বুদ্ধি ভালো, তবে কাচা মাল অর্থাৎ চাল,ডাল,তেল, সবজি এগুলো আশ্রয়কেন্দ্রগুলোতে দিলে বেশি ভালো হয়। সেখানে রান্নাবান্নার ব্যাবস্থা করে দিলে ত্রাণ সেখানে না দিয়ে ভেসে যাওয়া জায়গাগুলোতে আটকে পড়া মানুষজনের কাছে পৌঁছাতে পারে। এ মুহুর্তে রেস্কিউ করা যাচ্ছেনা অনেক জায়গায়। সেখানে শুকনা খাবারের বিকল্প সত্যিই নেই। সেই শুকনা খাবারটা পর্যন্ত যাচ্ছে না কিছুক্ষেত্রে। বিষয়টা নিয়ে ভাবার জন্য অনুরোধ করছি।
বানভাসি ভাই বোনদের সাহায্য করার জন্য
Bkash 01738056589
Nagad 01303187388
ভাইয়া already পাঠিয়েছি ১০০০ টাকা বিকাশে। লাস্ট digit 22. আশা করি পেয়েছেন। আপনার জন্য অনেক দুয়া রইল।
Vaiya apni ar hulkenstein a kaj koren na?
বুদ্ধি ভালো, তবে কাচা মাল অর্থাৎ চাল,ডাল,তেল, সবজি এগুলো আশ্রয়কেন্দ্রগুলোতে দিলে বেশি ভালো হয়। সেখানে রান্নাবান্নার ব্যাবস্থা করে দিলে ত্রাণ সেখানে না দিয়ে ভেসে যাওয়া জায়গাগুলোতে আটকে পড়া মানুষজনের কাছে পৌঁছাতে পারে।
এ মুহুর্তে রেস্কিউ করা যাচ্ছেনা অনেক জায়গায়। সেখানে শুকনা খাবারের বিকল্প সত্যিই নেই। সেই শুকনা খাবারটা পর্যন্ত যাচ্ছে না কিছুক্ষেত্রে। বিষয়টা নিয়ে ভাবার জন্য অনুরোধ করছি।
as sunnah foundation e donate korleito hoi. eto jhamelar dorkar ki
যেখানে সেখানে টাকা পাঠাবেন না। এগুলির অনেক ভুয়াও হতে পারে।