জমজম খুবই বাজে খাবার খাইছি। তার উপর এসি বাসে ছিলনা পর্যাপ্ত কম্বল। খুবই বাজে অভিজ্ঞতা।
রিভিউ টাতে আন্তরিকতা পরিপূর্ণ ছিলো যা অনেক ইউটিউবার এর মাঝে একটু কম....ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিওর জন্য
অনেক অনেক ধন্যবাদ
এত গুছানো ভিডিও আর কেউ করতে পারবে কিনা সে ব্যাপারে আমার জানা নেই।
অনেক অনেক ভালোবাসা থাকবে ভাই আপনার জন্য।
সালমান ভাই ভিডিওটা অনেক Informative ছিল। ধন্যবাদ।
ajkal dekhi gorib o verified 😂😂😂
Azhar vai big fan🥰
Azhar vhai apni
অওঅঅ ভাই আঝার!!
ajhar bhi big fan ff
অসাধারণ একটা রিভিউ আমাদেরকে উপহার দিলেন স্যার সেজন্য আপনাকে ও ভাবীকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি।
স্যারের প্রত্যেকটি কথার মধ্যে যথেষ্ট যুক্তি থাকার কারণে যেকোনো কারও পক্ষে সেগুলোকে বিনা-সংকোচে মেনে নেয়ার মতো পর্যাপ্ত কারণ আছে বলে আমি মনেকরি। বিশেষত উনি যখন কিছুটা কুটনৈতিক নিরপেক্ষতার পন্থা অনুসরণ করে বললেন, "যেহেতু এটা সম্পূর্ণ MADE IN BANGLADESH ট্যাগ নিয়ে চলছে সেহেতু এটার ব্যাপারে অনেক কিছুই বলতে যেয়ে আর বললাম না, অনেকটা মায়ের কাছে তার সন্তানের মূল্য যেমন হয়"। (আসলেই উদাহরণটি চমৎকার ছিলো)
তাছাড়া থাকনা সামান্য কিছু এদিক/ওদিক তাতে কি আসে যায় তাইনা? কেননা ১৮০০ টাকার মধ্যে উনারা ব্যুফে ডিনার অফার করছেন, সেইসাথে লাক্সারিয়াস স্লিপিং কোচের মধ্যে প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করছেন, সাথে আছেন একজন এক্সপার্ট ড্রাইভার সাহেব। সুতরাং সবকিছু মিলিয়ে আমি মনেকরি এটা একটা কমপ্লিট প্যাকেজ এবং সেইসাথে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই প্যাকেজের মধ্যে কোনো নেতিবাচক কিছু থাকলেও সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করাটা নৈতিকতার জায়গা থেকে আমাদের কখনওই উচিৎ হবেনা কেননা, আমাদের ফাইনান্সিয়াল এবিলিটির কথা ভেবে যেহেতু অথোরিটি উনাদের প্রোফিট লেভেলকে কম্প্রোমাইজ করেছেন তাই আমাদেরও একইভাবে উচিৎ হবে, উনাদের এই ডেডিকেটেড সার্ভিসে সন্তুষ্ট থাকা।
যাহোক,
চট্রগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি কিংবা কুয়াকাটা, সেন্টমার্টিন, হাতিয়া, সন্দীপ, অথবা জৈন্তা, তামাবিল, বা সুন্দরবন, বাংলাদেশের এধরণের বহু চমৎকার জায়গাতেই এখনও আমার পায়ের ধুলো পড়েনি সঙ্গত কারণেই। সুতরাং এবার আশাকরছি ধীরেধীরে অল্প অল্প করে টাকা-পয়সা জমিয়ে একে একে সমগ্র বাংলাদেশটাই ঘুরে দেখবো, জানিনা এই জনমে সেটা সম্ভব হবে কিনা।
অবশেষে স্যারের প্রতি আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো এজন্যই যে, উনার মূল্যবান সময় থেকে সামান্য সময় বের করে তিনি অনেক কষ্ট করে আমাদেরকে এই তথ্যবহুল ও প্রয়োজনীয় রিভিউটি উপহার দিলেন।
ইনশাআল্লাহ আশাকরি খুব শীঘ্রই শুধুমাত্র বাসটি চড়ার জন্য হলেও একদিনের আসা-যাওয়ার টিকিট কেটে ছোটো একটা জার্নি করে আসবো, কিন্তু কোথাও থাকবোনা কিংবা রাত্রিযাপন করবোনা, প্রায় দুটো দিনের সারাটি সময় শুধু বাসেই কাটাবো বলে মনস্থির করেছি।
ধন্যবাদ।
💕💕
Hahaha bas ta apnar ato valo lagce.
@@sharminjahan7334
জ্বী আলহামদুলিল্লাহ্।
ভিডিওটা দেখে এবং উপস্থাপক স্যারের গঠনমূলক রিভিউ দেখে সেইসাথে সম্পূর্ণ বিনামূল্যে রাতের খাবারের সুবন্দোবস্তের কথা চিন্তা করে, অর্থাৎ অল্পকথায় বিশ্লেষণ করলে আমার কাছে সবকিছু মিলিয়েই মনে হয়েছে এই বাসের ভ্রমণটা সবার জন্যই খুব আনন্দদায়ক ও আরামের হবে। এখন বাদবাকি মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীনের ইচ্ছা।
তাছাড়া সত্যি কথা বললে সংগত কারণেই আমার জীবনে কোনোদিন স্লিপার বাসে ভ্রমণ করার সৌভাগ্য কখনও অর্জিত হয়নি, এমনকি এধরণের বাসের ভেতরের সৌন্দর্য আসলে কতটা মনোমুগ্ধকর হতে পারে এ বিষয়েও আমার কোনো অতীত ধারণা বা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই। যে কারণে খুব সম্ভবত এটার ভেতর ও বাহিরের চাকচিক্য দেখে আমি খুব স্বাভাবিকভাবেই পুলকিত হয়েছি এবং আমার সেই ক্ষুদ্র আনন্দের অনুভূতিটুকু সবার কাছে প্রকাশ করতে আমি কোনোরকম কোনো কার্পণ্য করিনি।
তথাপি আপনার হয়তোবা এর চাইতে আরও বিলাসবহুল ও আরামদায়ক কোনো বাসে ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা বহুবার থাকতে পারে যে কারণে আমার সাথে আপনার দ্বিমতের জায়গাটুকু কোনো কারণে তৈরি হয়েছে…
যাহোক আপনি ভালো থাকবেন।
আন্তরিক শুভকামনা রইলো।
@@FaridShakil Ami apnar sathe disagree kori ni tho. Infact ameo khub khusi overall onader service dekhe. Ar apni tho anak guseay kotha bolte paren ar apni aktu besi expressive. Usually celera ato kotha bole na, Meyra bole.😁😁😁 Apni ki Bangla sahetter student?
@@MDSakib-je6gb
♥️
আপনি বাংলাদেশের একনম্বর ইউটিউবার
আপনার ট্রাভেল ভিডিও গুলোর অপেক্ষায় থাকি। ❤️❤️ দারুণ লাগলো।
অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই আপনার সাথে ঘুরতে ইচ্ছে.. আপনার ট্রাভেল ভিডিও গুলো অনুপ্রেরণা দেয়।
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই আপনার মোবাইল নাম্বার টা একটু দিবেন
দারুন লাগল ভিডিওটা।এরকম আরও ভিডিও চাই।
ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস খুব ভালো লাগলো রিভিউটা শেয়ার করার জন্য ধন্যবাদ
এরকম ভিডিও আরও দেখতে চাই।ভাইয়া আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে
ভালো লাগছে।। রাস্তার মাঝে দাঁড়িয়ে কথা না বলাই ভালো। অনেক সুন্দর হইছে ভিডিও। আর অশোকের ইন্জিন ব্যাবহার করবে বলেই নাম রাখছে রবি। পরিচালনায় সেইন্ট মার্টিন ।।
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
আচ্ছা ভাই,,আপনার উপদেশ মেনে চলব ওস্তাদ,,😁😁😁😁😁
Salman bhai er vlog dekhla ami impress hoe jai....eto vlo vloger.....omg
ধন্যবাদ ভাইয়া এমন একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ আশা করছি পরবর্তী পর্বগুলো অতি শীঘ্রই আপলোড দিবেন।
অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই
দাম ৫০০ টাকা বেশি হয়েছে
ভালই লাগলো, সবকিছু মিলিয়ে। অন্তত বাজেট ট্রাভেলারদের জন্য একটা নতুন অপশন থাকলো
kokhon j 19 min shesh hoe gelo. 😍🥰
আসসালামু আলাইকুম ভাই।আপনার ভিডিওর টাম্বেনাইল দেখলেই ভালবাসা কেপে উঠে
অনেক ধন্যবাদ ভাই
কুমিল্লার মাতৃভান্ডার রসমালাই সেরা।
কুমিল্লাতে আপনাদেরকে স্বাগতম
আমার ছোট বোন বলেছিল আপনার চ্যানেলের কথা।এখন সাবস্ক্রাইব করলাম।
বেশ ভাল্লাগলো...
সিম্পল এবং ডিটেইল্ড রিভিউ 🥰
খুব সুন্দর খুব সুন্দর ❤❤❤
ধন্যবাদ
ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বলার স্টাইলটা অন্যরকম (ভয়েস টা খুব দারুন ছিল)
অনেক অনেক ভালো লেগেছে❤️♥️🇧🇩❤️🇧🇩
Koi Thake utbo
ভাই রিভিউ ভিডিও দেখে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে মনে হচ্ছে আমিই সফরে আছি আপনার কথা অনেক সুন্দর ভাই
ভাই আপনার যা ভারি আওয়াজ ভুতের গল্প বললে সেই শুনতে লাগতো।
ধন্যবাদ
অনেক দিন পর আপনার ভিডিও দেখে ভালো লাগলো। ভালো থাকবেন । ভালো ভিডিও উপহার দিবেন। শুভ কামনা রইল সব সময়।
অনেক অনেক ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাইয়া রবি এক্সপ্রেসের ভিডিও করার জন্য। কদিন আগে ফাহিম ভাই হেরিটেজে গিয়েছিলেন তখন আমরা বলেছিলাম ২০০০ টাকা দিয়ে হেরিটেজে যাওয়া লস, যেখানে ওরা যার কাছ থেকে যেমন পারে দাম নিচ্ছে তার চেয়ে এটা অনেক বেটার। আপনার ভিডিওটি সেন্টমার্টিন হুন্দাই অফিশিয়াল গ্রুপে শেয়ার দিলাম ভাইয়া।।
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
আমাকে গ্রুপের লিংক টা দিলে খুব খুশি হতাম ভাই,,,আমিও জয়েন করব।
@@sheikhnafissadnandipto6430 😊
আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল 😊আমরাও ভ্রমণপ্রিয় 🥰 আমার ফেব্রুয়ারীতে কক্সবাজার যাওয়ার প্ল্যান অবশ্যই আমি এই বাসে যাবো😊
Hi m from kolkata . I am very pleased to see the quality and services being provided in Bangladesh inter city travel... I have been to Bangladesh earlier but never had the opportunity to travel in such a prolific bus... Thanks for the video...
Thanks a lot.
Last 10 to 15 year Bangladesh changed a lot.
I hope you will visit Bangladesh again.
@@dr.salmanmahiruhulkowser9812 indeed I will. I have few relatives residing in west part of Bangladesh....
বাসটি অনেক সুন্দর ভাইয়া।
ধন্যবাদ সুন্দর ভিডিও দেয়ার জন্য ভাইয়া
আপনাকে
আপ্নাকেও অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম।
অনেক সুন্দর হয়েছে।
আমি এই ভিডিও টা প্রায়ই দেখি।
আমার কাছে ভাল লাগে।
ভাই এই ভিডিও টা এক বছর আগের।
এখনো কি এই বুফের অফার টি আছে?
জানাবেন আশাকরি।
আপনার ভিডিও গুলোর অপেক্ষায় থাকি ভাই...খুব সুন্দর করে গুছানো...
যখন শুনি আপনি আমাদের দিনাজপুর মেডিকেলের তখন আরোও গর্ববোধ করি ভাই...ভালোবাসা নিবেন ভাই..২৯ব্যাচ আমি।🥰🥰
চুমকি নাম সুনলে কলিজায় লাগে। আমার প্রেমের বিচ্ছেদ হওয়ার পরে ওকে দেশে রেখে দূর প্রবাসে চলে আসছি। আজ অনেক দিন, বছর দেখা হয় না।আজও ভালবাসি প্রিয় মানুষটাকে💕🇧🇩
😂😂😂
চুমকি
Your review is to good...
Bai apni akdin onk boro maner YouTubr hote parben.. Insallha
Apner kase asha apni India bromon.. Niya kiso Video upload korbenn.
Apner channel subscribe korlam..
অনেক অনেক ধন্যবাদ।
আমি চেস্টা করব ভাই
ভাইয়া প্রথম দেখাতেই ফ্যান হয়ে গেলাম একটু সাড়া দিয়েন 🤩🙏
আমাদের কুমিল্লার মনহর পুরের আসল মাত্রি ভাণ্ডার এর রসমালাই সেরা💝💝
ধন্যবাদ
@@dr.salmanmahiruhulkowser9812 cumilla akta vlog diben piz.
দারুন সুযোগ . মাশাআললাহ দারুন বাস ।সবার নিরাপদ যাত্রা কামনা করি।👍👍
ভালো লাগছে
O Bhai sha Ekta video thakc😮
ধন্যবাদ
Vai,Nice video😍😍😍😍
অনেক অনেক ধন্যবাদ আবির ভাই
Onek valo lage apnar videos gula bhaia..!! Keep it up..
From cumilla...... মাতৃভান্ডার এর রসমালাই সেরা🙂
ভিডিওটা দেখে খুব ভাল লেগেছে ইনশাআল্লাহ বিয়ের পর হানিমুনটা এখান থেকেই করব 😍😍🥰🥰
নিচের ডেকে এবং প্রথম তিন সারির মাঝে টিকেট নিয়েন।
আর দেখে নিবেন, বুফে দিচ্ছে নাকি।
ভালোলাগা ভাইয়া অনেক সুন্দর হয়েছে আমি উজ্জ্বল সৌদি আরব থেকে।
অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই
চাইসিলাম সিলেট যাবো কিন্তু আজ আমি ভিডিও তা দেখে বিশেষ করে বাসের পরিবেশ দেখে সিদ্ধান্ত চেন্স করলাম কক্সসবাজার যাবার সিদ্ধান্ত নিয়ে নিলাম
শুনে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ
ভালোই লাগলো দারুণ। আমরা ও যাবো অনেক বন্ধু মিলে।
আমি ২০০০সালে ১৮০ টাকায় কক্সবাজার গিয়েছিলাম ও মহেশখালী
গেছি স্পীডবোডে ৪০ টাকা ও সাগরের
মাছ ধরার নৌকায় ভাড়া ২০ টাকা
২১ বছর গত হয়েছে।কিন্তু এখন?
21 bochor ager kotha bole lav nai
Onk sundur video Allah apnek agiye niye jak
Love from Kashmir ❤️
Thanks a lot Brother
Vai notun aslam Apnar channel a khub valo laglo
ভাই অাপনার ট্রাভেল ব্লগ গুলা বেশি ভালো লাগে
আপনার বিসমিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা কথা গুলো ভালো লেগেছে আর বাসের কথা যদি বলি মুটামুটি অসাধারণ ।
অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পর ট্রাবেল ব্লগ পেলাম,, আপনার ব্লগ এর অপেক্ষায় থাকি ডাক্তার সাহেব,,❤️❤️
অনেক অনেক ধন্যবাদ ক্লান্ত পথিক ভাই
@@dr.salmanmahiruhulkowser9812 ❤️🥰❤️
মাসাহ্আল্লাহ,খুবই ভালো তবে আমাদের ইউরোপের মত “টয়লেট” থাকলে শতভাগ ভালো হতো।ভাড়া কমবেশী এর চেয়ে গুরুত্ব টয়লেট ব্যাবস্থা
ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য
দেখে খুব ভাল লেগেছে, যাওয়ার ইচ্ছাও আছে, কিন্তু কতদিন এমন সার্ভিস ধরে রাখতে পারবে আর বুফে কত দিন চালু রাখবে সেটাই দেখার বিষয়, আর দাম ঠিক আছে এর থেকে যেন আবার বেড়ে না যায়। ধন্যবাদ।
Apnder ofc kothay
@FIRST BULLET 🅥 oppo0ppppp
right
খুব শীঘ্রই ভাড়া ৩৬০০/- টাকা হয়ে যাবে, ইনশাআল্লাহ্ ।
মিয়ামির রসমলাই আমার কাছে অনেক ভালো লাগে
ধন্যবাদ
খুব ভালো লাগলো ভাইয়া,অনেক কিছু শিখা হলো।
বাচ্চাদের সাথে নিয়ে কি সুবিধা অসুবিধা তা বল্লেন না। কিন্তু চমৎকার রিভিউ দিয়েছেন
দোয়া,রইলো সকল চালক ভাইদের জন্য।আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন।
Assalamualikum
Brother
Excellent
You mentioned, InshaAllah and Bismillah it is the best practice and May Allah Rabaul Alamin bless everyone.
Ameen
ওয়া আলাইকুম আসসালাম।
অনেক অনেক ধন্যবাদ
মুরগির পা মালেশিয়া, ইন্দোনেশিয়া, চীন,ভিয়েতনাম, বা এর আশেপাশে প্রায় সবগুলো দেশের প্রিয় খাবারের একটা।
আপনার কথা বলা অনেক সুন্দর। সর্বোপরি ভিডিও টা অনেক সুন্দর হইসে
Presentations & voice is really admirable 👍👍
Thanks a lot
শুভ কামনা যাত্রা হোক আনন্দময় ধন্যবাদ আপনার দ্বারা বাশ্ব্য কিন্তু সেই রকম লাগে ।ধন্যবাদ
আস সালামুআলাইকুম।
মা শা আল্লাহ।
আপনার ও আপনার পারিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
আল্লাহ সবাই কে সুস্থ রাখুক। ❤️❤️❤️
যদি কখনো ঢাকা থেকে কক্সবাজার যাই, তাহলে অবশ্যই চেষ্টা করবো এই বাসে যাওয়ার, ইনশাআল্লাহ
Finally Bangladesh is also building world class vehicles
Alhamdulillah
Apnr kotha bolar dhoron valo laglo
অশোক লে ল্যান্ড ১২MFE এর সামনে সাসপেনশন ভালো হলেও পিছের সাসপেনশন পুরোনো লিফ টাইপের। তাই পিছে ঝাকি বেশি হয়। তবে সস্তা বিবেচনায় ভালো। ইউরোপিয়ান প্রডাক্ট হলে ডাবলেরও বেশি খরচ পড়তো।
অনেক অনেক ধন্যবাদ।
আপনি নিশ্চই এই বাস সম্পর্কে বেশ ভাল জানেন।
আপনি চাইলে আমাদের দর্শকদের সাথে এমন আর কোন তথ্য কমেন্ট করে শেয়ার করতে পারেন।
আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমি কিশোরগঞ্জ থেকে দেখছি
You have that TV channel voice which makes all your video's sound amazing 😆
Thanks a lot
খুব ভাল ছিল ভাইয়া আপনার এই ভিডিওটা আর যদি কমের মধ্যে হয় আর একটু ভালো হতো আর কি আমাদের জন্য
ধন্যবাদ
Bhai Rosmalai ta amader Cumilla মাতৃ ভান্ডারের
Best in BANGLADESH 💥🔥🔥❤️
Onk din por vaiya travel vedio onk valo lagche
2018 a Ami greenline a kore cox's bazar gia selam jawar somoy hotel jamjam a khayese seidin chiken sara tmn kisu selona ta o kosto nai karon amr age thake e chinta selo roshmalai ecche moto khabo kunto odin roshmali ta o messing selo amr sob thake posonder khabar 😭😭😭😭
Jai hok vaiya safty fast valobasah apnar r bhabir proti
next vedio jonno wating a roilam😍
ভাই মজা পাইলাম
খুব যেতে ইচ্ছে করছে,আমি অবশ্যই যাব...
Mashallah your voice is very beautiful. ❤️
Thanks a Lot
মাতৃভান্ডার এর রসমলাই💕কুমিল্লার বিখ্যাত রসমলাই💥
বাহ্ অনেক ভাল্লাগছে আল্লাহ্ বাচিয়ে রাখলে বিয়ের পরে সহধর্মিনি সহ ফ্যামেলি নিয়ে যাবো ইনসাআল্লাহ্ ❤👩❤️👨
ভাই vlogটা অনেক ভালো লাগলো।
ধন্যবাদ
ভাই খাইছেন কমপক্ষে ১৫০০/ টাকার, আলহামদুলিল্লাহ।
হা,,হা,,হা,,ভাল বলসেন ভাই
🤣😂
Aii bochor inshaallah porikkhar por jaoa hobe inshaallah
ইনশাআল্লাহ,, ঘুরে আসেন
price to service oshadharon :)
Vaiyya apnr kotha golo onec sundor
Thanks a lot
খাওয়ার আগে" বিসমিল্লাহ " বলে খাওয়া 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻ভালো লেগেছে, request to bus owner, plz try to avoid indian products, eye catching interior look, lot of advantage in passenger service as 5 star luxury
মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাই আপনার ভিডিও এর অপেক্ষা করতে করতে মাথার চুল পেকে গেছে😭😭
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আসলে পেশাগত কারণে এবং ব্যস্ততার জন্য আমার পক্ষে ভিডিও বানানো অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে।
তাই চেষ্টা করি সঠিক মান ঠিক রেখে ভিডিও বানাবার।
তাই আসলে ভিডিও বানাতে শেষ পর্যন্ত অনেক বেশি দেরি হয়ে যায়।
আপনারা আমাদের ভিডিও দেখেন, এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তি আপনার জন্য অনেক শুভকামনা।
@@dr.salmanmahiruhulkowser9812 ❤️❤️❤️❤️
ভাইয়া আরো ভালো ভিডিও চাই,, আপনার করা ভিডিও খুব ভালো লাগে
MARVELOUS VIDEO VHAIA. YOU ARE AMAZING PERSON. THIS VIDEO WAS AWESOME . THANKS A BUNCH.
Thanks a lot Brother
Alhamdulillah 🤲🏻 with ☺ Wife 🎈
Khub shundor hoise 🔥🖤💕
অনেক অনেক ধন্যবাদ
Oposthapon kubi valo laglo. Masaallah
অনেক অনেক ধন্যবাদ
স্লিপিং বাসে অবশ্যই একটা অস্থায়ী টয়লেট থাকা খুবই দরকার।।।
Agreed
Apnader to pant er chain khule diye don ta ta ber kore diye prosab korano o lok thaka dorkar
সহমত
কোনকিছুতে ,মন ভরে না আপনাদের।
শেষে উদাহরণ টা খুব ভালো লাগলো
What a review? I love you
Thanks a lot
Your videos are good.But kisu clip age piche krle valo hoto
Top notch!!💚✌️
সেরাদের চেয়ে ও সেরা হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ মিনহাজ ভাই
It's really very good......
thanks a lot
আপনার কথা গুলো ভালো লাগে, মানে কন্ঠটা ভালো এবং কথা গুলো গুছিয়ে বলেন
Onk valo laglo👍👍
আপনার বয়েছ টা অনেক সুন্দর
অনেক ধন্যবাদ