ভুটান ভ্রমন | Phuentsholing to Thimphu | Kolkata to Bhutan | Bhutan Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  ปีที่แล้ว +480

    এখনো ট্রিপ শেষ হয়নি.. প্রতি পর্বে আপডেট দিতে থাকবো.. খরচ প্ল্যান প্যাকেজ... একটু অপেক্ষা করবেন

    • @arpanpal6166
      @arpanpal6166 ปีที่แล้ว +8

      Nice video 📹

    • @robiul323
      @robiul323 ปีที่แล้ว +1

      দাদা আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই আপনার কন্টাক্ট নাম্বারটা হবে

    • @Sarbottompatra
      @Sarbottompatra ปีที่แล้ว

      Ok Koushik da

    • @purnimaghosh2326
      @purnimaghosh2326 ปีที่แล้ว

      Ekdom
      Sabdhane ghuro😊

    • @mousumslyfstyle
      @mousumslyfstyle ปีที่แล้ว

      Darun video ❤

  • @gitikabanerjee145
    @gitikabanerjee145 ปีที่แล้ว +16

    আমি ভুটান গিয়েছিলাম কিন্তু, কৌশিক এর চোখে ভ্রমন অপরূপ ও জিবন্ত হয়ে ওঠে, প্রকৃতি যেন কথা বলে । সাবলীল বর্ননা, অকৃত্রিম মানসিকতা বড়ো মনকাড়ে ।

  • @trishitaghosh5056
    @trishitaghosh5056 ปีที่แล้ว +11

    আপনার instagram story দেখেই বুঝেছিলাম এবার ভুটানের পথে যেতে চলেছি সব দর্শক। 2017 এ গেছিলাম বাড়ির সবাই। কত স্মৃতি মনে করিয়ে দিলেন দাদা। ভালো করে ঘুরুন। সাবধানে থাকবেন।

  • @Dipak_006
    @Dipak_006 ปีที่แล้ว +1

    Onekdin phone theke dure chilam ar aj phone peyei first a apnar video dekhte pelam
    Sera laglo eta. ebar nxt part gulo dekhi.....

  • @jayantaneogi2227
    @jayantaneogi2227 ปีที่แล้ว +19

    দাদা যার শুরুটা এতো সুন্দর, না জানি আর কত কত সুন্দর সুন্দর ঘটনা আমাদের জন্য অপেক্ষা করে আছে এই ভূটান সফরে

  • @krishnabhattacharya27
    @krishnabhattacharya27 ปีที่แล้ว +16

    আমি ভুটান ঘুরে এসেছি ৭ বছর আগে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ

    • @selimnoor3156
      @selimnoor3156 ปีที่แล้ว

      ভুটানে আসলে কি প্রতিদিন থাকার জন্য ১০০ ডলার পে করতে হয়?

  • @gharoaranna4553
    @gharoaranna4553 ปีที่แล้ว +4

    2017 তে ভূটান ভ্রমন করেছি। তবে আমাদের ট্রিপ ছিল নয় দিনের। ভীষণ সুন্দর দেশ ভুটান। একদম ছবির মত। চেলেলা পাসে বরফ পেয়েছি। আপনাদের ভ্রমণ খুব ভাল হোক।

  • @arnabghosh8467
    @arnabghosh8467 ปีที่แล้ว +1

    2018 সালে ভুটান গিয়েছিলাম, সব মনে পরে গেলো। আর তোমার বর্ণনায় আরো যেন জীবন্ত হয়ে উঠলো সবকিছু।❤️
    তোমার স্বপ্নউড়ান ধীরে ধীরে ডানা মেলতে শুরু করেছে, এগিয়ে চলুক এই জয়যাত্রা। ভালো থেকো, ভালোবাসা রইলো। ❤️❤️

  • @AnirudhyaMazumdar
    @AnirudhyaMazumdar ปีที่แล้ว +3

    আমিও ভুটান ঘুরে এসেছি অন্তত ৩০ সাল আগে , এখন তোমার চোখ দিয়ে তথা আমার জেলার ছেলের চোখ দিয়ে আবার ভূটান ঘুরছি , বেশ লাগছে কিন্তু 😊😊

  • @souvikkhankari5200
    @souvikkhankari5200 ปีที่แล้ว +5

    2017 er January te gechilam Bhutan bondhuder sathe..Khub clean and neat..Memorable experience indeed I have to say..

  • @polibiswas2360
    @polibiswas2360 ปีที่แล้ว +1

    ভোলানাথ, তোমার মতন জীবন সাথী আমাকে দিতো।তা হলে নিজেকে খুব ধন্য মনে করিতাম।আমার খুব কেদারনাথ মানে উত্তরখন্ডে যাওয়ার খুব ইচ্ছে।তুমি অনেক ভালো মনের মানুষ। এবং খুব সুন্দর,পবিত্র, সৎ। শিব ঠাকুর আমার প্রতি দয়া করে। প্রার্থনা করিও তুমি ❤❤

  • @m.g4160
    @m.g4160 ปีที่แล้ว +49

    ছবির মতো সুন্দর দেশ ভুটান। আমি ২০১৪ তে ঘুরে এসেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেশ।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +22

      বিদেশ কেউ হার মানাবে... অনেক কিছু শিখে গেলাম

    • @surajblog792
      @surajblog792 ปีที่แล้ว +1

      ​@@TravelWithKoushik dada tumi berhampur ar kothai thako bolo tooo

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +5

      @Arpan Presentation জুলাই মাসে

    • @Capt.MacTavish
      @Capt.MacTavish ปีที่แล้ว

      @@TravelWithKoushik yoooooo ✌️✌️✌️

    • @irregularbagpacker
      @irregularbagpacker ปีที่แล้ว

      Ami Hasimara te thaki. Tomar sob blog dekhi. Dekha korte chai. Plz

  • @santanupaul7837
    @santanupaul7837 ปีที่แล้ว +7

    কৌশিক দা জিন্দাবাদ জিন্দাবাদ
    সবাই বল জিন্দাবাদ
    জিন্দাবাদ জিন্দাবাদ
    কৌশিক দা যুগ যুগ জিও ❤️❤️
    কৌশিক দা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি ❤️❤️

  • @rinamaiti6480
    @rinamaiti6480 ปีที่แล้ว +5

    বাঃ দারুন। আবার বিদেশ! খুব ভালো লাগছে। এই ভ্রমনপর্বের বাকিগুলো দেখার অপেক্ষায় রইলাম।

  • @sumitasarkar4900
    @sumitasarkar4900 ปีที่แล้ว +2

    সাদা সরল প্রকৃতির সাথে সহজ,স্পষ্টবাদী মানুষের ভ্রমণ আর গুরুত্বপুর্ন তথ্য দিয়ে সাজানো ব্লগ ,অসাধারণ👌👌👌

  • @sanjukhanra8075
    @sanjukhanra8075 ปีที่แล้ว +5

    দারুন লাগলো দাদা ভিডিও টা ....... ভুটান যাবে আমি একবারও ভাবিনি, এটা আমার জন্য একটা surprise গিফট হলো😊😊😊

  • @susmitadey-js4vu
    @susmitadey-js4vu ปีที่แล้ว +14

    ভুটান প্রথম দিন খুব ভাল লাগল, বাকি পর্ব দেখার অপেক্ষায় রইলাম ❤❤

  • @letusexplore410
    @letusexplore410 ปีที่แล้ว +5

    সঙ্গে অনুপম দা রয়েছে, বাহ্ দুজন প্রিয় মানুষ একসাথে

  • @gobindapradhan1504
    @gobindapradhan1504 ปีที่แล้ว +4

    .‍.. প্রশ্ন যতই হোক ,
    উত্তর তুমি,
    রাস্তা যতই হোক.
    লক্ষ তুমি,
    কষ্ট যতই হোক,
    সুখ তুমি,
    তোমার উপর যতই রাগ অভিমান করি না কেনো ।
    তার পরেও আমার প্রিয় কৌশিকদা তুমি।❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    I love you
    Koushik Dada

  • @poojagupte9717
    @poojagupte9717 ปีที่แล้ว +1

    কৌশিক খুব ভালো লাগছে Bhutan tour vlog.... এই জায়গা দেখার ইচ্ছে টা তুমি পূরণ করে দিলে, ধন্যবাদ...

  • @dipyendumondal2001
    @dipyendumondal2001 ปีที่แล้ว +7

    একটাই মন আর কতবার জিতবে দাদা❤অনেক অনেক ভালোবাসা 🖤

  • @itsiamarup8494
    @itsiamarup8494 ปีที่แล้ว +1

    দাদা Dinner এর সময়ের Dress টা পড়ে তোমাকে একটু বেশিই সুন্দর লাগছে।। ❤️🤗🥰😊

  • @trinathmazumdar3962
    @trinathmazumdar3962 ปีที่แล้ว +32

    শিরায় শিরায় রক্ত কৌশিক দ্বার ভক্ত ... 🇮🇳🇮🇳❤❤❤

    • @MrBig95
      @MrBig95 ปีที่แล้ว

      Wah kia bola tum 😂

    • @sksabirali9892
      @sksabirali9892 ปีที่แล้ว +1

      Akdom thik bole6o vai

  • @sajalroy4757
    @sajalroy4757 ปีที่แล้ว +2

    সবার প্রথমে ভালো লাগলো তোমার বুকে লাগানো 🇮🇳 ব্যাচ টা ❤

  • @ROH_001
    @ROH_001 ปีที่แล้ว +4

    Indian Army 🇮🇳🇮🇳 নাম হি কফি হাই।❤❤ Jai Hind 🇮🇳🇮🇳

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 ปีที่แล้ว +2

    আমাদের প্রতিবেশী দেশ ভুটান, এতদিন বই তে পড়েছি এবার তোমার চোখে দেখবো, অপেক্ষায় থাকলাম ❤

  • @sangita941
    @sangita941 ปีที่แล้ว +7

    Wow ! অপেক্ষার অবসান হলো 🥰
    দাদা তুমি সব সময় সাবধানে travel করো,সুস্থ থেকো ভালো থেকো,অনেক অনেক ভালোবাসা দাদা ❤❤

  • @keyaguhathakurta3770
    @keyaguhathakurta3770 ปีที่แล้ว +1

    আমরা চার বছর ছিলাম হাসিমারা ক্যান্টরমেন্টে ছেলের চাকরি ৷ বেড়ানোর জন্য হাসিমারা দারুন ৷ ফুটশেলিং আমরা খুব যেতাম ৷ তখন কোনো টাকা লাগতো না ৷ আবার আপনার সঙ্গে ঘুড়ছি ৷ খুব ভালো লাগছে ৷ ♥️♥️

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +11

    ভুটান এখনো অবধি যাইনি। ভারতের বাইরে এখনো অবধি কোন দেশে যাইনি। ❤️❤️ (উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া থেকে অবিরাম ভালবাসা)

  • @soumyakumar3790
    @soumyakumar3790 ปีที่แล้ว +1

    দাদা তুমি Always বেস্ট। তুমি সবার বস । কিন্তু একটা কথা । তুমি এতোবার মালদা আসলে , অথচ স্টেশন এর পাশে আমার বাড়ি , কিন্তু তুমি আসলে না । এটা ঠিক করলে না কিন্তু। এবার মালদা আসলে আমার বাড়ি তোমাকে আসতেই হবে ❤❤❤🥺🥺🥺❤️❤️❤️

  • @HigherSecondaryPhysicsLearning
    @HigherSecondaryPhysicsLearning ปีที่แล้ว +5

    জীবন কে উপভোগ করতে কৌশিকদার মত আর কাওকে দেখি নি।👌👌👌👌👌

  • @Lifeofsus
    @Lifeofsus ปีที่แล้ว

    Tomar katha sunte ato valolage aki video barbar dekhi❤❤❤❤❤❤mood valo hoe galo

  • @anubrataroy611
    @anubrataroy611 ปีที่แล้ว +7

    খুব সুন্দর লাগছে 😍।
    এভাবেই আমাদের আরো আনন্দ দাও । ❤️
    সাবধানে যাত্রা করো এবং ভালো থেকো ।
    Love you dada ❤️❤️❤️ .

  • @Couple.Explorer
    @Couple.Explorer ปีที่แล้ว

    Anupam da dekhe khb valo laglo onk din por dekhlm dada k

  • @ashishmajumdar784
    @ashishmajumdar784 ปีที่แล้ว +5

    Ten years I was been in Bhutan and engaged as a Engineering job. Alipur duar also a place which is easily accessible to Phuentsholing. There are so many trains from Kolkata to Alipur.

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 ปีที่แล้ว +1

    গায়ে চড়িয়ে বাঙালি রক্ত আমরা কৌশিকবাবুর পরম ভক্ত...
    সুন্দর দেশ সুন্দর ব্লগ....

  • @mailmesima720
    @mailmesima720 ปีที่แล้ว +5

    বাহা দারুন ।আবার বিদেশ খুব ভালো ❤ বাকি পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম 😍

  • @AsifTushar
    @AsifTushar ปีที่แล้ว +2

    ১৮:১৬ তে সুপারমার্কেট এর ভেতর বাংলাদেশী পন্য "ইফাদ" এর ঝাল চানাচুর দেখলাম। ❤❤❤

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu ปีที่แล้ว +4

    What a surprise Dada 😍 Thank you bahu opekkhay chilam Bhutan er jonno ❤️🙏

  • @sucharitachatterjee9623
    @sucharitachatterjee9623 ปีที่แล้ว +1

    ছবির মতো সুন্দর এবং পরিষ্কার ভুটান আমি ২০১৪ জুন মাসে গিয়েছিলাম।ভীষণ ভালো লেগেছে।❤

  • @traveladventure8779
    @traveladventure8779 ปีที่แล้ว +8

    Bhutan tour first episode super hit waiting Next episode.. ❤🙏

  • @hillolbanerjee2748
    @hillolbanerjee2748 ปีที่แล้ว

    21:16 থেকে 22:09 , প্রকৃতির অপরূপ রূপের প্রেমে পড়েছিলাম , মোহ ভাঙলো ' Chuzom' এ এসে। তার সাথে তোমার music choice 😍।ভিডিওর এই portion টা জাস্ট ❣️।

  • @subhankar1943
    @subhankar1943 ปีที่แล้ว +11

    দূর্দান্ত লাগলো দাদা👍👍 প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্যের কোনো তূলনা হয়না। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন দাদা এবং এইরকম একের পর এক ভিডিও উপহার দিতে থাকুন ❤️❤️👍

  • @sandhikanjilal
    @sandhikanjilal ปีที่แล้ว

    টানটান ভুটান.....উইথ কৌশিক দার অসাধারণ ছবি ও গান।।। এগিয়ে চল।।

  • @sukanyamukhopadhyay7955
    @sukanyamukhopadhyay7955 ปีที่แล้ว +3

    আগামী পর্বের অপেক্ষায় রইলাম .. ভগবান আপনার যাত্রা শুভ করুক সর্বদা 💛

  • @palasraha6020
    @palasraha6020 ปีที่แล้ว +1

    দাদা,ভুটান সিরিজ টা যে দারুন হতে চলছে এটা নিশ্চিত। দাদা,গাইডের থাকা খাওয়ার জন্য কি আালাদা পে করতে হবে? না কি ২০০০ টাকার মধ্যেই সব ধরা আছে। দাদা ভালো থেকো সুস্থ থেকো। ♥️♥️♥️♥️♥️❤️

  • @powergaming3396
    @powergaming3396 ปีที่แล้ว +19

    তারা তারি কমেন্ট করি লাইক পাবো কে কে কৌশিক দাদা কে valobaso like koro।❤❤❤

  • @koushikrakshit4696
    @koushikrakshit4696 ปีที่แล้ว +1

    দারুণ,দারুণ। আপনার প্রত্যেক টি vlog খুব সুন্দর। আমরা ভূটান ঘোরার জন্য ready।

  • @AmitDas-bn9uy
    @AmitDas-bn9uy ปีที่แล้ว +5

    দাদা তুমি দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করছে এই মুহূর্তে ভয় লাগছে না.....
    যাইহোক আর যেভাবেই হোক দাদা তুমি সুস্থ থেকো, সাবধানে থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি.....
    জয়গুরু

  • @manabdutta9728
    @manabdutta9728 ปีที่แล้ว

    দারুন উৎসাহ নিয়ে ভুটান ভ্রমন দেখতে বসলাম। আর উৎসাহের কারণ, দুবার ভুটান বেড়ানোর(2013/2017) টিকিট বাতিল করতে হয়েছে। আর যাওয়া. হয়নি। আর বাধা পরাতে যাবার আর ইচ্ছাও নেই। তোমার চোখে দেখে নেব👌👌👌

  • @sridipahaldar7426
    @sridipahaldar7426 ปีที่แล้ว +5

    হবে নাই বা কেনো ভারত এর সাথে ভুটান এর অন্যরকম সম্পর্ক,ছিলাম তো একটাই দেশে ভারত উপমহাদেশে ,ভেঙে আলাদা হয়েছি বলে কি এক মা এর সন্তান আলাদা হয়ে যায় 🥺❤️

  • @arupratanchakraborty1625
    @arupratanchakraborty1625 ปีที่แล้ว +1

    দারুণ উপভোগ করলাম। ভুটানকে এতো সুন্দরভাবে উপস্থাপন করতে অন্য কোথাও দেখিনি। বাকি পর্বের অপেক্ষায় রইলাম। কৌশিকের জন্য একরাশ ভালোবাসা ❤🌷👌

  • @shuvro777
    @shuvro777 ปีที่แล้ว +9

    Enjoyed every moment of your Bhutan trip. Excellent presentation...👍❤️. After completing this tour, please visit and explore our country as soon as possible.

  • @piabasu2454
    @piabasu2454 ปีที่แล้ว +2

    ওহহ কি অপূর্ব রূপ ভুটানের, আর তোমার উপস্থাপনা অতুলনীয় 😍.. পরের পর্ব গুলো তাড়াতাড়ি দিও অপেক্ষায় রইলাম।।

  • @Qwert38848
    @Qwert38848 ปีที่แล้ว +3

    BEAUTIFUL COUNTRY...INDIA...NEPAL ...BHUTAN....SRILANKA....

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।।। লগে রহো কৌশিক ভাই

  • @iemrin07-te3zk
    @iemrin07-te3zk ปีที่แล้ว +4

    দাদা আপনাদের যাত্রা শুভ হোক

  • @kankanadey1599
    @kankanadey1599 ปีที่แล้ว

    ভীষন ভালো লাগে আপনার ভিডিও দেখতে...অন্য বারের মতো এবার ও অভিভূত...👌

  • @supriyasarkar2939
    @supriyasarkar2939 ปีที่แล้ว +1

    দাদা ভীষণ ভালো লাগলো আপনার ব্লগটা ❤

  • @kakaliroy4855
    @kakaliroy4855 ปีที่แล้ว +1

    Onek din dhore iccha chilo Bhutan dekher Kaushik tomar ai Bhutan vlog khub valo laglo ....... Bhutan very very beautifu💕💕💕💕❤️❤️💗

  • @WforWellness
    @WforWellness ปีที่แล้ว +2

    1993তে গিয়েছিলাম, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে তখন আমরা MSc পড়ছি,,,,excursion ছিল, থিম্পু আর পারো'তে । কিন্তু ফুন্টসিলিং থেকে প্রায় 9 ঘন্টা লেগেছিল থিম্পু পৌঁছাতে । আমরা অবশ্য বাসে গিয়েছিলাম । যাই হোক, আরেকবার আপনার সঙ্গে ঘোরা হয়ে যাচ্ছে, কৌশিকদা ।

  • @BENGALIHORRORSTORES
    @BENGALIHORRORSTORES ปีที่แล้ว

    ভুটান হল কৌশিক শেষ অব্দি বহুকাল আগে বলেছিলাম বাঙালি ভুটান কম যায় ধন্যবাদ ভুটান ব্লগ বানাবার জন্য এটা আমার অনেক দিনের আবদার ছিল তোমার কাছে তোমার বহু পুরানো পরিবারের সদস্য

  • @saswatiganguly4679
    @saswatiganguly4679 ปีที่แล้ว

    Khub sundor Bhutan...tomar chokh diea dekhbo Bhutan...Khub valo laglo

  • @হ্যাপিtravel999
    @হ্যাপিtravel999 ปีที่แล้ว

    একটা জিনিস ভালো লাগলো এখানে অনেক টুরিস আছে আমরা ভিডিও দেখি কিন্তু এত সুন্দর ভাবে ইনফর্মেশন দিতে পারেনা তবে আপনি বাইরে থেকে এসে ভুটানের বিষয়ে এত সুন্দর ভাবে বলছেন এগুলো সব সত্যি আর এগুলো সবাই যানে না

  • @shrabanipal941
    @shrabanipal941 ปีที่แล้ว +1

    দাদা, আমি আপনার ফালাকাটার দর্শক।
    Love from Falakata.....
    Happy Journey.....

  • @kalyankumarmukherjee9970
    @kalyankumarmukherjee9970 ปีที่แล้ว +1

    Bhalo laglo. Awaiting for the next episode

  • @tanmoymondal378
    @tanmoymondal378 ปีที่แล้ว

    কাজের সূত্রে ভুটানে অনেক বছর কাটিয়েছি। খুব সুন্দর জায়গা। ভালো লাগবে তোমার চোখে নতুন করে চিনবো।

  • @mallikakundu5805
    @mallikakundu5805 ปีที่แล้ว

    Bah khusite mon ta neche uthlo onek din dhore wait korchhilam kono blogger jodi Bhutan trip kore thank you so much

  • @kakalidas9689
    @kakalidas9689 ปีที่แล้ว

    খুব ভাল। অনেক দিন ধরেই ভাবছিলাম কবে ভুটান করবে।
    দারুন লাগছে।

  • @sangitathecrazytraveller25
    @sangitathecrazytraveller25 ปีที่แล้ว

    ভুটানের কি কামাল, কৌশিকদা নীল থেকে পুরো লাল! ওখানে দারুন ঠান্ডা, আর এখানে, রোদের ডান্ডা,থিম্পু থেকে ফুন্ট শোলিং,কৌশিকদার ক্যামেরা ইজ রোলিং,আমিও আছি সঙ্গে, দেহ টুকু পড়ে বঙ্গে,মন তোমার চোখ দিয়ে দেখে, কতোকি নতুন শেখে।সফল হোক ভুটান ভ্রমণ,শুভেচ্ছাসহ তোমার পাগলী বোন।

  • @riyaash2814
    @riyaash2814 ปีที่แล้ว

    Bhaaa. Darun laglo.. abr ak notun jaygar video dekhte cholechi.

  • @kausikpal2509
    @kausikpal2509 ปีที่แล้ว

    আরও একটা স্বপনের ঘোরা শুরু হল আপনার চোখের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @jayantaguchait546
    @jayantaguchait546 ปีที่แล้ว

    দাদা তোমার সাথে আমার অনেক মিল আছে খুচুরী আমার ও খুব প্রিয়। ভিডিও শুরু হল কখন শেষ হলো বুঝতেই পারলাম না। পুরো মন ছুঁয়ে যাওয়া ভিডিও দেখলাম। ভুটান খুব সুন্দর দেশ। ভুটান সিরিজের জন্য অভিনন্দন রইল দাদা। খুব ভালো ভাবে ঘুরে ইনজয় কর আর আমাদের ও তোমার সাথেই ইনজয় করাও। ধন্যবাদ দাদা পরের ভিডিও অপেক্ষায় রইলাম।❤

  • @MrsWondr
    @MrsWondr ปีที่แล้ว +1

    Bhutan bhishon sundor. Ami giyechilam .Aro ekbar, dekhbo tomar canerar lens diye .lovely vlog as usual dada.

  • @binaypakhira2775
    @binaypakhira2775 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো আমাদের জন্য রোজকার একটা উৎসব হয়ে উঠেছে
    যতই 20মিনিট এর ভিডিও দেখি আমাদের মন ভরে না ❤ অনেক ভালোবাসা koushik da ❤ have a happy and safe journey 😌 love from bally ❤jai hindi 🇮🇳

  • @Sreerupa9
    @Sreerupa9 ปีที่แล้ว

    আমার চোখে আপনি ভ্রমণ ভ্লগের সেরা ভ্লগার। এত সুন্দর করে ভ্রমণের খুঁটিনাটি আমাদের সাথে share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂

  • @anneshachatterjee3796
    @anneshachatterjee3796 ปีที่แล้ว

    Porer porber opekhhai roilam... Jekono sundor jinis olpo dekhe mon vorena... Mone hoi dekhei jai... Porer porbo taratari dio... ❤❤❤❤

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 6 หลายเดือนก่อน

    osadhraon video abar sobai ke dekhe bishal moja lagche shekar da hok kinba ba onno jonno ki sundor lagche ek sathe sobai ke dekeh

  • @anamitamukherjee7200
    @anamitamukherjee7200 ปีที่แล้ว

    আমি ভুটান গেছিলাম ২০১৫ তে , সবই ভুলে গেছি । আপনার টা দেখেই আবার স্মৃতিগুলো মনে করি । পরের ভিডিও র অপেক্ষায় রইলাম 🙏🏻🙏🏻

  • @sumanaghosh8764
    @sumanaghosh8764 ปีที่แล้ว

    তোমার ভিডিও ভীষন ভীষন ভালো লাগে ...কোনটা দিয়ে যে টাইম কেটে যায় বোঝাই যায় না একটা যদি ৫০ মিনিটের ভিডিও হয় তাহলেও বিরক্ত লাগে না ☺️☺️

  • @sudeshnaroy2343
    @sudeshnaroy2343 ปีที่แล้ว

    Bhutan er prothom episode ta durdanto laglo....khub sundor.... nxt blog gulo r oppekhae roilam. God bless u Koushik.

  • @travellovesarpan
    @travellovesarpan ปีที่แล้ว +1

    ভ্রমনের ফেরিওয়ালা আমি, ফেরি করি স্বপ্ন আর ভালোবাসা,
    মনে আছে সাহস কারণ বুকে থাকে ভারত আর মুখে আমরি বাংলা ভাষা।
    বহরমপুর এক্সপ্রেসের চাকা গড়ালো আবারও , উদেশ্য গন্তব্য স্থান,
    বিশ্ব দেখবে এবার , বাঙ্গালী কাঁপাচ্ছে ভুটান । ❤
    HE CAME, HE SAW AND HE CONQUERED ❤️
    LOVE YOU DADA😘😘

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @StarVisionPhotography
      @StarVisionPhotography ปีที่แล้ว

      ​@@TravelWithKoushikguide ekta business.. Bhutan valo suru koreche... Ro taka chai... Amader india always great.. Kono guide lage na....
      Dada call no daoya jabe...

  • @Thirstytotravel0
    @Thirstytotravel0 ปีที่แล้ว

    শুরু থেকে শেষ পর্যন্ত আগের দিন রাত থেকে শুরু করে ভুটানের সন্ধ্যা এক কথায় দুর্দান্ত দাদা । ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম পরবর্তীতে আমার ভুটান ট্রিপে এই ভিডিও টা কাজে লাগবে ❤

  • @sandipsardar1476
    @sandipsardar1476 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো আশা করছি বাড়িতে বসে ভালোভাবেই ভুটান দর্শন করবো 👍👌👌

  • @jababhattacharjee2773
    @jababhattacharjee2773 ปีที่แล้ว

    Ki valo laglo dekhe, Bhutan. Tumi ato sundor protisthapon Koro, mone hoy nijer chokhe dekh6i. Valo theko bhai.

  • @rumaroy5415
    @rumaroy5415 ปีที่แล้ว

    তোমার সব বেড়ানোর সঙী আমি ও।
    আজ অবধি সব সময় ই আছি সঙে।
    তোমার চোখ দিয়ে ই আমার ভারত তথা বিদেশ ভ্রমণ চলছেই।
    সাবাস বেটা এইভাবে আনন্দ দেবার জন্য । সাবধানে থেকো ।
    রুমা আন্টি, মালদা।

  • @rchowdhury1151
    @rchowdhury1151 ปีที่แล้ว

    দারুন লাগল।এরপরের পর্ব আশা করি আরও ভাল লাগবে।ভুটান তো এবার দেখব।

  • @purnimabag5367
    @purnimabag5367 ปีที่แล้ว +1

    Darun darun laglo video ta. Khub sundor desh Bhutan ❤❤❤❤

  • @somabanerjee6046
    @somabanerjee6046 ปีที่แล้ว

    Khb valo laglo....porer prber jnno opekkhay roilam....vlo kre enjoy kro kaushik ❤❤

  • @aharebahar4581
    @aharebahar4581 ปีที่แล้ว

    Darooon laglo vedio ta 👍. Khoob sunder prakritek drisso. Mon vore gelo bondhu 👍❤️❤️

  • @dhirendranathmondal3388
    @dhirendranathmondal3388 ปีที่แล้ว

    এতক্ষণ ভালোই উপভোগ করলাম । আপনি ভুটানে আনন্দে থাকুন উপভোগ করুন আমাদেরকে উৎসাহিত করুন।

  • @dibyaroychowdhury6243
    @dibyaroychowdhury6243 ปีที่แล้ว

    Asadharon, Apurbo, khub sundor, bhishon valo hoyeche video ta koushik da

  • @XplorerAmi
    @XplorerAmi ปีที่แล้ว +1

    কৌশিকদার ভিডিওর মতো
    প্রতিবেশী যে দেশের উপর আমাদের টান
    তারই নাম ভুটান....
    দারুন লাগলো দাদা। পরের পর্বে অপেক্ষায় রইলাম। Stay safe ❤

  • @gurudasmondal5099
    @gurudasmondal5099 ปีที่แล้ว

    সত্যিই খুব সুন্দর একটা দেশ , আর আপনার বর্ণনা তো এমন যে, যেন নিজেই বেড়াতে গিয়েছি , পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম ।

  • @sandipdas5815
    @sandipdas5815 ปีที่แล้ว

    খুব সুন্দর । ভুটান বর্ডারে আমি ডিউটি করেছি । ভুটান এর ভিতরে বেশি যাওয়া হয়নি।

  • @shikhamitra5490
    @shikhamitra5490 ปีที่แล้ว

    Next part er jonno wait korchhi .Sabdhane theko r khub bhalo Kore ghuro .❤

  • @akashdasgupta1571
    @akashdasgupta1571 ปีที่แล้ว +1

    jani kashmir ke shoilo sundor bola hoy...ami recent gechi kintu keu jodi bhutan jaay taleo seta kaahmir cheye kichu kom noy...khub i underrated....amra 2017 te gechilam....

  • @anuskadan8369
    @anuskadan8369 ปีที่แล้ว

    আহা ভুটান বড় ভালো দাদা
    আমরা ২০১৮ তে গেছিলাম
    যাওয়া আর ফেরা দুটোই কলকাতা- পারো- কলকাতা প্লেন।
    Dochula pass অসাধারণ
    Punakha তো পুরো ছবি
    Paro ও তাই
    তুমি pork খাও কিনা জানিনা
    খেলে pork momo টা খেও ❤️❤️❤️❤️

  • @rangmohit8435
    @rangmohit8435 ปีที่แล้ว

    আবার নতুন কিছু দেখবো 😊 নতুন উৎসাহ নতুন কিছু দেখবো।এই আশা নিয়ে পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম 👍🏻।
    সঙ্গে অনুপম বাবু আছে 😊 দেখে আরো ভালো লাগলো 💕👍🏻

  • @TheSubhajitch
    @TheSubhajitch ปีที่แล้ว

    Dada khub valo laglo bhutan next videor opekkhay roilam