Bio Gas Unit : চালু হল বায়ো গ্যাসের প্রকল্প | biogas plant in west bengal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2022
  • এবার বায়ো ওয়েস্ট থেকে বায়ো গ্যাস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করল কলকাতা পুরসভা। মাত্র ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করে এই ধরনের সিএনজি প্লান্ট তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শহর কলকাতার বায়ো ওয়েস্ট থেকে প্রসেসিং করে বায়োগ্যাস তৈরি করে তা কলকাতা পুরসভার বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হবে। এর ফলে ডিজেল চালিত গাড়িগুলিকে ধাপে ধাপে সিএনজি চালিত গাড়িতে কনভার্ট করা হবে। ফলে প্রতি মাসে এই সমস্ত গাড়িগুলি চালাতে যে পরিমাণ তেল কিনতে হয় কলকাতা পুরসভা কে, তা অনেকটাই বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। বায়োগ্যাস নিষ্কাশন করার পর যে ওয়েস্ট পড়ে থাকবে সেই ওয়েস্টের আরডিএফ করে তা বিভিন্ন পাওয়ার প্লান্টে পাঠানো হবে। বর্জ্য থেকে প্রাপ্ত প্লাস্টিক গুলি কে প্রসেসিং করে তা কলকাতা পুরসভার বিভিন্ন অফিসে ও বিল্ডিং এ জানালা দরজা তৈরি করার জন্য ব্যবহার করা হবে।শেষ পর্যন্ত যে কঠিন বর্জ্য পড়ে থাকবে বিশেষ করে বিল্ডিং মেটেরিয়াল ওয়েস্ট,, তাকে ডাস্টে পরিণত করে তা রাস্তা তৈরীর জন্য এবং পুরসভার বিল্ডিং তৈরির জন্য ব্যবহার করা হবে। বলেও এদিন জানান ফিরহাদ।আগামী দিনে ধাপার মাঠ কে সম্পূর্ণ সবুজায়নের মাধ্যমে ঢেকে দেওয়া হবে বলেও এদিন জানান ফিরহাদ।
    #news #LatestNews #BreakingNews
    View Our website : www.samaykolkata.com
    Social Media Handles:
    Facebook Page : / samaykolkata.in
    Download Samay Kolkata
    Android App : play.google.com/store/apps/de...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น •