খূবই সুন্দর এবং যুক্তিযুক্ত বক্তব্য। সত্যিই আল্লাহ একমাত্র নবীজি সঃ কে মানব জাতি থেকে বেচে নিয়ে এই আল্লাহর বানী কোরআন প্রচারের দায়িত্ব দিয়েছেন। তাই তিনি সতর্ককারী এবং বার্তাবাহক।আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রতিজন রসুল কোরআন প্রচারের জন্য মোহাম্মদ। কোরআন প্রচার এর ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের বাণী একই। বাণী বাহক বা রসূল এবং কোরআন একই। আল্লাহ স্রষ্টা রাসুল হল সৃষ্টি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই স্রষ্টা নন। তিনি একজন মানুষ এবং নবী। ওনাকে স্রষ্টার কাতারে নেয়া একটা বড় জুলুম। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
পবিত্র কুরআনে সুরা নিসার ১৫০,১৫১,১৫২ নম্বর আয়াতে পরিস্কার উল্লেখ আছে, আর যারা শুধু আল্লাহকে মানলো কিন্তু রাসুলকে মানলো না তারা কোনো সন্দেহ নাই নির্ভেজাল কাফের! আবার এই কথাও বলা আছে, যারা আল্লাহ থেকে রাসুলকে আলাদা করার চেষ্টা করে বা আল্লাহ ও রাসুলের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাফের! লা ইলাহা ইল্লাল্লাহ তে কোনো ইমান নাই! ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসুলুল্লাহয়। মুহাম্মদ ছাড়া আল্লাহর কোনো পরিচয়ই নাই। এরজন্যই বলছি মুহাম্মদ খোদা নয় আবার খোদা থেকে আলাদাও নয়। সুরা কাফ এর ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অর্থাৎ, আমরা তোমাদের শাহরগের নিকটেও আছি। এখানে আল্লাহ পরিস্কার বলে দিয়েছেন আমরা। আরবিতে নাহনু। নাহনু মানে আমরা।
আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য শুধু একটি জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা, আর রাসুল হলেন সৃষ্টি,এতে কোন সন্দেহ নেই। পার্থক্য শুধু এখানেই, আর কোথাও নেই। তাছাড়া সব জায়গায় আল্লাহর কথা মানেই রাসূলের কথা। রাসুলের বাণী মানে আল্লাহর বাণী। রাসূলের হাত মানে স্বয়ং আল্লাহর এই হাত । শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহর জ্ঞান মানেই রাসূলের জ্ঞান। রাসুলের চরিত্র যার মধ্যে থাকে, সেও একজন নিঃসন্দেহে রাসূল। আর রাসুল মানে বার্তা বহনকারী। যিনি বার্তা বহন করে, এবং হুবহু সে বার্তায়, পৌঁছায়া দেয়, তাকেই রাসূল বলা হয়।
ভাই সকল নবীই আল্লাহ্ র প্রতিনিধি। কিন্তুু উপাস্য একমাত্র আল্লাহ্ র জন্য। আপনার কথার মাঝেই উত্তর আছে। আল্লাহ্ বলেছেন কোরআন ব্যাতীত কোন কিছু নবী বললে তার ধমনী কেটে দিতাম। তাহলে নবী আর আল্লাহ্ এক হলো কিভাবে....? অবশ্যই নবী যা বলেছেন তা আল্লাহ্ র বানী। আমরা অবশ্যই কোরআন কে অনুসরণ করবো। আল্লাহ্ কোরআন কে সহজভাবে প্রেরণ করেছেন তাই সহজভাবেই বুঝতে হবে। জটিলভাবে চিন্তা করলে জটিল হবে। আল্লাহ্ আমাদের বোঝার তৌফিক দান করুন।
প্রশংসা আর প্রশংসিত,,,মুহাম্মদ প্রশংসিত,,,, আর আল্লাহ হচ্ছেন প্রশংসার মালিক। আপনি অনেকগুলো ভুল বলছেন,,,, আপনি কোরানে পড়ছেন রাসুল,, আর মুখে বলছেন নবী,,,,,,সকল রসুলরাই আল্লাহর রহমত,,,,,, আর আপনি একজনকে আলাদা করে বলছেন,,, রসুলদের মধ্যে আলাদা করা যাবে না। আল্লাহ জিবরাইলকেও রসুল বলেছেন। আরকেটা কথা,, আপনার কথা সুরা ইখলাসের বিরুদ্ধে যায়,,,, আল্লাহর হাত,,বলতে যদি মুহাম্মদের রক্ত মাংসের হাত বোঝেন,,,,তাহলে আপনি শিরক করছেন। হাত বলতে বলতে এখানে পক্ষে বোঝানো হয়েছে,,, আল্লাহ যদি বন্ধু হয়, তাহলে আপনি বন্ধু শব্দটির অর্থ বোঝেন নি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার কথাগুলোতে আন্তরিকতা এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ আছে। সত্যিই কুরআন আমাদের জন্য আল্লাহর নির্দেশনা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো দেখায়। কুরআনের আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা দরকার, যেন আমরা নিজে ভুল পথে না যাই এবং অন্যদেরও ভুল পথে পরিচালিত না করি। "প্রিয় ভাই- কুরআন শুধুমাত্র একটি বই নয়, এটি আমাদের জীবনের জন্য আল্লাহর সরাসরি নির্দেশিকা। কুরআনের প্রতিটি আয়াত বোঝার এবং তা মেনে চলার চেষ্টা করা আমাদের দায়িত্ব। তাই যদি আমরা কুরআনের আলোচনা করি, তা যেন সঠিক সূত্র ও রেফারেন্স দিয়ে হয়। ভুল তথ্য বা মনগড়া ব্যাখ্যা আমাদের এবং অন্যদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বোঝার এবং তার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।"
আপনাকে আমি ভালৈ বিজ্ঞ মনে করেছিলাম, কিন্তু আপনি যে অহম্মক সেটা প্রমান করলেন আজকে, ১। "সেই আল্লাহ যখন প্রকাশিত রুপ ধারন করেন মুহাম্মদের মাধ্যমে এটা কই থেকে বানাইলেন আপনি????"" ধর্ম ব্যাবসা বাদ দেন।
আপনার অনেক ভিডিও দেখেছি অনেক ভালো ও মূল্যবান কথা বলেছেন ধন্যবাদ। কিন্তু এই ভিডিওতে বলা কথা পরিষ্কার শিরীক এতে কোনো সন্দেহ নাই। সৃষ্টি কর্তা ও সৃষ্টি এক নয়।এক হতে পারে না। আল্লাহ তাঁর পাঠানো কিতাব নিজে লিখে বা আমাদেরকে পড়ে শুনান নাই।মুহাম্মদ দিয়ে পড়ে শুনিয়েছেন। তাই এই কুরআনে যা আছে তাই আল্লাহর কথা তাই রসুল পড়ে শুনিয়েছেন। এখানে রসুলের নিজের কোনো কথা ছিলো না। এখানে রসুল একজন সংবাদ বাহক মাত্র এ ছাড়া আর কিছুই নয়। রসুল ও আপনার আমার মত একজন মানুষ আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ হচ্ছেন সৃষ্টি কর্তা। আল্লাহ হচ্ছেন সৃষ্টি কর্তা আর যা আছে সবই তার সৃষ্টি। সৃষ্টি কর্তা ও সৃষ্টি এক হতে পারে না। ধন্যবাদ।
আপনার কথা অনুসারে, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ যদি হন, আপনার ভাষ্য অনুযায়ী প্রত্যেক নবী রাসূলই আল্লাহ, তাহলে আপনি বলুন কোন একযোগে তো একসাথে একাধিক নবী-রাসূল আইছে যেমন হযরত শুয়াইব আলাই সালাম হযরত হারুন আলাই সাল্লাম এবং এবং মুসা আলাই সালাম, তাহলে এখন কি বলবেন যে তিনজনই আল্লাহ, আপনার কাছে এই প্রশ্নের উত্তর চাই
আল্লাহ নাই কোথায়? এক আল্লাহ যদি সব জায়গায় থাকতে পারেন, সব কিছু দেখতে পারেন, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেগুলো কিভাবে করেন? আপনি ত ব্যক্তি মানুষ রূপটা নিয়ে কথা বলছেন বাবা! দর্শণ আর চামড়ার চোখ কি এক? পায়ে হাটার দূরত্ব আর মনের দূরত্ব কি এক? জ্ঞানী লোক আর নির্বোধ কি এক?
Bismilah he rohoma e rohem salam brather aponaka onek onek dhonno bad Vy apona ka youtub chanel only quran resses daka anurod roylo please please Tahola apone quran a vule bakka kosan Ha amar rob ame amar noffes upor julum korase otaeb apone amadar ka kama korun Ha amar rob hadaet dabar por amadar delka bokrota korban na apone amadar rohoman dan korun apone to moha data Ha amar rob apone amadar ka donea korlan den ar akarata korlan din abobog amadar ka agun a ajab hoyta rokka korun alhamdolla he robil alamin ar rohoman e rohem maĺeke omeden
আমি আপনার বক্তব্য পছন্দ করি। কিন্তু এই ব্যাপারে সহমত পোষন করছি না। কারন গুলো ১. সূরা ইখলাস এ আল্লাহ র defination দেয়া আছে। তিনি জন্ম দেননি বা নেননি। এর বিরুদ্ধে গেলে খৃষ্টানদের মতো হয়ে যাবো। ২. সূরা আবাসা তে আমাদের নবীজী কে আল্লাহ ভর্ৎসনা করেছেন কারন তিনি অন্ধ, গরীব মুমিন বান্দার চেয়ে কোন এক কুরাইশ সর্দার কে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আপনার কথা ঠিক হলে আল্লাহ নিজেই নিজেকে বকেছেন? ৩. সূরা তাহরীমে ও অনরূপ। নবীজী তার স্ত্রী দের প্ররোচনায় "মধু" খাবেন না প্রতিজ্ঞা করেছিলেন। সেখানে তাকে সাবধান করা হয়েছে আল্লাহ র পক্ষ থেকে হালাল খাদ্যকে "না" করতে। অবশেষে বলবো, আল্লাহর হাত আর রাসুলের হাত এই বায়াতের অংশ টি "সমর্থন"এর metaphor। আমার আহলে বায়াতকে ভালোবাসি বলেই যাতে তাদের কোন অমর্যাদা চাই না। সবাই ওহাবী নন। যীশু ও সৃষ্টি কর্তা নন, আমাদের নবীজী ও। ওনারা সম্মানিত বার্তাবাহক এবং কেয়ামতের দিন ওনাদের ও জিজ্ঞাসা বাদ হবে।
এই উদাহরণ আল্লাহ এবং মুহাম্মদ এর সাথে যায় না। কিসের সাথে কি? কোরআনে কোথাও মুহাম্মদ সঃ সৃষ্টি এটাই বলে নাই। রসূল সৃষ্টি বলে নাই। মানুষ রূপে রসূল কিন্তু মানুষই রসূল নয়। এগুলো সাধারণভাবে অংক মেলানোর বিষয় নয়।
আপনি আবার কি কথা বলছেন, আল্লাহ আর নবী এক ? আল্লাহ রাসুল কে বলেছিলেন কোরআনে এক আয়াত যদি বেশি লেখো, তো তোমার ধমনী স্তব্ধ করে দেবো।আর আপনি, মিথ্যা প্রচার করছেন?
বুঝতে ভুল করেছেন। একবার না বুঝলে বার বার শুনতে থাকুন, আর ভাবতে থাকুন। মনে করেন আপনার একটা শুই আপনার ঘরের ভেতরেই হারিয়েছে কিন্তু হালকাভাবে দেখাতে খুজে পাচ্ছেন না। কিন্তু যদি নিশ্চিত জানেন যে এই ঘরেই আছে। তাহলে খুজে পাবেনই। এখানেও সেরকম একটা রহস্য লুকিয়ে আছে। বুঝলে অনেক কিছু। না বুঝলে তেজপাতাও না! দূর্ভাগ্য!
আপনি, এই ভিডিওতে অনেকগুলো ভুল করেছেন,,,, আপনি পড়ছেন রাসুল,,, আর বলছেন নবী,,,,,। আল্লাহ রাসুলকে কোরানের বাণীর বিষয়ে সাবধানও করেছেন, প্রশংসা আর আর প্রশংসিত আপনি সেটাও বোঝেন নি। রহমত হিসেবে আল্লাহ সকল রসুলকেই প্রেরন করেছেন,, আর আপনি একজনের কথা বলছেন। মুহাম্মদ আল্লাহর কাছে প্রশংসিত,,,প্রশংসিত ব্যাক্তিকে আপনি কি প্রশংসা করবেন? উনিতো আল্লাহর কাছে প্রশংসিত হয়ে আছেন। আল্লাহ মুহাম্মদকে প্রশংসিত করেছেন,,, আপনার করার দরকার নাই,,,,আল্লাহ কোরানে বলেছেন,, আপনি যদি নিজে থেকে কোনো কথা লিখতেন, তাহলে আমি আপনার ডান হাত কেটে দিতাম। এখানে এক হলো কি করে? রাসুল বললে একজনও বোঝায় আবার অনকজনও বোঝায়, যেমন পুলিশ বললে একজনও বুঝায় আবার অনেকজনও বোঝায়। আল্লাহ রাসুল প্রেরন করেছেন। আপনার কথা কোরানের অনেক আয়াতের বিরুদ্ধে যায়।
ভাই আমি আপনার আলোচনা অনেকদিন যাবতই শুনছি আপনার কাছে একটা প্রশ্ন এই যে আপনি বললেন নবী পাক বিদায় হজে বলে গেল তোমরা শুধু একটা জিনিস আঁকড়ে ধরো আল কোরআন তাহলে এই যে বর্তমান যে বাউল জগতের যত শিল্পী সাধক আছে তারা যে বলে আল কুরআন আর আহলে বায়াত তাহলে কি এই কথা গুলো ভুল একটু জানাবেন
কুরানে """ আল কুরান + আহলুল বাইত """ আছে কি না, আমি পাই নি। কুরানে "" কুরান + সুন্নাহ"" এটা নাই। কুরানে শুধু""" আল কুরান "" আঁকড়ে ধরার কথা নবীকে আল্লাহ বলেন, দেখুন ৪৩:৪৩। আর এ কথা আছে মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফে,( ইস: ফা: বাংলাদেশ)। ধন্যবাদ।
@@RuhulAmin-r5q3u ভাইয়া যা বললেন তাতে একটা সন্দেহ থেকে গেল যেমন সুরেশ্বর দরবার শরীফের ডাক্তার বাবা জাহাঙ্গীর এরপরে কাজী যাবে তারাও তো বলে যে আল্লাহর কোরআন এবং আহলে বায়াত কাজে যাবেরে অনেকগুলো আলোচনা আছে আমি শুনছি
Nice speech but Marefat should NOT be exposed publicly as MAREFAT means SECRET and it should be kept secretly. If everyone is PHD holder then who would be the lecturer/Associate professor and students? Another point I would like to add is that as per Hadith E saklain " Al Quran and Ahle Bait pak " It is not only Al Quran. I would like to know your name and if you are Murid if Jahangir Beiman Chacha or disciple of Sufi Sadaruddin Ahmed Chisty (RA)?
ভাইয়া, আপনি এই ভিডিওটা মুছে দিয়ে,,, আরোও ভালো করে বুঝে শুনে,,, পরে কথা বলুন,,,,,,,, আল্লাহ কখনও মুহাম্মাদের প্রশংসা করতে বলেননি,,, আল্লাহ উনাকে প্রশংসিত করেছেন,,,, প্রশংসীত অর্থ হচ্ছে সম্মাননিত,,,,,যে সম্মান আল্লাহ দান করেন। আল্লাহর হাত বলতে,, রক্ত মাংসের হাত বোঝানো হয়নি,,,,,আর রহমত বলতে সকল রাসুলকেই বোঝানো হয়েছে, শুধু মুহাম্মদকে বোঝানো হয়নি।
আপনি পূর্বের ধারণা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ভুল করছেন এবং আপনার এই ভুল কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। আপনি আরও সাবধান হোন আপনার পূর্বের ধারণা অনুযায়ী কথা না হয় না হয়।
ভাই জান আপনি ঠিক বলছেন। কিন্তু একটা কনফিউশন হলো যে রুহ তো আল্লাহ একটি অংশ কিন্তু গুনাহ করে তা অন্ধকার করে ফেললে। আল্লাহ রুহ কে কিভাবে জাহান্নামে দিবে রুহ কি জাহান্নামে যাবে নাকি নফস যাবে??
রাসুলুল্লাহ সাঃ এক সময় কিছু আসহাবে সুফ্ফা দের নিয়ে আলাপ করছিলেন ; এমন সময় হযরত ওমর এসে ডাকাডাকি শুরু করেন এবং তিনি ভিতরে প্রবেশ করলে রাসুলুল্লাহ সাঃ কথা বন্ধ করে দেন। উপস্থিত গন জিজ্ঞেস করেন হুজুর আলোচনা বন্ধ করছেন কি জন্য। রাসুলুল্লাহ সাঃ বলেন ; দুগ্ধ পোষ্য শিশুকে পরিপক্ব খাবার খাওয়ানো ক্ষতিকর।
ভাই সালাম। যিনি মোহাম্মদ (সাঃ) তিনিই আল্লাহ্ বললেন। বিভিন্ন রেফারেন্স দিলেন আপনি দেখেন নাই? তার অর্থ হোল ঐ সময় তিনি উপস্থিত ছিলেন। তাহলে এই কথাগুলি তো রাসুল(সাঃ) কে বলেছেন, আমাদের এইটা জানার কোন দরকার নাই। কি বলেন? তার অর্থ হোল তিনি গায়েব জানতেন, কি বলেন? কিন্তু ইউসুফ আঃ সম্পর্কে রাসুল (সাঃ) কে জিজ্ঞেস করলেন তিনি আয়াত নাযিল হওয়ার আগে বলতে পারলেন না কেন? যিনি আল্লাহ্ তিনিই যদি রাসুল হয়, তাহলে আল্লাহ্ বলেছেন সকল নফসের মৃত্যু হবে, দেহের আবার কিসের মৃত্যু? আপনি অনেক অসংগতিপূর্ণ কথা বললেন এই ভিডিওতে। সূরা তাহরীমে আল্লাহ্ কেন রাসুল (সাঃ) কে নানান প্রশ্ন করলেন? আল্লাহ্ পাক কেন মেনে নিলেন না? যিনি আল্লাহ্ তিনিই রাসুল (সাঃ) তিনিই মুহাম্মদ (দঃ) আল-কোরানের কতো কতো আয়াত আপনি অমান্য করেছেন? যা আপনি বুঝতে পারেননি। আল-কোরানের কোন আয়াত অন্য আয়াতের সাথে সাংঘরসিক হবেনা, এইটা মাথায় রেখে কথা বলবেন আশা করি। আল-কোরান হোল সহজ ও সরল। এই ভিডিওটার জন্যে এক সময় নিজেই লজ্জিত হবেন। আশা করি কথা বলতে সংশোধন হবেন। আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
সূরাঃ আদ-দুহা | আয়াতঃ ৭ আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন। আল-বায়ান তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ। তাইসিরুল তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। মুজিবুর রহমান And He found you lost and guided [you], Sahih International
৮১:১৯ এর রাসূল হলেন জিব্রিল আ:, কিন্ত ৬৯:৪০ আয়াতের রাসূল হলেন রাসূল মুহাম্মদ সা:। প্লিয একটা আয়াত না পড়ে কন্টেক্সট পড়ার বা ওই আয়াতের উপর নিচের ৪-৫ আয়াত পড়ুন। ধন্যবাদ।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
খূবই সুন্দর এবং যুক্তিযুক্ত বক্তব্য। সত্যিই আল্লাহ একমাত্র নবীজি সঃ কে মানব জাতি থেকে বেচে নিয়ে এই আল্লাহর বানী কোরআন প্রচারের দায়িত্ব দিয়েছেন। তাই তিনি সতর্ককারী এবং বার্তাবাহক।আপনাকে অশেষ ধন্যবাদ।
সুরা হজ আয়াত ২২/৭৫ ভাল করে পডে দেখুন।
তাহলে বাকি যে নবী-রাসূলগণ আছেন তারা কারা
মুহাম্মদ কোন ব্যক্তির পিতা নন। নবী গণের সীল।
❤❤রবের পক্ষ থেকে বানী এসে গেছে।তাই আল্লাহর হাদীস অনুসরণ করি। আল্লাহ আমার অভিভাবক ❤❤❤💚💛💚💛🌹🌹🌹
সালামুন আলাইকুম, ভাই হক কথা বলার জন্য ধন্যবাদ
আল্লাহ প্রকাশ আল্লাহই গোপন বুঝতে হবে ইহাই খেলা মারিফাত
প্রতিজন রসুল কোরআন প্রচারের জন্য মোহাম্মদ। কোরআন প্রচার এর ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের বাণী একই। বাণী বাহক বা রসূল এবং কোরআন একই। আল্লাহ স্রষ্টা রাসুল হল সৃষ্টি।
তাহলে এই ভাই কি করে বলেন আল্লাহই রাসুল।ওনার অনেক কথাই ভাল কিন্ত ওনি যে রাসুলকেই আল্লাহ বানিয়ে দিলেন। খুবই খারাপ কথা।
@@azizulhoque3336 এখানে আমারও একই কথা। ওনার এ কথাটা মানতে পারলাম না
কোরআনের অনেক আয়াতেই আল্লাহ তায়ালা বলেছেন আল্লাহর আয়াত সম্পর্কে এই আল্লাহর আয়াত কি?❤❤❤❤
বেশক, বেশক, বেশক। ধন্যবাদ সত্য প্রকাশের জন্য।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই স্রষ্টা নন। তিনি একজন মানুষ এবং নবী। ওনাকে স্রষ্টার কাতারে নেয়া একটা বড় জুলুম। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
ভুল ও কাফেরেরা এমন বলে আছে কালির কোরআনে🎉
উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উনি বলেন নাই। তিনি মুহাম্মদ এর কথা বলেছেন।
মোহাম্মদ খোদা নয় আবার খোদা থেকে আলাদাও নয়!
পবিত্র কুরআনে সুরা নিসার ১৫০,১৫১,১৫২ নম্বর আয়াতে পরিস্কার উল্লেখ আছে, আর যারা শুধু আল্লাহকে মানলো কিন্তু রাসুলকে মানলো না তারা কোনো সন্দেহ নাই নির্ভেজাল কাফের!
আবার এই কথাও বলা আছে, যারা আল্লাহ থেকে রাসুলকে আলাদা করার চেষ্টা করে বা আল্লাহ ও রাসুলের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাফের! লা ইলাহা ইল্লাল্লাহ তে কোনো ইমান নাই! ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসুলুল্লাহয়। মুহাম্মদ ছাড়া আল্লাহর কোনো পরিচয়ই নাই।
এরজন্যই বলছি মুহাম্মদ খোদা নয় আবার খোদা থেকে আলাদাও নয়।
সুরা কাফ এর ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অর্থাৎ, আমরা তোমাদের শাহরগের নিকটেও আছি। এখানে আল্লাহ পরিস্কার বলে দিয়েছেন আমরা। আরবিতে নাহনু। নাহনু মানে আমরা।
আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য শুধু একটি জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা, আর রাসুল হলেন সৃষ্টি,এতে কোন সন্দেহ নেই। পার্থক্য শুধু এখানেই, আর কোথাও নেই। তাছাড়া সব জায়গায় আল্লাহর কথা মানেই রাসূলের কথা। রাসুলের বাণী মানে আল্লাহর বাণী। রাসূলের হাত মানে স্বয়ং আল্লাহর এই হাত । শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহর জ্ঞান মানেই রাসূলের জ্ঞান। রাসুলের চরিত্র যার মধ্যে থাকে, সেও একজন নিঃসন্দেহে রাসূল। আর রাসুল মানে বার্তা বহনকারী। যিনি বার্তা বহন করে, এবং হুবহু সে বার্তায়, পৌঁছায়া দেয়, তাকেই রাসূল বলা হয়।
জয় গুরু দয়াময়
অনেক সুন্দর আলোচনা করেছেন ভাই। আল্লাহ আপনার প্রতি সহায় হউন। 🌷
সালামুন আলাইকা। ভাইজান ভিডিওটা মুছে দিয়ে আরও একটু ভাবেন এছাড়া আমরা মতো অসহায় মানুষের বেশী কিছু বলছি না।
Excellent
জয়❤গুরু
আপনাকে আরো জানতে হবে।
জ্ঞান থাকা ভালো তবে অতি জ্ঞান খুজতে গিয়ে মানুষ পথভষ্ঠা হয়ে যায়।
যিনি মুর্শিদ, সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়,এ কথা লালনে না ক,য় কোরানে কয়।
আপনার উপস্থাপন অনেক চমতকার বলচেন অনেক অনেক ধন্যবাদ ভালো তাকবেন সুস্ত তাকবেন আললাহ মহান পবিত্র।
জয় গুরু। হক কথা বলছেন দরদী ভাই পেম ভক্তি রইলো চরনে
নবীর যদি নফস আল্লাহ হই তাহলে কেন তিনি বললেন পরকালে আমার সাথে কি হবে আমি জানি না? ঈমান ও সৎ কর্ম করে গেলেই জান্নাত। ধন্যবাদ মামুন ভাই
ঠিক বলেছেন
Yes Congratulations THANKS Brother
মাশা আল্লাহ কি সুন্দর করে বলেছে।
আপনার সাথে আমি একমত ।
ভাই সকল নবীই আল্লাহ্ র প্রতিনিধি। কিন্তুু উপাস্য একমাত্র আল্লাহ্ র জন্য। আপনার কথার মাঝেই উত্তর আছে। আল্লাহ্ বলেছেন কোরআন ব্যাতীত কোন কিছু নবী বললে তার ধমনী কেটে দিতাম। তাহলে নবী আর আল্লাহ্ এক হলো কিভাবে....? অবশ্যই নবী যা বলেছেন তা আল্লাহ্ র বানী। আমরা অবশ্যই কোরআন কে অনুসরণ করবো। আল্লাহ্ কোরআন কে সহজভাবে প্রেরণ করেছেন তাই সহজভাবেই বুঝতে হবে। জটিলভাবে চিন্তা করলে জটিল হবে। আল্লাহ্ আমাদের বোঝার তৌফিক দান করুন।
অসাধারণ অসাধারণ 🌹🌹🌹🌹🌹🌹
বাহ্!!! জীবনে এই প্রথম একজন নিশ্চিতরূপে মুসলিম নামধারী জাহান্নামীকে দেখলাম। যদি না মৃত্যুর আগে ঈমান আনে।😢
Salamunalikum May Allah Bless you thank you for Information
গরু
আপনার বক্তব্য অনুযায়ী, শুধু মোহাম্মদ নয় পৃথিবীতে যত নবী রাসুল এসেছে তাদের রূপে আল্লাহ স্বয়ং এসেছে। এই যুক্তিটা খন্ডন করবেন।
প্রশংসা আর প্রশংসিত,,,মুহাম্মদ প্রশংসিত,,,, আর আল্লাহ হচ্ছেন প্রশংসার মালিক। আপনি অনেকগুলো ভুল বলছেন,,,, আপনি কোরানে পড়ছেন রাসুল,, আর মুখে বলছেন নবী,,,,,,সকল রসুলরাই আল্লাহর রহমত,,,,,, আর আপনি একজনকে আলাদা করে বলছেন,,, রসুলদের মধ্যে আলাদা করা যাবে না। আল্লাহ জিবরাইলকেও রসুল বলেছেন। আরকেটা কথা,, আপনার কথা সুরা ইখলাসের বিরুদ্ধে যায়,,,, আল্লাহর হাত,,বলতে যদি মুহাম্মদের রক্ত মাংসের হাত বোঝেন,,,,তাহলে আপনি শিরক করছেন। হাত বলতে বলতে এখানে পক্ষে বোঝানো হয়েছে,,, আল্লাহ যদি বন্ধু হয়, তাহলে আপনি বন্ধু শব্দটির অর্থ বোঝেন নি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনার কথাগুলোতে আন্তরিকতা এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ আছে। সত্যিই কুরআন আমাদের জন্য আল্লাহর নির্দেশনা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো দেখায়। কুরআনের আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা দরকার, যেন আমরা নিজে ভুল পথে না যাই এবং অন্যদেরও ভুল পথে পরিচালিত না করি।
"প্রিয় ভাই- কুরআন শুধুমাত্র একটি বই নয়, এটি আমাদের জীবনের জন্য আল্লাহর সরাসরি নির্দেশিকা। কুরআনের প্রতিটি আয়াত বোঝার এবং তা মেনে চলার চেষ্টা করা আমাদের দায়িত্ব। তাই যদি আমরা কুরআনের আলোচনা করি, তা যেন সঠিক সূত্র ও রেফারেন্স দিয়ে হয়। ভুল তথ্য বা মনগড়া ব্যাখ্যা আমাদের এবং অন্যদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বোঝার এবং তার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।"
সুবহানআল্লাহ।
নবী জিন্দা
আপনাকে আমি ভালৈ বিজ্ঞ মনে করেছিলাম, কিন্তু আপনি যে অহম্মক সেটা প্রমান করলেন আজকে,
১। "সেই আল্লাহ যখন প্রকাশিত রুপ ধারন করেন মুহাম্মদের মাধ্যমে এটা কই থেকে বানাইলেন আপনি????""
ধর্ম ব্যাবসা বাদ দেন।
আপনার অনেক ভিডিও দেখেছি অনেক ভালো ও মূল্যবান কথা বলেছেন ধন্যবাদ। কিন্তু এই ভিডিওতে বলা কথা পরিষ্কার শিরীক এতে কোনো সন্দেহ নাই। সৃষ্টি কর্তা ও সৃষ্টি এক নয়।এক হতে পারে না। আল্লাহ তাঁর পাঠানো কিতাব নিজে লিখে বা আমাদেরকে পড়ে শুনান নাই।মুহাম্মদ দিয়ে পড়ে শুনিয়েছেন। তাই এই কুরআনে যা আছে তাই আল্লাহর কথা তাই রসুল পড়ে শুনিয়েছেন। এখানে রসুলের নিজের কোনো কথা ছিলো না। এখানে রসুল একজন সংবাদ বাহক মাত্র এ ছাড়া আর কিছুই নয়। রসুল ও আপনার আমার মত একজন মানুষ আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ হচ্ছেন সৃষ্টি কর্তা। আল্লাহ হচ্ছেন সৃষ্টি কর্তা আর যা আছে সবই তার সৃষ্টি। সৃষ্টি কর্তা ও সৃষ্টি এক হতে পারে না। ধন্যবাদ।
রাইট
ভাইয়া, কুরআন এর বাক্য গুলোর সাইন্টিফিক ব্যাখ্যা করা কোনো বই এর বাম সাজেস্ট করবেন প্লিজ।
Hello
আপনার কথা অনুসারে, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ যদি হন, আপনার ভাষ্য অনুযায়ী প্রত্যেক নবী রাসূলই আল্লাহ, তাহলে আপনি বলুন কোন একযোগে তো একসাথে একাধিক নবী-রাসূল আইছে যেমন হযরত শুয়াইব আলাই সালাম হযরত হারুন আলাই সাল্লাম এবং এবং মুসা আলাই সালাম, তাহলে এখন কি বলবেন যে তিনজনই আল্লাহ, আপনার কাছে এই প্রশ্নের উত্তর চাই
আল্লাহ নাই কোথায়? এক আল্লাহ যদি সব জায়গায় থাকতে পারেন, সব কিছু দেখতে পারেন, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেগুলো কিভাবে করেন? আপনি ত ব্যক্তি মানুষ রূপটা নিয়ে কথা বলছেন বাবা! দর্শণ আর চামড়ার চোখ কি এক? পায়ে হাটার দূরত্ব আর মনের দূরত্ব কি এক? জ্ঞানী লোক আর নির্বোধ কি এক?
❤❤❤❤❤❤❤❤
Bismilah he rohoma e rohem salam brather aponaka onek onek dhonno bad Vy apona ka youtub chanel only quran resses daka anurod roylo please please Tahola apone quran a vule bakka kosan Ha amar rob ame amar noffes upor julum korase otaeb apone amadar ka kama korun Ha amar rob hadaet dabar por amadar delka bokrota korban na apone amadar rohoman dan korun apone to moha data Ha amar rob apone amadar ka donea korlan den ar akarata korlan din abobog amadar ka agun a ajab hoyta rokka korun alhamdolla he robil alamin ar rohoman e rohem maĺeke omeden
La nu ferriku baina ahdim mir rasulihi hole mahanabi kikore hoy?
সালাম।
আমি আপনার বক্তব্য পছন্দ করি। কিন্তু এই ব্যাপারে সহমত পোষন করছি না। কারন গুলো
১. সূরা ইখলাস এ আল্লাহ র defination দেয়া আছে। তিনি জন্ম দেননি বা নেননি। এর বিরুদ্ধে গেলে খৃষ্টানদের মতো হয়ে যাবো।
২. সূরা আবাসা তে আমাদের নবীজী কে আল্লাহ ভর্ৎসনা করেছেন কারন তিনি অন্ধ, গরীব মুমিন বান্দার চেয়ে কোন এক কুরাইশ সর্দার কে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আপনার কথা ঠিক হলে আল্লাহ নিজেই নিজেকে বকেছেন?
৩. সূরা তাহরীমে ও অনরূপ। নবীজী তার স্ত্রী দের প্ররোচনায় "মধু" খাবেন না প্রতিজ্ঞা করেছিলেন। সেখানে তাকে সাবধান করা হয়েছে আল্লাহ র পক্ষ থেকে হালাল খাদ্যকে "না" করতে।
অবশেষে বলবো, আল্লাহর হাত আর রাসুলের হাত এই বায়াতের অংশ টি "সমর্থন"এর metaphor।
আমার আহলে বায়াতকে ভালোবাসি বলেই যাতে তাদের কোন অমর্যাদা চাই না। সবাই ওহাবী নন। যীশু ও সৃষ্টি কর্তা নন, আমাদের নবীজী ও। ওনারা সম্মানিত বার্তাবাহক এবং কেয়ামতের দিন ওনাদের ও জিজ্ঞাসা বাদ হবে।
আলহামদুলিল্লাহ। সালামুন আলাইকুম।
প্রিয় ভাই, আপনি সত্য বলেছেন এবং তা যথাযথ।
আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিন।
আমি যদি আপনার সমস্ত কথা মত চলি তার মানে কি আপনি আমি একই ব্যক্তি। তাহলে কি মামুন আর রাসেল এর মধ্যে কোন পার্থক্য নাই।
এই উদাহরণ আল্লাহ এবং মুহাম্মদ এর সাথে যায় না। কিসের সাথে কি? কোরআনে কোথাও মুহাম্মদ সঃ সৃষ্টি এটাই বলে নাই। রসূল সৃষ্টি বলে নাই। মানুষ রূপে রসূল কিন্তু মানুষই রসূল নয়। এগুলো সাধারণভাবে অংক মেলানোর বিষয় নয়।
সত্যি গুরু
❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤
শুভ কামনা রইলো
জয়গুরু❤️🌸
আপনি আবার কি কথা বলছেন, আল্লাহ আর নবী এক ? আল্লাহ রাসুল কে বলেছিলেন কোরআনে এক আয়াত যদি বেশি লেখো, তো তোমার ধমনী স্তব্ধ করে দেবো।আর আপনি, মিথ্যা প্রচার করছেন?
বুঝতে ভুল করেছেন। একবার না বুঝলে বার বার শুনতে থাকুন, আর ভাবতে থাকুন। মনে করেন আপনার একটা শুই আপনার ঘরের ভেতরেই হারিয়েছে কিন্তু হালকাভাবে দেখাতে খুজে পাচ্ছেন না। কিন্তু যদি নিশ্চিত জানেন যে এই ঘরেই আছে। তাহলে খুজে পাবেনই। এখানেও সেরকম একটা রহস্য লুকিয়ে আছে। বুঝলে অনেক কিছু। না বুঝলে তেজপাতাও না! দূর্ভাগ্য!
এসব কথা মনে রাখতে হয় ভাই দিলে রাখতে হয় মুখে বলে শিরক হয়ে যেতে পারে এজন্য মুখে না বলাই ভালো
খুব ভালো লাগলো দর্শন তথ্য
আপনি, এই ভিডিওতে অনেকগুলো ভুল করেছেন,,,, আপনি পড়ছেন রাসুল,,, আর বলছেন নবী,,,,,। আল্লাহ রাসুলকে কোরানের বাণীর বিষয়ে সাবধানও করেছেন, প্রশংসা আর আর প্রশংসিত আপনি সেটাও বোঝেন নি। রহমত হিসেবে আল্লাহ সকল রসুলকেই প্রেরন করেছেন,, আর আপনি একজনের কথা বলছেন। মুহাম্মদ আল্লাহর কাছে প্রশংসিত,,,প্রশংসিত ব্যাক্তিকে আপনি কি প্রশংসা করবেন? উনিতো আল্লাহর কাছে প্রশংসিত হয়ে আছেন। আল্লাহ মুহাম্মদকে প্রশংসিত করেছেন,,, আপনার করার দরকার নাই,,,,আল্লাহ কোরানে বলেছেন,, আপনি যদি নিজে থেকে কোনো কথা লিখতেন, তাহলে আমি আপনার ডান হাত কেটে দিতাম। এখানে এক হলো কি করে? রাসুল বললে একজনও বোঝায় আবার অনকজনও বোঝায়, যেমন পুলিশ বললে একজনও বুঝায় আবার অনেকজনও বোঝায়। আল্লাহ রাসুল প্রেরন করেছেন। আপনার কথা কোরানের অনেক আয়াতের বিরুদ্ধে যায়।
আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ও আল্লাহু এর মধ্যে পার্থক্য কি?
ভাই আমি আপনার আলোচনা অনেকদিন যাবতই শুনছি আপনার কাছে একটা প্রশ্ন এই যে আপনি বললেন নবী পাক বিদায় হজে বলে গেল তোমরা শুধু একটা জিনিস আঁকড়ে ধরো আল কোরআন তাহলে এই যে বর্তমান যে বাউল জগতের যত শিল্পী সাধক আছে তারা যে বলে আল কুরআন আর আহলে বায়াত তাহলে কি এই কথা গুলো ভুল একটু জানাবেন
কুরানে """ আল কুরান + আহলুল বাইত """ আছে কি না, আমি পাই নি। কুরানে "" কুরান + সুন্নাহ"" এটা নাই। কুরানে শুধু""" আল কুরান "" আঁকড়ে ধরার কথা নবীকে আল্লাহ বলেন, দেখুন ৪৩:৪৩। আর এ কথা আছে মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফে,( ইস: ফা: বাংলাদেশ)। ধন্যবাদ।
@@RuhulAmin-r5q3u ভাইয়া যা বললেন তাতে একটা সন্দেহ থেকে গেল যেমন সুরেশ্বর দরবার শরীফের ডাক্তার বাবা জাহাঙ্গীর এরপরে কাজী যাবে তারাও তো বলে যে আল্লাহর কোরআন এবং আহলে বায়াত কাজে যাবেরে অনেকগুলো আলোচনা আছে আমি শুনছি
এই কথা গুলো আমরা বহুদিন থেকে বলে আসছি
Astagfirullah
আপনার কন্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই
আমি আমার আব্বার মত সব একিই তাই বলে কি আমি আব্বা হতে পারব এর উত্ত র দিন
জয় গুরু
আপনার এই যুক্তি কোরআন বিরোধী এই ভিডিও যারা দেখবে তারা আপনার ভিডিও দেখার আগ্রহ হরিয়ে ফেলছে। তাহলে ঈসা নাবী কি আল্লাহ?
আপনার অনেক কথা ভাল কিন্ত আপনি রাসুলকেই আল্লাহ বানিয়ে দিলেন এটা খুবই খারাপ চিন্তা-ভাবনা।আর একটু গবেশনা কুরুন।নিশ্চই আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন।
আল্লাহ কি? আল্লাহ কে? আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কি নিরাকার নাকি সাকার?
জয়বাবালিকসনচানেরজয়জয়গুরু❤❤😂😂😂😂😂
Salam🙏
অল্পবিদ্যা ভয়ংকরী, আরও পড়া শুনা করুন, না হলে নিজের সর্বনাশ তো করেই ফেলেছেন, এবার অনদেরও করা শুরু করেছেন।
Allah o rosul ak noy....rosul holo allaher bondhu...allah rosul k pathieasen amader sothik poth dakhate
মুহাম্মদ আল্লাহর রাসুল এআয়াতের কি ব্যাখ্য
দিবেন?
Nice speech but Marefat should NOT be exposed publicly as MAREFAT means SECRET and it should be kept secretly. If everyone is PHD holder then who would be the lecturer/Associate professor and students?
Another point I would like to add is that as per Hadith E saklain " Al Quran and Ahle Bait pak " It is not only Al Quran.
I would like to know your name and if you are Murid if Jahangir Beiman Chacha or disciple of Sufi Sadaruddin Ahmed Chisty (RA)?
Dada Quran money hoi onekdin holo poren na! Valo kore Quran pore tarpor lecture den. Keno confusion korsen.
সর্ব শেষ বলি কোনো বিষয় বলতে গেলে যে বিষয়ে বলবেন সে বিষয়ের সব আয়াত এক জায়গাতে করে বলবেন দেখবেন কোন সমস্যা থাকবে না। আমার কথায় কষ্ট নিবেন না।
th-cam.com/video/1slmBVnxXbw/w-d-xo.htmlsi=7FPo-BghromZbrzT
ভাইয়া, আপনি এই ভিডিওটা মুছে দিয়ে,,, আরোও ভালো করে বুঝে শুনে,,, পরে কথা বলুন,,,,,,,, আল্লাহ কখনও মুহাম্মাদের প্রশংসা করতে বলেননি,,, আল্লাহ উনাকে প্রশংসিত করেছেন,,,, প্রশংসীত অর্থ হচ্ছে সম্মাননিত,,,,,যে সম্মান আল্লাহ দান করেন। আল্লাহর হাত বলতে,, রক্ত মাংসের হাত বোঝানো হয়নি,,,,,আর রহমত বলতে সকল রাসুলকেই বোঝানো হয়েছে, শুধু মুহাম্মদকে বোঝানো হয়নি।
Right 100
জিবরাইল বল্ল,পড়ুন আপনার প্রভু/রবের নামে। ওইসময় রব/প্রভুর নাম কী ছিল।
এই আয়াতে কাবা ঘর ভাঙ্গার কোন শব্দ আছে?
Pls don't smoke much Ganja!
New pandit!
আপনার সাথে একমত নই । কোরআন বিরোধী কথাবার্তা হয়ে যায়।
আপনি পূর্বের ধারণা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ভুল করছেন এবং আপনার এই ভুল কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। আপনি আরও সাবধান হোন আপনার পূর্বের ধারণা অনুযায়ী কথা না হয় না হয়।
সালামুন আলায়কুম। ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগে। আপনার কথা খুব স্পষ্ট। কিন্তু আজকের বক্তব্য মনে হল চালে ডালে এক করে ফেলে
ছেন।
ভাই জান আপনি ঠিক বলছেন। কিন্তু একটা কনফিউশন হলো যে
রুহ তো আল্লাহ একটি অংশ কিন্তু গুনাহ করে তা অন্ধকার করে ফেললে। আল্লাহ রুহ কে কিভাবে জাহান্নামে দিবে রুহ কি জাহান্নামে যাবে নাকি নফস যাবে??
আপনি যে ভণ্ড আমি আগে থেকেই জানতাম।
Apnar ei kotha murkhora nite parbe na.
রাসুলুল্লাহ সাঃ এক সময় কিছু আসহাবে সুফ্ফা দের নিয়ে আলাপ করছিলেন ; এমন সময় হযরত ওমর এসে ডাকাডাকি শুরু করেন এবং তিনি ভিতরে প্রবেশ করলে রাসুলুল্লাহ সাঃ কথা বন্ধ করে দেন। উপস্থিত গন জিজ্ঞেস করেন হুজুর আলোচনা বন্ধ করছেন কি জন্য। রাসুলুল্লাহ সাঃ বলেন ; দুগ্ধ পোষ্য শিশুকে পরিপক্ব খাবার খাওয়ানো ক্ষতিকর।
দ্বীন বুঝা এতোটাই সহজ,,,, আরো সাবধানে বুজুন,,,পথ ভ্রষ্ট হবেন না???!!
ভাই সালাম। যিনি মোহাম্মদ (সাঃ) তিনিই আল্লাহ্ বললেন। বিভিন্ন রেফারেন্স দিলেন আপনি দেখেন নাই? তার অর্থ হোল ঐ সময় তিনি উপস্থিত ছিলেন। তাহলে এই কথাগুলি তো রাসুল(সাঃ) কে বলেছেন, আমাদের এইটা জানার কোন দরকার নাই। কি বলেন? তার অর্থ হোল তিনি গায়েব জানতেন, কি বলেন? কিন্তু ইউসুফ আঃ সম্পর্কে রাসুল (সাঃ) কে জিজ্ঞেস করলেন তিনি আয়াত নাযিল হওয়ার আগে বলতে পারলেন না কেন? যিনি আল্লাহ্ তিনিই যদি রাসুল হয়, তাহলে আল্লাহ্ বলেছেন সকল নফসের মৃত্যু হবে, দেহের আবার কিসের মৃত্যু? আপনি অনেক অসংগতিপূর্ণ কথা বললেন এই ভিডিওতে। সূরা তাহরীমে আল্লাহ্ কেন রাসুল (সাঃ) কে নানান প্রশ্ন করলেন? আল্লাহ্ পাক কেন মেনে নিলেন না? যিনি আল্লাহ্ তিনিই রাসুল (সাঃ) তিনিই মুহাম্মদ (দঃ) আল-কোরানের কতো কতো আয়াত আপনি অমান্য করেছেন? যা আপনি বুঝতে পারেননি। আল-কোরানের কোন আয়াত অন্য আয়াতের সাথে সাংঘরসিক হবেনা, এইটা মাথায় রেখে কথা বলবেন আশা করি। আল-কোরান হোল সহজ ও সরল। এই ভিডিওটার জন্যে এক সময় নিজেই লজ্জিত হবেন। আশা করি কথা বলতে সংশোধন হবেন। আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
নাহ, ভালো লাগলো না। এতদিন আপনাকে logical মনে করেছিলাম কিন্তু আজকে আপনাকে মোটেও logical মনে হয়নি।
রাসুলের বানি নয় কওল কথা। বানি আল্লার।
বানী আল্লাহর, নি:সন্দেহে। কিন্ত "ক্বওলুন "হলো বিশেষ্য পদ,যার অর্থ মুখের কথা। রাসূলের মুখের কথা, দেখুন ৬৯:৪০ আয়াত। এটা রাসূল জিব্রিল আ: এর ও ক্বওল। দেখুন ৮১:১৯। আল্লাহ কুরান নাজিল করেন, আয়াত দেখুন ৫:৬৭, ৭:৩। আবার আল কুরান আল্লাহ ওহিও করেন দেখুন ৬:১৯।
ধন্যবাদ।
Allah has no shape, how he (Allah )has hand???????
সূরাঃ আদ-দুহা | আয়াতঃ ৭
আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন। আল-বায়ান
তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ। তাইসিরুল
তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। মুজিবুর রহমান
And He found you lost and guided [you], Sahih International
Foul talker foul presentation. I know holy Quran so your presentation totally wrong.
আজকে আপনার এই😂 ধারণা থেকে পরিস্কার বুঝতে পারলাম আপনার কুরআন কিছু বুঝেনি।
কোর প্রচার কারনে প্রসংশিত.47।2
কোর প্রচার কারনে প্রসংশিত.47/
2
Ekhane rasul bolte Zibrayeel ke bojhano hoyeche
৮১:১৯ এর রাসূল হলেন জিব্রিল আ:, কিন্ত ৬৯:৪০ আয়াতের রাসূল হলেন রাসূল মুহাম্মদ সা:। প্লিয একটা আয়াত না পড়ে কন্টেক্সট পড়ার বা ওই আয়াতের উপর নিচের ৪-৫ আয়াত পড়ুন। ধন্যবাদ।
ভুল ব্যাখ্যা -
ভন্ডামি ছাড়েন 😂😂
কুরআনে ইসা আ: কে রাহমাতাল্লিল আমামিন বলা হয়েছে
স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে! সুতরাং স্রষ্টা এবং সৃষ্টিকে এক-ই বলার সুযোগ আছে কি জনাব?
th-cam.com/video/0uA0_G_sX-A/w-d-xo.html&lc=Ugz5B-_vYXEAnIVvMfR4AaABAg&si=IK4CnTzAp9YX2p-r
You areyou are wrong
সে তো মাজার পুজারি গাজাখোর