Bachelor Studies(Pros Cons)-ব্যাচেলরের সুবিধা এবং অসুবিধা-Study in Germany

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • **এই ভিডিওটি মূলত একটি সিরিজের অংশঃ
    এপিসোডঃ ০৯।
    এই ভিডিওতে আমি জার্মানিতে ব্যাচেলরস এ পড়তে আসার কিছু সুবিধা এবং অসুবিধার দিক নিয়ে আলোচনা করেছি, যাতে করে আপকামিং স্টুডেন্টরা তাদের ডিসিশন নিতে কনফিউজড না হন।
    *** ভিডিওতে মেনশন করা প্রয়োজনীয় ওয়েব লিংক/সঃ
    ইংরেজি মাধ্যমে ব্যাচেলর কোর্সসমূহের পূর্ণাংগ লিস্ট (টিউশন ফিস ছাড়া)-
    www.daad.de/de...
    ইংরেজি মাধ্যমে মাস্টার্স কোর্সসমূহের পূর্ণাংগ লিস্ট (টিউশন ফিস ছাড়া)-
    www.daad.de/de...
    ***এই সিরিজের প্রিলগ (যেখানে ধাপে ধাপে জার্মানিতে সফলভাবে আবেদনের উপরে বিস্তারিত আলোচলা করা হয়েছে) দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
    www.youtube.co....
    সিরিজের অন্যান্য ভিডিওগুলোর লিংক/সঃ
    ***এপিসোডঃ ০১। (কোর্স / ইউনিভার্সিটি খোঁজা)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০২। (বাসা / থাকার জায়গা খোঁজা)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৩। (ইউনিএসিস্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৪। (ফিন্টিবার মাধ্যমে ব্লক একাউন্টের টাকা পাঠান)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৫। (ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৬। (মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট দিয়ে আবেদন)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৭ (স্টেটমেন্ট অফ পারপাস / মোটিভেশন লেটার)
    www.youtube.co....
    ***এপিসোডঃ ০৮ (ট্যাবুলার ফর্মেটে সিভি লিখা/ইউরোপাস সিভি)
    • CV - Tabular / Europas...
    #ব্যাচেলরস_স্টাডিজ
    #সুবিধা_অসুবিধা
    #স্টাডি_ইন_জার্মানি

ความคิดเห็น • 295

  • @--AlHasan
    @--AlHasan 5 ปีที่แล้ว +24

    অনেক দিন ধরে এই রকম একটা ভিডিওর অপেক্ষা করছিলাম ভাইয়া।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

  • @HassanSazid11
    @HassanSazid11 3 ปีที่แล้ว +4

    almost 1 year dhore preparation nicchi, inshaAllah 2022 te bachelors e ashbo germany the.
    nice video vaiya

    • @thedon713
      @thedon713 3 ปีที่แล้ว

      in sha allah

  • @nafeesplays5731
    @nafeesplays5731 4 ปีที่แล้ว +6

    আপনার কথাগুলো খুবই ভালো লাগলো।স্বপ্ন দেখতে শুরু করেছি❤

  • @asfakhossainzisun6111
    @asfakhossainzisun6111 5 ปีที่แล้ว +10

    Bai DAAD Scholarship/Erasmus Mundu scholarship ar apply process Nia akti video banan plizz 🙏 ?

  • @tanvirhasnat8006
    @tanvirhasnat8006 5 ปีที่แล้ว +6

    সময় উপযোগী গাইড লাইন...
    অনেক অনেক ধন্যবাদ

  • @avroasraf5373
    @avroasraf5373 4 ปีที่แล้ว +3

    Bunch of thanks bhaiya for figuring out the factual information.
    I've been searching for this video for long...
    You're awesome💚💚

  • @md.ibrahimpatwary4594
    @md.ibrahimpatwary4594 5 ปีที่แล้ว +3

    Onk sondor moto explaine korlen vaiia.. Msc in civil Engineering subject ar opor akta video banaben vaiia please

  • @sumitsanyal6630
    @sumitsanyal6630 3 ปีที่แล้ว +2

    ভাই অনেক অনেক সুন্দর কথাগুলো বলেছেন৷ এটা ছিল সবচেয়ে ভালো একটা ভিডিও ❤️

  • @iftiarrahman5120
    @iftiarrahman5120 3 ปีที่แล้ว +1

    আমার কাছে খুব ভাল লেগেছে আপনার কথাগুলো । ধন্যবাদ আপনাকে। আমি নিজে একজন সিভিল ইন্জিনিয়ার। বিএসসি করার জন্য জার্মান যেতে চাই।এখন আমার করনীয় কি? জার্মানির জব সেক্টরে এর চাহিদা কেমন? জার্মানির বিশ্ববিদ্যালয় গুলোতে সিভিল ইন্জি: বিষয়ে বিএসসি করার সুযোগ কেমন, বিস্তারিত একটি ভিডিওতে জানাবেন, প্লিজ। ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া রইল। আবারও ধন্যবাদ আপনাকে

  • @Anonymous-ts3fw
    @Anonymous-ts3fw 3 ปีที่แล้ว +4

    ভাই যদি সম্ভব হয় তাহলে bachelor after 1 year of university (A to Z) ভিডিও তৈরী করলে খুব উপকার হতো আমাদের জন্য,আর হ্যা কিছু versity suggest কইরেন, ধন্যবাদ ❤️

  • @mirmominali3454
    @mirmominali3454 3 ปีที่แล้ว +1

    Assalamualikum, bhaiya,
    This is a informative video...😍

  • @fahid2527
    @fahid2527 5 ปีที่แล้ว +2

    Thank You so much for your kind information.

  • @nazmulzaman7064
    @nazmulzaman7064 4 ปีที่แล้ว +2

    Vaiya bachelor er 1st disadvantage ta clear korle valo hoto

  • @faysalahmed4126
    @faysalahmed4126 4 ปีที่แล้ว +1

    u r the best bro ❤❤❤❤
    Onek gula blog dheksi
    But u r the best

  • @abrarjahinohon2805
    @abrarjahinohon2805 5 ปีที่แล้ว +1

    Thank you so so much. Now iam clear headed what I have to do💜
    #Respect

  • @mkalhaz4315
    @mkalhaz4315 4 ปีที่แล้ว +1

    Thanks a million for this video vaiya 😍😍
    Vaiya bachelor a part-time job nya jodi kicu bolten.

  • @Novargofficial
    @Novargofficial 3 ปีที่แล้ว

    ধন্যবাদ বাই! অনেক মূল্যবান একটা বিডিও
    অনেক কিছু জানলাম যা এক বছর ধরে এই রকম তথ্য পাইনি

  • @MdNoman-fi8ux
    @MdNoman-fi8ux 5 ปีที่แล้ว +2

    Thank you bro for this video

  • @pijushkantisarker3748
    @pijushkantisarker3748 3 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো ভাই কথা গুলো , ধন্যবাদ আপনাকে।

  • @mdyeasin2517
    @mdyeasin2517 4 ปีที่แล้ว

    One of the most informative video, thanks a lot bhai!

  • @rexelius2680
    @rexelius2680 3 ปีที่แล้ว +1

    Assalamualikum vaya,
    Onek valo laglo apner explanation ta,
    Amer Akta bisoy Nia make sure hote Hobe apner kace teke Jodi apner contact er way paitan tahole onk benifiteed hoitam,
    Hope to see your response 😍

  • @goseeworld30
    @goseeworld30 3 ปีที่แล้ว

    Bachelor korte gele ki ki documents lagbe airokom akta video dekhte chai😍😍

  • @dangermax536
    @dangermax536 4 ปีที่แล้ว

    ❤Believe me, Amar inspiration hoye gesen apni❤! Vai, apni asholeiiii joss!
    Help kortesen always, always!❤

  • @jawadrakin
    @jawadrakin 5 ปีที่แล้ว +3

    Bhai you are 'JOSS'

  • @zarakikenpachi641
    @zarakikenpachi641 3 ปีที่แล้ว

    thats really good. a neutral approach. thanx bro

  • @tabassumtabassum4780
    @tabassumtabassum4780 3 ปีที่แล้ว +1

    Thanks .

  • @sebastianmichaelis9504
    @sebastianmichaelis9504 5 ปีที่แล้ว +2

    worth watching

  • @khondokermdshoaib5263
    @khondokermdshoaib5263 2 ปีที่แล้ว

    Finally a video worthy watching!!!

  • @thwdc230
    @thwdc230 4 ปีที่แล้ว +1

    Thank you for your good sugggestion

  • @omorsani8920
    @omorsani8920 4 ปีที่แล้ว

    Vai apnake onk dhonnobad....
    Fainally i got my decition...
    Tnx a lot vai

  • @dogfightjet9955
    @dogfightjet9955 4 ปีที่แล้ว +1

    Vortir bissoy gulo aro details detey hobey ta holey bujtey subidha hoy

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      দেওয়া আছে, অন্যান্য ভিডিও দেখুন।

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      আর এত ডিটেইলস দেওয়ার পরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দুঃখজনক, আমি তো এগুলার কিছুই পাই নি, তাই পরবর্তীদের সুবিধার জন্য করছি। বাট এর চেয়ে সহজভাবে বুঝানো আসলে আর সম্ভব না।

  • @fahimrabbi76
    @fahimrabbi76 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে থেকে এই বছর ডিপ্লমা শেষ করবো। আমি ব্যাচলর করার জন্য যেতে চাচ্ছি । আমার জন্য কি করণীয় যদি একটু বলতেন

  • @hungry357
    @hungry357 5 ปีที่แล้ว +3

    Somoy ta kaje laglo

  • @nazmulshahrearphyal9441
    @nazmulshahrearphyal9441 4 ปีที่แล้ว

    Thank you, brother. May Allah bless you.

  • @nazmulshahrearphyal9441
    @nazmulshahrearphyal9441 3 ปีที่แล้ว

    Thank you brother. Keep doing.

  • @soccerstars4443
    @soccerstars4443 5 ปีที่แล้ว +3

    ভিডিওটা অনেক মোটিভেট করেছে ভাইয়া থ্যাংকিউ! কিছু বিষয় জানার ছিলো অনেক খোজাখুজি করেও উত্তর গুলো সঠিক ভাবে পাচ্ছি না, আশা করি একটু কমেন্ট টা পড়ে আমাকে বলবেন,
    আমি আপনার ডিপাডিপার্টমেন্ট এর ই স্টুডেন্ট,এইচ এস সি কমপ্লিট এর পর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১ বছর অনার্স করেছি রেজাল্ট এর অপেক্ষায় আছি, আমি ব্যাচলরে যেতে সম্পূর্ণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ, কিন্তু ভাই সমস্যা হচ্ছে আমি যখন ড্যাড এ আমার ইংলিশ রিলেটেড সাব্জেক্ট দিয়ে সার্চ দেই কোনো ইউনিভার্সিটি আসে না, আর আমি এই সাব্জেক্ট এই পড়তে চাই!ইউনিভার্সিটি খুজে বের করবার কি অন্য কোনো রাস্তা আছে?আপনার ইউনিভার্সিটি তে কি ইংলিশ লিটারেচার এ ব্যাচেলর প্রোগ্রাম আছে? বা অন্য যেকোনো ইউনিভার্সিটি।
    আর একটা বিষয় হচ্ছে, ব্লক একাউন্ট নিয়ে, ধরুন আমি প্রথম বছর টাকা ব্লক করলাম সেক্ষেত্রে আমি পরবর্তী বছরগুলো কি এই একই টাকা দেখাতে পারবো!?
    থ্যাংকিউ এগেইন ভাইয়া!

    • @towardsgermany-914
      @towardsgermany-914  5 ปีที่แล้ว

      লিংক দেওয়া আছে, ভিডিওতে।

    • @towardsgermany-914
      @towardsgermany-914  5 ปีที่แล้ว +1

      www.daad.de/deutschland/studienangebote/international-programmes/en/result/?q=°ree%5B%5D=1&lang%5B%5D=2&fos=4&cert=&admReq=&scholarshipLC=&scholarshipSC=&langDeAvailable=&langEnAvailable=&lvlEn%5B%5D=&cit%5B%5D=&tyi%5B%5D=&ins%5B%5D=&fee=&bgn%5B%5D=&dur%5B%5D=&sort=4&subjects%5B%5D=25&limit=10&offset=&display=list

    • @soccerstars4443
      @soccerstars4443 5 ปีที่แล้ว

      dhonnobad vaiya...ei program ta er ageo dekheci r apner vdo thekeo kicu subject +university pelam... vaiya bachelor e ki ki documents lagbe tar opor akta vdo banaber asa kori...khub upokar hoito...

    • @towardsgermany-914
      @towardsgermany-914  5 ปีที่แล้ว

      @@soccerstars4443 ব্যাচেলর্স আর মাস্টার্স এর ডকুমেন্টস আর এপ্লিকেশন প্রসেস অলমোস্ট সেইম। মাস্টার্সের ডকুমেন্টস নিয়ে আমার ভিডিও করাই আছে। দেখে নিতে পারেন

  • @humaeidbinmansur9608
    @humaeidbinmansur9608 2 ปีที่แล้ว +1

    উৎসাহ দিলেন ভাইয়া আমি সাইকোলজিতে ব্যাচেলর করতে আসতে চাই ইনশাআল্লাহ
    সামনে আমার দেশে এডমিশন দোয়া করবেন

  • @faiyazadit5820
    @faiyazadit5820 3 ปีที่แล้ว

    thanks a lot bhai eto informative er video er jonno

  • @zihadzihad7602
    @zihadzihad7602 2 ปีที่แล้ว

    Great full message

  • @dogfightjet9955
    @dogfightjet9955 4 ปีที่แล้ว +2

    Nice

  • @user-ob5ql6bl2n
    @user-ob5ql6bl2n 5 ปีที่แล้ว +4

    First watching

  • @Rimiislam025
    @Rimiislam025 3 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @soyabmonsurchowdhury9805
    @soyabmonsurchowdhury9805 3 ปีที่แล้ว

    informative video
    Subscribed👍

  • @jalaluddin1532
    @jalaluddin1532 4 ปีที่แล้ว +2

    Tnx bro....

  • @jabedahamed8430
    @jabedahamed8430 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @golammorsedrakib7978
    @golammorsedrakib7978 4 ปีที่แล้ว +3

    Thanks vaiya❤

  • @akmsadi3698
    @akmsadi3698 3 ปีที่แล้ว

    A lot of thanks to you brother.

  • @tauhidulislam7137
    @tauhidulislam7137 5 ปีที่แล้ว +2

    Adnan vai studentkolleg niye video dekhte chai

  • @SK32Asif
    @SK32Asif 3 ปีที่แล้ว

    Ausbildung related video sai via....

  • @pavellifestyle451
    @pavellifestyle451 4 ปีที่แล้ว +1

    Phd niye video cai vaia

  • @innocentkidsf
    @innocentkidsf 4 ปีที่แล้ว

    Dhaka city te jara multiwork Korte pare Tara develop country te sob parbe.dhaka er moto jam nai energy and time save hole esob kicchu Na.r language ota Bangladesh theke b2 porjonto sikhe well prepared hoye try korle Kno disadvantage nai

  • @nusratsultana2554
    @nusratsultana2554 5 ปีที่แล้ว +1

    Dhonnobaaad vaia

  • @user-gn6ob9rm9w
    @user-gn6ob9rm9w 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও অনেক ভালো লাগলো।কথা গুলো অনেক ভালো লাগলো ভাইয়া। ভাইয়া আপনার Fb ID Link ta din plz

  • @mdsarweristiak7740
    @mdsarweristiak7740 4 ปีที่แล้ว

    Nice video vaia...😍😍

  • @mahfuzurrahmanmamun5506
    @mahfuzurrahmanmamun5506 2 ปีที่แล้ว

    ভাইয়া CSE subject এ পড়াশোনা নিয়ে একটা ভিডিও তৈরি করেন প্লিজ অনেক উপকার হবে আমি ২২ সালে আসতে চাই... 😚

  • @raianmajid7526
    @raianmajid7526 5 ปีที่แล้ว +4

    ভাই আমি যদি ৮ মাস বা ২ সেমিস্টারে ২৫% ক্রেডিট করি তাহলে কি এপ্লাই করতে পারবো??

    • @towardsgermany-914
      @towardsgermany-914  5 ปีที่แล้ว

      সঠিকভাবে জানা নেই, দুঃখিত।

  • @noobhillclimbracing2849
    @noobhillclimbracing2849 4 ปีที่แล้ว +1

    Vaiya bachelor korar jonno je kono versity thake 1year porar por ki versity thake 1year ar certificate lagbe naki only result dakhate hobe?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      এইভাবে অলরেডি ব্যাচেলর করছেন এমন কাউকে জিজ্ঞেস করাটাই বেটার হবে, আমার সঠিকভাবে জানা নেই, দুঃখিত

  • @fahim0175
    @fahim0175 3 ปีที่แล้ว +1

    ভাই জারা HSC করে BSC করবে তাদের 12 বছর হয় । আর জারা SSC পাশ করে ডিপ্লমা করেছে তাদের ত 14 বছর তখন BSC করতে চাইলে তখন কি বাংলাদেশ থেকে 1 বছর BSC পরে তার পর কি আবেদন করতে হবে?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว +1

      ডিপ্লোমাকে জার্মানি এক্সেপ্ট করে না, সুতরাং ডিপ্লোমা করলেও বিএসসি ১ বছর বাংলাদেশ থেকে শেষ করা লাগবে।

  • @mdabduljabberjony7887
    @mdabduljabberjony7887 4 ปีที่แล้ว

    আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর এর ২ বছর শেষ করেছি। এখন জার্মানিতে ব্যাচেলর করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, ssc, hsc, ielts certificate এর পাশাপাশি অনার্সের আমার শেষ করা ২ বছরের কোন documents গুলো লাগবে সেটা জানতে পারলে খুবই উপকৃত হতাম।

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว +1

      ডকুমেন্টস কি কি লাগবে, সেটা যেই ইউনিভার্সিটিতে আপ্লাই করতে চাচ্ছেন; তাদের ওয়েবসাইটেই উল্লেখ করা থাকবে।

    • @mdabduljabberjony7887
      @mdabduljabberjony7887 4 ปีที่แล้ว

      ধন্যবাদ। আরেকটি জিনিস, আমি যদি ৫ টা ভার্সিটিতে এপ্লাই করি তাহলে কি আমাকে ইউনিএসেটকে ৫ সেট ডকুমেন্টস পাঠাতে হবে অফলাইন এবং অনলাইন এ??

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      কমন ডকুমেন্টস (সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট) ১ সেট পাঠালেই হবে। আর ৫টার জন্য ৫টা মোটিভেশনাল লেটার (যদি চেয়ে থাকে) সহ অন্যান্য ডকুমেন্টস পাঠালেই হয়ে যায়।

    • @mdabduljabberjony7887
      @mdabduljabberjony7887 4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @khantowhid7809
    @khantowhid7809 2 ปีที่แล้ว

    অনেক অনেক ভালো লাগলো ভাই

  • @ShahadatHossain-it5vr
    @ShahadatHossain-it5vr 4 ปีที่แล้ว

    Valo lagche vai...

  • @MasudRana-fe1kb
    @MasudRana-fe1kb 5 ปีที่แล้ว +3

    3 yrs bachelor Jodi 5 yrs time pawa jay tahole 2 yrs masters sesh korte maximum kmn time lage ?

  • @SK32Asif
    @SK32Asif 3 ปีที่แล้ว

    Ausbildung related videos den vai....

  • @khokonkhokondakpari101
    @khokonkhokondakpari101 2 ปีที่แล้ว

    Vaiya Diploma korar kor ki sorasori Germany ta bachelor a jao a jai

  • @lokmanmamun1367
    @lokmanmamun1367 3 ปีที่แล้ว

    উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পড়াশুনা করছি এবং ২য় সেমিস্টারে আছি। আমার টার্গেট হচ্ছে জার্মানিতে পড়াশুনা করার। তাই আমি আইইএলটিএস এর জন্য এখন থেকেই প্রিপারেশন নেয়া শুরু করেছি।
    ২০১৪ সালে আমি মাদরাসা থেকে আলিম/এইচএসসি পাশ করেছি এবং ২০১৯ এর শেষ পর্যন্ত আমার স্টাডি গ্যাপ ছিল। আমি কি সফল হবো নাকি ব্যর্থ হওয়ার চান্স বেশি। যদি জানাতেন তাহলে আমি সেই লক্ষ রেখে আগাতে সাহায্য করবে।
    দয়া করে রিপ্লাই দিলে অনেক উপকার হবে।
    অনেক অনেক ধন্যবাদ!

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      ডিগ্রি পাশ কোর্স দিয়ে হবেনা বলেই জানি। অনার্স কোর্স হতে হবে। এবং সেই কোর্সের 25% কোর্স কমপ্লিট থাকা লাগবে। তাছাড়া ব্যাচেলরে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম।

  • @nazrulislam9762
    @nazrulislam9762 4 ปีที่แล้ว +1

    Vaiya sunlam 2 year por naki tuition fee dite hobe...ai bisoye ki janaiyen pliiiiz

  • @johnsiyameiftisiyam7408
    @johnsiyameiftisiyam7408 3 ปีที่แล้ว +1

    Best

  • @ExplorerMitu
    @ExplorerMitu 3 ปีที่แล้ว +1

    Vaia. Bachelors e kon kon subject full english language e porte parbo plz bolben?

  • @rajuahmed8988
    @rajuahmed8988 3 ปีที่แล้ว

    Viya apni ki mona koren bachelor a asa ki tik hoba??

  • @omorsheikh1483
    @omorsheikh1483 2 ปีที่แล้ว

    Say something for arts student.....how many subjects are available for arts student..... Please inform.

  • @uzzaleuropa6849
    @uzzaleuropa6849 4 ปีที่แล้ว +1

    diploma electrical 2016 cgpa 3.32
    bsc in eee oct 2019 cgpa 2.94 completed
    my question is should i go for Msc or again Bsc because of my low cgpa, ei cgpa diye ki msc te chance powa jabe , answer chai please vai?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      এই সিজিপিএ দিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যেই ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করছেন তারাই বলতে পারবেন। তবে আমার জানা মতে এই সিজিপিএ নিয়েও অনেকেই মাস্টার্স করছেন। বেটার হয় আপনার ডিপার্টমেন্টে অলরেডি এরকম বা কাছাকাছি সিজিপিএ নিয়ে মাস্টার্স করছেন এমন কাউকে খুজে বের করে জিজ্ঞেস করা। আরো অথেনটিক ইনফো পাবেন। ধন্যবাদ।

  • @shantaislam725
    @shantaislam725 3 ปีที่แล้ว +1

    টিউশন ফি ছাড়া মাস্টার্স করতে মোট কত টাকা খরচ হবে?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      সেমিস্টার কন্ট্রিবিউশন হিসেবে প্রতি ৬ মাস পর পর 300-350 ইউরো (আপনার যত সেমিস্টার লাগে) আর থাকা+খাওয়া+আনুষংগিক= ৬০০/৭০০ ইউরো প্রতি মাসে।

  • @zakirzico99
    @zakirzico99 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।
    আমার সকল অফিসিয়াল ডকুমেন্টে নাম শুধু Jakir. Uni-assist এ একাউন্ট খোলার সময় ফাস্ট এবং লাস্ট নেইম অপশন এ কি লিখবো বুঝতে পারছি না।কেউ কি বলতে পারবেন আমাকে কি করতে হবে? দুই অপশনেই কি Jakir লিখে দিবো নাকি শুধু ফার্স্ট নেইম এ Jakir লিখে লাস্ট নেইম খালি রাখবো।
    ধন্যবাদ।

  • @sojibmahmud6654
    @sojibmahmud6654 5 ปีที่แล้ว

    Studienkolleg niye ekta dedicated video diyen

  • @hassanalbanna5999
    @hassanalbanna5999 2 ปีที่แล้ว

    Respected Soyyeb Vaii,
    You are cordially requested to share your wise thoughts regarding #Ausbildung, the opportunities and prospects of this field.
    Jazakallah ☺

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      জি সামনে চেস্টা করব।

  • @Seadre
    @Seadre 3 ปีที่แล้ว

    oshonkho dhonnobad vaiya

  • @nazrultours9840
    @nazrultours9840 2 ปีที่แล้ว

    ভাই জারমানি যেতে হলে কোথায় কাগজ পত্র এটাসটেট করাবো। শিক্ষা বোর্ড / জার্মান এম্বাসি / কোনো গেজেটেড অফিসার, কোনটা করাবো, নাকি তিনটাই। জানাবেন

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      কাগজপত্র শুধুমাত্র নোটারি করালেই চলবে যে কোন জায়গা থেকে। শিক্ষা বোর্ড/জার্মান এম্বাসি/গেজেটেড অফিসারের এটেস্টেশন দরকার পরেনা।

  • @tamimabintereza5525
    @tamimabintereza5525 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম,,
    ভাইয়া আমি কম্পিউটার থেকে ডিপ্লোমা করতেছি আমি কি চাইলে bsc এর জন্য আমার Department change করতে পারবো ,,,
    যদি বলতেন ভালো হতো....

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      মেবী পারবেন, যদিও আমি সিয়োর না। ভার্সিটির সাথে ইমেইলে যোগাযোগ করে দেখেন তারা কি বলে।

  • @Optimartxyz
    @Optimartxyz 4 ปีที่แล้ว +1

    BBA theke 1 year study korar por,
    ami ki Germany te IBA programs e admission nete parbo? ❤️
    TIA

  • @hafijurrahman5139
    @hafijurrahman5139 5 ปีที่แล้ว +1

    vaiya, deadline er 14/15 din age medium of instructions diye masters er apply korle offer letter paoar possibility kototuku?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  5 ปีที่แล้ว

      পসিবিলিটি যাচাই করা আমার আয়ত্তের বাইরে, দুঃখিত।

  • @farhanmahmud7356
    @farhanmahmud7356 4 ปีที่แล้ว +1

    Bai Electrical engineering BSC Kora Jay ki Germany tee?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  4 ปีที่แล้ว

      যায় সম্ভবত, আমার সঠিকভাবে জানা নেই।

  • @md.shakibislam8111
    @md.shakibislam8111 3 ปีที่แล้ว

    Vaia grmany te ki ami nije subject choose korte parbo naki... Amr dese je subject takbe oita niye porte hobe...for bachelor

  • @asifhasan9261
    @asifhasan9261 3 ปีที่แล้ว

    ভাই,পসডেম ইউনিভার্সিটি ইংরেজি সাহিত্যে ব্যাচেলর অফার করে কী???প্লিজ প্লিজ।।

  • @pvcmoviestudio8281
    @pvcmoviestudio8281 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স করছি। এখান থেকে 1 Year complete করে আমি কী জার্মানিতে ব্যাচেলরের জন্য apply করতে পারবো?
    কারণ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রপ্ত ক্রেডিটগুলো কী German University Community allow করে কীনা তা নিয়ে অনেক অনেক ধিধা দন্দে রয়েছি। কেউ এখন পর্যন্ত এমন ভিডিও বানায় নি!

  • @clashofclansfan6229
    @clashofclansfan6229 2 ปีที่แล้ว

    Vai ami commerce r student, commerce r jonno ki german e bachelor r vlo University ase???!

  • @faniloy1592
    @faniloy1592 3 ปีที่แล้ว

    Vhiya ami apparel manufacturing technology pori national university te! Kintu ami cse te switch korte chacchi.prosno hocche! Amk ki specifice cse tei dui borchor pore ashte hbe bangladesh theke? Naki eita matter kore na!

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      যদি এডমিশন কমিটি মনে করে যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি সিএসই তে মুভ করতে পারবেন, তাহলে চান্স পাবেন, তারা মনে না করলে পাবেন না, সিম্পল।

  • @iftyrahman2882
    @iftyrahman2882 3 ปีที่แล้ว

    Bhaiya, ami TH Koln e Bachelors e amar favourite subject (Game Design) er Full English course paisi! Taile asha uchit taina? (Thikmoto part time job pele financial prob tao hobe na in shaa Allah)

  • @pijushkantisarker3748
    @pijushkantisarker3748 3 ปีที่แล้ว

    ভাই জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স পড়ার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে ? পাশাপাশি সেখানে বসবাসের সুযোগ সুবিধা কেমন? মাস্টার্স কোর্স ইংলিশে, নাকি জার্মান ভাষায় পড়তে হয়? দয়া করে প্রশ্ন গুলোর উত্তর যদি একটু বলতেন?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      আমার সঠিক জানা নেই। সামনে জেনে জানানোর চেস্টা করব।

  • @rashedshakib9922
    @rashedshakib9922 4 ปีที่แล้ว

    hello brother I have 2 question. please try to answer
    1.Ami NU theke BBA korchi.ami Germany jete chai.ami ki German te hotel management subject ta ki porte parbo
    2.ami jodi account e taka block kori.pore jodi visa na pai thahole kivabe taka ta refund pabo.

  • @omorsani8920
    @omorsani8920 4 ปีที่แล้ว

    Vai batchelor in cse korte chai..
    Kiso university ki suggest korben plj?

  • @iquramulislamrahat5299
    @iquramulislamrahat5299 3 ปีที่แล้ว

    In which states do you have to show the amount again and again & in which states do you only need to show it once? Please give the names. Thanks..

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      গুগল করেন। আমার জানা নাই।

  • @ahammedraju9115
    @ahammedraju9115 3 ปีที่แล้ว

    ভাইয়া, ডিপ্লোমা স্টুডেন্টরা কীভাবে জার্মানিতে উচ্চ শিক্ষা নিতে পারে৷ সেজন্য যদি ভিডিও বানাতেন তাহলে উপকৃত হতাম ৷

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว +2

      এই ব্যাপারে আমার আইডিয়া কম। সামনে ইনফরমেশন গ্যাদার করে ভিডিও করার চিন্তা আছে।

  • @sayam6626
    @sayam6626 3 ปีที่แล้ว

    দাদা একটা ব্যাচেলর বর্তমানে করছি সেটা কমপ্লিট করে আমি কি আর একটা ব্যাচেলর এর জন্য জার্মানিতে এপ্লাই করতে পারব?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว +1

      যদি রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে। তাহলে করতে পারার কথা। কিন্তু ২টা ব্যাচেলর কাউকে করতে দেখেছি বলে মনে পরেনা!!

  • @mostafamahrab3198
    @mostafamahrab3198 3 ปีที่แล้ว

    Bro i did honours 1st year in Islamic history and culture from national university of Bangladesh! Is there any chance for me if i apply in Germany?

  • @jahidhasan2402
    @jahidhasan2402 2 ปีที่แล้ว

    ভাইয়া bsc এর জন্য গিয়ে কি পড়াশোনার পাশাপাশি job করে নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারব?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      কষ্ট হয়ে যাবে, তবে পারবেন। যদি চেস্টা থাকে আরকি!

  • @Nuuddan
    @Nuuddan 2 ปีที่แล้ว

    ইইই ইঞ্জিনিয়ার দের চাকরির Opportunity কেমন..???

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      এই ভিডিওতে আপনার জবাব পেয়ে যাবেন, আশা করি।
      th-cam.com/video/_0_WiHg4PP0/w-d-xo.html

  • @didarjaber303
    @didarjaber303 2 ปีที่แล้ว

    germany te jodi cse r jonno jete chai(bacheor) tahoe ki duitsch language lgbe?i mean cse ta ki duitsch e hbe nki eng e?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      বেশিরভাগ ব্যাচেলর কোর্সই ডয়েচে অফার করে। ব্যাচেলরে ইংরেজিতে অফার করা কোর্সের সংখ্যা খুবই কম। নেই বললেই চলে।

  • @shaungermany7753
    @shaungermany7753 2 ปีที่แล้ว

    ১ টা প্রশ্নের উত্তর খুবই দরকার, দয়া করে জানাবেন, অনেকেই বলছে পাব্লিক বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর পড়াশোনা করলেই হবে না, ২৫% ক্রেডিট সম্পন্ন করতে হবে, না করলে ভিসা রিজেক্ট হবে,
    আমার ইউনিভার্সিটি তে ১ বছর পর ২৫ % হতে ২ ক্রেডিট কম আছে, তাহলে এটা কিভাবে সম্ভব? এই তথ্য টা কি সঠিক?

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      ব্যাপারটা হচ্ছে আপনাকে টোটাল ক্রেডিটের ২৫% শেষ করতে হবে, এখানে কত সেমিস্টার এ সেটা শেষ করসেন সেটা মূখ্য না। ২৫% ক্রেডিটে পাশ থাকা লাগবে জার্মানিতে ব্যাচেলরে অফার পাওয়ার জন্য।

    • @towardsgermany-914
      @towardsgermany-914  2 ปีที่แล้ว

      ব্যাপারটা হচ্ছে আপনাকে টোটাল ক্রেডিটের ২৫% শেষ করতে হবে, এখানে কত সেমিস্টার এ সেটা শেষ করসেন সেটা মূখ্য না। ২৫% ক্রেডিটে পাশ থাকা লাগবে জার্মানিতে ব্যাচেলরে অফার পাওয়ার জন্য।

    • @shaungermany7753
      @shaungermany7753 2 ปีที่แล้ว

      @@towardsgermany-914 যারা পাব্লিক ইউনিভার্সিটি / ন্যাশনাল / ৭ কলেজে পড়ে তাদের কি হবে?
      ন্যাশনাল এ তো ক্রেডিট এর হিসাব নাই? এটা আপনি কিভাবে দেখছেন?
      আমি যেহেতু পাব্লিক ইউনিভার্সিটি তে পড়ি ( ঢাকা বিশ্ববিদ্যালয়) তাই আমার টা ফিক্সড ক্রেডিট ছিল, পাব্লিক বিশ্ববিদ্যালয়ের নিয়ম টা একটু বলবেন, ধন্যবাদ

  • @saidaarzoo6313
    @saidaarzoo6313 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি তে Development Studies নিয়ে পড়াশোনা করছি। বিভিন্ন কারণে স্কুল কলেজে থাকতে extra Curricular Activities এ অংশগ্রহণ করিনি। এখন আমি থার্ড ইয়ারে পড়ছি। ক্লাবের বিভিন্ন এক্টিভিটিস, বিশেষ করে ক্লাবের গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আমি পার্টিসিপেট করি।আমি মাস্টার্স এর জন্য 2024 সেশনে এপ্লাই করতে চাচ্ছি। ভাইয়া আমার এই পার্টিসিপেশন কি আমার অ্যাপ্লিকেশনে কোন পজিটিভ ইফেক্ট ফেলতে পারে? আমি এটা নিয়ে কনফিউজড কারণ আমার পড়াশোনা আর গ্রাফিক্স ডিজাইন দুটোর একদম আলাদা ফিল্ড। যদি আপনার আইডিয়া থাকে তাহলে প্লিজ ভাইয়া এই প্রশ্নের উত্তর দিবেন।

    • @towardsgermany-914
      @towardsgermany-914  3 ปีที่แล้ว

      একাডেমিক ক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোন পজিটিভ ইফেক্ট ফেলবেন। কিন্তু পরবর্তীতে চাকরি ক্ষেত্রে অবশ্যই অনেক ভাল কাজে আসবে। শুভ কামনা।

  • @abidsaifullah3289
    @abidsaifullah3289 3 ปีที่แล้ว

    germany te bachelor e ki sat er maddhome abedon kora jay?

    • @abidsaifullah3289
      @abidsaifullah3289 3 ปีที่แล้ว

      jdi sat er maddhome abedon kori tahole ki university er dui semister o sesh korte hobe naki direct chance debe?