পূর্বজন্মেও কি আপনারা এ জন্মের মতো স্বামী-স্ত্রীই ছিলেন?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 121

  • @sangbadvoice9Spiritual
    @sangbadvoice9Spiritual  7 หลายเดือนก่อน +40

    আমাদের সমস্ত মুসলিম ভ্রাতা ও ভগিনীদের জানাই পবিত্র ঈদ এর আন্তরিক শুভেচ্ছা। আনন্দে থাকুন, ভালো থাকুন। সংবাদ ভয়েস ৯ টিম।

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  6 หลายเดือนก่อน +2

      ​@@shakhordebnath1071ভবিষ্যতে এই ধরণের প্রশ্ন রাখবেন না। আপনার জানা উচিত আমি একজন হিন্দু।

  • @Mammamjyoti
    @Mammamjyoti 2 หลายเดือนก่อน +3

    আমি জানি আমাদের আগের জন্মে আমরা দুজন দুজনের ছিলাম এজন্যে আমাদের মধ্যে দুজনের যে অনুভূতি ছিল মনেহয়েছিল আমরা জানি কত চেনা দুজনে দুজনের কাছে আসতেই বুঝে গেছিলাম বিয়ের পর অনেকে আমাদের বিচ্ছেদ চেয়েছে অনেক কিছু করছে কিন্তু আমাদের দুজনের মনের বিচ্ছেদ কখনো হয়নি ......
    হয়তো আগের জন্মের কোনো পাপ এর জন্য আমি আমার স্বামীর থেকে সারাজীবনের মত আলাদা হয়েছি আমার
    ❤Mammam ❤...আমার ভোলে বাবা মা ঠিক আবার আমাদের এক করবে
    .... এই বিশ্বাস নিয়ে প্রার্থনা করে যাবো 🔱🙏

  • @gawatryroy7414
    @gawatryroy7414 3 หลายเดือนก่อน +5

    আমি যখন খুব ছোট ৪ বছর বয়স তখন আমাদের পাশের বাড়িটা আমার শাশুড়ী ক্রয় করে। ওই সময় একদিন খেলতে খেলতে ওদের পেছনের দরজার সামনে চলে যাই আর দেখি আমার মত ছোট একটা ছেলে মায়ের কাছে বসে আছে। ওকে দেখে ওই মুহূর্তে আমি থমকে গিয়েছিলাম। অনেক সময় দাড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে ছিলাম। আমার মনে হচ্ছিল কোথায় যেন একে দেখেছি। খুব আপন খুব কাছের মনে হচ্ছিল। পরবর্তীতে আমরা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছি যে আমাদের একে অপরকে ছাড়া বেচে থাকা অসম্ভব। আমি সেই ছোট বেলা থেকে ওর প্রতি আলাদা টান অনুভব করতাম। মায়া কাজ করত। বড় হবার পর আমাের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ১২ বছর সম্পর্কের পর আমাদের পরিণয় ঘটে৷ ৭ বছরের সংসর এখন। দুইটা ছেলে হয়েছে। বাট আজো আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসি৷ শ্রদ্ধা সম্মান করি।
    আমি সব সময় ভাবতাম কেন ওকে দেখে ছোট বেলা আমি থমকে গিয়েছিলাম। কেন এত আপন মনে হয়েছিল ওকে।
    আজ আমি আমার প্রশ্নের উত্তর পেলাম।

  • @Viral__595
    @Viral__595 7 หลายเดือนก่อน +9

    Hore krishna🙏🙏 Radhe Radhe🙏🙏🙏🙏

  • @Mammamjyoti
    @Mammamjyoti 2 หลายเดือนก่อน +1

    আপনার কথা গুলো খুব ভালো লাগলো সত্যি যদি তাই হয় তাহলে ❤❤

  • @অন্যসায়নী
    @অন্যসায়নী 3 หลายเดือนก่อน +2

    Asambhab Sundar alochona 😇❣️❣️🙏🙏🙏

  • @kiranmoydas8693
    @kiranmoydas8693 7 หลายเดือนก่อน +11

    জন্ম , মৃত্যু , বিয়ে তিন বিধাতা নিয়ে এমন প্রবাদ কম বেশি প্রায় সকলেরই আছে । আবার স্বামী - স্ত্রীর ক্ষেত্রে বলা হয় সাত জনমের বাঁধন কাটা খুব কঠিন ( প্রকৃত প্রেমের ক্ষেত্রে ) তাই আপনার কথা গুলো অবশ্যই মনে দাগ কাটার মতো ও আমি বিশ্বাস করি । আমি (৫৯+) বিপত্নীক মানুষ ।
    প্রণাম নেবেন , ভালো থাকবেন ।।

    • @krishnamazumder4576
      @krishnamazumder4576 6 หลายเดือนก่อน +3

      Apni mone prane nirsartho valobasle zevabei hok apni poro jonme take stri rupei paben.

  • @MyExperienceWithLife1111
    @MyExperienceWithLife1111 6 หลายเดือนก่อน +18

    আমি এই ভিডিওটা দেখতে এসেছি এটা জানার জন্য (বা কনফার্ম করার জন্য) যে এ জন্মে আমি যাকে বিয়ে করেছি, তাকে শুধুমাত্র বিয়ে করার কারণ আমার ছেলেকে জন্ম দেওয়া আর মানুষ করা।
    আমি এই স্বামী আর কোনো জন্মে চাই না। অন্য কোনো রূপেও চাই না। আমার বাবা মা এবং এই জন্মের স্বামীর সাথে আমি সমস্ত কর্ম শেষ করে পরজন্মে আমি নতুন শুভ সূচনা চাই।
    আমার স্বামী প্রথম থেকেই আমাকে চায়নি, উনিও মুক্তি পেলে ভালো থাকবেন।
    ওনার সাথে থাকতে দমবন্ধ লাগে।
    শুধু ছেলের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছি।

    • @jishubhowmik1138
      @jishubhowmik1138 3 หลายเดือนก่อน +2

      ঘুরে ফিরে আবার একসময় বাবা, স্বামী এবং ছেলেকেও স্বামী, বাবা ও ছেলে রূপে পাবেন সেটা কুটি কুটি বছর পরে হলেও। আমরা সবাই সবার আপন না হলে কেউ কারোর আপন নয়।এমনও হতে পারে আমিও কোন না কোন জন্মে আপনার স্বামী, বাবা বা ছেলে ছিলাম।আমি যদি মরে গিয়ে আবার মানুষ জন্ম নিতে হয় তাহলে তো আমাকে কোন না কোন মায়ের গর্ভে জন্ম নিতেই হবে। এভাবেই তো চলছে।

  • @SuklaKarmakar-q2y
    @SuklaKarmakar-q2y หลายเดือนก่อน +1

    Khub bhalo luglo

  • @aparnadas3759
    @aparnadas3759 7 หลายเดือนก่อน +5

    Radhe radhe joy shree krishna 🙏🙏🙏🌿♥️

  • @bharatibhattacharjee9508
    @bharatibhattacharjee9508 6 หลายเดือนก่อน +2

    অপূর্ব অসাধারণ!

  • @amaturkarim6527
    @amaturkarim6527 7 หลายเดือนก่อน +3

    অনেক সুন্দর আলোচনা করলেন।❤

  • @shyamalidey8188
    @shyamalidey8188 6 หลายเดือนก่อน +2

    khub bhalo laglo

  • @prasantadas6024
    @prasantadas6024 7 หลายเดือนก่อน +4

    জয় রাধে কৃষ্ণ দারুণ সুন্দর

  • @sujatadasgupta7883
    @sujatadasgupta7883 6 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগল! 👌👌👌👌

  • @kakaliroy3627
    @kakaliroy3627 6 หลายเดือนก่อน +2

    Khub sundor
    Darun presentance

  • @PakhiModok
    @PakhiModok วันที่ผ่านมา +1

    আমি আমার husband কে হারিয়েছি দু বছর পার হলো এমন কোনো সময় নেই যে তার কথা ভাবিনা খুব মিস করি তাকে মাঝে মধ্যে স্বপ্নেও দেখি কখনো দেখি ভালো আছে কখনো শরীর খারাপ দেখি আসলে ওর শরীর সবসময় খারাপ ঈ থাকতো।ও চলে যাবার পর থেকে আমি ভগবান কে পূজা করতে পারিনা কেমন যেনো উদাসীন হয়ে গেছি। channel এর নামটা আমার না।

  • @sangitaghosal7969
    @sangitaghosal7969 4 หลายเดือนก่อน +4

    আপনার কথা গুলো সব শুনলাম আমার নিজের জীবনে এমন কিছু ঘটেছে যেটা আপনাকে বলার দরকার ছিলো কিন্তু এখানে দেখলাম সবাই নিজের কথা বলেছে কিন্তু কোনো উত্তর পায়নি তাই আমার কথা টা আমি বললাম না কারণ আমার উদ্দেশ্য সবাইকে জানানো নয় কিচ্ছু কথা বলা এবং শোনা তবে এটুকু বলতেই পারি আমার বর্তমান স্বামী কে আমি জন্ম জন্মান্তর ধরে পেতে চাই এবং আমার স্বামীর হয়েও এটা আমি হলপ করে বলে দিতে পারি যে ও আমাকে জন্ম জন্মান্তর ধরে চায় আর এটা যে বললাম সেটা শুধু কথার কথা নয় আবার কোনো আবেগ নিয়ে কথাও নয় এটা চরম সত্য কথা

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  4 หลายเดือนก่อน

      যাদের নির্দিষ্ট প্রশ্ন থাকে, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি মা। অনেক সময় আমাকে বাইরে যেতে হয়, দেখা হয় না।

    • @jishubhowmik1138
      @jishubhowmik1138 3 หลายเดือนก่อน

      মন কোন না কোন জমনে চেঞ্জ হবেই। তো বিচ্ছেদ হবেই কোন না কোন জনমে।দুনিয়া একভাবে চলে না।

  • @krishnarudrapaul6620
    @krishnarudrapaul6620 6 หลายเดือนก่อน +2

    Hare Krishna

  • @favoritezone7469
    @favoritezone7469 7 หลายเดือนก่อน +3

    দারুন 👌👌

  • @strangegaming-od6fv
    @strangegaming-od6fv 6 หลายเดือนก่อน +13

    আমার বাবা মারা যাওয়ার ঠিক ৬ মাস পর ই আমার মা ও মারা যায় .. তাদের ২ জন ২ জন কে ছাড়া এক দিন ও থাকতে পারতো না

  • @swapnachoudhuri1880
    @swapnachoudhuri1880 7 หลายเดือนก่อน +3

    I agree with your consent and thanks a lot for your awsome message.

  • @TIPU-11
    @TIPU-11 7 หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  7 หลายเดือนก่อน

      পবিত্র ঈদ এর আন্তরিক শুভেচ্ছা নেবেন। আনন্দে থাকুন, ভালো থাকুন। সংবাদ ভয়েস ৯ টিম।

    • @mhmmdfrance2879
      @mhmmdfrance2879 6 หลายเดือนก่อน

      মানুষ দুবার জন্ম গ্রহন করে । সৃষ্টি কর্তা তাকে সুযোগ দান করেন যেন চিরস্থায়ী পরকালে হেদায়েত নিয়ে উঠতে পারে ।
      পবিত্র কোরআনে আছে

  • @SuchandraMajumder-f7j
    @SuchandraMajumder-f7j 2 หลายเดือนก่อน +2

    আপনার কথা গুলো শুনে ভাল লাগল
    আমার একটা প্রশ্ন আছে।
    আমার স্বামীর সাথে আমার প্রেম করে বিবাহ।
    আমরা একে অপরকে খুব ভালো বাসি।
    কিন্তু পারিবারিক কারণে আমাদের মধ্যে অশান্তি এত বেশি, যে মাঝে মাঝে মনে হয় আলাদা হয়ে যাই। কিন্তু ছেলে মেয়ে র জন্য আমরা কেউই চূড়ান্ত সিদ্ধান্ত নি না।
    আমাদের যেমন অশান্তি হয়, আবার দুই জন দু জন কে ছেড়ে থাকতে ও পারি না।
    তো, এই যে আমাদের চুড়ান্ত অশান্তি র পর আবার এক ভাবে সংসার করছি মানসিক অশান্তি কে ভুল তে চেষ্টা করে, এই টা ও কি পুর্ব জন্মের কোনো দোষ এর কারণে????

  • @SejonBiswas
    @SejonBiswas 5 หลายเดือนก่อน +6

    জানিনা কেনো একজন কখনো ভুলতে পারি না জানিনা তার সাথে আমার কোন জন্মের কি সম্পর্ক

  • @MousumiMondal-c3k
    @MousumiMondal-c3k 4 หลายเดือนก่อน +2

    Ami amar sami ke porer jonmeo pete chai protita jonme jeno o amar e hoi 😌❤️‍🩹🌍

  • @shankardas7680
    @shankardas7680 6 หลายเดือนก่อน +1

    Thank you

  • @munaisvlog8520
    @munaisvlog8520 7 หลายเดือนก่อน +3

    বিষয় নির্বাচন 👌💚

  • @IndranilGhosh-f8l
    @IndranilGhosh-f8l หลายเดือนก่อน +1

    বিবাহ সম্পন্ন হয়নি,কিন্তু এখনো আমি তাকে নিজের করে পেতে চাই, সে আমাকে হয়তো ভূলেগেছে, -সে ক্ষেত্রে আগামী জন্মে আমি যদি তার জন্য অপেক্ষা করি তাহলে সেও কি পরজনমে আমাকে মনে রেখে আমার কাছে আসবে? এ ব্যাপারে আপনার মন্তব্য জানার প্রার্থনা রইল,অপেক্ষায় রইলাম।

  • @bijoy7531
    @bijoy7531 7 หลายเดือนก่อน +3

    স্বরুপ সাধনা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেন ।
    নমস্কার।

  • @arunchakraborty5113
    @arunchakraborty5113 หลายเดือนก่อน +1

    Dada aatma oi murto rup kamon kore dharon kore jodi bolen

  • @paromitaduttaroy7874
    @paromitaduttaroy7874 2 หลายเดือนก่อน +1

    Apnar chanel er ami ek jon guno mugdha soota,
    Apnar chanel tir namer mane ki ,janale badhito hobo.
    Apnar gaan, apnar , upothaponar prati hajaro kurnish janalam.
    Dhanaybad.

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  2 หลายเดือนก่อน

      ইহলোক-পরলোক, এটি একটি নিউজ গ্রুপের স্পিরিচুয়াল উপস্থাপনা। আপনাকেও ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখার জন্য, ভালো থাকবেন।

  • @madhumitachakraborty8617
    @madhumitachakraborty8617 6 หลายเดือนก่อน +8

    Ami sodhoba morte chai moner prane. Ami bor k chara thakte parbo na. Tai hobe to?

  • @MousumiMondal-c3k
    @MousumiMondal-c3k 4 หลายเดือนก่อน +4

    Please 🙏🥺 sobay aktu ashirwad korben amader jeno akta baby hoi

    • @prabirmondal4411
      @prabirmondal4411 3 หลายเดือนก่อน

      @@MousumiMondal-c3k dr bani mitro k dakhan behala kolkata

  • @ShaanBlog
    @ShaanBlog 3 หลายเดือนก่อน +2

    pechone background music ta please deben na 😊

  • @ontobihinpoth
    @ontobihinpoth 6 หลายเดือนก่อน +6

    যদি পরজন্মে আবারও আসি এই ধরনীতে... তবে আমার এই বউ ই চাই,যাকে নিয়ে আছি❤️

  • @tarikomar8598
    @tarikomar8598 7 หลายเดือนก่อน +2

    💛💛💛

  • @MaheswarNaskar
    @MaheswarNaskar 2 หลายเดือนก่อน +1

    হ্যাঁ আমি যানি

  • @rajarshirajarshiroy1585
    @rajarshirajarshiroy1585 2 หลายเดือนก่อน +2

    প্রেম করেও দুজনের দুজায়গায় বিয়ে হল।বেশ সুখেই দুজনে আছি ছেলে মেয়ে নিয়ে কিন্তু কেউ কাউকে ভুলতে পারিনি। আবার কোনো সম্পর্ক নাই। কিন্তু যেন মনে হয় সম্পর্ক আছে।এটার শেষ কোথায়।

    • @MitaRoy-1290
      @MitaRoy-1290 8 วันที่ผ่านมา

      @@rajarshirajarshiroy1585 ager jonme valo bondhu silen hoyto

  • @ahossain3902
    @ahossain3902 7 หลายเดือนก่อน +16

    আমার এই জন্মের স্ত্রীর সাথে আর কোনো জন্মেও যাতে না দেখা হয়, এমন কোনো ব্যাবসথা আছে কি?

    • @user-sona299
      @user-sona299 5 หลายเดือนก่อน

      @@ahossain3902 পজিটিভ ভাবুন দেখবেন সব ঠিক হয়ে যাবে😊

    • @jishubhowmik1138
      @jishubhowmik1138 3 หลายเดือนก่อน

      এমন কোন কিছই নাই। পরের জন্মে আপনি আপনার মা, বৌ, মেয়ে বা অন্য কোন নারীর প্রেমেও পড়তে পারেন। কোন গ্যারান্টি নাই। কেউ বলতে পারে না।কেউ কারোর আপন না তেমনি কারোর সঙ্গে কারোর স্থায়ী কোন সম্পর্কও নাই।মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে এইসব সম্পর্ক কিছুদিনের। জনমে জনমে সম্পর্ক বদল হয়।

  • @madhabporel7808
    @madhabporel7808 7 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @proudindian4683
    @proudindian4683 7 หลายเดือนก่อน +11

    আমার ভালোবাসার মানুষ প্রায় 10 বছর আগে suicide করে মারা যায়, আমি এখনও তাকে অনুভব করতে পারি। আমরা কী পরের জন্মে আবার এক হতে পারবো? আমাদের এজন্মের অসমাপ্ত ভালোবাসা কী পরজন্মে পূর্ণতা পাবে?

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  7 หลายเดือนก่อน +6

      ভালোবাসা ফিরিয়ে দেয়, ভালোবাসা আবার মিলিয়ে দেয়। যদি দুজনের ভালোবাসার মধ্যেই সেই আকুতি থাকে।

    • @proudindian4683
      @proudindian4683 7 หลายเดือนก่อน +6

      হ্যাঁ আছে আমার মধ্যে তো আছেই, আর তার মধ্যেও আছে। সে আমার স্বপ্নে আসে, মাঝে মধ্যে তার আত্মা দেখাও দেয়।

    • @ishankkhan9992
      @ishankkhan9992 7 หลายเดือนก่อน +7

      যার সাথে প্রেম থাকে পরজন্মে তার সাথেই মিলন বা বিয়ে হয়।আপনার উচিৎ আপনার প্রেমিকার আত্মার মুক্তির জন্য যজ্ঞ,হোম বা ধর্ম কর্ম করা।এতে সে মুক্ত হয়ে নতুন শরীর লাভ করতে পারবে।নইলে সুইসাইড করার কারন পৃথিবীতেই ঘুরতে থাকবে।

    • @proudindian4683
      @proudindian4683 6 หลายเดือนก่อน

      @@ishankkhan9992 সে আমার প্রেমিক, প্রেমিকা নয়। আমি তার প্রেমিকা। কিন্তু কীভাবে সে মুক্তি পাবে সেই উপায় আমার জানা নেই, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন শান্তিতে থাকে। আমাদের এই জন্মের অসমাপ্ত ভালোবাসা যেন পরজন্মে পূর্ণতা পায়। তাকে ছাড়া আমি আর কোন কিছুই চাই না। 😢😭💔🙏

  • @dotarafusion8838
    @dotarafusion8838 6 หลายเดือนก่อน +2

    Dada ami apnar sathe aktu Kotha bolte chai kivabe somvob hote pare

  • @Skwlwnklano3i
    @Skwlwnklano3i 3 หลายเดือนก่อน +3

    আমি যাকে ভালবেসেছিলাম, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। এখন সে আমাকে ভালবাসে কিন্তু আমি এই জন্ম কেনো, কোনো জন্মেই তাকে চাইনা।
    এমন কি কোনো উপাচার আছে যেনো তার সাথে আর কোনো জন্মে দেখা না হয় ? আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু মুখ দেখতে চাই না। প্লীজ কোনো উপাচার থাকলে বলুন। আমি না খেয়ে 15 দিন ও থাকতে পারবো। অথবা খালি পায়ে কাচের উপর দিয়ে হাঁটতে পারবো। অথবা গরম কয়লার উপর ও দাঁড়াতে পারবো কিন্তু আর কোন জীবনে যেনো তার ছায়া না দেখি এই উপাচার বলুন কেউ আমাকে।।

  • @SyadasalmaNoor
    @SyadasalmaNoor 6 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @pbipashaghosh8533
    @pbipashaghosh8533 6 หลายเดือนก่อน +7

    আমি এমন স্বামী পরজন্মে লাভ করতে চাই না

  • @ShiningSayani
    @ShiningSayani 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @priotamajumderpuja611
    @priotamajumderpuja611 6 หลายเดือนก่อน +7

    আমি প্রচন্ড ভালোবাসার পরও কেন ভালোবাসা পেলাম না? অচেনা কাউকে বিয়ে করলে তার সাথে আত্মিক বন্ধন সম্ভব?

  • @arunchakraborty5113
    @arunchakraborty5113 หลายเดือนก่อน +1

    Amar meyer jonno sobai ashirwad korben or swamir songe jano or abar khub bhab hoye jay

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  หลายเดือนก่อน

      ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

  • @alpanabanerjee3958
    @alpanabanerjee3958 7 หลายเดือนก่อน +2

    বাহ খুব ভালো লাগলো।আচ্ছা প্লাঞ্চট সম্মন্ধে যদি কিছু বলেন।এটা কি সত্যি?🙏

    • @ajoypandit5034
      @ajoypandit5034 7 หลายเดือนก่อน +1

      এ সম্বন্ধে না জানাই সবচেয়ে ভালো।❤

  • @barnimamondal1028
    @barnimamondal1028 5 หลายเดือนก่อน +2

    Amra Husband wife thik achi dujonei.. kintu muskil holo attonto kharap manush nonod, sasuri, ar sosur, eta ki amr purbojonmer kharap kormo????

  • @tutorialmasala8677
    @tutorialmasala8677 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tapanmaili
    @tapanmaili 2 หลายเดือนก่อน +2

    আমার জীবন খুব বেশি কষ্ট আছে

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  2 หลายเดือนก่อน

      আপনি আমাদের আগামী পরশুর ভিডিওটা দেখবেন।

  • @soumalimukherjee9178
    @soumalimukherjee9178 5 หลายเดือนก่อน +4

    Ami amar swami ke i samner jnme pete chai...ok chara ami osohay...ami ok ei chai

  • @jayasreemukherjee3843
    @jayasreemukherjee3843 6 หลายเดือนก่อน +26

    জানিনা স্যার পূর্ব জন্মের কোন খারাপ কর্মের জন্য সেটা তো আমার জ্ঞানে নেই আমার স্বামী আমাকে দিন রাত এতো মানসিক অত্যাচার খিস্তি গালমন্দ করেন তা আপনি যদি নিজ চোখে দেখেন তাহলেও বিশ্বাস করতে পারবেন না এও কি সম্ভব মনে হবে।😢😢😢😢

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  6 หลายเดือนก่อน +12

      এটা আপনার কর্ম নয়, উনি ওনার কর্মফল তৈরি করছেন। আপনার খারাপ হবে না, যদি কিছু খারাপও থেকে থাকে আপনার, সব চলে যাবে।

    • @rubinag8501
      @rubinag8501 6 หลายเดือนก่อน +2

      @@sangbadvoice9Spiritual thik bolechen

  • @rekhaadhikary3065
    @rekhaadhikary3065 5 หลายเดือนก่อน +4

    Amr love marriage hyechilo r amra khub happy chilam,amdr khub mil chilo but biyer 1 year pr accident a satye sathe amr husband mara jay,ses smy dekha o hyni,but eta kno hlo????

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  5 หลายเดือนก่อน +1

      আপনার উত্তর আমি দেব। সঙ্গে থাকুন এই চ্যানেলের। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।

  • @paujayapaul1802
    @paujayapaul1802 7 หลายเดือนก่อน +3

    I want to know that what both of us done in last birth that we have one son who is challenged.

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  7 หลายเดือนก่อน +1

      এ নিয়ে আমরা শীঘ্রই আলোচনা করবো। ভালো থাকুন, আনন্দময় হোক জীবন।

  • @tanimadutta2463
    @tanimadutta2463 6 หลายเดือนก่อน +1

    R jeno jonmo na hoye tar upay ki doya kore jodi janan

    • @khochchore
      @khochchore 5 หลายเดือนก่อน

      তার জন্য কঠোর সাধনা করতে হবে। এবং সেই সাধন পথ একমাত্র সদগুরুই দেখাতে পারেন। শ্রী ভগবানের কাছে আকুল হয়ে প্রার্থনা করুন। তিনি নিশ্চয়ই ধরা দেবেন। জয় জগন্নাথ। 🙏🙏🙏

  • @simplegirl1992
    @simplegirl1992 6 หลายเดือนก่อน +4

    Accha chele ra ki proti jonmei chelei hoy..R meyera ki meyei hoy

  • @GeetaDevnath-qg7jk
    @GeetaDevnath-qg7jk 6 หลายเดือนก่อน +1

    বাবা আপনার সাতে কথা বলতে পারি।

  • @pinkimondal8151
    @pinkimondal8151 6 หลายเดือนก่อน +3

    Sir jodi ei jonme keo amake valobase sottie valobese kintu ami take valo basina r amar onno karo sathe biye hoye jai kintu amar amar swami ba strir upore kono valobasha na thake kintu amake je valobasto ami tar valo chai se sobsomoy khusi thakuk chai tahole ki next jonme tar sathe amar kono somporko hobe ba ei jonne ami jar sathe achi tar sathe abar somporko hobe amader dujoner karor upore kono prem nei sudhu amra amader kortobyo kori ei tukui

    • @pinkimondal8151
      @pinkimondal8151 6 หลายเดือนก่อน

      Sir answer ta deben please

  • @GeetaDevnath-qg7jk
    @GeetaDevnath-qg7jk 6 หลายเดือนก่อน +1

    আমি কত জনমের পাপি এমন পেমের বাধনে ফেছে গেলাম আমি এখন করি বূজতে পারিনা

  • @SA.sunshine_
    @SA.sunshine_ 6 หลายเดือนก่อน +1

    Ami amar babar mittur age baba k barite dekhechi r sasuri k same dechei ..du Joni hsptl chilo kintu ami dekhlm dujonei amr samne daria ..trpr khbor pelam baba r nei ..sasuri Tai dekhlm khbor pelam sasuri r nei ...tahole tader ki punor jonam hoyeche aktu bolben plz .

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  6 หลายเดือนก่อน

      শুনলাম। বহু মানুষের এরকম অভিজ্ঞতা হয়, যারা 'অবিশ্বাসী বা অতিজ্ঞানী' বলে নিজেদের ভাবেন, তারা হাসবেন। আপনি ঠিকই দেখেছেন। পুনরর্জন্মের জন্য অপেক্ষা লাগে। ভালো থাকবেন।

  • @sadhanamukherjee2486
    @sadhanamukherjee2486 6 หลายเดือนก่อน +2

    Ami.onake.harie.kuub.koste.achi

  • @sinjonamitra2160
    @sinjonamitra2160 3 หลายเดือนก่อน +1

    Sir.. Ami amar shaami k biye-r thik 1 month porei haralam. Amra 9 years dhore bondhutte chilam. Biyer pore thik 32nd day te amar shaami suicide korlen.
    Ami ki r or stree roop-e jonmo nite parbo?

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  3 หลายเดือนก่อน

      আপনি আগামীকালের ভিডিওটা দেখবেন। ভালো থাকুন।

  • @simplegirl1992
    @simplegirl1992 6 หลายเดือนก่อน +3

    Accha meye ra ki proti jonme meyei hoy R chelera proti jonme chelei hoy

  • @BithikaDas-j9s
    @BithikaDas-j9s 6 หลายเดือนก่อน +1

    আমার নাতির পুনজন্ম চাই। 😭😭😭

  • @diyasarkar2036
    @diyasarkar2036 6 หลายเดือนก่อน +1

    আমার বর্তমান কিছু ঘটেছে জা আমি আপনার কাছে সেয়ার করতে চাই দাদা

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  6 หลายเดือนก่อน

      Out email is voice9india@gmail.com. You may share with me.

  • @sourvAhmed-je8de
    @sourvAhmed-je8de 6 หลายเดือนก่อน +4

    আমার জীবনে দারিদ্র্যতা গরিব অসহায় এটা কি কোনো কর্ম ফলের সাসথি নাকি

    • @arpitadutta9695
      @arpitadutta9695 6 หลายเดือนก่อน

      @@sourvAhmed-je8de amaro ek e😞😞😞

  • @jolyniceinformationdey333
    @jolyniceinformationdey333 5 หลายเดือนก่อน +1

    আমি আমার স্বামী কে next life as Husband পেতে চাই এটা ki সম্ভব বা সত্যি..pls জানাবেন...সত্য যদি পেতে পারি এই টুকু জানতে পারি তবে ভীষণ শান্তি পাব

    • @sangbadvoice9Spiritual
      @sangbadvoice9Spiritual  5 หลายเดือนก่อน

      আপনি একটু লক্ষ্য রাখবেন, আমি এ নিয়ে শীঘ্রই আলোচনা করব।

  • @SwarupadasDas
    @SwarupadasDas 5 หลายเดือนก่อน +1

    Amar husband ke Ami r kono jonme r chai na karon amra otacharito amra savabik vabe thakte pari na sei jonno Ami r chai na

  • @supriyachatterjee170
    @supriyachatterjee170 6 หลายเดือนก่อน +1

    Amar stri gata 2021 er 21st may karonay mara jay medical college e. Sara jibon kathor sangram kore gache avaber sansar chaliye gache ebong akmatra cheleke engineer tairi karar pichone tar sangram aparisim. Chele pratham salary peye tar mayer jonyo akta sari kinechilo kintu seta ar tar para holona. Amra bhalo bese biye korechilam. Kintu sabsamoy akhono mone hoy amar gharei kothao ache. Ami khub kasto pachchi. Amar pranam neben. Amar bayas akhon 60.

    • @khochchore
      @khochchore 5 หลายเดือนก่อน

      @@supriyachatterjee170 আমার আন্তরিক সমবেদনা জানাই। 🙏🙏🙏

  • @sadhanamukherjee2486
    @sadhanamukherjee2486 6 หลายเดือนก่อน +1

    Ami.sobaike.valoo.basi.keno.emon.holo.amar?

  • @sadhanamukherjee2486
    @sadhanamukherjee2486 6 หลายเดือนก่อน +2

    Amar.kono.jonomer.pape.amar.sami.14.march.amay.chere.chole.gelen.amio.onar.kache.jete.chai

  • @anantasingharoy2436
    @anantasingharoy2436 4 หลายเดือนก่อน +1

    Ami mitur baba re cai

  • @bijitmazumdar2918
    @bijitmazumdar2918 5 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅😅

  • @jayantamukherjee606
    @jayantamukherjee606 6 หลายเดือนก่อน +2

    এটা কে talepathy টেলিপ্যাথি বলে

  • @mhmmdfrance2879
    @mhmmdfrance2879 6 หลายเดือนก่อน +2

    মানুষ দুবার জন্ম গ্রহন করে । সৃষ্টি কর্তা তাকে সুযোগ দান করেন যেন চিরস্থায়ী পরকালে হেদায়েত নিয়ে উঠতে পারে ।
    পবিত্র কোরআনে আছে