আপনাদের ওখানে তো পূজা উপলক্ষে চাঁদা নেয় আর আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোষা ক্যাডাররা কোনো কারণ ছাড়াই বাস,ট্রাক থেকে চাঁদা নেয়। এর জন্য কাঁচা বাজারের দাম বেড়ে যায়, বাস ভাড়া বেড়ে যায়। আপনারা ভাবতেও পারবেন না যে বাংলাদেশে কী পরিমাণ চাঁদাবাজি হয়। সাধারণ মানুষের দৈন্দিন জীবনে এর প্রভাব পরে। এজন্যই এবার মানুষ ইসলামিক দলগুলোর প্রতি বেশি ঝুঁকেছে। ইসলামিক দলের যারা প্রতিনিধি তারা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে এবং আল্লাহকে ভয় করে। অন্তত ৯০% ইসলামিক দলের প্রতিনিধি সৎ থাকার চেষ্টা করে। অন্যদিকে বিএনপি,আওয়ামী লীগের ৯৮% প্রতিনিধি, সদস্য দুর্নীতি, গুম-খুন,দখলদারি, টাকা পাচার,চাঁদাবাজি, ঘুষ ইত্যাদির সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এই বিএনপি আর আওয়ামীলীগ বিভিন্ন সময়ে তারা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসতে দেয় না। বিপদের সময় এরা ভোট কার চুপি করে বিএনপি, আওয়ামীলীগ একে অন্যকে সহায়তা করে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইসলামিক দলগুলো কখনও বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণ করে না। আমাদের এখানে যারা সেলুন দেয় তারা ৮০-৯০% হিন্দু। ঐ সেলুনে হুজুররা চুল কাটতে যায়, আমরাও যাই। যদি কোনো হিন্দুর উপর আক্রমণ হয় সেটা হয়তো রাজনৈতিক কারণে তাও ইসলামিক দলগুলো আক্রমণ করে না। যেমন আওয়ামিলীগের এই ১৭ বছরে অনেক হিন্দু ছিল তাদের উপর যদি আক্রমণ হয়েও থাকে তাহলে সেটা করেছে বিএনপির রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। আমাদের ইসলামে পরিষ্কার বলা আছে এবং প্রাক্টিক্যাল উদাহরণও আছে যে ভিন্নধর্মাবলম্বীদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে এবং সেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিশ্চিত করতে হবে। প্রাক্টিক্যাল উদাহরণ হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ( স :)। তাঁর আাশেপাশে ইহুদি ছিল,মূর্তিপূজারী ছিলো। যতক্ষণ না পর্যন্ত ভিন্নধর্মীরা তাঁকে আক্রমণ করে নি ততক্ষণ পর্যন্ত তিনিও কিছুই বলেন নি। আমাদের মসজিদ,মাদ্রাসার সব লোকদের টাকা দিয়েও এ কাজ করাতে পারবেন না যে সংখ্যালঘুদের আক্রমণ করতে।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ❤
আপনাদের ওখানে তো পূজা উপলক্ষে চাঁদা নেয় আর আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোষা ক্যাডাররা কোনো কারণ ছাড়াই বাস,ট্রাক থেকে চাঁদা নেয়। এর জন্য কাঁচা বাজারের দাম বেড়ে যায়, বাস ভাড়া বেড়ে যায়। আপনারা ভাবতেও পারবেন না যে বাংলাদেশে কী পরিমাণ চাঁদাবাজি হয়। সাধারণ মানুষের দৈন্দিন জীবনে এর প্রভাব পরে। এজন্যই এবার মানুষ ইসলামিক দলগুলোর প্রতি বেশি ঝুঁকেছে। ইসলামিক দলের যারা প্রতিনিধি তারা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে এবং আল্লাহকে ভয় করে। অন্তত ৯০% ইসলামিক দলের প্রতিনিধি সৎ থাকার চেষ্টা করে। অন্যদিকে বিএনপি,আওয়ামী লীগের ৯৮% প্রতিনিধি, সদস্য দুর্নীতি, গুম-খুন,দখলদারি, টাকা পাচার,চাঁদাবাজি, ঘুষ ইত্যাদির সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এই বিএনপি আর আওয়ামীলীগ বিভিন্ন সময়ে তারা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসতে দেয় না। বিপদের সময় এরা ভোট কার চুপি করে বিএনপি, আওয়ামীলীগ একে অন্যকে সহায়তা করে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইসলামিক দলগুলো কখনও বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণ করে না। আমাদের এখানে যারা সেলুন দেয় তারা ৮০-৯০% হিন্দু। ঐ সেলুনে হুজুররা চুল কাটতে যায়, আমরাও যাই। যদি কোনো হিন্দুর উপর আক্রমণ হয় সেটা হয়তো রাজনৈতিক কারণে তাও ইসলামিক দলগুলো আক্রমণ করে না। যেমন আওয়ামিলীগের এই ১৭ বছরে অনেক হিন্দু ছিল তাদের উপর যদি আক্রমণ হয়েও থাকে তাহলে সেটা করেছে বিএনপির রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। আমাদের ইসলামে পরিষ্কার বলা আছে এবং প্রাক্টিক্যাল উদাহরণও আছে যে ভিন্নধর্মাবলম্বীদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে এবং সেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিশ্চিত করতে হবে। প্রাক্টিক্যাল উদাহরণ হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ( স :)। তাঁর আাশেপাশে ইহুদি ছিল,মূর্তিপূজারী ছিলো। যতক্ষণ না পর্যন্ত ভিন্নধর্মীরা তাঁকে আক্রমণ করে নি ততক্ষণ পর্যন্ত তিনিও কিছুই বলেন নি। আমাদের মসজিদ,মাদ্রাসার সব লোকদের টাকা দিয়েও এ কাজ করাতে পারবেন না যে সংখ্যালঘুদের আক্রমণ করতে।
Love 💕 from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩❤❤❤❤❤
খুশি হয়ে গেলাম।
❤❤🇸🇦🇧🇩🇵🇰🇮🇷🇨🇳🇨🇳🇹🇷🇧🇩❤❤
Khuv funny
Sudiptta ki bolcelam apnake...kota na koyley bondu deka o diyona
চান্দা মানে চাঁদা বুঝলেন রিপ্লাই দেন
amnara eto rate keno video den.dile aro 3 gonta age diven. amader ekhane 11, 30 baje
Hey
fast com
চাচা বাড়িঘর এত সাজানো কেন হেনা কোথায়?
go ahead