হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ❤️❤️❤️ ( To Whom It May Concern 😂) মিডনাইট হরর স্টেশনে নতুন পা রেখেছেন বাংলার তরুণের বুকে ঝড় তোলা টলিউডের দুষ্টু মিষ্টি অভিনেত্রী দিগন্তিকা চৌধুরী। ওয়েলকাম আবোর্ড। 🤘🤘🤘 বিধিসম্মত সতর্কীকরণ - এই গল্পটি "গার্লফ্রেণ্ড নেই" বলিয়া বুক চাপড়ানো ব্যক্তিবর্গের মনে তীব্র মানসিক পীড়ার সৃষ্টি করতে পারে। নিজ দায়িত্বে শুনুন। 🤔🤔🤔 সবাইকে অনেক ভালোবাসা! ❤️❤️❤️
এই গল্প টা এমন একটা দিনের জন্য ই রেখে দিয়েছিলাম যে দিন মন টা বেশি খারাপ থাকবে... অন্ধকার ঘর, কানে হেড ফোন, আর চোখের কোণে হালকা জল.. এক অসাধারণ অনুভূতি...যেনো সত্যি ই সারা দুপুর বাইরে বৃষ্টি পড়ে গেলো.. যদি এমন টাও সত্যি হতো.. ❤️.. এরকম একটা গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার ভাষা নেই সায়ক দা.. ❤️ ❤️.. তোমার এবং তোমার গল্প গুলোর জন্য অসংখ্য ভালোবাসা রইলো.. ❤️ ❤️
বয়ফ্রেন্ড নেই ৷ কাউকে ভালবাসি ৷ তার জন্যে আমি থেকে গিয়েছি ৷ রেখে দিয়েছি নিজেকে ৷ সে যেদিনই এসে হাত বাড়িয়ে বলবে, "কই গো? যাবে না? আমার জীবনে আসবেনা?" আমি দু'হাত বাড়িয়ে তার বুকে নিজেকে সমর্পণ করে দেবো ৷ আর যদি কখনও না আসে তো অপেক্ষা করবো মৃত্যুর, যেদিন সব বাঁধন কেটে যাবে, যেদিন নিজেকে আটকাতে হবে না তার আর ৷ আমার কোনো দুঃখ নেই, শুধু আপসোস আছে যে আমি কোনো দিন তাকে বোঝাতে পারবো না যে সে আমার কাছে কি! সে আমার জীবনের কতখানি! ভালবাসি আমি তাকে, শুধুই ভালবাসি ❤️
এই ভুলটা করবেন না। আমার ১২ বছরের এক তরফা প্রেমের অভিজ্ঞতা থেকে বলছি এই মায়াজাল থেকে বেড়িয়ে আসুন। এই এক তরফা প্রেমে আমরা প্রেমের আসল মাধুর্যটাই বুঝতে পারিনা। সামনে দিকে এগিয়ে যান। যে একবার বলেনি কোন দিনও বলবেনা ১০০% মিলিয়ে নেবেন। নতুন কাউকে জীবনে আসতে দিন। ভালোবাসাকে অনুভব করুন!
@@skasif9831 Nah... Se r somvob na... Jor kore valobasa hoyna theek e, kintu ami oi jayga ta theke sore aste Chaina... O a6e bolei hoytoh benche a6i, nahle hoytoh cholei jetam kobe! O jodi chole jete bole tahle bina bakyobyaye chole jbo... Kono proshno korbona... :-)
Common fact : গল্পটি শুনতে আসা সব মানুষের তাদের school life,তাদের first love,বৃষ্টিভেজা দিন ,ক্লাসে teacher না আসলে একে অপরের দিকে তাকানো ,টিফিনে করা গল্প ,ছুটির পর একসাথে বাড়ি ফেরা ।সব কিছু মনে পরে নিজের অজান্তেই গল্প শোনা ব্যস্ত মন হেসে উঠবেই উঠবে। মনে পরে যাবে প্রথম প্রেমের অনেক অনেক মিষ্টি অনুভূতি ,কত কত মান অভিমান।। অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️❤️
একেবারেই, ওই দিন গুলো ভোলা যায় না, সেই নোকিয়া র ফোনে মেপে মেপে মেসেজ করা, কায়দা করে নাম্বার জোগাড় করে সেটাকে দিনে দুবার করে দেখা......আলাদাই ছিল ওই দিনগুলো❤
গল্পটা শুরু হয়েছিল সাত বছর আগে। আজ সেই সাত বছর আগের পিকনিকের দিনটায় ফিরে গেলাম। তখন সে শুধু বলেছিল, " ভয় কি, আমি আছি তো "... এই মিথ্যের পৃথিবীটাকে সত্যি করে সেই মানুষটা আজও আমার হাতটা চেপে ধরে রেখেছে 💓
আমি 12 এ পড়ি, সায়েন্স নিয়ে, মাঝে মাঝে গল্পও শুনি, আজ এটা শুনতে শুনতে মনে হচ্ছে teenage র যেই বর্ণনাটা শুরুতে দেওয়া আছে আমি সেইরকম কোনো স্মৃতি গড়ে তুলিনি, sometimes it's hard to be an introvert 🙂
এটিই আমার প্রথম শোনা অডিও স্টোরি, তাও একজন বন্ধুর suggestion এর মারফত, এখন মনে হচ্ছে হয়তো বেশ খানিকটা দেরি হয়ে গেল শুনতে। গল্প বা লেখক এর উদ্দেশ্যে কিছু বলার ক্ষমতা সত্যিই নেই আমার, তাই সেই দিকে না গিয়ে কারুর উদ্দেশ্যে কিছু কথা রেখে যেতে মন চাইছে। অত্যন্ত অদ্ভুত ভাবে আমিও নিলয়, যার জন্য লিখছি ইন্দিরা ই ছিল। অদ্ভুত লাগছে। পশ্চিবঙ্গ ছেড়ে আসার আগেই তেমন যোগাযোগ ছিল না শেষের দিকে, হয়তো তার আর আবছা স্মৃতিতেও নেই আর, সত্যি বলতে আমারও হয়তো ছিলো না, কিন্তু গল্প টা জাগিয়ে তুলল কিছু মুহূর্ত কে। না, প্রেম কোনদিনও ছিল না। দুজনেরই আলাদা গার্লস আর বয়েজ স্কুল ছিল। দেখা যা হতো ওই পড়ার ব্যাচ টুকুনই। মানুষ হিসেবে চমৎকার ছিল সে, চারপাশের লোকজনকে যেন সব সময় ভালো রাখার বিশেষ কোনো কৌশল জানা ছিল তার, অদ্ভুত। এটাই মনে একটা ভালোলাগার তৈরী করেছিল হয়তো, ব্যাস ওটুকুই। গল্পের ইন্দিরার মতোন সেও দুর্দান্ত ছবি আঁকতো, কে জানে এখন হয়তো আরও সুন্দর হয়েছে সেই আঁকার হাত। আমার পরিচিতা খানিক অসুস্থ ছিল তখন, আশা রাখি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সে... গল্পের মধ্যে কেনো জানিনা বারবার চরিত্রটার মধ্যে তাঁর কথাই মনে পড়ছিল, এতটা কাকতালীয় ও কি সম্ভব? কে জানে। যেখানেই থাকিস ভালো আর সুস্থ থাকিস রে। মানুষ হিসেবে নিশ্চয়ই আরও চমৎকার হয়ে উঠেছিস এখন! আবার দেখা হওয়ার ইচ্ছে রয়ে গেল। কমেন্ট টা রইলো, যদি কখনো তোর চোখে পড়ে, তাহলে ও এতদিনের কোনো না হওয়া যোগাযোগ ও খানিকটা ফিকে হবে। ভালো থাকিস।
গল্পটা জীবনের যে সময় টা নিয়ে সেটা আমায় কয়েক বছর আগের কথা মনে করিয়ে দিল....গার্লফ্রেন্ড ছিল না, বদলে একতরফা ভালোবাসা ছিল.....কিন্তু মনের অনুভূতিগুলো ঠিক এই রকমই শাশ্বত ছিল।ভেবেছিলাম এই অনুভূতিগুলোর বোধহয় দাম অনেক...ধরেও রেখেছিলাম অনেকদিন অন্তত কলেজের শেষ দিনগুলো পর্যন্ত...কিন্তু তারপরেই যেন কোথায় সব হারিয়ে গেল... সত্যিই বাস্তব বড়ই রুক্ষ,কঠিন.....জীবনের ওঠা পড়ার সাথে লড়াই করতে করতে কখন যে জীবনের সেই সারল্যতা কে আড়াল করে গুরু গম্ভীর হয়ে উঠেছি নিজেই জানি না। লাস্ট কয়েক বছর তো(এমনকি এখনো) রোমান্টিকতা,ভালোবাসা এগুলো এতটাই অসহ্য লাগত যে কি বলবো...যেখানেই এই সব দেখতাম মনে মনে উল্টোপাল্টা বলে শত হাত দূরে পালাতাম।সে জন্য ইউটিউবেও কৈশোর প্রেম,ভালোবাসার কবিতার বদলে রহস্য,রোমাঞ্চ,ডার্ক লাভ জাতীয় গল্পই বেশি শুনি।কিন্তু mid night horror station channel টা আবিষ্কার করার পর থেকে কদিন ধরেই একটা 'বাজে অভ্যাস' হয়ে গিয়েছে যে প্রেমের গল্পোগুলো গোগ্রাসে গিলছি... মিথ্যে বলবো না শুনতে না চেয়েও শুনছি....এত ভালো লেখাগুলো... just can't ignore. কাল রাতে একটা গল্পো চালিয়ে কখন যে ঘুমিয়েছি ঠিক নেই....সকালে ঘুম চোখে যখন এই গল্পো টা আবিষ্কার করলাম ভাবলাম এইটা দিয়েই তন্দ্রা কাটাব কিছুক্ষণ। সত্যি কথা বলতে কি কখন যে এক ঘন্টা কেটে গেলো বুঝতে পারি নি , ঘুম ছুটে গিয়ে কখনও হেসেছি কখনও কেঁদেছি,নিজেকে আবার ওই জায়গায়,শত বাধা সত্ত্বেও ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।আজ মনটা খুব ফ্রি লাগছে,আচ্ছা নিজের ইমোশন গুলোকে আড়াল করতে শিখে যাওয়ার নাম ই কি বড় হয়ে যাওয়া?কিন্তু আজকে সব বাধায় যেন ভেঙে গেলো,সেই হারিয়ে যাওয়া আমি কে যেনো আবার ফিরে পেলাম,এক লহমায় ভুলে গেছিলাম বিছানা থেকে উঠে বাস্তবের রুক্ষ হাওয়া সেবন করতে হবে,দাঁতে দাঁত চিপে লড়াই করতে হবে,তার বদলে এত বড় কমেন্ট লিখতে বসে পড়েছি😂....আচ্ছা মানুষের জীবন তো একটু সরল হলেও পারতো? সত্যি অনবদ্য তোমার গল্পো, অনবদ্য তোমার লেখনী সায়ক দা,ভালোবাসা নিও..........❤
সরলতা নেই বলেই হয়তো আমরা গল্পও শুনি/পরি যেটা বাস্তবে পেতে পারিনা সেই সবকিছুই খুজে চলি এক অন্য জগতে যেখানে নিয়ম ভাঙলেও কোনো সমস্যা নেই, বড়ো হয়ে যাওয়া , বয়সের কোনো বাঁধা নেই, আছে শুধু ' কখনো কি সত্যি হবে ' একটা প্রশ্ন আর একরাশ কল্পনা।
জানিনা কেন শুনতে শুনতে হাসি মুখে চোখের জল এসে গেল😊।আর হ্যাঁ আমাকেও আমার মা একবার বাঁচিয়ে ছিল😁😁।অনেক পুরোনো কথা মনে করিয়ে দিল সায়ক দা। অসংখ্য ধন্যবাদ Valentine's day তে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য❤️ নতুন গল্পের অপেক্ষায় রোইলুম😘😘😘
পুরো গল্প টা শুনতে পারলাম না অর্ধেক টা শুনেই মনের মধ্যে ভালোবাসা, অভিমান, একজনের মুখ আর কিছু না বলতে পারা কথা, সবাই মিলে এমন দাপাদাপি শুরু করে দিল যে tolerate করতে না পেরে বন্ধ করতে হল 💗 your beautiful voice and excellent stories
এই ঘটনাটা আমার জীবনের সাথে মিলে গেছে। আমি যখন ২৫তখন এই সময়টা ফেলে এসেছি। এখন নীলা আর নেই। অনেক দিন পর আবার চোখ ভিজে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের পুরনো দিনের কথাগুলো মনে করানোর জন্য।
গল্প টা শুনতে শুনতে নিজের class 11 এর প্রেম জীবন এর দৃশ্য স্পষ্ট দেখলাম, স্মৃতির অতলে তলিয়ে যাওয়া ঘটনা গুলো যেন পুনরাই অনুভব করতে পারলাম ।। সে আজ আমার জীবন সঙ্গী, পূর্ণ হয়েছে আমাদের প্রেম জীবন❤❤❤ শুধু পূর্ণ নয় বিবাহিত জীবন।।💔💔💔
গল্পের প্রতি ভালোবাসা টা তখন আরও বেড়ে যায় যখন ,গল্পের সঙ্গে বাস্তব অর্থাৎ নিজেদের মিল খুঁজে পাই!♥️♥️,কয়েক মিনিট সোনার পর মনে হলো নিজেদের গল্প শুনছি😄☺️!
আমি class 12 এ পড়ছি। প্রেম না করেও পুরো ব্যাপারটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সায়কদা আপনি আমাকে প্রেমে পড়া ও প্রেম করা শেখাচ্ছেন 😌😌🥰🥰...যদি বলো রঙিন এবং বৃষ্টি পড়ার দিনে....শোনার পর মনে হচ্ছে প্রেমটা এবার করেই ফেলি।।।🙈🙈
হ্যাঁ আমি কোনোকিছু দেখার পর কমেন্ট খুব কম করি খুব । আর গত ৫ বছরে হয়তো কমেন্ট করিনি ..তবে কোনো কিছু দেখতে দেখতে অথবা শুনতে শুনতে কমেন্টস পড়ার অভ্যাস টা যায়নি। এখন এই গল্পটা শোনার পর কমেন্ট করতে বাধ্য হলাম। পুরো গল্পটা প্রিয় মানুষকে কেন্দ্র করে ভেবেছি এবং উপভোগ করেছি। হ্যাঁ পরিস্থিতি টা অবশ্য মিলে গেছে .... লং ডিসট্যান্স দেখাও হবেনা...সবটাই অনুভবে😅......অন্যতম প্রিয় এক গল্পে পরিণত হলো এটা। ❤❤❤❤❤❤❤❤❤
সত্যি তখন সময়ের খেয়াল রাখতে ইচ্ছে করে না যখন চেনা মুখ অচেনা মানুষ.... চেনা শহর অচেনা গলি .... সামনে থাকা সব কিছু ভুলে বেহিসাবি হয়ে ভালোবাসার মানুষ টার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে একটা কল্পনা করা.... শুধু একটা কল্পনা করা ❤️
মনটা বড্ড খারাপ ছিল। আমাদের সময়ে যখন রাত একটা বাজে, তখন হুট করে ইউটিউবে রিকমেন্ডেশনে এই ভিডিওটা আসে। শুনতে শুরু করলাম। এতো নিপুণ, বাস্তব মনে হচ্ছিলো। খুব আফসোস হচ্ছিলো, ইশশ আমার যে কেন স্কুল জীবনে এরকম কোনো প্রেম হলো না! প্রিয় কেউ এখনো জীবনে আসে নি। তবে চাই নিরবের মতই কেউ আসুক আমার জীবনে। যে কিনা অনুভব করে এভাবেই আমাকে ভালোবাসবে। শুভকামনা রইলো চ্যানেলটির সকল কলাকৌশলীদের জন্য। আশা করি এরকম আরো ভালো কাজ আপনারা উপহার দিয়ে যাবেন আমাদের।♥
গল্পটার খুই ভালো ,আমার জীবনের বেশকিছু মূহুর্ত পুরো মিলে গেছে ,আমি সেই স্বরসতী পুজার দিন , দেখা করতে যাওয়া সেই সময় মনের ভেতর আলাদা একটা অনুভূতি কয়েক মূহর্তে আমি ফিরে পেয়েছিলাম ,সময়, বয়স সব পেরিয়ে গেছে কিন্তু মন থেকে স্মৃতিগুলো আর সরাতে পারিনি , সবমিলিয়ে গল্পটা খুব সুন্দর ,
আমার অনেক ভালো লাগার গল্পের মদ্ধে এটা সেরা। কভার গান টা এমন মাতাল করে তুলেছিল যে আমি হারিয়ে গিয়েছিলাম আমার ফেলে আসা 2013,2014 সালের মদ্ধে।গল্পের ভাসা গুলো শরীরের লোম খাড়া করে দিয়েছে wow 😲
ঠিক কতবার গল্পটা শুনছি বলতে পারবনা..... যতবার শুনি ততবার ফিরে যাই সেই ফেলে আসা অতীতে.. যে অতীতে আজ আর চাইলেও ফিরে যেতে পারবোনা... অতীত বেঁচে থাকুক শুধুই স্মৃতিতেই......🙂
অসাধারণ 👌👌👌 সেই স্কুল জীবনের দিনগুলো মনে পড়ে গেলো। আর সব থেকে অবাক করার বিষয় হল গল্পটা যখন শুনেছিলাম তখন মুশোল ধারে বৃষ্টি পড়ছে ঘরের বাইরে । এক আলাদা অনুভূতি পেলাম মনের মধ্যে।
অনেকদিন ধরে গল্পটা শুনব শুনব করেও শোনার সাহস পাচ্ছিলাম না....আমি একজন বৃষ্টিপ্রেমী❤️ তাই গল্পটার নামটা দেখামাত্রই শোনার লোভ হচ্ছিল বটে, কিন্তু একটা আাবেগ কাজ করছিল মনের গভীরে....আসলে আমরা যেকোনো গান বা গল্প শোনামাত্রই তার মধ্যে দিয়েই আমাদের প্রিয় মানুষটাকে খোঁজার চেষ্টা করি...তাই আমার ভয় হচ্ছিল এরকম একটা গল্প শোনার পর যদি আমি আমার 'না হওয়া প্রিয় মানুষটা'র প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি...কিন্তু নিজের দূর্বলতার কথা ভুলে গিয়ে আমার সেই প্রিয় মানুষটাকে কল্পনায় দেখার লোভ সামলাতে পারছিলাম না..আমার সেই লোভ সম্পূর্ণ হলো❤️❤️ (It's felt from my heart) ধন্যবাদ😇।
আজ এই গল্পটা এতদিন পর শুনছি ঠিকই কিন্তু আজ এই গল্পটি শোনার সুযোগ্য পরিবেশ ও তৈরি হয়ে উঠেছে। বৃষ্টি হয়েছে ঝড় হচ্ছে অন্ধকার ঘর । 😌😌😌আর এমন একটা ম্যাজিক এ ভরা কণ্ঠস্বর ❤❤❤
প্রশংসা করার ভাষা নেই। মন ছুঁয়ে গেল। আমি গল্প শুনে কমেন্ট করার দিকে না যাওয়া মানুষ, কিন্তু এই অনবদ্য গল্প আমাকে এসে কমেন্ট করতে বাধ্য করলো। আরো শুনতে চাই এরকম গল্প।
এই গল্পটি শুনতে শুনতে আমরা আমাদের পুরানো স্মৃতিতে ফিরে যেতে পারি। পিছনে ফেলে আসা কিছু মধুর স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সায়কদাকে ❤️। একথা ঠিক মানুষ বাস্তবের চেয়ে কল্পনাতে বেশি সুখী 🥰। কেউ কথা রাখে না, সবাই হারিয়ে যায় বেলাশেষে😊🙂।।
সায়ক স্যারের গলা আমাকে পুরনো দিনে ফিরিয়ে দেয়.... এখন ৪০ বছর বয়সে ও ২০ বছরের স্মৃতি জীবন্ত না কিংবদন্তি... জীবনের প্রথম স্পর্শ .. সরস্বতীর পুজোতেই আসে .... কলেজ ছাত্রীর শরীর ও মনে
গল্প টা শুনে সেই ছোট্ট বেলার কথা খুব মনে পড়লো। স্টোরি টা তে ওরা দুজন এ দুজন কে feel করার জন্য voice call use করেছে ।But 2014 এ না ছিল free call আর না ছিল নিজের পার্সোনাল ফোন আমরা তখন মা এর ফোন থেকে শুধু text message করেই দুজন এর মনের কথা গুলো feel করতাম। আর সরস্বতী পূজোর দিন ও একটা yellow colour এর শাড়ি পরে আসছিল মা কালী বলছি ওকে ছাড়া র অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি।hmm বিকেল পর্যন্ত একসাথেই থেকেছি। বাড়ি তে এসে ওর সাথে কাটানো দিন টার কথা গুলো fell করেছিলাম শুধু সারা টা রাত msg করেই। সেও খুব ভালো student ছিল ক্লাস এর ১থেকে ১০ এর মধ্যে রোল থাকতো। বিচ্ছেদ এর জন্য ওর কাছে একটাই কারণ ছিল ওর পড়াশুনো। ওকে অনেক বুঝিয়েছি ওকে পাওয়ার জন্য অনেক কেঁদেওছি। But ওকে আমার করে রাখতে পারিনি। কথা তো সেও অনেক দিয়েছিল কোনো দিন ভুলবে না আমায়। সত্যি বাস্তব টা অনেক কঠিন। আজ গল্পটা শুনে সেই ৭বছর আগে ওর সাথে কাটানো সব কথা গুলো মনে পড়ে গেলো😌 hm চোখের কোনে জল টা আসতেও ভুললো না🥺। আজ সে ডাক্টারি নিয়ে পড়াশুনো করছে। সামনে থেকে ওকে অনেক দিন দেখিনি কেটে গেছে অনেক গুলো বছর তবুও আজও বলবো শুধু ওকেই ভালোবাসি 😭
বৃষ্টির দিনে শুনবো বলে ডাউনলোড করে রেখেছিলাম।আজই শুনে ফেললাম। খুব সুন্দর গল্প।ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়।মনের মধ্যে বাজতে থাকে অঞ্জন দত্তের 'একদিন বৃষ্টিতে বিকেলে' গানটা।
অনেক দিন পর সায়কদার লেখা রোমান্টিক গল্প🤩🤩🤩আশা করছি বাকি সব গল্পগুলোর মতো এটাও মন ছুঁয়ে যাবে❤❤চিরদিনের জন্য পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আমাদের সকলের প্রিয় সায়ক দার কন্ঠ☺☺ আহা❤❤
স্কুল জীবনের প্রেম গুলো এরকম সহজ সরল নির্ভেজাল।না এই অভিজ্ঞতা নেই তবে একটা প্রেম এর অভিজ্ঞতা আছে।কিন্তু বেশিদিনের না।নিয়ম ভাঙতে ভালোলাগে তবে সেই নিয়ম ভাঙার মানুষ যদি থাকে তবেই তো।❤️
গল্পটা যে কতবার শুনেছি তা শুধু আমি জানি আর সৃষ্টিকর্তা জানে 😌 মনটা যখন অকারনেই খারাপ হয়ে যায় তখন গল্পটা প্লে করি 🥰 মন খারাপের বিষয়টা মাথাতেই থাকেনা কোথায় যানি হারিয়ে যায় 😌
প্রথম প্রেম টা এরকম ছিলো, খালি ছিলো না ফোন। গল্প টা শুনতে শুনতে প্রেমে পরার সেই দিন গুলো ফিরে গিয়েছিলাম, চোখের সামনে নিজেকে দেখতে পাচ্ছিলাম ।এই জন্যই তোমাদের গল্প এতো ভালো বাসি।
আমিও ক্লাস 11 এ পড়ি আর্টস নিয়ে .... মাঝে মাঝে আমি এই গল্পো গুলো শুনি.... আজ এই গল্পটা শুনে মনে হলো কয়েক মুহূর্তের জন্য আমিও এই গল্পের চরিত্র র মধ্যে হারিয়ে গেছি.... এই সব কিছু আমি অনুভব করেছি....সত্যি অসাধারণ গল্পো ভাষায় প্রকাশ করা যাবে না ! 🌹❤️
এমন মুহুর্ত আমার জীবনে আসেনি কখনো। কিন্ত গল্পটি যখন শুনছিলাম তখন মনে হয়েছে যে আমি নিজেই এই গল্পের মধ্যে আছি। অসীম ভালোবাসায় যেনো আমার মন ছুয়ে যাচ্ছে❤️ এমন ভালোবাসা থাকলে পৃথিবীর সব থেকে সুখী হয়তো আমি ছাড়া আর অন্য কেউ হবে না।🙂 গল্পটি কতটা সুন্দর হয়েছে তা আমি ব্যাক্ষা করতে পারছি না, তবে এটুকু বলবো যে আমার মন ছুয়ে গেছে❤️❤️
এক বছর আগের গল্প হলেও শোনা হয়নি, কোনোভাবে মিস করে গিয়েছিলাম.....সেইজন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন একজন...তাই যুদ্ধ থামাতে গল্প শুনতে আসা... এখন গল্প শুনে মনে হচ্ছে ভাগ্যিস যুদ্ধটা হতে বসেছিল, নইলে এমন জিনিস হাতছাড়া করে ফেলতাম।
দেখলি তো?যুদ্ধ তাহলে সবসময় ধ্বংসের প্রতীক নয়, কী বলিস? ধ্বংসের পরে নতুনের স্বাদ কিন্তু আছেই...ঠিক যেমন রাতের অন্ধকারের শেষে নতুন দিনের আলো, যেমন প্রতি মৃত্যুর পর একটা নতুন জীবন... তাহলে যুদ্ধ চলতে থাকুক, পুরোনো যা কিছু, যা কিছু ধূলোধরা, সবার ধ্বংস ঘটুক, প্রত্যেক দিন একটা নতুন আসতে থাকুক। 😂 But in reality...it really sucks🙂
গল্পটা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেলো মনেপড়ে গেল আমরা আর আমার পাগলিটার কথা😌😌 সেই বৃষ্টি ভেজা রাত একসাথে হাত ধরে কলকাতার রাস্তায় 😍🙂 একসাথে সারাজীবন দু'জনে এভাবে হাত ধরে রাখার promise করে ছিলাম।😚 কিন্তু ৫ বছর পরেই সব সপ্ন সব promise ভেঙেগেল 😞😞😭 (16 DEC 2020) তে তার বিয়ে হয়ে যায় সেটাও ওর নিজের ইচ্ছেতে আজ call এসেছিল তার আজ আবার সেই সপ্ন গুলো মনেপরে গেল 😭😭😭😭 আজ সকাল থেকে মনটা খারাপই ছিল তারপর আবার এই গল্প মনটা আরো খারাপ হয়ে গেল😭😭😞😭 সবাইকে happy valentines day আর গল্প টা অনেক সুন্দর ছিলো.।
আমি একটা গল্প শুনে ছিলাম প্রায় চার বছর আগে । কিন্তু সেই গল্প টা আমি আর খুঁজে পাইনা নামটা মনে নাই ।😢 শুধু কিছুটা গল্প মনে আছে । কেউ যদি শুনে থাকেন আমাকে খুঁজতে সাহায্য করুন ।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ❤️❤️❤️ ( To Whom It May Concern 😂)
মিডনাইট হরর স্টেশনে নতুন পা রেখেছেন বাংলার তরুণের বুকে ঝড় তোলা টলিউডের দুষ্টু মিষ্টি অভিনেত্রী দিগন্তিকা চৌধুরী। ওয়েলকাম আবোর্ড। 🤘🤘🤘
বিধিসম্মত সতর্কীকরণ - এই গল্পটি "গার্লফ্রেণ্ড নেই" বলিয়া বুক চাপড়ানো ব্যক্তিবর্গের মনে তীব্র মানসিক পীড়ার সৃষ্টি করতে পারে। নিজ দায়িত্বে শুনুন। 🤔🤔🤔
সবাইকে অনেক ভালোবাসা! ❤️❤️❤️
Koi na seh lengge thoda😪
Jharanath Tantrik🎉
Aj puro jome jabe🤩🤩🤩🤩
সতর্কবাণী টা অসাধারন 🤣🤣🤣
😉
এই গল্প টা এমন একটা দিনের জন্য ই রেখে দিয়েছিলাম যে দিন মন টা বেশি খারাপ থাকবে... অন্ধকার ঘর, কানে হেড ফোন, আর চোখের কোণে হালকা জল.. এক অসাধারণ অনুভূতি...যেনো সত্যি ই সারা দুপুর বাইরে বৃষ্টি পড়ে গেলো.. যদি এমন টাও সত্যি হতো.. ❤️.. এরকম একটা গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার ভাষা নেই সায়ক দা.. ❤️ ❤️.. তোমার এবং তোমার গল্প গুলোর জন্য অসংখ্য ভালোবাসা রইলো.. ❤️ ❤️
হ্যা
Akdom নস্টালজিক অনুভূতি 😊😌😌💝💟💖
❤️❤️❤️❤️ osadaron speech less
Ki jni... Chokher jol ta badh bhenge khub santo bhabe boye galo mon take duidike bhag kore...
❤️❤️❤️
আহা.... কি মিষ্টি...
স্কুল জীবনে যারা প্রেম করেছে .একবার হলেও এই গল্প শুনতে শুনতে প্রেমিক বা প্রেমিকার মুখটা মনে পড়বেই...
Mone pore geche already😂😂
Aar amar lover ei sundor golpo ta amake pathiyeche kichudin agei❤️Bcz amader premer suru tao onekta erokom
Me
Mone pore gache
Nai hok prem... Tobe bestie o to er thke besi emotional ❤️
বয়ফ্রেন্ড নেই ৷ কাউকে ভালবাসি ৷ তার জন্যে আমি থেকে গিয়েছি ৷ রেখে দিয়েছি নিজেকে ৷ সে যেদিনই এসে হাত বাড়িয়ে বলবে, "কই গো? যাবে না? আমার জীবনে আসবেনা?" আমি দু'হাত বাড়িয়ে তার বুকে নিজেকে সমর্পণ করে দেবো ৷ আর যদি কখনও না আসে তো অপেক্ষা করবো মৃত্যুর, যেদিন সব বাঁধন কেটে যাবে, যেদিন নিজেকে আটকাতে হবে না তার আর ৷ আমার কোনো দুঃখ নেই, শুধু আপসোস আছে যে আমি কোনো দিন তাকে বোঝাতে পারবো না যে সে আমার কাছে কি! সে আমার জীবনের কতখানি! ভালবাসি আমি তাকে, শুধুই ভালবাসি ❤️
Hi
Same story puro🖐️🖐️🖐️🥰🥰🥰🥰😭😭😭😭
@@pujakoyal4290 তার পরেও বেশিরভাগ ছেলেই সিঙ্গেল 😂😂
এই ভুলটা করবেন না। আমার ১২ বছরের এক তরফা প্রেমের অভিজ্ঞতা থেকে বলছি এই মায়াজাল থেকে বেড়িয়ে আসুন।
এই এক তরফা প্রেমে আমরা প্রেমের আসল মাধুর্যটাই বুঝতে পারিনা।
সামনে দিকে এগিয়ে যান।
যে একবার বলেনি কোন দিনও বলবেনা ১০০% মিলিয়ে নেবেন।
নতুন কাউকে জীবনে আসতে দিন।
ভালোবাসাকে অনুভব করুন!
@@skasif9831 Nah... Se r somvob na... Jor kore valobasa hoyna theek e, kintu ami oi jayga ta theke sore aste Chaina... O a6e bolei hoytoh benche a6i, nahle hoytoh cholei jetam kobe! O jodi chole jete bole tahle bina bakyobyaye chole jbo... Kono proshno korbona... :-)
Common fact : গল্পটি শুনতে আসা সব মানুষের তাদের school life,তাদের first love,বৃষ্টিভেজা দিন ,ক্লাসে teacher না আসলে একে অপরের দিকে তাকানো ,টিফিনে করা গল্প ,ছুটির পর একসাথে বাড়ি ফেরা ।সব কিছু মনে পরে নিজের অজান্তেই গল্প শোনা ব্যস্ত মন হেসে উঠবেই উঠবে। মনে পরে যাবে প্রথম প্রেমের অনেক অনেক মিষ্টি অনুভূতি ,কত কত মান অভিমান।।
অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️❤️
অজান্তেই মনের অনেক কথাই ধরে ফেললে 😌🙂👍🏻
Sotti taii😌😌😌
Ha sotti onek kotha mone porche ei golpo sune ....sobtheke boro jinis amar life er sathe onek mil ache ei golpotai...😉☺️
Sotti tai hoyeche
একেবারেই, ওই দিন গুলো ভোলা যায় না, সেই নোকিয়া র ফোনে মেপে মেপে মেসেজ করা, কায়দা করে নাম্বার জোগাড় করে সেটাকে দিনে দুবার করে দেখা......আলাদাই ছিল ওই দিনগুলো❤
সবার যদি ভালোবাসায় নিয়ম ভাঙার সাহস থাকতো। পৃথিবীতে ভালবাসার সংজ্ঞা টা আরো ভালো হতো।
গল্পটা শুরু হয়েছিল সাত বছর আগে। আজ সেই সাত বছর আগের পিকনিকের দিনটায় ফিরে গেলাম। তখন সে শুধু বলেছিল, " ভয় কি, আমি আছি তো "... এই মিথ্যের পৃথিবীটাকে সত্যি করে সেই মানুষটা আজও আমার হাতটা চেপে ধরে রেখেছে 💓
🥰
Nice story stay happy with him.
কিছু বলার নেই 😎 লেখকের নামটাই যথেষ্ট 🔥🔥❤️
ঝাড়াদা, একটু ঢ্যেমনা তন্ত্র প্রয়োগ করে youtube এর কর্মকর্তাদের একটু শায়েস্তা করে দিন তো ।
Akdom
Ekdm tai...adhunik kaler srestho lekhok der talikay sayak da sorboda birajman.❤️
@@skzidantanbir1957
😂😂 Ok😎🙏
Yes 😍👌👌👌
আমি 12 এ পড়ি, সায়েন্স নিয়ে, মাঝে মাঝে গল্পও শুনি, আজ এটা শুনতে শুনতে মনে হচ্ছে teenage র যেই বর্ণনাটা শুরুতে দেওয়া আছে আমি সেইরকম কোনো স্মৃতি গড়ে তুলিনি, sometimes it's hard to be an introvert 🙂
I am exactly same as you..and...i also read in class 12..
একদম। আমার অবস্থাও হুবহু এক!! 😂
Same class nd stream
Erokom kono golpo gore tuli ni
Kintu niyom obbosoi bhengechi
R se sathe thakle aro anek niyom bhangbo
❤️
@@nurjahankhatoon4334 😊👌👌 somy chole gale chaileo take fire pawa jai na ,soo carry on ❤️
@@pampahalder2869 🥰🥰🥰
গল্পটা শুনে মনে হল আমিও হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য কল্পনার সেই প্রিয় মানুষটার সঙ্গে॥
খুব অসাধারন একটি গল্প 💕💕💕
O tai bha seto khub Bhalo kotha
সেম
এটিই আমার প্রথম শোনা অডিও স্টোরি, তাও একজন বন্ধুর suggestion এর মারফত, এখন মনে হচ্ছে হয়তো বেশ খানিকটা দেরি হয়ে গেল শুনতে। গল্প বা লেখক এর উদ্দেশ্যে কিছু বলার ক্ষমতা সত্যিই নেই আমার, তাই সেই দিকে না গিয়ে কারুর উদ্দেশ্যে কিছু কথা রেখে যেতে মন চাইছে। অত্যন্ত অদ্ভুত ভাবে আমিও নিলয়, যার জন্য লিখছি ইন্দিরা ই ছিল। অদ্ভুত লাগছে।
পশ্চিবঙ্গ ছেড়ে আসার আগেই তেমন যোগাযোগ ছিল না শেষের দিকে, হয়তো তার আর আবছা স্মৃতিতেও নেই আর, সত্যি বলতে আমারও হয়তো ছিলো না, কিন্তু গল্প টা জাগিয়ে তুলল কিছু মুহূর্ত কে। না, প্রেম কোনদিনও ছিল না। দুজনেরই আলাদা গার্লস আর বয়েজ স্কুল ছিল। দেখা যা হতো ওই পড়ার ব্যাচ টুকুনই। মানুষ হিসেবে চমৎকার ছিল সে, চারপাশের লোকজনকে যেন সব সময় ভালো রাখার বিশেষ কোনো কৌশল জানা ছিল তার, অদ্ভুত। এটাই মনে একটা ভালোলাগার তৈরী করেছিল হয়তো, ব্যাস ওটুকুই। গল্পের ইন্দিরার মতোন সেও দুর্দান্ত ছবি আঁকতো, কে জানে এখন হয়তো আরও সুন্দর হয়েছে সেই আঁকার হাত। আমার পরিচিতা খানিক অসুস্থ ছিল তখন, আশা রাখি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সে...
গল্পের মধ্যে কেনো জানিনা বারবার চরিত্রটার মধ্যে তাঁর কথাই মনে পড়ছিল, এতটা কাকতালীয় ও কি সম্ভব?
কে জানে। যেখানেই থাকিস ভালো আর সুস্থ থাকিস রে। মানুষ হিসেবে নিশ্চয়ই আরও চমৎকার হয়ে উঠেছিস এখন! আবার দেখা হওয়ার ইচ্ছে রয়ে গেল। কমেন্ট টা রইলো, যদি কখনো তোর চোখে পড়ে, তাহলে ও এতদিনের কোনো না হওয়া যোগাযোগ ও খানিকটা ফিকে হবে। ভালো থাকিস।
তবে একটা কথা ঠিক 🙃💔 মানুষ বাস্তবের চেয়ে কল্পনাতে অনেক বেশি সুখী। কেউ কথা রাখে না 😭 সবাই হারিয়ে যায়
Ekdom...bastob ta khub kothin...
manush nijer moner moto kore sb kichu pay na.....,
tai manush nijer moto koro kolponar madhoyme nijer Alik sukh ta khuje nite chai....
@@prasantadey5534 setai 🔥
@@shipramukherjee1269 h.mmm❤️
Ekdom 😌🖤🖤
গল্পটা জীবনের যে সময় টা নিয়ে সেটা আমায় কয়েক বছর আগের কথা মনে করিয়ে দিল....গার্লফ্রেন্ড ছিল না, বদলে একতরফা ভালোবাসা ছিল.....কিন্তু মনের অনুভূতিগুলো ঠিক এই রকমই শাশ্বত ছিল।ভেবেছিলাম এই অনুভূতিগুলোর বোধহয় দাম অনেক...ধরেও রেখেছিলাম অনেকদিন অন্তত কলেজের শেষ দিনগুলো পর্যন্ত...কিন্তু তারপরেই যেন কোথায় সব হারিয়ে গেল... সত্যিই বাস্তব বড়ই রুক্ষ,কঠিন.....জীবনের ওঠা পড়ার সাথে লড়াই করতে করতে কখন যে জীবনের সেই সারল্যতা কে আড়াল করে গুরু গম্ভীর হয়ে উঠেছি নিজেই জানি না।
লাস্ট কয়েক বছর তো(এমনকি এখনো) রোমান্টিকতা,ভালোবাসা এগুলো এতটাই অসহ্য লাগত যে কি বলবো...যেখানেই এই সব দেখতাম মনে মনে উল্টোপাল্টা বলে শত হাত দূরে পালাতাম।সে জন্য ইউটিউবেও কৈশোর প্রেম,ভালোবাসার কবিতার বদলে রহস্য,রোমাঞ্চ,ডার্ক লাভ জাতীয় গল্পই বেশি শুনি।কিন্তু mid night horror station channel টা আবিষ্কার করার পর থেকে কদিন ধরেই একটা 'বাজে অভ্যাস' হয়ে গিয়েছে যে প্রেমের গল্পোগুলো গোগ্রাসে গিলছি... মিথ্যে বলবো না শুনতে না চেয়েও শুনছি....এত ভালো লেখাগুলো... just can't ignore.
কাল রাতে একটা গল্পো চালিয়ে কখন যে ঘুমিয়েছি ঠিক নেই....সকালে ঘুম চোখে যখন এই গল্পো টা আবিষ্কার করলাম ভাবলাম এইটা দিয়েই তন্দ্রা কাটাব কিছুক্ষণ। সত্যি কথা বলতে কি কখন যে এক ঘন্টা কেটে গেলো বুঝতে পারি নি , ঘুম ছুটে গিয়ে কখনও হেসেছি কখনও কেঁদেছি,নিজেকে আবার ওই জায়গায়,শত বাধা সত্ত্বেও ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।আজ মনটা খুব ফ্রি লাগছে,আচ্ছা নিজের ইমোশন গুলোকে আড়াল করতে শিখে যাওয়ার নাম ই কি বড় হয়ে যাওয়া?কিন্তু আজকে সব বাধায় যেন ভেঙে গেলো,সেই হারিয়ে যাওয়া আমি কে যেনো আবার ফিরে পেলাম,এক লহমায় ভুলে গেছিলাম বিছানা থেকে উঠে বাস্তবের রুক্ষ হাওয়া সেবন করতে হবে,দাঁতে দাঁত চিপে লড়াই করতে হবে,তার বদলে এত বড় কমেন্ট লিখতে বসে পড়েছি😂....আচ্ছা মানুষের জীবন তো একটু সরল হলেও পারতো?
সত্যি অনবদ্য তোমার গল্পো, অনবদ্য তোমার লেখনী সায়ক দা,ভালোবাসা নিও..........❤
সরলতা নেই বলেই হয়তো আমরা গল্পও শুনি/পরি যেটা বাস্তবে পেতে পারিনা সেই সবকিছুই খুজে চলি এক অন্য জগতে যেখানে নিয়ম ভাঙলেও কোনো সমস্যা নেই, বড়ো হয়ে যাওয়া , বয়সের কোনো বাঁধা নেই, আছে শুধু ' কখনো কি সত্যি হবে ' একটা প্রশ্ন আর একরাশ কল্পনা।
অনেক বাস্তব লিখেছেন।😊❤✨
সায়ক দার লেখা রোমান্টিক গল্প এতো দিন পর অাসছে... ❤❤❤ সায়ক আমান নাম টাই গল্প শুনতে বাধ্য করে দেয়... 🔥🔥
এই গল্পটাও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ডিজলাইক দিতে পারে না 😌✨💫
Right ❣️
আপনি আরো বেশি বেশি করে প্রেমের গল্প লেখেন না কেন🥺❤️❤️
Exactly... sudhu vut noy please...money ei rong tao besh 💛
Exactly..
Meye tar ki voice 🥺🥺🥺🔥🔥🔥 ..... Uff puro feel korlam 😖😖ki mishti.... I had a crush in schl n i miss her 😖😖😣😖😣😖😣
Right 👍❤️❤️
জানিনা কেন শুনতে শুনতে হাসি মুখে চোখের জল এসে গেল😊।আর হ্যাঁ আমাকেও আমার মা একবার বাঁচিয়ে ছিল😁😁।অনেক পুরোনো কথা মনে করিয়ে দিল সায়ক দা। অসংখ্য ধন্যবাদ Valentine's day তে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য❤️ নতুন গল্পের অপেক্ষায় রোইলুম😘😘😘
পুরো গল্প টা শুনতে পারলাম না অর্ধেক টা শুনেই মনের মধ্যে ভালোবাসা, অভিমান, একজনের মুখ আর কিছু না বলতে পারা কথা, সবাই মিলে এমন দাপাদাপি শুরু করে দিল যে tolerate করতে না পেরে বন্ধ করতে হল
💗 your beautiful voice and excellent stories
কোনো অদৃশ্য Time machine এ পিছিয়ে গেলাম জীবনের 14 বছর আগে। thank you ❤❤
Same❤
রাতের বেলায় সঙ্গী যদি সায়ক দার এমন ভালোবাসার গল্প হয় তাহলে তো বলাই যাই যে বৃষ্টি পড়ার দিনে আমিও তোমাকে ভালোবাসি 💙❤️
একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে, একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে... একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে, একটা জীবন শেষ হয়ে যায়, একটু অভিমানে।
প্রেমের অনুভূতি কল্পনায় সুন্দর। মনের মানুষটাকে সব সময় পাশে পাওয়া যায়। তাকে সব না বলা কথা বলা যায়। হাজার বছরের অপেক্ষা এক লহমায় দূর হয়ে যায়।
অপেক্ষায় রইলাম....... আজ এই দিনটির পূর্ণতা লাভ তোমার গল্পের মাধ্যমে হোক....
এই ঘটনাটা আমার জীবনের সাথে মিলে গেছে। আমি যখন ২৫তখন এই সময়টা ফেলে এসেছি। এখন নীলা আর নেই। অনেক দিন পর আবার চোখ ভিজে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের পুরনো দিনের কথাগুলো মনে করানোর জন্য।
গল্প টা শুনতে শুনতে নিজের class 11 এর প্রেম জীবন এর দৃশ্য স্পষ্ট দেখলাম, স্মৃতির অতলে তলিয়ে যাওয়া ঘটনা গুলো যেন পুনরাই অনুভব করতে পারলাম ।।
সে আজ আমার জীবন সঙ্গী, পূর্ণ হয়েছে আমাদের প্রেম জীবন❤❤❤ শুধু পূর্ণ নয় বিবাহিত জীবন।।💔💔💔
গল্পের প্রতি ভালোবাসা টা তখন আরও বেড়ে যায় যখন ,গল্পের সঙ্গে বাস্তব অর্থাৎ নিজেদের মিল খুঁজে পাই!♥️♥️,কয়েক মিনিট সোনার পর মনে হলো নিজেদের গল্প শুনছি😄☺️!
দাদা! তোমার গল্পই আমাদের Valentine's Day -এর সঙ্গি ❤
"না না কিচ্ছু চাইনি আমি আজীবন তোমার কন্ঠস্বর ও গল্প শোনা ছাড়া" ❤
me too
তাই 🙄 তা হলে সেদিন বলছিলি যে।.......আর বোলাম না।😒
তা আজ সায়ক দা সবাইকে ❤️ দিয়েছেন। Valentine's day bola🤭🤭
আমার গার্লফ্রেন্ড নেই কোনো😭😭
@@pujamandal8922 মানে? 🤔
আজ অবধি শোনা সেরা প্রেমের গল্প❤😌
হ্যা
👍👍👍👍
Yes I love it.
আমিও দশটা বসন্ত অপেক্ষা করব এমনই আর একটা রোমান্টিক গল্পের জন্য ❤️
স্কুল জীবনে ফিরে গেলাম আবার❤️❤️কত পুরানো স্মৃতি মনে পড়ে গেল ধন্যবাদ আপনাকে ❤️
Golpo ta khub kadalo😭😭😭😭
আমি class 12 এ পড়ছি। প্রেম না করেও পুরো ব্যাপারটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সায়কদা আপনি আমাকে প্রেমে পড়া ও প্রেম করা শেখাচ্ছেন 😌😌🥰🥰...যদি বলো রঙিন এবং বৃষ্টি পড়ার দিনে....শোনার পর মনে হচ্ছে প্রেমটা এবার করেই ফেলি।।।🙈🙈
Ami Ki help korte pari?
Deri koro na somoy chole gelo ar parbe na
😂☺
আমি তো সবে 9
সায়ক, তোমার কণ্ঠ ও গল্পবলার ধরণটাই এমন যে আর কোনও কন্ঠ শুনতেই ইচ্ছা করেনা, শুধু মনে হয় তোমার গলা শুনে যাই, ঘণ্টার পর ঘণ্টা। অনেক শুভেচ্ছা তোমায় দিলাম।
এই বৃষ্টির দিনে কি আবার নতুন করে ঠান্ডা পড়বে ! না রঙিন বসন্তের আগমন ঘটবে , সেই অপেক্ষায় রইলাম সায়ক দা ❤🕊
কাল সরস্বতী পুজো আর আজ মারাত্মক বৃষ্টি পড়ছে এখানে, আর এই গল্প টা শুনছি এখন😄❤️
Ami oo
হ্যাঁ আমি কোনোকিছু দেখার পর কমেন্ট খুব কম করি খুব । আর গত ৫ বছরে হয়তো কমেন্ট করিনি ..তবে কোনো কিছু দেখতে দেখতে অথবা শুনতে শুনতে কমেন্টস পড়ার অভ্যাস টা যায়নি। এখন এই গল্পটা শোনার পর কমেন্ট করতে বাধ্য হলাম। পুরো গল্পটা প্রিয় মানুষকে কেন্দ্র করে ভেবেছি এবং উপভোগ করেছি। হ্যাঁ পরিস্থিতি টা অবশ্য মিলে গেছে .... লং ডিসট্যান্স দেখাও হবেনা...সবটাই অনুভবে😅......অন্যতম প্রিয় এক গল্পে পরিণত হলো এটা। ❤❤❤❤❤❤❤❤❤
সত্যি হারিয়ে গেছিলাম, পুরোনো দিনগুলো খুঁজছিলাম , মন খারাপ হয় ঠিকই কিন্তু কাটানো সময়গুলো হয়তো স্মৃতিতে ভালো আছে 💓🌼🙂
Golpa khub kadalo
এইসব শুনলে
আমার খুব দেবযানী ❤️দির কথা মনে পড়ে, জানি না কেনো
Missing her😢😖
𝖚𝖓𝖎 𝖐𝖚𝖙𝖍𝖆𝖞
সত্যি তখন সময়ের খেয়াল রাখতে ইচ্ছে করে না যখন চেনা মুখ অচেনা মানুষ.... চেনা শহর অচেনা গলি .... সামনে থাকা সব কিছু ভুলে বেহিসাবি হয়ে ভালোবাসার মানুষ টার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে একটা কল্পনা করা.... শুধু একটা কল্পনা করা ❤️
মানুষ মাইরি তুমি
এতোটা ভালো কেউ কেনো লেখে?
আমরা হারিয়ে যাই, তারপর যখন চোখ খুলি আর বাস্তবটা ভালো লাগে না,
লিড female voice টাও too গুড
Exactly 😇😅
গল্পের প্রতিটা মূহুর্ত মনকে এক অদ্ভুত অনুভূতি দিয়েছে।।।
মনটা বড্ড খারাপ ছিল। আমাদের সময়ে যখন রাত একটা বাজে, তখন হুট করে ইউটিউবে রিকমেন্ডেশনে এই ভিডিওটা আসে। শুনতে শুরু করলাম। এতো নিপুণ, বাস্তব মনে হচ্ছিলো। খুব আফসোস হচ্ছিলো, ইশশ আমার যে কেন স্কুল জীবনে এরকম কোনো প্রেম হলো না!
প্রিয় কেউ এখনো জীবনে আসে নি। তবে চাই নিরবের মতই কেউ আসুক আমার জীবনে। যে কিনা অনুভব করে এভাবেই আমাকে ভালোবাসবে।
শুভকামনা রইলো চ্যানেলটির সকল কলাকৌশলীদের জন্য। আশা করি এরকম আরো ভালো কাজ আপনারা উপহার দিয়ে যাবেন আমাদের।♥
ভেঙে যাওয়া সম্পর্ক আজ ভীষণ ভাবে জীবিত হয়ে উঠলো ❤️
ajk sayak dadar romantic golpo shunte shunte hotha kno jno debjani dir kotha mone porlo 😢😢....MHS er shobcheye classic golpo gulo maybe debjani didir shomoyei hoyeche...really miss her😢😢
Hm ekdom thik 😞
গল্পটার খুই ভালো ,আমার জীবনের বেশকিছু মূহুর্ত পুরো মিলে গেছে ,আমি সেই স্বরসতী পুজার দিন , দেখা করতে যাওয়া সেই সময় মনের ভেতর আলাদা একটা অনুভূতি কয়েক মূহর্তে আমি ফিরে পেয়েছিলাম ,সময়, বয়স সব পেরিয়ে গেছে কিন্তু মন থেকে স্মৃতিগুলো আর সরাতে পারিনি ,
সবমিলিয়ে গল্পটা খুব সুন্দর ,
মন ভালো করা একটা গল্প....... খোলা ছাদ, রাতের আকাশ, আর বসন্তের মৃদুমন্দ হাওয়া এ যেন এক অন্য রকম অনুভূতি ❤️❤️
আজ আট বছর আছি সেই ক্লাস এইটের ছেলেটার সাথে.. ভবিষ্যৎ ভাবিনা..ভালো আছি বর্তমানে ❤️
Its really be nice story
Tomar ey vaby sara jibon khusi thyko .
🥰🥰🥰
Khusi theko❤️🙏
এটা নিয়ে ১৭ বার শুনলাম, মন ছুয়ে যায় ❤❤❤❤
আমার অনেক ভালো লাগার গল্পের মদ্ধে এটা সেরা। কভার গান টা এমন মাতাল করে তুলেছিল যে আমি হারিয়ে গিয়েছিলাম আমার ফেলে আসা 2013,2014 সালের মদ্ধে।গল্পের ভাসা গুলো শরীরের লোম খাড়া করে দিয়েছে wow 😲
ঠিক কতবার গল্পটা শুনছি বলতে পারবনা..... যতবার শুনি ততবার ফিরে যাই সেই ফেলে আসা অতীতে.. যে অতীতে আজ আর চাইলেও ফিরে যেতে পারবোনা... অতীত বেঁচে থাকুক শুধুই স্মৃতিতেই......🙂
Thik bolechen
অসাধারণ 👌👌👌
সেই স্কুল জীবনের দিনগুলো মনে পড়ে গেলো।
আর সব থেকে অবাক করার বিষয় হল গল্পটা যখন শুনেছিলাম তখন মুশোল ধারে বৃষ্টি পড়ছে ঘরের বাইরে ।
এক আলাদা অনুভূতি পেলাম মনের মধ্যে।
অনেকদিন ধরে গল্পটা শুনব শুনব করেও শোনার সাহস পাচ্ছিলাম না....আমি একজন বৃষ্টিপ্রেমী❤️ তাই গল্পটার নামটা দেখামাত্রই শোনার লোভ হচ্ছিল বটে, কিন্তু একটা আাবেগ কাজ করছিল মনের গভীরে....আসলে আমরা যেকোনো গান বা গল্প শোনামাত্রই তার মধ্যে দিয়েই আমাদের প্রিয় মানুষটাকে খোঁজার চেষ্টা করি...তাই আমার ভয় হচ্ছিল এরকম একটা গল্প শোনার পর যদি আমি আমার 'না হওয়া প্রিয় মানুষটা'র প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি...কিন্তু নিজের দূর্বলতার কথা ভুলে গিয়ে আমার সেই প্রিয় মানুষটাকে কল্পনায় দেখার লোভ সামলাতে পারছিলাম না..আমার সেই লোভ সম্পূর্ণ হলো❤️❤️ (It's felt from my heart)
ধন্যবাদ😇।
❤️❤️
💟
💔🥀
এতো পুরো আমার গল্প। যদিও আমি কলেজে পড়ি। বাড়ির শাষন এড়িয়ে প্রথম প্রেমের সূত্রপাত...😊। অসাধারণ লাগলো 😌❤
🌚❣️
@@SR-it9qjআপনারও কি এইভাবেই শুরু না কি?🤔🤔
একটা কথা তো সত্যি প্রথম প্রেম সবার পরিণতি পায়না ❤️
Amar e paini ☺️💔
Amaro
কি আবেগ কি আগুন প্রেম কি অসাধরন পরিবেশ। জাস্ট ফাটাফাটি
বৃষ্টি তো আজও হলো এই দুচোখের পাতায়..!!
নীরবে অঝোর ধারায়...❤️
খুব সুন্দর গল্প।চোখ বন্ধ করে অনুভব করছিলাম😍❤️।।পুরোনো অনেক কথা মনে পড়লো।।ধন্যবাদ সায়ক দা।।।
ইন্দিরা কে কল্পনা করছিলাম।।নিলয় এর জায়গায় নিজেকে😭😭😓😓😓
আজ এই গল্পটা এতদিন পর শুনছি ঠিকই কিন্তু আজ এই গল্পটি শোনার সুযোগ্য পরিবেশ ও তৈরি হয়ে উঠেছে। বৃষ্টি হয়েছে ঝড় হচ্ছে অন্ধকার ঘর । 😌😌😌আর এমন একটা ম্যাজিক এ ভরা কণ্ঠস্বর ❤❤❤
প্রশংসা করার ভাষা নেই। মন ছুঁয়ে গেল। আমি গল্প শুনে কমেন্ট করার দিকে না যাওয়া মানুষ, কিন্তু এই অনবদ্য গল্প আমাকে এসে কমেন্ট করতে বাধ্য করলো। আরো শুনতে চাই এরকম গল্প।
গল্পটা শুনে কাওকে খুব করে মনে পড়ছে। খুব করে🥰🥰🥰🥰।
আশা জাগছে তার আবার দেখা পাওয়ার কোনো এক বৃষ্টির দিনে।
জানিনা কোনো দিনও হবে কিনা।😍😍❤️❤️
এই গল্পটি শুনতে শুনতে আমরা আমাদের পুরানো স্মৃতিতে ফিরে যেতে পারি। পিছনে ফেলে আসা কিছু মধুর স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সায়কদাকে ❤️। একথা ঠিক মানুষ বাস্তবের চেয়ে কল্পনাতে বেশি সুখী 🥰। কেউ কথা রাখে না, সবাই হারিয়ে যায় বেলাশেষে😊🙂।।
সায়ক স্যারের গলা আমাকে পুরনো দিনে ফিরিয়ে দেয়.... এখন ৪০ বছর বয়সে ও ২০ বছরের স্মৃতি জীবন্ত না কিংবদন্তি...
জীবনের প্রথম স্পর্শ .. সরস্বতীর পুজোতেই আসে .... কলেজ ছাত্রীর শরীর ও মনে
অসাধরন,,, একমন দিয়ে চোখ বন্ধ করে শুনে গেলাম,,,, খুব মনে লেগেছে গল্পটা। এরকম হৃদয়স্পর্শী আরও গল্প শুনতে চাই।❤️❤️
Love from Murshidabad 💞
জয় সরস্বতী মায়ের জয় 😍🙏 আজ নিয়ম ভাঙার দিন তার কাছেও ❣️
গল্প টা শুনে সেই ছোট্ট বেলার কথা খুব মনে পড়লো। স্টোরি টা তে ওরা দুজন এ দুজন কে feel করার জন্য voice call use করেছে ।But 2014 এ না ছিল free call আর না ছিল নিজের পার্সোনাল ফোন আমরা তখন মা এর ফোন থেকে শুধু text message করেই দুজন এর মনের কথা গুলো feel করতাম। আর সরস্বতী পূজোর দিন ও একটা yellow colour এর শাড়ি পরে আসছিল মা কালী বলছি ওকে ছাড়া র অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি।hmm বিকেল পর্যন্ত একসাথেই থেকেছি। বাড়ি তে এসে ওর সাথে কাটানো দিন টার কথা গুলো fell করেছিলাম শুধু সারা টা রাত msg করেই। সেও খুব ভালো student ছিল ক্লাস এর ১থেকে ১০ এর মধ্যে রোল থাকতো। বিচ্ছেদ এর জন্য ওর কাছে একটাই কারণ ছিল ওর পড়াশুনো। ওকে অনেক বুঝিয়েছি ওকে পাওয়ার জন্য অনেক কেঁদেওছি। But ওকে আমার করে রাখতে পারিনি। কথা তো সেও অনেক দিয়েছিল কোনো দিন ভুলবে না আমায়। সত্যি বাস্তব টা অনেক কঠিন। আজ গল্পটা শুনে সেই ৭বছর আগে ওর সাথে কাটানো সব কথা গুলো মনে পড়ে গেলো😌 hm চোখের কোনে জল টা আসতেও ভুললো না🥺। আজ সে ডাক্টারি নিয়ে পড়াশুনো করছে। সামনে থেকে ওকে অনেক দিন দেখিনি কেটে গেছে অনেক গুলো বছর তবুও আজও বলবো শুধু ওকেই ভালোবাসি 😭
Bhai tak giye ek bar bolo jodi fir e pao🙂
😢😢
এই রকম ভালোবাসা যেন সবাই পায়❤️.... ধন্যবাদ সায়ক দা এতো সুন্দর গল্প শোনানোর জন্য❤️....
Keu ekjon amay bolechilo somoy pele golpo ta sunis,relate korte parbi.....shonar por sotti e relate korte parlam,osadharon❤️👌
গায়ে কাঁটা দিয়ে গেল❤️😊🌻
গানটা আমার অন্যতম একটি প্রিয় গান ❤️ অসাধারন পরিবেশনা । আরও চাই দাদা 🙏
গল্পটা শুনতে শুনতে আমি নিজেই যেন একটা কল্পনার জগৎ তে চলে গিয়েছিলাম... মনে করিয়ে দিলো সেই অনুভূতি আর ছোটবেলার কথা....
Darun laglo ....khub misti preem er golpo ek ta ...r indirar gola ta r oo besi misti lege6a ....thanks to you ... sayok amon sir...
বৃষ্টি মাখা গল্প এসে আমার মন টা কেও ধুয়ে দিয়ে গেছে, প্রকিতির প্রকিত রুপ ভেসে উঠেছে মনে। ধন্যবাদ ভালো লেগেছে
বৃষ্টির দিনে শুনবো বলে ডাউনলোড করে রেখেছিলাম।আজই শুনে ফেললাম। খুব সুন্দর গল্প।ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়।মনের মধ্যে বাজতে থাকে অঞ্জন দত্তের 'একদিন বৃষ্টিতে বিকেলে' গানটা।
অনেক দিন পর সায়কদার লেখা রোমান্টিক গল্প🤩🤩🤩আশা করছি বাকি সব গল্পগুলোর মতো এটাও মন ছুঁয়ে যাবে❤❤চিরদিনের জন্য পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আমাদের সকলের প্রিয় সায়ক দার কন্ঠ☺☺ আহা❤❤
স্কুল জীবনের প্রেম গুলো এরকম সহজ সরল নির্ভেজাল।না এই অভিজ্ঞতা নেই তবে একটা প্রেম এর অভিজ্ঞতা আছে।কিন্তু বেশিদিনের না।নিয়ম ভাঙতে ভালোলাগে তবে সেই নিয়ম ভাঙার মানুষ যদি থাকে তবেই তো।❤️
ধন্যবাদ সায়কদা বারবার গল্পের মাধ্যমে ভাষা কেড়ে নেওয়ার জন্য ❤❤
অভিব্রতদা আর অনুভবদাও অনবদ্য 🙏🏻🙏🏻
মনটা হারিয়ে গিয়েছিল স্মৃতির গহীনে... অনবদ্য ❤❤❤❤
ভালোবাসার প্রাপ্তি বাস্তবের চেয়ে কল্পনাতেই অনেক বেশি🖤🖤
Splendid! মনে হচ্ছিলো আমিও গল্পের মধ্যে ঢুকে গেছি, গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়ে!ভীষণ মিস করছি ফেলে আসা দিনগুলো.....
গল্পটা যে কতবার শুনেছি তা শুধু আমি জানি আর সৃষ্টিকর্তা জানে 😌
মনটা যখন অকারনেই খারাপ হয়ে যায় তখন গল্পটা প্লে করি 🥰
মন খারাপের বিষয়টা মাথাতেই থাকেনা কোথায় যানি হারিয়ে যায় 😌
প্রথম প্রেম টা এরকম ছিলো, খালি ছিলো না ফোন। গল্প টা শুনতে শুনতে প্রেমে পরার সেই দিন গুলো ফিরে গিয়েছিলাম, চোখের সামনে নিজেকে দেখতে পাচ্ছিলাম ।এই জন্যই তোমাদের গল্প এতো ভালো বাসি।
ওহ তোমার লেখা গল্প 😍😍😍😘😘।পুরো জমে যাবে আজ। 🤗🤗🤗🤗😊☺
Khub hinse ho66e niloyer upr
Osadharon sundor kobita ❤️
আমার পড়া শুনা মাথায় উঠে গেল।🥺 কি করবো না দেখে পারছি না।
😂😂
আমিও ক্লাস 11 এ পড়ি আর্টস নিয়ে .... মাঝে মাঝে আমি এই গল্পো গুলো শুনি....
আজ এই গল্পটা শুনে মনে হলো কয়েক
মুহূর্তের জন্য আমিও এই গল্পের চরিত্র র
মধ্যে হারিয়ে গেছি.... এই সব কিছু আমি
অনুভব করেছি....সত্যি অসাধারণ গল্পো
ভাষায় প্রকাশ করা যাবে না ! 🌹❤️
এমন মুহুর্ত আমার জীবনে আসেনি কখনো। কিন্ত গল্পটি যখন শুনছিলাম তখন মনে হয়েছে যে আমি নিজেই এই গল্পের মধ্যে আছি। অসীম ভালোবাসায় যেনো আমার মন ছুয়ে যাচ্ছে❤️ এমন ভালোবাসা থাকলে পৃথিবীর সব থেকে সুখী হয়তো আমি ছাড়া আর অন্য কেউ হবে না।🙂 গল্পটি কতটা সুন্দর হয়েছে তা আমি ব্যাক্ষা করতে পারছি না, তবে এটুকু বলবো যে আমার মন ছুয়ে গেছে❤️❤️
গল্পটা শুনে পুরো মন ছুঁয়ে গেলো 😌 স্কুল লাইফের স্বরস্বতী পুজোর কথা মনে পরে গেলো আর পুরোনো গার্লফ্রেইন্ড এর কথা মনে পরে গেলো 😊 খুব সুন্দর ।
Ektai akkhep baire bristi ta porche na..
Happy Valentine's Day ❤️❤️
Chokh bondho kore imagine kore nin.. dekhben bristi porbe 🖤
Right🤗
Kiser valentine
এক বছর আগের গল্প হলেও শোনা হয়নি, কোনোভাবে মিস করে গিয়েছিলাম.....সেইজন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন একজন...তাই যুদ্ধ থামাতে গল্প শুনতে আসা... এখন গল্প শুনে মনে হচ্ছে ভাগ্যিস যুদ্ধটা হতে বসেছিল, নইলে এমন জিনিস হাতছাড়া করে ফেলতাম।
দেখলি তো?যুদ্ধ তাহলে সবসময় ধ্বংসের প্রতীক নয়, কী বলিস? ধ্বংসের পরে নতুনের স্বাদ কিন্তু আছেই...ঠিক যেমন রাতের অন্ধকারের শেষে নতুন দিনের আলো, যেমন প্রতি মৃত্যুর পর একটা নতুন জীবন...
তাহলে যুদ্ধ চলতে থাকুক, পুরোনো যা কিছু, যা কিছু ধূলোধরা, সবার ধ্বংস ঘটুক, প্রত্যেক দিন একটা নতুন আসতে থাকুক।
😂 But in reality...it really sucks🙂
@@krishnagopalsarkar478 It really sucks....
ঘণ্টা তিনেক কেটে গেল... রাস্তার ক্যান্টিনে... অপেক্ষার নেই কোনো শেষ... বৃষ্টি পড়ার দিনে!
অনেক ধন্যবাদ সায়ক দা, সত্যি কলেজ জীবনের কথা মনে পড়ে গেল।আজও আছি আর্টস নিয়ে পড়া সেই পাগলী খামখেয়ালি মেয়েটার সাথে🙃🙃চোখে জল এসে গেলো
সত্যি বৃষ্টি ভেজার দিনে এই কল্পনাময়ী কাহিনী এক বিশেষ অনুভূতির সৃষ্টি করছে 💞
অসাধারণ বর্ণনা 💖 মন ছুঁয়ে যাওয়া মিষ্টি গল্পটা।মন ভরে গেল 💞💞💞
গল্পটা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেলো
মনেপড়ে গেল আমরা আর আমার পাগলিটার কথা😌😌
সেই বৃষ্টি ভেজা রাত একসাথে হাত ধরে কলকাতার রাস্তায় 😍🙂
একসাথে সারাজীবন দু'জনে এভাবে হাত ধরে রাখার promise করে ছিলাম।😚
কিন্তু ৫ বছর পরেই সব সপ্ন সব promise ভেঙেগেল 😞😞😭
(16 DEC 2020) তে তার বিয়ে হয়ে যায় সেটাও ওর নিজের ইচ্ছেতে
আজ call এসেছিল তার আজ আবার সেই সপ্ন গুলো মনেপরে গেল 😭😭😭😭
আজ সকাল থেকে মনটা খারাপই ছিল তারপর আবার এই গল্প মনটা আরো খারাপ হয়ে গেল😭😭😞😭
সবাইকে happy valentines day
আর গল্প টা অনেক সুন্দর ছিলো.।
"গল্প ছাড়া আমাদের আর কি আছে বল!"
😌🔥 অনবদ্য গল্প❤
আমি একটা গল্প শুনে ছিলাম প্রায় চার বছর আগে । কিন্তু সেই গল্প টা আমি আর খুঁজে পাইনা নামটা মনে নাই ।😢 শুধু কিছুটা গল্প মনে আছে ।
কেউ যদি শুনে থাকেন আমাকে খুঁজতে সাহায্য করুন ।
গল্প তাদেরই থাকে, যারা নিয়ম ভাঙে বারবার❤
আহা!!কল্পনা বড্ড সুখের.. আহা!!❤️
গল্প কিছু টা আমার সাথে মিলে গেলো আসলেই সেই একটা বয়েস যখন খুব বাধা নিষেধ ছিল। ছিল হাজার চোখের পাহারা ☺🙂☹️
Just darun feeling holo❤️ ami vasay prokas korte parbo na😌✨❤️
বাসে করে বাড়ি ফিরছি। গল্প শুনে অজান্তেই চোখের কোনা ভিজে উঠেছে অনেকবার