ভগবান বামন দেব এবং বলি মহারাজের উপকথা | ধর্ম, দান ও ভক্তির আদর্শ প্রসঙ্গ | শ্রীপাদ গৌড়ধাম প্রভু

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • বামন দেবের তিন পা ভূমির বরদান
    বামন দেব বলি মহারাজের কাছে দানে তিন পা ভূমি চেয়েছিলেন। বলি মহারাজ, যিনি এক মহান দানবীর ছিলেন, হাসতে হাসতে এই ছোট্ট অনুরোধ মেনে নেন, কারণ তিনি মনে করেছিলেন এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের এমন ছোট্ট চাহিদা খুবই সামান্য।
    কিন্তু বলি মহারাজ যখন বামন দেবকে তিন পা ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, তখনই বামন দেবের আকার বড় হতে শুরু করল। প্রথম পায়ে তিনি সমস্ত পৃথিবী মেপে নিলেন, দ্বিতীয় পায়ে স্বর্গলোক মেপে নিলেন। এখন তৃতীয় পায়ের জন্য কোনো স্থান অবশিষ্ট ছিল না।
    বলি মহারাজের আত্মসমর্পণ বামন দেব তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে, বলি মহারাজ তাঁর মাথা দেবতার পদতলে রেখে বললেন, "হে প্রভু, আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন।" বামন দেব বলি মহারাজের এই দানবীরতা ও ভক্তি দেখে খুশি হয়ে তাকে পাতাল লোকের শাসক করে দেন এবং তাকে অমরত্বের বরদান দেন। সঙ্গে এও বলেন যে, তিনি সর্বদা বলি মহারাজের সঙ্গে থাকবেন।
    বলি মহারাজের মহত্ত্ব এই কাহিনীর মাধ্যমে প্রমাণ হয় যে, বলি মহারাজ শুধু একজন মহান রাজাই ছিলেন না, তিনি একান্ত ভক্তি ও আত্মসমর্পণে পূর্ণ এক ব্যক্তিত্বও ছিলেন। তিনি নিজের রাজ্য ও জীবন উৎসর্গ করে দিলেন, কিন্তু ধর্ম ও সত্যের পথ কখনও ত্যাগ করলেন না।
    বামন অবতারের মহিমা ভগবান বিষ্ণুর বামন অবতার আমাদের শেখায় যে অহংকার ও ক্ষমতার অবসান হতে পারে, কিন্তু ধর্ম, সত্য ও ভক্তির গুরুত্ব চিরকাল অটুট থাকে। এই অবতারের মাধ্যমে ভগবান বিষ্ণু দেখিয়েছেন যে, সত্যিকারের ভক্তদের প্রতি তিনি সর্বদা করুণাময় থাকেন, সেটা দেবতা হোক বা অসুর।
    ফলাফল এই কাহিনী অনুযায়ী, বলি মহারাজের আত্মত্যাগ ও দান আজও স্মরণ করা হয়। এই কাহিনী শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ভক্তি, আত্মসমর্পণ ও দানশীলতার আদর্শকেও তুলে ধরে।

ความคิดเห็น • 4

  • @ManasiDatta-xz2zn
    @ManasiDatta-xz2zn 3 วันที่ผ่านมา +2

    হরে কৃষ্ণ হরিবল 🙏🙏❤️❤️

  • @kajaltikadar
    @kajaltikadar 3 วันที่ผ่านมา

    hare krishan provu pronam🙏🙏

  • @tapatinaskar2241
    @tapatinaskar2241 3 วันที่ผ่านมา

    Hare Krishna provu pronam 🙇

  • @pratimasaha
    @pratimasaha 3 วันที่ผ่านมา

    Hare Krishna 🙏🙏🙏