No Habas No Point | Clueless Manuel Lopez | Mohun Bagan 2 Chennaiyin FC 3 | Analysis & Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @debrajmajumder4178
    @debrajmajumder4178 8 หลายเดือนก่อน +1

    অনেক মানুষজনকেই ইউটিউবে কমেণ্ট করতে দেখেছি যে ..
    " মোহনবাগান দল যে এখন পরপর ম্যাচে সাফল্য পাচ্ছে সেটা তো সম্পূর্ণভাবে খেলোয়াড়দের কৃতিত্ব ৷ এখানে আবার হাবাসের ভূমিকা কি ? "
    কমেণ্ট পড়ে মনে মনে বেশ হেসেছিলাম ৷ 😅😅
    আশা করি এখন তাঁরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে রণক্ষেত্রে সেনাপতির ভূমিকা কি হয় আর সেনাপতির অনুপস্থিতিতে সেই সেনার কি হয় ৷
    জয় মোহনবাগান 💚❤️⛵️

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน +2

      একদম। হাবাস এই দলটাখে খাদের কিনারা থেকে তুলে চ্যাম্পিয়ানশিপের লড়াইতে রেখেছেন। ওনার প্রেজেন্স প্রচন্ড ম্যাটার করে। সহকারী কোচ পুরো ঘেঁটে ফেলেছেন রবিবার। ওনার থেকে বাস্তব রায় বা ক্লিফোর্ড বেটার খেলাতে পারতো বলে মনে করি।
      যাকগে, এখন পরপর তিনটে ম্যাচ মাস্ট উইন। জয় মোহনবাগান 💚♥️

    • @debrajmajumder4178
      @debrajmajumder4178 8 หลายเดือนก่อน

      @@BeyondRoutine85 : হয়তো তুমি ঠিকই বলেছ , সেইদিন বাস্তববাবু বা ক্লিফোর্ড খেলালে ফল অন্যরকম হতেই পারত ৷
      তবে আমার খেলা দেখে যা মনে হল সেটা হল HABAS sideline এ উপস্থিত না থাকলে গোটা দলটা আত্মবিশ্বাসের অভাবে ভোগে এবং দিশাহীন হয়ে পড়ে ৷ এই দলের খেলোয়াড়, সহকারী কোচ প্রত্যেকে HABAS এর নির্দেশকে শুধু চোখ বন্ধ করে অনুসরণ করে ৷

  • @ayanmondal1902
    @ayanmondal1902 8 หลายเดือนก่อน +1

    💚❤️

  • @debasishmondal9307
    @debasishmondal9307 8 หลายเดือนก่อน +1

    Sound valo asche na..

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน

      সেকি! আমাকে পারফেক্ট শোনাচ্ছে তো 😳

  • @sumalyabhattacharya1991
    @sumalyabhattacharya1991 8 หลายเดือนก่อน +3

    পচা সামুকে পা কাটলো দাদা! হাবাস এই জন্যই সেরা, ম্যানুয়াল ঠিক মত খেলাতে পারলো না। অনেক ট্যাকটিক্যাল মিসটেক হয়েছে! চেঞ্জ হয়নি ঠিক সময়ে, এবং ওনার ম্যান ম্যানেজমেন্ট ও ঠিক লাগেনি। কিছুটা লাগামছাড়া লাগলো ম্যানুয়াল কে, এবং ফিকে লাগলো।

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน

      একদম। পদে পদে মিস্টেক করেছেন। পুরো ঘেঁটে ফেলা যাকে বলে ঠিক সেটাই হয়েছে। দল নিজেদের ওপর অহেতুক চাপ নিয়ে ফেলল 😢 পরপর তিনটে ম্যাচই এখন মাস্ট উইন। পাঞ্জাব এবং লুরু টেবিলের নিচের দিকে থাকলেও একেবারে হেলাফেলা করার মত দল না।

    • @sumalyabhattacharya1991
      @sumalyabhattacharya1991 8 หลายเดือนก่อน +1

      @@BeyondRoutine85 একদমই দাদা, বিশেষ করে পাঞ্জাব খুব ভালো খেলছে, ওদের জর্ডান আর মাদিঃ তালাল খুব ভালো প্লেয়ার। দেখা যাক কি হয়, কালকের ম্যাচ টা হারায় সত্যি হাতের লক্ষ্মী পেয়ে ঠেলে দিল।

  • @sumantabanerjee5726
    @sumantabanerjee5726 8 หลายเดือนก่อน +1

    মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত হাবাসের সাথে আলোচনা করে ক্লিফোর্ড কে ও সঠিকভাবে কোচিং সহযোগিতায় যুক্ত করা,,, মনে হয় এতে মোহনবাগানের আখেরে লাভ হবে,, ম্যানুয়েল একাকী দায়িত্ব নেওয়ার মতো সাহসী বা ভরসা যোগ্য নয়,, প্রধান কোচের সমস্যা হতেই পারে,, তখন!!!!

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน

      একদম সহমত। শুধু ক্লিফোর্ড না, বাস্তব রায়ও। এদের দুজনকে তৈরি রাখা খুব দরকার। জানিনা হাবাস এদের কতটা গুরুত্ব দেন। উদাহরণ স্বরূপ, ক্লিফোর্ড সুপার কাপে খেলিয়ে খেলিয়ে রাজ বাসফোরকে দারুণ তৈরি করেছিল কিন্তু হাবাস আসার পর ওকে আর খেলতে দেখলাম না।

    • @indrabally
      @indrabally 8 หลายเดือนก่อน

      Clifford jehetu Juan er choice chilo sehetu Habas oke patta dei na....Clifford er dol chara sudhu samai er opekkha

  • @RumaChakraborty-g7c
    @RumaChakraborty-g7c 8 หลายเดือนก่อน +1

    😔😭

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน

      নিজেরাই নিজেদের কাজটা টাফ করে ফেলল 😒

  • @sumitguin5744
    @sumitguin5744 8 หลายเดือนก่อน +1

    It's better not to play Yutse rather Dippendu would play better . Playing highline defense with tired legs at the fag end of the match did us in along with some wrong substitutions as you said .

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  8 หลายเดือนก่อน

      Absolutely. Yuste should definitely be replaced in the next season. He has pedigree but too slow due to his age.
      Next three matches are extremely important for señor Habas and his team 💚♥️