৯০ দশকে এই গান গুলো শুনার জন্য কত পাগল ছিলাম তা বলার অবকাশ নাই। তখন ফিটা ক্যাসেটের সে কি ডিমান্ড! অবসকিউওর, রেঁনেসা, ডিফারেন্ট টাচ, এলআরবি এর গানগুলোই ছিলো তখনকার নতুন প্রজন্মের মুখে মুখে।
চমৎকার! বাবা মেয়ের পরিবেশনায় সেই কৈশরের দিনগুলোতে ফিরে গেলাম আবার।শুভকামনা রইল আর আফসোস এই জেনারেশনের জন্য যারা কখনোই জানবে না কি দারুন সময় কেটেছে আমাদের ৮০/৯০ এর দশকের প্রজন্মের!
চমৎকার! বাবা মেয়ের পরিবেশনায় সেই কৈশরের দিনগুলোতে ফিরে গেলাম আবার।শুভকামনা রইল আর আফসোস এই জেনারেশনের জন্য যারা কখনোই জানবে না কি দারুন সময় কেটেছে আমাদের ৮০/৯০ এর দশকের প্রজন্মের! pappu noakhali
আহারে!!!!! সে সময়। অবসকিওর আর টিপু ভাই।তখন এরকম গান মাঝে মাঝেই আমরা পেতাম। এখনও কত ভাল লাগে এসব গান শুনলে। এখনও টিপু ভাই কিরকম ভাল গান গায়। আর অসাধারণ হয়েছে অাজকের আয়োজন, কম্বিনেশন। ধন্যবাদ সাবিহাকে এরকম সুন্দর গান গাওয়া আর বাঁশি বাজানোর জন্য। ধন্যবাদ সবা্্িকে। টিপু ভাই আপনার কন্ঠে একটা অন্যরকম জাদু ছিল, আছে। বেঁচে থাকুন টিপু ভাই আমাদের মাঝে অনেক অনেক বছর।
প্রতিরাতেই এই গান শুনি। একবার না, বারবার। যতক্ষণ জেগে থাকি। মূলত বেদনাগুলোর সাথে খেলি। ফাবিহা আর তার বাঁশি- গানটাকে আলাদা এক আবেশে জড়িয়ে রেখেছে। অবসকিউর ভালোবাসার সাম্পানে ভেসেই চলুক।।
পাবীহা আপনী এতো সুদ্নর করে বাশি বাজান আপনী হয় তো জানেন না আপনী কি গান গেয়েছে এবং কি বাশি বাজিয়েছেন কারন ঈনিশ বছরে এই ভাবে রীদয়ের গবীর থেকে এই সুর নিয়ে আসা এট াসত্তই গড গিফটেট ভালো থাকবেন। আর একটু কথা আপনী বিদেশ থেকেও বাংলাকে যেভাবে রীদয়ের গবীরে স্থান দিয়েছন সেটাকে দরে রাখার নামই হলো পেম আমি ও আমার দশটাকে অনেক বালোবাসি এভাবেই ভালোবেসে ষাবেন এই কামনায়
এক মঞ্চে 2 প্রজন্ম দেখতে পেরে খুব খুশি! অসাধারণ! শুভ কামনা ফাবিহা। তাই আমাদের "বাংলা ব্যান্ড - Obscure" এর ভবিষ্যত দেখে অত্যন্ত খুশি । শুভকামনা রইল এবং একই প্ল্যাটফর্মে আপনার ২য় প্রজন্মের ব্যান্ড সদস্যদের সাথে আপনাকে আরও বেশি করে দেখার আশা করছি। এভাবেই বেছে তাক অসাধারণ প্রিয় কাল জয়ী গান গুলো ! অনেক অনেক ধন্যবাদ
1990te ei gan ta prothom sunechilam. Jotobar suntam totobar e khub valo lagto. Aj 32years por abar gan ta sunlam. Mone hoche sei 90 er dosoke hariye gechi.
অসাধারণ, কৈশোরের শুরু থেকে টিপু ভাই এর গানের ভীষণ ভক্ত আমি। গানটির শ্রবনে সাংঘাতিক ভাবে নস্টালজিক হয়ে পড়ি। মনের পর্দায় ভেসে উঠে আমার কৈশোর আর যৌবনের প্রারম্ভের দিনগুলোর কথা।
গানটা আর কত বার শুনলে আমার কম শুনতে ইচ্ছে করবে আমি জানি না। এতো ভালো লাগে কেন জানি না দু'জন কে আর আপুর ভয়েজ বাংলাদেশের এমন একজন আছে যে সেরা গায়ক হতে চাচ্ছে আগামীতে শুভকামনা রইলো
আমার জীবনের সবচাইতে পছন্দের গান “মাঝ রাতে চাঁদ”। অসংখ্য ধন্যবাদ স্যার এরকম একটি গান উপহার দেওয়ার জন্য। অবসকিউর ব্যান্ডের জন্য শুভকামনা ❤️💕❤️ভালোবাসা নিরন্তর❤️💕❤️
গানটার জন্ম ১৯৮৬ সালে, অবসকিউর এর প্রথম এলবামে (Obscure Vol-1, সাইড B এর দুই নাম্বার গান)। সে হিসেবে এর বয়স ৩৮ বছর। ভাবা যায়? ৩৮ বছর ধরে একটা গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একইরকম মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে।
কৈশোর এবং প্রথম যৌবনের অনেক আবেগ, ভালোবাসা এবং স্মরণীয় কিছু স্মৃতি জড়িত আছে এই গানটির সাথে। ফাবিহা সহ অবসকিওরের সকল সদস্যের জন্য রইল অফুরন্ত ভালোবাসা
People from the 80s and 90s will not ever get tired of listening to this song, even for a million times! Fabulous performance - Tipu Bhai, Fabihah, and other members.
এই গানগুলোর সাথে মিশে আমার সেই শৈশবের স্মৃতি,আরো মিশে আছে আমার ভালবাসার মানুষটার স্মৃতি। এই গানগুলো শুনলে সে শৈশব সে তুমি এখনও চোখের সামনে ভাসমান হয়ে থাকে। 😰😰😰😰
আমার সব থেকে ফেভারিট একটা গান যখনি মন খারাপ হয় বাসার ছাদে উঠে গান বক্সে ছেড়ে দিয়ে নিজও সাথে সাথে গাওয়ার চেষ্টা করি,,,,এমনও দিন গেছে যে এই একটা গান রাত ১১টা,থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা শুনেছি,,, আপনাদের সবাইকে অসংখ্য ধন্য,,এমন একটা গান আমাদের উপহার দেবার জন্য। পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ থাকুন,,ভালো থাকুন,,সুখে থাকুন,,এই কামনা করি।। ভালোবাসা অবিরাম।।
Bapre baap . First line of the song and the way she start I wasn’t ready for that . Hearing from her first time it was really surprising . Best of luck with your future . May Allah bless you 100 years fabiah
সেই ছোটবেলাতে এই গান অনেক প্রিয় ছিলো আর আজকে সেই প্রায় দুই যুগ পর একদম ভিন্নভাবে শুনে অনেক ভালো লাগলো যেটা আবারো অনেক বছর পর্যন্ত মনে থাকবে। ধন্যবাদ বাবা মেয়ে মিলে এতো সুন্দর করে গানটা গেয়েছেন তার জন্য 😍😍
নামটা খুব সুন্দর ,,, ফাবিহা আশা করছি গাইতে গাইতে এক সময় গিয়ে অনেক ভাল করবে। তবে টিপু ভাই টিপু ভাই ,, তার সাথে তুলনা করাটাও আসলে উচিত না । কারণ টিপু হল আলাদা সত্বা আলাদা সুর ,,যা সেই আমার শৈশব এ যেমন কন্ঠ সেই সুর সেই কন্ঠ আসলে একজন ভাল মানের শিল্পই এমন যারা যুগ যুগ কাল কাল বেঁচে থাকেন , আর থাকবেন ! অত্যন্ত ভালবাসা রইল !!
এই গান যত বার শুনি মন চায় আরও শুনি আর শুনি, এতটা ভালো লাগা গান আরও আছে তার পরও এই গান কোন অংশে কম নয়, তবে কষ্ট লাগে আগের মতো এখন আর গান আসছেনা, পুরনো গান গুলোই সেরা
কি বলবো বা কি লিখবো বুঝতে পারছিনা কিন্তু একটি কথা বলতে চাই অসাধারণ একটি গান এবং আমার আজ অনেক দিন পর গানটা দেখে চোখের কোনে এক ফোটা পানি জমে গেলো জানি না এটা কস্টের না সুখের এবং বাবা এবং মেয়েকে জানায় মন থেকে ভালোবাসা...!!!
ছোট বেলা থেকেই এই গান টা আমার খুব পছন্দের, কতবার শুনেছি ,কতবার এই গানের প্রেমে পড়েছি বলে বোঝাতে পারবো না। আজকের বাবা, মেয়ের পরিবেশনও চমৎকার হয়েছে, ফাবিহার জন্য অনেক শুভ কামনা রইল।
আহ সত্যিই অসাধারণ। বাবার চাইতে মেয়ে যেন আরো কয়েকধাপ উপরে…💜 ফাবিহা মা, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, যেন বাবাকে ছাড়িয়ে আরো অনেক দূরের নক্ষত্র ছুতে পারো… ভালো থেকো মা। ভালোবাসা রইলো।
আমি হারিয়ে গেছিলাম সেই ছোট বেলায়, যখন বড় ভাইয়েরা এগান গুলো শুনতো তখন আস্তে আস্তে আমরাও অনেক ভালো লাগতো এগান গুলো, সেখান থেকে আমিও এগান গুলোর বক্ত হয়ে যাই,, আগের গান গুলো অনেক সুন্দর ছিলো।
আমার জন্মের আগের গান ছোট বেলা শুনতাম বড় ভাইয়া বাজাতো ্আমি যখন বুঝতে শিখলাম তখন আমার ও ভালো লাগতে শুরু করলো আজ আমি ২ছেলের মা এখনো এই গান গুলো শুনি আগের গান গুলো সত্যি অসাধারণ.
৯০ দশকে এই গান গুলো শুনার জন্য কত পাগল ছিলাম তা বলার অবকাশ নাই। তখন ফিটা ক্যাসেটের সে কি ডিমান্ড!
অবসকিউওর, রেঁনেসা, ডিফারেন্ট টাচ, এলআরবি এর গানগুলোই ছিলো তখনকার নতুন প্রজন্মের মুখে মুখে।
💞
অনেক পছন্দের গান আমার। আমার মামুনিরাও দেখবে আশা করি বড় হলে। ওদের সাথে ওদের পাপাও গানটি বাসায় গেয়ে সময় কাটিয়েছে। মামুনি নুসাইবা আর নাবহানকে উৎসর্গ করলাম গানটিকে।
কমেন্ট রেখে গেলাম ১০ বছর পর আমার সন্তানরা ও দেখবে তাদের বাবার পছন্দের গান গুলো,এভাবেই বেছে তাক প্রিয় কাল জয়ী গান গুলো 🤍❤️💙
Best bro
Bro nice
Chomotkar sei 90 er gaangulo!! Fire jai sei somoytay.
@@emdadulteernammia7102 😄
99999999
Fabiha maa tomr jonno onek onek shuvo kamona❤
চমৎকার! বাবা মেয়ের পরিবেশনায় সেই কৈশরের দিনগুলোতে ফিরে গেলাম আবার।শুভকামনা রইল আর আফসোস এই জেনারেশনের জন্য যারা কখনোই জানবে না কি দারুন সময় কেটেছে আমাদের ৮০/৯০ এর দশকের প্রজন্মের!
Absulately right Vai.
আসলে 80/90দশক ভূলেতে ছাইলেও ভূলা যায় না ।💕💕💕👍
Absolutely right you say bro
কে বাবা মেয়ে না বুঝে কমেন্ট করো কেন মিয়া
My fav song forever.
Mon khrp hle akjn ai gan ta sunato r mon vlo hoye jato kinto akhn aka akai suni.
বাবা মেয়ের পরিবেশন দেখে মনটা ভরে গেলো, সেই ৯০ এর দশকে হারিয়ে গেলাম। অভিনন্দন , সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Baba. meye. Ki balbo ato valo laglo sei 90 chale gelam. Darun.darun.
একটা মেয়ে এতো সুন্দর করে বাঁশের বাসি বাজাতে পারে এই গানটা না দেখলে যানতাম না আর টিপু ভাই এর কথা কি বলবো এক কথায় অসাধারণ
Good
আহ! অবসকিউর! আহ টিপু ভাই!
আমাদের জন্য ভবিষ্যত রেখে গেলেন।
শুভকামনা রইলো ফাবিহা। 😍😍
আসলে এটাই সুস্থ সংস্কৃতি। বাবা মেয়েও একসাথে কি অসাধারণ পরিবেশনা। ❣️❣️
ভুল হয়েছে তারা বাবা মেয়ে নয়।
@@kazizahid6219 তাহলে কি?
@@RishadulIslam-vb7wf শুরুর দিকের আলোচনা মন দিয়ে শুনুন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন।
কমেন্ট এ লিখে গেলাম আজ থেকে ১৫ থেকে ২০ বছর পরের ভবিষ্যৎ প্রজন্ম ও এই গানের প্রেমে পড়ে যাবে❤
ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো, বাবা মেয়ের বন্ধন টা অনেক মধুর। গানটার মধ্যে নতুন প্রাণ চলে আসছে এবং দুজনের কম্বিনেশনটা অনেক অনেক স্ট্রং। ধন্যবাদ
রাইট
Unar friend er meye, unar meye na.
Vie tipu vie ar mea to na fabiha
Jiboner pothom ai ganta FM a shunshilam❤
চমৎকার! বাবা মেয়ের পরিবেশনায় সেই কৈশরের দিনগুলোতে ফিরে গেলাম আবার।শুভকামনা রইল আর আফসোস এই জেনারেশনের জন্য যারা কখনোই জানবে না কি দারুন সময় কেটেছে আমাদের ৮০/৯০ এর দশকের প্রজন্মের!
pappu
noakhali
ঠিক এই সময়ের কয়েকদিন পরেই ২০১৯ সালের ডিসেম্বরে ম্যাম কক্সবাজার এ আমাদের সাথে পারফর্ম করেছে।।।
আহারে!!!!! সে সময়। অবসকিওর আর টিপু ভাই।তখন এরকম গান মাঝে মাঝেই আমরা পেতাম। এখনও কত ভাল লাগে এসব গান শুনলে। এখনও টিপু ভাই কিরকম ভাল গান গায়। আর অসাধারণ হয়েছে অাজকের আয়োজন, কম্বিনেশন। ধন্যবাদ সাবিহাকে এরকম সুন্দর গান গাওয়া আর বাঁশি বাজানোর জন্য। ধন্যবাদ সবা্্িকে। টিপু ভাই আপনার কন্ঠে একটা অন্যরকম জাদু ছিল, আছে। বেঁচে থাকুন টিপু ভাই আমাদের মাঝে অনেক অনেক বছর।
পুরাতন দিনের কথা মনে গেল
প্রতিরাতেই এই গান শুনি। একবার না, বারবার। যতক্ষণ জেগে থাকি। মূলত বেদনাগুলোর সাথে খেলি। ফাবিহা আর তার বাঁশি- গানটাকে আলাদা এক আবেশে জড়িয়ে রেখেছে। অবসকিউর ভালোবাসার সাম্পানে ভেসেই চলুক।।
পাবীহা আপনী এতো সুদ্নর করে বাশি বাজান আপনী হয় তো জানেন না আপনী কি গান গেয়েছে এবং কি বাশি বাজিয়েছেন কারন ঈনিশ বছরে এই ভাবে রীদয়ের গবীর থেকে এই সুর নিয়ে আসা এট াসত্তই গড গিফটেট ভালো থাকবেন। আর একটু কথা আপনী বিদেশ থেকেও বাংলাকে যেভাবে রীদয়ের গবীরে স্থান দিয়েছন সেটাকে দরে রাখার নামই হলো পেম আমি ও আমার দশটাকে অনেক বালোবাসি এভাবেই ভালোবেসে ষাবেন এই কামনায়
।
৯০ এ ঢাবি ক্যাম্পাসে অবসকিউরের গান শোনার জন্য অপেক্ষায় থাকতাম।
JU :-)
Amr khub khub preo akti gan..subo kamona roilo sir apnr Meyer jonne.
এই গান গুলি শুনলে মনে হয় আগের দিন গুলো কি যে ভালো আছিল তা ভুলার মত না। গান শুনি পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।
টিপু ভাই একজন সাইলেন্স ভদ্রলোক ১৯৯০ সাল থেকে তার গান শুনছি যখন হাইস্কুলে পড়ি এখনও শুনে যাচ্ছি ওয়েলডান ভালো থাকেন.আল্লাহ হাফেজ
এক মঞ্চে 2 প্রজন্ম দেখতে পেরে খুব খুশি! অসাধারণ! শুভ কামনা ফাবিহা। তাই আমাদের "বাংলা ব্যান্ড - Obscure" এর ভবিষ্যত দেখে অত্যন্ত খুশি । শুভকামনা রইল এবং একই প্ল্যাটফর্মে আপনার ২য় প্রজন্মের ব্যান্ড সদস্যদের সাথে আপনাকে আরও বেশি করে দেখার আশা করছি। এভাবেই বেছে তাক অসাধারণ প্রিয় কাল জয়ী গান গুলো ! অনেক অনেক ধন্যবাদ
কমেন্ট রেখে গেলাম অনেকদিন পর আসলে হয়তো আবার স্মৃতিরা নাড়া দেবে স্মৃতি
বাবা - মেয়ের দূর্দান্ত পারফর্মেন্স। মনছুঁয়ে গেলো।শুভ কামনা ফাবিহা ❤️❤️
টিপুর মেয়ে না
Zerin Afreen // উনারা বাবা মেয়ে না
@@sobuzgreen7092 fantastic
👩❤️👩👩❤️👩👩❤️👩
আসলেই ভালো লাগলো অনেক।
1990te ei gan ta prothom sunechilam. Jotobar suntam totobar e khub valo lagto. Aj 32years por abar gan ta sunlam. Mone hoche sei 90 er dosoke hariye gechi.
অসাধারণ, কৈশোরের শুরু থেকে টিপু ভাই এর গানের ভীষণ ভক্ত আমি। গানটির শ্রবনে সাংঘাতিক ভাবে নস্টালজিক হয়ে পড়ি। মনের পর্দায় ভেসে উঠে আমার কৈশোর আর যৌবনের প্রারম্ভের দিনগুলোর কথা।
akta somoi a gan suntam.ki vabe je haria gelo sei dinguli.....27.06.22
গানটা আর কত বার শুনলে আমার কম শুনতে ইচ্ছে করবে আমি জানি না। এতো ভালো লাগে কেন জানি না দু'জন কে
আর আপুর ভয়েজ বাংলাদেশের এমন একজন আছে যে সেরা গায়ক হতে চাচ্ছে আগামীতে শুভকামনা রইলো
Fabihar jonno onek onek valobasha ar doa... Valo teko ar babar ke daron koro..... 💗💗💗
আমার জীবনের সবচাইতে পছন্দের গান “মাঝ রাতে চাঁদ”। অসংখ্য ধন্যবাদ স্যার এরকম একটি গান উপহার দেওয়ার জন্য। অবসকিউর ব্যান্ডের জন্য শুভকামনা ❤️💕❤️ভালোবাসা নিরন্তর❤️💕❤️
গানটার জন্ম ১৯৮৬ সালে, অবসকিউর এর প্রথম এলবামে (Obscure Vol-1, সাইড B এর দুই নাম্বার গান)। সে হিসেবে এর বয়স ৩৮ বছর। ভাবা যায়? ৩৮ বছর ধরে একটা গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একইরকম মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে।
কৈশোর এবং প্রথম যৌবনের অনেক আবেগ, ভালোবাসা এবং স্মরণীয় কিছু স্মৃতি জড়িত আছে এই গানটির সাথে। ফাবিহা সহ অবসকিওরের সকল সদস্যের জন্য রইল অফুরন্ত ভালোবাসা
Mone Rakhar Moto, Thanks Fabiha
কতটা ভদ্র আচরণ হতে পারে একটা মানুষের 💌💌 কোনো অশালীন,, কোনো মাদক,,,কোনো গালাগালি ছাড়াও শিল্পী হওয়া যায়,,, এটাই তার প্রমান
এটা আমার জীবনে প্রথম পুরোটা লিরিক্স মুখস্ত করা গান। অসাধারণ বাঁশি।
আমার ও।
ওনার সাথে আমার একটা মিল আছে
কাল সারারাত গান টা আমার অনেক প্রিয়
আসা করি আপনি বুঝতে পারছেন...
টিপু ভাই আমাদের খুলনার গর্ব।।ভালবাসা অবিরাম।।
বাবা মেয়ের দারুন কম্বেনশন দেখলাম। ফাবিহার জন্যে অনেক অনেক শুভ কামনা রইলো।
যোগ্য বাবার যোগ্য মেয়ে। চমৎকার পরিবেশনা। দারুন উপভোগ করলাম
এত অল্প বয়সে টিপু ভাইয়ের মতো একজন লিজেন্ড এর সাথে কাজ করা খুবই সৌভাগ্যের ব্যাপার।
যারা ভাবছেন ওরা দুইজন বাবা-মেয়ে, তাদের জন্য সমবেদন!😊
খুব ভালো লাগলো শ্রদ্ধেয় টিপু ভাই আর উনার মিষ্টি ছোট্ট মেয়েটার গান শুনে।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
চমৎকার,,, টিপু ভাইয়ের গান আমি অনেক শুনেছি সেই 33 বছর আগে এখন বাবা মেয়েকে দেখে খুবই ভালো লাগতেছে,, দোয়া রইল❤❤❤❤
বাবা মেয়ের দারুণ সংমিশ্রণ দেখলাম। খুবই ভালো লাগলো। এই গানগুলো অনেক অতীত স্মৃতি মনে করিয়ে দেয়।
Vie fabiha tipu vie ar mea na but akhane kaka &vatiji
এখন রাত ৩ টা বাজে টিপু ভাই এ-র গানটি শুনতেছি আর সেই ৯০ দশকের কথা মনে পরে গেল এই গান শুনতাম আর কতটা রোমাঞ্চ আর কত রকম আবেগ ছিল তখন।
Excellent performance, Fabi is not only her parents pride but also pride of Our Nation.
Proud of you!
এই গানটা বাংলাভিশনে শুনার পর কতো যে খুঁজেছিলাম,তখন স্মার্ট ফোন এতো ছিলো না সবার কাছে,
ঐ দিন গুলোর গান গুলো কখোনো পুরাতন হবে না।
কোথায় গেলো সোনালী দিন গুলো।
টিপু ভাইকে খুলনা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই । 80-90 is the best music period ever in bangladesh.
এই গানটা শুধু টিপু ভাইয়ের গলাতেই ভালো মানায়।এই গান যখন শুনি নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ি,ফিরে পেতে চাই কৈশোরের দিন গুলোকে
বাবা মেয়ের অসাধারণ উপস্থাপনা। পছন্দের গানটা এভাবে শুনে হৃদয় জুড়িয়ে গেল। টিপু ভাইকে অনেক অনেক সালাম এবং শ্রদ্ধা।
জানিনা কেনো আজ অনেক দিন পরে গানটি শুনে মনের অজান্তে নিরবেই দুচোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো।
Projonnm theke projonnm dhore thakok ei ghan
আমাদের ৯০ দশক ছিল বাংলার ইতিহাসের সেরা দশক।
90 er doshok
Fantastic 🎶🎶🎶
Music of highest order. A timeless masterpiece ❤️❤️❤️
Congrats to both Tipu Sir and his daughter 👏👏👏
বাবা মেয়ের গান অসাধারণ। বহুবার শুনছি। যদিও ছোট বেলা থেকে গানগুলি শুনেছি। মনে হয় নতুন করে আবার স্কুল ফিরে জীবনে ফিরে এলাম।ধন্যবাদ বাবা মেয়ে কে।
৯৪ ৯৫ সালের দিকে এই গানগুলা শোনার জন্য অস্থির হয়ে থাকতাম কখন রাত আসবে আর এই গান শুনবো
Just woww...baba r maya eki monche ek shathe eto sundor ekta gan gache sotti osadharon performance...
1k final comment....love this song...love fabiha❤
People from the 80s and 90s will not ever get tired of listening to this song, even for a million times! Fabulous performance - Tipu Bhai, Fabihah, and other members.
অসম্ভব সুন্দর ফাবিহাকে ধন্যবাদ, সাথে টিপু ভাই কে
এই গানটি আমার ভিশন পছন্দের 🥰।।
বাবা, মেয়ের কন্ঠে অন্য রকম এক ফ্লেভার খুজে পেলাম🥰🥰
শুভকামনা রইল...
চমৎকার!
অসাধারণ, শুরু থেকে টিপু ভাই এর গানের ভীষণ ভক্ত আমি।
নাটোরের তুলিকে এই গানটা কম করে এক লক্ষ বার গেয়ে সুনিয়েছি।মিস ইউ তুলি।
এই গানগুলোর সাথে মিশে আমার সেই শৈশবের স্মৃতি,আরো মিশে আছে আমার ভালবাসার মানুষটার স্মৃতি।
এই গানগুলো শুনলে সে শৈশব সে তুমি এখনও চোখের সামনে ভাসমান হয়ে থাকে। 😰😰😰😰
আমার সব থেকে ফেভারিট একটা গান
যখনি মন খারাপ হয়
বাসার ছাদে উঠে গান বক্সে ছেড়ে দিয়ে নিজও সাথে সাথে গাওয়ার চেষ্টা করি,,,,এমনও দিন গেছে যে এই একটা গান রাত ১১টা,থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা শুনেছি,,,
আপনাদের সবাইকে অসংখ্য ধন্য,,এমন একটা গান আমাদের উপহার দেবার জন্য।
পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ থাকুন,,ভালো থাকুন,,সুখে থাকুন,,এই কামনা করি।।
ভালোবাসা অবিরাম।।
গানটা ছোটথেকে শুনছি তারপরে অনেক ফাস্ট কেনো যানি ভালোলাগে আবেক ধরে রাখতে পারিনা--- নতুন অতিথিকে স্বাগতম--সে আরো অনেক বড়হোক
এরকম গান হয়তো আর হবেনা কোন প্রজন্মে
Just awesome
কোনো কথা হবে না, লাই দিয়ে পাশে থাকুন। 😍😍😍😘😘😘😘 best voice....
Fabihar jonno shuvo kamona roilo..
Bapre baap . First line of the song and the way she start I wasn’t ready for that . Hearing from her first time it was really surprising . Best of luck with your future . May Allah bless you 100 years fabiah
চমৎকার! বাবা মেয়ের পরিবেশনায় সেই কৈশরের দিনগুলোতে ফিরে গেলাম আবার।শুভকামনা রইল .
সেই ছোটবেলাতে এই গান অনেক প্রিয় ছিলো আর আজকে সেই প্রায় দুই যুগ পর একদম ভিন্নভাবে শুনে অনেক ভালো লাগলো যেটা আবারো অনেক বছর পর্যন্ত মনে থাকবে। ধন্যবাদ বাবা মেয়ে মিলে এতো সুন্দর করে গানটা গেয়েছেন তার জন্য 😍😍
90 দশকের সেই গানগুলো শুনলে এখনো কলেজ জীবনের কথা মনে পড়ে ধন্যবাদ জানাই অবসকিউরের টিপু ভাই এবং উনার মেয়েকে শৈশবের দিনগুলো মনে করে দেওয়ার জন্য।
নামটা খুব সুন্দর ,,, ফাবিহা আশা করছি গাইতে গাইতে এক সময় গিয়ে অনেক ভাল করবে। তবে টিপু ভাই টিপু ভাই ,, তার সাথে তুলনা করাটাও আসলে উচিত না । কারণ টিপু হল আলাদা সত্বা আলাদা সুর ,,যা সেই আমার শৈশব এ যেমন কন্ঠ সেই সুর সেই কন্ঠ আসলে একজন ভাল মানের শিল্পই এমন যারা যুগ যুগ কাল কাল বেঁচে থাকেন , আর থাকবেন ! অত্যন্ত ভালবাসা রইল !!
ফিরিয়ে দাও আমার সেই দিন গুলি
বিনিময়ে কি চাও বলো ৯০ থেকে ২০০৫
দুর্দান্ত পারফরম্যান্স। আমাদের এই প্রজন্মকে আবার আগের জায়গাটা ধরে রাখতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোমাদের প্রতি।
এই গানটা শুধু টিপু ভাইয়ের কন্ঠেই বেষ্ট !! এই গানটা শুধু টিপু ভাইয়ের জন্যই সৃষ্টি হয়েছে । Legendary Singer....God bless you.
Fabiha...wow...such a brilliant young star she is....a perfect blooming of an excellent garden...All the very Best wishes.
5t7
আমার কুভ প্রিয় একটা গান।
আমার শৈশবের ঘুমপাড়ানি মাসি- পিশি টিপু ভাই। যার গান না শুনলে ঘুমাতে পারতাম না।
এই গান যত বার শুনি মন চায় আরও শুনি আর শুনি, এতটা ভালো লাগা গান আরও আছে তার পরও এই গান কোন অংশে কম নয়, তবে কষ্ট লাগে আগের মতো এখন আর গান আসছেনা, পুরনো গান গুলোই সেরা
জে জত কথাই বলুক না কদন,এই গানটা শুধু টিপু ভাইয়ের গলাতেই ভালো মানায়।এই গান যখন শুনি নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ি,ফিরে পেতে চাই কৈশোরের দিন গুলোকে
So talented girl,ganer gola khub e valo and bashi bajano seta out of world...Ajk theke fan hoye gelam...
অনেক সুন্দর কন্ঠ ফাবিহা💕💕
শুভকামনা রইলো, বাবা মেয়ের জন্য।কত রাত জেগে শুনেছিলাম অবসকিউরের গান,আজও শুনতেছি।
কি বলবো বা কি লিখবো বুঝতে পারছিনা কিন্তু একটি কথা বলতে চাই অসাধারণ একটি গান এবং আমার আজ অনেক দিন পর গানটা দেখে চোখের কোনে এক ফোটা পানি জমে গেলো জানি না এটা কস্টের না সুখের এবং বাবা এবং মেয়েকে জানায় মন থেকে ভালোবাসা...!!!
Choto belar kotha mone porei chokhe pani ashe jai. Ki shundor shei din guli silo !!😌
@@nusratsharif8080 একদম সঠিক কথা বলেছেন আপনি,, আপনাকে অসংখ্য ধন্যবাদ তারসাথে আমার পক্ষ থেকে আপনার জন্য রহিলো শুভকামনা..!!!
ছোট বেলা থেকেই এই গান টা আমার খুব পছন্দের, কতবার শুনেছি ,কতবার এই গানের প্রেমে পড়েছি বলে বোঝাতে পারবো না। আজকের বাবা, মেয়ের পরিবেশনও চমৎকার হয়েছে, ফাবিহার জন্য অনেক শুভ কামনা রইল।
আহ সত্যিই অসাধারণ।
বাবার চাইতে মেয়ে যেন আরো কয়েকধাপ উপরে…💜
ফাবিহা মা,
তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, যেন বাবাকে ছাড়িয়ে আরো অনেক দূরের নক্ষত্র ছুতে পারো…
ভালো থেকো মা।
ভালোবাসা রইলো।
অসাধারণ সুন্দর মামনি। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
বাঁশি আর ফাবিহা আপুর কন্ঠের দুইটা সমন্বয়ে গানটা আরো বেশী ভালো লাগলো♥
আশির দশকে কলেজের ছাত্র ছিলাম ,তখন গানগুলো শুনতাম
বাট আমার তো মনে হয় এই এলব্যাম ৯০ দশকের। যদিও আমার জন্ম ৮৯ এ
অসাধারন কন্ঠে সুন্দর একটি গান শুনালেন ফাবিহা!ধন্যবাদ টিপু ভাই কে!
আমি হারিয়ে গেছিলাম সেই ছোট বেলায়, যখন বড় ভাইয়েরা এগান গুলো শুনতো তখন আস্তে আস্তে আমরাও অনেক ভালো লাগতো এগান গুলো, সেখান থেকে আমিও এগান গুলোর বক্ত হয়ে যাই,,
আগের গান গুলো অনেক সুন্দর ছিলো।
আমার জন্মের আগের গান ছোট বেলা শুনতাম বড় ভাইয়া বাজাতো ্আমি যখন বুঝতে শিখলাম তখন আমার ও ভালো লাগতে শুরু করলো আজ আমি ২ছেলের মা এখনো এই গান গুলো শুনি আগের গান গুলো সত্যি অসাধারণ.
P9
Older l9😢used o😮😢p99o99
প্রতিভাবান কিন্তু কত সহজসরল মনোভাব...
শুভ কামনা ফাবিহা
We are 90s kids so love obscure! N Fabiha is great ❤ welcome
Me also 😘