গল্পটা যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে পোস্টার বা নাম আর গল্পটার ভেতরের ভাব একদম আলাদা কোনো মিল নেই। গল্পটা ভয়ের থেকে ইমোশনাল বেশি.... সবমিলিয়ে শুধু শুনতে ভালো লাগলো। কিন্তু ভয় লাগলো না।
@@Arindam.84 ধন্যবাদ, ভয়ের গল্প নয় বলে, টাইটেল বা ট্যাগিং এ ভয়ের গল্প বা ভূতের গল্প এসব লিখিনি। এবার যদি পোস্টার এর কথা বলেন তাহলে বলি, সেখানে গল্পেরই একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। এবার ধরুন পোস্টার এ যদি ইমোশনাল কোনো দৃশ্য তুলে ধরতাম ৯০% লোক গল্পে ক্লিক ও করতোনা। গল্পটা অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়াও তো দরকার। তবে সেটা করতে গিয়ে গ্রাম বাংলার ভূতের বা ভয়ের গল্প এসব জিনিস পোস্টার, টাইটেল বা ট্যাগিং এ ব্যবহার করিনি। তবে আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন তা আমাদের অনুপ্রাণিত করে 🤗
@@BongoSuspense আপনাদের চ্যানেলে আরো কয়েকটি গল্প শুনলাম। পোস্টার ডিজাইন উপস্থাপনা👌🏼,গল্পপাঠ👌🏼 ব্যাকগ্রাউন্ড মিউজিক 👌🏼👏🏼। কিন্তু গল্পের আসল যে জিনিসটা অর্থাৎ গল্পটা সেগুলির মধ্যে অনেক ছোট ছোট ভুল রয়ে গেছে যেগুলো বড্ড কানে লাগে। যেমন একটা গল্প পূর্ণিমা আর অমাবস্যার মধ্যে গুলিয়ে ফেলেছে। আরেকটা গল্প বীরভূমের ও বাঁকুড়ার স্থানীয় লোকজন বাঙাল ভাষায় কথা বলছে! (আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তবে তাদের উপস্থিতি গল্পে 🤔)। কিছু গল্প ডানদিক, বাঁদিক, উপর দিক নিচের দিকের, বর্ষার রাত বিদ্যুৎ চমকানোর অপ্রাসঙ্গিক বর্ণনা দিতে দিতে গল্পটাকে অযথা টেনে বড় করা হয়েছে। আর এই বড় করার ফলে গল্পের ভেতরের যে মূল সূত্র সেখানে অনেক গলদ রয়ে যাচ্ছে... কোথাও খেই হারিয়ে যাচ্ছে। সাথে ভিতি প্রদ বীভৎস ভয়ের কারক যে আসল বর্ণনা সেটা চাপা পড়ে গেছে। বেশিরভাগ গল্প ভয়ের থেকে বেশি সেন্টিমেন্টাল হয়ে গেছে। যেখানে রহস্য রোমাঞ্চ ভয় বিভৎসতার রস হারিয়ে শেষ পর্যন্ত সেন্টিমেন্টাল হয়ে গিয়ে গল্পটা শুধুমাত্র শুনতে ভালো লাগার পর্যায়ে গেছে। এরকম গল্প হয়তো একবার তাও টেনে টেনে শুনতে ভালো লাগে কিন্তু পরে মনে থাকে না গল্পে কি হয়েছিল। আমি রহস্য রোমাঞ্চ ও বিশেষ করে ভয়ের গল্প শুনতে ভালোবাসি। ডার্ক অথবা কসমিক হরর হলে তো কথাই নেই। গল্প শুনে ভয় অনুভব করতে আমার ভালো লাগে। কারণ আমি মনে করি ভয় মানুষকে প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্ত বেঁচে থাকার রসদ যোগায়, সৃষ্টির আদি কাল থেকে ভয় বা ভয়ের অনুভূতি মানুষকে বাঁচিয়ে রেখেছে। ভয় মানুষের আদিমতম এক প্রধান অনুভূতি। আপনার নতুন একটি চ্যানেল খুলেছেন এবং দুর্দান্ত পরিবেশনার মাধ্যমে অপাঠ্য গল্পও অতি সুন্দরভাবে শ্রবণযোগ্য করে তুলেছেন। তাই আপনাদের প্রতি আশা রেখে এতগুলো কথা বললাম। আমি গ্রাম বাংলার ভুতের নামে মেট্রোরেলে ভূত এরকম গল্প শুনতে চাই না আবার সুপার হিরো তারানাথ কেউ চাই না। আমার একটা অনুরোধ একটা ডার্ক হরার গল্প শুনতে চাই। আপাতত শুনলাম লাইক করলাম, কিন্তু যেদিন আমার কাঙ্খিত গল্পটা পাব সেদিনকে একই সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করব।সাথে এটাও বলে রাখি শুধু একটা সাবস্ক্রাইব হবে না কারণ আমার কিছু বন্ধুদের গল্প শোনার ও বই পড়ার গ্রুপ আছে আমি অবশ্যই তাদের সাথে আপনাদের চ্যানেলের গল্প শেয়ার করবো।
@@Arindam.84 অর্থাৎ আপনি গল্প সিলেকশনে আরো নজর দিতে বলছেন। আমরা ভালো লেখকের ভালো গল্প আনার চেষ্টায় সবসময় আছি। তবে একটু সময় চেয়ে নিচ্ছি। পাশে থাকবেন এই আশা রাখি 😇🙏🏻
1:18 ❤❤❤❤❤ best line
@@skasif9831 অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করতে থাকবো গল্পের মধ্য দিয়ে ভালো কিছু রেখে যাওয়ার। পাশে থাকবেন 😇
অসাধারণ , একদম অন্যরকম
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন। অন্য গল্প গুলো শোনার অনুরোধ রইলো 😇🙏🏻
অসাধারণ!! মন ভরে গেল...
অনেক ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। অন্য গল্প গুলোও শোনার অনুরোধ রইলো 🥰
Darun laglo
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন 😇🙏🏻
লেখিকা কে অসংখ্য ধন্যবাদ
Besh valo lagche...🤍
অনেক ধন্যবাদা 😇
Golpo ta kintu beshi bhalo
@@MundaGaming177 অনেক ধন্যবাদ, অন্য গল্প গুলো ও শোনার অনুরোধ রইলো, যদি ভালো লাগে পাশে থাকবেন 😇🙏🏻
@@BongoSuspense ami nijeo onk golpo likhi tai e dhoroner kaaj ke khb somman kori
মামার চরিত্রটা দারুন ফুটিয়ে তুলেছেন।
😊😊😊
একদম 🩷
গল্পটা যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে পোস্টার বা নাম আর গল্পটার ভেতরের ভাব একদম আলাদা কোনো মিল নেই। গল্পটা ভয়ের থেকে ইমোশনাল বেশি....
সবমিলিয়ে শুধু শুনতে ভালো লাগলো। কিন্তু ভয় লাগলো না।
@@Arindam.84 ধন্যবাদ, ভয়ের গল্প নয় বলে, টাইটেল বা ট্যাগিং এ ভয়ের গল্প বা ভূতের গল্প এসব লিখিনি। এবার যদি পোস্টার এর কথা বলেন তাহলে বলি, সেখানে গল্পেরই একটি দৃশ্য তুলে ধরা হয়েছে।
এবার ধরুন পোস্টার এ যদি ইমোশনাল কোনো দৃশ্য তুলে ধরতাম ৯০% লোক গল্পে ক্লিক ও করতোনা। গল্পটা অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়াও তো দরকার। তবে সেটা করতে গিয়ে গ্রাম বাংলার ভূতের বা ভয়ের গল্প এসব জিনিস পোস্টার, টাইটেল বা ট্যাগিং এ ব্যবহার করিনি।
তবে আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন তা আমাদের অনুপ্রাণিত করে 🤗
@@BongoSuspense আপনাদের চ্যানেলে আরো কয়েকটি গল্প শুনলাম। পোস্টার ডিজাইন উপস্থাপনা👌🏼,গল্পপাঠ👌🏼 ব্যাকগ্রাউন্ড মিউজিক 👌🏼👏🏼।
কিন্তু গল্পের আসল যে জিনিসটা অর্থাৎ গল্পটা সেগুলির মধ্যে অনেক ছোট ছোট ভুল রয়ে গেছে যেগুলো বড্ড কানে লাগে। যেমন একটা গল্প পূর্ণিমা আর অমাবস্যার মধ্যে গুলিয়ে ফেলেছে। আরেকটা গল্প বীরভূমের ও বাঁকুড়ার স্থানীয় লোকজন বাঙাল ভাষায় কথা বলছে! (আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তবে তাদের উপস্থিতি গল্পে 🤔)। কিছু গল্প ডানদিক, বাঁদিক, উপর দিক নিচের দিকের, বর্ষার রাত বিদ্যুৎ চমকানোর অপ্রাসঙ্গিক বর্ণনা দিতে দিতে গল্পটাকে অযথা টেনে বড় করা হয়েছে। আর এই বড় করার ফলে গল্পের ভেতরের যে মূল সূত্র সেখানে অনেক গলদ রয়ে যাচ্ছে... কোথাও খেই হারিয়ে যাচ্ছে। সাথে ভিতি প্রদ বীভৎস ভয়ের কারক যে আসল বর্ণনা সেটা চাপা পড়ে গেছে। বেশিরভাগ গল্প ভয়ের থেকে বেশি সেন্টিমেন্টাল হয়ে গেছে। যেখানে রহস্য রোমাঞ্চ ভয় বিভৎসতার রস হারিয়ে শেষ পর্যন্ত সেন্টিমেন্টাল হয়ে গিয়ে গল্পটা শুধুমাত্র শুনতে ভালো লাগার পর্যায়ে গেছে। এরকম গল্প হয়তো একবার তাও টেনে টেনে শুনতে ভালো লাগে কিন্তু পরে মনে থাকে না গল্পে কি হয়েছিল।
আমি রহস্য রোমাঞ্চ ও বিশেষ করে ভয়ের গল্প শুনতে ভালোবাসি। ডার্ক অথবা কসমিক হরর হলে তো কথাই নেই। গল্প শুনে ভয় অনুভব করতে আমার ভালো লাগে। কারণ আমি মনে করি ভয় মানুষকে প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্ত বেঁচে থাকার রসদ যোগায়, সৃষ্টির আদি কাল থেকে ভয় বা ভয়ের অনুভূতি মানুষকে বাঁচিয়ে রেখেছে। ভয় মানুষের আদিমতম এক প্রধান অনুভূতি।
আপনার নতুন একটি চ্যানেল খুলেছেন এবং দুর্দান্ত পরিবেশনার মাধ্যমে অপাঠ্য গল্পও অতি সুন্দরভাবে শ্রবণযোগ্য করে তুলেছেন। তাই আপনাদের প্রতি আশা রেখে এতগুলো কথা বললাম।
আমি গ্রাম বাংলার ভুতের নামে মেট্রোরেলে ভূত এরকম গল্প শুনতে চাই না আবার সুপার হিরো তারানাথ কেউ চাই না। আমার একটা অনুরোধ একটা ডার্ক হরার গল্প শুনতে চাই। আপাতত শুনলাম লাইক করলাম, কিন্তু যেদিন আমার কাঙ্খিত গল্পটা পাব সেদিনকে একই সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করব।সাথে এটাও বলে রাখি শুধু একটা সাবস্ক্রাইব হবে না কারণ আমার কিছু বন্ধুদের গল্প শোনার ও বই পড়ার গ্রুপ আছে আমি অবশ্যই তাদের সাথে আপনাদের চ্যানেলের গল্প শেয়ার করবো।
@@Arindam.84 অর্থাৎ আপনি গল্প সিলেকশনে আরো নজর দিতে বলছেন। আমরা ভালো লেখকের ভালো গল্প আনার চেষ্টায় সবসময় আছি। তবে একটু সময় চেয়ে নিচ্ছি। পাশে থাকবেন এই আশা রাখি 😇🙏🏻