এই আসা-যাওয়ার খেয়ার কূলে।। Ei asa jaoyar kheyar kule..by..Debanjana Roy।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

  • রাগ: ভৈরবী
    তাল: দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ): ৩ চৈত্র, ১৩২০
    রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ মার্চ, ১৯১৪
    রচনাস্থান: শান্তিনিকেতন
    স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
    পর্যায়: পূজা
    এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি।
    কেউ বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি ॥
    পথিকেরা বাঁশি ভ'রে যে সুর আনে সঙ্গে ক'রে
    তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি ॥
    কার কথা যে জানায় তারা জানি নে তা,
    হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
    সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি,
    তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ॥

ความคิดเห็น • 1

  • @mohammadazizulhaq3007
    @mohammadazizulhaq3007 7 หลายเดือนก่อน

    শিল্পী চমৎকার গেয়েছেন।