Unlock 2020 Day tour Part 2 | Gorh Jongol | Shyamarupa & Rahreswar temple | ইছাই ঘোষের দেউল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 257

  • @keshabgoswami4238
    @keshabgoswami4238 ปีที่แล้ว

    Eto sundor vabe presentation kono TH-cam video te nei.apnar ei video dekhle sab kichu khub poriskar hoye jai.thank you.

  • @suinso7940
    @suinso7940 4 ปีที่แล้ว +32

    খুব সুন্দর। অনেক কিছু জানতে পারলাম। সৌভাগ্যক্রমে আমি গড় জঙ্গলে দুইবার গিয়েছি। গড় জঙ্গলের যে প্রাচীরটি আপনি দেখালেন প্রাচীন মন্দিরটি কিন্তু ওর বাইরের জঙ্গলে অবস্থিত। শিবুদা নামের এক মন্দিরকর্মী কে নিয়ে আমরা ঘুরে দেখে ছিলাম। সেখানে আছে রাজা সুরথের বেদী ( যেখানে উনি প্রথম দুর্গাপুজো করেন)। এছাড়াও আছে দেবীর পদচিন্হ। একটি সীতাকুণ্ড( পাথরের মধ‍্যে) ও আছে যে গর্তের জল কখনো শুকায় না। প্রাচীন মন্দিরটির 108টি সিঁড়িও ছিল, যা এখনো কিছুটা বোঝা যায়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথেও স্থানটি যুক্ত। ভবানী পাঠক এখানে থাকতেন বলে জনশ্রুতি। এখনে নাকি এমন সুরঙ্গছিল যা অজয়ের চর পর্যন্ত বিস্তৃত ছিল।
    ইছাই ঘোষের সম্পত্তি এই গড়ের কোথাও পোঁতা আছে বলেও অনেকে মনে করে।এমনকি গুপ্তধনের লোভে দেউলের মাথাটিও ভাঙা পরে ছিল।
    দেউল পার্কের পাশেই একটি বিট অফিস আছে। এখানে সকাল বিকালে প্রচুর ময়ূর আর হরিণ দেখা যায়। এখান থেকে কাছেই কবি জয়দেবের জন্মস্থান কেঁদুলি গ্রাম।
    ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই স্থান অবশ‍্য সবার ঘুরে দেখা উচিৎ।

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ, প্রচুর তথ্য দিলেন। এভাবেই সঙ্গে থাকুন।

    • @somnathphotography6498
      @somnathphotography6498 4 ปีที่แล้ว

      Hmm onek agea Ami giyachilam ...akta ghuhar modde dhukechilam ..vitore pujo hoto thik mone porche na jayga ta....surot raja r ashrom

    • @ashisde8214
      @ashisde8214 4 ปีที่แล้ว

      Amra Bhalki Machan one day trip e interested..please give us your contact no for your trip guidence

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      @@ashisde8214 আমাদের ফেসবুক গ্রুপ ভ্রমণ হেল্পলাইন এ যোগ দিন ওখানে সব রকম সাহায্য পাবেন।

    • @swapanhowladar1960
      @swapanhowladar1960 4 ปีที่แล้ว

      Thanks for the useful input.

  • @TheBongWay
    @TheBongWay 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর। যত আপনার ভিডিও দেখছি তত মুগ্ধ হচ্ছি। অপেক্ষায় রইলাম নতুন exploration video - এর জন্য।

  • @wanderingbonghealerduo4554
    @wanderingbonghealerduo4554 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর তথ্যনির্ভর ভ্রমণ অভিজ্ঞতা।

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 3 ปีที่แล้ว +1

    অসাধারণ উপস্থাপনা, সঙ্গে ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপটের সংযোজনে আরো অনেক বেশি সমৃদ্ধ। খুব ভালো লাগলো।

  • @snehabrataghoshal360
    @snehabrataghoshal360 4 ปีที่แล้ว +1

    কালানুক্রম, তথ্যপ্রমাণ, ইত্যাদি ঐতিহাসিক গবেষণার বিষয়; কিন্তু গল্পগুলো গল্প হিসেবে অসাধারণ! তাই গল্প-সহ দৃশ্যগুলো বিশেষ করে ভালো লাগলো!

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ!!😊

  • @soumyasaha6510
    @soumyasaha6510 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো পুরাণ আর ইতিহাসের মেলবন্ধন ঘটিয়ে তোমার পরিবেশনা , অনেক অনেক ভালোবাসা দাদা।

  • @jyotirindradas6430
    @jyotirindradas6430 3 ปีที่แล้ว +1

    অদ্ভুত,,,ঐতিহাসিক বিস্ময়!!!!

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya 4 ปีที่แล้ว +4

    কলকাতার কাছে সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর অথচ প্রায় মুছে যাওয়া ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলোর সংস্কার একান্ত প্রয়োজন। প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে যোগাযোগের ব্যবস্থা ভাল হওয়া চাই। এই ধরণের ভিডিও পর্যটকদেরও উৎসাহ দেবে চেনা পথের বাইরে নতুন নতুন জায়গায় বেড়িয়ে পড়ার।

  • @ujjwaldas5993
    @ujjwaldas5993 3 ปีที่แล้ว +2

    নমস্কার দাদা আমি দুর্গাপুরের ছেলে ভিডিওটি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর

  • @JumpingMindHaimanti
    @JumpingMindHaimanti 4 ปีที่แล้ว +1

    👍 এখানে তো মাঝে মাঝেই চলে আসতাম ঘুরতে মলানদিঘী থেকে । গল্পটা শুনতে খুব ভাবো লাগলো ।

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 4 ปีที่แล้ว +1

    বাংলার লোকানো ইতিহাস তোমার জন্যই জানতে পারছি !! thnkqদাদা !! দারুন দারুন !!

  • @mousumibhadra8487
    @mousumibhadra8487 4 ปีที่แล้ว +1

    গড় জঙ্গল ভীষণ ভালো লাগলো
    অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ

  • @arupsarkhel2776
    @arupsarkhel2776 4 ปีที่แล้ว +2

    Apnar presentation khub sundor apnar sob kata tour videos are very innovetive

  • @debojitdas7449
    @debojitdas7449 4 ปีที่แล้ว +2

    Darun hoice shibaji da.tumi jei bhabe protek ta notun notun jaiga explore koro r tar details ta eto sundor kore narrate koro eaita sunte o bhlo lage r dekhte o darun lage tomr video gulo.tomr protek ta video ami dekhechi amr khub pochondo hoice.eai bhabe egiye jao dada amra aci tomr pase .r wait kore thakbo tomr new video .♥️♥️♥️

  • @sanjibmajumdar6059
    @sanjibmajumdar6059 4 ปีที่แล้ว +2

    Nice excellent tour ⭐⭐⭐
    and very good tour explains all the thinks...
    Thanku..👍

  • @dsaikat4334
    @dsaikat4334 4 ปีที่แล้ว +3

    দারুণ , গতকাল ঘুরে এলাম । একদিন আগে এই video টা এলে ভালো হতো । যাই হোক দাদা, ওই rareswar shib মন্দির টির নির্দিষ্ট location টা দিলে খুব ভালো হয় । আপনার video ভীষণ ভালো। তথ্য বহুল ও একই সঙ্গে videography ও খুব ভালো ।

    • @sujitganguly7905
      @sujitganguly7905 4 ปีที่แล้ว +1

      যাবার পথে Nation Hospital হাতের ডান পাশে পড়বে। Hospital টা পার করেই ডান দিকের রাস্তা।

  • @sudeepdasgupta8673
    @sudeepdasgupta8673 4 ปีที่แล้ว +4

    আপনার vlog গুলো দেখতে ভীষণ. ভালো লাগে, বিশেষ করে ভয়েস ওভার টা খুব সুন্দর... অনেক ইনফরমেশন জানতে পারি, হরিশ বালির visa 2explorer পর এতো ভালো travel vlog দেখিনি, অনেক শুভেচ্ছা রইলো

    • @KUNDUTRAVEL
      @KUNDUTRAVEL 4 ปีที่แล้ว

      Ami o ekmot onar voice niye

  • @sumitnanda9317
    @sumitnanda9317 4 ปีที่แล้ว +1

    Darun. Apnar historical background balar dharanta amar ghub bhalo lagche.

  • @antoniemasculin
    @antoniemasculin 4 ปีที่แล้ว +1

    শিবাজী দা, দারুন ট্রাভেল ভিডিও হয়েছে কিন্তু হটাৎ ইছাই ঘোষের দেউলের কাছে আপনার ভয়েস টা একদম কমে গেল!এছাড়া অসাধারন হয়েছে!👍

  • @loveon143
    @loveon143 4 ปีที่แล้ว +1

    Absolutely incredible blog👌👌👌👌👏👍😊dada apni guru bhalo

  • @soumyajitbhattacharyya6494
    @soumyajitbhattacharyya6494 4 ปีที่แล้ว +1

    Ank din dhorei apnar video dekhchi...pray sob video dekhechi...amr ekta prosno ache ,seta hlo...apni je kno jaigay tei Jan na kno,apni sei jaiga somporke ato details e ki bhbe janen...khb obak lge....karon apni jei bhbe jaiga gulo somondhe details e bolen seta sotti osadharon.....👍👍👍

  • @sudipsingharoy9208
    @sudipsingharoy9208 4 ปีที่แล้ว +2

    Happiness is shibaji da er new vdo... 🤩🤩
    Thank u dada .onek kichu jante parla.

  • @newtanpoddar5213
    @newtanpoddar5213 4 ปีที่แล้ว

    Khub sunder hoyeche video ta Dada.

  • @hrishavsengupta44
    @hrishavsengupta44 4 ปีที่แล้ว +1

    Khub sundar video ta satti anek kichu jante parlam💕

  • @nilanjanroy5608
    @nilanjanroy5608 4 ปีที่แล้ว +1

    Khub sundor ar informative content .apnar vlog gulo dekhe sotti khub bhalo lagge .🙏

  • @dr.pallabkumarsur3884
    @dr.pallabkumarsur3884 3 ปีที่แล้ว +1

    Very much informative and. Lifeful.. One can easily acccess

  • @snehanshughosh5283
    @snehanshughosh5283 4 ปีที่แล้ว +2

    খাওয়া-দাওয়ার গল্প কিন্তু একদম নেই। এটা কেমন যেন ছন্দপতন ঘটেছে। আর এটাই তো আপনার বিশেষত্ব

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      আরে প্রথম ভাগে খাওয়া দাওয়া ছিল তো।

    • @KUNDUTRAVEL
      @KUNDUTRAVEL 4 ปีที่แล้ว

      Haa thik e bolechen 😃

  • @sovanlalduttagupta3700
    @sovanlalduttagupta3700 4 ปีที่แล้ว +2

    দাদা আপনার জন্য আমারা West Bengal- এর অনেক অজানা জায়গা ঘরে বসে দেখতে পাচ্ছি। চালিয়ে যান।শুভেচ্ছা রইল। ⚘⚘⚘

  • @suvradutta1132
    @suvradutta1132 4 ปีที่แล้ว

    Nil akas sada megher velay vese darun ghurlam anek history Jante parlam asadharon

  • @nemaichatterjee1457
    @nemaichatterjee1457 4 ปีที่แล้ว +1

    Yours are excellent travel videos. Superb camera works, research-based narration, sound projection-- all are up to the mark having a cinematic effect. Probably, the first of the kind in our Bengal. Keep it up, Shibaji Babu. Happy journey !

  • @parthoprotim8476
    @parthoprotim8476 4 ปีที่แล้ว +2

    অনেক তথ্য বহুল ইতিহাস দেখতে ও জানতে পারলাম❤️❤️❤️❤️❤️❤️ ভালোবাসা অবিরাম বাংলাদেশ

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ

  • @bidhanchatterjee3980
    @bidhanchatterjee3980 4 ปีที่แล้ว +3

    Khub sundor place.love it 👍👍👍❤️❤️

  • @pomsutradhar1728
    @pomsutradhar1728 4 ปีที่แล้ว

    DURGAPUR thake dada Otulonio Amr sohor aser jonno khub e kushi hoechi Darun video

  • @mmg9718
    @mmg9718 3 ปีที่แล้ว +2

    You can also add Joydev Kenduli in this trip...not too far off from Deul

    • @explorershibaji
      @explorershibaji  3 ปีที่แล้ว

      সময় হয় নি, সন্ধ্যে নেমে গিয়েছিল, না হলে যেতাম।

  • @taniadhara9693
    @taniadhara9693 3 ปีที่แล้ว

    Khub bhalo laglo apnar video ta 👍

  • @purnaghosh5298
    @purnaghosh5298 3 ปีที่แล้ว

    Jangal er to ekta beauty achhei, kinto apnar historic description jaygatake r o interesting o adventurous kore tulechhe. Jao yar echha thaklo.

  • @Viralfansouraneel8976
    @Viralfansouraneel8976 ปีที่แล้ว

    দাদা আপনার এই পুরানো ব্লগটি দেখছিলাম দারুন লাগলো। একটা বিষয় দেখে অবাক হলাম এবং আমার জানা ছিলোনা গড় জংগল এলাকায় মেধস মুনীর আশ্রম ছিলো, আর ওখানেই রাজা সুরথ প্রথম দুর্গাপূজা করেছিলেন! অবাক হয়েছি এই ভেবে যে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্ভুক্ত করলডেংগা পাহারে মুনী মেধস এর একটি আশ্রম রয়েছে। কথিত আছে রাজা সুরথ সর্বপ্রথম এইখানেই দুর্গাপূজার আয়োজন করেছিলেন। ওই স্থানে এখনো সেই দুর্গা মন্দির (স্থাপিত) রয়েছে & নিয়মিত পূজা হয়ে থাকে। বিশেষ করে, মহালয়ার দিন বহু দূর দুরান্ত থেকে এখানে লোক সমাগম হয়। আপনাদের ও চট্টগ্রামে আসার আমন্ত্রণ রইলো এবং সেইসাথে এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখার অনুরোধ ও থাকলো। ভালো থাকবেন। 🙏

  • @anamitrakoley439
    @anamitrakoley439 4 ปีที่แล้ว +1

    Darun darun joto dekhi apnar video obak hoye jai 🙏🙏🙏🙏

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ!!😊❤️❤️❤️

  • @dheemandhar3077
    @dheemandhar3077 4 ปีที่แล้ว +1

    আপনার সবকটা ভিডিও দারুন এবং খুব informative আর আপনার ভিডিও গুলো জীবন্ত হয়ে ওঠে আপনার অসাধারণ বাচনভঙ্গিমা র জন্য। আমারও খুব ঘোরার নেশা কিন্তু সময় আর কাজের চাপের জন্য সুযোগ হয় না। আপনার upload করা ভিডিও গুলো মন ভালো করে। ধন্যবাদ আপনাকে।👍👍

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ, আপনারা দেখছেন আর আপনাদের ভালো লাগছে এতেই আমার আনন্দ। সঙ্গে থাকুন এভাবেই।

  • @sanjivchakravarty9059
    @sanjivchakravarty9059 4 ปีที่แล้ว +1

    Very good tour you have done for us. Great weekend plan we can make.. Thanks to you..

  • @riderbrosamir
    @riderbrosamir 4 ปีที่แล้ว +1

    Super se upper
    #riderbrosamir

  • @koustavpatra6340
    @koustavpatra6340 4 ปีที่แล้ว +1

    Darun... especially the brief description in the ending 🙏👌

  • @TSAdventureVlog
    @TSAdventureVlog 4 ปีที่แล้ว

    Ami kichu din age gurte gachilam . Dada tumar video ta aaj dekchi. Kichu din age Jodi video ta ba tumar channel ta dekte patam tahole onek onek Kichu jante partam.

  • @banashreeghosh7717
    @banashreeghosh7717 4 ปีที่แล้ว

    সুন্দর .......
    না জানা, না শোনা অনেক কিছু জানলাম।

  • @sumanmondal8462
    @sumanmondal8462 4 ปีที่แล้ว +1

    এবার একদিন দক্ষিণ 24 পরগনার জটার দেউল, রায়দীঘি, কঙ্কন দীঘি, মন্দিরবাজার মন্দির ঘুরে আসুন দাদা। ভালোলাগবে। একদিন এর tour.

  • @keyabanerjee6576
    @keyabanerjee6576 4 ปีที่แล้ว +1

    Khub Sundar khub bhalo laglo

  • @jayanyabiswas3982
    @jayanyabiswas3982 4 ปีที่แล้ว +3

    Excellent....I went there 8/9 years ago...

  • @arnabmukherjee798
    @arnabmukherjee798 4 ปีที่แล้ว +2

    Nice explain.... Jar history te interest nei tar o interesting lagbe... 👍👍.. Good Job Sibaji da.👍

  • @barshabhattacharjee5755
    @barshabhattacharjee5755 4 ปีที่แล้ว +1

    Your tour vlogs r very interesting and inspiring...carry on... beautiful place

  • @sarbajitmukherjee1208
    @sarbajitmukherjee1208 4 ปีที่แล้ว +2

    Thanks for sharing your travel videos. Never would have known that our bengal has such wonderful hidden treasures !!

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      Most welcome, stay tuned, more are coming.

  • @indrajeetraychaudhuri6117
    @indrajeetraychaudhuri6117 4 ปีที่แล้ว +2

    I Like your travel blogs very much. 👍👍 Excellent presentation as always.

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      Thanks a lot.❤️❤️❤️

    • @debjanirakshit3230
      @debjanirakshit3230 4 ปีที่แล้ว

      @@explorershibaji akta total road guide dite parben plz...valkimachan hoe ei gorh jongol ki kore jabo? Ami Kolkata theke jabo..please

  • @AS_7419
    @AS_7419 4 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল শিবাজী দা 👍 ভালো থাকবেন

  • @rakeshchakraborty5648
    @rakeshchakraborty5648 4 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo.. Ami ai month a plan korchi. Ami bike ride Korea jabo... Jungle ar bhetor ta ba jungle ta safe? Kono criminal activity nei to ? At Jodi route a share Koren.. Bhalo hoy..... Ami apnader local a thaki..... Please guide me

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      হ্যাঁ সেফ, কিন্তু জঙ্গলের রাস্তা একটু খারাপ, খুব সকাল সকাল বেড়িয়ে পড়বেন, আর সাবধানে বাইক চালাবেন। কোনও অসুবিধে নেই।

  • @sudiptajana4072
    @sudiptajana4072 4 ปีที่แล้ว +1

    Khub sundar hoya6y.mahishadal raj bari niya akta vedio banan na

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      বানাব, যাব মুর্শিদাবাদ

    • @sudiptajana4072
      @sudiptajana4072 4 ปีที่แล้ว

      Purba medinipur a Mahishadal rajbari niya akta vedio banna na

  • @aruneshchakravarty9886
    @aruneshchakravarty9886 4 ปีที่แล้ว +2

    Sir, I love to see all your videos and see them everyday. They have helped me immensely during my work from home routine. Thanks very much. All the best to you and your family

  • @parthabanerjee5971
    @parthabanerjee5971 ปีที่แล้ว

    Thank you dadaaaaaa paschim bardhaman e durgapur e asar jonno. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parikshitmukherjee4346
    @parikshitmukherjee4346 4 ปีที่แล้ว

    Shibaji Da, tour plan ta Rahreswar temple diea suru korle ki problem hote pare? Please advice.

  • @sugatomitra6391
    @sugatomitra6391 4 ปีที่แล้ว +2

    এসে ঘুরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। আপনার ভিডিও দেখে আরও লোকজন এই জায়গা দেখতে উৎসাহিত হবে এবং এসে দেখে যাবে, এই আশা রাখব। এর আগে আর একজন TH-cam Travel Vlogger, "Nature's Womb" channel'এর পলাশ বাবু এই জায়গা ঘুরে একটি ভিডিও পোস্ট করেছেন। আপনার আরও নতুন নতুন ভিডিওর প্রতিক্ষায় থাকব।

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই জায়গা সাজেস্ট করার জন্য, আপনার suggestion পাবার পরই আমি ডিসিশন নিয়েছিলাম।
      এবার ভাবছি নেক্সট কোথায় যাওয়া যায়।
      ফেসবুক এ আপনার একাউন্ট থাকলে বন্ধুত্বের হাত বাড়ানো রইল।

  • @cha.bubratachatterjee8517
    @cha.bubratachatterjee8517 ปีที่แล้ว

    Darun bhalo legeche

  • @soumenmukherjee3065
    @soumenmukherjee3065 4 ปีที่แล้ว +1

    Dada apnar sob video ami dekhi...bhison bhalo lage..

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো।

  • @diptungsubanerjee6365
    @diptungsubanerjee6365 4 ปีที่แล้ว +3

    Amazing👏👏👏👏👏👏

  • @mridulaskitchen263
    @mridulaskitchen263 4 ปีที่แล้ว

    খুব সুন্দর আপনার জন্য আমাদের দেখা হয়। ধন্যবাদ

  • @chaitalimajumder288
    @chaitalimajumder288 4 ปีที่แล้ว

    Khub sundor video bhalo laglo

  • @subhankarsaha1490
    @subhankarsaha1490 ปีที่แล้ว

    Dada 2to part ki ek dine kra jbe....pls rply

  • @knowledgehunter_
    @knowledgehunter_ 4 ปีที่แล้ว +1

    Amader bangla k ebhabe explore korchho! Thank you dada

  • @সইবার্তা
    @সইবার্তা 4 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল এই একদিনের ঘোরা। সম্পূর্ণ টা কত কিলোমিটার হলো একটু জানতে পারলে ভালো হত।

  • @godisone5306
    @godisone5306 9 หลายเดือนก่อน

    Gorh jongol aer majhe Medha ashrom pasei 50 ti goru gosala achhe

  • @ag14769
    @ag14769 4 ปีที่แล้ว +2

    Sir, I am your big Fan. Especially your presentation is so unique and heart touching. All good wishes for you're channel .Go ahead. Keep loving.😀👍

  • @parikshitmukherjee4346
    @parikshitmukherjee4346 4 ปีที่แล้ว

    @Shibaji Da Amaze ar moto low ground clearance sedan niea ki Garjangol road diea shyama Rupa Kali bari o Icchai Ghosh ar deul joa jabe slowly but safely. Please suggest.

  • @T09061995
    @T09061995 4 ปีที่แล้ว +1

    Excellent 👌👌 onek dhonnobad Dada for the details ❤️❤️😀😀

    • @sumanabhaduri3975
      @sumanabhaduri3975 3 ปีที่แล้ว

      Ei duto porbo khub bhalo laglo,Rahreswar Shiv Linga eto boro khub sundor

  • @mamunrased9887
    @mamunrased9887 4 ปีที่แล้ว +1

    Ami apnar video dekhe kal Bolpur berate giye prothom bar bonolokkhi te giyechilm .. actually er age prai 20/25 bar Shantiniketan giyechi ..but otar bishoye jantam na bole konodin jaoa hoini..but bad luck kal ora vitore dhukte deini.. vitore je ghorar jaiga ta ache okhane ..oder ekjn amake bollo apnar kichu janar thakle reception e jan..ar ekhon covid er jonno vitore dhukte deoa hcche na..but lastly oi bayre thekei chle aste holo ...but thank you for your information !

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      Welcome!! এই মুহূর্তে হয়ত বন্ধ, শান্তিনিকেতনে কোভিড এর প্রকোপ বেড়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হবে।

  • @sonalibagchi5966
    @sonalibagchi5966 4 ปีที่แล้ว

    Khub bhalo laglo

  • @kalpanasen5012
    @kalpanasen5012 8 หลายเดือนก่อน

    এই বিষয়ে অনেকেই ভিডিও করেছেন ।তাঁদের মধ্যে একজনের ভিডিওতে রামপ্রসাদ সেনের ছবি দেখলাম ।এই সূত্রটা কি বুঝতে পারলাম না ।আপনার কাছে যদি কোন সুত্র থাকে ।একটু আলোকপাত করেন খুব ভাল হ্য় ।আপনার ভিডিও আমি দেখি খুব ভাল লাগে ।

  • @rajindia2435
    @rajindia2435 4 ปีที่แล้ว +1

    Excellent video , but it is not Shyama rupa temple but Shyam rupa temple , here Shyam is Krishna not Shyama dark colour.

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      Thank you for the correct information

    • @rajindia2435
      @rajindia2435 4 ปีที่แล้ว

      @@explorershibaji will visit rarheswar shiv temple in durgapur , courtsey you got to know abt it, thanks ....

  • @godisone5306
    @godisone5306 9 หลายเดือนก่อน

    Gosala ti sorkari kono help charai cholchhe. Otao dekao dada..

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 ปีที่แล้ว

    অনেক ইনফরমেশন পেলাম 👍

  • @pritamnaskar1336
    @pritamnaskar1336 4 ปีที่แล้ว +1

    khubi sundor , dada aapni ai history ba ancholik story gulo ki kore janen?????

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      Baba Google এর কৃপায়!😂😂😂

  • @ramabauri8533
    @ramabauri8533 4 ปีที่แล้ว +1

    Plz dada bokrashowr r konkalitoleswar video tour upload korun

  • @ranaganguli2892
    @ranaganguli2892 4 ปีที่แล้ว +1

    Shibaji da, Kuhb bhalo...

  • @anirbanbiswas9141
    @anirbanbiswas9141 4 ปีที่แล้ว

    Dada, ebar 1ta horror place visit dekhte chai.

  • @ranjitmallick4570
    @ranjitmallick4570 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর পরিবেশনা

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ!!

  • @chiranjibmukherjee1032
    @chiranjibmukherjee1032 3 ปีที่แล้ว

    Ar agea eta palash da r video ta dakchlem. Neturs womb channel a

  • @chandranathbanerjee8325
    @chandranathbanerjee8325 4 ปีที่แล้ว +1

    Rahreswar Shiv Mandir ta amader purbo purush er .....

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      দারুন ব্যাপার তো!!

  • @chiranjibmukherjee1032
    @chiranjibmukherjee1032 3 ปีที่แล้ว

    Excellent video Dada

  • @goutamchatterjee3301
    @goutamchatterjee3301 ปีที่แล้ว

    Apnar Sathe dada dekha korar khub icha. Ami r Amar wife o khub ghurte valobasi r apnar video gulo deke onek information pai! Kono akdin ghurte ghurte apnar Sathe o dekha hobe! Oi asa tei takbo😊
    Durgapur tekhe Kunal Chatterjee

  • @antarathakur4795
    @antarathakur4795 4 ปีที่แล้ว +3

    এই দুটি পব আমার খুব ভালো লাগলো।

  • @soumyadipkayal219
    @soumyadipkayal219 4 ปีที่แล้ว +2

    অসাধারণ 👍👍👍👍

  • @Toon900
    @Toon900 4 ปีที่แล้ว

    Khub bhalo lagche

  • @moumitaroy5279
    @moumitaroy5279 ปีที่แล้ว

    দাদা আপনার পড়াশুনা অনেকে , অত ইনফরমেশন এমনি এমনি পাওয়া যায় না, পড়াশুনা না করলে হয় না ❤

  • @indrajitbiswas1028
    @indrajitbiswas1028 4 ปีที่แล้ว +1

    Osadharon hoyeche!

  • @42somchhandaray75
    @42somchhandaray75 3 ปีที่แล้ว

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ🙏

  • @subhamoysengupta5505
    @subhamoysengupta5505 4 ปีที่แล้ว

    Apurbo

  • @purnaghosh5298
    @purnaghosh5298 3 ปีที่แล้ว

    Chhoto gari niye ki garh jangal er rastay jaoya jabe?
    February end ba March 1st week ki sabuj jangal pabo?

    • @explorershibaji
      @explorershibaji  3 ปีที่แล้ว +1

      গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো না থাকলে অসুবিধে হতে পারে, খুব বাজে রাস্তা।

  • @atanughosal7058
    @atanughosal7058 หลายเดือนก่อน

    Dada apni ki ekhono bhramon helpline er sate jukto.

  • @swadeshgoswami8975
    @swadeshgoswami8975 3 ปีที่แล้ว

    Ato ki6u tottho apni pan ki kore??

  • @biswajitgoswami8866
    @biswajitgoswami8866 3 ปีที่แล้ว

    ইনি কি সেই মেধা ঋষি যিনি সুরথ রাজা বনিক সমাধিকে চনডী কথা শুনিয়েছিলেন

  • @adrijachaudhuri8792
    @adrijachaudhuri8792 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও খুব informative. একটা কথা শুধু জিজ্ঞাসা করার ছিল। আমি আর আমার মা এই সপ্তাহে বোলপুর যাচ্ছি। তো ইচ্ছে আছে জয়দেব কেন্দুলি থেকে ইছাই ঘোষের দেউল আর মেধস মুনির আশ্রম যাওয়ার। একটু বলবেন দু'জন মহিলার পক্ষে এই জায়গাটা নিরাপদ কিনা যাওয়ার জন্য?

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว

      আমার সেভাবে কিছু খারাপ মনে হয় নি।

  • @newton-meter7297
    @newton-meter7297 4 ปีที่แล้ว

    Sundor vdo. Valo Lage ... simple but attractive. But.... One thing I want to say...don't mind..... Need to improve your sound quality. Good sound quality components a good vdo.... Tai ... Dada Jodi paren akta cordless Mike use korun. I think this will do better. Thank u.

    • @explorershibaji
      @explorershibaji  4 ปีที่แล้ว +1

      এই ভিডিও তে সাউন্ড টা খারাপ হয়েছে, বাকি ভিডিও গুলো দেখে একটু প্লিজ রিভিউ দিন যে একই রকম বাজে লাগছে কি না।
      হ্যাঁ, একটা wireless Rode Go কিনব, কিন্তু এখন টানাটানি চলছে, জানুয়ারি তে হবে।
      অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর ফিডব্যাক এর জন্য।❤️❤️❤️🙏🙏🙏😃😃😃

    • @newton-meter7297
      @newton-meter7297 4 ปีที่แล้ว

      @@explorershibaji thank u.

  • @raibose8460
    @raibose8460 3 ปีที่แล้ว

    Dada Rareshwar Shiv mandir er kachei amar bari.oi Mandir er arek naam Arrah Shivtala