ভাত || মহাশ্বেতা দেবী || নাট্যরূপ || ক্ষুধার জ্বালা | দ্বাদশ |Vaat Galper Natyarup ll Kshudhar Jwala
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024
- মহাশ্বেতা দেবীর ভাত গল্পের নাট্যরূপ ; ক্ষুধার জ্বালা
মূল গল্প : মহাশ্বেতা দেবী
অভিনয় : দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ , এফ ওয়াই টি ওয়াই একাডেমি
অতিরিক্ত সংলাপ ও দৃশ্য, নির্দেশনা, পরিচালনা :
রাকেশ চন্দ্র মাহাত
চিত্রগ্রহণ : কল্যাণী,সুনিতা
সম্পাদনা : চৈতন
আয়োজনে : এফ ওয়াই টি ওয়াই একাডেমি, বেড়াদা
---------------------------------------------------------------------------------------
× চরিত্র রূপায়ণ ×
উচ্ছব নাইয়া : স্বাধীন মাহাত
পুরুতঠাকুর : সুরেশ সিংহ ধবল
বাসিনী : ভাদুমনি মাহাত
পিসিমা : অম্বিকা মাহাত
বড়বৌ : লক্ষী রানী রজক
মেজবৌ : বাসন্তী কুম্ভকার
ছোটবৌ : পঞ্চমী মাহাত
বুড়ো কর্তা : বিদ্যুৎ পরামানিক
ভজন চাকর : সৌরভ মাহাত
ডাক্তার : সুরজ গঁরাই
পুলিশ : বিশ্বরূপ সেন ও সন্দীপ সেন
গ্রামবাসী : সুনীল, সুষেন, অজয়, নয়ন, জ্ঞানরঞ্জন
কির্তন পার্টি : রাকেশ, সুরেশ
তান্ত্রিকের সহযোগী : প্রফুল্ল সিং সর্দার
তান্ত্রিক : বিজয় কালিন্দী
০০০০০০০০
চিত্রগ্রহণ : কল্যাণী,সুনিতা
সম্পাদনা : চৈতন
আবহ সঙ্গীত : সিধু সরেন
ইনপুট সাউন্ড : ডাঃ যদুনাথ মাহাত
আউটপুট সাউন্ড : কিরিটী মাহাত
মঞ্চসজ্জা : রানা ডেকোরেটার্স
পুষ্পসজ্জা : কৃষ্ণা ফ্লাওয়ার
সহযোগিতায় : সাহেবরাম, বিপ্লব, সত্যজিৎ,
লালবিহারী, দ্বারা, সঞ্জয়
ব্যবস্থাপনায় - সুভাষ স্যার ও বিশ্বরূপ স্যার
এবং সমস্ত ছাত্র ছাত্রী বৃন্দ
F.Y.T.Y ACADEMY
[Berada]
এই নাটক হল মহাশ্বেতা দেবীর "ভাত" গল্পের নাট্যরূপ। সংলাপের বেশিরভাগটা গল্প থেকে নেওয়া, তবে প্রয়োজন মতো অতিরিক্ত সংলাপ ও দৃশ্য সংযোজন করা হয়েছে। গল্পের মূল কাহিনী বজায় রাখা ও অবিকৃতভাবে উপস্থাপন করার যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য শিক্ষামূলক বিনোদন । কারো মনে আঘাত দেওয়া, অবমাননা, অপমান বা মানহানি এই নাটকের উদ্দেশ্য নয়। অতঃপর সমস্ত রকম অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
#উচ্চমাধ্যমিক #ভাত #দ্বাদশ #বাংলা #নাটক #natok #humor #humanity #hungry #hunger #food #theatre #the #mahashweta devi #play #drama #performance #music #acting #suggestion #song #মন্ত্র #ভূতের_গল্প
#class12 #hs #boardexam #syllabus #creative #westbengal #purulia #witch #music #poverty #বিদ্যে #জ্ঞান #knowledge #জীবন #live #life #practical #lifestyle #trading #reality #realityshow #lifequotes #bani #বানী #এডুকেশন #education #educational #educationalvideo #educationalvideos
অসাধারন হয়েছে ।
একটা ঐতিহ্য রেখে গেলাম ভবিষ্যতের উন্নয়ন ও কিছু পরিবর্তনের জন্য❤❤🎉🎉
Darun
Khub valo haia6e.