পথে চলাচলের রাস্তায় বাধা দিলে আপনার করণীও | সুখাধিকার মামলা | ইজমেন্ট মামলা বা সুখাধিকার মামলা কি?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 127

  • @ssrahman22
    @ssrahman22 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার

  • @pappumajumder2933
    @pappumajumder2933 3 ปีที่แล้ว +3

    জমির পাশের রাস্তার মালিক আরেকজন। তার কাছ থেকে টাকার বিনিময়ে রাস্তা ব্যবহারের অধিকারের দলিল আইন অনুযায়ী কিভাবে করব?

  • @tanjintamanna9741
    @tanjintamanna9741 ปีที่แล้ว +2

    Sir amar barir rasta 4 feet nokshar modde acha. But amar relative 3.5 inches disa sara 3 feet. 30 bosor jabot. Ami road ta 4 feet kivab korbo? Jodi aktu bolten upokar hoto

  • @nazrulactecknician8322
    @nazrulactecknician8322 ปีที่แล้ว +2

    ভাই আপনার দীর্ঘায়ু ও সুপরামর্শ কামনা করছি

  • @mdmotalebpatwoari2893
    @mdmotalebpatwoari2893 ปีที่แล้ว +7

    এ আইন টা করার কারণে কত নিরীহ মানুষ চলাচলের রাস্তা নিয়ে না পেয়ে বাড়িঘর থেকে উচ্ছেদ হচ্ছে কারণ চলাচলের রাস্তায় কেউ না দিলে কিভাবে সেই বাড়িতে বসবাস করবে কিভাবে মানুষ ওইখানে বাড়ি বানাবে মানুষ কতইনা ভোগান্তি পোহাতে হচ্ছে

    • @amranhossain4663
      @amranhossain4663 ปีที่แล้ว +2

      ভাই আমি নিজে এই সমস্যা মধ্যে আছি

  • @jobaidulislam7506
    @jobaidulislam7506 2 ปีที่แล้ว +3

    আমাদের নিজের বিলের উপর দিয়ে চেয়ারম্যান রাস্তা নির্মাণ করে দিচ্ছে,আমাদের জমিন থেকে মাটি নিয়ে ভরাট ও করছেন,এমতাবস্থায় করণীয় কি? এইভাবে চাইলেই কি রাস্তা তৈরিতে অন্যর যায়গা আর মাটি ব্যবহার করা যায়?নাকি জমির মালিক থেকে অনুমতি + টাকা পয়সা দিয়ে কিনে নিতে হয়?

  • @md.aynalmatubbar1858
    @md.aynalmatubbar1858 ปีที่แล้ว +1

    Vai ami pray amr Barir 30 year dhore akta high school er modde diye asa jaya kori.but akhon poth ta bondo kore dise.tai akhon ki kora jay?

  • @mrislam9163
    @mrislam9163 3 ปีที่แล้ว +2

    ভাই আমার বাড়ি হতে বের হওয়ার রাস্তা ১৭ বছর ধরে বন্ধ করে রেখেছে। কিন্তু তার আগে ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহার করেছি। বর্তমানে অন্য জায়গা মানে বাড়ির মাঝখানে দিয়ে রাস্তা দিয়েছে, এক্ষত্রে কি পুর্বের রাস্তা ফিরে পেতে পারি?

  • @সাদাবিড়াল-ঢ৪ণ
    @সাদাবিড়াল-ঢ৪ণ 18 วันที่ผ่านมา

    Chowhuddi te purbe 6 fit azmali rasta likha ache. Eikhan diye manush chole
    Kintu samner jara tara vabche tader main road er sathe bole jaega dibe na rastar jonno.
    Ki korte hobe?

  • @mdsojibahamed4062
    @mdsojibahamed4062 ปีที่แล้ว +1

    নতুন জমি কিনেছি রাস্তার পাশে এক বাড়ির পিছনে, এখন সামনের দুই মালিক যদি মাঝখান দিয়ে রাস্তা না দেয় তাহলে কি করণীয়? তাছাড়া জমি কিনলে কি রাস্তা দিতে হবে বাধ্যতামূলক?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      বুঝুয়ে রাস্তার জায়গা কিনে নেন

  • @meherumuntaha925
    @meherumuntaha925 3 ปีที่แล้ว +1

    আমার একটা প্রশ্ন আছে..
    আমাদের লোকাল রাস্তায় আমার হাসব্যান্ড ৪ ফুট ও উনার চাচা ৪ ফিট রাস্তার মধ্যে জায়গা দিয়েছিলেন ৪ বছর আগে, এখন আমার হাসব্যান্ড আগে ২ টা ঘর তুলেছিল রাস্তা বাদে ৪ ফুট জায়গা রেখে আমার চাচী শাশুড়ী ও উনার মেয়েরা সেই জায়গায় একটা গাছ ও লাগাতে দিবেন না আমাদের। এখন আমার হাসব্যান্ড আবার নতুন একটা ঘর তুলেছে রাস্তায় ৪" পরিমাণে জায়গা রেখে যেন আমাদের আর ওইদিকে যাওয়া না লাগে, এখন চাচী ও উনার মেয়েরা খুব অশান্তি করতেছে ঘর ভেংগে দেওয়ার জন্য আর তাদের পাশের বাসার একটি ছেলে ও পৌরসভায় গিয়ে অভিযোগ দিয়েছে... আজকের ঘটনা এই নিয়ে দুরচিন্তায় আছি আমি এর সঠিক সমাধান কি হবে জানতে চাই?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      পুরো রাস্তা বন্ধ করে দেন, রাস্তা না দিলে কিছু করতে পারবেনা,

  • @indrajitofficial1469
    @indrajitofficial1469 ปีที่แล้ว +2

    স্যার ওনাদের অর্থাৎ আমাদের বিপক্ষদের সরকারি রাস্তার থাকতে ও আমাদের উঠানের রাস্তায় চলাচল করে বদমাশি এবং হিংসা করে এবং এই জায়গায় দিয়ে হাঁটবে বলে কেস ও করেছে আমরা পাঁচিল দিতে পারছিনা এখন আমাদের কি করনীয় স্যার😢😢😢😢😢😭😭😭😭 দয়া করে উত্তর দিন.....????

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      বিস্তারিত জানার জন্য ফেইসবুক পেইজে যোগাযোগ করেন,পেইজ নাম,( ঘরে বসে শিখুন)

  • @mahmudfiroz285
    @mahmudfiroz285 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।
    অভিজ্ঞ দের কাছে পরামর্শ চাচ্ছি।
    আমার বাসা থেকে ১০ থেকে ১৫ হাত দূরে সরকারি পাকা রাস্তা। এখন সমস্যা হল সেই ১০ থেকে ১৫ হাত জাইগা অন্য মানুষের। একসময় আমরা তাদের জায়গার উপর দিয়ে আসা যাওয়া করতাম। কিন্তু কোন কারণবশত তারা সে জায়গার উপর বেড়া দিয়ে আমাদের যাওয়া সব বন্ধ করে দেয়। সেজন্য আমাদের অনেক দূর ঘুরে পাকা রাস্তায় যেতে হয় এবং বৃষ্টি আসলে এক হাঁটু দুর্বি সহ। এখন আমরা আগের রাস্তা দিয়ে সরকারি রাস্তায় যেতে চাই তার জন্য আমাদের করণীয় কি???

  • @masudranadalim4800
    @masudranadalim4800 ปีที่แล้ว +2

    স্যার আমি ৪০ বছর ধরে ৬ ফিট রাস্তা ব্যবহার করছি পৌরসভা নকশায় রাস্তা আছে যদি আমি আমার বাড়িটি বিক্রয় করি তাহলে যে ব্যক্তি ক্রয় করবে সেও কি এমনি ভাবে রাস্তা ব্যবহার করতে পারবে ?

  • @imranulabsar0397
    @imranulabsar0397 5 หลายเดือนก่อน

    স্যার আমার বিলডিংয়ের নীচতলায় বাথরুমের ভেন্টিলেটর অন্যজনের ঘরের দিকে পড়ছে,,সে বাধা দেওয়ার অধিকার আছে।

  • @lokmanhakim7650
    @lokmanhakim7650 ปีที่แล้ว +1

    আর একটা কথা বাড়ির পাশে মুরগীর ফার্ম মুরগীর দুর্গন্ধ থাকা যাচ্ছেনা, মামলাটা কোথায় করতে হবে দয়া করে জানাবেন খুশি হব

  • @sabbirhossainsani4293
    @sabbirhossainsani4293 ปีที่แล้ว +1

    স্যার.. আমার বাড়ি রাস্থা থেকে একটু ভিতরে । আমাদের পরিবারে সব মিলিয়ে৷ ১৫-১৬ জন সদস্য। সেকারনে আমাদের রাস্থায় বাহির হতে গেলে অন্য অন্যের উঠান দিয়ে বাহির হতে হয়। আমাদের নির্ধারিত রাস্থা নাই।
    আমরা কি রাস্থা জন্য আইনগত ব্যাবস্থা নিতে পারি স্যার..?
    প্লিস রিপনাই স্যার ❤️

    • @Adibafiz
      @Adibafiz ปีที่แล้ว

      এই প্রশ্নের রিপ্লাই দিবেন ধন্যবাদ।

  • @MdBabusheikh-uh2nt
    @MdBabusheikh-uh2nt 5 หลายเดือนก่อน +1

    মালিকানা জায়গায় সরকারি স্থাপনা এইটা কিভাবে সরানো যাবে

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  5 หลายเดือนก่อน

      মামালার সুযোগ আছে

  • @mostafizurrahman1536
    @mostafizurrahman1536 5 หลายเดือนก่อน

    দাতার জমি ৬.৬০ শতক।
    আমার নিকট ৩.৩০ শতক
    ও অন্য জনের নিকট ৩.৩০ বিক্রি করে দিলেন।
    দাতা আমার খরিদকৃত জমির মধ্য দিয়ে ৫ফুট চওড়া রাস্তা দিচ্ছে আমার পিছনের প্রতিবেশীর যাতায়াতের জন্য।
    আমি কিভাবে বন্ধ করবো।
    রাস্তা দেওয়া কি আইনসিদ্ধ হবে?

  • @MehediHasan-cy4qr
    @MehediHasan-cy4qr ปีที่แล้ว +2

    আমাদের বাড়ির রাস্তা নাই,আমরা খাস জমির উপর দিয়ে ২০বছর অধিক সমায় ধরে চলাচল করে আসছি,কিন্তু এখন ওই খাস জমির মালিক চলাচলে বাধা পদান করে এখন আমাদের করনিয় কি???

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      সুখাধিকার আইনে মামলা দেওয়া যাবে

  • @tomibella7546
    @tomibella7546 2 ปีที่แล้ว

    ভাই আমার একটা সাহায্য প্রোযোজন আমার বাবা আজ থেকে ২০ বছর আগে আমার ফুপার জমি থেকে পাসে আমাদের জমিতে যাওয়ার জন্য ২ সতক জমি ক্রয় করেন এমন সেই ২ সতক জমি কোন পাসে নিছেন সেটাও দলিলে উল্লিখিত আছে,, এইভাবে ঠিকি চলছিলো প্রায় ২০ বছর। এখন তারা হঠাত করে গত ২ বছর আগে মাছ চাসের নাম করে আগের যে লাইন টা ছিল সেটি মুছে ফেলে তদের ইচ্ছে মত যায়গায় লাইন দেয় যাতে করে আমাদের রস্তা কমে যায় এবং আমার আর পাসে আমাদের জমিতে যেতে পাছি না,,, এখন আর একটি কথা আছে লাইনে সাথে কিছু সরকারি যায়গা আছে সেখনে সরকার একটি কারেন্টের পোল গেরে দিছে এখন দলিলে সরকারি জমির কথা উল্লেখ ছিল না আর টাকা দিয়ে কেউ কেন সরকারি জমি নিবে এবং ওই সরকারি জমির দাগ নাম্বার এ আলাদা সেই দাগ নাম্বার দলিলে নেই তারমানে তারা সেটি তারা কোখনই বিক্রি করেনি বা করতে পারবে না,, এখন তারা আমাদের দলিলে উল্লিখিত জমি পরিমান সঠিক ভাবে বুঝে দিতে চাচ্ছে না বা দিচ্ছে না। বলছে আমারা যেই পাসে দিব সেই পাসে নিতে হবে এতে করে রাস্থা না থকলে কিছু করার নেই৷।।।। এখন আমারা কিভবে এর প্রতিকার প্রতে পারি আইনি ভাবে একটু প্লিজ জানান......

  • @9062mamun
    @9062mamun ปีที่แล้ว

    ভাই আমাদের গ্ৰামের,,,একটি লোক তার রাস্তার পাশের তার জমির সাথে রাস্তার অর্ধেক অংশ দখল করে নিচে। এক্ষেত্রে করণীয় কি ,,,একটু বলবেন প্লিজ???????

  • @bijaybag9504
    @bijaybag9504 3 ปีที่แล้ว +2

    একই দাগের জায়গা ক, খ, সে আমার উপর দিয়ে যাতায়াত করে ও ইলেকট্রিক পোস্ট ও নিয়ে গেছে কিন্তু সে আমার পুকুরের জল নিকাশি বন্ধ করে দিচ্ছে, গ্রাম ও পঞ্চায়েতের কথা শুনছে না, কী করবো দাদা বলবেন।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว +1

      ২৬ ধারায় মামলা করেন

  • @sucharitadutta5448
    @sucharitadutta5448 ปีที่แล้ว +1

    আমাদের পাশের বাড়ির সরকারি রাস্তার পাশেই বাড়ি আবার তাদের বাড়ির পেছনে বিকল্প রাস্তা ও আছে কিন্তু আমাদের বাড়ি একটু ভেতরে হওয়ায় আমাদের নিজস্ব রাস্তা আছে চলাচলের সেই রাস্তার সাথেই তারা তাদের বাড়ির আরও একটি দরজা করেছিল তখন আমরা ভদ্রতার খাতিরে বাধা দিইনি কিন্ত এখন অনেক বছর পর তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে রাস্তার ওপর অধিকার চাচ্ছে। কিন্ত আমরা আর তাদের কে এই রাস্তা ব্যবহার করতে দিতে চাই না। এটা কি সম্ভব। দয়া করে জানাবেন।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন

  • @mizanurrahman-ky1tm
    @mizanurrahman-ky1tm 2 ปีที่แล้ว +1

    Rasta koto foot pabo jodi bolten sir

  • @mdaiib9925
    @mdaiib9925 2 ปีที่แล้ว +1

    সার আমাদের বাড়ি থেকে বের হওয়ার পর পথ বন্ধ করে দিয়েছে সময় ১০ বছর ধরে আমাদেরকে চলাচল বন্ধ করে দিয়েছে এখন কী করা যায়

  • @nurnobi-xf6ts
    @nurnobi-xf6ts ปีที่แล้ว +1

    স্যার আমি আপনার কাছে একটা বিষয় বুঝতে চাই যে আমরা ৭টি পরিবার ৩০ বছর যাবত একটা আইল বা সুরু রাস্তা ব্যবহার করছি এই রাস্তা দিয়ে হেটে যাওয়া যায় কিন্তু একটা ভ্যান বা রিকশা যায় না এখন সুরু রাস্তা দুই ধারে যাদের জমি আছে তারা ভ্যান বা রিকশা যাওয়ার রাস্তা চাইলে তারা দিতে চাচ্ছে না। এখন আমাদের আইনী ভাবে কি করনীয় আছে যদি দয়া করে বলেন।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      বিস্তারিত জানার জন্য ফেইসবুক পেইজে যোগাযোগ করেন, পেইজের নাম,( ঘরে বসে শিখুন)

  • @tarifsk5005
    @tarifsk5005 2 ปีที่แล้ว

    Common passage e gate kora jabe ki? Pls ektu janaben..

  • @samontoroy9215
    @samontoroy9215 3 ปีที่แล้ว

    ভাই মনে করেন ৩০ বছর রাস্তাটি ব্যেবহার করছি তো সেই মালিক এখন অন্য পাশ দিয়ে রাস্তা দিচ্ছেন আবার খাল ভরে রাস্তা তৈরী করতে হবে আমরা কেউ সে দিক দিয়ে যাব না আমরা কি কিছু করতে পারব সেই জমিটা আবার খাস ছিল তার নামে করে নিছে প্লিজ জানাবেন.....

  • @imrantoha3238
    @imrantoha3238 ปีที่แล้ว

    ভাই, দয়াকরে জানাবেন কি জমির সম্মূখভাগ(সিমবি সংলগ্ন রাস্তা)যা জমির প্রবেশপথ, বেদখল থাকে তাহলে দখল ফিরে পাবার আইনি উপায়ের পরামর্শ কি?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      তামাদি আইনের ২৬/২৭ ধারাতে, পতিকার আইনে মামলা দিতে হবে

  • @nahidhossain9747
    @nahidhossain9747 ปีที่แล้ว +1

    আমি বাস্তুভিটাহীন।তবে রাস্তা থেকে ১২ ফিট দুরত্বে আমার একটি জমি আছে।। বাড়ি করতে চাই।।ওই ১২ ফিট জমির মালিক কে দ্বিগুণ দাম দিতে চেয়েও সে বাড়ি করতে দিচ্ছে না।।এখন কি করতে পারি।।এই রাস্তা আইনিভাবে কি পাবো।।

  • @nazrulactecknician8322
    @nazrulactecknician8322 ปีที่แล้ว +1

    আমি 15 বছর যাবৎ যে রাস্তা ব্যবহার করে আসছি
    এখন হঠাৎ করে আমার রাস্তা ব্যবহার বন্ধ করে দিয়েছে আমি নিরুপায় হয়ে গেছি এখন কি করে আর সুষ্ঠু সমাধান পাব

  • @KamrulHasan-ob4ss
    @KamrulHasan-ob4ss 2 ปีที่แล้ว +2

    সংঘাত থেকে বাচার জন্য,,,,,যদি বিকল্প রাস্তা দেই,,,
    তাহলে কি মালিকানাধিন ১ম রাস্তা বন্ধ করা যাবে??

  • @নিষ্ঠুরপ্রবাস-য৫ঢ
    @নিষ্ঠুরপ্রবাস-য৫ঢ 6 หลายเดือนก่อน

    সরকার সব জমির খাজনা ঠিকই নেয় সেটা রাস্তার সাথে হোক বা ভিতরে। এখন আমার কথা হচ্ছে যাদের জমি আছে যা রাস্তার থেকে কিছুটা ভিতরে এখন সে সেখানে ঘর বানাতে গিয়ে রাস্তা না দেয়ার ১টা হোমকি বলা যায় এখন সরকারের কি উচিৎ নয় প্রতিটি জমির চারপাশে সড়ক বানিয়ে দেয়া অথবা ঐ সব কালপিটদের সাজার আওতায় আনা।

  • @mahmudali387
    @mahmudali387 ปีที่แล้ว +1

    ভাই আপনার দৃষ্টি আকর্ষন করছি দয়া করে আমাকে পরামর্শ দিবেন,আমরা ২৪টি পরিবার প্রায় ৫০বছর ধরে কয়েক জন মালিকানাদিন জমির মালিকের জমিদিয়ে পায়ে হেটে চলাচল করি কিন্তুু এখন জিবন চলার তাগিদে,বারিতে যাতে অটো যায় এমন রাস্তা করতে চয়ে ছিলাম কিন্তু জমির মালিকরা বাধা দেয়,এখন আমাদের কি করা উচিৎ।দয়া করে অবহিত করবেন।অনুরোধ রইলো আপনার মোবাইল নাম্বারটি দেয়ার জন্য,ধন্যবাদ।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      তাকে কিছু টাকা দিয়ে, রাস্তা বারায় নেন,

  • @rajre-creation1841
    @rajre-creation1841 3 ปีที่แล้ว +2

    মামলা কোথায় করবো ভাই। কোর্টে নাকি থানায়।

  • @ArifulIslam-rv3bp
    @ArifulIslam-rv3bp 3 ปีที่แล้ว +1

    সরকারি রাস্তায় বাধা প্রধান করতেছে এটির জন্য কি করা উচিত

  • @ishaksouad6547
    @ishaksouad6547 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম। ভাই আমি একটা জমি নিতে চাচ্ছি। জমি টা বিলের মাঝখানে এখন আমি ওই জমির রাস্তা কোথা দিয়ে বুঝবো কিভাবে? জানালে উপকৃত হব।

  • @sawdebsawdeb5578
    @sawdebsawdeb5578 2 ปีที่แล้ว

    আমাদের পাশের জমিতে একটি পুকুর কেটেছে। যখন কেটেছে তখন আমরা বলেছি ভাইয়া আমরা তো ঘর নির্মাণ করব এখানে আর একটু জায়গা রেখে কাটুন। তখন ওই বেক্তি বলেছে সে আমাদের ঘর নির্মাণ করার আগেই পুকুর ভরাট করবে। আমরা এখন ঘর নির্মাণ করতেছি উনি এখন পুকুর ভরাট করতে চাইছে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি। পুকুটি এক বছর আগে কেটেছে।

  • @MdAkash-iy9bx
    @MdAkash-iy9bx ปีที่แล้ว

    ভাই আমি একটু ভিতরে জায়গা কিনে ছোট একটা রাস্তা ব্যাবহার করতেছিলাম কিনতু বাড়ি করারার ৬ বছর পর আমার রাস্তা বন্ধ করে দিছে এখন আমি কি করবো ভাই বলেন প্লিজ প্লিজ প্লিজ

  • @ShakilSheikh-h6u
    @ShakilSheikh-h6u ปีที่แล้ว +1

    ভাই আমার বাড়ির সাথে সরকারি ১৪ হাত হালুট মানুষের দখনে কিভাবে রাস্তা নিজ টাকায় বানাবো

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      সরকারি হলে তো সবার অধকার আছে

  • @ayeshamony5860
    @ayeshamony5860 ปีที่แล้ว +1

    আরেকজনের জমির উপর দিয়ে পায় বিশ বছরের উপর রাস্তা ছিল এখন রাস্তা বন্দ করে দিছে আসে পাশের মানুসের চলা মুসকিল হয়ে গেছে এখন কি তারা এই মামলাটি করতে পারবে দয়া করিয়া জানাবেন

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      পারবেন মামলা করতে

    • @mdshakel9716
      @mdshakel9716 ปีที่แล้ว

      এটা কতো ধারায় মামলা করতে হবে

  • @babarmomin7619
    @babarmomin7619 ปีที่แล้ว

    যদি কোনো ব্যাক্তি সরকারি জায়গা ঘিরে নেয় চলাচল করতে দিবেনা বলে যদিও পাশে আমার কেনা জায়গা আছে । তাহলে কী করনিয়ে?

  • @MdJalal-y9s
    @MdJalal-y9s ปีที่แล้ว

    আমার চলাচল রাস্তা নিয়ে সমাস্যা দীর্ঘ ১০০ বছর ধরে চলাচল করে আসতছি বন্ধ করে দিছে করনীয় কি?

  • @ShafiqulIslam-dx8kg
    @ShafiqulIslam-dx8kg ปีที่แล้ว +1

    আমাদের দুই পাড়ার মাঝ দিয়ে একটি খাল বয়ে গেছে । সেই খালের দৈর্ঘ , প্রস্ত মাপতে চাই ।

  • @gpxshuvo3909
    @gpxshuvo3909 ปีที่แล้ว +1

    বিকল্প রাস্তা থাকতেও যদি কেউ রাস্তা দাবি করে মামলা করে তাহলে কি কোন সমস্যা হবে।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      রাস্তা দাবির শর্ত থাকতে হবে, তাহলে পারবে

    • @gpxshuvo3909
      @gpxshuvo3909 ปีที่แล้ว

      দাবির শর্ত বলতে কি বুঝায় একটু জানাবেন।

  • @atiqurrahman8488
    @atiqurrahman8488 ปีที่แล้ว

    আমাদের বাড়ীর সামনে ৪০ বছর ধরে জনগন চলাচল করে ১৬ ফিট রাস্তা এখন হাউজিং করে রাস্তা বন্ধ করে তাদের প্লট এর মধ্য নিয়ে যায় এখন তারা এখন তারা রাস্তা কেনার জন্য মোটা অংকের টাকা দাবি করে তাও আবার ৬ ফিট দিবে টাকার বিনিময়ে স্যার এমন অবস্তায় আমরা কি করবো বলেন?

    • @nandinimondal8822
      @nandinimondal8822 ปีที่แล้ว

      ভুমিহীন নয় কিন্তু ভুমিহীনের সনদ নিয়ে জমি বন্দোবস্ত নিয়ে প্রকৃত ভুমিহীন ওএকই দাগের জমি বন্দোবস্ত পেয়েছে কিন্তু দখল দিচ্ছনা কি করব

  • @ujjalshill5662
    @ujjalshill5662 ปีที่แล้ว

    ২০ বছরের বেশি রাস্তা ব্যাবহারের পর জায়গার মালিক সেই জমি বিক্রি করে দেয় এবং নতুন মালিক এসে রাস্তা বন্ধ করে দেয় সেক্ষেত্রে করনীয় কী? দয়া করে জানাবেন 🙏

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      বিস্তারিত জানার জন্য ফেইসবুক পেইজে যোগাযোগ করেন,পেইজ নাম,( ঘরে বসে শিখুন)

  • @raifahossen
    @raifahossen 7 หลายเดือนก่อน

    আমার ভাইরা আমাকে ঘর থেকে বের হবার রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে,,

  • @md3dhjs908
    @md3dhjs908 2 ปีที่แล้ว

    Vaiya amder baba r sompoti mode amr cacato vaî ra amder sompoti deta naraj r aķhon ämader cola coler rasta bonđo kore deca akhon ki ķora jài

  • @Mushu954
    @Mushu954 ปีที่แล้ว

    দাদা আমার বাড়ির মেইন ঢোকার রাস্তায় ছাদের জল ফেলবে তার জন্য কি করবো?

  • @AnarulIslam-se3kd
    @AnarulIslam-se3kd 2 ปีที่แล้ว

    দাদা কত ফুট চওরা রাস্তা পাওয়া যাবে?

  • @mohammedhossain886
    @mohammedhossain886 3 ปีที่แล้ว

    স্যার জমিতে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা রাস্তা থাকে না হলে কেমন যাবে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমার জমি একটু ভিতরে আগের জমি মালিক রাস্তা বন্ধ করে দিছে আমি যাইতে পারতেছি না, আমি কি করতে পারি ওনি গ্রাম এর শালিস মানছে না, দয়া করে জানালে উপকৃত হব।

    • @ekbalkhan953
      @ekbalkhan953 2 ปีที่แล้ว +1

      আমার ও একি প্রশ্নে।।???

    • @babarmomin7619
      @babarmomin7619 ปีที่แล้ว

      গবত জায়গা সরকারি রাস্তা গায়ের জোরে বন্ধ করে দিচ্ছে পাড়ার ও পার্টির লোকদের হাতে রেখেছে কী করনিয়?

  • @MonirVloge204
    @MonirVloge204 3 ปีที่แล้ว +1

    কত ফুট পাওয়া যাবে

  • @shafiq-hd5jp
    @shafiq-hd5jp 3 ปีที่แล้ว +1

    মামলা কি নি‌জে নি‌জে করা যা‌বে?
    ও‌কিল মা্রধ‌্যমে কর‌তে হ‌বে?
    থানায় গি‌য়ে কি করা যা‌বে?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  3 ปีที่แล้ว

      ফৌজদারি মামলা নিজে নিজে করতে পারবেন, কিন্তু দেওয়ানি মামলা করতে পারবেননা

  • @noyonkumar736
    @noyonkumar736 ปีที่แล้ว

    আমরা ৩০ ঘর মানুষ ২০০ শো বছর ধরে আমরা চলাচল করে আসছি, সেই রাস্তা ওই জমির মালিক গর্ত করে আমাদের চলাচলের বাঁধা দিচ্ছে
    আমরা কি আইনের মাধ্যমে রাস্তা পাবো

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      তামাদি আইনের ২৬ ধারাতে পতিকার চেয়ে মামলা দিতে হবে

  • @MdWadud-t3m
    @MdWadud-t3m ปีที่แล้ว +1

    আমার ৪০ বছরের রাস্তা বন্দ করে দিছে কজকে

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      পতিকার আইন ২৬ মামলা দেন

  • @mdmizangoldar7086
    @mdmizangoldar7086 ปีที่แล้ว

    এতো সহজ নয়।
    সামনের ফ্লোটের সঙ্গে বিশেষ আলোচনা সাপেক্ষে রাস্তা নেওয়াটা যত সহজ, কেস মামলা করে অত সহজ নয়।

  • @4gvvDggh-fj6mf
    @4gvvDggh-fj6mf ปีที่แล้ว +1

    এটা কি ভারতীয় আইন?

  • @lokmanhakim7650
    @lokmanhakim7650 ปีที่แล้ว

    মামলাটা কোথায় করতে হবে, থানায় না কোটে

  • @mizanurrahman-ky1tm
    @mizanurrahman-ky1tm 2 ปีที่แล้ว +1

    Rasta koto foot pabe

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  2 ปีที่แล้ว

      যতটুকু ছিলো ততটুকু

  • @nazrulactecknician8322
    @nazrulactecknician8322 ปีที่แล้ว +1

    আমার রাস্তা বন্ধ করে দিয়েছে বিগত তিন মাস যাবত

  • @hamidulshohag427
    @hamidulshohag427 3 ปีที่แล้ว

    Bai kemon asen? Ami jante chai online khajna ditegele mob no chai ataki amake akto bolen.

  • @mdrubelsk4860
    @mdrubelsk4860 ปีที่แล้ว

    আমার বাসার পাশের বাসায় বসবাসরত আমার ফুপু বাউন্ডারি ওয়ালের ওপর ছাদ দিয়ে বিল্ডিং করেছে এখন আমাদের কি করনীয়।

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন,বিস্তারিত জানার জন্য। আপনার সমস্যা কথা বলতে পারেন, পেইজের নাম (ঘরে বসে শিখুন)

  • @borhanuddin6897
    @borhanuddin6897 ปีที่แล้ว

    স্যার আমার ঘরের সামনে দিয়ে কিছু লোক ওনাদের ঘরে যায় আর কি আমার জায়গা দিয়ে আগে থেকে হাঁটতো তো আমরা তখন কিছুই বলি নাই হাঁটতেছে এখন দিয়ে তোমরা বড় হয়েছি আমরা মানে রাস্তাটা বন্ধ করে দেব আমরা বিয়ে শাদী করব বউ থাকবে বাড়িতে মানুষ আরো হাটা চলাফেরা করবে এটা তো খারাপ দেখায় তাই না এখন আমরা বন্ধ করে দিব অন্যরা বলতেছে যে বন্ধ করে দিলে নাকি আমাদের মামলা করবে এখন ওরা কি মামলা করতে পারবে সম্পদের মালিক আমি

    • @mdsahadathossain9505
      @mdsahadathossain9505 ปีที่แล้ว

      নিশ্চয়ই পারবে। আপনি ওনাদের বিকল্প রাস্তা তৈরি করে দেন

  • @skieshahossain9785
    @skieshahossain9785 2 ปีที่แล้ว

    ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে

  • @mdshaparanujani5586
    @mdshaparanujani5586 2 ปีที่แล้ว

    স্যার আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, প্লিজ নাম্বারটা দিন

  • @yeasinsatil9859
    @yeasinsatil9859 2 ปีที่แล้ว

    চলাচলের রাস্তার জন্য কোন মামলাটি বেশী সহজ ও ভালো হয়, দেওয়ানি নাকি ফোজদারী

    • @MDSharif-el5pu
      @MDSharif-el5pu ปีที่แล้ว

      😶ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের জীবনের চাহিদা গুলোও বেড়ে যায় সম্ভবত সেজন্যেই ইনকাম যতই বাড়ুক না কেন ক্রাইসিস সবসময় থেকেই যায়
      চাহিদা কমাতে পারলেই জীবনে সুখে থাকা সম্ভব

  • @masudranadalim4800
    @masudranadalim4800 ปีที่แล้ว +1

    স্যার আমি আইনের সহায়তা চাই আপনার ফোন নাম্বার দেন?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন

  • @aatitas3729
    @aatitas3729 ปีที่แล้ว +1

    আপনার হোয়াটসঅ্যাপ নম্বর টা পেতে পারি?

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  ปีที่แล้ว

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন

    • @aatitas3729
      @aatitas3729 ปีที่แล้ว

      @@OnlineSupport4you আমি ফেসবুক ব্যবহার করি না ভাই। আপনার সাথে যোগাযোগ করা জরুরি ছিলো তাই চাচ্ছি

  • @mostaktv3059
    @mostaktv3059 2 ปีที่แล้ว

    দুই সীমানায় গাছ থাকলে করনীয় কি

    • @OnlineSupport4you
      @OnlineSupport4you  2 ปีที่แล้ว

      আপনার অধিকার আদায় করার জন্য আপনি মামলা দিতে পারবেন

  • @KamrulHasan-ob4ss
    @KamrulHasan-ob4ss 2 ปีที่แล้ว +1

    বাড়ি নির্মানের জন্য আমি জমি ক্রয় করি,,,যার উপর দিয়ে,,,,রাস্তা হয়ে গেচে,,যা ম্যাপে নাই,,,
    অবস্থা এমন যে,,,রাস্তা দিলে বাড়ি নির্মান ঠিক ভাবে হয় না।
    এখন আমি যদি ১ম পক্ষকে বিকল্প রাস্তা দেই,,
    তাহলে কি,,,,,,,,বাড়ি নির্মান করতে পারব

    • @KamrulHasan-ob4ss
      @KamrulHasan-ob4ss 2 ปีที่แล้ว

      প্লিজ,,,উত্তর দিয়ে সমাধান দিন

  • @surmaafrinjui1304
    @surmaafrinjui1304 2 ปีที่แล้ว

    ১১বছর আগে একজনের থেকে বসবাস করার জন্য আমরা একটা জমি ক্রয় করি। ৩বছর আগে আমরা বসতবাড়ি নির্মাণ করে বসবাস করা শুরু করি। আমাদের জমিটা পৌর রাস্তা থেকে কিছুটা দূরত্বে হওয়ায় জমির পূর্বের মালিক নিজ জমির উপর দিয়ে রাস্তা দিয়েছিল। দলিলে এই রাস্তার কথা উল্লেখ করা আছে। কিন্তু বর্তমানে তিনি আমাদের রাস্তা দিচ্ছেন না। ক্ষমতার বলে আমাদের নানারকম হয়রানি করতেছে। এই রাস্তা ছাড়া আমাদের চলাচলের কোন উপায় নেই। এখন আমাদের করণীয় কি? কি করলে আমরা রাস্তাটা পাব? বললে উপকৃত হব।

  • @KOREAVLOG151
    @KOREAVLOG151 ปีที่แล้ว

    vai vul bal bujan kn?? aro study koran

  • @pintopinto7646
    @pintopinto7646 3 ปีที่แล้ว

    bai apnar namber plz

  • @Skm12341
    @Skm12341 3 ปีที่แล้ว

    apnar number ta dan,,plz

  • @aymanyafiyafi9269
    @aymanyafiyafi9269 3 ปีที่แล้ว

    আপনি কমেন্টের আন্সার দেন না

    • @pappumajumder2933
      @pappumajumder2933 3 ปีที่แล้ว

      জমির পাশের রাস্তার মালিক আরেকজন। তার কাছ থেকে টাকার বিনিময়ে রাস্তা ব্যবহারের অধিকারের দলিল আইন অনুযায়ী কিভাবে করব?