আধুনিক বিজ্ঞান ও হিন্দুধর্ম 1/3 | মেঘনাদ সাহা | চেতনার অন্বেষণে পডকাস্ট |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • “সবই ব্যাদে আছে।”
    অনেক পাঠক আমি আমার প্রথম প্রবন্ধে “সবই ব্যাদে আছে” এইরূপ লিখায় একটু অসন্তুষ্ট হইয়াছেন। অনেকে ধরিয়া লইয়াছেন যে আমি ‘বেদের’ প্রতি অযথা অবজ্ঞা প্রকাশ করিয়াছি। কিন্তু এই ধারণা ঠিক নয়। এই বাক্যটির প্রয়োগ সম্বন্ধে একটু ব্যক্তিগত ইতিহাস আছে। প্রায় 18 বৎসর পূর্বেকার কথা, আমি তখন প্রথম বিলাত হইতে ফিরিয়াছি। বৈজ্ঞানিক জগতে তখন আমার সামান্য কিছু সুনাম হইছে। ঢাকা শহর নিবাসী (অর্থাৎ আমার স্বদেশবাসী) কোনও লব্ধপ্রতিষ্ঠ উকিল আমি কি বৈজ্ঞানিক কাজ করিয়াছি জানিবার ইচ্ছা প্রকাশ করেন। আমি প্রথম জীবনের উৎসাহ ভরে তাঁহাকে আমার তদানীন্তন গবেষণা সম্বন্ধে (অর্থাৎ, সূর্য ও নক্ষত্রাদির প্রাকৃতিক অবস্থা, যাহা Theory of lonisation of Elements দিয়া সুস্পষ্ট রূপে বোঝা যায়) সবিশেষ বর্ণনা দেই। তিনি দুই এক মিনিট পরপরই বলিয়া উঠিতে লাগিলেন, “এ আর নূতন কি হইল, এ সমস্তই ব্যাদে আছে।” আমি দুই একবার মৃদু আপত্তি করিবার পর বলিলাম, “মহাশয়, এসব তত্ত্ব বেদের কোন্ অংশে আছে, অনুগ্রহপূর্বক দেখাইয়া দিবেন কি?’’ তিনি বলিলেন, “আমি ত কখনও ‘ব্যাদ’ পড়ি নাই, কিন্তু আমার বিশ্বাস, তোমরা নূতন বিজ্ঞানে যাহা করিয়াছ বলিয়া দাবী কর সমস্তই ‘ব্যাদে’ আছে।” অথচ এই ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের উচ্চতম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছিলেন।
    বলা বাহুল্য যে, বিগত কুড়ি বৎসরে বেদ, উপনিষদ, পুরাণ, ইত্যাদি সমস্ত হিন্দুশাস্ত্রগ্রন্থ এবং হিন্দু জ্যোতিষ ও অপরাপর বিজ্ঞান সম্বন্ধীয় প্রাচীন গ্রন্থাদি তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আমি কোথাও আবিষ্কার করিতে সক্ষম হই নাই যে, এই সমস্ত প্রাচীন গ্রন্থে বর্তমান বিজ্ঞানের মূলতত্ত্ব নিহিত আছে। সকল প্রাচীন সভ্য দেশের পণ্ডিতগণই বিশ্বজগতে পৃথিবীর স্থান, চন্দ্র, সূর্য, গ্রহাদির গতি, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা ইত্যাদি সম্বন্ধে নানারূপ কথা বলিয়া গিয়াছেন, কিন্তু তাহা সত্ত্বেও বাস্তবিক পক্ষে বর্তমান বিজ্ঞান গত তিন শত বৎসরের মধ্যে ইউরোপীয় পণ্ডিতগণের সমবেত গবেষণা, বিচার শক্তি ও অধ্যবসায় প্রসূত। একটা দৃষ্টান্ত দিতেছি, এদেশে অনেকে মনে করেন, ভাস্করাচার্য একাদশ শতাব্দীতে অতি অস্পষ্ট ভাবে মাধ্যাকর্ষণ শক্তির উল্লেখ করিয়া গিয়াছেন সুতরাং তিনি নিউটনের সমতুল্য। অর্থাৎ, নিউটন আর নূতন কি করিয়াছে? কিন্তু এই সমস্ত “অল্পবিদ্যা ভয়ঙ্করী” শ্রেণীর তার্কিকগণ ভুলিয়া যান যে, ভাস্করাচাৰ্য কোথাও পৃথিবী ও অপরাপর গ্রহ সূর্যের চতুর্দিকে বৃত্তাভাস (elliptical) পথে ভ্রমণ করিতেছে একথা বলেন নাই। তিনি কোথায়ও প্রমাণ করেন নাই যে, মাধ্যাকর্ষণ শক্তি ও গতিবিদ্যার নিয়ম প্রয়োগ করিলে পৃথিবীর ও অপরাপর গ্রহের ভ্রমণ কক্ষ নিরূপণ করা যায়। সুতরাং ভাস্করাচার্য বা কোন হিন্দু, গ্রীক বা আরবী পণ্ডিত কেপলার, গ্যালিলিও বা নিউটনের বহু পূর্বেই মাধ্যাকর্ষণতত্ত্ব আবিষ্কার করিয়াছেন, এরূপ উক্তি করা পাগলের প্রলাপ বই কিছুই নয়। দুঃখের বিষয়, দেশে এইরূপ অপবিজ্ঞান প্রচারকের অভাব নাই, তাঁহারা সত্যের নামে নির্জলা মিথ্যার প্রচার করিতেছেন মাত্র।
    এই শ্রেণীর লোক যে এখনও বিরল নয় তাহার প্রমাণ সমালোচক অনিলবরণ রায়। তিনিও সবই ব্যাদে আছে এই পর্যায়ভুক্ত, তবে সম্ভবত তিনি ‘বেদ’ মূলে না হউক, অনুবাদ পড়িয়াছেন। সুতরাং তাঁহার পক্ষে সবই বেদে আছে এইরূপ অপজ্ঞান আরও জোর গলায় প্রচার করা সম্ভবপর হইয়াছে। আমি “সবই ব্যাদে আছে” এই উক্তিতে বেদের প্রতি কোনও রূপ অবজ্ঞা প্রকাশ করি নাই। অনিলবরণ রায় মহাশয়ের মত মনোবৃত্তিসম্পন্ন ব্যক্তিদের সম্বন্ধে আমার মনোভাব প্রকাশ করিয়াছি মাত্র।" - মেঘনাদ সাহা
    #নাস্তিকতাবাদ #যুক্তিবাদ #মুক্তচিন্তা #পডকাস্ট #ধর্ম #হিন্দুধর্ম #বেদ #পুরাণ
    বইটির লিংক - t.me/Yktibadir...
    'চেতনার অন্বেষণে' একটি মুক্তচিন্তক সাময়িকী।
    A freethinking Magazine
    Contact and Information details:
    1. Telegram Channel: @Yktibadira (Channel) t.me/Yktibadira
    2. Email: yuktibadira@gmail.com
    3. WhatsApp: wa.me/91943379...
    4. Subscription for Magazine (নিয়মিত গ্রাহক হওয়ার জন্য): forms.gle/rWqK... (The magazine is Free of cost)

ความคิดเห็น • 17

  • @pinkpasa2634
    @pinkpasa2634 2 หลายเดือนก่อน

    ❤👌

  • @sudipadhikari9752
    @sudipadhikari9752 9 หลายเดือนก่อน +2

    Darun darun . Aesob somajer sobar samne asa uchit jate manush aesob theke beriye aste paren . Onek dhonnobad apnake.

  • @sharmilasengupta5858
    @sharmilasengupta5858 4 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ আপনাকে, এমন বিষয় সকলের সামনে আনার জন্য

  • @priyanathbandyopadhyay1804
    @priyanathbandyopadhyay1804 4 หลายเดือนก่อน

    Very good
    Please continue on such subjects

  • @seramporegirlshighschool8753
    @seramporegirlshighschool8753 4 หลายเดือนก่อน

    Sabash, go ahead

  • @subarna17
    @subarna17 4 หลายเดือนก่อน

    বাহ্।

  • @rajarshiroygosthipaty1047
    @rajarshiroygosthipaty1047 4 หลายเดือนก่อน

    শাবাশ দেবস্মিতা। চালিয়ে যাও

  • @subhadeepchakraborty7033
    @subhadeepchakraborty7033 9 หลายเดือนก่อน

    Nice

  • @debabratachakrabarty1939
    @debabratachakrabarty1939 9 หลายเดือนก่อน +1

    Horrible reading of a wonderful writing 😢

  • @arunavamishra8406
    @arunavamishra8406 9 หลายเดือนก่อน

    Unake samman janai,kintu uni hindu drama samandhe kichui janen na

    • @freethinker2234
      @freethinker2234 9 หลายเดือนก่อน

      হ্যাঁ আপনি জানেন, উনি জানেন না, আপনি একজন অশিক্ষিত পাব্লিক

    • @rajarshiroygosthipaty1047
      @rajarshiroygosthipaty1047 4 หลายเดือนก่อน

      আপনি কি জানেন? আঁতেল ঘা লেগেছে